West Bengal Intellectuals – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Thu, 27 Jun 2019 11:18:24 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg West Bengal Intellectuals – The News বাংলা https://thenewsbangla.com 32 32 নন্দীগ্রামের পর ভাটপাড়া কাণ্ডে ফের বড় মিছিল বাংলার বুদ্ধিজীবীদের https://thenewsbangla.com/west-bengal-intellectuals-took-step-to-stop-bhatpara-violence-join-michil/ Thu, 27 Jun 2019 11:00:42 +0000 https://www.thenewsbangla.com/?p=14552 চলতে থাকা রাজনৈতিক হানাহানি থামাতে; ভাটপাড়া বৃহস্পতিবার বুদ্ধিজীবীদের মিছিল। মিছিলের প্রথম সারিতে ছিলেন চিত্র পরিচালক অপর্ণা সেন; অভিনেতা কৌশিক সেন ও নাট্যকার চন্দন সেন সহ বিভিন্ন স্তরের মানুষ।

অশান্ত ভাটপাড়ায় শান্তি ফেরাতে; বৃহস্পতিবার নাগরিক সমাজের প্রতিনিধিরা পৌঁছান ভাটপাড়ায়। ৩টে নাগাদ শুরু হয় ওই মিছিল। মিছিল শেষে চারটে নাগাদ ব্যারাকপুর পুলিশ কমিশনারের কাছে; স্মারকলিপি জমা দেওয়ার কথাও জানান তাঁরা।

আরও পড়ুনঃ মি টু আন্দোলনে আবারও প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

বাংলার বুদ্ধিজীবী সরাসরি কথা বলেন; তাঁরা গ্রামবাসীদের সাথে। গ্রামবাসীরা জানান; সাম্প্রদায়িক হিংসার শিকার তারা। ঘর থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে মেয়েদের। স্কুল কলেজ সব বন্ধ ভাটপাড়ায়। ভয় দেখিয়ে বাচ্চাদের স্কুল যেতে দেওয়া হচ্ছে না; বলে অভিযোগ গ্রামবাসীর। অশান্তির জেড়ে দৈনন্দিন; স্বাভাবিক জীবনে ফেরা প্রায় অসম্ভব হয়ে যাচ্ছে বলে জানান তারা।

আরও পড়ুনঃ Breaking News; ভারত সরকারের চাপে নীরব মোদীর ২৮৩ কোটি টাকার সুইস ব্যাঙ্ক আকাউন্ট বন্ধ হল

রাজ্যে আবার সক্রিয়তা বাড়ছে বাংলার বুদ্ধিজীবীদের। সিঙ্গুর-নন্দীগ্রামের অসন্তোষের সময় বিদ্বজ্জনেদের; একত্রে মিছিলে পা মেলাতে দেখা যায়। প্রায় ১২ বছর পর; আবার মিছিলে পা মেলালেন তাঁরা। তবে এই মিছিল সম্পূর্ণ রাজনৈতিক রঙহীন; বলে দাবী করেছেন তাঁরা। শান্তি ফেরানোই একমাত্র উদ্দেশ্য তাঁদের। এই মিছিলকে; পূর্ণ সমর্থন জানিয়েছেন কবি শঙ্খ ঘোষ।

আরও পড়ুনঃ কাটমানি দুর্নীতি কান্ডে চাঞ্চল্যকর মোড়, তৃণমূল কর্মীর রহস্যমৃত্যু

কর্মসূচি হিসাবে একটি বিবৃতি প্রকাশ করা হয় শিল্পী সাহিত্যিকদের তরফ থেকে। দুজন দিনমজুরের বীভৎস নিষ্ঠুর হত্যার পাশাপাশি; অঞ্চল জুড়ে অবাধে চলা সন্ত্রাস, লুটপাট ও বোমাবাজির বিরুদ্ধে সরকার ও প্রশাসনকে সজাগ হতে নির্দেশ দিয়েছেন তাঁরা।

অশান্ত ভাটপাড়ায় শান্তি ফেরাতে; একে একে এগিয়ে আসছে সবাই। বাম-কংগ্রেসরা এক জোট হয়ে উঠে পরে লেগেছেন। কেবল ভাটপাড়া নয়; সারা রাজ্যের শান্তি নিয়ে মাথায় হাত মুখ্যমন্ত্রীর। বুধবার রাজ্যে শান্তি ফেরাতে বাম ও কংগ্রেসকে আহ্বান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

