Bollywood – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Wed, 10 Aug 2022 15:25:10 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Bollywood – The News বাংলা https://thenewsbangla.com 32 32 সিনেমা রিলিজের আগেই ফ্লপ হয়ে গেল, ‘বয়কট’ থাকা লাল সিং চাড্ডা https://thenewsbangla.com/aamir-khans-new-tactics-upcoming-movie-boycott-lal-singh-chaddha/ Wed, 10 Aug 2022 15:12:52 +0000 https://thenewsbangla.com/?p=16034 সিনেমা রিলিজের আগেই ফ্লপ হয়ে গেল, লাল সিং চাড্ডা। হাতে মাত্র আর একটা দিন। আগামীকালই মুক্তি পেতে চলেছে, দীর্ঘ চর্চিত সিনেমা লাল সিং চাড্ডা। দীর্ঘ অপেক্ষার পর পর্দায় ফিরছেন, মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খান। তবে এই ফিল্ম নিয়ে বির্তকের অন্ত নেই। কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায়, আমির খানের লাল সিং চাড্ডা’ সিনেমাকে ঘিরে নানান বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় এই ছবিকে, বয়কট করার ডাকও দিয়েছেন নেটিজেনদের একাংশ। ২০১৫ সালে করা মন্তব্যের জের, এখনও ভোগ করতে হচ্ছে আমিরকে।

টুইটার জুড়ে ট্রেন্ডিং #BoycottLaalSinghChaddha চিন্তা বাড়াচ্ছে আমির খানের। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় সামনে এল, ছবির প্রিমিয়ারের একটি ছবি। সেই ছবিতে দেখা যাচ্ছে, ছবির প্রিমিয়ারে হলে খোদ আমির খান উপস্থিত থাকা স্বত্ত্বেও হল প্রায় খালি। বয়কট ডাকা ব্যক্তিদের মতে, সিনেমা রিলিজের আগেই ফ্লপ হয়ে গেল, লাল সিং চাড্ডার প্রিমিয়ার শো।

আরও পড়ুনঃ পয়গম্বর বিতর্ক, সুপ্রিম কোর্ট বড়সড় স্বস্তি দিল বহিষ্কৃত বিজেপি নেত্রী নূপুর শর্মাকে

ফিল্ম মুক্তির আগের দিন সাংবাদিক বৈঠকে ২০১৫ সালে, তাঁর মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমাও চেয়েছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। তিনি জানান, “আমার মন্তব্যে যদি কাউকে আঘাত দিয়ে থাকি, আমি তার জন্য দুঃখিত। আমি কাউকে কষ্ট দিতে চাইনি। যদি কেউ ছবি দেখতে না চায়, তাঁর সিদ্ধান্তকে সম্মান জানাই”। তবে ৭ বছর পরে, আমিরের এই ক্ষমা চাওয়ার মধ্যেও, নিজের দিকে সহানুভুতি টেনে ছবির প্রচারের গন্ধ পাচ্ছেন নেটিজেনরা।

]]>
লতার জেদের কাছে হার মেনেছিলেন কিশোরকুমার https://thenewsbangla.com/kishore-kumar-surrendered-to-lata-mangeshkar-insistence/ Mon, 07 Feb 2022 07:05:34 +0000 https://www.thenewsbangla.com/?p=14808 কিশোরকুমার লতা মঙ্গেশকরের কত গল্প যে আছে; তা বলে শেষ করা যাবে না। চিরকাল কিশোরকুমারের জেদের কাছে হার মেনেছেন লতা। খুব পছন্দ করতেন যে হাসির রাজা কিশোরকে; সিরিয়াস লতাকেও হাসিয়ে ছাড়তেন কিশোর। তবে একবার লতার জেদে হার মেনেছিলেন কিশোরকুমার; সেই গল্প এখন ইতিহাস হয়ে আছে।

তৎকালীন প্রখ্যাত প্রায় সব সুরকারের সুরেই গান গাওয়া হয়ে গেছে লতার। হঠাৎ তাঁর ইচ্ছে করল একটু স্বাদ বদলের। ভাবলেন, তাঁর অন্যতম পছন্দের কিশোরকুমারের সুরে গান গাইবেন। কিন্তু কিশোরকুমার তখনকার ব্যস্ততম সঙ্গীত ব্যক্তিত্বদের মধ্যে অন্যতম। অভিনয়ও করছেন, একের পর এক স্টেজ শো; তাঁর সময় কোথায়?

তবে গানের ক্ষেত্রে সব অসম্ভবকে সম্ভব করতে লতার জুড়ি মেলা ভার। তলব করলেন কিশোরকুমারকে। এদিকে চরম ব্যস্ততায় নিমজ্জিত কিশোরও একটু কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়লেন ডাক শুনে। অবস্থা বেগতিক দেখে নিজের চূড়ান্ত ব্যস্ততা সরিয়ে লতা স্বয়ং গেলেন কিশোরকুমারের কাছে।

কিশোরকুমারের বাড়িতে আড্ডার ছলে প্রস্তাবটা করেই ফেললেন লতা। শুনে তো কিশোর থ! এমনিতে সুর-টুর করার ব্যাপারে বেজায় অস্বস্তি তাঁর। কিন্তু সারা বিশ্বে যাঁর এমন সমাদর; তাঁর আবদার উপেক্ষা তিনি করেন কিভাবে! শুধু তাই নয়, দুজনেই একে অপরের খুব ভালো বন্ধুও। সেই বন্ধুত্বের খাতিরেই রাজি হলেন কিশোরকুমার। কিন্তু রাখলেন একটা শর্ত; লতার সুরেও তিনি একটা গান গাইবেন এবং সেটাও ওই বছরই রিলিজ করতে হবে।

