Vote Campaign – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Tue, 14 May 2019 05:42:24 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Vote Campaign – The News বাংলা https://thenewsbangla.com 32 32 নির্বাচনী প্রচারে বেরিয়ে মোদীভক্তদের মন জয় করলেন প্রিয়াঙ্কা বঢরা https://thenewsbangla.com/priyanka-vadra-congratulated-by-narendra-modi-fans-in-vote-campaign/ Tue, 14 May 2019 05:42:24 +0000 https://www.thenewsbangla.com/?p=12902 নির্বাচনী প্রচারে বেরিয়ে মোদীভক্তদের মন জয় করলেন প্রিয়াঙ্কা বঢরা। আর নির্বাচনী প্রচারে প্রিয়াঙ্কার এই ভুমিকায়; অবাক হয়ে গেছেন অভিজ্ঞ কংগ্রেস নেতারাও। খুশী নরেন্দ্র মোদী ভক্তরাও।

নির্বাচনী প্রচারে বেরিয়ে মোদী শ্লোগান শুনে; গাড়ি থেকে নেমে মোদীভক্তদের মন জয় করলেন প্রিয়াঙ্কা বঢরা। মধ্যপ্রদেশের ইন্দোরে নির্বাচনী প্রচারে; একটি রোড শোতে অংশ নিয়েছিলেন প্রিয়াঙ্কা। প্রচারে তার সাথে অংশ নিয়েছিলেন; দুই অভিজ্ঞ কংগ্রেস নেতা। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথ এবং ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল।

আরও পড়ুনঃ অমিত শাহর পর যোগী আদিত্যনাথের সভায় নিষেধাজ্ঞা রাজ্যের

কপালে তিলক কেটে মেরুন রঙের শাড়ি পরে; প্রচারে অংশ নিয়েছিলেন প্রিয়াঙ্কা। রোড শোতে বেরিয়েই এক জায়গায় প্রিয়াঙ্কার সামনে; কিছু বিজেপি সমর্থক মোদী মোদী শ্লোগান দেয়। তখনই গাড়ি থেকে নেমে; শ্লোগান দেওয়া মোদীভক্তদের দিকে এগিয়ে যান তিনি।

আরও পড়ুনঃ ভোটে হিংসা নিয়ে মমতাকে তীব্র কটাক্ষ করলেন অরুন জেটলি

বিজেপি সমর্থকদের দিকে এগিয়েই; তাদের উদ্দেশ্য করে প্রিয়াঙ্কা বলেন, “আপনারা আপনাদের জায়গায় ঠিক, আমি আমার জায়গায় ঠিক”। বিজেপি সমর্থকরা প্রিয়াঙ্কার সাড়া পেয়ে; আপ্লুত হয়ে তাকে ধন্যবাদ জানান এবং শুভেচ্ছা জ্ঞাপন করেন।

আরও পড়ুনঃ হিন্দু সন্ত্রাসবাদী ইস্যুতে কমল হাসানক একহাত নিলেন বিবেক ওবেরয়

পূর্ব উত্তরপ্রদেশে কংগ্রেসের ভোট প্রচারের দায়িত্বে রয়েছেন প্রিয়াঙ্কা বঢরা। সোমবার মধ্যপ্রদেশে ৬ কিলোমিটার দীর্ঘ রোড শোতে অংশ নেন তিনি। ইন্দোরের রাজমহল্লা থেকে শুরু হয় তার রোড শো। রোড শোতে প্রথম থেকেই তার সমর্থনে জনপ্লাবন লক্ষ্য করা যায়। তার মধ্যেও মোদীভক্তদের সামনে পড়ে তাদের মন জয় করলেন তিনি।

