West Bengal Government – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Wed, 01 May 2019 12:39:24 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg West Bengal Government – The News বাংলা https://thenewsbangla.com 32 32 দক্ষিন পূর্ব রেলের সঙ্গে কথা বলে পুরী থেকে পর্যটকদের ফেরাতে বিশেষ ট্রেন পাঠাচ্ছে বাংলা https://thenewsbangla.com/bengal-government-sends-special-train-to-bring-back-tourists-from-puri/ Wed, 01 May 2019 12:35:35 +0000 https://www.thenewsbangla.com/?p=12109 পুরী থেকে পর্যটকদের ফেরাতে বিশেষ ট্রেন পাঠাচ্ছে বাংলা। ঘূর্ণিঝড় ফনির জন্য ইতিমধ্যেই ওড়িশা প্রশাসন পুরীতে পর্যটকদের সব হোটেল বুকিং ক্যান্সেল করার নির্দেশ জারি করেছে। সব পর্যটকদের বাড়ি ফিরে যাবার নির্দেশ দেওয়া হয়েছে। আর কে না জানে, পুরীতে বেশি থাকে বাঙালি পর্যটক। তাদের ফেরাতেই দক্ষিন পূর্ব রেলের সঙ্গে কথা বলে বিশেষ ট্রেনের ব্যবস্থা করছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার।

আগামীকালের পর থেকেই ওড়িশা উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা ঘূর্ণিঝড় ফনি। ২০০ কিমি গতিবেগ থাকার কারনেই বিপদের আশঙ্কা করছে ওড়িশা প্রশাসন। তাই আগামী তিন চার দিন সমুদ্র সৈকত বন্ধ রাখার পাশাপাশি হোটেল বুকিং ক্যান্সেল করে পর্যটকদের বাড়ি ফেরার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ মন্দারমনি ও দিঘাতে নিষিদ্ধ হল পর্যটকদের সমুদ্র সৈকতে যাওয়া

তাই রাতারাতি বাঙালি পর্যটকদের বাড়ি ফেরানোর জন্য একটি বিশেষ ট্রেন পাঠাতে উদ্যোগী হল রাজ্য প্রশাসন। ইতিমধ্যেই দক্ষিন পূর্ব রেলের সঙ্গে কথা বলে পুরী থেকে পর্যটকদের ফেরাতে বিশেষ ট্রেন পাঠানোর ব্যবস্থা করে ফেলেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার।

ভারতীয় কোস্ট গার্ড থেকেও সতর্ক বার্তা দেওয়া হয়েছে। মৎস্যজীবীরা যাতে সমুদ্রে প্রবেশ না করে সেই আহ্বান জানিয়েছেন কোস্ট গার্ড। ইতিমধ্যে ফনি মাঝ সমুদ্রে নিজের ক্ষমতা বাড়িয়ে বিশাল শক্তিশালী হয়ে উঠেছে। বুধবার সকালের মধ্যেই সব মৎস্যজীবীদের ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছিল।

পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে যাঁরা মাছ ধরতে যান, তাঁদের উদ্দেশে সতর্কবার্তায় দেওয়া হয়েছে। মৎস্যজীবীরা যেন গভীর সমুদ্রে, বিশেষ করে উত্তর পশ্চিম দিকে না যান মাছ ধরতে। আর যাঁরা গিয়েছেন, তাঁদের আজ ১ মে সকালের মধ্যে ফেরত আসতে বলা হয়েছিল।

আরও পড়ুনঃ ভোট প্রচারে উত্তপ্ত জগদ্দল, গুলি আগুন বোমাবাজি, তুমুল সংঘর্ষ

বাংলাতেও ঘূর্ণিঝড় ফনির জন্য পর্যটকদের সি-বিচে যাওয়ার নিষেধ করল প্রশাসন। আগামী তিনদিন সি-বিচের উপরে কড়া নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য প্রশাসন। ফণী নিয়ে আবাহাওয়া দপ্তরের সাবধান বার্তা আনুসারে এই ঘোষণা করেছে পুলিশ প্রশাসন।

দিঘা, মন্দারমণি সহ বাংলার সব সি বিচেই আগামী তিনদিন পর্যটকরা যেতে পারবেন না। নির্দেশ জারি করেছে রাজ্য প্রশাসন। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন থেকে সব সমুদ্রে বিচে এই নির্দেশ পৌঁছে দেওয়া হয়েছে। আগামী তিনদিন কাউকেই বিচে যেতে দেওয়া হবে না।

পশ্চিমবঙ্গের খুব কাছাকাছি চলে এসেছে ঘূর্ণিঝড় ফনি। আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, এর প্রভাবে বৃহস্পতিবার থেকেই শুরু করে শনিবার পর্যন্ত ভারী ঝড় বৃষ্টি হবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। শুধু ঝড় বৃষ্টি নয়, বজ্র বিদ্যুৎ সহ ঘূর্ণিঝড়ের পূর্বাভাসও দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। মৎস্যজীবীদের উদ্দেশে সতর্কতার পাশাপাশি, সব বন্দরে সতর্কতা জারী হয়েছে।

আরও পড়ুনঃ গা বাঁচাতেই বিজেপিতে গিয়েছে, মুকুলকে গদ্দার বলে তীব্র কটাক্ষ মমতার

২ মে অর্থাৎ বৃহস্পতিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। পরের দিন অর্থাৎ শুক্রবার একই পরিস্থিতি থাকবে ও হাওড়ার বেগ বাড়তে পারে বলে জানা গেছে। হাওয়ার বেগ হতে পারে ঘন্টায় ৫০ থেকে ৬০ কিমি।

ঘূর্ণিঝড় ফনির প্রভাব রাজ্যেও পড়বে বলেই জানান হয়েছে। ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। বলা হয়েছে, বৃহস্পতিবার থেকেই বজ্র বিদ্যুতের সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে।

আরও পড়ুনঃ ভয়ঙ্কর মাওবাদী হামলা, কোবরা বাহিনীর ১৫ কম্যান্ডো সহ ১৬ জনের মৃত্যু

মঙ্গলবার সকালে চেন্নাইয়ের দক্ষিণ পূর্বের ৪৪০ কিলোমিটার দূরে অবস্থিত ছিল ফনি এবং আস্তে আস্তে এটি উত্তর-পশ্চিমে স্থানান্তরিত হচ্ছে। বুধবার সকাল থেকে উত্তর পূর্ব দিকে দ্রুত গতিতে ওড়িশা উপকূলের এগিয়ে আসছে ফনি। দক্ষিণবঙ্গে বিশেষ করে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী তিন দিন ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের কোনও কোনও জায়গায় ঝড় বৃষ্টি হতে পারে। বুধবার থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত ঘূর্ণিঝড় ফনি তীব্রতর ঝড়ের আকার ধারন করবে।

]]>
সরকারি দফতরে না গিয়েই যে কোন জমি নিয়ে তথ্য জেনে নিন নিমেষেই https://thenewsbangla.com/mobile-apps-for-information-about-land-without-going-to-government-office/ Thu, 21 Feb 2019 18:08:38 +0000 https://www.thenewsbangla.com/?p=7114 বাড়ি করবেন? জমি কিনছেন? অথচ যে জমি কিনবেন সেটা নিয়ে কোন তথ্য পাচ্ছেন না? সরকারি অফিসে গিয়েও কোন সাহায্য পাচ্ছেন না? কোন চিন্তা নেই। সব সমস্যার সমাধান করতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নিয়ে এল নতুন অ্যাপস। এবার বাড়িতে বসে সহজেই নিজের মোবাইলে পেয়ে যাবেন সব জমির সব তথ্য।

এই নতুন অ্যাপস এর নাম ‘জমির তথ্য’। জমি সংক্রান্ত সব খবর মোবাইলেই পেতে সরকার আনল এই ‘জমির তথ্য’ অ্যাপস। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে কমবে দুর্নীতি। মানুষ সহজেই জানতে পারবেন যে কোন জমি নিয়ে সব তথ্য।

রাজ্য মন্ত্রিসভার বৈঠকে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় বৃহস্পতিবার। জমির নাম পরিবর্তনের সময় এবার থেকে আর লাগবে না মিউটেশন এর টাকা। কৃষি জমির ক্ষেত্রে আগেই এই সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। এবার বসতবাড়ি এবং অন্যান্য সব জমির ক্ষেত্রে এই সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।

জমির অবস্থান কি? জমির বর্তমান মালিক কে? কি পরিস্থিতিতে রয়েছে জমিটি? বাড়িতে বসেই জানা যাবে সব তথ্য। এবার থেকে আর কোন অফিসে গিয়ে হত্যে দিতে হবে না সাধারণ মানুষকে। তার জন্য নতুন অ্যাপস আনল রাজ্য সরকার। যার নাম রাখা হয়েছে ‘জমির তথ্য’।

