Yashwant Sinha – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Tue, 21 Jun 2022 14:37:53 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Yashwant Sinha – The News বাংলা https://thenewsbangla.com 32 32 প্রাক্তন বিজেপি নেতাকেই বিজেপির বিরুদ্ধে দাঁড় করালেন মমতা ও বিরোধীরা https://thenewsbangla.com/former-bjp-leader-stand-against-bjp-presidential-election-mamata-banerjee-and-opposition-decided/ Tue, 21 Jun 2022 14:37:16 +0000 https://www.thenewsbangla.com/?p=15612 প্রাক্তন বিজেপি নেতাকেই বিজেপির বিরুদ্ধে; দাঁড় করালেন মমতা ও বিরোধীরা। একসময়ে ছিলেন বিজেপির দাপুটে নেতা। অটল বিহারী বাজপেয়ি মন্ত্রিসভাতেও; গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তিনি। বাজপেয়ী মন্ত্রিসভায় অর্থমন্ত্রকের পাশাপাশি; সামলেছেন প্রতিরক্ষামন্ত্রকও। ২০১৪ সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর; রাজনৈতিক সন্ন্যাসে পাঠিয়ে দেওয়া হয় যশবন্ত সিনহাকে। যার জেরে মোদী-শাহ জুটির উপর রীতিমতো ক্ষুব্ধ হন; প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তারপরেই বিজেপি ত্যাগ করেন। সেই প্রাক্তন বিজেপি নেতাকেই রাষ্ট্রপতি পদে প্রার্থী করলেন; মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপি বিরোধীরা।

শরদ পাওয়ার, ফারুখ আবদুল্লাহ ও গোপালকৃষ্ণ গান্ধী, তিনজনেই মমতার অনুরোধ ফিরিয়ে দেবার পরে; হাতে ছিলেন তৃণমূল নেতা যশবন্ত সিনহাই। সেই যশবন্ত সিনহাই এবার রাষ্ট্রপতি নির্বাচনে; বিজেপি বিরোধী প্রার্থী। প্রার্থী চূড়ান্ত হওয়ার পরেই তৃণমূলের সর্বভারতীয় সহ সভাপতির পদে; ইস্তফা দিলেন যশোবন্ত। দিল্লিতে ১৮টি বিরোধীদলের বৈঠকে; গৃহীত হল সর্বসম্মতভাবে সিদ্ধান্ত। যশবন্ত সিন্হাকে সমর্থন আপ-টিআরএসের; দাবি শরদ পাওয়ারের।

আরও পড়ুনঃ মহারাষ্ট্রে ভাঙছে শিবসেনা, সরকার গড়বে বিজেপি, ২০ বিধায়ক নিয়ে ‘ভ্যানিশ’ মন্ত্রী শিন্ডে গুজরাতে

আগামী ২৭ জুন রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়ন দেবেন যশোবন্ত সিনহা। এদিন ১৮টি বিরোধীদলের বৈঠকে যোগ দিল; ওয়েইসির ‘মিম’, কংগ্রেস, তৃণমূল, এনসিপি, সিপিএম, সিপিআই, আরজেডি। রাষ্ট্রপতি ভোটে পদপ্রার্থী নিয়ে বৈঠকে এসপি, ডিএমকে, আরএসপি। “সম্মানীয় ব্যক্তি, নিশ্চিতভাবে মহান দেশের মূল্যবোধকে তুলে ধরবেন”; যশবন্ত সিনহার নামে সিলমোহর পড়ার পরেই টুইট করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। টুইট করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও; তিনি লেখেন, “এর চেয়ে আর ভাল কেউ প্রার্থী হতে পারতেন না”।

আরও পড়ুনঃ শরদ, ফারুখ, গোপাল, মমতার অনুরোধেও কেউ রাজি নন, ভরসা এখন তৃণমূল নেতা যশবন্ত

