WhatsApp – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Thu, 04 Apr 2019 15:49:21 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg WhatsApp – The News বাংলা https://thenewsbangla.com 32 32 নতুন ফিচার নিয়ে নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ https://thenewsbangla.com/whatsapp-launched-ten-new-features-in-2019-heres-how-to-use-them/ Thu, 04 Apr 2019 11:53:20 +0000 https://www.thenewsbangla.com/?p=9985 ২০১৮ তে হোয়াটসঅ্যাপ আমাদের জন্য বহু নতুন ফিচার নিয়ে এসেছিল। যা টেক্সটিং কে আরো সহজ এবং মজাদার করে তুলেছে। তবে আরও নতুন কিছু ফিচার আছে, যা এখনও হোয়াইটসঅ্যাপের অফিসিয়াল ভারসানে আসেনি, বিটা ভারসনেই কেবল চোখে পড়েছে। সেরম বহু ফিচার হোয়াটসঅ্যাপ ২০১৯ সালেও নিয়ে আসতে চলেছে।

আরও পড়ুনঃ অ্যান্টি স্যাটেলাইট টেস্ট নিয়ে নাসার অভিযোগ উড়িয়ে দিল ভারত

হোয়াইটসঅ্যাপের আসন্ন ১০ টি ফিচার সম্পর্কে জেনে নিন:

১. ভয়েজ ম্যাসেজগুল অনবরত শুনতে পারবেন:
এই ফিচারটির মাধ্যমে কোনো ভয়েজ ম্যাসেজ অনবরত শুনতে পারবেন। এটি ঠিক তখন ব্যবহৃত হবে যখন হোয়াটসঅ্যাপের ম্যাসেজগুলি ডিলিট করা হবে।

আরও পড়ুনঃ ভারতীকে রাজ্যে ঢোকা থেকে আটকাতে সুপ্রিম কোর্টে মমতা

২. স্টিকার সার্চ:
স্টিকার সার্চের নতুন ফিচার আসতে চলেছে। এর দ্বারা মুড অনুযায়ী স্টিকার সার্চ করে নেওয়া সম্ভব।

আরও পড়ুনঃ বাংলায় উন্নতিতে বাধা ‘স্পীডব্রেকার’ মমতা, কটাক্ষ মোদীর

৩. সাইলেন্ট মোড:
এই ফিচারে নতুন ম্যাসেজ আসার সাথে সাথে পুরনো মিউট চ্যাটটি আর্চিভ হয়ে যাবে।

আরও পড়ুনঃ চৌকিদারের ডান্ডা দেখে ভয় পেয়েছে কংগ্রেস, মন্তব্য বিবেকের

৪. এক্সটারনাল সার্ভিসের সাথে কানেক্ট:
অঘোষিত হোয়াইটস অ্যাপের এই ফিচারটি দ্বারা কিছু এক্সটারনাল সার্ভিসের সাথে কানেক্ট করা যাবে।

আরও পড়ুনঃ দুই বছর পর পাহাড়ে ফের প্রকাশ্যে বিমল গুরুং রোশন গিরি

৫. ডার্ক মোড:
ডার্ক মোড ফিচারের দ্বারা ব্যাকগ্রাউন্ড ডার্ক করা সম্ভব হবে বলে জানা গেছে।

৬. কন্টাক্ট ইনফরমেশন:
হোয়াইটস অ্যাপে কন্টাক্ট ইনফরমেশন কিউ আর কোডের মাধ্যমে শেয়ার সম্ভব হবে।এতে কিউ আর কোড স্ক্যানের মাধ্যমেই কন্ট্যাক্ট ইনফরমেশন অ্যাড করা সম্ভব হবে।

আরও পড়ুনঃ দিল্লিতে গান্ধী ও বাংলায় বন্দ্যোপাধ্যায় পরিবারতন্ত্রকে ব্রিগেডে খোঁচা মোদীর

৭. একাধিক ফাইল শেয়ার:
পরবর্তী সময়ে একাধিক ফাইল একসাথে একাধিক কন্টাক্টে শেয়ার করা যাবে।,এমন এক ফিচার হোয়াটসঅ্যাপ নিয়ে আসতে চলেছে৷

