Vidyasagar – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Mon, 05 Sep 2022 12:51:40 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Vidyasagar – The News বাংলা https://thenewsbangla.com 32 32 বাংলার ডাক, ৫ই সেপ্টেম্বর নয়, ২৬শে সেপ্টেম্বর পালন করুন জাতীয় শিক্ষক দিবস https://thenewsbangla.com/national-teachers-day-must-celebrate-on-september-26-not-september-5-bengal-people-voice/ Mon, 05 Sep 2022 07:41:10 +0000 https://thenewsbangla.com/?p=16649 বাংলার ডাক, ৫ই সেপ্টেম্বর নয়, ২৬শে সেপ্টেম্বর পালন করুন জাতীয় শিক্ষক দিবস। সর্বপল্লি রাধাকৃষ্ণণের জন্মদিবসটি শিক্ষক দিবস হিসেবে সারা দেশে পালিত হয়। কিন্তু আমাদের একটি ঘটনার কথা জেনে রাখা উচিত। যে দুই খণ্ডের ‘ইন্ডিয়ান ফিলজফি’ গ্রন্থের জন্য রাধাকৃষ্ণণের এত প্রসিদ্ধি, অভিযোগ উঠেছিল যে, সেটি আদপেই তাঁর লেখা নয়। সেটি নাকি লিখেছিলেন যদুনাথ সিংহ। সর্বপল্লি রাধাকৃষ্ণণের বিরুদ্ধে উঠেছিল, গবেষণা চুরির অভিযোগ।

১৯১৭ সালে এমএ পাশ করার পর, যদুনাথ সিংহ তাঁর গবেষণাপত্রের প্রথম খণ্ড ১৯২২ সালে এবং দ্বিতীয় খণ্ড ১৯২৩ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে, প্রেমচন্দ-রায়চন্দ স্কলারশিপের আবেদনের সঙ্গে জমা দিয়েছিলেন। অভিযোগ, এই গবেষণাপত্রের দ্বিতীয় খণ্ড থেকেই অনেকটাই নকল করে, রাধাকৃষ্ণণ গ্রন্থাকারে ১৯২৭ সালে লন্ডন থেকে স্বনামে প্রকাশ করেন নিজের বই ‘ইন্ডিয়ান ফিলজফি’।

ওই সময়ে রাধাকৃষ্ণণ কলকাতা বিশ্ববিদ্যালয়ে, উচ্চপদে কর্মরত ছিলেন। যদুনাথ তাঁর অসাধারণ মেধা ও পাণ্ডিত্যের জন্য, ১৯২৩ সালে গ্রিফিথ পুরস্কার, ১৯২৪ সালে মোয়াট মেডেল ও তার আগে ১৯১৫-১৬ সালে ক্লিন্ট মেমোরিয়াল ও ফিলিপ স্মিথ পুরস্কারে ভূষিত হয়েছিলেন। পরাধীন ভারতবর্ষে শিক্ষা জগতের এই পুরস্কারগুলি ইংরেজদের কাছ থেকে ছিনিয়ে আনতে, কতটা প্রতিভাশালী হতে হত, তা অনেকেই জানেন।

আরও পড়ুনঃ শিক্ষক দিবস, টাকা দিয়ে কেনা পেশায় শ্রদ্ধা থাকে না, লজ্জার অন্ধকারে বাংলার শিক্ষা

রাধাকৃষ্ণণ ‘ইন্ডিয়ান ফিলজফি’ গ্রন্থটি লন্ডন থেকে প্রকাশ করার বেশ কিছুদিন পর, তা যদুনাথের নজরে আসে। তাঁর মতে, বইটির অনেকটা অংশই তাঁর গবেষণাপত্রের হুবহু নকল। ১৯২৯ সালের ২২ অগস্ট, কলকাতা হাইকোর্টে মামলা করেন তিনি। যদুনাথকে নানাভাবে সহযোগিতা করেন, ‘প্রবাসী’ ও ‘মডার্ন রিভিউ’ পত্রিকার সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায়। মামলা অনেকদিন চলে।

অনেকদিন মামলা চলার পর, একটা ‘আউট অব কোর্ট সেটলমেন্ট’ করা হয়। অনেকে অভিযোগ করেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র যদুনাথ সিংহর উপর চাপ সৃষ্টি করেন, যাতে তিনি মামলা প্রত্যাহার করে নেন। কারণ সেই সময় সর্বপল্লি রাধাকৃষ্ণণ একজন বিখ্যাত ব্যক্তি, নাম করা শিক্ষাবিদ, পরবর্তীকালে ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি।

