Vote – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Sun, 19 May 2019 11:06:04 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Vote – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ভোট শেষ হবার ৭ দিন পরে সাধ্বী প্রজ্ঞাকে ভোট না দেবার অনুরোধ ফারহানের https://thenewsbangla.com/farhan-akhtar-appealed-to-bhopal-voters-not-to-vote-for-sadhvi-pragya/ Sun, 19 May 2019 11:02:44 +0000 https://www.thenewsbangla.com/?p=13080 ভোট হবার এক সপ্তাহ পরে; সাধ্বী প্রজ্ঞাকে ভোট না দেবার অনুরোধ ফারহানের। আর এই পরেই স্যোশাল মিডিয়ায় বিদ্রুপ; ছড়িয়ে পড়ে বলিউড অভিনেতা ফারহান আখতারের উদ্দ্যেশ্যে।

আরও পড়ুনঃ নির্বাচন কমিশনের তোপে পড়ার আশঙ্কা, মমতার কাছে যাচ্ছেন না আমলারা

মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গড়সেকে; দেশভক্ত বলে বিতর্ক তৈরি করেছিলেন মধ্যপ্রদেশের ভূপালের বিজেপি প্রার্থী সাধ্বী প্রজ্ঞা। মন্তব্যের পর বিভিন্ন মহল থেকে সমালোচনা শুরু হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই মন্তব্যের জন্য; সাধ্বী প্রজ্ঞাকে তীব্র ভৎসর্না করেন। এবার সাধ্বী প্রজ্ঞাকে কটাক্ষ করে; উল্টে বিদ্রুপের সম্মুখীন হলেন বলিউড অভিনেতা ফারহান আখতার।

আরও পড়ুনঃ রাজারহাটে বিজেপির ক্যাম্প অফিসে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ

শনিবার ফারহান আখতার ট্যুইট করে; ভোপালের ভোটারদের সাধ্বী প্রজ্ঞাকে ভোট দিতে বারণ করেন। কিন্তু ভোপালের ভোট এক সপ্তাহ আগেই; গত ১২ই মে ষষ্ঠ দফায় হয়ে যাওয়ায়; ট্যুইটারে নেটিজেনদের বিদ্রুপের সম্মুখীন হন ফারহান।

কেদারনাথের গুহায় যোগীর বেশে রাত্রিযাপন করবেন ধ্যানমগ্ন মোদী

ফারহান ট্যুইটে হ্যাসট্যাগ দিয়ে লিখেছিলেন,
#SayNoToPragya
#SayNoToGodse
#RememberTheMahatma #ChooseLoveNotHate

আরও পড়ুনঃ বিজেপি একাই পাবে ৩০০ আসন, প্রথমবার সাংবাদিক সম্মেলনে নরেন্দ্র মোদী

এরপরেই বিদ্রুপ করে অনেকে বলেন, কেউ কেউ বলেন, ২০২৪ সালের নির্বাচনের অনেক দেরি; ফারহান ৫ বছর আগেই ট্যুইট করে ফেলেছেন। কেউ বলেন, ফারহানের ইন্টারনেট খুব স্লো; তাই ভোট হয়ে যাওয়ার ১ সপ্তাহ পরে ট্যুইটার সেটা পাবলিশ করছে।

আরও পড়ুনঃ বারাণসীতে মোদীর ঐতিহাসিক হার দেখছেন মায়াবতী

সবমিলিয়ে ভোট কবে এটা যে জানেন না; সেটাই প্রমাণ করলেন বলিউড অভিনেতা ফারহান আখতার। যার জেরে সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক হলেন তিনি।

]]>
রমজানে ভোটের সময় পরিবর্তনের দাবিকে নস্যাৎ নির্বাচন কমিশনের https://thenewsbangla.com/election-commission-dismissed-demand-of-change-vote-during-ramadan/ Mon, 06 May 2019 06:26:05 +0000 https://www.thenewsbangla.com/?p=12456 নির্বাচন কমিশন ভোটের দিনক্ষন ঘোষনার পরেই বিভিন্ন রাজনৈতিক দলের তরফে জানানো হয়েছিল; রমজান মাসে ভোটের দিনক্ষন থাকায় মুসলিমদের ভোট প্রদানে অসুবিধা হবে; এই বিষয়টি পুনরায় বিবেচনার জন্য নির্বাচন কমিশনকে ভেবে দেখার অনুরোধ করা হয়; কিন্তু সেই দাবিকে নস্যাৎ করে দিয়েছে নির্বাচন কমিশন।