এবার গায়িকা পড়লেন ফ্যাসাদে। এইরকম শর্তের জন্য তিনি প্রস্তুত ছিলেন না। শেষে দুজনেই রাজি হলেন। সবকিছু তো হলো, কিন্তু গানের কথা লিখবেন কে? এই ধরনের পরিস্থিতিতে অর্থাৎ কোন প্রতিযোগিতা বা গায়ক-গায়িকাদের খামখেয়ালিপনার সময় একজন গীতিকারের কথাই সবার মাথায় আসত; তিনি মুকুল দত্ত। বহুবার এইরূপ পরিস্থিতিতে গায়ক-গায়িকাদের সফলতার সঙ্গে উতরে দিয়েছেন তিনি। শ্যামল মিত্র আর হেমন্ত মুখোপাধ্যায়ের সেই বিখ্যাত প্রতিযোগিতাও সামাল দিয়েছিলেন এই মুকুল দত্তই। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হলনা।

গান লিখলেন মুকুল দত্ত, সুর দিলেন কিশোরকুমার। গাইলেন লতা মঙ্গেশকর; ভালোবাসার আগুন জ্বেলে কেন চলে যায়। অন্যদিকে কিশোরের শর্তানুযায়ী সুর দিলেন লতা; গাইলেন কিশোরকুমার। আর লিখলেন সেই মুকুল দত্ত; তারে আমি চোখে দেখিনি, তার অনেক গল্প শুনেছি। তৈরি হল আরও একটা ইতিহাস।

]]>
বলিউডের তিনজন সেলিব্রিটি যারা বেছে নিয়েছিলেন আত্মহননের পথ https://thenewsbangla.com/bollywood-celebrities-who-chose-the-path-of-suicide-for-hopeless-life/ Thu, 02 May 2019 13:29:56 +0000 https://www.thenewsbangla.com/?p=12178 বলিউডের জীবন হলো গ্ল্যামার বা স্টারডমের স্বর্গরাজ্য। এখানে যেমন সফলতার চূড়ায় পৌঁছে যাওয়া যায়; ঠিক তেমনি কেউ কেউ আবার কালের গর্ভে বিলীন হয়ে যান; হতাশার শেষ পর্যায়ে অনেকে নিজের জীবন ধ্বংস করে দেয়; তেমনই তিনজন নারী সেলিব্রিটিদের যারা আত্মহননের পথ বেছে নিয়েছিলেন।

জিয়া খান বলিউডের এই অভিনেত্রী নিউইয়র্কের একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন; তার নাম ছিল নাফিজা খান। বলিউডে তিনি তার নাম পরিবর্তন করে রাখেন জিয়া খান; ২০০৭ সালে ‘নিঃশব্দ’ সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন।

এছাড়া তিনি আমির খানের জনপ্রিয় সিনেমা গজনীতে পার্শ্ব অভিনেত্রীর অভিনয় করেন। তিনি তার ৩য় এবং শেষ অভিনয় করেন হাউজফুল সিনেমা তে। ২০১৩ সালের ৩রা জুন তার লাশ পাওয়া যায়। প্রেমের হতাশায় তিনি আত্নহত্যা করেন।

সত্যজিৎ রায় এর স্ক্রিপ্ট চুরি করে ফিল্ম বানিয়ে হলিউডে নাম করেছিলেন স্পীলবার্গ

দিব্যা ভারতী দিব্যা ওম প্রকাশ ভারতী ভারতীয় চলচ্চিত্রে এমন একজন অভিনেত্রী যিনি তার প্রজন্মের সবচেয়ে আকর্ষণীয় অভিনেত্রী হিসেবে অভিহিত ছিলেন; ৯০ এর দশকে তিন বেশ কয়েকটি বাণিজ্যিকভাবে সফল হিন্দি; তেলেগু এবং তামিল সিনেমায় কাজ করেছিলেন।

মাত্র ১৯ বছর বয়সে এই প্রতিভাবান অভিনেত্রীর জীবনের দু:খজনক সমাপ্তি ঘটে; ১৯৯৩ সালে তিনি তার ৫ম তলার এ্যাপার্টমেন্টের জানালা দিয়ে ঝাঁপিয়ে মৃত্যুবরণ করেন। এটি কোনো আত্নহত্যা ছিল নাকি দুর্ঘটনাজনিত মৃত্যু ছিল তা আজ পর্যন্ত কেউ জানতে পারেনি।

আরও পড়ুন অভিনয় জীবনে প্রথমবার রূপান্তরকামীর চরিত্রে অমিতাভ বচ্চন

সিল্ক স্মিতা সিল্ক স্মিতা একজন ভারতীয় চলচ্চিত্র শিল্পী ছিলেন যিনি মূলত দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে কাজ করেছিলেন; তামিল সিনেমা বন্দিচকর্রামে সিল্ক নামে অভিনয় করে প্রথম সবার নজর কাড়েন; ৮০ এর দশকে সিল্ক ছিলেন সবার স্বপ্নের অভিনেত্রী হয়ে উঠেন।

১৯৯৬ সালের ২৩শে সেপ্টেম্বর সিল্ক চেন্নাইয়ে নিজের বাসায় সিলিং ফ্যানের সাথে দড়ি দিয়ে ঝুলে আত্নহত্যা করেন। একটি সুইসাইড নোটে তিনি তেলেগু ভাষায় লিখেন, ক্রমাগত ব্যর্থতা তার জীবনে হতাশার সৃষ্টি করেছে এবং তিনি এই কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন। সিল্ক স্মিতার জীবনের উপর ভিত্তি করে পরবর্তীতে বলিউডে “দ্য ডার্টি পিকচার” নামে একটি সিনেমা তৈরি করেন। তাতে বিদ্যা বালান সিল্কের চরিত্রে অভিনয় করেন।

]]>
অভিনয় জীবনে প্রথমবার রূপান্তরকামীর চরিত্রে অমিতাভ বচ্চন https://thenewsbangla.com/amitabh-bachchan-acts-as-a-transgender-role-in-south-indian-remake-kanchana/ Thu, 02 May 2019 07:10:59 +0000 https://www.thenewsbangla.com/?p=12161 অভিনয় জীবনে এই প্রথমবার রূপান্তরকামীর ভূমিকায় দেখা যাবে অমিতাভ বচ্চনকে; তাও আবার এই রূপান্তরকামীর চরিত্রটি কোনও সাধারণ চরিত্র নয়; এটি হল একটি রূপান্তরকামী অতৃপ্ত আত্মার চরিত্র; সিনেমা নির্মাতা এই সিনেমার প্রধান চরিত্রে বেছে নিয়েছেন আমিতাভ বচ্চন ও অক্ষয় কুমারকে।

