Helth – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Fri, 16 Sep 2022 07:08:06 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Helth – The News বাংলা https://thenewsbangla.com 32 32 করোনার পর এবার নিতে হবে ডেঙ্গির ভ্যাকসিন, আপনি তৈরি তো https://thenewsbangla.com/dengue-vaccine-trail-by-icmr-niced-arrange-dengue-vaccine-trial-in-kolkata/ Fri, 16 Sep 2022 07:07:25 +0000 https://thenewsbangla.com/?p=16835 করোনার পর এবার নিতে হবে ডেঙ্গির ভ্যাকসিন, আপনি তৈরি তো। চিন্তা উদ্বেগের মাঝেই এবার আশার আলো, শুরু হচ্ছে ডেঙ্গি ভ্যাকসিনের ট্রায়াল। কলকাতাতেও এই ভ্যাকসিনের ট্রায়াল হবে, যার ব্যবস্থা করবে নাইসেড কর্তৃপক্ষ। কলকাতায় মোট ৫০০ জন স্বেচ্ছাসেবকের মধ্যে, প্রথমে ২৫০ জনকে দেওয়া হবে পরীক্ষামূলক ডেঙ্গি ভ্যাকসিন।

খুব শীঘ্রই দেশের ২০টি প্রতিষ্ঠানের ১০ হাজার স্বেচ্ছাসেবকের ওপরে হবে, ডেঙ্গি ভ্যাকসিনের এই তৃতীয় পর্যায়ের ট্রায়াল। কলকাতায় যার পরীক্ষামূলক প্রয়োগের ব্যবস্থা করবে নাইসেড। সূত্রের খবর, ডেঙ্গি ভ্যাকসিনের, এই ক্লিনিক্যাল ট্রায়াল চলবে টানা ২ বছর ধরে।

আরও পড়ুনঃ কচুরিপানা, কাশফুল থেকে কেটলি, বাংলার যুবকদের নতুন ব্যবসার সন্ধান দিলেন মমতা

উদ্বেগ বাড়িয়ে, রাজ্য জুড়ে ও কলকাতায় পুজোর মুখে বাড়ছে, ‘ডেঙ্গি ৩’ ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে আশার খবর হল এই যে, শীঘ্রই দেশ জুড়ে ডেঙ্গি ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরু হতে চলেছে। সূত্রের খবর, ২ ভারতীয় সংস্থার সঙ্গে যৌথভাবে, ডেঙ্গি ভ্যাকসিনের ট্রায়াল শুরু করবে আইসিএমআর (ICMR)। সারা দেশে ২০টি প্রতিষ্ঠানের ১০ হাজার স্বেচ্ছাসেবকের ওপর, হবে পরীক্ষামূলক প্রয়োগ।

কলকাতাতেও এই ভ্যাকসিনের ট্রায়ালের ব্যবস্থা করবে নাইসেড কর্তৃপক্ষ। মোট ৫০০জন স্বেচ্ছাসেবকের মধ্যে, ২৫০জনকে দেওয়া হবে ডেঙ্গি ভ্যাকসিন। নাইসেডের অধিকর্তা শান্তা দত্ত বলেছেন, “৫০০ জনের মধ্যে ২৫০ জন ডেঙ্গি ভ্যাকসিন পাবেন। বাকি ২৫০ জনকে, দেওয়া হবে প্ল্যাসিবো। যে স্বেচ্ছাসেবকরা অংশ নেবেন, তাঁদের ডেঙ্গি অ্যান্টিবডি আছে কি না দেখে নেওয়া হবে”।

]]>
রাজ্যে হানা দিয়েছে ডেঙ্গি থ্রি, আক্রান্ত খোদ আমাদের রক্ষাকর্তা নগরপাল https://thenewsbangla.com/dengue-3-attacked-state-affected-vineet-goyal-kolkata-police-commissioner/ Thu, 15 Sep 2022 08:28:36 +0000 https://thenewsbangla.com/?p=16817 রাজ্যে হানা দিয়েছে ডেঙ্গি-থ্রি, আক্রান্ত খোদ আমাদের রক্ষাকর্তা নগরপাল। ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। তবে তাঁর অবস্থা স্থিতিশীল, বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, জ্বর হয়েছিল কলকাতার নগরপালের। রক্ত পরীক্ষা করাতে, রিপোর্টে ডেঙ্গি উঠে আসে। তারপরই বুধবার সকালে বিনীত গোয়েল-কে হাসপাতালে ভর্তি করানো হয়। এই মুহূর্তে বেলভিউ নার্সিংহোমে ভর্তি রয়েছেন তিনি। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।

