WB Police – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Sat, 11 Jun 2022 08:04:25 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg WB Police – The News বাংলা https://thenewsbangla.com 32 32 বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত-কে ‘গৃহবন্দী’ করল মমতার পুলিশ https://thenewsbangla.com/bjp-state-president-sukanta-majumdar-house-arrest-by-wb-police/ Sat, 11 Jun 2022 07:49:54 +0000 https://www.thenewsbangla.com/?p=15401 বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে; ‘গৃহবন্দী’ করল মমতার পুলিশ। গত দুদিন ধরে রাজ্যে চলা ক্রমাগত হিং’সার জেরে; হাওড়ার উলুবেড়িয়া মহকুমার বিস্তীর্ণ এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। ১০ জুন থেকে ১৫ জুন পর্যন্ত; সংশ্লিষ্ট এলাকায় ১৪৪ ধারা জারি থাকবে। এরই মধ্যে, দলীয় কর্মীদের মনোবল বাড়ানোর উদ্দেশ্যে; শনিবার উলুবেড়িয়া যাবার কথা ছিল সুকান্ত মজুমদারের। কিন্তু শনিবার সকাল থেকেই দেখা যায়; সুকান্তর নিউটাউনের বাড়ি ঘিরে ফেলেছে কলকাতা পুলিশ। বিজেপি রাজ্য সভাপতির অভিযোগ, বিনা কারণে কোন কাগজ ছাড়াই; তাকে বাড়ি থেকে বেরোতে দেওয়া হচ্ছে না।

বাড়িতেই আটকে থেকে, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার; পুলিশের সঙ্গে বাদানুবাদেও জড়িয়ে পরেন। বিজেপির প্রাক্তন মুখপাত্র নুপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে; বৃহস্পতি ও শুক্রবার উ’ত্তপ্ত হয়ে ওঠে হাওড়া জেলা। বৃহস্পতিবার বিক্ষোভের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে; ডোমজুড়ের অঙ্কুরহাটি থেকে ধূলাগড় মোড়। যানজট ছড়িয়ে পড়ে কোনা এক্সপ্রেসওয়েতে। প্রায় ১১ ঘণ্টা ধরে চলে অবরোধ। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় ব়্যাফ; পাশাপাশি আন্দোলনের আঁচ ছড়িয়ে পড়ে রেলপথেও। রেললাইনে নেমে টায়ার জ্বা’লিয়ে; বি’ক্ষোভ দেখান আন্দোলনকারীরা। জ্বা’লিয়ে দেওয়া হয় বিজেপি পার্টি অফিস।

আরও পড়ুন; দুদিন ‘তা’ণ্ডব’ করেও কারোর শাস্তি হল না, নিরীহ পোস্ট করে গারদে ঐশ্বানী

শনিবার উলুবেড়িয়ার মনসাতলায় অগ্নি’দগ্ধ বিজেপি কার্যালয়; পরিদর্শন করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি অভিযোগ করেন; রাজ্যের আইনশৃঙ্খলার ক্রমশ অবনতি হচ্ছে। অন্যদিকে উলুবেড়িয়া যাবার রাস্তাতেই; আটকে দেওয়া হয় বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল এর গাড়ি। অন্যদিকে পুলিশি নিরাপত্তার জেরে, নিউটাউনের বাড়ি থেকে; বেরতেই পারলেন না বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

আরও পড়ুন; জাতীয় সড়ক অবরোধে প্রশাসন চুপ, কলকাতা হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা

এদিন সুকান্ত মজুমদার অভিযোগ করেন; মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তাঁকে কার্যত ‘গৃহবন্দী’ করে রেখেছে। তাঁর বক্তব্য, ১৪৪ ধারা যে অঞ্চলে লাগু আছে; সেখানে তাঁকে আটকালে তাও মেনে নেওয়া যেত। কিন্তু পুলিশ অনৈতিক ভাবে, তাঁকে গৃহবন্দী করেছে; বলে অভিযোগ সুকান্ত মজুমদারের। শনিবার সকালে গার্ডরেল দিয়ে; বিজেপি রাজ্য সভাপতির বাড়ি ঘিরে দেওয়া হয় পুলিশের তরফে। ফলে উপ’দ্রুত এলাকাতে যাওয়া তো দূরের কথা; নিজের বাড়ি থেকে বেরতেই পারলেন না রাজ্যের বিজেপি সভাপতি।

