Yogi Adityanath UP Govt – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Tue, 14 Jun 2022 15:08:11 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Yogi Adityanath UP Govt – The News বাংলা https://thenewsbangla.com 32 32 “চলুন বাংলায় বুলডোজার সরকার গড়ি, ডান্ডা মেরে আবর্জনা সরাবে” https://thenewsbangla.com/bulldozer-govt-suvendu-adhikari-wants-bengal-acts-like-yogi-adityanath-up-govt/ Tue, 14 Jun 2022 15:07:32 +0000 https://www.thenewsbangla.com/?p=15445 “চলুন বাংলায় বুলডোজার সরকার গড়ি; ডান্ডা মেরে আবর্জনা সরাবে”; ফের বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার রাজ্যে উত্তর প্রদেশের যোগীর মত; ‘বুলডোজার সরকার’ আনার ডাক দিলেন তিনি। ফের নিশানা করলেন; মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। এই নিয়ে ফের সরগরম; রাজ্য রাজনীতি।

মঙ্গলবার বাঁকুড়ার তামলিবাঁধ এলাকায়; জনসভা করেন শুভেন্দু অধিকারী। একাধিক ইস্যুতে তৃণমূলকে; স্বভাবচরিত ভাবেই আক্রমণ করেন তিনি। পয়গম্বর বিতর্ক নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তি প্রসঙ্গে; ফের রাজ্যকেই আক্রমণ করেন তিনি। শুভেন্দু পরিস্কার জানিয়ে দেন; “পরিস্থিতি মোকাবিলায় সঠিক পদক্ষেপ করা হয়নি; সরকারের তরফে”।

শুভেন্দু এদিন বলেন, “চারদিন ধরে পশ্চিমবঙ্গকে ক্ষতবিক্ষত করেছে। বৃহস্পতিবার ৪ নম্বর জাতীয় সড়ক; ১৩ ঘণ্টা অবরুদ্ধ হয়ে ছিল। যখন উত্তর প্রদেশে যোগী-জি পিঠে ডান্ডা ফেলছেন, ভাল করে বুলডোজার চালাচ্ছেন; তখন এই রাজ্যের মুখ্যমন্ত্রী হাতজোড় করে বলছেন তোমরা ওঠো”। এদিন শুভেন্দু অধিকারী বুঝিয়ে দেন যে; যোগীর পথে হাঁটলে অনেক আগেই শান্ত হত বাংলা। দুর্ভোগের শিকার হতে হত না রাজ্যবাসীকে।

আরও পড়ুনঃ প্রাথমিকে বরখাস্তের তালিকায়, পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতির দুই মেয়ে

এরপরই সেই বিস্ফোরক মন্তব্য করেন শুভেন্দু। তিনি বলেন, “আসুন গেরুয়া ডান্ডা শক্ত করে; ‘বুলডোজার সরকার’ নিয়ে আসি। যে সরকার বুলডোজার চালিয়ে আবর্জনা সরিয়ে দেবে”। বিরোধী দলনেতার এই বুলডোজার মন্তব্য ঘিরে; স্বাভাবিকভাবেই দানা বেঁধেছে বিতর্ক।

আসলে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সরকারি আধিকারিকদের নির্দেশ দিয়েছেন; “যে সমাজবিরোধীরা রাজ্যে অশান্তি করেছে; তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে; তাদের সতর্ক করতে হবে; না মানলে তাদের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিতে হবে”।

উত্তর প্রদেশে সমাজে সম্প্রতি নষ্ট ও শান্তিভঙ্গের অভিযোগে; সহারানপুরে ৬৪ জনকে গ্রেফতার করা হয়েছে। সেই শহরে গোলমাল ছড়ানোয় দুই অভিযুক্ত মুজ়াম্মিল ও আব্দুল ওয়াকিরের; বাড়ির কিছু অংশ বুলডোজ়ার দিয়ে ভেঙে দিয়েছেন পুরকর্মীরা। তাঁদের অবশ্য দাবি; ওই নির্মাণ অবৈধ ছিল। কানপুরে গত ৩ জুনের গোষ্ঠী সংঘর্ষের পর মূল অভিযুক্ত জ়াফর হায়াত হাসমির আত্মীয় মহম্মদ ইসতিয়াকের নবনির্মিত ভবনও; ভেঙে দিয়েছেন সেখানকার পুরকর্মীরা।

শুভেন্দু অধিকারী বাংলাতেও; সেটাই করার ডাক দিলেন। আমাদের রাজ্যেও সেরকম বুলডোজার সরকার গড়ার ডাক দিলেন; রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