আরও পড়ুনঃ গডসে স্বাধীন ভারতের প্রথম হিন্দু সন্ত্রাসবাদী, বললেন কমল হাসান

এর আগেও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব; তাঁদের সামনে অন্য ব্যক্তির বা দলের স্লোগান শুনে মেজাজ হারিয়েছেন। কিন্তু উল্টো রাস্তায় হাঁটলেন প্রিয়াঙ্কা। আর এইভাবেই বিরোধী সমর্থকদের মন জয় করে নিলেন তিনি। নতুন এলেও পারিবারিক ইতিহাস নিয়ে তিনি যে রাজনীতিতে অভিজ্ঞ হয়েই আছেন; তারই প্রমাণ দিলেন রাজীব তনয়া।

]]>
গা বাঁচাতেই বিজেপিতে গিয়েছে, মুকুলকে গদ্দার বলে তীব্র কটাক্ষ মমতার https://thenewsbangla.com/mamata-banerjee-says-traitor-to-mukul-roy-in-jagatdal-vote-campaign/ Wed, 01 May 2019 07:23:08 +0000 https://www.thenewsbangla.com/?p=12081 ভোট না থাকলে মুকুল রায়কে জেলে ভরতেন মমতা, এমনটাই বললেন মুখ্যমন্ত্রী। গা বাঁচাতেই বিজেপিতে গিয়েছে, মুকুলকে গদ্দার বলে তীব্র কটাক্ষ করেন মমতা। বললেন, ভোট চলছে, তাই মুকুলের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছেন না।

সোমবার ব্যারাকপুর লোকসভার অন্তর্গত জগদ্দলে একটি নির্বাচনী প্রচারে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রচার মঞ্চ থেকে প্রধানমন্ত্রী বলেন, বিজেপির সাথে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ৪০ জন বিধায়ক যোগাযোগ রেখে চলেছেন৷ ভোট শেষ হলেই সবাইকে চমকে দিয়ে তারা সদলবলে গেরুয়া শিবিরে সামিল হবেন বলে জানান তিনি।

এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ভদ্রেশ্বরের এক জনসভা থেকে ‘দলবদলের লিংকম্যান’ মুকুল রায়ের বিরুদ্ধে তোপ দাগেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক সময়ের দলের হেভিওয়েট নেতা মুকুলের নাম না নিয়েই গদ্দার বলে কটাক্ষ করেন তিনি। এদিন মুকুলকে হাওয়ালার দালাল বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুনঃ ভোটের মধ্যেই কেন্দ্রীয় নিরাপত্তা কর্মীদের জন্য সুখবর, প্রচুর বেতন বাড়ছে

এক সময় দলের ছায়াসঙ্গী মুকুলকে মোদীর একনম্বর লোক বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। সারদা নারদা কেলেঙ্কারির প্রসঙ্গ তুলে তিনি বলেন, চাইলেই তিনি মুকুলকে ধরিয়ে দিতে পারতেন, কিন্তু এই মুহূর্তে নির্বাচন চলার কারনে তিনি মুকুলের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছেন না বলে জানান।

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন যে, গা বাঁচাতেই মুকুল বিজেপিতে যোগ দিয়েছে। এদিকে বিরোধীদের পাল্টা বক্তব্য, মুখ্যমন্ত্রী সব জেনে থাকলে এতদিন চুপ ছিলেন কেন? আর কেনই বা তিনি নিজের দলেই অভিযুক্তদের প্রার্থী করেছেন?

আরও পড়ুনঃ ইয়েতিকে জন্তু বলায় ভারতীয় সেনার উপর ক্ষুব্ধ বিজেপি নেতা

এদিন একই ঘটনার সূত্র ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে হর্স ট্রেডিং বা বিধায়ক কেনাবেচার অভিযোগ করেন। তিনি বলেন, হর্স ট্রেডিংয়ের সাথে সরাসরি যুক্ত থাকার কথা বিজেপি নিজেই স্বীকার করে নিয়েছে। প্রধানমন্ত্রীর বক্তব্যের সূত্র ধরে নির্বাচন কমিশনের কাছে তৃণমূল কংগ্রেস আবেদন জানাতে চলেছে নরেন্দ্র মোদীর প্রার্থীপদ খারিজ করার জন্য।