মঙ্গলবার পুলিশি ঘোষণার পর; দোকানপাট খুললেও এখনও ১৪৪ ধারা চলছে ভাটপাড়া ও জগদ্দল থানা এলাকায়। রাজনৈতিক হানাহানি অবিলম্বে; বন্ধের কথা বলেন অপর্ণা সেন। বৃহস্পতিবারের এই মিছিল; ভাটপাড়ায় এই অসন্তোষে কতটা প্রভাব ফেলবে সেটাই দেখার।

]]>
শান্তি ফেরাতে বৃহস্পতিবার ভাটপাড়া যাচ্ছেন বাঙলার বুদ্ধিজীবিরা https://thenewsbangla.com/west-bengal-intellectuals-took-step-to-stop-bhatpara-violence/ Wed, 26 Jun 2019 12:46:03 +0000 https://www.thenewsbangla.com/?p=14497 অশান্ত ভাটপাড়ায় শান্তি ফেরাতে; এবার মাঠে নামছেন বুদ্ধিজীবিরা। বৃহস্পতিবার নাগরিক সমাজের প্রতিনিধিরা যাবেন ভাটপাড়ায়। দুপুর আড়াইটে নাগাদ; তাঁদের ভাটপাড়ায় পৌছনোর কথা। ভাটপাড়ায় মিছিলের পর; তাঁরা যেতে পারেন ব্যারাকপুর কমিশনারেটেও।

অশান্ত ভাটপাড়ায় শান্তি ফেরাতে; একে একে এগিয়ে আসছে সবাই। বামেদের পর এবার এগিয়ে এল সমাজের বুদ্ধিজীবিরা। মিছিলের প্রথম শ্রেনীতে চন্দন সেন; অপর্ণা সেন; কৌশিক সেন সহ আরও অনেকে থাকবেন বলে জানা যাচ্ছে। এরপর তাঁরা যেতে পারেন ব্যারাকপুর কমিশনারেটেও।

আরও পড়ুনঃ অসমে আবার এনআরসি-এর খসড়া থেকে বাদ লক্ষাধিক মানুষ

শান্তি ফেরানোর এই আন্দোলনকে; সমর্থন জানিয়েছেন কবি শঙ্খ ঘোষ। অবিলম্বে দোষীদের গ্রেফতারেরও দাবী করেন তিনি। বৃহস্পতিবার বুদ্ধিজীবিরা সাধারন মানুষের সাথে কথা বলবেন বলে জানান। প্রাথমিক কথাবার্তায় মূল সমস্যার সমাধানের চেষ্টা করবেন তাঁরা। এরপর স্মারকলিপি দেবার জন্য; তাঁরা কমিশনারেটে যাবেন সাড়ে চারটের সময়।

আরও পড়ুনঃ ফেসবুক আটকে দিল বিজেপি বিরোধী পোস্ট, রাজ্যসভায় তুমুল বিতর্কে ডেরেক ও’ব্রায়ান

ভাটপাড়ার পরিস্থিতি দিন দিন হাতের বাইরে চলে যাচ্ছে। কেবল ভাটপাড়া নয়; সারা রাজ্যের শান্তি নিয়ে মাথায় হাত মুখ্যমন্ত্রীর। বুধবার রাজ্যে শান্তি ফেরাতে; বিজেপির বিরুদ্ধে এক জোটের জন্য; বাম ও কংগ্রেসকে আহ্বান দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

আরও পড়ুনঃ জাতীয় গোঁফের দাবী উঠল সংসদে, অভিনন্দনকে নতুন স্বীকৃতি বিরোধীদের

মঙ্গলবার পুলিশি ঘোষণার পর দোকানপাট খুললেও এখনও ১৪৪ ধারা চলছে ভাটপাড়া ও জগদ্দল থানা এলাকায়। এর আগেও ভাটপাড়ায়; বাম ও কংগ্রেসের শান্তি মিছিল হয়েছে। মিছিলে হাজির ছিলেন প্রথম শ্রেণির নেতারা। পতাকা ছাড়াই ওইদিন মিছিল করেন তাঁরা।

আরও পড়ুনঃ যে রাস্তায় নামাজ; সে রাস্তাতেই হনুমান চালিশা

কিন্তু ভাটপাড়া পুরসভার সামনেই; শান্তি মিছিল আটকে দেয় পুলিশ। মিছিলের উপর হামলা হলে; উত্তেজনা আরও বাড়তে পারে বলে দাবী করেন পুলিশ কমিশনার। বাড়তি উত্তেজনা আটকাতেই এই পদক্ষেপ বলে জানানো হয় কমিশনের তরফ থেকে। বৃহস্পতিবারের মিছিলে কি হয়; সেটাই এখন দেখার।

]]>