Yasin Malik Life Imprisonment – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Wed, 31 Aug 2022 06:19:48 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Yasin Malik Life Imprisonment – The News বাংলা https://thenewsbangla.com 32 32 তৃণমূল নেতা খু’নে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা, তৃণমূলেরই আট নেতাকে https://thenewsbangla.com/tmc-leader-murder-8-tmc-leader-sentenced-life-imprisonment-by-district-court/ Wed, 31 Aug 2022 06:19:28 +0000 https://thenewsbangla.com/?p=16545 তৃণমূল নেতা খু’নে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা, তৃণমূলেরই আট নেতাকে। তৃণমূলের প্রাক্তন উপপ্রধান মৃত্যুঞ্জয় বেরা খু’নের ঘটনায়, যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়া হল, দলেরই আট নেতাকে। ২০১৮ সালে হুগলির কুমরুলে, তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিদায়ী উপপ্রধান মৃত্যুঞ্জয় বেরাকে পি’টিয়ে খু’ন করা হয়। অভিযোগ ওঠে, দলেরই তৎকালীন প্রধান চিত্তরঞ্জন সাঁতরা ও তার দলবলের বিরুদ্ধে। এই খু’নের মামলায় চুঁচুড়া আদালতের অতিরিক্ত জেলা দায়রা ফার্স্ট ট্র্যাক কোর্টের বিচারক কাজি আবুল হাসেম, তৃণমূলের প্রাক্তন প্রধান চিত্তরঞ্জন সাঁতরা সহ তৃণমূলের আটজনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন।

২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত ধনিয়াখালির গোপিনাথপুর-২নং পঞ্চায়েতের, উপপ্রধান ছিলেন মৃত্যুঞ্জয় বেরা। এখানে ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রধান ছিলেন, চিত্তরঞ্জন সাঁতরা। ২০১৮ সালের মে-মাসে পঞ্চায়েতের ফল ঘোষণা হয়। সেবার গ্রাম সভা ও পঞ্চায়েত সমিতিতে বিরোধীরা মনোনয়ন জমা করতে না পারায়, জয়ী হয়েছিল তৃণমূল। পুলিশ জানায়, তারপরই পঞ্চায়েত দখলে নিয়ে তৃণমূলের দুই নেতা, চিত্তরঞ্জন সাঁতরা ও মৃত্যুঞ্জয় বেরার মধ্যে ঝামেলা শুরু হয়। পঞ্চায়েত কার দখলে থাকবে, শুরু হয় দুই নেতার লড়াই।

পঞ্চায়েত কার দখলে থাকবে ঐকমত্য না হওয়ায় ২০২১-র ২৩মে, ধনিয়াখালি বিডিও পঞ্চায়েতে বোর্ড গঠনের জন্য সভা দাকেন। সেই সভা থেকে বাইক নিয়ে ফেরার সময়, দুপুর তিনটে নাগাদ কুমরুল আলুপট্টিতে আক্রান্ত হন মৃত্যুঞ্জয় বেরা। রড, শাবল ও ধারালো অস্ত্র দিয়ে নৃ’শংসভাবে কো’পানো হয় তাঁকে। ২৫ মে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় মৃত্যুঞ্জয়ের। উপপ্রধানের মৃত্যুকে ঘিরে অগ্নিগর্ভ হয়ে ওঠে এলাকা। ঘটনায় ভাঙচুর ও আগুন জ্বালানোর অভিযোগ ওঠে, মৃত্যুঞ্জয়ের সমর্থকদের বিরুদ্ধে। বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

খুনের ঘটনায় উপপ্রধানের স্ত্রী শিপ্রা বেরা, ১৩ জনের নামে অভিযোগ দায়ের করেন ধনিয়াখালি থানায়। ঘটনার পর দীর্ঘদিন পলাতক ছিল অভিযুক্তরা। তদন্তে নেমে খুনের মূল অভিযুক্ত, তৎকালীন প্রধান চিত্তরঞ্জন সাঁতরাকে নদিয়া থেকে গ্রেফতার করে পুলিশ। অন্ধ্রপ্রদেশ থেকে গ্রেফতার করা হয়, সুরজিৎ সাঁতরা,বিশ্বজিৎ সাঁতরা ও বিশ্বজিৎ ঘোষকে। হাওড়ার উলুবেড়িয়া থেকে গ্রেফতার হয় অরূপ সিং, বিদ্যুৎ রায়, দীপু বাউড়ি ও কাজি মহম্মদ বাদশা। তবে পাঁচজন অভিযুক্ত, এখনও পলাতক রয়েছে। চুঁচুড়া আদালতের বিচারক অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে, যাবজ্জীবন সাজা ঘোষণা করেন।