]]>
তৃণমূল ব্লক সভাপতির ওপর বিজেপি কর্মীর হামলা, পুলিশের হাতে গ্রেফতার ১ https://thenewsbangla.com/tmc-block-president-attacked-by-bjp-worker-arrested-one-by-police/ Fri, 28 Jun 2019 06:17:58 +0000 https://www.thenewsbangla.com/?p=14600 ভোট পরবর্তী হিংসা জারি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। এবার তৃণমূল ব্লক সভাপতিকে খুনের চেষ্টার অভিযোগ উঠল; এক বিজেপি কর্মীর বিরুদ্ধে। তৃণমূল ব্লক সভাপতির ওপর বিজেপি কর্মীর হামলার ঘটনায়; পুলিশের হাতে গ্রেফতার ১।

বৃহস্পতিবার রাতে পাণ্ডবেশ্বর ব্লক সভাপতি তৃণমূল কংগ্রেস নেতা; নরেন্দ্রনাথ চক্রবর্তীর উপর হামলা চালায় দুষ্কৃতীরা। নরেন্দ্রনাথ চক্রবর্তীর অভিযোগের তীর; স্থানিয় বিজেপি কর্মী বিরু বাউরী বিরুদ্ধে। ব্লক সভাপতির অভিযোগ অনুযায়ী; এদিন সন্ধেবেলা এক যুবক এসে তাঁকে ডাকে। নরেন্দ্রবাবু বাড়ির বাইরে বেরোলে; ওই যুবক তাঁর উপরে ঝাঁপিয়ে পড়ে বলে অভিযোগ।

আরও পড়ুনঃ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের নতুন ফরমান, মুসলিম অধ্যুষিত স্কুলে বানাতে হবে ডাইনিং হল

ওই যুবকের কাছে একটি পাইপগান ছিল; বলে জানান নরেন্দ্রবাবু। পাইপগান দিয়ে তাঁর হাতেও আঘাত করা হয়। রাতেই স্থানীয় এক যুবকের তৎপরতায় ধরা পড়ে অভিযুক্ত বিরু বাউরী। অল্পের জন্য প্রাণে বাঁচেন তৃণমূল কংগ্রেস নেতা; নরেন্দ্রনাথ চক্রবর্তী।

আরও পড়ুনঃ ভারতের রঙ কমলা, পরিবর্তনের পিছনেও মোদীর হাত দেখছে বিরোধীরা

উখড়া ফাঁড়ির পুলিশ গ্রেফতার করে ওই যুবককে। ধৃত বিরু বাউরীর কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পাইপ গান; ও ২ রাউন্ড কার্তুজ। নরেন্দ্রবাবুর অভিযোগ এটি বিজেপির কাজ। এই ঘটনার প্রতিবাদে পাণ্ডবেশ্বরের ষাট নম্বর জাতীয় সড়ক অবরোধ করে তৃণমূল কংগ্রেসের কর্মীরা।

]]>
ফের আটকাল ভারতীর গাড়ি, মহিলা পুলিশের শ্লীলতাহানি বিজেপি কর্মীদের https://thenewsbangla.com/bjp-leader-bharati-ghosh-car-stopped-by-wb-police-at-ghatal-lok-sabha/ Wed, 26 Jun 2019 07:16:55 +0000 https://www.thenewsbangla.com/?p=14440 ভারতী ঘোষকে ঘিরে আবারও বিতর্ক; আবার উত্তপ্ত হল ঘাটাল। বুধবার কন্ঠিবাড়িতে সভা করার কথা ছিল; বিজেপি নেত্রী ভারতী ঘোষের। এই সভায় যাওয়াকে ঘিরেই উত্তেজনা ছড়ায় এলাকায়।