কাঞ্চনা সিনেমাটি ২০১১ সালে প্রথম মুক্তি পায় তামিল ভাষায়; এটি একটি তামিল ধারাবাহিকের পর্ব। ২০১১-র পরে আবারও কাঞ্চনার পরের পর্ব তৈরি হয়; কাঞ্চনার দ্বিতীয় পর্ব ২০১৫ সালে মুক্তি পায়; তামিল ভাষায় নির্মিত একটি ভৌতিক ও কমেডি ধাঁচের চলচ্চিত্র।

ছবিটি পরিচালনা ও প্রযোজনা অভিনেতা রাঘব লরেন্স এই ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন। দক্ষিনে এই সিনেমাটি ব্যাপক হিট হয়; এত জনপ্রিয়তা পাবার জন্য পরিচালক রাঘব সিনেমাটি হিন্দী ভাষায় পুনর্নির্মিত করতে চলেছেন।

আরও পড়ুনঃ তৃণমূলের জেলা সভাপতি হবার যোগ্যতা নেই নরেন্দ্র মোদীর, দাবি মমতার

তামিল সুপারহিট ছবির হিন্দি রিমেক আসতে চলেছে খুব তাড়াতাড়ি; পরিচালক রাঘব লরেন্স হিন্দিতে এই ছবির নাম রেখেছেন ‘লক্ষ্মী বম্ব’। এই ছবির নায়ক ও নায়িকার ভূমিকায় দেখা যাবে অক্ষয় কুমারকে ও কিয়ারা আদবানিকে; এর আগে কিয়ারা আর অক্ষয় একসাথে করন জহরের ‘গুড নিউজ’ সিনেমায় কাজ করেছে।

তামিলে এই সিনেমাতে অভিনয় করেছিলেন শ্রীমান, দেবদর্শিনী, রায় লক্ষ্মী, আর. সরথকুমার, মনোবালা, রাঘব লরেন্স, দেবান, বাবু অ্যান্টনি, মাইলসামি, কোভাই সরলা, দেবান,দেবা, প্রিয়া, দেবাদর্শনীর মত বিখ্যাত অভিনেতা ও অভিনেত্রীরা।

আরও পড়ুনঃ মোদী সরকারের বড় সাফল্য, মাসুদ আজাহার আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা

আক্কির বিপরীতে তাঁর প্রেমিকার ভূমিকায় কিয়ারা আদবাণীকে মানাবে বলে মনে করছেন পরিচালক; গত শনিবার থেকে শুরু হয়েছে ছবির শ্যুটিং; জানা যাচ্ছে এই ছবিতে অতৃপ্ত রূপান্তরকামী আত্মা অমিতাভ বচ্চনের খপ্পরে পড়বেন অক্ষয়; যদিও এই চরিত্রে অভিনয় করা নিয়ে বিগ-বি নিজে এখনও মুখ খোলেন নি।

তামিল ছবি ‘কাঞ্চনা’-তে এই অতৃপ্ত রূপান্তরকামী আত্মার ভূমিকায় দেখা গিয়েছিল শরত কুমারকে; এবার এই ভূমিকাতেই দেখা যাবে অমিতাভকে; বহুদিন ধরেই শোনা যাচ্ছিল কাঞ্চনার হিন্দি রিমেক হবে; অবশেষে সেটাই হতে চলেছে।

আরও পড়ুনঃ দক্ষিন পূর্ব রেলের সঙ্গে কথা বলে পুরী থেকে পর্যটকদের ফেরাতে বিশেষ ট্রেন পাঠাচ্ছে বাংলা

আর এই ‘লক্ষ্মী বম্ব’ ছবিটির মাধ্যমেই বলিউডে ডেবিউ করতে চলেছেন দক্ষিণী পরিচালক রাঘব লরেন্স; এটি একটি হরর-কমেডি ছবি। পরিচালকের কথায়; ছবির গল্প সকলের জানা থাকলেও হিন্দিতে অন্যরকম টুইস্টে গল্পটিকে তুলে ধরা হবে; আগামী বছর মুক্তি পেতে পারে ছবিটি।

]]>
দিদি মুখ ঘোরাল, দিদির ভাই হাত বাড়াল https://thenewsbangla.com/shah-rukh-khan-stand-beside-acid-attack-survivors/ Sat, 06 Apr 2019 08:55:22 +0000 https://www.thenewsbangla.com/?p=10180 দিদি মুখ ঘোরাল, দিদির ভাই হাত বাড়াল। গত মাসে নারী দিবস উপলক্ষে, বলিউডের কিং খান, দেখা করেন অ্যাসিড আক্রান্ত মেয়েদের সঙ্গে। আর তারপরেই শাহরুখ খানের সাহায্যের হাত এসে পৌঁছেছে অ্যাসিড আক্রান্ত মেয়েদের কাছে।

আরও পড়ুনঃ রাজ্যকে না জানিয়ে পুলিশ কর্তাদের সরিয়ে দেওয়ায় মমতার তোপের মুখে নির্বাচন কমিশন

আইপিএল ম্যাচ চলাকালীন কলকাতায় এসেছিলেন শাহরুখ খান। তখনই তিনি দেখা করেন অ্যাসিড আক্রান্ত মেয়েদের সঙ্গে। সুধু শাহরুখ খান নয়, অ্যাসিড আক্রান্ত মেয়েদের এগিয়ে নিয়ে যাবার লক্ষে শাহরুখ খানের সাথে আসেন জুহি চাওয়লাও।

আরও পড়ুনঃ কলকাতার পুলিশ কমিশনার বদল, মমতা ঘনিষ্ঠ অফিসারদের ভোট থেকে দূরে রাখা হল

কলকাতা তথা সারা পশ্চিমবঙ্গের অ্যাসিড আক্রান্ত মেয়েরা নিজেদের বক্তব্য, অসুবিধার কথা, সামাজিক অবস্থার কথা তুলে ধরেন শাহরুখ খানের কাছে। লড়ুকে মেয়ে মনীষা নিজের ফেসবুকে শেয়ার করেন নিজের অভিজ্ঞতার কথা, মনীষার বক্তব্য শাহরুখ খানের এই ভাবে এগিয়ে আসায় আরও মানসিক জোর বেড়ে গেছে অ্যাসিড আক্রান্ত লড়ুকে মেয়েদের।