২০১৯ লোকসভার আগে থেকেই; মোদী-শাহ জুটিকে হারাতে রীতিমতো কোমর বেঁধে নামেন যশবন্ত সিনহা। উনিশের লোকসভা ভোটের আগে; মমতার তৃণমূলের হয়ে রাজ্যে ভোটপ্রচারও করেছেন তিনি। স্পষ্ট জানিয়েছিলেন, “২০১৯-এর লোকসভা নির্বাচনে; আমি মমতা বন্দ্যোপাধ্যায়কেই প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই”। সেই যশবন্ত-কেই এবার বেছে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপি বিরোধীরা।

একসময় ছিলেন অটলবিহারী বাজপেয়ীর ঘনিষ্ঠ। আর এখন বিজেপির বিরুদ্ধে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে; মমতা বন্দ্যোপাধ্যায়-সহ বিরোধীদের পছন্দ। মতাদর্শগত দিক থেকে ১৮০ ডিগ্রি ঘুরে গিয়েও; নিজের গ্রহণযোগ্যতা বজায় রাখতে পেরেছেন যশবন্ত সিনহা।

]]>
শরদ, ফারুখ, গোপাল, মমতার অনুরোধেও কেউ রাজি নন, ভরসা এখন তৃণমূল নেতা যশবন্ত https://thenewsbangla.com/sharad-pawar-farooq-abdullah-gopalkrishna-gandhi-none-agree-mamata-banerjee-proposed-as-presidential-candidate/ Tue, 21 Jun 2022 04:18:28 +0000 https://www.thenewsbangla.com/?p=15577 শরদ, ফারুখ, গোপাল, মমতার অনুরোধেও কেউ রাজি নন; ভরসা এখন তৃণমূল নেতা যশবন্ত। শরদ পাওয়ার, গোপালকৃষ্ণ গান্ধী, ফারুখ আবদুল্লা। না, কেউই রাজি হচ্ছেন না রাষ্ট্রপতি পদে লড়তে। রাষ্ট্রপতি নির্বাচনে কারা প্রার্থী হবেন; তা নিয়ে রাজধানীতে উত্তাপ ক্রমশই বাড়ছে। আগামী ১৮ জুলাই দেশের ১৪তম রাষ্ট্রপতি নির্বাচন; কিন্তু এখনও পর্যন্ত কোনপক্ষই তাদের প্রার্থীর নাম ঘোষণা করেনি। এরমধ্যেই রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী শিবিরের প্রার্থী হওয়ার নিয়ে, অনিচ্ছা প্রকাশ করে সরে দাঁড়ালেন; পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী। তার আগে বিরোধী শিবিরের এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন; এনসিপি প্রধান শরদ পাওয়ার এবং জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহ। এবার সেই তালিকায় যুক্ত হল; গোপালকৃষ্ণ গান্ধীর নাম।

গত মঙ্গলবার রাষ্ট্রপতি নির্বাচনে নিজেদের প্রার্থী ঠিক করতে দিল্লিতে, দেশের ২২টি বিরোধী দলের শীর্ষ নেতৃত্বকে নিয়ে; বৈঠকে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে অবিজেপি রাজ্যের ৮জন মুখ্যমন্ত্রী ছিলেন। সেই বৈঠকে সর্বসম্মতিক্রমে শরদ পাওয়ারের নাম; বিরোধী শিবিরের রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে প্রস্তাব করা হয়। কিন্তু বৈঠক শেষে মমতা নিজেই জানান, শরদ পাওয়ার সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন; তিনি প্রার্থী হতে ইচ্ছুক নন।

আরও পড়ুনঃ “অগ্নিবীরদের নিয়োগ করব আমার কোম্পানিতে”, দেশজোড়া বিতর্কের মধ্যেই ঘোষণা শিল্পপতির