]]>
“জাতীয় সঙ্গীত ‘জনগণমন’ গেয়েই স্কুল শুরু করতে হবে সব মাদ্রাসায়”, ফরমান যোগীর https://thenewsbangla.com/national-anthem-janaganamana-must-sing-in-all-madrasa-schools-ordered-by-yogi-adityanath-up-govt/ Fri, 13 May 2022 05:00:57 +0000 https://www.thenewsbangla.com/?p=15075 “জাতীয় সঙ্গীত বা স্তব ‘জনগণমন অধিনায়ক’ (National Antham) গেয়েই স্কুল শুরু করতে হবে সব মাদ্রাসায়”; ফরমান যোগীর। স্কুলের শুরুতেই গাইতে হবে দেশের জাতীয় সঙ্গীত জন-গণ-মন-অধিনায়ক-জয়-হে; রাজ্যের সব মাদ্রাসার উদেশ্যে ফরমান জারি ‘বুলডোজার যোগীর’। মাদ্রাসায় পড়লে ও পড়ালে জাতীয় স্তব-সঙ্গীত গাইতেই হবে; সিদ্ধান্ত যোগী আদিত্যনাথ সরকারের। উত্তরপ্রদেশের মাদ্রাসাগুলিতে, ক্লাস শুরুর আগে ‘জনগণমন’ গাওয়া বাধ্যতামূলক; ঘোষণা করার কথা জানিয়েছেন যোগী মন্ত্রিসভার সদস্য দানিশ আজাদ আনসারি। এরপরেই শুরু হয়েছে; দেশ জুড়ে বিতর্ক।

প্রত্যেক দিন স্কুলে ক্লাস শুরুর আগেই; এবার জাতীয় স্তব-সঙ্গীত (National Antham) ‘জনগণমন অধিনায়ক’ গান গাওয়া বাধ্যতামূলক করে দিল; মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এর উত্তরপ্রদেশ সরকার। ধর্মীয় শিক্ষার পাশাপাশি, এবার দেশের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে ছাত্রছাত্রী-দের জ্ঞান অর্জনের জন্য; এমন নয়া পদক্ষেপ নিল যোগী সরকার।

রাজ্য সরকারের মুসলিম মুখ; দানিশ আজাদ আনসারি সংখ্যালঘু দফতরের রাষ্ট্রমন্ত্রী। গত ২৪ মার্চই উত্তরপ্রদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের বৈঠকে; এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন তিনি। সিদ্ধান্তটি হল, সব মাদ্রাসা ছাত্র, শিক্ষক যেন অবশ্যই ক্লাস শুরুর আগে; ‘জনগণমন’ গান। শিক্ষা বোর্ডে অনুমোদিত সিদ্ধান্ত; রূপায়ণের আদেশ বেরিয়েছে ৯ মে। তাতে বলা হয়েছে, মাদ্রাসায় আগে যেমন ধর্মীয় প্রার্থনা হেত, তেমনই হবে; পাশাপাশি জাতীয় স্তবে গলা মেলাতে হবে শিক্ষক-পড়ুয়া সবাইকে।

২০১৭ সালে উত্তরপ্রদেশ মাদ্রাসা-বোর্ড স্বাধীনতা দিবসে; তাদের অনুমোদিত সব শিক্ষা-প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও জনগণমন গাওয়া বাধ্যতামূলক করে দেয়। এর ৫ বছর বাদে স্কুল চলার দিনগুলিতে; জাতীয় সঙ্গীত গাওয়া আবশ্যিক করা হল। গত ৩০শে মার্চ থেকে ১১ই মে; রমজানের পবিত্র মাস থাকার কারণে বন্ধ ছিল সকল মাদ্রাসা স্কুলগুলি। তবে বৃহস্পতিবার থেকে পুনরায় স্কুল শুরু হওয়ায়; এই নিয়ম লাগু হবে বলে জানিয়েছে শিক্ষা দফতর।

উত্তরপ্রদেশ মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান আগেই বলেছিলেন; “সব স্কুলেই জাতীয় সঙ্গীত গাইতে হয়। মাদ্রাসার পড়ুয়াদের মধ্যেও; দেশপ্রেমের চেতনা জাগ্রত করতে চাই আমরা। ওরা যাতে ধর্মীয় শিক্ষার পাশাপাশি; আমাদের ইতিহাস, সংস্কৃতির সঙ্গে পরিচিত হয়। সেজন্যই আসন্ন শিক্ষাবর্ষ থেকে তা বাধ্যতামূলক করা হচ্ছে। পাশাপাশি নয়া শিক্ষাবর্ষে মাদ্রাসা শিক্ষকদের হাজিরা নথিভুক্তির জন্য; বায়োমেট্রিক সিস্টেম চালু হচ্ছে। পডুয়াদেরও অনলাইন রেজিস্ট্রেশন; হবে বলে জানা গিয়েছে।