৮. ভিডিও দেখুন নোটিফিকেশন থেকে:
হোয়াটসঅ্যাপ নিয়ে আসতে চলেছে এক নতুন ফিচার, যার মাধ্যমে নোটিফিকেশন থেকেই সরাসরি ভিডিওটি দেখে নিতে পারবেন।

আরও পড়ুনঃ পাকিস্থানে বিমানবাহিনীর হামলা, বাংলায় কাঁদল দিদি

৯. কন্ট্যাক্ট রাঙ্ক:
চ্যাটের সংখ্যা অথবা চ্যাটের প্রয়োজনীয়তা অনুসারে কন্ট্যাক্টগুলিকে সাজিয়ে নেওয়া সম্ভব হবে।

আরও পড়ুনঃ গাধা না ঘোড়া, দিনভর বিতর্কের পর জানা গেল খচ্চরের পিঠে ভোটপ্রার্থী

১০. অ্যাড করুন কন্ট্যাক্ট হোয়াটস অ্যাপ দ্বারা:
হোয়াটসঅ্যাপ আপনাকে আপনার দেশ বেছে নেওয়ার সুযোগ করে দেবে।তারপর এটি নিজেই সেই দেশের কোড খুঁজে নেবে।

আর এর ফলে হোয়াটসঅ্যাপ যে আরও আকর্ষণীয় হবে তা আর বলার অপেক্ষা রাখে না। অপেক্ষা করুন হোয়াটসঅ্যাপ এর নতুন ফিচার এর জন্য।

আরও পড়ুনঃ ভোটের মুখে তৃণমূল সভাপতির বাড়ি থেকে উদ্ধার অস্ত্র ও কোটি কোটি টাকা

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
বিশ্বজুড়ে ফেসবুক ইন্সটাগ্রাম বিপর্যয়ে উদ্বেগে কোটি কোটি ব্যবহারকারী https://thenewsbangla.com/facebook-instagram-whatsapp-simultaneously-went-down-across-the-world/ Thu, 14 Mar 2019 03:26:17 +0000 https://www.thenewsbangla.com/?p=8364 বন্ধ হয়ে গেল সোশ্যাল মিডিয়া। বিশ্বজুড়ে ফেসবুক ইন্সটাগ্রাম বিপর্যয়ে উদ্বেগে কোটি কোটি ব্যবহারকারী।

অভূতপূর্ব বিপর্যয়ের সম্মুখীন ফেসবুক থেকে ইন্সটাগ্রাম, যার সাক্ষী রইল কোটি কোটি ব্যবহারকারী। ঘটনা ঘটে বুধবার ভারতীয় সময়ে প্রায় রাত ৯ টায়।

বহু ফেসবুক ব্যবহারকারী সেই মুহূর্তে জানিয়েছেন, তারা ফেসবুকে লগ ইন করে ঢুকতে পারছেন না। আবার কেউ ফেসবুকে অনলাইন থাকলেও ছবি আপলোড অথবা কিছু পোস্ট বা কমেন্ট করতে পারছেন না। ইন্সটাগ্রাম ও হোয়াটসআপ ব্যবহারকারীদেরও একই সমস্যার সম্মুখীন হতে হয়, যেহেতু একই কোম্পানি এই তিনটি পরিসেবা প্রদান করে থাকে।

ফেসবুকের ইতিহাসে সাম্প্রতিক অতীতে এই ঘটনা প্রায় নজিরবিহীন। এর আগে ২০০৮ সালে একই প্রকার সমস্যার সম্মুখীন হয় ফেসবুক, কিন্তু সেই সময়ে ফেসবুকের আজকের মত গ্রহনযোগ্যতা ছিল না। সারা বিশ্বে তখন ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ছিল মাত্র ৫০ মিলিয়ন।

ফেসবুক সংক্রান্ত উদ্ভুত সমস্যার বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষের তরফে ট্যুইট করে জানানো হয়, বহু ফেসবুক ব্যবহারকারী এই মুহুর্তে সমস্যার সম্মুখীন হয়েছেন, সেই ব্যাপারে ফেসবুক কর্তৃপক্ষ অবগত। তারা শীঘ্রই এই সমস্যার সমাধানের জন্য প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন বলে আশ্বস্ত করেন।