বিধায়ক কেনাবেচার টাকার উৎস নিয়েও জনসভা থেকে তিনি প্রশ্ন তুলে বলেন, এই টাকা কোথা থেকে আসছে, তার তদন্ত হওয়া প্রয়োজন। ঘোড়া কেনাবেচার কথা বলে নিজেই সংবিধানকে বুড়ো আঙুল দেখাচ্ছেন বলে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগেন তিনি।

]]>
ভাটপাড়ায় টানা ৩ দিন প্রচার বন্ধ মদন পবনের, নির্বাচন কমিশনের দারস্থ প্রার্থীরা https://thenewsbangla.com/vote-campaign-stop-in-vatpara-assembly-for-election-commission-law/ Tue, 30 Apr 2019 16:13:24 +0000 https://www.thenewsbangla.com/?p=12056 আগামী ১৯ শে মে ভাটপাড়া বিধানসভার উপনির্বাচন। বিদায়ী বিধায়ক অর্জুন সিং বিধায়ক পদ ছেড়ে লোকসভায় প্রার্থী হয়েছেন। তৃণমূল ছেড়ে যোগ দিয়েছেন বিজেপিতে। তাই শুন্য ভাটপাড়া বিধানসভায় উপনির্বাচন হচ্ছে। আর সেখানেই টানা ৩ দিন প্রচার বন্ধ।

এমনিতেই লোকসভা ভোটের মধ্যেই বিধানসভা উপনির্বাচনের ঘোষণা হওয়ায় সময় একেবারেই পান নি প্রার্থীরা। ভাটপাড়া বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী মদন মিত্র। অন্যদিকে বিজেপি প্রার্থী সেই অর্জুন পুত্র পবন সিং। সবে শুরু হয়েছে প্রচার, তার মধ্যেই ৩ দিন প্রচার বন্ধ।

আরও পড়ুনঃ বিধায়ক কেনাবেচার অভিযোগ তুলে মোদীর প্রার্থীপদ বাতিলের দাবি মমতার

নির্বাচন কমিশনের নিয়মানুযায়ী ভাটপাড়ায় টানা ৩ দিন প্রচার বন্ধ মদন পবনের। প্রচারে করতে পারবেন না অর্জুন, এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ও। আইনের বেড়াজালে আটকে যাচ্ছেন সবাই। কিন্তু কেন প্রচার কড়া যাবে না? কারণ টা কি?

আসলে আগামী ৬ ই মে ব্যারাকপুর লোকসভা আসনে ভোট। ভাটপাড়া বিধানসভাও সেই লোকসভারই অন্তর্গত। নিয়ম অনুযায়ী ৪ঠা মে বিকাল ৫ টায় এই লোকসভা এলাকায় প্রচার বন্ধ হয়ে যাবে। তাই বিপদে পড়েছেন বিধানসভার প্রার্থীরাও।

আরও পড়ুনঃ শিলিগুড়ি থেকে পুরুলিয়ায় ভোটের ডিউটি, গরমের বলি রাজ্যের পুলিশ কর্মী

আগামী ৪ঠা মে থেকে পঞ্চম দফা ভোট শেষ না হওয়া পর্যন্ত কোনো প্রকার প্রচার করা যায় না নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী। এই নিয়মেরই বেড়াজালে পড়ে গিয়েছে ভাটপাড়া। কারণ আগামী ১৯শে মে ভাটিপাড়া বিধানসভার উপনির্বাচন।

যা পড়ে গিয়েছে ব্যারাকপুর লোকসভার মধ্যে। কমিশনের নিয়ম অনুযায়ী তা সাইলেন্ট জোন হয়। কোনো রাজনৈতিক দল কোনোরকম প্রচার করতে পারবে না। অর্থাৎ ৪ তারিখ থেকে ৬ তারিখ, টানা ৩ দিন ভাটপাড়া বিধানসভা ভোটের প্রচার বন্ধ।

আরও পড়ুনঃ বুধবার বাংলায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ফনি, টানা তিনদিন ধরে প্রবল ঝড় বৃষ্টির আশঙ্কা