]]>
মুম্বাইয়ের পর কলকাতায় অফিস খুলতে চলেছে যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ সরকার https://thenewsbangla.com/yogi-adityanath-up-govt-is-going-to-open-an-office-in-kolkata-after-mumbai/ Thu, 12 May 2022 07:15:18 +0000 https://www.thenewsbangla.com/?p=15069 মুম্বাইয়ের পর কলকাতায় অফিস খুলতে চলেছে; যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ সরকার। উত্তরপ্রদেশ থেকে বহু মানুষ, এই রাজ্যে আসেন; কাজের তাগিদে। কেউ আসেন ব্যবসার স্বার্থে; কেউ আসেন শ্রমিকের কাজ করতে; কেউ আসেন চাকরির স্বার্থে। বাংলায় বসবাসকারী উত্তরপ্রদেশের সেইসব নাগরিকদের সুবিধার্থে; কলকাতায় একটি অফিস খুলতে পারে যোগী আদিত্যনাথ সরকার। উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক; নিজেই একথা জানিয়েছেন।

পেটের তাগিদে দেশের বিভিন্ন কোণে ছড়িয়ে রয়েছেন; উত্তরপ্রদেশের বাসিন্দারা। তাঁদের সঙ্গে উত্তরপ্রদেশ সরকারের যোগাযোগকে; আরও মসৃণ করতে বিভিন্ন রাজ্যে দফতর তৈরির পথে চলছে যোগী আদিত্যনাথের সরকার। মহারাষ্ট্রের রাজধানী মুম্বইয়ে; এমন একটি কার্যালয় তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী দিনে এমন কার্যালয় হতে পারে কলকাতাতেও। এমনই মন্তব্য করলেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক।

শুধু বাংলা নয়। পেটের তাগিদে দেশের বিভিন্ন প্রান্তে; ছড়িয়ে রয়েছেন উত্তরপ্রদেশের বাসিন্দারা। মুম্বই শহরেই অন্তত ৫০ থেকে ৬০ লক্ষ মানুষ থাকেন, কাজ করেন; যাঁদের আদি বাড়ি উত্তরপ্রদেশে। তাঁদের সুবিধার জন্য এ বার মুম্বইয়ে তৈরি হতে চলেছে; যোগী আদিত্যনাথ সরকারের অফিস। এ কথা সম্প্রতি জানিয়েছে উত্তরপ্রদেশের সরকার।

এই প্রসঙ্গেই সাক্ষাৎকারে ব্রজেশ বলেন; “ব্যবসা কিংবা চাকরির জন্য উত্তরপ্রদেশের অনেক মানুষ; রাজ্যের বাইরে বসবাস করেন। তাঁদের সঙ্গে উত্তরপ্রদেশ সরকারের যোগাযোগ, আরও মসৃণ করতে; এবার উদ্যোগী হয়েছে আদিত্যনাথের সরকার। তাঁরা কোনও সমস্যায় পড়লে যাতে দ্রুত তাঁদের সহায়তা পৌঁছে দেওয়া যায়; তা নিশ্চিত করতে মুম্বইয়ে অফিস করার সিদ্ধান্ত নিয়েছি”। মুম্বাইয়ের পর এবার কলকাতা বা দিল্লিতেও; এই ধরনের অফিস খোলা হতে পারে বলে জানিয়েছেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক।

এক সাক্ষাৎকারে ব্রজেশ পাঠক জানিয়েছেন; “মুম্বইয়ে যেমন ইউপি ভবন তৈরি হবে; আগামী দিনে তেমন কলকাতা বা দিল্লিতেও হতে পারে। সেখানে উত্তরপ্রদেশের অনাবাসী বাসিন্দারা গিয়ে থাকতে পারবেন। কোনও সমস্যায় পড়লে সরাসরি উত্তরপ্রদেশ সরকারের সঙ্গে; যোগাযোগ করতে পারবেন”।

উত্তরপ্রদেশ সরকার বারবার দাবি করে আসছে; ‘যোগীর আমলে রাজ্যে কর্মসংস্থান বেড়েছে’। অথচ, সেই যোগী সরকারই ভিনরাজ্যে পেটের দায়ে কাজ করতে যাওয়া মানুষের সঙ্গে যোগাযোগ রাখার জন্য; দেশের বিভিন্ন শহরে অফিস খোলার সিদ্ধান্ত নিচ্ছে। প্রশ্ন উঠছে, তাহলে কি ঘুরিয়ে রাজ্যে কর্মসংস্থানের বেহাল দশার কথা; স্বীকার করে নিল যোগী আদিত্যনাথ সরকার?

]]>