আরও পড়ুনঃ বিরোধীদের সব অভিযোগ উড়িয়ে মমতার পুলিশ দিয়েই ভোট হবে রাজ্যে

শাহরুখ খান ২০১৭ সালে তৈরি করে ‘মীর ফাউন্ডেশন’ নামক এক সংস্থা। এই সংস্থা কাজ করে অ্যাসিড আক্রান্ত মহিলাদের নিয়ে। মার্চ মাসের শেষে, নারী দিবস উপলক্ষে, শাহরুখ খান অ্যাসিড আক্রান্ত এবং পুড়ে যাওয়া মহিলাদের সঙ্গে দেখা করেন।

আরও পড়ুনঃ ভোটের মুখে বাংলার সরকারি কর্মীদের জন্য দারুণ সুখবর

মীর সংস্থাটি মূলত অ্যাসিড আক্রান্ত মহিলাদের চিকিৎসায় সাহায্য করে। তাদের অস্ত্রোপাচার এবং ওষুধের খরচ তুলতে সাহায্য করে। আইনি সহায়তা, কারিগরি শিক্ষা প্রদান, পুনর্বাসন ও উদ্দীপ্ত করার জন্য নানা পরামর্শও দেওয়া হয় এই ফাউন্ডেশনে।

আরও পড়ুনঃ ঘাসফুলে ভোট দিলে শান্তি পাবে মায়ের আত্মা, সুচিত্রার নাম করে ভোট প্রার্থনা মুনমুনের

অ্যাসিড আক্রান্ত এক মহিলার কারেক্টিভ সার্জারির জন্য শাহরুখ টাকা দিয়ে সাহায্য করবেন এমনটাই বলেন বলিউডের বাদশা। সার্জারির প্রথম দফা ইতিমধ্যেই দিল্লির বিএলকে সুপার স্পেশালটি হসপিটাল এবং বারাণসির ট্রমা সেন্টারে হয়েছে। পরের দফা অপারেশন হতে চলেছে কলকাতায়।

আরও পড়ুনঃ শনি রবি সপ্তাহ শেষের দুই দিন দফায় দফায় কালবৈশাখীর পূর্বাভাস দক্ষিনবঙ্গে

দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খন্ড, পশ্চিমবঙ্গ, উত্তরাখন্ডের অ্যাসিড আক্রান্ত মহিলারা এই অপারেশনের সুযোগ পাচ্ছেন। গত বছরও শাহরুখ এই কাজ করেছিলেন যার জন্য ওয়ার্ল্ড ইকনমিক ফোরাম থেকে তাঁকে ক্রিস্টাল পুরস্কারে পুরস্কৃত করা হয়েছিল।

আরও পড়ুনঃ চিত্র পরিচালক, লেখক ও বিজ্ঞানীদের পর এবার ৬০০ নাট্যকর্মী ঘৃণার রাজনীতির বিরুদ্ধে

শাহরুখ খান, এই সংস্থাটি প্রায় দুবছর তৈরি করলেও, খুব বেশি মানুষ তা জানত না। এইবার, শাহরুখ খানের উদ্যোগে যখন অ্যসিড আক্রান্তদের অস্ত্রপাচার করানোর যাবতীয় খরচা ‘মীর ফাউন্ডেশন’ দেবে, তখন মানুষ আরও বেশি করে জানছেন ‘মীর’এর নাম।

আরও পড়ুনঃ চিত্র পরিচালক ও লেখকদের পর ঘৃণার রাজনীতি নিয়ে সরব দেশের সেরা বিজ্ঞানীরা

সারা ভারতের মধ্যে, অ্যাসিড আক্রান্ত মহিলাদের সংখ্যা উত্তরপ্রদেশে সব থেকে বেশি হলেও, পশ্চিমবাংলা এবং বিহার খুব পিছিয়ে নেই। মুখ্যমন্ত্রী মহিলা হওয়া সত্ত্বেও, অ্যাসিড আক্রান্তদের ঘটনার শাস্তি হয়েছে মাত্র ১৯ শতাংশ এমনটাই বলেছিলেন ভারতী ঘোষ, বিজেপির ভোট প্রচারে।

আরও পড়ুনঃ মোদী সরকারের উদ্যোগে ইউনেস্কোর কালচারাল হেরিটেজ সম্মান মনোনয়নে বাংলার দুর্গাপূজা

প্রসঙ্গত কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর কালীঘাটের বাড়ি গিয়েছিলেন অ্যাসিড আক্রান্তরা। কিন্তু ভোটের দিন ঠিক হয়ে গেছে তাই এখন অ্যাসিড আক্রান্তদের জন্য কিছু করা যাবে না বলে জানিয়ে দেন মুখ্যমন্ত্রির দফতর এবার মমতার ভাই, শাহ্রুখ খান করবে তাদের সাহায্য।

আরও পড়ুনঃ বিজেপি নেতাদের মাথা কেটে দেবার নির্দেশ দিলেন কংগ্রেস নেতা, ভাইরাল ভিডিও

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
চৌকিদারের ডান্ডা দেখে ভয় পেয়েছে কংগ্রেস, মন্তব্য বিবেকের https://thenewsbangla.com/vivek-oberoi-mocks-congress-leaders-who-are-against-modi-biopic/ Thu, 04 Apr 2019 06:06:11 +0000 https://www.thenewsbangla.com/?p=9924 লোকসভা নির্বাচনের মুখে আগামীকাল শুক্রবার ৫ই এপ্রিল নরেন্দ্র মোদীর বায়োপিক মুক্তি পেতে চলেছে, আর তাতেই রাজনৈতিক অভিসন্ধি দেখছে কংগ্রেস। এই নিয়ে বম্বে আদালতে মামলাও হয়েছে। যদিও অভিযোগ নস্যাৎ করে ছবি মুক্তিতে সায় দিয়েছে দেশের ৩ টি আদালত। এরই পরিপ্রেক্ষিতে বুধবার কংগ্রেসকে একপ্রকার কটাক্ষ করলেন মোদীর ভুমিকায় অভিনয় করা বিবেক ওবেরয়।