ডেঙ্গির প্রকোপের মধ্যেই, এবার রাজ্যে হানা ডেঙ্গি-থ্রির। বিভিন্ন হাসপাতাল থেকে নাইসেডে, ডেঙ্গি আক্রান্তদের নমুনা পরীক্ষা করা চলছে। চলতি-মাসে পাঠানো ৫০টি নমুনার মধ্যে, ৩৫টিতেই ডেঙ্গি-থ্রি ধরা পরেছে। গতমাসে পাঠানো ৫০টি নমুনার মধ্যে, ২০টিতেই ডেঙ্গি-থ্রি ধরা পরেছিল। আক্রান্তদের বেশিরভাগই, ডেঙ্গি-থ্রি ভাইরাসের কবলে পড়েছেন।

আরও পড়ুন; “মমতার চাকরির অফার লেটার দুর্নীতি”, রাজ্য সরকার কোম্পানির লেটারহেড জাল করেছে

রাজ্যে ডেঙ্গি-থ্রি-র দাপট বাড়ছে, সংক্রমণ লাগামছাড়া। কিছুদিন ধরেই কলকাতায় ও রাজ্য জুড়ে ডেঙ্গির সংক্রমণ ঊর্ধ্বমুখী। স্বাস্থ্য-দফতরের তরফে ইতিমধ্যেই, কড়া সতর্কতা জারি হয়েছে। নির্দেশে বলা হয়েছে, ডেঙ্গি আক্রান্তের প্লেটলেট না কমলেও, সতর্ক থাকতে হবে। আটদিন পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের প্লেটলেটের দিকে, কড়া নজর রাখার নির্দেশ।

স্বাস্থ্য দফতর জানিয়েছে, সামান্য বমি, মাথা-ঘোরার উপসর্গ দেখলেই, সঙ্গে-সঙ্গে রক্তচাপ পরীক্ষা করতে হবে। প্রয়োজনে হাসপাতালে ভর্তি করতে হবে। দক্ষিণ দমদম, কামারহাটি, শ্রীরামপুর, বিধাননগর, বালি, হাওড়া-তেও নজরদারি চলছে। নতুন করে ৫৩৭জন ডেঙ্গি-আক্রান্ত, সরকারি হাসপাতালে ভর্তি ৪৮৫জন, জানিয়েছে স্বাস্থ্য দফতর।

]]>
২০১৪ সালে পোলিও মুক্ত দেশের স্বীকৃতি পায় ভারত, বাংলার মেটিয়াবুরুজে পোলিও হানা https://thenewsbangla.com/india-recognized-as-polio-free-country-still-polio-found-in-metiabruz-bengal/ Wed, 15 Jun 2022 11:53:43 +0000 https://www.thenewsbangla.com/?p=15463 ২০১৪ সালে পোলিও মুক্ত দেশের স্বীকৃতি পায় ভারত; বাংলার মেটিয়াবুরুজে গত মে মাসেই পোলিও হানা দিয়েছে। ২০১১ সালে হাওড়ার এক ১২ বছর বয়সী মেয়ের দেহে; শেষ পোলিওর জীবাণু মিলেছিল। এরপর ২০১৪ সালের ২৭ মার্চ; ভারতকে পোলিও মুক্ত দেশ হিসেবে ঘোষণা করা হয়। পাশাপাশি বাংলাকেও পোলিও মুক্ত রাজ্য; বলেই ঘোষণা করা হয়। তবে পোলিওমুক্ত রাজ্য বা দেশ ঘোষণা করার দীর্ঘ ১১ বছর পর ফের; কলকাতায় পোলিওর জীবাণু মেলায় চিন্তার ভাঁজ পড়েছে স্বাস্থ্য দফতর কর্তাদের কপালে।

মেটিয়াবুরুজের একটি নর্দমা থেকে; পোলিওর জীবাণু পাওয়া গিয়েছে। তার ফলে স্বাভাবিকভাবেই উদ্বেগে; রাজ্য স্বাস্থ্য দফতর। শিশুদের উপর বিশেষ নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। ১১ বছর পর ফের কলকাতায় মিলল; এই পোলিওর জীবাণু। মে মাসে মেটিয়াবুরুজের একটি নর্দমা থেকে; নমুনা সংগ্রহ করা হয় স্বাস্থ্য দফতরের তরফে। সেটি পরীক্ষা করে দেখা যায়; ওই নমুনায় পোলিও ভাইরাস রয়েছে। ১৫ নম্বর বরোয় মেটিয়াবুরুজ এলাকায়; একটি নর্দমার জলের নমুনায় পোলিও-র জীবাণু পাওয়া গিয়েছে।

আরও পড়ুন; করোনা নেই, বাধ্যতামূলক কোভিড টেস্টের নামে মানুষকে লুটছে বেসরকারি হাসপাতাল