যারা জমি কিনবেন বা বিক্রি করবেন তারা জমি সম্পর্কিত সমস্ত তথ্য, এই নতুন অ্যাপস থেকে জানতে পারবেন। জমির দাগ নাম্বার, খতিয়ান, মালিক কে, জমির অবস্থান সহ সমস্ত তথ্য এই অ্যাপস থেকে জানতে পারা যাবে। এছাড়া আইনগত কোনো সমস্যা জমিতে রয়েছে কি না তাও জানতে পারা যাবে অ্যাপস থেকে।

রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বৃহস্পতিবার আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। রাজ্যে তৈরি হবে ২৫টি সাইবার ক্রাইম সেক্টর। প্রতিটি পুলিশ জেলায় থাকবে একটি করে সাইবার সেক্টর। এছাড়া সিআইডিতেও একটি সাইবার ক্রাইম সেক্টর থাকবে। এর জন্য ২৪৮টি পদ রাখা হয়েছে। এর ফলে সাইবার সংক্রান্ত অপরাধে তাড়াতাড়ি ব্যবস্থা নিতে পারবে সরকার। কমবে সাইবার অপরাধ।

এছাড়াও ২০০৭ সাল থেকে বন্ধ থাকা অঙ্গনওয়াড়ি স্কুলে সুপারভাইজার পদের নিয়োগ শুরু হবে বলে ঘোষণা রাজ্য সরকারের। ৩৩৭৬টি পদ খালি রয়েছে। খুব দ্রুত শুরু হবে এই নিয়োগ প্রক্রিয়া। মূলত মহিলাদের ক্ষমতায়ন এর জন্যই এই পদক্ষেপ রাজ্য সরকারের। ICDS সুপারভাইজার পদে নিযুক্ত হবেন শুধুমাত্র মহিলারাই।

]]>
মানুষের হুমকিতে বাংলায় ভূতেদেরও কথা বলার অধিকার কাড়া হল https://thenewsbangla.com/director-anik-duttas-bhobishyoter-bhoot-stopped-screening-cinema-halls-across-bengal/ Sat, 16 Feb 2019 18:26:27 +0000 https://www.thenewsbangla.com/?p=6909 গতকাল, শুক্রবার মুক্তি পেয়েছে পরিচালক অনীক দত্তের ফিল্ম ‘ভবিষ্যতের ভূত’। কিন্তু শনিবারই রাজ্যের সমস্ত হল থেকে উঠিয়ে দেওয়া হয়েছে সিনেমাটিকে। কি কারণে সিনেমার প্রদর্শন বন্ধ কেউ জানে না। নাম প্রকাশে অনিচ্ছুক এক হল মালিক বলেছেন এই ফিল্ম বন্ধ করার জন্য ‘উপর’ থেকে ফোন এসেছিল। আর মানুষের ফোনেই বন্ধ ভূতেদেরও কথা বলার অধিকার।

আরও পড়ুনঃ সেনা মৃত্যুর প্রতিবাদে উত্তাল দেশ, ভারতীয় কোম্পানি টাকা ঢালছে পাকিস্তানে

গত কালই মুক্তি পেয়েছে পরিচালক অনিক দত্তের ‘ভবিষ্যতের ভূত’। সাংবাদিক সম্মেলনে কিছুদিন আগেই পরিচালক বলেছিলেন প্রথম ছবি ‘ভূতের ভবিষ্যৎ’-এর সিক্যুয়েল একেবারেই নয় এই ছবিটি। এই ছবিতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক বিষয়কে ভূতেদের মুখে সংলাপের মধ্য দিয়ে তুলে ধরতে চেয়েছিলেন তিনি। আর সম্ভবত তার জন্যই এবার তাঁকে বিপাকে পড়তে হল বলে ধারণা।

আরও পড়ুনঃ কাশ্মীরে আবার জঙ্গি হামলা, বিস্ফোরণে শহিদ আর্মি মেজর

শুক্রবার মুক্তি পাওয়ার পর শনিবারই রাজ্যের বিভিন্ন হল থেকে সরিয়ে দেওয়া হয় ফিল্মটি। যার কারণ হিসাবে কোথাও যান্ত্রিক গোলযোগকে দায়ী করা হয়েছে, আবার অনেক হল থেকে কোনও উত্তরই দেওয়া হয়নি। এদিন সিনেমা দেখতে গিয়ে দর্শকরা জানতে পারেন, ফিল্মটির প্রদর্শন বন্ধ করে দেওয়া হয়েছে। যে সমস্ত হলে চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে, সব জায়গাতেই এমন হয়েছে বলে জানা যাচ্ছে। ক্ষুব্ধ দর্শকরা বিভিন্ন হলে ফিল্মের ব্যানার, পোস্টার ইত্যাদি ছিঁড়ে ফেলেন বলে জানা যাচ্ছে।

আরও পড়ুনঃ কাশ্মীরে পাক হামলার পর কলকাতা থেকে গ্রেফতার বাংলাদেশি জামাত জঙ্গি

শুক্রবার মুক্তি পেয়েছে অনীক দত্তের ‘ভবিষ্যতের ভূত’ সিনেমাটি। আর শনিবারেই শহরের সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্স গুলিতে বন্ধ করে দেওয়া হল সিনেমার প্রদর্শন। এবিষয়ে পরিচালকের অভিযোগ, তাঁকে আগে থেকে কিছু জানায়নি পুলিশ। তাছাড়া সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়ার পরেই সিনেমাটি রিলিজ হয়। সেই সঙ্গে স্যোশাল মিডিয়ায় যথেষ্ট প্রশংসিত হয়েছে। শো হাউস ফুল হয়েছে বলেও জানান তিনি। শনিবার দ্বিতীয়বার প্রদর্শনের সময় শহরের এক প্রেক্ষাগৃহে গিয়েছিল টিম ‘ভবিষ্যতের ভূত’। আর তখনই প্রদর্শন বন্ধের কথা জানানো হয়।

আরও পড়ুনঃ পাকিস্তানকে বয়কট করে ভারতের হাত ধরল সৌদি আরব

অনেক জায়গায় সিনেমা চলাকালীন আচমকাই প্রদর্শন বন্ধ হয়ে যাওয়াতে ক্ষুব্ধ হন দর্শকরা। পাশাপাশি ক্ষোভ প্রকাশ করেন এই সিনেমার অভিনেতা-অভিনেত্রীরাও। কৌশিক সেন জানান, “সবাইকে সরব হতে হবে। হঠাৎ করে সিনেমার প্রদর্শন বন্ধ হতে পারে না”। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায় বলেন, “এটা অগণতান্ত্রিক কাজ”।

আরও পড়ুনঃ প্রাক্তন সেনাকর্তাকে রাজ্যপাল করে কাশ্মীরে পাক জঙ্গি নিধনে নামছে কেন্দ্র

সূত্রের খবর, সিনেমার প্রযোজকের কাছে সিনেমাটির বিষয় বস্তু জানতে চেয়ে চিঠি দেয় পুলিশ। বলা হয়, সিনেমার বিষয়বস্তু মানুষের ভাবাবেগকে আঘাত করছে। সেক্ষেত্রে প্রশ্ন উঠছে, সেন্সর বোর্ড কেন এধরণের সিনেমাকে ছাড়পত্র দিল? আর একবার ফিল্ম সেন্সর বোর্ড ছাড়পত্র দেবার পর কোন অধিকারে পুলিশ ফিল্ম নিয়ে জানতে চায়?

আরও পড়ুনঃ তদন্তের আগেই জঙ্গি হামলায় পাকিস্তানকে দোষী বলা ঠিক নয় বললেন মমতা

সূত্র মারফত জানা গিয়েছে অন্যান্য হলের পাশাপাশি হাইল্যান্ড পার্ক আইনক্স থেকে শনিবার সন্ধ্যা ৫টা ২৫ মিনিটের শোও তুলে দেওয়া হয়েছে এবং কারণ জিজ্ঞাসা করা হলে যান্ত্রিক গোলযোগকে দায়ি করেছে হল কর্তৃপক্ষ। জয়া সিনেমার ম্যানেজার আবার জানাচ্ছেন, “স্যাটেলাইট সংযোগ না থাকার ফলে এই ঘটনা ঘটেছে”। তবে পরিচালক অনিক দত্ত এখনও হলের এই বিষয়ে মুখ খোলেননি।

আরও পড়ুনঃ ব্যর্থ পার্থর শিক্ষা দফতর, মাধ্যমিকে প্রশ্নপত্র ফাঁসের হ্যাটট্রিক বাংলায়

প্রসঙ্গত কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চতুর্দিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছবি, পোস্টার, ব্যানার কেন রয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন পরিচালক অনিক দত্ত। যাকে কেন্দ্র করে সরগরম হয়েছিল বিভিন্ন মহল। অনেকে আবার এই দুটি ঘটনার যোগসুত্র স্থাপনের চেষ্টা করছেন।

আরও পড়ুনঃ পাক জঙ্গিদের খুঁজে বের করে মারতে সেনাকে পূর্ণ স্বাধীনতা দিল মোদী সরকার

অনেকের অভিযোগ, বর্তমান রাজ্য সরকারকে নিয়ে ‘খিল্লি’ আছে “ভবিষ্যতের ভূত” এ। সিনেমায় এক প্রভাবশালী শাসক দলের নেতা (কৌশিক সেন) কে দেখানো হয়েছে! দেখানো হয়েছে আরাবুল, অনুব্রত এর মত দুজন নেতা কে! প্রাক্তন মেয়র শোভন ও প্রাক্তন মন্ত্রী মদন মিত্রর মত দেখতে দুজন এর ঘুষ খাওয়ার দৃশ্য(নারদা কান্ডের মত) দেখানো হয়েছে!