আশঙ্কা ছিল অশান্তির। সভায় যাবার সময় খেজুরিতে; ভারতী ঘোষের গাড়ি আটকে দেয় পুলিস। কন্ঠিবাড়িতে বিজেপির ডাকা সভাতে যোগ দিতে যাচ্ছিলেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন বিজেপি কর্মী সমর্থকরাও।

আরও পড়ুনঃ জাতীয় গোঁফের দাবী উঠল সংসদে, অভিনন্দনকে নতুন স্বীকৃতি বিরোধীদের

পুলিসের সঙ্গে বিজেপি কর্মী সমর্থক; ও ভারতী ঘোষের উত্তপ্ত কথা কাটাকাটি শুরু হয়। পুলিস কেন তাঁর গাড়ি আটকাল; তা নিয়ে প্রশ্ন করেন ভারতী ঘোষ। এরপর বোগা রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মী সমর্থকরা।

ঘটনাস্থলে; পুলিসের সঙ্গে ধস্তাধস্তি হয় বিজেপি কর্মী সমর্থকদের। একজন বিজেপি কর্মী আহত হয়েছেন। ভারতী ঘোষ ও জেলা সভাপতির তপন মাইতির নেতৃত্বে শুরু হয়েছে বিক্ষোভ অবস্থান;পথ অবরোধ করা হয়েছে।

আরও পড়ুনঃ কাটমানি কেলেঙ্কারি, মমতাও সৎ নন ইঙ্গিত কাটমানি নিয়ে ফ্যাসাদে তৃণমূল নেত্রীর

খেজুরিতে বিজেপি কর্মী সুমন দাসকে পুলিশ বিনা অপরাধে ফাঁসিয়েছে; এমন দাবি নিয়েই বুধবার খেজুরি যাচ্ছিলেন ভারতী ঘোষ। কাঁথির মহকুমা শাসকের নেতৃতে বিশাল পুলিশবাহিনী তাঁর গাড়ি আটকে দেয় বলে অভিযোগ করেন বিজেপি নেত্রী।

এর জেরে রীতিমত ঝামেলা শুরু হয় হেরিয়া বাজারে। পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে ধ্বস্তাধস্তি শুরু হয়। ভারতী ঘোষের গায়েও পুলিশ হাত তুলেছে বলে অভিযোগ নেত্রীর। এরপর ভারতী ঘোষ সহ বিজেপি কর্মীরা রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করলে; এলাকায় বিপুল যানজট সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশবাহিনী পাঠানো হয়।

আরও পড়ুনঃ কাটমানি ফেরত দিয়ে, দুর্নীতি স্বীকার তৃণমূল নেতার

পুলিশের অভিযোগ; খেজুরিতে অশান্তি তৈরি করার জন্যই সেখানে যাচ্ছিলেন ভারতী ঘোষ; তাই পুলিশ তাঁকে রাস্তাতেই আটকে দিয়েছে। ভারতী ঘোষের বলেন; পরিস্থিতি খারাপ হলে সেখানে ১৪৪ ধারা থাকত। স্বাধীন দেশে সাধারন মানুষের গণতন্ত্র কাড়া হচ্ছে বলেও অভিযোগ করেন ভারতী ঘোষ।

অভিযোগ, রাজ্য সরকারের নির্দেশেই তাঁর উপরে এই আচরণ করছে পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে; বিজেপি কর্মীরা মহিলা পুলিশদের শ্লীলতাহানি করে; তাদের উপরে বিজেপি কর্মীরা হামলা চালায় বলেও জানানো হয়েছে পুলিশের তরফে।