শনিবার ৫ই মে থেকে এক মাসব্যাপী শুরু হয়েছে রমজান মাস; ভোটের পঞ্চম; ষষ্ঠ এবং সপ্তম দফা এই মাসেই অনুষ্ঠিত হবে; সংখ্যালঘুদের যাতে অসুবিধা না হয়; তাই তাদের কথা ভেবে এই ৩ দিন ভোট শুরুর সময় সকাল ৭ টার পরিবর্তে সকাল ৫ টা থেকেই করার আবেদন জানানো হয়।

আরও পড়ুন ব্যারাকপুরে তৃণমূল কর্মীদের সঙ্গে মারপিটে মুখ ফাটল বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের

২রা মে এই বিষয়টি বিবেচনার জন্য নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে; কিন্তু নির্বাচন কমিশন তাদের পুরনো সময়সূচী অপরিবর্তিত রাখার কথা জানিয়ে দিয়েছে; মোহাম্মদ নিজামুদ্দিন পাশা এবং নিজাম হায়াত নামক দুই উকিল এই বিষয়টি দেখার জন্য সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ দাবি করে।

সেই মতো সুপ্রিমকোর্ট নির্বাচন কমিশনকে ভোটের সময়সূচী পরিবর্তনের ব্যাপারে বিবেচনার কথা বলে; সকাল ৭ টার পরিবর্তে সকাল ৫ টা থেকেই করার আবেদন জানানো হয়; যাতে সংখ্যালঘুরা ভোট দিতে অসুবিধার মধ্যে না পড়েন।

আরও পড়ুন একেই বলে একাই একশো, ১০০ ভোট দিলেন তৃণমূল নেতা মহারাজা নাগ

এদিকে রাজস্থানে উষ্ণতার পারদ চড়তে থাকায় গরমের মধ্যে যাতে ভোটারদের অসুবিধা না হয়, সেই ব্যাপারেও জানানো হয়; কিন্তু কেন্দ্রীয় নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে; সময়ের পরিবর্তন হবে না। এর আগে নির্বাচন কমিশনের দিকে আঙুল তুলে অভিযোগ তোলা হয়েছিল; সংখ্যালঘুদের সমস্যায় ফেলতেই রমজান মাসের মধ্যেও ভোটের দিন ঠিক করা হয়েছে।

]]>
বাংলায় দ্বিতীয় দফার ভোটেও সব বুথে থাকছে না কেন্দ্রীয় বাহিনী, ফের ঝামেলার আশঙ্কা https://thenewsbangla.com/central-forces-are-not-at-all-booths-in-bengal-fear-of-problem-again-in-vote/ Wed, 17 Apr 2019 10:36:31 +0000 https://www.thenewsbangla.com/?p=11024 বাংলায় দ্বিতীয় দফার ভোটেও সব বুথে থাকছে না কেন্দ্রীয় বাহিনী, ফের ঝামেলার আশঙ্কা করছে রাজ্যের বিরোধী দলগুলি। এমনকি বিরোধীরা ঝামেলা পাকাতে পারে বলে আশঙ্কা রাজ্যের শাসক দলেরই। কিন্তু তা সত্ত্বেও বৃহস্পতিবার বাংলায় দ্বিতীয় দফার ভোটেও সব বুথে থাকছে না কেন্দ্রীয় বাহিনী। কোচবিহারের মতই রাজ্য পুলিশ থাকা বুথগুলিতে ফের ঝামেলার আশঙ্কা করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুনঃ বউকে সোনা পাচার করতে বিদেশে পাঠাই নি, অভিষেককে পাল্টা দিলেন সৌমিত্র

দার্জিলিং, কালিম্পং এবং কার্শিয়াং এই তিনটি জায়গায় আছে ৮৭৪ টি বুথ। এই তিনটি জায়গায় ১০০% বুথেই কেন্দ্রীয় বাহিনী থাকবে। বাকি দার্জিলিং লোকসভা কেন্দ্রের চারটি বিধানসভা কেন্দ্রে ৬০% বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে। রায়গঞ্জ এবং জলপাইগুড়িতে ৫৫% থেকে ৬০ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে। বাকি বুথে রাজ্যের সশস্ত্র বাহিনী থাকবে এমনটাই খবর নির্বাচন কমিশন সূত্রে। রাজ্যে দ্বিতীয় দফার ভোটে থাকছে মোট ১৮৫ কোম্পানি বাহিনী।

আরও পড়ুনঃ কেন্দ্রীয় বাহিনীকে ঝাঁটা মেরে এলাকা থেকে তাড়ানোর ফতেয়া তৃণমূল বিধায়ক ও মন্ত্রীর