তারপরই তৃণমূল সূত্রে জানা যায়, পাওয়ার রাজি না হওয়ায়; রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে ফারুক আব্দুল্লাহ এবং গোপালকৃষ্ণ গান্ধীর নাম প্রস্তাব করেন মমতা। গত শনিবার ফারুখ আবদুল্লাও; নিজের নাম সরিয়ে নেন। তারপরে সবার নজর ছিল মহাত্মা গান্ধীর প্রপৌত্রের উপরেই। কিন্তু এবার তিনিও নিজের নাম সরিয়ে নেওয়ায়; অকূল পাথারে বিরোধীরা।

রাষ্ট্রপতি পদে প্রার্থী খুঁজতে; গা উজাড় হওয়ার জোগাড়। কে হবেন বিরোধী দলের রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী? দিল্লিতে মঙ্গলবার বৈঠকে বসছে; কংগ্রেস, বাম, আপ, তৃণমূল সহ একাধিক দলের। ওই বৈঠকেই রাষ্ট্রপতি নির্বাচনে জন্য; বিরোধী দলের পদপ্রার্থীর নামে শিলমোহর পড়ার কথা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তাবিত সকলেই; একে একে সরে দাঁড়ানোয় সমস্যায় বিরোধী শিবির।

সূত্রের খবর, মঙ্গলবার বৈঠকে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বর্তমানে তৃণমূল নেতা যশবন্ত সিনহার নাম; প্রস্তাব করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মমতার এই প্রার্থীকে রাষ্ট্রপতি পদে লড়াইয়ে; বিজেপি বিরোধী সবদল মেনে নেয় কিনা, সেটাই এখন দেখার।

]]>
মমতাকে দেশের প্রধানমন্ত্রী পদে দেখতে চান বিজেপির মন্ত্রীও https://thenewsbangla.com/bjp-minister-wants-to-see-mamata-as-the-indias-next-prime-minister/ Sun, 09 Dec 2018 18:21:20 +0000 https://www.thenewsbangla.com/?p=3826 The News বাংলা, কলকাতা: এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে দেশের প্রধানমন্ত্রী পদে দেখতে চাইলেন দেশের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও প্রাক্তন বিজেপি নেতা যশবন্ত সিনহা। প্রধানমন্ত্রী হবার সবরকম যোগ্যতা আছে মমতার, কলকাতায় এসে বললেন বিজেপির এই প্রাক্তন নেতা।

আরও পড়ুন: ‘দেশের একমাত্র যোগ্য প্রধানমন্ত্রী হতে পারেন মমতা বন্দোপাধ্যায়’

দিল্লিতে বিরোধী জোটের বৈঠক নিয়ে সরগরম গোটা দেশ। সেই জোটের মধ্যমণি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ই। রবিবার বিকালেই তিনি দিল্লী পৌঁছেছেন। তাঁর আগে আরও একবার মমতাকে প্রধানমন্ত্রী করার জোরাল দাবি তুললেন বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা।

মমতাকে দেশের প্রধানমন্ত্রী পদে দেখতে চান বিজেপির মন্ত্রীও/The News বাংলা
মমতাকে দেশের প্রধানমন্ত্রী পদে দেখতে চান বিজেপির মন্ত্রীও/The News বাংলা

আরও পড়ুন: আরও সাজিয়ে তোলা হবে বাঙালির প্রিয় দিঘা সমুদ্রসৈকতকে

রবিবার কলকাতায় তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেল আয়োজিত ‘আইডিয়া অব বেঙ্গল’ শীর্ষক আলোচনা চক্রে এসে বাজপেয়ী মন্ত্রিসভার সদস্য বললেন, দেশের প্রধানমন্ত্রী হওয়ার সবরকম গুণ রয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে। দেশের প্রধানমন্ত্রী হওয়ার সবরকম যোগ্যতা মমতার আছে এবং মমতার নেতৃত্বে সরকার কেন্দ্রের দায়িত্ব নিতে পারবে বলেই জানান যশবন্ত সিনহা।