আরও পড়ুনঃ কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হামলায় শহিদদের মধ্যে বাংলার ২জন সেনা জওয়ান

জানা গেছে, এমনকি ‘উন্নয়ন’ নিয়ে একটা ‘খিল্লিমূলক’ গানও দেখানো হয়েছে! আর দেখিয়েছে ‘ফিল্ম সিটি’ বানানোর নামে গ্রামে জমি অধিগ্রহন। যেখানে হাজির হয়েছে যাদবপুরের ছাত্রছাত্রীরা, জমি আন্দোলন করতে! ফিল্ম জুড়ে দেখানো হয়েছে শাসক দলের ‘দস্যি দামাল মিষ্টি মানিক’দের দাপাদাপি! সংলাপে সিন্ডিকেট এর কথাও উঠে এসেছে! ফলে যা হওয়ার তাই হয়েছে, অভিযোগ এমনই।

আরও পড়ুনঃ দেশ জুড়ে বদলার দাবি, কাউকে ছাড়া হবে না জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

পরিচালক অনিক দত্ত জানিয়ে ছিলেন এই ছবিতে ভূতেদের মুখে এমন কিছু সংলাপ বসান হয়েছে যা তিনি নিজের জীবনে বিভিন্ন সময় প্রত্যক্ষ করেছেন। ২০১২ সালে ‘ভূতের ভবিষ্যৎ’ এর পর ২০১৩ সালে ‘আশ্চর্য প্রদীপ’ এবং ২০১৭ সালে ‘মেঘনাথ বধ রহস্য’ ছবি দুটিও অনিক দত্ত পরিচালনা করেছিলেন। ভূতের ভবিষ্যৎ ছবিটি ১০০ দিনে তিন কোটি টাকার ব্যবসা করেছিল। তবে এবার ভূতেদের কথা বলার অধিকার কে কাড়ল, সেটাই এখন প্রশ্ন।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
সারদা চিটফাণ্ড মামলায় রাজীব কুমারকে জেরা শুরু করল সিবিআই https://thenewsbangla.com/saradha-chitfund-case-9-member-special-cbi-team-to-interrogate-rajeev-kumar/ Tue, 05 Feb 2019 07:53:09 +0000 https://www.thenewsbangla.com/?p=6448 শুরু হল বহু প্রতিক্ষিত সেই জেরা। প্রথমে আলাপ পরিচয় হবার পর বেশ ভাল পরিবেশেই শুরু হয়েছে জেরার পর্ব। কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে জেরা করার অনুমতি দিয়েছে দেশের শীর্ষ আদালত। চলছে সেই জেরা পর্ব।

আরও পড়ুনঃ বেকার যুবকদের মুখে হাসি ফুটিয়ে বাংলায় তৈরি হচ্ছে ১০ লক্ষ চাকরি

রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। জানা গেছে, মোট ২২ পাতার প্রশ্নমালা তৈরি হয়েছে। সূত্রের খবর জিজ্ঞাসবাদ শুরু করেছেন সিবিআইয়ের পূর্বাঞ্চলীয় অধিকর্তা পঙ্কজ শ্রীবাস্তব-সহ ডিএসপি পদমর্যাদার ৩ জন আধিকারিক। রাজীব কুমারের বয়ান রেকর্ডের সময় উপস্থিত থাকবেন ডিএসপি তথাগত বর্ধন। থাকবেন এসপি পি সি কল্যাণ, থাকছেন পূর্বাঞ্চলীয় অধিকর্তা পঙ্কজ শ্রীবাস্তবও।

আরও পড়ুনঃ সার্কিট বেঞ্চ উদ্বোধন করে দিয়ে মমতার ‘বাড়া ভাতে’ ছাই দিলেন মোদী

সকাল সাড়ে ১১ টা নাগাদ সিবিআই দপ্তর থেকে বেরিয়ে যান রাজীব কুমারের আইনজীবী বিশ্বজিত দেব। সূত্রের খবর, তাঁকে জিজ্ঞাসাবাদের সময় পুলিশ কমিশনারের সঙ্গে থাকার অনুমতি দেওয়া হয়নি। সিবিআই আধিকারিকদের কাছে বেশ কয়েকটি অনুরোধ করেন রাজীব কুমারের আইনজীবী। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য কলকাতায় কমিশনারের থাকা প্রয়োজন। তাই, অনির্দিষ্টকালের জন্য রাজীব কুমারকে আটকে না রাখার অনুরোধ করেছেন তিনি।

আরও পড়ুনঃ নতুন যুদ্ধ, রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে মমতার দুই অফিসারকে ডেকে পাঠাল ইডি

সারদা চিটফাণ্ড মামলায় রাজীবকে জেরা করতে স্পেশ্যাল টিম গড়েছে সিবিআই। সিবিআই ডিএসপি তথাগত বর্ধন এর নেতৃত্বে ৯ সদস্যের একটি বিশেষ দল গঠন করেছে সিবিআই। তৈরি হয়েছে প্রশ্নপত্র। সারদা মামলায় কলকাতার পুলিশ কমিশনারকে নাস্তানাবুদ করতে কোমর বেঁধেছে সিবিআই।

আরও পড়ুনঃ সিবিআই জেরা থেকে পালাতে পারবেন না রাজীব কুমার, মমতা বললেন ‘নৈতিক জয়’

কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে মেঘালয়ের শিলংয়ে একটি নিউট্রাল জায়গায় হাজিরা দিয়ে সিবিআই জেরার মুখোমুখি হবার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে এখনই গ্রেফতার করা যাবে না তাঁকে, জানিয়ে দিয়েছে দেশের শীর্ষ আদালত। সারদা মামলায় সুদীপ্ত সেনের ল্যাপটপ, মোবাইল পরীক্ষাই করাননি রাজীব কুমার, গত মঙ্গলবার অভিযোগ করেন সিবিআই আইনজীবি। সওয়াল জবাব শুনে এই রায় জানিয়ে দেন সুপ্রিম কোর্ট এর প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এর বেঞ্চ।

আরও পড়ুনঃ রাজীব কুমারকে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

সারদা চিট ফান্ড তদন্তে অসহযোগিতা ও আদালত অবমাননার অভিযোগে গত সোমবারই কলকাতার পুলিস কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সিবিআই। সোমবার সকালে আদালত শুরু হতেই রাজীব কুমারের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন সিবিআইয়ের আইনজীবী। সিবিআইয়ের আইনজীবী তুষার মেহতা এই মামলা লড়ছেন। মামলাটি সরাসরি করা হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এর বেঞ্চে। মঙ্গলবার সকালেই রায় দেন দেশের শীর্ষ আদালত।

আরও পড়ুনঃ তথ্যপ্রমাণ নষ্টের প্রমাণ পেলে পুলিশ কমিশনারকে উচিত শিক্ষা দেওয়া হবে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

রায়ের পরই কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে জেরা করার জন্য প্রস্তুতি নিতে শুরু করে সিবিআই। মোট ৯ সদস্যের একটা স্পেশ্যাল দল গঠন করেছে সিবিআই। সিবিআই ডিএসপি তথাগত বর্ধন এর নেতৃত্বে জেরার কাজ করছেন বাকি সদস্যরা। সারদা মামলায় রাজীবকে জেরায় জেরায় নাস্তানাবুদ করবে সিবিআই।

আরও পড়ুনঃ মমতার নির্দেশে সিবিআই অফিসারদের আটক করে বাংলার আইপিএসরা বিপদে

সারদা চিটফাণ্ড মামলায় সিবিআই কি কি প্রশ্নে জেরবার করছে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে? জেনে নিন সেই সব প্রশ্ন। সারদা চিটফাণ্ড মামলায় রাজীবকে জেরা করতে প্রধান কি কি প্রশ্ন সাজিয়েছে সিবিআই?

