WB – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Tue, 25 Jun 2019 13:14:57 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg WB – The News বাংলা https://thenewsbangla.com 32 32 পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানোর ষড়যন্ত্র চলছে, লোকসভায় বিতর্কে দিলীপ ঘোষ https://thenewsbangla.com/dilip-ghosh-controversy-remarks-in-parliament-bengal-to-bangladesh/ Tue, 25 Jun 2019 12:40:31 +0000 https://www.thenewsbangla.com/?p=14410 লোকসভা অধিবেশনে দিলীপ ঘোষের বক্তব্যকে ঘিরে উত্তেজনা। “পশ্চিমবাংলাকে বাংলাদেশ বানানোর ষড়যন্ত্র চলছে”। পশ্চিমবঙ্গ সরকারকে কটাক্ষ করে; তিনি বক্তব্য পেশ করেন। বাংলার সাংসদ দিলীপবাবু জানালেন, বাংলার অসুবিধার কথার পাশাপাশি; বিভিন্ন সুবিধার সম্ভাব্যতার কথা। তারপরেই শুরু হয়ে যায় জোর বিতর্ক।

তিনি বলেন, “পশ্চিমবাংলাকে বাংলাদেশ বানানোর ষড়যন্ত্র চলছে”। অন্যদিকে এদিন মমতা ব্যানার্জী বলেন, “বিজেপি পশ্চিমবাংলাকে গুজরাট বানাচ্ছে”। বিজেপির দাবি, বাংলা গুজরাট হলে; কলকাতার ছেলে মেয়েদের পরিবার ছেড়ে বাইরে কাজের জন্য যেতে হবে না।

দিলীপ ঘোষ এদিন বললেন, আগে সমাজে লোকেরা; রাজনীতিতে আসতে ভয় পেত; কেননা রাজনীতির নামে চলত সাম্প্রদায়িক দাঙ্গা, হামলা, ভ্রষ্টাচার ইত্যাদি। কিন্তু আজকের রাজনীতি অনেক বেশি সুস্থ। দেশে যুবক সম্প্রদায় বুঝেছে; রাজনীতিতে যাওয়ার দরকার আছে।

তিনি বললেন, “মোদীজি নিউ ইন্ডিয়া তৈরী করেছেন। কেন্দ্রীয় সরকার আয়ুষ্মান প্রকল্প চালু করেছে। কিন্তু পশ্চিবঙ্গের মানুষ; আয়ুষ্মান প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন। তৃণমূল সরকার; আয়ুষ্মান প্রকল্প চালু করেনি। ৫০ কোটি লোক এই প্রকল্পের সুবিধা পেলেও; বাংলায় কেউ এই সুযোগ পাচ্ছে না। কারণ বাংলার সরকার রাজনীতি দ্বারা; প্রভাবিত হয়ে বিভিন্ন নির্ণয় গ্রহন করেন”।

দিলীপবাবু আরও বলেন, “বাংলায় হাসপাতাল আছে; কিন্তু কোনো ডাক্তার নেই; ডাক্তার থাকলে নার্স নেই; নার্স থাকলে ওসুধ নেই; আর ওসুধ থাকলে; বেড নেই।” এমনকি কৃষকের মৃত্যু সংখ্যা বাংলায় বাড়ার কারন; তারা কেন্দ্রীয় সরকারের কোনো সুবিধাই পাচ্ছে না। বললেন “আগে বাংলা থেকে স্বাধীনতা সংগ্রামী জন্ম নিয়েছেন; এখন রাজ্যে কাটমানি শব্দের জন্ম হয়েছে”।

দিলীপ ঘোষ এদিন সংসদে বললেন, “পশ্চিমবঙ্গ গণতন্ত্র খুঁজে পাওয়া যায় না। বাংলায় সরকার আছে কিন্তু আইন নেই। থানা আছে কিন্তু পুলিশ নেই। স্কুল আছে কিন্তু টিচার নেই। কলেজ আছে কিন্তু প্রফেসার নেই। কোর্ট আছে কিন্তু উকিল নেই। এই হল সোনার বাংলা”।

দিলীপবাবুর দাবী, বাংলার মানুষ পরিত্রান পেতেই; বিজেপির ১৮ জনকে জিতিয়েছেন। বাংলায় এখন ভাষার ভেদাভেদ হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেছেন, বাংলায় গেলে বাংলা শিখতে হবে। বাংলাদেশ থেকে অভিনেতা এনে; তৃনমূল ভোট প্রচার করলে সেটা বহিরাগত হচ্ছে না। কিন্তু অর্জুন সিংহ ও প্রধানমন্ত্রী বাংলায় গেলে; তাদের বহিরাগত বলা হচ্ছে। তবে দিলীপ ঘোষের বক্তব্য উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস।

