Woe – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Thu, 20 Jun 2019 06:04:02 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Woe – The News বাংলা https://thenewsbangla.com 32 32 সাত সকালে মেট্রোয় মরণ ঝাঁপ, অফিস টাইমে পরিষেবা বন্ধে দুর্ভোগ https://thenewsbangla.com/jump-on-the-metro-in-the-morning-woe-to-stop-service-at-office-time/ Thu, 20 Jun 2019 05:33:57 +0000 https://www.thenewsbangla.com/?p=14138 ফের একবার মেট্রোয় মরণ ঝাঁপ। আত্মহত্যা করলেন; এক মহিলা। যার জেরে অফিস টাইমে; দুর্ভোগে পড়তে হল অফিস যাত্রীদের। একেই গরম; তার মধ্যে নাজেহাল পরিস্থিতিতে পড়লেন; অফিস যাত্রীরা। শ্যামবাজার স্টেশনে; মেট্রোর সামনে ঝাঁপ দিলেন এক ব্যক্তি।

বৃহস্পতিবার সকাল ৯টা ৩৩ মিনিটে; মেট্রোয় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন; বয়স ৫০ এর এক মহিলা। ঘটনাটি ঘটেছে; শ্যামবাজার মেট্রো স্টেশনে। সমসাময়িকভাবে দুটি লাইনের মেট্রো; বন্ধ করে দেওয়া হয়েছে। মৃত মহিলাকে সরিয়ে এনে; আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুনঃ থানার সামনেই হেনস্থা; নিষ্ক্রিয় পুলিসের উপরে ভরসা নেই মিস ইন্ডিয়ার

ব্যস্ত সময়ে চরম দুর্ভোগে পড়তে হল যাত্রীদের। ৯টা ৪৭মিনিট থেকে একটি দিকের মেট্রো চলাচল শুরু হয়েছে। সেন্ট্রাল থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলছে। আপাতত নোয়াপাড়া থেকে গিরিশ পার্ক পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ রয়েছে।

আরও পড়ুনঃ ফোর্ট উইলিয়ামে নাবালিকা ধর্ষণ, রাজ্যে মেয়েদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন

পরশুদিন রবীন্দ্র সদনে মেট্রোর আত্মহত্যার ঘটনায় চরম দুর্ভোগে পড়েছিল যাত্রীরা। সকাল থেকেই আবারও সেই এক পরিস্থিতি। বারবার এই দুর্ভোগে পড়তে হচ্ছে যাত্রীদের। অসন্তোষ বাড়ছে; পরিস্থিতিও হচ্ছে অচল। দ্রুত পরিষেবা স্বাভাবিক করতে তৎপর মেট্রো প্রশাসন।

]]>