এরপর স্বাস্থ্য দফতরের তরফে, গত ২৬ মে; স্বাস্থ্যভবনে ডাকা হয় একটি বিশেষ বৈঠক। সেখানে ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পূর্বাঞ্চলীয় প্রতিনিধিরা ছিলেন; সেখানে পোলিও ভাইরাস নিয়ে আলোচনা করা হয়। রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকা শিশুদের উপর; বিশেষ নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য দফতরের তরফে।

আরও পড়ুন; দায় কার, আদালতের রায়ে স্কুল শিক্ষিকা বরখাস্ত হতেই বিয়ে ভেঙে পালাল প্রেমিক

বৈঠকে মেটিয়াবুরুজ এলাকায় বিশেষ ‘সার্ভেল্যান্স’ চালানো, অর্থাৎ বিশেষ নজরদারির নির্দেশ দিয়েছেন; স্বাস্থ্য দফতরের অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী। সার্ভেল্যান্স অর্থ, রুটিন টিকাকরণে আরও জোর দেওয়া; খোলা জায়গায় শৌচকর্ম আটকানো; বাড়ি-বাড়ি গিয়ে কোথাও জন্মগত-ভাবে রুগ্ন বা যার রোগ প্রতিরোধ ক্ষমতা কম; এমন শিশু আছে কি না, তা দেখা। সেরকম কাউকে পেলে, তাকে পরীক্ষা করা জরুরি; কারণ, এদের পোলিও ভাইরাস বেশি আক্রমণ করে।

রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকা শিশুদের উপর, মেটিয়াবুরুজ এলাকায় প্রকাশ্যে শৌচকর্মের ক্ষেত্রেও; নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া পুরসভার কর্মীদের, বাড়ি বাড়ি ঘুরে পোলিও টিকাকরণের গুরুত্ব; বোঝানোর কথাও বলা হয়েছে।

]]>
করোনা নেই, বাধ্যতামূলক কোভিড টেস্টের নামে মানুষকে লুটছে বেসরকারি হাসপাতাল https://thenewsbangla.com/corona-disappear-but-private-hospitals-still-robbing-people-by-compulsory-covid-test/ Wed, 15 Jun 2022 07:12:32 +0000 https://www.thenewsbangla.com/?p=15460 নেই করোনা, তবু বাধ্যতামূলক কোভিড র‍্যাপিড টেস্টের নামে; মানুষকে লুটছে বেসরকারি হাসপাতাল-গুলি। হাসপাতালে ভর্তি হলেই; কোভিড টেস্টের নামে এখনও লুটে চলেছে বাংলার বেসরকারি হাসপাতাল-গুলি। কোথাও সেটা ২৫০০; কোথায় ৩০০০, কোথাও আবার ৪০০০; যে যেমন পারে সরকারি নির্দেশের দোহাই দিয়ে পকেট কাটছে সাধারণ মানুষের।

কি অদ্ভুত না? করোনা নেই, কেউ মাস্ক পরে না। খুলেও গেছে সব অফিস আদালত দোকানপাট। বিধানসভা পুরসভা ভোটও হয়ে গেল। চারপাশে সব স্বাভাবিক। তাও মানুষকে লুটে যাচ্ছে; রাজ্যের বেসরকারি হাসপাতালগুলো। সরকারি নির্দেশের দোহাই দিয়েই। হাসপাতালে ভর্তি হলেই; বাধ্যতামূলক কোভিড টেস্ট; যা এখনও চলছে।

আরও পড়ুনঃ দায় কার, আদালতের রায়ে স্কুল শিক্ষিকা বরখাস্ত হতেই বিয়ে ভেঙে পালাল প্রেমিক

করোনা র‍্যাপিড টেস্টের নামে ২৫০০-৪০০০ টাকা; যে যেমন পারে লুটছে মানুষকে। দুটো ভ্যাকসিন, একটা বুস্টার ডোজ নিলেও; আপনাকে হাসপাতালে ভর্তি হতে গেলেই খসাতে হবে ২৫০০ টাকা। সব দেখেশুনেও উদাসীন প্রশাসন; কেন্দ্র বা রাজ্য কেউ এই নিয়ে কোন নির্দেশ দিচ্ছে না। কেন কোভিড র‍্যাপিড টেস্টের নামে লুটবে; রাজ্যের বেসরকারি হাসপাতাল-গুলো? প্রশ্ন তুলেছেন আমজনতা।

এদিকে, কোভিড রোগীর সংস্পর্শে আসা ব্যক্তিদের মধ্যে; করোনার কোনও উপসর্গ দেখা না দিলে পরীক্ষা করা বাধ্যতামূলক নয়। আগেই ঘোষণা করেছে; কেন্দ্র সরকার। আইসিএমআর-এর নির্দেশিকা অনুযায়ী, যদি না তাঁদের মধ্যে করোনার কোনও উপসর্গ দেখা যায়; কোভিড রোগীর সংস্পর্শে আসা ব্যক্তিদের করোনা পরীক্ষা করা বাধ্যতামূলক নয়।