মমতার সাথে নয়, রাজ্যস্তরের অন্যান্য নেতাদের সাথে প্রধানমন্ত্রীকে লড়ার চ্যালেঞ্জ দিলেন জ্যোতিপ্রিয়

আর কয়েক ঘণ্টা পরেই মুক্তি পেতে চলেছে নরেন্দ্র মোদীর বায়োপিক, যেখানে মুখ্য ভূমিকায় নরেন্দ্র মোদীর চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা বিবেক ওবেরয়। ভোটের মুখে ছবির মুক্তি আসলে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা বলে সরব হয় কংগ্রেস। বুধবার বিবেক বলেন, “চৌকিদারের ডান্ডা দেখে ভয় পেয়েছে কংগ্রেস”।

আরও পড়ুনঃ কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে রাজ্য পুলিশও থাকছে বুথে, বিরোধী শিবিরে জোর ধাক্কা

বিবেক বলেন, “নরেন্দ্র মোদীর বায়োপিকে তাঁর গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী পদে আসীন হওয়ার সমস্ত যাত্রাপথের ঘটনাই তুলে ধরা হয়েছে”। আদালত হস্তক্ষেপ না করার পর, মডেল কোড অফ কন্ডাক্ট মানা হচ্ছে না, এই অভিযোগে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে কংগ্রেস ও বামপন্থীরা।

আরও পড়ুনঃ গাধা না ঘোড়া, দিনভর বিতর্কের পর জানা গেল খচ্চরের পিঠে ভোটপ্রার্থী

সোমবারই বম্বে হাইকোর্ট ছবি মুক্তির ব্যাপারে সীলমোহর দেয়। এরই পরিপ্রেক্ষিতে বিবেক কংগ্রেসকে কটাক্ষ করেন৷ তিনি বলেন, “কংগ্রেসের হয়ে লড়া অভিষেক মনু সিংভী অযথা সময় নষ্ট করছেন”। সবার যেমন বাক স্বাধীনতা রয়েছে, তেমনি চলচ্চিত্র নির্মাতাদেরও ছবি তৈরির স্বাধীনতা রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

আরও পড়ুনঃ এক্সপায়ারি বাবুকে চ্যালেঞ্জ স্পিডব্রেকারের, বাংলায় মোদী মমতা তরজা তুঙ্গে

অভিনেতা বিবেক আরও বলেন, এই ছবিটি একটি উৎসাহপ্রদানকারী ছবি। এর সাথে রাজনৈতিক দলের যোগ নেই। ছবিটি এক গরীব পরিবারে জন্ম নেওয়া এক সন্তানের চাওয়ালা থেকে প্রধানমন্ত্রীর পদে উত্তরণের কাহিনী, যা প্রমান করে সদিচ্ছা ও যোগ্যতা থাকলে যে কেউ প্রধানমন্ত্রী হতে পারে।

আরও পড়ুনঃ পাকিস্থানে বিমানবাহিনীর হামলা, বাংলায় কাঁদল দিদি

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
আদালত নাক গলাবে না, শুক্রবারেই রিলিজ হচ্ছে নরেন্দ্র মোদীর বায়োপিক https://thenewsbangla.com/delhi-bombay-high-courts-refuse-to-stay-order-narendra-modi-biopic-release/ Mon, 01 Apr 2019 16:23:32 +0000 https://www.thenewsbangla.com/?p=9684 দিল্লি ও মুম্বাই হাইকোর্ট নরেন্দ্র মোদীর বায়োপিক নিয়ে স্থগিতাদেশ দিল না। এর ফলে আগামী ৫ এপ্রিল শুক্রবারই রিলিজ হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জীবনী নিয়ে সিনেমা। ভোটের ঠিক আগে এই ফিল্ম রিলিজ হলে তা ভোটারদের প্রভাবিত করতে পারে, এই অভিযোগ নিয়ে দিল্লি, মুম্বাই ও এলাহাবাদ হাইকোর্টের দারস্থ হয় বিভিন্ন ব্যক্তি। দিল্লি ও মুম্বাই হাইকোর্ট নরেন্দ্র মোদীর বায়োপিক নিয়ে স্থগিতাদেশ দিল না।

ছবিটি নিয়ে ইতিমধ্যেই আদালতের দ্বারস্থ হয়েছিলেন অনেকে। তবে আদালত এই ছবির বিষয়ে নাক গলাবে না বলে এদিন জানিয়ে দেয় মুম্বই হাইকোর্ট ও দিল্লি হাইকোর্টও। তাতে খানিকটা স্বস্তির নিঃশ্বাস পায় ছবির নির্মাতারা। ভোটের আগে এমন ছবির প্রদর্শনী নিয়ে রীতিমত প্রশ্ন তোলে বিরোধীরা। আদালত এদিন জানিয়ে দিয়েছে, গোটা বিষয়টিই নির্বাচন কমিশনের নজরে রয়েছে। ফলে তারাই বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেবে। আদালত এই নিয়ে মাথা ঘামাবে না।

মামলাকারী পুনার সতীশ সুগ্রীব গাইকোওয়ার্ডের বক্তব্য, লোকসভার মুখে নরেন্দ্র মোদীর বায়োপিক রিলিজ করা হলে, তাতে আদর্শ নির্বাচনী বিধি লঙ্ঘন হবে। যে কারণে বায়োপিক রিলিজে স্থগিতাদেশের আর্জি জানিয়ে বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হন সতীশ। লোকসভা ভোটের মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিক রিলিজ হলে, তা আদৌ নির্বাচনী বিধিভঙ্গের মধ্যে পড়বে কি না, তা নিয়ে বোম্বে হাইকোর্টে শুনানি হয়।

মামলাকারী পুনার সতীশ সুগ্রীব গাইকোওয়ার্ডের বক্তব্য, লোকসভার মুখে নরেন্দ্র মোদীর বায়োপিক রিলিজ করা হলে, তাতে আদর্শ নির্বাচনী বিধি লঙ্ঘন হবে। অন্যায় সুবিধা পাবে বিজেপি। নির্বাচন কমিশনে গিয়ে কংগ্রেসও এ বিষয়ে অভিযোগ জানিয়ে এসেছে।