]]>
চাপের মুখে জয় শ্রী রাম বলা ধৃত বিজেপি সমর্থকদের ছাড়ল পুলিশ https://thenewsbangla.com/wb-police-released-bjp-workers-under-pressure-who-says-jai-shri-ram/ Sun, 05 May 2019 14:26:13 +0000 https://www.thenewsbangla.com/?p=12412 মুখ্যমন্ত্রীর গাড়ির যাত্রাপথে শ্লোগান দিয়েছিলেন; “জয় শ্রী রাম”; আর তাতেই ক্ষিপ্ত হয়ে গাড়ি থেকে নেমে কটুক্তির অভিযোগে শ্লোগান দেওয়া ব্যক্তিদের গ্রেফতারের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী
সীতারাম মিদ্দা; সায়ন মিদ্দা ও বুদ্ধদেব দলুই নামে ৩ বিজেপি কর্মীদের গ্রেফতার করে চন্দ্রকোনা থানার পুলিশ।

এরপরেই রাজ্যজুড়ে সেই ঘটনার সমালোচনা শুরু হয়; চাপের মুখে শনিবার রাতেই ছেড়ে দেওয়া হয় ৩ অভিযুক্তকে। শনিবার চন্দ্রকোনা হয়ে মুখ্যমন্ত্রী একটি রোড শোতে যোগ দিতে যাওয়ার সময় চন্দ্রকোনার রাধাবল্লভপুরে জয় শ্রী রাম ধ্বনি দিতে থাকে বিজেপি কর্মী সমর্থকরা; মুখ্যমন্ত্রীর এরপরেই গাড়ি থেকে নেমে পড়েন।

মুখ্যমন্ত্রীকে গাড়ি থেকে নামতে দেখেই শ্লোগান দেওয়া ব্যক্তিরা পালাতে শুরু করে; মুখ্যমন্ত্রী জোর গলায় তাদের বলেন; “কি রে; পালাচ্ছিস কোথায় ? সব হরিদাসের দল”; মুখ্যমন্ত্রী অভিযোগ করেন; তাকে উদ্দেশ্য করে কটুক্তি করে বিজেপি কর্মী রা।

আরও পড়ুনঃ লোকসভা ভোটে দাঁড়ানোর যোগ্যতা নেই ভারতীর, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

এরপরই পুলিশকে তৎপর হতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী; গ্রেফতার করা হয় ৩ বিজেপি কর্মীকে; এই ঘটনার পরেই স্থানীয় বিজেপি নেতা জয় পান্ডার বাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ; অভিযোগের তীর ওঠে তৃণমূলের দিকে। যদিও এই অভিযোগ তৃণমূল অস্বীকার করে।

রাতেই বিজেপি নেতৃত্ব পাল্টা অভিযোগ দায়ের করছে বলে জানা গিয়েছে; গোটা ঘটনায় চরম উত্তেজনা তৈরি হয় রাধাবল্লভপুরে। বিজেপি নেতৃত্বের দাবি; তারা শুধুমাত্র জয় শ্রী রাম ধ্বনি দিয়েছিলেন রাস্তার ধারে দাঁড়িয়ে; এটা তাদের রাজনৈতিক শ্লোগান বলেও উল্লেখ করে বিজেপি নেতৃত্ব।

আরও পড়ুনঃ দেশের সুরক্ষায় ২০০ ইসলাম ধর্ম প্রচারককে বিতাড়িত করল শ্রীলঙ্কা

এই ঘটনায় রাজ্যজুড়ে কড়া সমালোচনা শুরু হয়; শুধুমাত্র জয় শ্রী রাম বলার কারনে গ্রেফতার করে মুখ্যমন্ত্রী স্বৈরাচারী ও অগনতান্ত্রিক মনোভাবের প্রকাশ করেছেন বলে অনেকে মন্তব্য করেন; সংখ্যালঘু সম্প্রদায়কে তুষ্ট করতে হিন্দুদের বিরুদ্ধে অতি সক্রিয়তা দেখাচ্ছেন মুখ্যমন্ত্রী; এমন অভিযোগও তোলা হয়। অবশেষে সমালোচনার চাপে ধৃত ব্যক্তিদের মুক্তি দেয় পুলিশ।

]]>