Yogi – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Mon, 27 May 2019 14:51:24 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Yogi – The News বাংলা https://thenewsbangla.com 32 32 EXCLUSIVE: গ্রেফতারি থেকে বাঁচতে মমতার হাত ছেড়ে যোগীর দারস্থ রাজীব কুমার https://thenewsbangla.com/rajeev-kumar-went-up-to-gets-help-from-yogi-adityanath-to-survive-from-arrest/ Mon, 27 May 2019 14:43:50 +0000 https://www.thenewsbangla.com/?p=13400 বাংলা ছেড়ে সোজা উত্তরপ্রদেশ। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর উপর ভরসা ছেড়ে; গ্রেফতারি এড়াতে সোজা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দরবারে। যোগী মন্ত্রীসভার এক দাপুটে মন্ত্রী নাকি; রাজীব কুমারের দূর সম্পর্কের মামা। আর গ্রেফতারি থেকে বাঁচতে সেই মামাকে ধরে যোগীর কাছাকাছি পৌঁছতেই উত্তরপ্রদেশে গেছেন রাজীব; সিবিআই সূত্রে এমনটাই জানা গেছে।

গ্রেফতারি এড়াতে ৭ দিন সময় চাইলেন; কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার। সোমবারই সিআইডির এক পুলিশ অফিসার; রাজীব কুমারের চিঠি নিয়ে সিবিআই দফতরে যান। কিন্তু সিবিআই তাঁকে সেই সময় দিতে নারাজ। বাংলার পাশাপাশি উত্তরপ্রদেশেও; রাজীবকে ধরতে জাল ফেলল সিবিআই। কিন্তু রাজীব কুমার হঠাৎ উত্তরপ্রদেশে কেন?

সিবিআইকে দেওয়া চিঠিতে ব্যক্তিগত কারণের জন্য; সাতদিন সময় চেয়েছেন রাজীব। তিনি জানিয়েছেন; ব্যক্তিগত কাজে তিনি এখন উত্তরপ্রদেশে। গ্রেফতারি এড়াতে নিজের ফোন ব্যবহার করছেন না রাজীব; এমনটাই জানা গেছে। সোমবার সকাল ১০ টার মধ্যে সিবিআই দফতরে; তাঁকে হাজিরা দিতে ডেকেছিল সিবিআই। কিন্তু তাতে কর্ণপাত করেননি; সারদা নথি হেরাফেরি কাণ্ডে যুক্ত কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার।

গতকাল থেকেই, সিবিআইয়ের বিভিন্ন দল তাঁকে হন্যে হয়ে খুঁজছে। দেখা মাত্র রাজীব কুমারকে গ্রেফতার করা হবে। মনে করা হচ্ছে; কলকাতা হাইকোর্ট বা বারাসত আদালতে; তিনি সোমবার বা মঙ্গলবারই আগাম জামিনের আবেদন করতে পারেন।

কিন্তু এর মাঝেই যোগী মন্ত্রীসভার এক বলিষ্ঠ মন্ত্রীকে ধরে; যোগীর হাত ধরে নিজের গ্রেফতারি বাঁচাতে উত্তরপ্রদেশে ধর্না দিয়েছেন রাজীব। যোগী মন্ত্রীসভার ওই বলিষ্ঠ মন্ত্রী; নাকি রাজীবের দূর সম্পর্কের মামা। তবে রাজীব কুমারকে উত্তরপ্রদেশ থেকেই ধরতে; যোগীর রাজ্যেও জাল বিছিয়েছে সিবিআই।

সারদা কেলেঙ্কারিতে প্রমাণ লোপাটে অভিযুক্ত; কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার। মমতার প্রিয় এই অফিসারকে যে কোন মুহূর্তে গ্রেফতার করবে সিবিআই। লুক আউট নোটিশ জারির পর; বাঁচার আর কোন রাস্তা নেই রাজীব কুমারের।

সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খান মমতার প্রিয় অফিসার; আইপিএস ও কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার। রাজীব কুমারকে গ্রেফতার করা যাবে না; এই রক্ষাকবচ তুলে নেয় দেশের শীর্ষ আদালত। এরপরেই লুক আউট নোটিশ জারি করে সিবিআই। যোগী আদিত্যনাথ রাজীবকে রক্ষাকবচ দিতে পারেন কিনা সেটাই এখন দেখার।

]]>
বুলডোজার দিয়ে উর্দু গেট উড়িয়ে দিল যোগী সরকার https://thenewsbangla.com/yogi-government-has-totaly-demolished-the-urdu-gate-by-bulldozer/ Wed, 06 Mar 2019 17:12:41 +0000 https://www.thenewsbangla.com/?p=7708 আবারও সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা হিন্দুত্বের পোস্টার বয় যোগী আদিত্যনাথের সরকারের বিরুদ্ধে।

৬ই মার্চ বুধবার উত্তরপ্রদেশের রামপুর জেলায় সমাজবাদী পার্টির নেতা আজম খানের তৈরি একটি তোরণ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয় রামপুর জেলা প্রশাসন। আর তার পরিপ্রেক্ষিতেই শুরু হয়েছে বিতর্ক।

মতুয়াদের বড়মার মৃত্যু রহস্যজনক, চাঞ্চল্যকর অভিযোগ

তোরণটি “উর্দু গেট” নামে পরিচিত। এই গেট মূলত মোহাম্মদ আলী জওহর ইউনিভার্সিটির মূল প্রবেশ দ্বার হিসেবে গড়ে তুলেছিলেন সমাজবাদী পার্টির নেতা আজম খান, যা যোগী প্রশাসনের কোপে পড়ে গুঁড়িয়ে গেলো গত বুধবার।

হিন্দুত্বের রাজনীতি করার অভিযোগ যোগীর বিরুদ্ধে আজ প্রথম নয়। এর আগেও মুঘলসরাই স্টেশনের নাম পরিবর্তন করে দীনদয়াল উপাধ্যায়ের নামে করেছেন যোদী আদিত্যনাথ, এলাহাবাদের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘প্রয়াগরাজ’। রাস্তা দখল করে নামাজ পাঠ করার বিরুদ্ধেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।


কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং এর রাস্তায় হাঁটলেন বিজেপি নেতা

উর্দু গেটের ব্যাপারে সরকারি তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে, ঐ জায়গাটিতে জনসাধারণের ব্যবহারের জন্য একটি রাস্তা ছিল এবং জায়গাটি সরকারের প্রকল্পের জন্য সংরক্ষিত। ক্ষমতায় থাকাকালীন সরকারি জমি বেআইনী ভাবে দখল করে উক্ত তোরণটি নির্মাণ করা হয় বলে অভিযোগ।

দেশদ্রোহী আখ্যা পেয়েও নিজের বক্তব্যে অনড় কংগ্রেস নেতা

রামগড় জেলা প্রশাসক এ কে সিং এই বিষয়ে বলেন, উর্দু গেট বেআইনী ভাবে প্রশাসনের কোনো পরামর্শ না নিয়েই নির্মাণ করা হয়েছে এবং এক্ষেত্রে কোনও নিয়ম মানাও হয়নি।

সরকারি রিপোর্টে বলা হয়েছে, এই রাস্তা মূলত উত্তরপ্রদেশ ও উত্তরাখন্ড রাজ্যের মধ্যে একটি সংযোগস্থল, যা সাধারণত বাইক আরোহীরাই ব্যবহার করতো। কিন্তু বিশ্ববিদ্যালয়ের জন্য তোরণটি নির্মাণ করার পরেই সমস্যার সূত্রপাত হয়। উল্লেখ্য, স্থানটি জনবহুল হওয়ায় তোরণটি তৈরির পর থেকেই ব্যাপক যানজটের শিকার হতে হয়।

]]>