Yoga Day – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Wed, 22 Jun 2022 13:45:29 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Yoga Day – The News বাংলা https://thenewsbangla.com 32 32 “মু’সলিম দেশে যোগ দিবস হবে না”, ‘আ’ল্লাহ হু আ’কবর’ বলে ভারতের যোগ দিবসে হা’মলা https://thenewsbangla.com/no-yoga-day-in-muslim-country-international-yoga-day-incident-in-maldives/ Wed, 22 Jun 2022 13:44:56 +0000 https://www.thenewsbangla.com/?p=15655 “মু’সলিম দেশে যোগ দিবস হবে না”; ‘আ’ল্লাহ হু আ’কবর’ বলে ভারতের যোগ দিবসে হা’মলা”। মাসখানেক আগে, বিজেপি নেত্রী নূপুর শর্মার সত্যি কথা নিয়ে যারা উ’ত্তাল হয়ে উঠেছিলেন; আন্তর্জাতিক যোগ দিবসে তাদের ধ’র্মের মানুষের হা’মলা নিয়ে কেন উদাসীন তারা? মালদ্বীপের রাজধানীতে যোগ দিবসের অনুষ্ঠানে ভারতীয়দের আ’ক্রমণ; ফুটবল স্টেডিয়ামে ভাঙ’চুর উন্ম’ত্ত মুস’লিম জনতার, বন্ধ অনুষ্ঠান।

বিশ্বের সিংহভাগ দেশেই, ২১ জুন দিনটিকে; আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে উদযাপন করা হয়। ২১ জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে চিহ্নিত করতে; রাষ্ট্রসংঘের ভোটাভুটিতে যে ১৭৭টি দেশ সায় দিয়েছিল; তার মধ্যে অন্যতম ছিল ইস’লাম অধ্যু’ষিত দেশ মালদ্বীপ। সেইমতো এতদিন ধরে প্রতি বছর এই বিশেষ দিনে, আয়োজিত হয় অনুষ্ঠান; তত্ত্বাবধানে ভারতীয় হাই কমিশন। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। রাজধানীর মালের ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে; যোগচর্চায় যোগ দিয়েছিলেন বহু মানুষ। কিন্তু আচমকাই তাল কাটল।

আরও পড়ুন; জেনে নিন কিভাবে ‘অনায়াসে’ জিতে, দেশের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি হবেন দ্রৌপদী মূর্মু

পতাকা, পোস্টার নিয়ে হইহই করতে করতে, ‘আ’ল্লাহ হু আ’কবর’ বলে; ফুটবল স্টেডিয়ামে ঢুকে পড়ল প্রচুর মুস’লিম ধ’র্মের মানুষ। “মু’সলিম দেশে যোগ দিবস হবে না; যোগাভ্যাস বন্ধ করতে হবে”; এই দাবিতে তুমুল উত্তে’জনা শুরু হয় সেখানে। ভারতীয় কূটনীতিকদের রীতিমতো হু’মকির মুখে পড়তে হয়; চূড়ান্ত বিশৃ’ঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চাইলেও তাতে ব্যর্থ হয় মালদ্বীপের পুলিশ। বন্ধ করে দিতে হয় অনুষ্ঠান।

ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে; গোটা বিশ্ব জুড়ে। সেখানে দেখা যাচ্ছে, ইস’লামের পতাকা হাতে; মাঠে ঢুকেছে কয়েকজন। যাঁরা যোগাসন করছিলেন, তাঁদের উপর হা’মলা চলে; যোগের ম্যাটে আ’ছড়ে পড়ে লাঠি। আশপাশে ছোটখাটো খাবারের দোকানেও ভাঙ’চুর চলে। না গোটা বিশ্বের মুস’লিম মানুষরা; এখন অব্দি একটা শব্দ বলেননি প্রতিবাদে; কোথাও বিক্ষো’ভ মিছিল হয়নি।

আসলে ক’ট্টরপ’ন্থী ইস’লামিকদের বিশ্বাস; যোগাসন মানে সূর্যের উপাসনা। কিন্তু ইস’লাম ধ’র্মে পুজো কিংবা উপাসনা তো নি’ষিদ্ধ। তাই যোগচর্চা তাদের ধ’র্মে নি’ষিদ্ধ; তাই দেশেও কাউকে এটা করতে দেওয়া হবে না। মালদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ সোলি টুইট করে জানান; “পুলিশ ইতিমধ্যেই এই নিয়ে তদন্ত শুরু করেছে। এটা খুবই গুরুতর ঘটনা; দোষীদের অবিলম্বে বিচার প্রক্রিয়ার আওতায় আনা হবে”।

