voter get electric shock if don’t vote for Congress – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Thu, 18 Apr 2019 08:45:30 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg voter get electric shock if don’t vote for Congress – The News বাংলা https://thenewsbangla.com 32 32 কংগ্রেস বাদে অন্য বোতাম টিপলেই খাবেন ইলেকট্রিক শক, ভোটারদের বোঝাচ্ছেন নেতা https://thenewsbangla.com/congress-leader-threats-voter-get-electric-shock-if-dont-vote-for-congress/ Thu, 18 Apr 2019 08:08:20 +0000 https://www.thenewsbangla.com/?p=11118 কংগ্রেস বাদে অন্য বোতাম টিপলেই খাবেন ইলেকট্রিক শক, ভোটারদের বোঝাচ্ছেন নেতা। ভোটের বাজারে জনগনকে ভুল বুঝিয়ে ভোটের ফায়দা তোলা নেতাদের কাছে নতুন কিছু নয়। সেই পন্থা অবলম্বন করতে গিয়ে বিতর্ক তৈরি করলেন ছত্তীসগড়ের মন্ত্রী তথা ৫ বারের কংগ্রেস বিধায়ক কাওয়াসি লাখমা।

ইসলামপুরে ছাপ্পা ভোট রুখলেন মহম্মদ সেলিম, রাগে গাড়িতে ভাংচুর দুষ্কৃতীদের

কি বললেন কংগ্রেস নেতা
কাওয়াসি লাখমা সদ্য ছত্তীসগড়ে ক্ষমতায় আসা কংগ্রেস সরকারের বানিজ্য ও শিল্পমন্ত্রী। প্রকাশিত একটি ভিডিওতে এই কংগ্রেস নেতাকে বলতে শোনা যায়, কংগ্রেস প্রার্থীকে ভোট না দিয়ে অন্য কাউকে ভোট দিলে ইভিএম মেশিন থেকে ইলেকট্রিক শক খেতে হবে।

আরও পড়ুনঃ চোপড়া বাস স্টান্ডে বাইক বাহিনীর হাতে আক্রান্ত ভোটাররা

কি বললেন কংগ্রেস নেতা
তিনি জনসাধারনের উদ্দেশ্যে বলেন, ইভিএম মেশিনে প্রথম নামটি থাকবে কংগ্রেস প্রার্থী বীরেশ ঠাকুরের নামে। ওই বোতামে না টিপে অন্য কোনো বোতাম টিপলেই ইলেকট্রিক শক খেতে হবে। এই প্রথম বোতামটি কংগ্রেসের তরফে ঠিক করে দেওয়া হয়েছে বলে তিনি মন্তব্য করেন। ফলে অন্য বোতাম টিপে ভোট দিলে তা প্রকাশ্যে চলে আসার ভয় দেখান তিনি।

আরও পড়ুনঃ পুরুলিয়ায় আবার বিজেপি কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

কি বললেন কংগ্রেস নেতা
ভিডিও প্রকাশ্যে আসতেই জনগনকে বিভ্রান্ত করা এবং উদ্দেশ্যমূলকভাবে প্ররোচনায় জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই কাওয়াসি লাখমাকে নোটিশ দিয়ে ৩ দিনের মধ্যে জবাবদিহি করতে বলা হয়েছে নির্বাচন কমিশনের তরফে।

আরও পড়ুনঃ কেন্দ্রীয় বাহিনীকে ঝাঁটা মেরে এলাকা থেকে তাড়ানোর ফতেয়া তৃণমূল বিধায়ক ও মন্ত্রীর
আরও পড়ুনঃ বাংলায় দ্বিতীয় দফার ভোটেও সব বুথে থাকছে না কেন্দ্রীয় বাহিনী, ফের ঝামেলার আশঙ্কা

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>