আর এতেই সমস্যায় সব প্রার্থী। একেই হাতে কম সময়, তারপর ৩ দিন প্রচার বন্ধ। তৃণমূল প্রার্থী মদন মিত্র মঙ্গলবার নির্বাচন কমিশনে চিঠি দিয়ে প্রচারের অনুমতি চেয়েছেন। একই মত বিজেপি প্রার্থী সেই অর্জুন পুত্র পবন সিং এরও। প্রত্যেকেই কমিশনের দারস্থ।

প্রার্থীদের চিঠি পেয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব জানতে চাইলেন দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের কাছে। যে ওই সময় ভাটপাড়ায় প্রচার করা যাবে কি না। কমিশন সূত্রে এমনটাই জানা গেছে। এখন দিল্লি থেকে মুখ্য নির্বাচন কমিশনার দফতর কি নির্দেশ দেয় তার উপর নির্ভর করছে ভাটপাড়ায় ৪ মে থেকে ৬ মে প্রচার কড়া যাবে, কি যাবে না।

]]>
বিরিয়ানি নিয়ে হাতাহাতি কংগ্রেস সমর্থকদের মধ্যে, ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের https://thenewsbangla.com/congress-supporters-in-muzaffarnagar-fight-over-biryani-in-vote-campaign/ Sun, 07 Apr 2019 13:35:57 +0000 https://www.thenewsbangla.com/?p=10242 বিরিয়ানি নিয়ে হাতাহাতি কংগ্রেস সমর্থকদের মধ্যে, ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের। আর এই নিয়েই তীব্র সমালোচনা করেছে বিজেপি। বিরিয়ানির লোভ দেখিয়ে লোক টানছে কংগ্রেস, তোপ বিজেপির। তেমন কিছুই হয় নি, বিজেপির চক্রান্ত বলছে কংগ্রেস।

উত্তরপ্রদেশের মুজাফফরনগরে নির্বাচনী প্রচারে বিরিয়ানি নিয়ে তুলকালাম হল কংগ্রেস সমর্থকদের মধ্যে। নির্বাচন কমিশনের আচরণ বিধি না মেনেই মুজাফফরনগরের কংগ্রেস প্রার্থী নাসিমুদ্দিন সিদ্দিকী জনসভার পর সমর্থকদের জন্য বিরিয়ানি খাওয়ানোর বন্দোবস্ত করেছিলেন। নির্বাচন কমিশনের অনুমতি না নিয়েই ওই জনসভায় বিরিয়ানি খাওয়ানোর বন্দোবস্ত করা হয়, এই অভিযোগে ওই কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

নির্বাচনী সভাটি সদ্য কংগ্রেসে যোগ দেওয়া প্রাক্তন বিধায়ক মওলানা জামিলের বাসভবনে আয়োজন করা হয়েছিল। জামিল ২০১২ সালে বিএসপির হয়ে মীরাপুর বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হন। সম্প্রতি তিনি কংগ্রেসে যোগ দেন।

সূত্রের মাধ্যমে জানা গিয়েছে, জনসভা সম্পূর্ণ হবার পরেই বিরিয়ানি খাওয়ানোর ব্যবস্থা হয়। বিরিয়ানি বিতরনের সময় প্রথম ভাগেই হুড়োহুড়ি পড়ে যায়, যা শেষ অবধি হাতাহাতিতে পরিনত হয়। অবশেষে পুলিশকে এসে অবস্থার সামাল দিতে হয়।

এই ঘটনায় জামিল ও তার পুত্র নাদিম আহমেদ সহ ৩৪ জনের বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি না মানার জন্য অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনায় যুক্ত থাকার কারণে পুলিশ ইতিমধ্যেই ৯ জনকে গ্রেফতার করেছে।