একনজরে দেখে নিন দ্বিতীয় দফার ভোটে বাংলায় কোন লোকসভা কেন্দ্রে কত বুথ, কত ভোটারঃ

দার্জিলিংঃ
মোট বুথ ১৬২৩ টি
বুথ প্রেমিসেস ১৩৭০ টি
পুরুষ ভোটার ৮২৮৩৩৩ জন
মহিলা ভোটার ৭৬৭২৬২ জন
তৃতীয় লিঙ্গের ভোটার ৭৩ জন
নতুন ভোটার ৩২৮৬৭ জন

আরও পড়ুনঃ রাতের অন্ধকারে ভারতী ঘোষের বাড়িতে মমতার পুলিশ

জলপাইগুড়িঃ
মোট বুথ ১৮৬৮ টি
বুথ প্রেমিসেস ১৩৯৩ টি
মোট ভোটার ১৭২৯৮২৯ জন
পুরুষ ভোটার ৮৮৪৫৬৫ জন
মহিলা ভোটার ৮৪৫২৪৫ জন
তৃতীয় লিঙ্গের ভোটার ১৯ জন
নতুন ভোটার ৫১১২৩ জন

আরও পড়ুনঃ বাংলায় ভোটে দুই দুর্গা, দুই পুরুষের লড়াইয়ে প্রচারে দাপট দেখাচ্ছেন দুই নারী

রায়গঞ্জঃ
মোট বুথ ১৫৩০ টি
বুথ প্রেমিসেস ১৩৪৫ টি
পুরুষ ভোটার ৭৩৪৭৯৪ জন
মহিলা ভোটার ৬৯২৭১৬ জন
তৃতীয় লিঙ্গের ভোটার ৫৭ জন
মোট ভোটার ১৪২৭৫৬৭ জন
নতুন ভোটার ৭০৬২৪ জন

আরও পড়ুনঃ হাত মেলাতে গিয়ে মিমির হাত মুচড়ে দিলেন ফ্যান, যন্ত্রণায় কেঁদে ফেললেন অভিনেত্রী

তিন লোকসভা ভোটে এবারেও সব বুথে থাকছে না কেন্দ্রীয় বাহিনী। কোথায় কত কেন্দ্রীয় বাহিনী থাকছে, দেখে নিনঃ
রায়গঞ্জ এ বুথে থাকছে ৬৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। জলপাইগুড়ি তে বুথে থাকছে ৪৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। দার্জিলিং এ বুথে থাকছে ৭৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বাকি ইভিএম পাহারায় ও কুইক রেসপন্স টিমে থাকছে কেন্দ্রীয় বাহিনী। রাজ্যে দ্বিতীয় দফার ভোটে থাকছে মোট ১৮৫ কোম্পানি বাহিনী।

আরও পড়ুনঃ তৃণমূলের প্রচারে ফিরদৌস, মমতার সঙ্গে জামাত জঙ্গি যোগের অভিযোগ রাহুলের

দ্বিতীয় দফা নির্বাচনের আগে শেষ প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক এর দপ্তর ভিডিও কনফারেন্স করেছে তিনটি লোকসভা কেন্দ্রের প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে। মঙ্গলবারেই দার্জিলিং এর তিনটি এবং কালিম্পং এর ১১ টি বুথে ভোট কর্মীরা রওনা দিয়েছেন বলে নির্বাচন কমিশন সূত্রে খবর।

আরও পড়ুনঃ তৃণমূলের প্রচার করায় ফেরদৌসকে ভারত ছাড়ার নির্দেশ বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের

দার্জিলিংয়ের এক, দুই এবং তিন নম্বর বুথ ও কালিম্পং এর ২২, ১৪৩, ১৪৭, ১৪৮, ১৫১, ১৫৬, ১৫৯, ২০১, ২৩৯, ২৪১ নম্বর বুথের ভোট কর্মীরা মঙ্গলবারেই রওনা দিয়ে দিয়েছেন। বুধবার সকাল থেকে বাকী ভোট কর্মীরা রওনা দিয়েছেন নিজেদের সংশ্লিষ্ট বুথ এর উদ্দেশ্যে।

গোপন রিপোর্ট বলছে, যেখানে যেখানে রাজ্য পুলিশ থাকবে সেখানেই ঝামেলা হবে। সেখানেই ভোটে ছাপ্পা, রিগিং, ভোটারদের বাধাদান এইসব ঘটনা ঘটবে বলেই জানা যাচ্ছে। দেখা যাক, আগামীকাল বৃহস্পতিবার রাজ্য পুলিশ থাকা বুথ গুলিতে কি হয়।

আরও পড়ুনঃ তৃণমূলের হয়ে প্রচার করে ভারতের কালো তালিকায় বাংলাদেশী অভিনেতা ফিরদৌস