১. বাজেয়াপ্ত করা সুদীপ্ত সেনের ল্যাপটপ ও মোবাইল গুলো কোথায়?
২. সুদীপ্ত সেনের ল্যাপটপ ও মোবাইল গুলো কেন বাজেয়াপ্ত করার পরেই ফরেনসিকে পাঠান হল না?
৩. সুদীপ্ত সেনের অফিস থেকে বাজেয়াপ্ত করা সব নথি কোথায়?
৪. বিভিন্ন ডাটা, পেন ড্রাইভ, সিডি কোথায়?
৫. কেন বাজেয়াপ্ত করা সব জিনিস সিবিআই আধিকারিকদের কাছে জমা করলেন না?
৬. এতদিন ধরে বারবার ডাকা সত্ত্বেও কেন তিনি হাজিরা দেননি?
৭. কাদের রক্ষা করতে সিবিআই জেরার হাত থেকে পালিয়ে বেড়াচ্ছেন তিনি?
৮. সুদীপ্ত সেনের অফিস থেকে উদ্ধার করা সব টাকা কি তিনি বাজেয়াপ্ত তালিকায় দেখিয়েছেন?

আরও পড়ুনঃ মমতার বাংলায় ১ লাখ চাকরির প্রতিশ্রুতি দিলেন মুকেশ আম্বানি

জানা গেছে, ধীরে ধীরে রাজীব কুমারকে জেরায় নাস্তানাবুদ করবে সিবিআই। পুলিশ কমিশনার রাজীব কুমারকে মেঘালয়ের শিলংয়ে একটি নিউট্রাল জায়গায় হাজিরা দিয়ে জেরার মুখোমুখি হতে বলা হয়। প্রশ্ন কি কি হবে তা নিয়ে দিল্লির লোধি রোডে সিবিআই বলিষ্ঠ আধিকারিকদের সঙ্গে বৈঠক করে বাংলার সিবিআই অফিসাররা।

আরও পড়ুনঃ মমতার ধর্ণায় বসা পুলিশ অফিসারদের কড়া শাস্তি দিতে চলেছে মোদী সরকার

জানা গেছে, জেরায় রাজীব কুমারকে ভাঙতেই জোর কদমে প্রস্তুতি নিয়েছেন সিবিআই আধিকারিকরা। প্রশ্নের জবাবে সন্তুষ্ট না হলে সব রিপোর্ট দেওয়া হবে দেশের শীর্ষ আদালতে। জেরায় সন্তুষ্ট না হলে তারপর তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে জেরার আবেদন করবে সিবিআই। শনিবার কতক্ষণ প্রশ্নত্তর চলে সেটাই এখন দেখার।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
সম্পর্কের খাতিরে চাকরি দুর্নীতি, রাজ্যের দফতরে কর্মীদের মুখরোচক গল্প https://thenewsbangla.com/complaint-against-corruption-in-government-jobs-for-illicit-relationship/ Tue, 05 Feb 2019 04:33:39 +0000 https://www.thenewsbangla.com/?p=6419 The News বাংলা, EXCLUSIVE: সরকারী চাকরির নিয়োগের ক্ষেত্রে ফের দুর্নীতির অভিযোগ! এবার অভিযোগের তীর রাজ্য সরকারের অধীনস্থ ‘ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি” বা ‘WBSETCL’ এর দিকে। তবে সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তবে অভিযোগ গেছে মুখ্যমন্ত্রী দফতর পর্যন্ত।

আরও পড়ুনঃ ২০১৪ সালে বিজেপি ব্যবহার করেছিল আমাকে, বিস্ফোরক অন্না হাজারে

কলকাতার গড়িয়ার বাসিন্দা বিমল বসু নামক এক ব্যক্তি ‘WBSETCL’ এর বিরুদ্ধে এই চাঞ্চল্যকর অভিযোগ করেন। রাজ্য ভিজিলেন্স কমিশনের কাছে তাঁর অভিযোগের ভিত্তিতে তিনি একটি চিঠি দেন। অভিযোগকারীর মতে, অতি সম্প্রতি ‘সহকারী ম্যানেজার-কর্পোরেট কমিউনিকেশন’ পদে লোক নিয়োগ করা হয়েছে। আর সেখানেই হয়েছে এই দুর্নীতি, অভিযোগ এমনটাই।

সম্পর্কের খাতিরে চাকরি দুর্নীতি, রাজ্যের দফতরে কর্মীদের মুখরোচক গল্প
সম্পর্কের খাতিরে চাকরি দুর্নীতি, রাজ্যের দফতরে কর্মীদের মুখরোচক গল্প/The News বাংলা

সরকারি নিয়মে এক পদের জন্যে কম করে তিনজন পদপ্রার্থীর ইন্টারভিউ করতে হয়। লিখিত পরীক্ষার ভিত্তিতে ওই পদে ইন্টারভিউর জন্য নির্বাচিত হয়। লিখিত পরীক্ষার ভিত্তিতে তিনজনকে ইন্টারভিউতে ডাকাও হয়। দেবায়ন ভাদুড়ি, সহেলী দত্ত ও শুভেচ্ছা মিত্র।

আরও পড়ুনঃ ভারত হাতে পাচ্ছে বিজয় মালিয়াকে, ভোটের আগে বড় জয় মোদী সরকারের

কিন্তু নিয়মবহির্ভূত ভাবে শুভেচ্ছা মিত্রকে কোনও এক অজ্ঞাত কারণে ইন্টারভিউ দিতে দেননি জেনারেল ম্যানেজার-মানবসম্পদ এবং সিনিয়র ম্যানেজার মানবসম্পদ। ওই পদের যোগ্য দাবিদার হওয়ার পরেও শ্রীমতী শুভেচ্ছা মিত্রর বদলে অনৈতিকভাবে শ্রীমতী সহেলি দত্তকে নিযুক্ত করা হয়। অভিযোগ জানিয়েছেন, বিমল বসু ও শুভেচ্ছা মিত্র।

আরও পড়ুনঃ ব্রিগেডের পর ধর্মতলা, ডিম্ভাত ছেড়ে এবার স্যান্ডুইচ ও চিকেন বিরিয়ানি

তাঁর অভিযোগের মূল তীর কোম্পানির ‘জেনেরাল ম্যানেজার-মানবসম্পদ বিভাগ’ এবং ‘সিনিয়র ম্যানেজার-মানবসম্পদ’ এর বিরুদ্ধে। সরকারী নিয়ম অনুযায়ী নূন্যতম তিনজন ব্যক্তির ইন্টারভিউ কোম্পানিকে নিতেই হবে। এই ক্ষেত্রেও দুর্নীতির অভিযোগ ওঠে এই দুই ম্যানেজারের বিরুদ্ধে। তাঁরা এই নিয়ম মানেননি বলেই অভিযোগ। তবে WBSETCL এর তরফ থেকে এই অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ মায়ের প্রতিহিংসা থেকে বাঁচতেই কি বিজেপিতে যোগ দিলেন ‘মমতার মেয়ে’

বিদ্যুৎ ভবনের কর্মীরা এই দুর্নীতির পিছনে অবৈধ সম্পর্ক ও আর্থিক লেনদেনেরও আভাস পাচ্ছেন। অর্থের বিনিময়ে সরকারী চাকরি পাইয়ে দেওয়া, চিরাচরিত অভিযোগ উঠছে। এটাও বলা হচ্ছে যে বর্তমানে অফিসের পর মিস দত্তকে ‘জেনেরাল ম্যানেজার-এইচ.আর’ এর সাথে ঘুরতে দেখা যাচ্ছে। তাঁদের ঘনিষ্ঠতা বিদ্যুৎ ভবনের অনেক কর্মীর মধ্যেই গুঞ্জন সৃষ্টি করেছে। তবে WBSETCL এর তরফ থেকে শুভেচ্ছা মিত্রর অভিযোগের সারবত্তা নেই বলেই জানান হয়েছে।

সম্পর্কের খাতিরে চাকরি, রাজ্যের একটি দফতরে কর্মীদের মুখরোচক গল্প
সম্পর্কের খাতিরে চাকরি, রাজ্যের একটি দফতরে কর্মীদের মুখরোচক গল্প/The News বাংলা

তবে, কাজের বাইরে একজাতীয় সম্পর্ক ফেঁদে কাজের ক্ষেত্রে বিশেষ সুবিধা পাওয়া, এটাই সন্দেহ করছেন দফতরের অনেকেই। কান পাতলেই শোনা যাচ্ছে মুখরোচক রসাল গল্প। মিস মিত্র তাঁর বক্তব্যের সপক্ষে বেশকিছু নথিও প্রমাণস্বরূপ জমা করেছেন। এটিও জানা গেছে যে সিনিয়র ম্যানেজার মিস মিত্রর সঙ্গে অভব্য আচরণ করেন চাকরির ইন্টারভিউতে এবং শুভেচ্ছা মিত্র এর ইন্টারভিউ নেননি।