এই নিয়ে বিজেপির তরফ থেকে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে বিজেপি সহ অন্যান্য দলের নেতারা। মুজাফফরনগরের কংগ্রেস প্রার্থী নাসিমুদ্দিন সিদ্দিকীকে ভোটারদের প্রভাবিত করার জন্য শোকজ করতে পারে নির্বাচন কমিশন, এমনটাই জানা যাচ্ছে।

]]>
মালদহের সভা থেকে মমতাকে তীব্র আক্রমণ রাহুলের https://thenewsbangla.com/rahul-gandhi-taunts-mamata-banerjee-in-his-vote-campaign-in-malda/ Sat, 23 Mar 2019 11:02:35 +0000 https://www.thenewsbangla.com/?p=9107 ২০১৯ লোকসভা নির্বাচনের প্রচারে শনিবার রাজ্যে প্রথম সভা অনুষ্ঠিত হল কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর। কংগ্রেসের গড় বলে পরিচিত মালদহের চাঁচলে শনিবার রাহুল গান্ধীর জনসভা উপলক্ষ্যে ভিড় ছিল চোখে পড়ার মতই। আর এখানেই মোদীর পাশাপাশি মমতাকেও তুলধোনা করলেন রাহুল।

আরও পড়ুনঃ ৪৮ ঘণ্টা পর ৬০ ফুট গভীর গর্ত থেকে শিশুকে উদ্ধার করে কামাল ভারতীয় সেনার

স্বাভাবিক ভঙ্গিমায় কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে যেমন তোপ দাগেন, ঠিক তেমনি তুলধোনা করতে ছাড়েননি রাজ্যের তৃণমূল সরকারকেও। কেন্দ্রের বিরুদ্ধে কালো টাকা ফেরানো, কর্মসংস্থান, কৃষি ঋণ মকুব নিয়ে যেমন প্রশ্ন ছিল, ঠিক তেমনি রাজ্যের উন্নয়ন নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

আরও পড়ুনঃ ‘ভারতমাতা কি জয়’, বলে দলের মধ্যেই ফের বিপদে নেতা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইঙ্গিত করে জনসাধারণের উদ্দেশ্যে তিনি বলেন, বাংলায় একজনই শাসন চালাচ্ছে। এরকম একনায়কতান্ত্রিক শাসন চলা উচিৎ কিনা, সেই প্রশ্নও জনসাধারণের উদ্দেশ্যে ছূড়ে দেন তিনি৷ মমতা একনায়কতন্ত্ৰ চালাচ্ছেন বলেই জানিয়ে দেন রাহুল।

বামফ্রন্টের আমলে কংগ্রেস কর্মীরা আক্রান্ত হত এবং তা এই মুহূর্তে তৃণমূল সরকারের সময়েও অব্যাহত আছে বলে তিনি মন্তব্য করেন। তৃণমূল সরকার অনেক কথা ও প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল, কিন্তু তার কিছুই তারা পূরণ করেনি বলে তৃণমূলকে কটাক্ষ করেন রাহুল।

আরও পড়ুনঃ গোষ্ঠীদ্বন্দ্ব সামলে নিশীথের হয়েই প্রচার শুরু বিজেপির বিক্ষুব্ধদের

মমতার রাজ্যে সারাক্ষণ ভাষন চলে, কিন্তু কাজের কাজ হয় না। বাংলায় জনগনের কথার মূল্যায়ন করা হয়না বলেও তিনি উল্লেখ করেন। রাজ্যের তৃণমূল সরকারকে অনেক সহ্য করা হয়েছে বলে এবার পরিবর্তনের ডাক দিলেন রাহুল গান্ধী।

তিনি গত ডিসেম্বরে রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তীসগড় এই ৩ রাজ্যে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সাফল্যের কথাও তুলে ধরেন। ক্ষমতায় এসেই এই ৩ রাজ্যে কংগ্রেস কৃষি ঋণ মকুব করেছে বলে তিনি জানান৷ কিন্তু এই রাজ্যে কৃষক ও যুবকদের জন্য মমতা কি কি করেছেন, তা তিনি প্রশ্ন তোলেন। কৃষকরা ঋণ মকুবের দাবি তুললেন মোদী বা মমতা কেউই তা মানেন না বলে তিনি মন্তব্য করেন।