]]>
কাশ্মীরে সন্ত্রা’সবা’দীদের আর্থিক সাহায্য, ‘দেশদ্রো’হী’ ইয়াসিন মালিকের যাবজ্জীবন https://thenewsbangla.com/yasin-malik-life-imprisonment-financial-aid-in-kashmir-case-verdict/ Wed, 25 May 2022 13:06:47 +0000 https://www.thenewsbangla.com/?p=15224 কাশ্মীরে সন্ত্রা’সবা’দীদের সাহায্য; ‘দেশদ্রো’হী’ ইয়াসিন মালিকের যাবজ্জীবন। জম্মু কাশ্মীরে স’ন্ত্রা’সী কাজকর্মে আর্থিক জোগানের মামলায়; যাবজ্জীবনের সাজা পেলেন কাশ্মীরের বি’চ্ছিন্নতাকামী নেতা ইয়াসিন মালিক। বুধবার বিকেলে রায় শোনাল; দিল্লির বিশেষ NIA আদালত। দুটি মামলায় ইয়াসিনকে; যাবজ্জীবনের সাজা শোনানো হয়েছে। মৃত্যু পর্যন্ত জেলেই পচবেন ইয়াসিন।

দিল্লির NIA আদালতে ইয়াসিন মালিকের মৃ’ত্যুদ’ণ্ডের দাবি জানিয়েছিল; জাতীয় তদন্তকারী সংস্থা NIA। বেআইনি কার্যকলাপ প্রতিরোধী আইন (UAPA); স’ন্ত্রা’সে আর্থিক জোগানোর অপরাধে; আগেই দোষী সাব্যস্ত করা হয় তাঁকে। ভারত সরকারের বিরুদ্ধে যু’দ্ধ ঘোষণার অপরাধে; ১২১ ধারায় ইয়াসিনের বিরুদ্ধে সর্বোচ্চ সাজার দাবি জানিয়েছিল NIA। অর্থাৎ মৃ’ত্যুদ’ণ্ডের আর্জিই জানানো হয়। এই মামলায় সর্বনিম্ন সাজা যাবজ্জীবন; ইয়াসিনের আইনজীবী তাই মৃ’ত্যুদ’ণ্ডের পরিবর্তে যাবজ্জীবনের আর্জি জানিয়েছিলেন।

আরও পড়ুনঃ ‘মহিলাদের আবেদন করার প্রয়োজন নেই’, সুধার চিঠিতে পিছু হঠেছিলেন টাটা

আদালতে ইয়াসিন মালিক অবশ্য দাবি করেন; ১৯৮৪ সালের পর সম্পূর্ণ অ’স্ত্র ছেড়ে দিয়েছেন তিনি। তারপর থেকে তিনি অহিংস রাজনীতির পথেই রয়েছেন। দেশের ৭ প্রধানমন্ত্রীর সময়ে; তিনি রাজনীতি করেছেন। ভারতের গোয়েন্দা সংস্থা প্রমাণ করুক; কোনও হিং’সার বা জ’ঙ্গি কার্যকলাপের সঙ্গে জড়িত কিনা! রাজনীতি থেকে অবসর নেব; মৃ’ত্যুদ’ণ্ডও মাথা পেতে নেব।

জ’ঙ্গিদের আর্থিক মদত দেওয়ার মামলায়; দোষী সাব্যস্ত করা হয়েছিল প্রাক্তন এই জেকেএলএফ নেতাকে। এনআইএ তার সর্বোচ্চ শাস্তির দাবি করেছিল; মামলা চলাকালিন কাশ্মীরে বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা। ইয়াসিনের বিরুদ্ধে রায় ঘোষণাকে ঘিরে; বুধবার সকাল থেকেই থমথমে উপত্যকা। সমস্ত দোকান, বাজার, ব্যবসা বন্ধ একাধিক এলাকায়। রাস্তায় যানবাহন চোখে পড়ছে অল্পবিস্তর। শ্রীনগরের মতো স্পর্শকাতর এলাকাগুলিতে; অতিরিক্ত বাহিনী মোতায়েন রয়েছে।

আরও পড়ুনঃ কংগ্রেসের হাল ফেরাতে ‘টাস্ক ফোর্স’ গড়লেন সনিয়া, ঠাঁই পেলেন না রাহুল

NIA আদালত জানিয়েছে, উপত্যকায় না’শক’তামূলক কাজকর্ম চালু রাখতে; বিশ্বের বিভিন্ন প্রান্তে নেটওয়ার্ক তৈরি করেছিলেন ইয়াসিন মালিক। যাতে ‘স্বাধীনতা সংগ্রাম’-এর নামে; স’ন্ত্রা’সী কাজকর্ম চালু রাখতে অর্থ সংস্থান করা যায়। গত ১৯ মে ইয়াসিনকে দোষী সাব্যস্ত করেন; বিশেষ বিচারপতি প্রবীণ সিংহ। কোন সাজা উপযুক্ত, কত টাকা জরিমানা করা যায় ইয়াসিনকে; তা নিয়ে NIA-কে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় দিয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত, ‘দেশদ্রো’হী’ ইয়াসিন মালিকের যাবজ্জীবন দিল এনআইএ আদালত।

]]>