VHP’s Dharam Sabha – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Sun, 25 Nov 2018 04:39:24 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg VHP’s Dharam Sabha – The News বাংলা https://thenewsbangla.com 32 32 রামমন্দির নয়, হিন্দু ক্ষোভ থামাতে অযোধ্যায় রামমূর্তির ঘোষণা যোগীর https://thenewsbangla.com/no-rama-temple-but-the-idol-of-lord-rama-is-announced-in-ayodhya-to-stop-hindu-agitation/ Sun, 25 Nov 2018 04:28:09 +0000 https://www.thenewsbangla.com/?p=3063 The News বাংলা, অযোধ্যা: শেষ পর্যন্ত কিছুটা হলেও শিবসেনা, আরএসএস ও বিশ্ব হিন্দু পরিষদ কে সন্তুষ্ট করতে পারল বিজেপি সরকার। অযোধ্যায় রাম মন্দির নির্মাণের দাবির মাঝেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘোষণা করে দিলেন, অযোধ্যায় রাম মূর্তি হচ্ছে।

Image Source: Google

স্ট্যাচু অফ ইউনিটির পর এবার আরও বড় এক মূর্তি। ২২১ মিটার উঁচু রামের মূর্তি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে উত্তরপ্রদেশ সরকার, জানিয়েছেন মুখ্যসচিব অবিনাশ অবস্থী। একটি বিবৃতিতে যোগী সরকার জানিয়েছে ২২১ মিটার উঁচু রাম মূর্তিটি তৈরি হবে অযোধ্যায়। সম্পূর্ণ ব্রোঞ্জ দিয়ে তৈরি এই মূর্তির আসল উচ্চতা হবে ১৫১ মিটার ও রামের মাথায় থাকবে ছাতা যার উচ্চতা হবে ২০ মিটার। স্তম্ভমূল বা মূর্তিটির পাদভূমির উচ্চতা হবে ৫০ মিটার।

আরও পড়ুনঃ ‘পহেলে মন্দির, ফির সরকার’ আশঙ্কায় ‘বাবরি মসজিদের’ অযোধ্যা

Image Source: Google

মূর্তির সংলগ্ন স্থানে থাকবে একটি বিশেষ মিউজিয়াম যেখানে রাম জন্মভূমি ও অন্যান্য লোকগাথা সম্পর্কিত বিষয়ক তথ্য ও ভাস্কর্য প্রদর্শিত হবে। রাম-মূর্তির আশেপাশে গেস্ট হাউস, মাঠ, রাম কুঠি ও গুরুকূল করার পরিকল্পনা রয়েছে যোগী সরকারের। ক্ষমতায় আসার পরই, যোগী আদিত্যনাথ অযোধ্যায় রামের জন্মস্থানে তাঁর মূর্তি প্রতিষ্ঠার অঙ্গীকার করেছিলেন।

আরও পড়ুনঃ অযোধ্যায় বিশ্ব হিন্দু পরিষদের জমায়েতে অশান্তির আশঙ্কায় সংখ্যালঘুরা

এই কাজের ভার দেওয়ার জন্য এখনও পর্যন্ত পাঁচটি সংস্থার নাম প্রস্তাবিত হয়েছে। এই মুহূর্তে চলছে মাটি পরীক্ষা। তবে এই মূর্তি নির্মাণ করতে ঠিক কত টাকা খরচ হবে ও কোথায় নির্মাণ করা হবে তা স্পষ্ট করে জানায় নি যোগী সরকার।

The News বাংলা

পাশাপাশি প্রশ্ন উঠে গেল, রাম মন্দির নির্মাণের দাবির চাপ কমাতে ও অযোধ্যা-ইস্যুকে আরও স্পটলাইটে আনতেই কি যোগীর এমন কৌশল! যোগী সরকার কিন্তু সরকারি টুইটার অ্যাকাউন্ট থেকে বিশ্বের সব থেকে উঁচু রাম মন্দির নির্মাণের ঘোষণা করে ফেলেছে ইতিমধ্যেই।

Image Source: Google

লোকসভা ভোটের আগে রাম মন্দির নির্মাণের বিষয়টি নিয়ে মোদী সরকারের উপর রীতিমত ক্ষুব্ধ হিন্দু সংগঠনগুলি। রাম মন্দির নির্মাণের দাবিতে সোচ্চার হয়ে ইতিমধ্যেই রবিবার ধর্মসভা করতে, অযোধ্যায় জমায়েত হয়েছে শিবসেনা ও বিশ্ব হিন্দু পরিষদ ও আরএসএস এর লক্ষ্য লক্ষ্য ভক্ত ও সমর্থক।