আরও পড়ুনঃ নারাজ পাওয়ার, রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপির বিরুদ্ধে মমতার বাজি গোপালকৃষ্ণ

যাঁরা আন্তঃরাজ্যে ভ্রমণ করে কিছুদিন নিভৃতবাসে ছিলেন এবং সেই রকম কোনও উপসর্গ নেই; নতুন সরকারি নিয়ম অনুযায়ী তাঁদের ক্ষেত্রেও আরটিপিসিআর বাধ্যতামূলক নয়।

আইসিএমআর-এর নিয়ম অনুসারে, সন্তান জন্ম দেওয়া বা অন্যান্য অস্ত্রোপচারের জন্য যাঁরা হাসপাতালে ভর্তি হয়েছেন, তাঁদের মধ্যে কোনও উপসর্গ না থাকলে পরীক্ষা করার প্রয়োজন নেই।

তা সত্ত্বেও যে কোন কারণেই হোক না কেন; বাংলায় বেসরকারি হাসপাতালে ভর্তি হলেই; আপনাকে আগে ২৫০০-৪০০০ টাকা খরচা করে; বাধ্যতামূলক করোনা টেস্ট করাতেই হবে। এইভাবেই রাজ্য প্রশাসনের নাকের ডগায়; মানুষকে লুটছে বেসরকারি হাসপাতাল-গুলি। অসহায় মানুষের কিছুই করার থাকে না, সই করা ছাড়া; রোগী নিয়ে হাসপাতালে যাবার পর।

]]>
কলকাতা মেডিক্যালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে অপসারিত নির্মল মাজি https://thenewsbangla.com/nirmal-maji-removed-from-rogi-kalyan-samiti-chairman-calcutta-medical-college-hospital/ Thu, 26 May 2022 15:30:01 +0000 https://www.thenewsbangla.com/?p=15259 কলকাতা মেডিক্যালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে; অপসারিত নির্মল মাজি। শেষ পর্যন্ত চৈতন্য হল রাজ্য সরকারের; অপসারিত নির্মল মাজি। একের পর এক অভিযোগ উঠেছে; তৃণমূল বিধায়ক নির্মল মাজির বিরুদ্ধে। এবার ব্যবস্থা নিল নবান্ন। বৃহস্পতিবার থেকেই নির্মল মাজির জায়গায় দায়িত্বে; আরজিকর হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান চিকিৎসক সুদীপ্ত রায়। দায়িত্ব নিয়েই মেডিক্যাল কলেজের স্বাস্থ্য ও সম্মান পুনরুদ্ধারের; প্রতিশ্রুতি দিয়েছেন সুদীপ্ত রায়। কিন্তু একের পর এক বেফাঁস মন্তব্যেই; কি পদ হারালেন নির্মল? তা নিয়ে আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক ও চিকিৎসক মহলে।

বৃহস্পতিবার বিকেলে রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের তরফে; একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়। সেখানেই জানানো হয়, নির্মল মাজিকে সরিয়ে; তাঁর জায়গায় কলকাতা মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির দায়িত্ব দেওয়া হচ্ছে শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায়কে। আরজি কর মেডিক্যাল কলেজের; রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্তবাবু। এছাড়াও হেলথ ইউনির্ভাসিটির ফিন্যান্স কমিটির চেয়ারম্যানও তিনি। সেই সুদীপ্ত রায়কে কলকাতা মেডিক্যালের দায়িত্ব দেওয়াতেই; কানাঘুষো শুরু হয়েছে বিভিন্ন মহলে।

আরও পড়ুনঃ স্কুলের চাকরি গেলেও কলেজ শিক্ষক হতে চলেছেন অঙ্কিতা অধিকারী

চিকিৎসকদের সংগঠন ডক্টরস ফোরাম; নির্মল মাজির বিরুদ্ধে ধারাবাহিকভাবে অভিযোগ এনেছিল। কর্তব্যরত চিকিত্‍সককে হুমকি, কখনও মেডিকেল কলেজের সুপার, প্রিন্সিপালদের হুঁশিয়ারি দিয়ে; বারবার বিতর্কে জড়িয়েছেন তৃণমূলের এই চিকিৎসক বিধায়ক। অবশেষে একটি ১০ লাইনের নির্দেশিকা জারি করে; কলকাতা মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে নির্মল মাজিকে অপসারণ করল নবান্ন।

আরও পড়ুনঃ রাজ্যপাল আর নয়, বাংলার বিশ্ববিদ্যালগুলির আচার্য হবেন মুখ্যমন্ত্রী

নির্মল মাজির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে; মুখ্যমন্ত্রীকে চিঠিও দিয়েছিলেন অনেকেই। এই অপসারণ একের পর এক বিতর্কের ফলশ্রুতি; বলেই মনে করা হচ্ছে। তবে এই বিষয়ে রাজ্যের তরফে; কোনও কারণ জানানো হয়নি। সামগ্রিক অবস্থা বিচার বিবেচনা করেই, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি নিয়েই; নির্মল মাজির বিরুদ্ধে এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। এমনটাই মনে করছে; রাজ্যের রাজনৈতিক মহল।