ভোট চলাকালীন বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে এই বায়োপিকের ট্রেলারও যাতে সরিয়ে ফেলা হয়, সেই আর্জিও জানিয়েছেন পুনার ওই রাজনীতিক। লোকসভার প্রথম দফা নির্বাচন ১১ এপ্রিল। আর নরেন্দ্র মোদীর বায়োপিক রিলিজ হওয়ার কথা আগামী ৫ এপ্রিল। প্রথমে ঠিক ছিল ফিল্মটি রিলিজ হবে আগামী ১২ এপ্রিল। কিন্তু তারপর রিলিজের ডেট ৫ তারিখে আনা হয়। প্রথম দফার ভোট আগামী ১১ এপ্রিল।

তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, ছবির মুক্তির দিন এগিয়ে আনার প্রধান কারণ, প্রথম দফার নির্বাচনের আগেই যাতে দেশের মানুষ প্রধানমন্ত্রীর আত্মজীবনী দেখতে পান। এই আত্মজীবনীর ফলে ভোটব্যাঙ্কে কিছুটা হলেও প্রভাব পড়তে পারে, এমনটাই ধারণা বিশেষজ্ঞদের।

তবে কংগ্রেসের এক নেতার কথায়, দেশের মানুষ বুঝে গিয়েছেন মোদী ও বিজেপির আসল রূপ। তাই সিনেমা দেখিয়ে সাধারণ মানুষকে ভোট দেওয়ার জন্য টানা যাবে না। নির্বাচনের ফলেপ্রকাশের সময়ই মোদী সরকার সেটা বুঝে যাবে। তবে রাজনৈতিক মহল মনে করছে, ১১ তারিখে ভোট শুরু, আর ৫ তারিখ রিলিজ করছে এই ফিল্ম। কিছুটা হলেও ভোটের শতাংশের হেরফের ঘটাতেই পারে নরেন্দ্র মোদীর বায়োপিক।

]]>
বয়সে এক যুগের ফারাকে বিয়ের পিঁড়িতে মালাইকা অর্জুন https://thenewsbangla.com/malaika-arjun-will-marry-in-new-year-despite-the-12-years-age-difference/ Sat, 30 Mar 2019 07:23:53 +0000 https://www.thenewsbangla.com/?p=2805 অনেক লুকোচুরির পর এবার নিজেদের সম্পর্ককে স্বীকৃতি দিতে চলেছেন মালাইকা অরোরা ও অর্জুন কাপুর। সম্পর্ককে অনেকটাই ঢেকে রাখার চেষ্টা করেছিলেন মালাইকা-অর্জুন। তবে এবার শোনা যাচ্ছে, তাঁরা নাকি সেই সম্পর্ককেই স্বীকৃতি দিতে চলেছেন। এপ্রিলেই বিয়ে করতে চলেছেন মালাইকা ও অর্জুন। আর এই নিয়েই জোর চর্চা বলিউডে।

আরও পড়ুনঃ প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর মৃত্যু রহস্য নিয়ে ‘দ্য তাশকেন্ট ফাইলস’, মুক্তি আগামী মাসে

সূত্রের খবর, ২০১৯-এর এপ্রিলেই তাঁর থেকে ১২ বছরের ছোট অর্জুন কাপুরকে বিয়ে করতে চলেছেন মালাইকা। বর্তমানে অর্জুন কাপুরের বয়স ৩৩ বছর আর মালাইকা তার ৪৫ বছরের জন্মদিন সেলিব্রেট করেছেন বেশ কয়েক মাস আগে।

Image Source: Google

তবে বয়স যে প্রেম, সম্পর্ক, বিয়ে এসবের ক্ষেত্রে আর কোনও বাধাই নয় সে প্রমাণ বি-টাউনে কিছু কম নেই। প্রিয়াঙ্কা-নিক, অনুপ জালোটা-জসলিন, সাইফ-কারিনা সহ রয়েছেন আরও অনেকেই। শোনা যাচ্ছে মালাইকা-অর্জুন নাকি খুব শীঘ্রই তাদের বিয়ের কথা সাংবাদমাধ্যমের সামনে প্রকাশ্যে আনবেন। আর সেটা হবে এই এপ্রিলেই।

আরও পড়ুনঃ বলিউডের যে নায়িকাদের জীবনসঙ্গী ডিভোর্সি পুরুষ

যদিও মালাইকা-অর্জুন প্রেমের গুঞ্জন বি-টাউনে এই প্রথমবার নয়। এর আগে আরবাজ খানের সঙ্গে বিবাহ-বিচ্ছেদের আগেই মালাইকা অর্জুনের-প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। যে কারণে আরাবাজের পরিবারে অশান্তিও কম কিছু হয়নি।

Image Source: Google

শুধুই তাই নয় সেই সময় সলমানের বোন অর্পিতা খানের সঙ্গেও অর্জুন প্রেম করছিলেন বলে শোনা যায়। আর অর্পিতার সঙ্গে সম্পর্কে থাকতে থাকতেই অর্জুন-মালাইকার সঙ্গে সম্পর্কে জড়ান। যে কারণে ভেঙে পড়েছিলেন সলমানের আদরের বোন অর্পিতা।

আরও পড়ুনঃ ৬৪ তম ফিল্মফেয়ার পুরস্কারে নতুন মুখের জয়জয়কার

শুধু তাই নয়, অর্জুন মালাইকার সম্পর্কের জন্য ফাটল ধরে আরবাজ-মালাইকার ১৮ বছরের বিবাহিত জীবনে। মালাইকার সঙ্গে ছেলের সম্পর্ক নিয়ে চিন্তায় ছিলেন অর্জুনের বাবা বনি কাপুরও। তিনি সে সময় অর্জুনকে মালাইকার থেকে দূরে থাকার পরামর্শ দেন।

