WhatsApp Launched ten new features – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Thu, 04 Apr 2019 15:49:21 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg WhatsApp Launched ten new features – The News বাংলা https://thenewsbangla.com 32 32 নতুন ফিচার নিয়ে নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ https://thenewsbangla.com/whatsapp-launched-ten-new-features-in-2019-heres-how-to-use-them/ Thu, 04 Apr 2019 11:53:20 +0000 https://www.thenewsbangla.com/?p=9985 ২০১৮ তে হোয়াটসঅ্যাপ আমাদের জন্য বহু নতুন ফিচার নিয়ে এসেছিল। যা টেক্সটিং কে আরো সহজ এবং মজাদার করে তুলেছে। তবে আরও নতুন কিছু ফিচার আছে, যা এখনও হোয়াইটসঅ্যাপের অফিসিয়াল ভারসানে আসেনি, বিটা ভারসনেই কেবল চোখে পড়েছে। সেরম বহু ফিচার হোয়াটসঅ্যাপ ২০১৯ সালেও নিয়ে আসতে চলেছে।

আরও পড়ুনঃ অ্যান্টি স্যাটেলাইট টেস্ট নিয়ে নাসার অভিযোগ উড়িয়ে দিল ভারত

হোয়াইটসঅ্যাপের আসন্ন ১০ টি ফিচার সম্পর্কে জেনে নিন:

১. ভয়েজ ম্যাসেজগুল অনবরত শুনতে পারবেন:
এই ফিচারটির মাধ্যমে কোনো ভয়েজ ম্যাসেজ অনবরত শুনতে পারবেন। এটি ঠিক তখন ব্যবহৃত হবে যখন হোয়াটসঅ্যাপের ম্যাসেজগুলি ডিলিট করা হবে।

আরও পড়ুনঃ ভারতীকে রাজ্যে ঢোকা থেকে আটকাতে সুপ্রিম কোর্টে মমতা

২. স্টিকার সার্চ:
স্টিকার সার্চের নতুন ফিচার আসতে চলেছে। এর দ্বারা মুড অনুযায়ী স্টিকার সার্চ করে নেওয়া সম্ভব।

আরও পড়ুনঃ বাংলায় উন্নতিতে বাধা ‘স্পীডব্রেকার’ মমতা, কটাক্ষ মোদীর

৩. সাইলেন্ট মোড:
এই ফিচারে নতুন ম্যাসেজ আসার সাথে সাথে পুরনো মিউট চ্যাটটি আর্চিভ হয়ে যাবে।

আরও পড়ুনঃ চৌকিদারের ডান্ডা দেখে ভয় পেয়েছে কংগ্রেস, মন্তব্য বিবেকের

৪. এক্সটারনাল সার্ভিসের সাথে কানেক্ট:
অঘোষিত হোয়াইটস অ্যাপের এই ফিচারটি দ্বারা কিছু এক্সটারনাল সার্ভিসের সাথে কানেক্ট করা যাবে।

আরও পড়ুনঃ দুই বছর পর পাহাড়ে ফের প্রকাশ্যে বিমল গুরুং রোশন গিরি

৫. ডার্ক মোড:
ডার্ক মোড ফিচারের দ্বারা ব্যাকগ্রাউন্ড ডার্ক করা সম্ভব হবে বলে জানা গেছে।

৬. কন্টাক্ট ইনফরমেশন:
হোয়াইটস অ্যাপে কন্টাক্ট ইনফরমেশন কিউ আর কোডের মাধ্যমে শেয়ার সম্ভব হবে।এতে কিউ আর কোড স্ক্যানের মাধ্যমেই কন্ট্যাক্ট ইনফরমেশন অ্যাড করা সম্ভব হবে।

আরও পড়ুনঃ দিল্লিতে গান্ধী ও বাংলায় বন্দ্যোপাধ্যায় পরিবারতন্ত্রকে ব্রিগেডে খোঁচা মোদীর

৭. একাধিক ফাইল শেয়ার:
পরবর্তী সময়ে একাধিক ফাইল একসাথে একাধিক কন্টাক্টে শেয়ার করা যাবে।,এমন এক ফিচার হোয়াটসঅ্যাপ নিয়ে আসতে চলেছে৷

৮. ভিডিও দেখুন নোটিফিকেশন থেকে:
হোয়াটসঅ্যাপ নিয়ে আসতে চলেছে এক নতুন ফিচার, যার মাধ্যমে নোটিফিকেশন থেকেই সরাসরি ভিডিওটি দেখে নিতে পারবেন।

আরও পড়ুনঃ পাকিস্থানে বিমানবাহিনীর হামলা, বাংলায় কাঁদল দিদি

৯. কন্ট্যাক্ট রাঙ্ক:
চ্যাটের সংখ্যা অথবা চ্যাটের প্রয়োজনীয়তা অনুসারে কন্ট্যাক্টগুলিকে সাজিয়ে নেওয়া সম্ভব হবে।

আরও পড়ুনঃ গাধা না ঘোড়া, দিনভর বিতর্কের পর জানা গেল খচ্চরের পিঠে ভোটপ্রার্থী

১০. অ্যাড করুন কন্ট্যাক্ট হোয়াটস অ্যাপ দ্বারা:
হোয়াটসঅ্যাপ আপনাকে আপনার দেশ বেছে নেওয়ার সুযোগ করে দেবে।তারপর এটি নিজেই সেই দেশের কোড খুঁজে নেবে।

আর এর ফলে হোয়াটসঅ্যাপ যে আরও আকর্ষণীয় হবে তা আর বলার অপেক্ষা রাখে না। অপেক্ষা করুন হোয়াটসঅ্যাপ এর নতুন ফিচার এর জন্য।

আরও পড়ুনঃ ভোটের মুখে তৃণমূল সভাপতির বাড়ি থেকে উদ্ধার অস্ত্র ও কোটি কোটি টাকা

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>