আরও পড়ুনঃ সারদা কেলেঙ্কারির পাল্টা এবার সিবিআইকেই প্রতারণা মামলার নোটিশ মমতার পুলিশের

শুভেচ্ছা মিত্র এর অভিযোগ, ‘জেনেরাল ম্যানেজার-মানবসম্পদ বিভাগ’ এবং ‘সিনিয়র ম্যানেজার-মানবসম্পদ’, ‘ডিরেক্টর-এইচ.আর’ কে বাধ্য করেন মিস দত্তকে নিয়োগ করার জন্যে। তিনি অভিযোগ পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর দফতরেও।

আরও পড়ুনঃ মমতার নির্দেশে সিবিআই অফিসারদের আটক করে বাংলার আইপিএসরা বিপদে

সবমিলিয়ে, বিদ্যুৎ ভবনে কর্মী নিয়োগে দুর্নীতির এই ধরণের অভিযোগ, সাধারণ কর্মী ও অফিসারদের মধ্যে বেশ আলোড়ন ফেলেছে। শেষ পর্যন্ত সঠিক তদন্তের আশায় অভিযোগকারী। যাতে তাঁর সাথে ঘটা অন্যায়ের ন্যায্য বিচার পাওয়া যায় তাঁর জন্য সব দফতরে ঘুরছেন। বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন, “একটা অভিযোগ পেয়েছি, তদন্ত করে দেখাও হয়েছে”। তবে তাতে কানাঘুষো থামছে না বিদ্যুৎ দফতরে।

]]>
ব্রিগেডের পর ধর্মতলা, ডিম্ভাত ছেড়ে এবার স্যান্ডুইচ ও চিকেন বিরিয়ানি https://thenewsbangla.com/agitation-in-dharmatala-mamata-govt-gives-sandwich-chicken-biriyani/ Mon, 04 Feb 2019 14:59:22 +0000 https://www.thenewsbangla.com/?p=6393 ব্রিগেডের পর এবার ধর্মতলা, ডিম ভাতের পর এবার স্যান্ডুইচ ও চিকেন বিরিয়ানি। ডিম্ভাত। সামান্য তিন অক্ষরের একটা নতুন বাংলা শব্দ ‘ডিম্ভাত’। ১৯শে জানুয়ারির পর এটাই ঢুকে গেছে বাংলা শব্দকোষে। তবে এবার আর ডিম্ভাত নয়। পরিবর্তন হয়েছে আন্দোলনের স্থান। ব্রিগেডের মাঠ থেকে এখন ধর্মতলায় মেট্রো চ্যানেল। তৃণমূল কংগ্রেস নয়, আন্দোলনে মমতার রাজ্য সরকার। তাই খাবারেও পরিবর্তন। ডিম্ভাত নয়, সোমবার সকালে স্যান্ডুইচ আর দুপুরে চিকেন বিরিয়ানি।

আরও পড়ুনঃ মায়ের প্রতিহিংসা থেকে বাঁচতেই কি বিজেপিতে যোগ দিলেন ‘মমতার মেয়ে’

বাঙালির অতি পরিচিত ডিমের ঝোল আর ভাতের চিরকালের চেনা পদটিই এখন ‘ডিম্ভাত’। আর গত কয়েকদিন ধরে কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এই ‘ডিম্ভাত’ নিয়ে চলছে তুলকালাম। সোশ্যাল মিডিয়া থেকে রাজনীতির সিরিয়াস আলোচনা, সর্বত্র আলোড়ন ফেলা এই ডিম্ভাত শব্দটির উৎপত্তি ব্রিগেডের আগে তৃনমূলের দেওয়াল লিখন থেকে।

ব্রিগেডের পর ধর্মতলা, ডিম্ভাত ছেড়ে এবার স্যান্ডুইচ ও চিকেন বিরিয়ানি
ব্রিগেডের পর ধর্মতলা, ডিম্ভাত ছেড়ে এবার স্যান্ডুইচ ও চিকেন বিরিয়ানি/The News বাংলা

গত ১৯ জানুয়ারি কলকাতার ব্রিগেড ময়দানে দেশের অন্তত বাইশটি বিরোধী রাজনৈতিক দলকে নিয়ে এক বিশাল সমাবেশ করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গেরই কোনও এক জায়গায়, দেওয়ালে ভুল বানানে লেখা হয়েছিল, “১৯শে জানুয়ারী বিগ্রেড চলো”। তার নিচে ছোট করে আরও লেখা ছিল “মেনু: ডিম্ভাত”।

আরও পড়ুনঃ সারদা কেলেঙ্কারির পাল্টা এবার সিবিআইকেই প্রতারণা মামলার নোটিশ মমতার পুলিশের

ওই ছবিটিই হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটারে ছড়িয়ে পড়ে ঝড়ের গতিতে। নিমেষের মধ্যে তুমুল জনপ্রিয়তা পেয়ে যায় এই ‘ডিম্ভাত’। পশ্চিমবঙ্গে যখন বড় বড় রাজনৈতিক সমাবেশ অনুষ্ঠিত হয়, তখন তাতে যোগ দিতে আসা লোকজনকে সচরাচর দুপুরের খাওয়ানোরও দায়িত্ব নিয়ে থাকে আয়োজক রাজনৈতিক দল। এটা বাংলার খুব পুরনো সংস্কৃতি।

আরও পড়ুনঃ মমতার নির্দেশে সিবিআই অফিসারদের আটক করে বাংলার আইপিএসরা বিপদে

বামপন্থীরা যখন টানা চৌত্রিশ বছর রাজ্যের ক্ষমতায় ছিলেন, তাদের ব্রিগেডের সমাবেশে প্রায় অপরিহার্য অনুষঙ্গ ছিল ‘মাছভাত’। অনেকে সে সময় রসিকতা করে বলতেন, ‘মার্ক্সবাদ’ নয়, গ্রামবাংলা থেকে মানুষ আসলে ব্রিগেডে যোগ দিতে আসে ‘মাছভাতে’র আকর্ষণে। তবে এখন বামেদের সেই রাজপাট গিয়েছে। এখন তাদের ভরসা লোকের বাড়ি বাড়ি সংগ্রহ করা রুটি-ঘুগনি।

আরও পড়ুনঃ তথ্যপ্রমাণ নষ্টের প্রমাণ পেলে পুলিশ কমিশনারকে উচিত শিক্ষা দেওয়া হবে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

কিন্তু গত ১৯ জানুয়ারি কলকাতায় তৃণমূলের ব্রিগেডে মেনু ছিল সেই আদি ও অকৃত্রিম ডিমের ঝোল ও ভাত। শুধু বানানটাই যা ছিল নতুন, ‘ডিম্ভাত’। ব্রিগেডের সেই সমাবেশ মিটেও গেছে, কিন্তু ‘ডিম্ভাত’ নিয়ে বাঙালির আলোচনা, সমালোচনা বা তর্কবিতর্কের ঝড় কিন্তু থামছে না। সোশ্যাল মিডিয়াতেও দেখা যাচ্ছে এই শব্দটি নিয়ে নানা সৃষ্টিশীলতা।

আরও পড়ুনঃ পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআইকে ঢুকতে বাধা কলকাতা পুলিশের

রবিবার রাত থেকে মমতার আন্দোলনের কেন্দ্র এবার ধর্মতলায় মেট্রো চ্যানেলে। তবে এখানে ডিম্ভাত নয়। নেতা, নেত্রী, পুলিশ, সাংবাদিক সবার জন্য সোমবার বরাদ্দ ছিল রীতিমত চিকেন বিরিয়ানি। সকালে সবার জন্য বরাদ্দ ছিল স্যান্ডুইচ আর দুপুরে চিকেন বিরিয়ানি। সঙ্গে ঘণ্টায় ঘণ্টায় চা তো আছেই।

আরও পড়ুনঃ বুদ্ধে সৌজন্য কিন্তু মোদী যোগীতে অনুমতি নেই, শত্রু পাল্টেছে মমতার

ডিম্ভাত ছেড়ে স্যান্ডুইচ আর চিকেন বিরিয়ানিতে ফেরায় স্বস্তি নেতা, পুলিশ ও সাংবাদিক মহলে। তবে জেলা থেকে যে সব তৃণমূল কর্মী-সমর্থকরা সিবিআই এর হাতে দিদির অপমানের বদলার শরিক হতে সোমবার ধর্মতলায় এসেছিলেন তাঁরা কিন্তু একটু হলেও হতাশ হয়েছেন।

জেলার বেলায় ডিম্ভাত আর কলকাতার বেলায় চিকেন বিরিয়ানি? তাদের বেলায় ডিমের ঝোল, আর এখানে বিরিয়ানি? ইয়ে বহুত না ইনসাফি হ্যায়। তবে ডিম্ভাত এর পর স্যান্ডুইচ আর চিকেন বিরিয়ানি সোশ্যাল মিডিয়ার আলোচনায় জায়গা পায় কিনা সেটাই এখন দেখার। তবে প্রশ্ন উঠেছে, সত্যাগ্রহ সরকারের। যাবতীয় খরচাও কি সাধারণ মানুষের করের টাকায়?