]]>
মাইনাস ২০ ডিগ্রিতে আন্তর্জাতিক যোগ দিবস পালন ভারতীয় জওয়ানদের https://thenewsbangla.com/indian-jawans-perform-international-yoga-day-at-ladakh-in-minus-20-degree/ Fri, 21 Jun 2019 08:10:21 +0000 https://www.thenewsbangla.com/?p=14215 আন্তর্জাতিক যোগ দিবসে; সারা ভারত জুড়ে যোগ পালিত হয়েছে। কাশ্মীর থেকে কন্যাকুমারী কোনও জায়গা বাদ যায়নি। সেলেব থেকে আমজনতা; সকলেই রাস্তায় নেমে যোগাসন করেছেন। আর আইটিবিপি (ইন্দো তিবেটান বর্ডার পুলিশ ফোর্স) জওয়ানরা যা করলেন; তা এককথায় অভাবনীয়।

এদিন বরফে ঢাকা লাদাখে; সমুদ্রপৃষ্ঠ থেকে ১৮ হাজার ফুট উঁচুতে মাইনাস ২০ ডিগ্রি তাপমাত্রায় বিশ্ব যোগ দিবস পালন করলেন তাঁরা। অসম্ভব কঠিন এক আবহাওয়ার মধ্যে দাঁড়িয়ে; জওয়ানদের এই যোগ দিবসে এগিয়ে আসাকে; সকলেই কুর্ণিশ করছেন।

আরও পড়ুনঃ উত্তপ্ত ভাটপাড়ায় বন্ধ ইন্টারনেট পরিষেবা, মৃতদেহ নিয়ে মিছিল বিজেপির

লাদাখে মাইনাস ২০ ডিগ্রি তাপমাত্রায়; যোগ দিবস পালন আইটিবিপি (ইন্দো তিবেটান বর্ডার পুলিশ ফোর্স) জওয়ানদের। লাদাখে আন্তর্জাতিক যোগ দিবস পালন করলেন; আইটিবিপি জওয়ানরা। মাটি থেকে ১৮০০০ ফুট উচ্চতায়; লাদাখের আইটিবিপির ক্যাম্পে যোগাভ্যাসে মাতলেন জওয়ানরা।

আরও পড়ুনঃ যোগী আদিত্যনাথ ও মোহন ভাগবতের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য, রাষ্ট্রদ্রোহীতার অভিযোগ সংগীতশিল্পীর বিরুদ্ধে

মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাও; নড়াতে পারেনি জওয়ানদের উত্সাহকে। লেহ-তেও ক্যাম্পে যোগ দিবস; উদযাপন করলেন আইটিবিপি জওয়ানরা। আগেও ভারতীয় সেনা সিয়াচেনে; ২০ হাজার ফুট উঁচুতে যোগাসন করেছিল। আর এদিনও একই ঘটনার; পুনরাবৃত্তি করল আইটিবিপি। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও; যোগদিবস পালন করেন।

আরও পড়ুনঃ আরও পড়ুনঃ সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় বিনা হেলমেটের বাইক ধরার অভিযান পুলিশের

লাদাখের পাশাপাশি হিমাচল প্রদেশের কুল্লু, ছত্তিশগড়ের রাজনন্দগাঁও ও উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলা সহ ভারতের বিভিন্ন রাজ্যে; ইন্দো তিবেটান বর্ডার পুলিশের জওয়ানরা; এদিন যোগদিবস পালন করেছেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ বাকি ছিল এটাই, মুখ্যমন্ত্রী মমতার পুলিশে এবার সিভিক গোয়েন্দা নিয়োগ

তবে আইটিবিপি (ইন্দো তিবেটান বর্ডার পুলিশ ফোর্স) এর তরফ থেকে জানান হয়েছে; তাঁরা এই একটি দিন নয়; সারাবছরই যোগ ব্যায়াম, শারীরিক কসরত করেন। কখনও তাঁদের মাইনাস ৫০ ডিগ্রি তাপমাত্রাতেও কাজ করতে হয় দেশের জন্য। গোটা দেশ স্যালুট জানিয়েছে আইটিবিপি (ইন্দো তিবেটান বর্ডার পুলিশ ফোর্স) জওয়ানদের।

]]>