ইন্সটাগ্রামের তরফেও একটি ট্যুইট করে বার্তা দেওয়া হয়। ট্যুইটে জানানো হয়, এই মুহুর্তে ইন্সটাগ্রাম ব্যবহারকারীরা যে সমস্যার সম্মুখীন হয়েছেন, ইন্সটাগ্রাম কর্তৃপক্ষ সেই বিষয়ে ওয়াকিবহাল। এই ঘটনাকে ‘হতাশাজনক’ বলে ইন্সটাগ্রাম কর্তৃপক্ষ মন্তব্য করেন। তারা আশ্বস্ত করেন, যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যা সমাধানের চেষ্টা চালানো হচ্ছে।

ভারতীয় সময়ে বুধবার প্রায় রাত ৯ টা নাগাদ সমস্যা শুরু হয়। বন্ধ হয়ে যায় তিনটি সোশ্যাল মিডিয়া পরিসেবাই। প্রায় থমকেই যায় গোটা বিশ্ব। বন্ধ হয়ে যায় নিউজ পরিসেবাগুলিও। জরুরীকালীন ভিত্তিতে কাজ শুরু হয়। তবে সারারাত কাজ করেও ঠিক হয়নি। বৃহস্পতিবার সকালে কিছুটা স্বাভাবিক হয়েছে তিনটি পরিসেবা। তাও সবটা নয়।

এই সমস্যায় কোটি কোটি টাকার ক্ষতি হয়। বন্ধ হয়ে যায় ওয়েব নিউজগুলি। তবে বৃহস্পতিবার সকালের পর কিছুটা হলেও ঠিক হয়েছে পরিসেবা। এর মধ্যেই আগামী দিনের কথা ভেবে, বিশ্বজুড়ে ফেসবুক ইন্সটাগ্রাম এর বিপর্যয়ে উদ্বেগেই থাকবেন কোটি কোটি ব্যবহারকারী। ভবিষ্যতে কি হবে? এটা ভেবেই উদ্বেগে নিউজ থেকে শুরু করে অন্যান্য মাধ্যমগুলিও। তবে ফেসবুক এর তরফে সেই নিয়ে আশ্বস্ত করা হয়েছে।

]]>
পরীক্ষা শুরুর আগেই হোয়াটস অ্যাপে ফাঁস মাধ্যমিক প্ৰশ্নপত্র https://thenewsbangla.com/before-the-start-of-the-secondary-education-bangla-exam-question-paper-licked-on-whatsapp/ Tue, 12 Feb 2019 11:48:09 +0000 https://www.thenewsbangla.com/?p=6733 ‘বজ্র আঁটুনি ফস্কা গেরো’। আবার মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ। মঙ্গলবার মাধ্যমিকের বাংলা পরীক্ষা শুরুর কয়েক মিনিট আগে থেকেই বিভিন্ন জেলায় হোয়াটস অ্যাপে মাধ্যমিক পরীক্ষার একটি প্রশ্নপত্র ছড়িয়ে পড়ে। পরীক্ষা শেষ হওয়ার পর দেখা যায়, আসল প্রশ্নের সঙ্গে মিল রয়েছে ওই প্রশ্নপত্রের। এরপরেই রাজ্য জুড়ে শুরু হয়েছে বিতর্ক।

আরও পড়ুনঃ ডানলপে ভয়াবহ আগুন, লেলিহান আগুনের গ্রাসে সব

প্রশ্ন ফাঁসের বিষয়টি সামনে আসার পরই বিভিন্ন জেলায় বিক্ষোভ দেখাতে শুরু করেন অভিভাবকরা। প্ৰশ্ন ফাঁস নিয়ে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে ফোন করা হলে, তিনি এখনই এই বিষয়ে কিছু বলতে চান নি। বিষয়টি নিয়ে তিনি খোঁজ খবর নিয়ে জানাবেন বলেই জানিয়েছেন তিনি।

শুরুর আগেই হোয়াটস অ্যাপে ফাঁস মাধ্যমিকের বাংলা প্ৰশ্নপত্র/The News বাংলা
শুরুর আগেই হোয়াটস অ্যাপে ফাঁস মাধ্যমিকের বাংলা প্ৰশ্নপত্র/The News বাংলা