]]>
বিরোধীদের অভিযোগ ও মমতা প্রশাসনের রিপোর্ট নিতে বাংলায় নির্বাচন কমিশন https://thenewsbangla.com/election-commission-full-bench-to-visit-west-bengal-to-check-poll-preparation/ Wed, 30 Jan 2019 17:22:44 +0000 https://www.thenewsbangla.com/?p=6227 বুধবার রাতেই শহর কলকাতায় এসে নামলেন চীফ ইলেকশন কমিশনার সুনীল অরোরার নেতৃত্বে কেন্দ্র নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। বিমানবন্দর থেকে তাঁরা সোজা চলে আসেন ধর্মতলা লাগোয়া একটি বেসরকারি হোটেলে। বৃহস্পতিবার সকাল ৯.৩০ থেকে বেলা ১১টা পর্যন্ত রাজ্যের সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবে কমিশন। প্রত্যেক রাজনৈতিক দলকে ১০ মিনিট করে সময় দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে প্রথম পর্বে ১২টি জেলার জেলাশাসক এবং জেলা পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করবে কমিশন। এরপর দ্বিপ্রহরিক আহার এর পরে বেলা আড়াইটা থেকে দ্বিতীয় দফায় বাকি ১১টি জেলার জেলাশাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করবে কমিশন।

আরও পড়ুনঃ কেবল টিভি দেখা নিয়ে ফেব্রুয়ারী পর্যন্ত মানুষকে স্বস্তি দিল কলকাতা হাইকোর্ট
আরও পড়ুনঃ রেড রোড সেনা হত্যায় মাত্র দু বছরের জেল, আজই মুক্তি পেতে পারে নেতার ছেলে

বৈঠক শেষ হয়ে যাওয়ার পর এক্সাইজ কমিশনের সঙ্গে বৈঠক করবেন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। শুক্রবার রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে সকাল ৯.৩০ থেকে প্রথমে নির্বাচন কমিশন বৈঠক করবে ডিজি, স্বরাষ্ট্র সচিব ও মুখ্য সচিবের সঙ্গে। তারপর বৈঠক শেষে সাংবাদিক সম্মেলন করে কমিশনের ফুল বেঞ্চ ফিরে যাবেন দিল্লিতে।

বিরোধীদের অভিযোগ ও মমতা প্রশাসনের রিপোর্ট নিতে বাংলায় নির্বাচন কমিশন
বিরোধীদের অভিযোগ ও মমতা প্রশাসনের রিপোর্ট নিতে বাংলায় নির্বাচন কমিশন/The News বাংলা

বুধবার রাতেই শহরে হাজির নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। বৃহস্পতিবার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক করবে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। মূলত বিরোধীদের অভিযোগ শুনতে ও মমতা প্রশাসনের রিপোর্ট নিতেই বাংলায় নির্বাচন কমিশন।

এক নজরে দেখে নেওয়া যাক কারা কারা থাকছেন এই ফুল বেঞ্চে। ১.সুনিল আরোরা, মুখ্য নির্বাচন কমিশনার ২.অশোক লাভাসা, নির্বাচন কমিশনার ৩.উমেশ সিনহা, সিনিয়ার ডেপুটি ইলেকশন কমিশনার ৪.সন্দীপ সাক্সেনা, ডেপুটি ইলেকশন কমিশনার ৫.সন্দীপ জেন, ডেপুটি ইলেকশন কমিশনার ৬.চান্দ্র ভুষণ কুমার, ডেপুটি ইলেকশন কমিশনার ৭.দীলিপ শর্মা, ডিরেক্টর জেনারেল ৮.ধীরেন্দ্র ওঝা, ডিরেক্টর জেনারেল ও ৯.শেফালির স্মরণ, এডিশনাল ডিরেক্টর জেনারেল।

আরও পড়ুনঃ পঞ্চায়েত ভোটে হিংসার পরেও লোকসভা ভোটে কম কেন্দ্রীয় বাহিনী বাংলায়
আরও পড়ুনঃ মোবাইলেই রাজনাথ সিং মমতা বন্দ্যোপাধ্যায় তুমুল কথা কাটাকাটি

এক নজরে দেখে নেওয়া যাক, নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এর দুদিনের সফরসুচি।
৩১ তারিখ বৃহস্পতিবার, সকাল ৯:৩০ থেকে ১১টা বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন। ১১:৩০ থেকে ১:৩০ পর্যন্ত রিভিউ মিটিং ডিসট্রিক্ট ইলেকশন অফিসার, পুলিশ সুপার, পুলিশ কমিশনার এবং অন্যান্য ডিস্ট্রিক্ট অফিসারদের সঙ্গে। প্রথম দফায় মোট ১২টি জেলার জেলাশাসক ও জেলা পুলিশ সুপার থাকছেন।

১:৩০ থেকে ২.৩০ পর্যন্ত লাঞ্চ টাইম। ২:৩০ থেকে ৪:৩০ পর্যন্ত রিভিউ মিটিং। ডিসট্রিক্ট ইলেকট্রল অফিসার, বাকি ১২টি জেলার জেলাশাসক ও জেলা পুলিশ সুপার এবং জেলার অন্যান্য আধিকারিকদের সঙ্গে। টি টাইমের পর ৫:০০ থেকে ৬:০০ মুখ্য নির্বাচন আধিকারিক, নোডাল অফিসার, রাজ্য পুলিশ, সিআরপিএফ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সঙ্গে বৈঠক।

আরও পড়ুনঃ মমতার স্বরাষ্ট্র সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের এক রোহিঙ্গার
আরও পড়ুনঃ নিয়ম মেনে ভারতের জাতীয় পতাকা তুলে রাখা যায় রাতেও

১লা ফেব্রুয়ারি শুক্রবার সকাল ১০:০০টা থেকে ১১টা পর্যন্ত এক্সপেন্ডিচার নোডাল অফিসার, এক্সাইজ ডিপার্টমেন্ট, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, কমার্শিয়াল ট্যাক্স, রেলওয়ে, এয়ারপোর্ট ডিভিশনাল অফিসারদের সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন। ১১:১৫ থেকে ১২:১৫ পর্যন্ত নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ বৈঠক করবে রাজ্য পুলিশের ডিজি ও চিফ সেক্রেটারি এবং হোম সেক্রেটারির সঙ্গে। এরপর ১২:৪৫ থেকে ১:৩০ সাংবাদিক বৈঠক করবে নির্বাচন কমিশন।

শুক্রবারই দিল্লি ফিরে যাবে চীফ ইলেকশন কমিশনার সুনীল অরোরার নেতৃত্বে কেন্দ্র নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। বাংলায় ২০১৯ এর লোকসভা নির্বাচনকে সফল ও নিরাপদ ভাবে সম্পন্ন করতে কমিশন কি কি পদক্ষেপ গ্রহণ করে, সেটাই এখন সকলের কাছে আগ্রহের বিষয়।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
বাংলায় রাস্তায় বিজেপির রথ চলবে কিনা ঠিক হবে আগামী মঙ্গলবার https://thenewsbangla.com/bjp-rath-yatra-supreme-court-issues-notice-to-west-bengal-government/ Tue, 08 Jan 2019 09:06:01 +0000 https://www.thenewsbangla.com/?p=5304 The News বাংলা: আগামী মঙ্গলবার সুপ্রিমকোর্টে ঠিক হবে বাংলায় রাস্তায় বিজেপির ‘গণতন্ত্র বাঁচাও যাত্রা’ রথ চলবে কি চলবে না। সুপ্রিমকোর্টে জয় পেতে এবার রথযাত্রার কর্মসূচি কাটছাঁট করল বিজেপি। এরপরেই নতুন কর্মসূচি দিয়ে রাজ্যকে নোটিস দিল দেশের শীর্ষ আদালত। আগামী মঙ্গলবার এই মামলার চূড়ান্ত শুনানি বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ ভোটের আগে সিবিআই মামলায় সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেল মোদী সরকার