নির্মল মাজির বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে, রাজ্য সরকারের বারবার সমালোচনা করেছে; বিরোধী দলগুলিও। এবার কিছুটা হাঁফ ছেড়ে বাচবে রাজ্য সরকার; মনে করছে রাজনৈতিক মহল। এই সিদ্ধান্তে খুশি ডাক্তারদের সংগঠন-গুলি; তবে ফোনে পাওয়া যায়নি নির্মল মাজিকে।

]]>
ফের কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে চুরি ২৬টি দামী ইঞ্জেকশন https://thenewsbangla.com/26-expensive-injections-were-stolen-again-from-calcutta-medical-college-hospital/ Fri, 29 Apr 2022 15:35:20 +0000 https://www.thenewsbangla.com/?p=14993 ফের কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে; চুরি ২৬টি দামী ইঞ্জেকশন। টসিলিজুমাব ইঞ্জেকশন কাণ্ডের পর; ফের কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে চুরির অভিযোগ। এবার অভিযোগ, ২৬টি দামী ইঞ্জেকশন চুরি হয়ে গেছে। কাকতালীয়ভাবে আগেরবারও টসিলিজুমাব ইঞ্জেকশনও; ২৬টিই চুরি হয়েছিল। অর্থাৎ বারবার কলকাতা মেডিক্যাল কলেজে চুরি হচ্ছে; ২৬টি করে দামী ইঞ্জেকশন। ইঞ্জেকশন চুরির অভিযোগ উঠতেই; বউবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।

ফের সেই মেডিক্যালে ইঞ্জেকশন চুরি! করোনা মহামারী চলাকালীন, গত বছরের জুনে; কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকেই চুরি হয়েছিল করোনা চিকিত্‍সায় ব্যবহৃত ২৬টি টসিলিজুমাব ইঞ্জেকশন। প্রায় ১০ লক্ষ টাকা দামের ২৬টি টসিলিজুমাব ইঞ্জেকশন; বেআইনিভাবে হাতানোর অভিযোগ উঠেছিল। অভিযোগের তির ছিল; হাসপাতালের এক চিকিৎসকের দিকে। ওই চিকিৎসক আবার শাসক দলের এক নেতার ঘনিষ্ট বলে পরিচিত। প্রভাব খাটিয়ে কর্তব্যরত এক নার্সের কাছ থেকে; ওই ইঞ্জেকশন হাতানোর অভিযোগ উঠেছিল ওই চিকিৎসকের বিরুদ্ধে।

এবার সেই মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকেই; ২৬টি ‘ফ্যাক্টর এইট’ নামে দামী ইঞ্জেকশন চুরির অভিযোগ উঠেছে। এই ইঞ্জেকশন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে; ও অতিরিক্ত রক্তক্ষরণ বন্ধ করে। ইঞ্জেকশন উধাও দেখে; হাসপাতলের সার্জারি বিভাগের সিস্টার ইনচার্জ অভিযোগ জানান হাসপাতাল সুপারের কাছে।

সূত্রের দাবি, ২৬টি ইঞ্জেকশনের দাম; প্রায় ১ লক্ষ টাকা। ঘটনায় হাসপাতালের ১ চুক্তিভিত্তিক কর্মীর দিকে; অভিযোগের আঙুল উঠেছে। ইঞ্জেকশন চুরির তদন্তে নেমেছে; বউবাজার থানার পুলিশ।

কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার জানিয়েছেন; চুরির বিষয়টি জানার পর বৃহস্পতিবার বউবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত করছে। টসিলিজুমাব কাণ্ডে হাসপাতাল ও স্বাস্থ্য দফতরের তদন্তের পর; অভিযোগ প্রমাণিত হওয়ায় এক চিকিত্‍সক, নার্সিং ইনচার্জ ও এক নার্সকে কোচবিহারে বদলি করা হয়। এবার নতুন করে ইঞ্জিকশন চুরির অভিযোগে শুরু হয়েছে; পুলিশি তদন্ত।

কর্তৃপক্ষের নাকের ডগা দিয়ে, এত ইঞ্জেকশন যাচ্ছে কথায়? সেবার চুরির ঘটনা খতিয়ে দেখতে; তড়িঘড়ি উচ্চপর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করে হাসপাতাল কর্তৃপক্ষ। পাশাপাশি ঘটনাটি নিয়ে; খোঁজখবরের আশ্বাস দিয়েছিলেন স্বাস্থ্য কর্তারাও। তবে ৩জনকে ট্রান্সফার করা ছাড়া; আর কিছুই এগোয়নি। এবারও কি ১জন চুক্তিভিত্তিক কর্মীকে সাসপেন্ড করেই; দায় সারবে রাজ্য স্বাস্থ্য দফতর? উঠে গেছে প্রশ্ন।