মঙ্গলবার মাধ্যমিক পরীক্ষা শুরুর আগেই গোটা রাজ্যের বিভিন্ন জেলায় হোয়াটস অ্যাপে মাধ্যমিক পরীক্ষার একটি প্রশ্নপত্র ছড়িয়ে পড়ে। মানুষের মোবাইলে ঘুরতে থাকে বাংলা প্রশ্ন। পরীক্ষা শেষ হওয়ার পর দেখা যায়, আসল প্রশ্নের সঙ্গে মিল রয়েছে ওই প্রশ্নপত্রের। এরপরেই রাজ্য জুড়ে শুরু হয়েছে বিতর্ক।

আরও পড়ুনঃ ফের লজ্জার অন্ধকারে সিবিআই, চরম অপমানের শাস্তি সিবিআই প্রধানকে

এত সতর্কতা নেওয়া সত্ত্বেও কি করে ফাঁস হল মাধ্যমিকের বাংলা প্রশ্নপত্র? উঠে গেছে প্রশ্ন। তবে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে প্রাথমিক তদন্তের পর মনে করা হচ্ছে কোন পরীক্ষা কেন্দ্র থেকে কোন পরীক্ষার্থী নিজের মোবাইলে আসল প্ৰশ্নপত্রের ছবি তুলে তা ছড়িয়ে দেয়। হোয়াটস অ্যাপে প্রশ্নপত্রের ছবির সময় অনুযায়ী দেখা যাচ্ছে ১১৫৮ থেকে ১২০০ টার মধ্যে পোস্ট করা হয়েছে এই ছবি।

শুরুর আগেই হোয়াটস অ্যাপে ফাঁস মাধ্যমিকের বাংলা প্ৰশ্নপত্র/The News বাংলা

এর উদ্দেশ্য দুটো হতে পারে। ১. বিতর্ক তৈরি করা ও ২. টুকলির জন্য প্ৰশ্ন বাইরে পাঠানো। কিন্তু প্রশ্ন উঠছে, তাই যদি হয় তাহলে এত সাবধানতার পরও পরীক্ষার হলে মোবাইল ঢুকল কি করে? সব নিয়ে প্রশ্ন ফাঁস বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে মধ্যশিক্ষা পর্ষদ।

আরও পড়ুনঃ হোটেলে ভয়াবহ আগুন, জীবন্ত দগ্ধ ১৫, লাফ মেরে মৃত আরও ২

যদিও ফাঁস হওয়া প্রশ্নপত্র এর পিছনের ছবি দেখে মনে হচ্ছে না এটা কোন স্কুলের বেঞ্চে তোলা। সেক্ষেত্রে কোন পরীক্ষার্থী নিজের মোবাইলে আসল প্ৰশ্নপত্রের ছবি তুলে তা ছড়িয়ে দিয়েছে না এটা কোন শিক্ষকের কাজ সেটাও কিন্তু প্রশ্ন।

শুরুর আগেই হোয়াটস অ্যাপে ফাঁস মাধ্যমিকের বাংলা প্ৰশ্নপত্র/The News বাংলা
শুরুর আগেই হোয়াটস অ্যাপে ফাঁস মাধ্যমিকের বাংলা প্ৰশ্নপত্র/The News বাংলা

সব মিলিয়ে বিতর্ক পিছু ছাড়ছে না মধ্যশিক্ষা পর্ষদের। স্বাভাবিকভাবেই এই নিয়ে বিরোধীদের সমালোচনার তীর রাজ্য প্রশাসন বা রাজ্যের শিক্ষা দফতরের দিকেই। তবে মধ্যশিক্ষা পর্ষদের কর্তাদের মত অনুযায়ী এর ফলে ক্ষতি কিছু হয়নি। কিন্তু কে বা কারা এই অপরাধটা করল, সেটাই এখন তদন্ত করে দেখছে মধ্যশিক্ষা পর্ষদ।

আরও পড়ুনঃ ধর্মতলায় আন্দোলনের অধিকার শুধু মমতার, বাকি সবার জন্য নিষিদ্ধ

তবে মধ্যশিক্ষা পর্ষদ যতই বলুক, এর ফলে ক্ষতি কিছু হয়নি। কিন্তু এই নিয়েই তীব্র ক্ষোভ অভিভাবক মহলে। একটা সামান্য পরীক্ষাও ঠিকমত নিতে পারে না মধ্যশিক্ষা পর্ষদ, অভিযোগ তাদের। আর নিয়েই রাজ্যের শিক্ষা দফতরকে তোপ দেগেছেন বিরোধীরা।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>