Image Source: Google

বনি কাপুরের আশঙ্কা ছিল মালাইকার সঙ্গে সম্পর্কে জড়ালে সলমানের খারাপ নজরে পড়তে পারেন অর্জুন, যা তার কেরিয়ারের ভয়ানক ক্ষতি হতে পারে। বাবার কথায় অর্জুন-মালাইকার সঙ্গে মাঝে দূরত্ব তৈরি করলেও পরে ফের সেই সম্পর্কের পিছনেই ছোটেন।

আরও পড়ুনঃ যৌন হেনস্তা থেকে বাঁচতেই বিয়ে করেছিলেন হলিউড নায়িকা

সম্প্রতি, মালাইকা-অর্জুনের বিয়ের কথা নতুন করে প্রকাশ্যে আসছে। বিশেষ করে কয়েকদিন আগেই মালাইকার সঙ্গে এই নিয়ে কথা বলেন অর্জুন, এমনটাই জানা যাচ্ছে।

Image Source: Google

সম্পর্কের শুরুতেই মিলান বিমানবন্দরে তাঁদের একসঙ্গে হাত ধরাধরি করে ঘুরে বেড়ানোর একটি ছবি ভাইরাল হয়। এমন কি গত বছরে আবুধাবিতে সন্দীপ খোসলা ও আবু জানির পার্টিতেও মালাইকার সঙ্গে গিয়েছিলেন অর্জুন।

আরও পড়ুনঃ মুক্তির আগেই বিতর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিক

গত বছর নিজের ছবি ‘নমস্তে ইংল্যান্ড’-এর প্রমোশনে ‘ইন্ডিয়াস গট ট্যালেন্ট’র মঞ্চে গিয়েছিলেন অর্জুন। যেখানে অর্জুন ও মালাইকা নিজেরাই হাত ধরাধরি করে মঞ্চে উঠতে দেখা যায়। মঞ্চে উঠে নাচতেও দেখা যায় তাদের। অন্যদিকে ‘নমস্তে ইংল্যান্ড’ ছবিতে অর্জুনের নায়িকা পরিণীতি চোপড়া তখন মালাইকার চেয়ারে বসে তাদের নাচ দেখেন।

Image Source: Google

এদিকে ‘ইন্ডিয়াস গট ট্যালেন্ট’ -এর বিহাইন্ড দ্যা শোয়ের একটি ভিডিও ইনস্টাগ্রামে ভাইরাল হয় যেখানে করণ জোহরকে মালাইকাকে প্রশ্ন করতে দেখা যাচ্ছে যে তিনি কার সঙ্গে বার্থডে ট্রিপে গিয়েছিলেন, এবং সেটা কেমন ছিল? করণের এই প্রশ্নের উত্তর যদিও মালাইকা এড়িয়ে যান। করণের এই প্রশ্নই বুঝিয়ে দিতে যথেষ্ট যে মালাইকা বর্তমানে অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে রয়েছেন। সেই সময় থেকেই এই প্রেম খবরে আসে।

শোনা যাচ্ছে মালাইকা ও অর্জুন নাকি একে অপরের সঙ্গে ভীষণ খুশি। তাই এবার তাঁরা এই সম্পর্কের পরিণতি দিতে চান। নতুন বছরেই এই নতুন জুটি নিজেদের বাঁধছেন বিবাহ বন্ধনে, এমনটাই খবর ছিল। সেটা এই সামনের এপ্রিলেই বাস্তবায়িত হতে চলেছে। এটাই জোর খবর বলিউডে।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর মৃত্যু রহস্য নিয়ে ‘দ্য তাশকেন্ট ফাইলস’, মুক্তি আগামী মাসে https://thenewsbangla.com/the-tashkent-files-forth-mystery-related-death-of-pm-lal-bahadur-shastri/ Mon, 25 Mar 2019 09:48:38 +0000 https://www.thenewsbangla.com/?p=9222 আগামী মাসে মুক্তি পেতে চলেছে বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য তাশকেন্ট ফাইলস’। স্বাধীন ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যু নিয়ে তৈরি করা হয়েছে এই সিনেমাটিকে।

আরও পড়ুনঃ ৬৪ তম ফিল্মফেয়ার পুরস্কারে নতুন মুখের জয়জয়কার

পরিচালক বিবেক অগ্নিহোত্রী আগেই জানিয়েছিলেন, এই সিনেমার বিষয়বস্তু হলো, লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যু কি প্রাকৃতিক কারণেই নাকি আসলে এর পিছনে আছে কোন রাজনৈতিক হত্যা রহস্য।

আরও পড়ুনঃ যৌন হেনস্তা থেকে বাঁচতেই বিয়ে করেছিলেন হলিউড নায়িকা

১৯৬৬ সালের ১০ জানুয়ারি জাতিসংঘের মধ্যস্থতায় তাশখন্ড চুক্তি সাক্ষরিত হয় তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রী ও পাকিস্তানের রাষ্ট্রপতি আয়ুব খানের মধ্যে। ঐতিহাসিক চুক্তি শেষের ঠিক পরের দিনই মৃত্যু হয় লালবাহাদুর শাস্ত্রীর।

আরও পড়ুনঃ বয়সে এক যুগের ফারাকে বিয়ের পিঁড়িতে মালাইকা অর্জুন

জানা গিয়েছিল, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে লালবাহাদুর শাস্ত্রীর। সেইসময় প্রধানমন্ত্রীর শরীরের কোনও ময়নাতদন্ত করা হয়নি। অন্যদিকে পরে লালবাহাদুর শাস্ত্রীর পুত্র সুনীল শাস্ত্রী পরে দাবি করেন, তিনি লালবাহাদুরের শরীরে বেশ কয়েক জায়গায় নীলচে দাগ দেখেন। এছাড়াও পিতার শরীরের নিচের অংশে কাটার চিহ্নও ছিল বলে সেইসময়ে তিনি জানান।

তবে পরে কংগ্রেস সরকারের আমলে দীর্ঘদিন বিষয়টি নিয়ে আলোচনা হয়নি। তা ধামাচাপা পড়ে যায়। মোদী সরকার ক্ষমতায় আসার পরে ফের একবার লাল বাহাদু শাস্ত্রীর মৃত্যু রহস্য নিয়ে আলোচনা শুরু হয়।

আরও পড়ুনঃ দীপিকা কি গর্ভবতী? রণবীরের সন্তানের মা হবেন দীপিকা?