]]>
ভারতবাসীকে জীবনে যোগাসনের গুরুত্ব বোঝালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী https://thenewsbangla.com/pm-narendra-modi-told-indians-the-importance-of-meditation-in-human-life/ Thu, 20 Jun 2019 12:18:44 +0000 https://www.thenewsbangla.com/?p=14186 যোগ দিবসের একদিন আগেই; সকাল সকাল দুটি যোগাসন প্রশিক্ষণের অ্যানিমেটেড ভিডিয়ো; নিজেই টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি শেখালেন নাড়ি শোধন প্রাণায়াম ও ধ্যানের গুরুত্ব। ভারতবাসীকে জীবনে ধ্যানের গুরুত্ব বোঝালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এই ভিডিয়ো দুটিতে তিনি যোগ সম্পর্কে উৎসাহী ব্যক্তিদের; আরও বেশি করে উৎসাহ বাড়িয়ে তোলেন। যোগের বিস্তারিত কৌশলসহ; আধ্যাত্মিক সুস্থতা বিকাশে; যোগ কতটা সাহায্যকারী সে বিষয়ে তিনি কথা বলেন।

আরও পড়ুনঃ সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় বিনা হেলমেটের বাইক ধরার অভিযান পুলিশের

শুক্রবার বিশ্ব যোগ দিবস। এর আগেই সকাল সকাল; দুটি যোগাসন প্রশিক্ষণের অ্যানিমেটেড ভিডিয়ো; নিজেই টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি শেখালেন; ধ্যানের গুরুত্ব ও নাড়ি শোধন প্রাণায়াম।

বৃহস্পতিবার সকালে দুটি ভিডিয়ো পোস্ট করেছেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বলেছেন, ধ্যান; যোগ ব্যায়ামের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ। তাঁর পরনে সবুজ ট্র্যাক প্যান্ট ও টি-শার্ট। পোস্টটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ধ্যান যোগব্যায়াম এর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অবিচ্ছেদ্য অঙ্গ’।

আরও পড়ুন: ইস্কন প্রাঙ্গন থেকে বাজেয়াপ্ত করা হল প্রায় ১৯.৮ টন চাল

সমগ্র ভিডিয়োটিতে তিনি ধীরে ধীরে; যোগের পরবর্তি পর্যায় গুলো দেখিয়েছেন। বলেছেন সঠিকভাবে প্রশ্বাস-নিশ্বাস পদ্ধতি মেনে চলার কৌশল। এও বলেছেন ধ্যান করলে দীর্ঘ শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে মানুষের মনঃসংযোগ দৃঢ হয়।

প্রাণায়াম মূলত শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণ করে। প্রাণের আয়াম অর্থাৎ প্রাণের দীর্ঘতাই হল প্রাণায়াম। আর ধ্যান করার মূল বিষয় হল শ্বাস-প্রশ্বাসের উপর মন দেওয়া। সঠিক নিয়মে শ্বাস নেওয়া এবং ছেড়ে দেওয়া-এই পদ্ধতি নিয়ন্ত্রণের মাধ্যমেই শরীর সুস্থ থাকে।

আরও পড়ুন: স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশে অশান্ত ভাটপাড়ায় বিজেপির কেন্দ্রীয় দল

যোগশাস্ত্র মতে; ফুসফুসে অক্সিজেন পুরণ করে সংরক্ষণ এবং ফুসফুস থেকে কার্বন-ডাই-অক্সাইড বের করে বিশেষ নিয়মবদ্ধ প্রক্রিয়ার দ্বারা প্রাণায়াম করা হয়। এর উপকারিতা অনেক। হৃদযন্ত্রকে স্বাভাবিকভাবে সচল রাখতে; বিশেষ সাহায্য করে।

স্নায়ুকে অনেকবেশি কার্যকরী ও সবল করে তোলে। তাই সকলের সুস্থতা কাম্য করে; যোগ দিবসের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার বিশ্ব যোগ দিবস; যোগায় সুস্থ প্রধানমন্ত্রী মোদী নিজেও।