বিজেপির রথযাত্রা নিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল বঙ্গ বিজেপি। আজ মঙ্গলবার শুনানির শুরুতেই যাত্রা কাটছাঁট করে ছোট করা হয়েছে, বলে সুপ্রিম কোর্টে জানান বিজেপির আইনজীবী। এরপরেই বিজেপির রথ যাত্রার নতুন কর্মসূচী নিয়ে রাজ্যকে নোটিস দিল দেশের শীর্ষ আদালত।

বাংলায় রাস্তায় বিজেপির রথ চলবে কিনা ঠিক হবে আগামী মঙ্গলবার/The News বাংলা
বাংলায় রাস্তায় বিজেপির রথ চলবে কিনা ঠিক হবে আগামী মঙ্গলবার/The News বাংলা

রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, যেনতেন প্রকারেণ দেশের সর্বোচ্চ আদালতের অনুমতি পেতেই রথযাত্রার কর্মসুচিতে কাটছাঁট করল বিজেপি। যাত্রার সময় ও আয়তন ছোট করে নয়া প্রস্তাব পেশ করা হয়েছে সুপ্রিম কোর্টে। নতুন কর্মসুচি মঙ্গলবারই রাজ্য সরকারকে পেশ করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। এরপরেই রাজ্য সরকারকে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে। এবং কি সিদ্ধান্ত নেওয়া হল, তা সুপ্রিম কোর্টে জানাতে হবে আগামী মঙ্গলবার।

আরও পড়ুনঃ

কলকাতা হাইকোর্টের অন্দরেই আটকে রইল বিজেপির রথ যাত্রা

মেয়েকে স্কুলে ভর্তি করতে গেলেই বাবা মা-কে দিতে হবে মুচলেকা

হিন্দুত্ববাদীদের নিশানা করতে মসজিদে পাথর ছুঁড়ে অশান্তি সৃষ্টির চেষ্টা, ধৃত সিপিএম নেতা

উচ্চবর্ণের গরীব হিন্দুদের জন্য সংরক্ষণ মোদীর, দেশ জুড়ে বিতর্ক

আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টে রথযাত্রার শুনানিতে বিজেপির তরফে জানানো হয়, তারা রথযাত্রার কর্মসুচির আকার ছোট করতে চায়। নয়া প্রস্তাবে ২০ দিনে চারটি রথ বের করার কথা বলা হয়েছে। কখন কোথায় রথ বেরবো, তার বিস্তারিত তথ্য এদিনই রাজ্য সরকারকে দেওয়ার জন্য বিজেপিকে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

এ ব্যাপারে আদালত রাজ্য সরকারকেও নোটিশ দিয়েছে। আগামী মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। ওই দিনই রাজ্য আদালতে জানাবে তারা বিজেপির নতুন রথ কর্মসূচী নিয়ে কি সিদ্ধান্ত নিল। তারপরই রায় দেবে দেশের শীর্ষ আদালত।

বাংলায় রাস্তায় বিজেপির রথ চলবে কিনা ঠিক হবে আগামী মঙ্গলবার/The News বাংলা
বাংলায় রাস্তায় বিজেপির রথ চলবে কিনা ঠিক হবে আগামী মঙ্গলবার/The News বাংলা

জানা গেছে ৪২ দিনের পরিবর্তে, ২০ দিনে চারটি রথ বার করার জন্য এদিন আদালতে আবেদন করে বিজেপি। ১৬ই জানুয়ারী থেকে রথ যাত্রা শুরু করতে চায় বিজেপি। মেদিনীপুর, কোচবিহার, বীরভূম ও গঙ্গাসাগর থেকে এই ৪টি রথ বের করা হবে বলে জানানো হয় বিজেপির তরফ থেকে।

কোন পথে রথগুলি চলবে অর্থাৎ ৪টি রথ যাত্রার পুরো রুট ম্যাপ আজ অর্থাৎ মঙ্গলবারের মধ্যেই রাজ্যকে জানাবে বিজেপি। নতুন কর্মসূচির উপর এবার আদালতে মতামত জানাবে রাজ্য সরকার।

আরও পড়ুনঃ

বউ অদল বদল, বিকৃত যৌনাচারে ধর্ষণের অভিযোগ গৃহবধূর

EXCLUSIVE: সংখ্যালঘুদের ধর্মে সুড়সুড়ি দিয়ে প্রকাশ্যে ভারতের টাকার কালোবাজারি

EXCLUSIVE: নতুন বছরে সুখবর, রাজ্য সরকারি কর্মীরা পাচ্ছেন বকেয়া ডিএ

বিজেপি না তৃণমূল, পাহাড়ে মোর্চার জোট নিয়ে জল্পনা তুঙ্গে

কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী, রাজ্যের রথযাত্রার অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত বাতিল করে শর্তসাপেক্ষে রথযাত্রার অনুমতি দিয়েছিলেন। এর জেরে বিজেপি রথযাত্রার প্রস্তুতিও শুরু করে দেয়। তবে সিঙ্গেল বেঞ্চে এই রায়ের পরই ফের কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা নিয়ে যায় রাজ্য সরকার।

প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারের দৃষ্টিভঙ্গি মেনে নিয়ে রথ অনুমতি বাতিল করে আবার হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তীর এজলাসেই ফেরত পাঠান এই মামলা। এরপরেই শীর্ষ আদালতের শরণাপন্ন হয় বঙ্গ বিজেপি। আগামী মঙ্গলবারই সুপ্রিমকোর্টে ঠিক হবে বাংলায় রাস্তায় বিজেপির গেরুয়া রথ চলবে কি চলবে না।

]]>
মমতার বাধায় মোদীর রথ ফের ঢুকতে চলেছে সেই আদালতেই https://thenewsbangla.com/modis-rath-is-going-to-the-court-again-after-mamata-not-allowed/ Sat, 15 Dec 2018 05:40:52 +0000 https://www.thenewsbangla.com/?p=4233 The News বাংলা, কলকাতা: ৪২ দিনের ‘রথ যাত্রা’ শেষ করতে হবে ১৪ দিনে। রাজ্য সরকারের কাছ থেকে এমন পরামর্শই পেতে পারে বাংলা বিজেপি। আর সেটা মেনে নেওয়া কোনরকমেই সম্ভব নয়, জানিয়ে দিয়েছে বিজেপি। ফলে ‘রথ’ আবার ঢুকতে চলেছে সেই আদালতেই।

আরও পড়ুনঃ ‘ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করুক মোদী ও মমতা’ ঘোষণা বিচারপতির

৪২ দিনের ‘গণতন্ত্র বাঁচাও যাত্রার’ অনুমতি দিতে চাইছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ৪২ টি লোকসভা এলাকা স্পর্শ করতে ৪২ দিনের যাত্রা বিজেপির। কিন্তু ডিসেম্বরে ক্রিস্টমাস ও জানুয়ারিতে গঙ্গাসাগর উৎসবের জন্য এত বেশি দিনের অনুমতি দেবে না রাজ্য সরকার। বিজেপির যাত্রা বা প্রধানমন্ত্রী সহ নেতাদের বাংলায় আসা নিয়ে কোন সমস্যা নেই। কিন্তু ৪২ দিনের অনুমতি কোনরকমেই দেবে না প্রশাসন।

মমতার বাধায় মোদীর রথ ফের ঢুকতে চলেছে সেই আদালতেই/The News বাংলা
মমতার বাধায় মোদীর রথ ফের ঢুকতে চলেছে সেই আদালতেই/The News বাংলা

আদালতের নির্দেশে শনিবারের মধ্যেই এই সিদ্ধান্তের কথা বিজেপিকে জানিয়ে দেওয়া হবে বলেই নবান্ন সূত্রে খবর। তবে সরকারের যাত্রার দিন কমানোর সিদ্ধান্ত কোনরকমেই মানা হবে না বলে পরিস্কার জানিয়ে দিয়েছে বিজেপি নেতারা। ‘গণতন্ত্র বাঁচাও যাত্রার’ শুধু দিন পরিবর্তন হবে, সময়সীমা নয়, হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

আরও পড়ুন: কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চে মুখ রক্ষা বিজেপির ‘রথ যাত্রা’র

‘মমতা বন্দোপাধ্যায়ের সরকার ঠিক করে দিক রথ যাত্রা শুরুর দিন’, লালবাজারে বিজেপি প্রতিনিধি দল জানিয়ে দিয়েছিল রাজ্য প্রশাসনকে। আদালতের নির্দেশে গত বৃহস্পতিবার লালবাজারে বৈঠকে বসে বিজেপি ও রাজ্য প্রশাসন। রথ যাত্রা নিয়ে যা বলার, পরে জানিয়ে দেবেন বলে জানিয়েছিলেন রাজ্য সরকারের প্রতিনিধিরা।