ছবিতে মিঠুন শ্যামসুন্দর ত্রিপাঠী নামে এক নেতার ভূমিকায় অভিনয় করবেন, যিনি ক্ষমতার জন্য সবকিছু করতে পারে। বহুদিন বাদে এই সিনেমাতে আমরা দেখতে পাবো মিঠুন চক্রবর্তীকে। বহুকাল সিনেমার জগতের থেকে দূরে ছিলেন এই অভিনেতা। গত বছর শোনা গিয়েছিল অত্যন্ত অসুস্থ ছিলেন মিঠুন চক্রবর্তী। পিঠের ব্যথার চিকিৎসা করাতে বিদেশে গিয়েছিলেন অভিনেতা। এই সিনেমাতে আবার খবরে ফিরলেন মিঠুন চক্রবর্তী।

আরও পড়ুনঃ বলিউডের যে নায়িকাদের জীবনসঙ্গী ডিভোর্সি পুরুষ

এই ছবিতে মিঠুন চক্রবর্তী ছাড়াও আছেন নাসিরউদ্দিন শাহ, পঙ্কজ ত্রিপাঠী, শ্বেতা বসু, বিনয় পাঠক, মন্দিরা বেদীর মত অভিনেতা অভিনেত্রীরা। প্রসঙ্গত, বহুদিন পরে মন্দিরা বেদী ও অভিনয়ে ফিরলেন এই সিনেমার মাধ্যমে।

আরও পড়ুনঃ মুক্তির আগেই বিতর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিক

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
৬৪ তম ফিল্মফেয়ার পুরস্কারে নতুন মুখের জয়জয়কার https://thenewsbangla.com/filmfare-awards2019-ayushmann-khurrana-alia-bhatt-ranbir-kapoor-wins/ Sun, 24 Mar 2019 16:47:51 +0000 https://www.thenewsbangla.com/?p=9174 ৬৪ তম ফিল্ম ফেয়ার পুরস্কারের জিতলেন যারা: সম্পূর্ণ তালিকা

গত শনিবার মুম্বাই আর জিও গার্ডেনে হয়ে গেল ফিল্মফেয়ার পুরস্কারের অনুষ্ঠান। অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে ছিলেন শাহরুখ খান, রাজকুমার রাও এবং ভিকি কৌশল। এক ঝলকে দেখে নিন, এবার কার হাতে উঠলো কালো সুন্দরী।

সেরা অভিনেতা- রণবীর কাপুর ‘সঞ্জু’ ছবির জন্য।
সেরা অভিনেত্রী- আলিয়া ভট্ট ‘রাজি’ ছবির জন্য।
সেরা ছায়াছবি- মেঘনা গুলজারের ‘রাজি’।
সেরা অভিনেতা (সমালোচক)- রণবীর সিং ‘পদ্মাবত’ ছবির জন্য এবং আয়ুষ্মান খুরানা ‘অন্ধাধুন’ ছবির জন্য।

সেরা অভিনেত্রী (সমালোচক)- নীনা গুপ্তা ‘বাধাই হো’ ছবির জন্যে।
সেরা পরিচালক- মেঘনা গুলজার ‘রাজি’র জন্য।
সেরা ছবি (সমালোচক)- অন্ধাধুন।
সেরা অভিনেতা (পার্শ্ব চরিত্র)- গজরাজ রাও ‘অন্ধাধুন’ ছবির জন্য, ভিকি কৌশল ‘সঞ্জু’ ছবির জন্য।

সেরা অভিনেত্রী (পার্শ্ব চরিত্র)- সুরেখা সিখড়ি ‘বাধাই হো’ ছবির জন্য।
সেরা চিত্রনাট্য- অক্ষত গিলদাই ‘বাধাই হো’ ছবির জন্য।
সেরা গল্প- অনুভব সিনহা ‘মূল্ক’ ছবির জন্য।
ফিল্মফেয়ার শ্রেষ্ঠ পুরুষ অভিষেক- ঈশান খাট্টর।

ফিল্মফেয়ার শ্রেষ্ঠ নারী অভিষেক- সারা আলী খান।
সেরা নতুন পরিচালক- অমর কৌশিক ‘স্ত্রী’ ছবির জন্য।
সেরা শর্ট ফিল্ম- ‘প্লাস মাইনাস’
সেরা অভিনেতা (শর্ট ফিল্ম)- হুসেন দালাল ‘সেমলেস’ ছবির জন্য।

সেরা অভিনেত্রী (শর্ট ফিল্ম)- কীর্তি কুলহারি ‘মায়া’ ছবির জন্য।
সেরা শর্ট ফিল্ম (ফিকশন)- ‘রোগন জোশ’ ।
সেরা শর্ট ফিল্ম (নন ফিকশন)- ‘দা সকার সিটি’।
গুলশান কুমার আওয়ার্ড ফর বেস্ট মিউজিক অ্যালবাম- সঞ্জয় লীলা বানসালি ‘পদ্মাবত’ ছবির জন্য।

সেরা গীতিকার- গুলজার ‘রাজি’ সিনেমার “এ বতন’ গানটার জন্য।
সেরা নেপথ্য সংগীত শিল্পী (পুরুষ)- অরিজিৎ সিং ‘এ বতন’ গানের জন্য
সেরা নেপথ্য সংগীত শিল্পী (নারী)- শ্রেয়া ঘোষাল ‘ঘুমার’ গানের জন্য।
নতুন প্রতিভার জন্য আর ডি বর্মন পুরস্কার- নীলাদ্রি কুমার।

সেরা চিত্রগ্রহণ- পঙ্কজ কুমার ‘তুম্বাদ’ ছবির জন্য।
সেরা আবহ সংগীত- ডেনিয়েল বি জর্জ ‘অন্ধাধুন’ ছবির জন্য।
সেরা মারপিঠ- বিক্রম দাহিয়া এবং সুনীল রড্রিক্স ‘মুক্কাবাজ’ ছবির জন্য।
সেরা নৃত্য পরিচালনা- কৃতী মহেশ মিদ্দা আর জ্যোতি তমার ‘ঘুমার’ নাচের জন্য।

]]>