]]>
ভায়াগ্রার চেয়েও উপকারী যে ৫টি খাবার আপনার যৌনজীবন স্বাভাবিক রাখবে https://thenewsbangla.com/more-beneficial-than-viagra-five-herbal-foods-that-we-need/ Tue, 18 Jun 2019 07:52:34 +0000 https://www.thenewsbangla.com/?p=14017 বর্তমান ব্যস্ত জীবনযাপন ও খাদ্যাভ্যাসের কারণে আমাদের যৌনজীবনে শিথিলতা আসছে। প্রতিদিনের খাদ্যতালিকায়; যদি থাকে এমন কিছু খাওয়ার যার মধ্যে রয়েছে জিনসিনোসাইড; তাহলে আপনার জীবনে ফিরে আসতে পারে যৌবন। জেনে নিন; এ জাতীয় ৫টি খাবারের নাম; যা ভায়াগ্রার চাইতে বেশি উত্তেজক।

সজনে ডাঁটা; এক গ্লাস দুধে সজনে ফুল; নুন ও গোলমরিচ মিশিয়ে প্রতিদিন খেলে আপনার যৌন ক্ষমতা বাড়বে। রসুন রক্তে শর্করা ও কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে রসুন। ফলে; প্রতিদিনের ডায়েটে যদি রসুন থাকে তবে যৌন উত্তেজনা বাড়বে। আফ্রিকান হেলথ সায়েন্সসও এটা প্রামাণ করেছে; আদার মতোই উপকারী রসুন।

আরও পড়ুন অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার করে আপনিও কি এই রোগে আক্রান্ত

হিং; রান্নায় আমরা হিং মেশাই। প্রতিদিন সকালে ১ গ্লাস জলে এক চিমটে হিং ফেলে খেলে আপনার এনার্জি বাড়বে। বিশেষজ্ঞদের মতে; যদি টানা ৪০ দিন ধরে রোজ ০.০৬ গ্রাম হিং খাওয়া যায় তাহলে পেতে পারেন সুস্থ যৌনজীবন।

আরও পড়ুন কি ভাবে যত্ন নেবেন নিজের প্রিয় ল্যাপটপের

জিরা; জিরার মধ্যে থাকা পটাশিয়াম ও জিঙ্ক যৌনাঙ্গে রক্ত সঞ্চালন বাড়ায়। ফলে বাড়ে যৌন উদ্দীপনা। প্রতিদিন এক কাপ গরম চায়ে জিরা ফেলে খেতে পারেন উপকার পাবেন।

আদা; বিভিন্ন ক্ষেত্রে আদার উপকারিতার কথা আমাদের সবার কম-বেশি জানা। সুস্থ যৌনজীবন বজায় রাখতেও অপরিহার্য্য হতে পারে আদা। আদার মধ্যে থাকা ভোলাটাইল অয়েল স্নায়ুর উত্তেজনা বাড়ায় ও রক্ত সঞ্চালনের মাত্রা ঠিক রাখে।

]]>
নবান্ন বৈঠকের লাইভ কভারেজের অনুমতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় https://thenewsbangla.com/cm-mamata-banerjee-gave-permission-for-live-coverage-of-nabanna-meeting/ Mon, 17 Jun 2019 09:31:50 +0000 https://www.thenewsbangla.com/?p=13970 সব শর্ত মানলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাঁ, নবান্ন বৈঠকের লাইভ কভারেজ করার দাবিও; মেনে নিলেন মমতা। ইতিমধ্যেই রাজ্য স্বাস্থ্য দফতরের একটি বাস; জুনিয়র ডাক্তারদের নবান্নে নিয়ে যেতে পৌঁছে গেছে এনআরএস হাসপাতালে।

নবান্ন নয়; সোমবার স্বাস্থ্য দফতর থেকে চিঠি আসে এনআরএসে। চিঠি পাবার পর আবার জুনিয়র ডাক্তাররা শুরু করে নিজেদের জিবি মিটিং। কারন চিঠিতে সাংবাদিকদের সামনে; বৈঠক করা নিয়ে কিছুই নেই। বৈঠক হবে নবান্নতেই। দেখার এখন কি সিদ্ধান্ত নেন জুনিয়র ডাক্তাররা।

আরও পড়ুন বৈঠকের জায়গা নিয়েও দরাদরি, নবান্ন নয় স্বাস্থ্য দফতরের চিঠি এল এনআরএসে

তবে মুখ্যমন্ত্রীর তরফ থেকে নয়; আন্দোলনরত ডাক্তারদের কাছে চিঠি গেল; রাজ্যের স্বাস্থ্য শিক্ষা আধিকর্তা প্রদীপ মৈত্র এর তরফ থেকে। চিঠিতে ডাক্তারদের নবান্নে আসার কথা থাকলেও; ডাক্তারদের দাবি মেনে সংবাদ মাধ্যমের সামনে মিটিং হবে এমন কোন উল্লেখ ছিল না।