মমতাকে দেশের প্রধানমন্ত্রী পদে দেখতে চান বিজেপির মন্ত্রীও/The News বাংলা
মমতাকে দেশের প্রধানমন্ত্রী পদে দেখতে চান বিজেপির মন্ত্রীও/The News বাংলা

রবিবার, বিজেপি সরকারের বিভিন্ন সিদ্ধান্তের বিরুদ্ধে তুমুল সমালোচনা করেন বিজেপির এই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। দীর্ঘদিন ধরেই মোদী সরকারের সমালোচনা করে আসছেন বিজেপির একসময়ের দাপুটে নেতা। এর আগে একাধিকবার তৃণমূলনেত্রীর প্রশংসাও শোনা গিয়েছে যশবন্ত সিনহার মুখে। কিন্তু মমতার প্রধানমন্ত্রিত্ব নিয়ে এই প্রথম মুখ খুললেন।

আরও পড়ুন: পাহাড়ে নিজের বাড়ি থেকে বিমলকে ধরল মমতার পুলিশ

শুধু যশবন্ত সিনহাই নন, ভারতের আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে চেয়েছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা রাম জেঠমালানিও। একসময়ের বিক্ষুব্ধ বিজেপি নেতা যশবন্ত সিনহা, শত্রুঘ্ন সিনহা ও অরুণ শৌরিকে লেখা এক চিঠিতে তিনি এ কথা জানিয়েছিলেন।

মমতাকে দেশের প্রধানমন্ত্রী পদে দেখতে চান বিজেপির মন্ত্রীও/The News বাংলা
মমতাকে দেশের প্রধানমন্ত্রী পদে দেখতে চান বিজেপির মন্ত্রীও/The News বাংলা

আরও পড়ুন: ভারতে সন্ত্রাস চালানো পাকিস্তানকে ‘গান্ধী’গিরি শেখাচ্ছে বাংলার আমজনতা

এদিকে আগামী ১১ তারিখে, পাঁচ রাজ্যের ফল ঘোষণার আগেই সোমবার দিল্লিতে বিরোধীদের মেগা-শো। চন্দ্রবাবু নাইডুর ডাকা বিরোধী দলগুলির বৈঠকে হাজির হতে চলেছেন বিরোধী শিবিরের তাবড় তাবড় নেতারা। মমতা বন্দ্যোপাধ্যায়ই বৈঠকের মধ্যমণি। সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীরও থাকার সম্ভাবনা রয়েছে এই বৈঠকে।

মমতাকে দেশের প্রধানমন্ত্রী পদে দেখতে চান বিজেপির মন্ত্রীও/The News বাংলা
মমতাকে দেশের প্রধানমন্ত্রী পদে দেখতে চান বিজেপির মন্ত্রীও/The News বাংলা

মমতার আলাদা করে সোনিয়া ও রাহুলের সঙ্গে বৈঠক করারও সম্ভাবনা আছে। মূলত লোকসভা ভোটের রণকৌশল এবং সংসদের শীতকালীন অধিবেশন নিয়েও আলোচনা হবে। তবে, সবার নজর আপাতত পাঁচ রাজ্যের নির্বাচনের ফলাফলের দিকে। বিরোধীদের রণকৌশলও এই ফলাফলের উপরেই নির্ভর করবে খানিকটা।

আরও পড়ুন: পাঁচ রাজ্যে ভোটের ফল সমীক্ষায় মোদীর চেয়ে এগিয়ে রাহুল

প্রায় সব এক্সিট পোলই বিজেপির হার দেখিয়েছে। সেই ভরসাতেই লোকসভা ভোটের আগেই মহাজোট নিয়ে সিদ্ধান্ত নিতে চান বিরোধীরা। তবে তৃণমূল নেতাদের মতই যেভাবে প্রাক্তন বিজেপি নেতারাও মমতার প্রধানমন্ত্রী হওয়ার কথা বলছেন, তাতে জোটের প্রধানমন্ত্রী মুখ কিন্তু মমতাই হতে পারেন।

]]>