মমতার বাধায় মোদীর রথ ফের ঢুকতে চলেছে সেই আদালতেই/The News বাংলা
মমতার বাধায় মোদীর রথ ফের ঢুকতে চলেছে সেই আদালতেই/The News বাংলা

বৃহস্পতিবার সন্ধ্যায় লালবাজারের কনফারেন্স রুমে রাজ্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন বিজেপি প্রতিনিধি দল। রাজ্য সরকারের তরফ থেকে ছিলেন মুখ্যসচিব নিজে। বিজেপি র তরফ থেকে ছিলেন কৈলাশ বিজয়বর্গীয় দিলীপ ঘোষ, মুকুল রায়রা।

আরও পড়ুনঃ ‘বাংলায় রথ যাত্রা হবেই’ মমতাকে হুঁশিয়ারি অমিত শাহের

‘গণতন্ত্র বাঁচাও যাত্রা’ সম্পূর্ণ একটি রাজনৈতিক কর্মসূচি তা রাজ্যের প্রতিনিধি দলকে জানান বিজেপি নেতারা। মুখ্যসচিব জিজ্ঞাসা করেন, ‘তাহলে রথযাত্রা নাম কেন’? বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তাঁকে জানিয়ে দেন, এই যাত্রার নাম ‘গণতন্ত্র বাঁচাও যাত্রা’ মোটেও রথ যাত্রা নয়।

মমতার বাধায় মোদীর রথ ফের ঢুকতে চলেছে সেই আদালতেই/The News বাংলা
মমতার বাধায় মোদীর রথ ফের ঢুকতে চলেছে সেই আদালতেই/The News বাংলা

বিজেপি প্রতিনিধি দলের কাছে এই যাত্রার সব রুট, রাস্তা জানতে চান রাজ্য সরকারের প্রতিনিধি দল। বিজেপি র তরফ থেকে রাজ্যকে সমস্ত রুট, রাস্তার ম্যাপ দেওয়া হয়। এরপরেই বিজেপি র তরফ থেকে জানিয়ে দেওয়া হয়, রাজ্যের ঠিক করা দিনেই রথ যাত্রা করবে তারা। শুধু কয়েকটা দিন আগে জানাতে হবে তাদের কারন তাদের হাই প্রোফাইল নেতারা আসবেন তার জন্য সময় দরকার।

আরও পড়ুনঃ তৃণমূল সরকার ঠিক করবে বিজেপি রথ যাত্রার দিন

নবান্ন সূত্রে খবর, রাজ্য সরকার কোনোরকমেই বিজেপিকে এতদিন ধরে এই ‘গণতন্ত্র বাঁচাও যাত্রা’র অনুমতি দেবে না। আর সেটাই বিজেপিকে শনিবার জানিয়ে দেবে তারা। আর অবধারিত ভাবেই সেটা মানবে না বিজেপি। সবমিলিয়ে বিজেপির ‘যাত্রা’ আবার আদালতে যেতে চলেছে বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। মমতার বাধায় মোদীর রথ ফের ঢুকতে চলেছে সেই আদালতেই।

]]>
‘বেআইনি মদের টাকা যায় মমতার ভাইপো অভিষেকের বাড়িতে’ কৈলাশ বিজয়বর্গীয় https://thenewsbangla.com/illegal-liquor-money-goes-to-mamtas-nephews-home-kailash-vijayvargiya/ Fri, 30 Nov 2018 16:52:24 +0000 https://www.thenewsbangla.com/?p=3362 The News বাংলা, শান্তিপুর: শান্তিপুর বিষমদ কাণ্ডে অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম রাজ্য রাজনীতি। বিষমদ খেয়ে ১২ জনের মৃত্যুর পর বিরোধীদের নিশানায় রাজ্য প্রশাসন। তবে এবার দোষারোপ ও পাল্টা-দোষারোপের পালায় জুড়ে গেল ব্যক্তিগত আক্রমণও। ‘বেআইনি মদ বিক্রির টাকা যায় মমতার ভাইপো অভিষেকের পকেটে’, শান্তিপুরে মারাত্মক অভিযোগ বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয়র।

শুক্রবার শান্তিপুরে গিয়ে মৃতদের পরিবার পিছু দুলক্ষ টাকার আর্থিক অনুদানের চেক তুলে দেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন জেলার তৃণমূল নেতা তথা রাজ্যের কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। এ দিন তাঁরা শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে গিয়ে অসুস্থদের সঙ্গে দেখা করেন। তবে বিজেপির প্রতিনিধি দলকে আটকে দেওয়া হয় শহরে ঢোকার মুখেই।

আরও পড়ুনঃ মমতার নির্দেশকে বুড়ো আঙুল, সিন্ডিকেট জুলুমে রাজ্য ছাড়ছেন শিল্পপতি

বিজেপি নেতা মুকুল রায় এবং কৈলাশ বিজয়বর্গীয়-সহ বিজেপি প্রতিনিধি দল যখন শহরে ঢুকতে যায়, তখন একদল মানুষ তাঁদের উদ্দেশ্যে বিক্ষোভ দেখাতে শুরু করে। তাদের কারো কারো হাতে ছিল কালো পতাকা। এ ব্যাপারে বিজেপি নেতৃত্ব দাবি করেন, তাঁদের এলাকায় ঢুকতে না-দেওয়ার জন্যই তৃণমূল কংগ্রেস পরিকল্পনা মাফিক এই কর্মসূচি নিয়েছে।

আরও পড়ুন: রথযাত্রা উপলক্ষে বাংলায় মোদীর জনসভায় লোকসভার দামামা

এ দিন ঘটনাস্থলে গো ব্যাক স্লোগান ওঠার পর সেখানে দাঁড়িয়েই তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগেন কৈলাশ। তিনি সংবাদমাধ্যমের কাছে বলেন, ‘সরকারি মদ বিক্রির টাকা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। আর বেআইনি মদ বিক্রির টাকা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘরে। এই মৃত্যুর সম্পূর্ণ দায় নিতে হবে তাঁদেরই’।

কৈলাশ বিজয়বর্গীয়র মারাত্মক অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে/The News বাংলা
কৈলাশ বিজয়বর্গীয়র মারাত্মক অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে/The News বাংলা

আর এইভাবেই শান্তিপুর বিষ মদ কাণ্ডে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। পাশে দাঁড়িয়ে মাথা দুলিয়ে অভিযোগ সমর্থন করেন মুকুল রায়।

আরও পড়ুন: পাপ ঢাকতে শিশু বলিদান, জন্মেই অনাথ শিশুরা অসহায়

বিজেপির এরাজ্যের অন্যতম পর্যবেক্ষক বলেন,কৈলাস বিজয়বর্গীয় বলেন, ‘রাজ্যে যে অবৈধ মদের ব্যবসা চলছে তাকে সুরক্ষা দিচ্ছেন অভিষেক ব্যানার্জি। এই রাজ্যে দুটি সরকার চলছে। মমতা ব্যানার্জির সরকার এবং অভিষেক ব্যানার্জির সরকার। মমতা ব্যানার্জির সরকার বৈধ মদের সরকার চালাচ্ছে এবং অভিষেক ব্যানার্জি অবৈধ মদের সরকার চালাচ্ছে। অবৈধ মদের বিক্রির সমস্ত টাকা অভিষেক ব্যানার্জির বাড়িতে সরাসরি যাচ্ছে। এই মৃত্যুর জন্য মমতার ভাইপো অভিষেক দায়ি। এরাজ্যে যে সব অবৈধ কাজকর্ম হচ্ছে, তার জন্য দায়ি অভিষেক’।

কৈলাশ বিজয়বর্গীয়র মারাত্মক অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে/The News বাংলা
কৈলাশ বিজয়বর্গীয়র মারাত্মক অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে/The News বাংলা

বিহার-ঝাড়খণ্ড থেকে মদ আসার ব্যাপারে কৈলাস বলেন, ‘এটি সরকারের ব্যর্থতা। সরকার কাউকে ধরতে পারছে না। সরকারের আধিকারিকরা কি চুড়ি পরে বসে আছেন? তাদের ইস্তফা দেওয়া উচিত’। শান্তিপুরে আসার আগে চারবার আটকানো হয় তাঁকে। এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এই রাজ্যে গণতন্ত্র নেই’।

তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বিজেপি নেতাকে ‘বর্গী নেতা’ বলে কটাক্ষ করেন। পার্থবাবু বলেন, ‘মমতার উন্নয়নের কোন জবাব নেই বিজেপির কাছে, তাই ব্যক্তিগত আক্রমণে নেমেছে তারা’। তৃণমূল সূত্রে জানা গেছে, কৈলাশ এর এই মন্তব্যের বিরুদ্ধে আদালতে মানহানির মামলা করতে চলেছেন অভিষেক বন্দোপাধ্যায়।

]]>