গোটা বাংলা জুড়ে, আজকের দিনে একটাই ডাক, ৫ই সেপ্টেম্বর নয়, ২৬শে সেপ্টেম্বর পালন করুন জাতীয় শিক্ষক দিবস। কারণ ২৬শে সেপ্টেম্বর, জন্মগ্রহণ করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

]]>
বিদ্যাসাগর মূর্তি ভাঙার তদন্তে বিশেষ তদন্ত দল গঠন মমতার https://thenewsbangla.com/mamata-banerjee-formed-a-sit-to-investigate-vidyasagar-statue-case/ Thu, 16 May 2019 16:20:22 +0000 https://www.thenewsbangla.com/?p=12993 বিদ্যাসাগর মূর্তি ভাঙার তদন্তে; বিশেষ তদন্ত দল গঠন মমতার। গত মঙ্গলবার বিদ্যাসাগর কলেজে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনায়; সিট গঠন করল লালবাজার। ৬ সদস্যের সিট গঠন করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ডিসি নর্থ দেবাশিস সরকারের নেতৃত্বে; সিট গঠন করা হয়েছে।

শুক্রবার প্রথম বৈঠকে বসতে পারে সিট৷ সিট-কে দ্রুত রিপোর্ট দিতে; নির্দেশ দেওয়া হয়েছে লালবাজারের তরফে ৷ পুলিশের হাতে ৫০টি ভিডিও ফুটেজ এসেছে; বলেও জানান হয়েছে৷ লালবাজার সূত্রে খবর, এই ঘটনার সঙ্গে জড়িত আরও বেশ কয়েকজনের নাম পাওয়া গিয়েছে। দোষীদের সনাক্তকরণের কাজ চলছে।

আরও পড়ুনঃ পুলিশি গাফিলতিতে দেড় মাস ধরে অকেজো বিদ্যাসাগর কলেজের সিসিটিভি

শেষ দফার ভোটের আগে বিদ্যাসাগরকে নিয়ে; জোর টানাপোড়েন শুরু হল বঙ্গ রাজনীতিতে। বিদ্যাসাগরের মূর্তি কে ভাঙল? এই লাখ টাকার প্রশ্নেই তোলপাড় রাজনীতির ময়দান। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে; একে অপরের বিরুদ্ধে অভিযোগ করে; সোচ্চার হয়েছে তৃণমূল ও বিজেপি।

ইতিমধ্যেই দুই দলের তরফেই প্রমাণস্বরূপ; মূর্তি ভাঙচুরের ঘটনার ভিডিও সামনে আনা হয়েছে। কিন্তু কোনটা সত্যি? ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত নেমে; বেশ কয়েকটি ভিডিওকে আলাদা করেছে পুলিশ। কী রয়েছে ওই ভিডিওগুলিতে?

আরও পড়ুনঃ ডায়মন্ডহারবারের বিষ্ণুপুর থানা এলাকা থেকে মানুষকে পালাতে হল কেন

একটি ভিডিওতে দেখা গিয়েছে, গেরুয়া পোশাক পরা একদল যুবক বিদ্যাসাগর কলেজ হস্টেলের বাইরে; বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুর করছে। অন্য ভিডিওতে দেখা গিয়েছে; ক্যাম্পাসের মধ্যে থাকা একদল যুবক দেওয়াল লক্ষ্য করে পাথর ছুড়ছে। সেখানে কয়েকজন যুবক দাঁড়িয়ে রয়েছে; যাদের হাতে বিজেপির পতাকা ও পরনে গেরুয়া পোশাক।

সব ভিডিওই খতিয়ে দেখছে কলকাতা পুলিশ। বিদ্যাসাগর কলেজে তাণ্ডবের ঘটনায়; যে ৫৮ জনকে গ্রেফতার করা হয়েছে; তাঁরা সকলেই বিজেপি সমর্থক। সেদিনের হামলার জন্য বিজেপি বাইরের রাজ্য থেকে লোক এনেছিল; অভিযোগ করেছে তৃণমূল।

আরও পড়ুনঃ ভোটের আগে ফের সরিয়ে দেওয়া হল বাংলার দুই পুলিশ অফিসারকে

তবে পুলিশের তরফে জানানো হয়েছে; ধৃতরা সকলেই হুগলি, বর্ধমান, উত্তর ২৪ পরগনা, টিটাগড়ের বাসিন্দা। ধৃত ৫৮ জনের মধ্যে ১০ জনকে; পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। বাকিদের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। আরও ৫০ জনকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে।

]]>