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
ভোট না দিলে অভিশাপ দেবার হুমকি দিলেন সাক্ষী মহারাজ https://thenewsbangla.com/sakshi-maharaj-threatens-to-put-a-curse-on-people-who-dont-vote-for-him/ Sat, 13 Apr 2019 04:11:49 +0000 https://www.thenewsbangla.com/?p=10769 সাক্ষী মহারাজ না ঋষি দুর্বাসা? এবার তাঁকে ভোট না দিলেই অভিশাপ দেবার হুমকি দিলেন সাক্ষী মহারাজ। আর এর জেরেই তাকে সমালোচনায় ভরিয়ে দিয়েছেন কংগ্রেস নেতারা। শুরু হয়েছে কংগ্রেস বিজেপি তরজা।

আরও পড়ুনঃ ইভিএম টিপলেই ভোট যাচ্ছে বিজেপিতে, ফেক নিউজ ছড়িয়ে ধৃত বিএসপি পোলিং এজেন্ট

ফের বিতর্কিত মন্তব্য সাক্ষী মহারাজের। ভোট না দিলে তার অভিশাপ লাগবে, ভোট প্রচারে গিয়ে এমনই হুমকি দিলেন উত্তরপ্রদেশের উন্নাওয়ের বিজেপি প্রার্থী সাক্ষী মহারাজ। শুক্রবার ভোট প্রচারে এভাবেই বিতর্কিত মন্তব্য করতে দেখা যায় প্রাক্তন এই বিজেপি সাংসদকে।

আরও পড়ুনঃ তৃণমূল বিধায়ককে তুলে নিয়ে যাবার হুমকি বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জীর

বিতর্কিত মন্তব্য এবারই প্রথম নয় সাক্ষী মহারাজের। এর আগেও বহুবার বিতর্কিত মন্তব্য করে সংবাদমাধ্যমের শিরোনামে এসেছেন এই কট্টরপন্থী নেতা। কখনো বলেছেন, প্রতি হিন্দু পরিবারকে কমপক্ষে ৪ টি করে সন্তান নেবার কথা, আবার কখনো হজরত মহম্মদকে সম্বোধন করেছেন যোগী বলে।

আরও পড়ুনঃ শিলিগুড়িতে রাহুলের হেলিকপ্টার নামার অনুমতি দিল না রাজ্য সরকার

আর এবার ভোট প্রচারে বাড়ি বাড়ি গিয়ে অভিশাপ দেওয়ার ভয় দেখিয়ে হুমকি দিলেন তিনি। প্রচারের সময় নিজেকে ক্ষমতাশালী সাধুপুরুষ হিসেবে তুলে ধরতে সচেষ্ট হন মানুষের কাছে, যাতে তারা তার কথায় প্রভাবিত হয়ে ভয়ে ভোট প্রদান করেন।

আরও পড়ুনঃ হিন্দু ও বৌদ্ধ ছাড়া দেশ থেকে তাড়ানো হবে বাকি অনুপ্রবেশকারীদের

সাক্ষী মহারাজের বিতর্কিত মন্তব্যের জেরে বার বার অস্বস্তিতে পড়তে হয়েছে তার দলকে। সূত্রের খবর, এবার তার বিজেপিতে টিকিট পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। কিন্তু প্রভাবশালী নেতাদেরও এক প্রকার ভয় দেখিয়ে ও চাপ সৃষ্টি করে টিকিট জোগাড় করেছেন বলে সূত্রের খবর।

আরও পড়ুনঃ অস্ত্র নিয়ে রামনবমী পালন না করলে হিন্দুদের অস্তিত্ব থাকবে না

এর আগেও অটল বিহারী বাজপেয়ীর সাথে সম্পর্কে চিড় ধরায় সমাজবাদী পার্টির টিকিটে লড়ে ভোট জিতেছিলেন তিনি। পরে আবার বিজেপিতে যোগদান করেন তিনি। গতবারের উন্নাওয়ের নির্বাচিত সাংসদ সাক্ষী মহারাজ এবারেও লড়ছেন একই আসন থেকে।

আরও পড়ুনঃ রাজ্যে ভোটে তৃণমূলের সন্ত্রাস, নির্বাচন কমিশন দফতরে মুকুল রায়ের বিক্ষোভ

আর এবার ঋষি দুর্বাসার মত, তাঁকে ভোট না দিলেই অভিশাপ দেবার হুমকি দিলেন সাক্ষী মহারাজ। আর এর জেরেই সরগরম ভারতের ভোট রাজনীতি। ফের সরগরম কংগ্রেস বনাম বিজেপি লড়াই এ। আর এই নিয়ে মেতে উঠেছে সোশ্যাল মিডিয়াও।

আরও পড়ুনঃ নরেন্দ্র মোদীকে যারা চাইছেন তারা চোর, জোচ্চোর, বদমায়েশ, বাঁকুড়ায় অভিষেক

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>