আরও পড়ুনঃ নির্বাচন কমিশনের নতুন অ্যাপ সি ভিজিল, জনতার অভিযোগে ১০০ মিনিটের মধ্যে ব্যবস্থা

সদ্য দলত্যাগী মালদহের কংগ্রেস সাংসদ মৌসুম বেনজীর নূরকে তিনি কটাক্ষ করেন৷ নাম না করেই মৌসুমকে প্রতারক বলে উল্লেখ করেন তিনি। কংগ্রেসের পুরনো সাংসদ প্রতারণা করে তৃণমূলে যোগ দিয়েছেন বলে তিনি মন্তব্য করেন। প্রতারণা করে বাংলায় টিকে থাকা যাবে না, সেটা বুঝিয়ে দিয়ে জনগনকে আহ্বান জানান রাহুল।

আরও পড়ুনঃ ভোটের গানে বিপাকে বাবুল, কমিশনের হাতে টুইট অস্ত্র

তবে বাংলায় এসে মহাজোটের অন্যতম কান্ডারী মমতাকেই ঠুকবেন রাহুল, এটা ভাবেননি রাজনৈতিক বিশেষজ্ঞরাও। কিন্তু এদিন মোদীর পাশাপাশি মমতাকেও টার্গেট করেন কংগ্রেস সভাপতি।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
সদ্য পিতৃহারা কোলের শিশুর ছবিও ভোট প্রচারে দিয়ে বিতর্কে তৃণমূল https://thenewsbangla.com/trinamool-congress-uses-a-childs-photo-in-vote-campaign-who-lost-his-father/ Wed, 13 Mar 2019 15:33:23 +0000 https://www.thenewsbangla.com/?p=8356 সদ্য বাবাকে হারিয়েছে সে। জীবনে কত বড় ক্ষতি হয়ে গেছে সেটা বোঝার ক্ষমতা এখনও হয়নি তার। আর সেই বাবাকে হারান ছোট্ট শিশুর ছবিও দেওয়া হল ভোটের প্রচারে। সদ্য পিতৃহারা কোলের শিশুর ছবিও ভোট প্রচারে দিয়ে বিতর্কে তৃণমূল। তুমুল সমালোচনা রাজ্য জুড়ে।

আরও পড়ুনঃ ভোটের আগেই মমতা রাহুলকে টুইট করলেন মোদী

গত ৯ ফেব্রুয়ারি কৃষ্ণগঞ্জ বিধানসভার অন্তর্গত ফুলবাড়ি এলাকায় বাড়ির কাছেই সরস্বতী পুজোর উদ্বোধন অনুষ্ঠানে তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাসকে গুলি করে হত্যা করে দুষ্কৃতীরা। সত্যজিৎ ছিলেন কৃষ্ণগঞ্জের দাপুটে নেতা তথা জেলা যুব তৃণমূল সভাপতি। তাঁর পরিবারকে দেখার আশ্বাস দিয়েছিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরেই এই বড় ঘোষণা। সত্যজিৎ বিশ্বাসের স্ত্রী রূপালী বিশ্বাসকে একেবারে লোকসভার যুদ্ধে নামার টিকিট দিলেন নেত্রী।

আরও পড়ুনঃ বিজেপি নেতাদের মানসিক রুগী বলে কটাক্ষ মমতার

ভোটে দাঁড়ান, তাও আবার লোকসভা ভোটে? কল্পনাই করতে পারেননি নিহত তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাসের স্ত্রী রূপালী বিশ্বাস। মঙ্গলবার বিকেলে টিভিতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নদিয়ার রানাঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করা মাত্র বাড়ির সকলের সামনেই তিনি ঝরঝর করে কেঁদে ফেলেছিলেন। স্বামীর কথা মনে করেই চোখে জল এসেছিল তাঁর।