আরও পড়ুন এনআরএস কাণ্ডে এবার কর্মবিরতি শুরু করল দিল্লির এইমস ও আইএমএ ডাক্তাররা

এরপরেই চিঠি পাবার পরেই বেঁকে বসেন জুনিয়ার ডাক্তাররা। তাঁরা মিডিয়ার উপস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে; বৈঠক করতে হবে বলে পরিষ্কার জানিয়ে দেন। আর বাংলার চিকিৎসা সংকট কাটাতে তা মেনেও নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এর ফলে জুনিয়র আন্দোলনের সব দাবিই মেনে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর জুনিয়র ডাক্তারদের ভূমিকা কি হয় সেটাই দেখার।

]]>
অজানা জ্বরে রাজ্যে শিশু মৃত্যুর মিছিল, চরম আতঙ্কে সাধারণ মানুষ https://thenewsbangla.com/acute-encephalitis-outbreak-kills-100-child-in-muzaffarpur-bihar/ Mon, 17 Jun 2019 08:35:28 +0000 https://www.thenewsbangla.com/?p=13958 বিহারে বাড়ছে শিশুমৃত্যু। ১৬ দিনের মধ্যে বিহারের মুজাফফরপুরে; এনকেফালাইটিস সিন্ড্রোমে মারা গেছে প্রায় ১০০ শিশু। শুধুমাত্র শ্রী কৃষ্ণ মেডিক্যাল কলেজেই; মারা গেছে ৮৩ শিশু। কেজরিয়াল হাসপাতালে আরও ১৭। ঘণ্টায় ঘণ্টায় বেড়ে চলেছে মৃত্যু সংখ্যা।

বিহারের ১২টি জেলার ১২২টি ব্লকে; অ্যাকিউট এনকেফালাইটিস সিনড্রোমের সংক্রমণ দেখা যায়। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে মুজফ্ফরপুর ও তার চারপাশের এলাকায়। এখনও শ্রী কৃষ্ণ মেডিকেল কলেজে; অন্তত ২৯০ টি শিশু আইসিইউ তে ভর্তি।

আরও পড়ুনঃ হাসপাতাল আন্দোলনের মাঝেই জন্ম নিল আর এক ছোট্ট আন্দোলন

বিহারের সরকারী স্বাস্থ্য পরিষেবা খতিয়ে দেখতে; আসেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। গত রবিবার দিল্লির একটি চিকিৎসকের দল পৌঁছায় বিহারে। ওই দলের হাসপাতাল পরিদর্শনের সময়ই; মৃত্যু হয় আরও ৪ শিশুর।

পরিদর্শনের সময় সঙ্গে ছিলেন; প্রতিমন্ত্রী অশ্বিনী চৌবে এবং রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পাণ্ডে। মন্ত্রীদের সামনেই শোনা যায়; সন্তানহারাদের চিৎকার। মৃতের পরিবার কে ৪ লক্ষ টাকা; অনুদানের কথা দেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। তিনি দুঃখ প্রকাশ করে বলেন; রোগ মোকাবেলায় সচেতনতার যথেষ্ট অভাব রয়েছে।

অ্যাকিউট এনকেফালাইটিস সিন্ড্রোম একটি ভাইরাল রোগ। এর লক্ষণগুলি অত্যাধিক জ্বর; খিচুনী এবং মাথা ব্যাথা। রাষ্ট্র স্বাস্থ্য বিভাগ এই রোগের মৃত্যুর কারন হিসাবে; রক্তে চিনির পরিমাণ কমে যাওয়াকে দায়ী করেছেন।

আরও পড়ুনঃ এনআরএস কাণ্ডে এবার কর্মবিরতি শুরু করল দিল্লির এইমস ও আইএমএ ডাক্তাররা

কয়েক বছরে এনসেফেলাইটিস মহামারীর আকার নিয়েছে বিহারে। যদিও প্রথমে স্বাস্থ্য মন্ত্রক শিশুমৃত্যুর জন্য ‘ব্রেন ফিভার’- কে দায়ী করে। এই সব এলাকায় অপরিণত লিচু খেয়েও; শিশুরা আক্রান্ত হচ্ছে বলে মনে করা হচ্ছে।

তাপমাত্রা বৃদ্ধি এবং তাপপ্রবাহের কারণে লিচু থেকে বেরনো টক্সিন; রক্তে শর্করার মাত্রা কমিয়ে দিয়ে মস্তিষ্কের কোষের মৃত্যু ঘটাচ্ছে। ২০১৪ সালের পর আবার এই শিশুমৃত্যু মিছিল।

আরও পড়ুনঃ নবান্নেই জুনিয়র ডাক্তারদের সোমবার বৈঠকে ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা

তবে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন এই শিশুমৃত্যু একটাতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। মুজফফরপুরের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে খুশি নন তিনি। বায়লজি ল্যাব সব আইসিইউ-এর শয্যা সংখ্যা বাড়ানোর কথাও বলেন তিনি। তবে এখনও একের পর এক শিশু মৃত্যু হতে থাকায়; চরম আতঙ্কে সাধারণ মানুষ।

]]>