আরও পড়ুনঃ “নীচু জাতের মোদীর হিন্দু ধর্ম নিয়ে বলার অধিকার নেই” বিতর্কে কংগ্রেস নেতা

Image Source: Google

তবে রাজনৈতিক বিশেষঙ্গরা বলছেন, এই সকল অস্বস্তির নাগপাশ থেকে বেরোতেই বিজেপি আবার রাম নামে শান দিয়ে পুরোনো হাতিয়ারকে ইস্যু করেই ভোটে এগোতে চাইছে। সম্প্রতি সুপ্রীম কোর্টের রায়ে রামমন্দির সংক্রান্ত মামলার রায় পুনরায় স্থগিত করা হয়েছে। অতএব, লোকসভা ভোটের আগে রামমন্দির সংক্রান্ত কোনো আশা যে দেখানো সম্ভব হচ্ছেনা, সেটাও পরিষ্কার। আর তাই আপাতত রাম মূর্তির ঘোষণা।

]]>
‘পহেলে মন্দির, ফির সরকার’ আশঙ্কায় ‘বাবরি মসজিদের’ অযোধ্যা https://thenewsbangla.com/rama-temple-first-then-government-slogan-at-ayodhyas-babri-mosque/ Sat, 24 Nov 2018 09:52:05 +0000 https://www.thenewsbangla.com/?p=3014 The News বাংলা, ফৈজাবাদ: লোকসভা ভোট যতই এগিয়ে আসছে, রামমন্দির নিয়ে উত্তেজনার পারদ ততই চড়তে শুরু করেছে। প্রতিবারের মতোই, এবারের লোকসভা ভোটেও রামমন্দিরের দাবী অন্যতম বড় ইস্যু হয়ে উঠতে চলেছে উত্তরপ্রদেশের রাজনীতি ও দেশে রাজনীতিতে। আর সেই নিয়েই অযোধ্যায় শিবসেনা ও বিশ্ব হিন্দু পরিষদের জমায়েতে অশান্তির আশঙ্কায় শঙ্কিত প্রশাসন থেকে সংখ্যালঘুরা। ফের একবার ১৯৯২ এর স্মৃতি ফিরছে বাবরি মসজিদ এলাকায়।

Image Source: Google

রবিবার, রাম মন্দির নির্মাণের দাবিতে বিশ্ব হিন্দু পরিষদ, ভারতের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস) ও শিবসেনার কর্মসূচিকে ঘিরে অযোধ্যায় আবার থমথমে পরিস্থিতি বিরাজ করছে। গেরুয়া বাহিনী এতদিন বলছিল, ‘মন্দির ওহি বনায়েঙ্গে।’ এখন স্লোগান, ‘মন্দির জলদি বনায়েঙ্গে।’ যার ফলে, অযোধ্যায় রামমন্দির তৈরিতে কেন্দ্রকে দ্রুত পদক্ষেপের জন্য চাপ দিতে শুরু করে দিল শিবসেনা, বিশ্ব হিন্দু পরিষদ ও আরএসএস।

Image Source: Google

আগামীকাল রবিবার, অযোধ্যায় এই তিন সংগঠনেরই রয়েছে কর্মসূচি। আর সে বিষয়কে কেন্দ্র করেই অযোধ্যায় কড়া সর্তকতামূলক ব্যবস্থা নিয়েছে রাজ্য প্রশাসন। এদিকে, শনিবারই অযোধ্যায় দুদিনের সফরে এসেছেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। জানা গেছে, রাম মন্দিরের দাবিতে অযোধ্যায় ও রাজ্যের সব বিধানসভা এলাকায় প্রার্থনার আয়োজন করবে শিবসেনা। ইতিমধ্যেই, শনিবার সকালে অযোধ্যায় হাজির প্রায় ২৫ হাজার শিবসেনা সমর্থক।

Image Source: Google

অন্যদিকে, একইদিনে অযোধ্যায় বিক্ষোভ সমাবেশ করবে আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ। অযোধ্যা পুলিশের অনুমান, রবিবার আরএসএস ও শিবসেনার অনুষ্ঠান উপলক্ষ্যে উত্তরপ্রদেশের এই শহরে লক্ষাধিক লোকের সমাবেশ হতে পারে।