আরও পড়ুনঃ বাংলার ৪২টি কেন্দ্রকেই স্পর্শকাতর ঘোষনার দাবি বিজেপির

রানাঘাটের সাংসদ তাপস মণ্ডলকে সরিয়ে যাঁকে নতুন প্রার্থী করল তৃণমূল, সেই রূপালী কোনদিন রাজনীতির ছায়া মাড়াননি। স্বামীর সঙ্গেও রাজনীতি নিয়ে বিশেষ কথা হত না তাঁর। বেতাই অম্বেডকর কলেজ থেকে স্নাতক হওয়ার পরে ২০১৬ সালে তাঁদের বিয়ে। সংসার আর দেড় বছরের ছেলে সৌম্যজিৎ, এত দিন এই নিয়েই ছিল তাঁর জগৎ।

আরও পড়ুনঃ রাজনৈতিক জীবন নিয়ে রহস্য রাখলেন ডিপ্লোম্যাটিক সুন্দরী বৈশাখী

নদিয়ার প্রধান মতুয়া-মুখ সত্যজিতের স্ত্রীকে দিয়েই যে মতুয়া অধ্যুষিত রানাঘাট কেন্দ্রে বিজেপিকে চাপে ফেলা যেতে পারে, এটা বুঝে নিতে শীর্ষ নেতাদের দেরি হয়নি। রূপালী প্রার্থী হয়েছেন জানার পরেই বিকেলে বাড়িতে ভিড় জমতে থাকে। তিনি নিজে অবশ্য ছিলেন বিষণ্ণ, চুপচাপ। দেখেই বোঝা যাচ্ছিল, জোর করে চেপে রেখেছেন কান্না। কোলের বাচ্চা সামলে ভোটের ময়দানে লড়াই করতে হবে।

আরও পড়ুনঃ বাংলায় কেন্দ্রীয় বাহিনীকে কাজে না লাগিয়ে আর ফেলে রাখা যাবে না

আর সেই দেড় বছরের ছেলে সৌম্যজিৎই এবার বিতর্কের কেন্দ্রে। নিহত তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাসের স্ত্রী রূপালী বিশ্বাস এর ভোটের প্রচারে স্বামী সত্যজিৎ এর ছবির পাশাপাশি তাঁর ছোট্ট ছেলের ছবি দিতেও বাধেনি তৃণমূল নেতা কর্মীদের। গতকাল নাম ঘোষণা হয়েছে। আর আজই মৃত সত্যজিৎ বিশ্বাস এর পাশাপাশি তাঁর দেড় বছরের ছেলে সৌম্যজিৎ এর ছবি দিয়েই ব্যানার ছাপিয়ে ফেলে তৃণমূল নেতা কর্মীরা।

আরও পড়ুনঃ লোকসভা ভোটের আগে পাকিস্তানে ফের একটা সার্জিক্যাল স্ট্রাইক হবে

কোলের শিশুর ছবি দিয়ে ভোট ভিক্ষা করা নিয়েই শুরু হয়েছে সমালোচনার ঝড়। বিরোধী দলগুলির তরফে সমালোচনা করা হয়েছে। পাশাপাশি কোলের শিশুকে ভোট যুদ্ধের বাইরে রাখার অনুরোধ জানান হয়েছে সব মহল থেকেই। তৃণমূল নেতা কর্মীরা সাধারণ মানুষের এই অনুরোধ রাখেন কিনা সেটাই দেখার।

আরও পড়ুনঃ পুলিশে ভরসা নেই, একমাস আগেই বাংলায় কেন্দ্রীয় বাহিনী
আরও পড়ুনঃ বাংলার কোন লোকসভা আসনে কবে ভোট দেখে নিন
আরও পড়ুনঃ সমস্ত তর্জন গর্জন সার, তৃণমূলের বাতিল সাংসদকে দলে নিয়ে মুখ রক্ষা মুকুলের
আরও পড়ুনঃ লাস্যময়ী নুসরত ও সুন্দরী মিমিই এবার মমতার চমক

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>