]]>
সুপ্রিম কোর্টের নির্দেশে ভবিষ্যতের ভূত মুখ পোড়াল রাজ্য সরকারের https://thenewsbangla.com/supreme-court-directed-the-west-bengal-government-to-ensure-the-screening-of-bhobishyoter-bhoot/ Fri, 15 Mar 2019 12:14:37 +0000 https://www.thenewsbangla.com/?p=8531 ভবিষ্যতের ভূত ছবির প্রদর্শন কোন ভাবেই বন্ধ করা যাবে না জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার রাজ্য সরকারকে নোটিশ পাঠিয়ে এমনই নির্দেশ দিল শীর্ষ আদালত। সেই নির্দেশ মত,ভবিষ্যতের ভূত ছবির প্রদর্শন অবিলম্বে শুরু করতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশে ভবিষ্যতের ভূত মুখ পোড়াল রাজ্য সরকারের।

এদিন সুপ্রিম কোর্টে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ রায় দিয়েছেন, যত তাড়াতাড়ি সম্ভব ভবিষ্যতের ভূত ছবির প্রদর্শন চালু করতে হবে। রাজ্য সরকারকে পাঠানো নোটিশে শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে, এই ব্যাপারে ব্যবস্থা নিতে হবে মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব এবং ডিজিপি কে।

আরও পড়ুনঃ অর্জুনকে ওপেন চ্যালেঞ্জ অভিষেকের, দীনেশ ত্রিবেদীকে ২ লাখ ভোট জেতাব

ভবিষ্যতের ভূত ছবিটি ১৫ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার পরে আচমকা একদিনের মধ্যেই কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রেক্ষাগৃহে ভবিষ্যতের ভূত ছবির প্রদর্শন বন্ধ করে দেওয়া হয়। ছবিটি মুক্তির কিছুদিন আগে এক সাংবাদিক সম্মেলনে পরিচালক বলেছিলেন প্রথম ছবি ‘ভূতের ভবিষ্যৎ’-এর সিক্যুয়েল একেবারেই নয় এই ছবিটি। এই ছবিতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক বিষয়কে ভূতেদের মুখে সংলাপের মধ্য দিয়ে তুলে ধরতে চেয়েছিলেন তিনি। আর সম্ভবত তার জন্যই এবার তাঁকে বিপাকে পড়তে হয়েছিল বলে ধারণা।

আরও পড়ুনঃ মমতার প্রার্থী তালিকা নিয়ে গোপনে ক্ষোভ বাড়ছে জেলায় জেলায়

১৫ ফেব্রুয়ারি শুক্রবার মুক্তি পাবার পরে অনীক দত্তের ‘ভবিষ্যতের ভূত’ সিনেমাটি ১৬ তারিখেই শহরের সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্স গুলিতে বন্ধ করে দেওয়া হয়েছিল। এবিষয়ে পরিচালক অভিযোগ করেছিলেন,ছবিটি সিবিএফসি-র ছাড়পত্র পেয়েছে বলে সমস্যা হওয়ার কোনও কারণ নেই। তার পরও ছবিটি কী কারণে হল থেকে সরানো হল, তা নিয়ে তাঁকে প্রশাসনের তরফে কিছু জানানো হয়নি।

আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গে নজিরবিহীন ৭ দফা ভোটে সুবিধা বিজেপির

সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়ার পরে রিলিজ হওয়ার সিনেমাটি স্যোশাল মিডিয়ায় যথেষ্ট প্রশংসিত হয়েছে। ১৬ ফেব্রুয়ারি বিকেলে দর্শকরা ছবিটি দেখতে গেলে তাঁদের প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ জানিয়ে দেন, সিনেমাটি উঠে গিয়েছে। আবার কোথাও কোথাও দর্শকদের শুনতে হয়ে, প্রযুক্তিগত সমস্যার কারণে সিনেমার প্রদর্শন বন্ধ রাখা হয়েছে।

বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছিল, সেন্সর বোর্ড কেন এধরণের সিনেমাকে ছাড়পত্র দিল? আর একবার ফিল্ম সেন্সর বোর্ড ছাড়পত্র দেবার পর কোন অধিকারে পুলিশ ফিল্ম নিয়ে জানতে চায়? অন্য দিকে, ‘ভবিষ্যতের ভূত’ প্রেক্ষাগৃহে ফেরানোর দাবিতে প্রতিবাদ মিছিলে শামিল হন সৌমিত্র চট্টোপাধ্যায়, অপর্ণা সেনের মতো বিশিষ্টজন। ছবি প্রদর্শন বন্ধ রাখার প্রতিবাদে সোচ্চার হয় সোশ্যাল মিডিয়াও।

আরও পড়ুনঃ বাংলার কোন লোকসভা আসনে কবে ভোট দেখে নিন

এদিকে ছবির পরিচালক অনীক দত্ত সংবাদমাধ্যমকে জানান, ছবিটি সিবিএফসি-র ছাড়পত্র পেয়েছে বলে সমস্যা হওয়ার কোনও কারণ নেই। তার পরও ছবিটি কী কারণে হল থেকে সরানো হল, তা নিয়ে তাঁকে প্রশাসনের তরফে কিছু জানানো হয়নি।

সুপ্রিম কোর্টের এই নির্দেশে মুখ পুড়ল মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের। ইতিমধ্যেই মিমি ও নুসরত এই নিয়ে মুখ না খোলায় সমালোচনার মুখে পরেছে তারাও।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>