আরও পড়ুনঃ অযোধ্যায় বিশ্ব হিন্দু পরিষদের জমায়েতে অশান্তির আশঙ্কায় সংখ্যালঘুরা

আগে থেকেই রামমন্দির বিষয়ে বিজেপির সঙ্গে শিবসেনার সম্পর্ক বেশ উত্তপ্ত। শুক্রবার শিবসেনা নেতা সঞ্জয় রাউত বলেছেন, ‘মাত্র ১৭ মিনিটে আমরা বারবি মসজিদ ভেঙে ধুলিস্যাৎ করে দিয়েছিলাম। অথচ এতবছরেও মন্দির নির্মাণের জন্য আইন পাশ করে নি বিজেপি’।

Image Source: Google

এর আগে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে বলেছিলেন, ‘অনেক হয়েছে। এবার প্রথমে মন্দির, তারপর সরকার’। এসব বিষয় বিবেচনা করে বিজেপি সরকারের বিরুদ্ধে তির্যক মন্তব্য করে অযোধ্যায় রবিবার সেনা মোতায়নের দাবিতে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছেন সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব।

আরও পড়ুন: মার্চে বন্ধ দেশের অর্ধেক এটিএম কি মোদীর নোটবন্দীর কুফল

উত্তরপ্রদেশের প্রাক্তণ মুখ্যমন্ত্রী বলেছেন, ‘বিজেপি সুপ্রিম কোর্ট কিংবা সংবিধানে বিশ্বাস করে না। ওরা যে কোনও কিছুই করতে পারে। অযোধ্যায় এখন যা পরিস্থিতি তাতে সেখানে সেনা ডাকা প্রয়োজন’।

Image Source: Google

২০১৯ এ লোকসভা ভোটের আগেই অযোধ্যায় রামমন্দির তৈরিতে কেন্দ্রকে দ্রুত পদক্ষেপের জন্য চাপ দিতে শুরু করে দিল শিবসেনা, বিশ্ব হিন্দু পরিষদ ও আরএসএস। শনিবারই ৫টি ট্রেন ভর্তি শিবসেনা ও গেরুয়া সমর্থকরা পৌঁছেছেন অযোধ্যায়৷ আরও কর্মী সমর্থক আসছেন।

আরও পড়ুন: “নীচু জাতের মোদীর হিন্দু ধর্ম নিয়ে বলার অধিকার নেই” বিতর্কে কংগ্রেস নেতা

ইতিমধ্যেই দুদিনের অযোধ্যা সফরে পৌঁছে গিয়েছেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। রবিবার শিবসেনার ‘মন্দির জনসভা’। শিবসেনার লাখখানেক সমর্থক থাকবে এই সভায়। সেটাই আবার বিশ্ব হিন্দু পরিষদের ‘ধর্ম সভা’। সেখানে এই ধর্মীয় সংগঠনের প্রায় ১ লক্ষ কর্মী-সমর্থক জড়ো হবেন। আরএসএস-এর ১ লক্ষ সমর্থকও র‌্যালিতে থাকবেন বলে জানা গেছে। সঙ্গে মন্দিরের দাবিতে বহু সাধু সন্ত।

Image Source: Google

বিশ্ব হিন্দু পরিষদ, আরএসএস ও শিবসেনার হুঙ্কার, একদম এক। ‘পহেলে মন্দির, ফির সরকার।’ ঘটনাপ্রবাহে স্পষ্ট, লোকসভার আগে হিন্দুত্ব ইস্যুতে এককাট্টা গেরুয়া দলগুলি। ভোটের ইস্যু একটাই, রাম মন্দির।

আরও পড়ুন: গরু তুমি কার ? বিজেপির ‘গোমাতা’য় হাত কংগ্রেসের

ফৈজাবাদ জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে রাম জন্মভূমি-বাবরি মসজিদ জমি সংলগ্ন বিতর্কিত এলাকায়। স্থানীয় পুলিশ,বিএসএফ, সিআরপিএফ,আরএএফ নিয়ে প্রায় ৪০০০ নিরাপত্তা কর্মী দিয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা অযোধ্যা। গেরুয়া বাহিনীর এই সব তাণ্ডব দেখে, অযোধ্যা ছেড়েছেন সংখ্যালঘু সম্প্রদায়ের বহু মানুষ। গোটা রাজ্যজুড়ে রবিবারের শিবসেনা ও বিশ্ব হিন্দু পরিষদের ধর্মসভা নিয়ে সতর্কবার্তা জারি হয়েছে।

]]>