Vatpara Situation Worse – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Thu, 20 Jun 2019 08:07:56 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Vatpara Situation Worse – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ফের রণক্ষেত্র ভাটপাড়া, গুলির লড়াইয়ে মৃত এক, পুলিশের গুলি https://thenewsbangla.com/vatpara-situation-worse-one-dead-in-gun-fight-police-opened-fire/ Thu, 20 Jun 2019 08:07:56 +0000 https://www.thenewsbangla.com/?p=14156 ফের রণক্ষেত্র ভাটপাড়া; গুলির লড়াইয়ে মৃত এক; শুন্যে পুলিশের ১০ রাউণ্ড গুলি। নতুন থানা উদ্বোধনের আগেই; ফের রণক্ষেত্র হয়ে উঠল ভাটপাড়া। ভাটপাড়া ফাঁড়ির ২০০ গজের মধ্যেই; চলছে বোমাবাজি। চলছে গুলির লড়াই। ইতিমধ্যেই গুলিবিদ্ধ হয়ে; একজনের মৃত্যুৃর খবর মিলেছে। মৃতের নাম রামবাবু সাউ।

বৃহস্পতিবার ভাটপাড়ায় নতুন থানা; উদ্বোধন হওয়ার কথা। থানা উদ্বোধন করার কথা রাজ্যের ডিজি বীরেন্দ্রর। ভাটপাড়ায় এতদিন পুলিশ ফাঁড়ি ছিল। জগদ্দল থানার অন্তর্গত ছিল সেই ফাঁড়ি। কিন্তু ভোট পরবর্তী হিংসায় গত এক মাস ধরে উত্তপ্ত ভাটপাড়া। শান্তি ফেরানোর চেষ্টায়; বারবার ব্যর্থ হতে হচ্ছে প্রশাসনকে।

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রী মমতার বিভিন্ন প্রকল্পে, কাটমানি খেয়ে ফুলে ফেঁপে উঠেছে তৃণমূল নেতারা

এলাকায় শান্তি ফেরাতে জগদ্দল থানা ভেঙে; ভাটপাড়া থানা করার সিদ্ধান্ত নেওয়া হয়। ভাটপাড়া ফাঁড়িটি-ই বদলে হচ্ছে নতুন থানা। নতুন থানার ওসি হচ্ছেন রাজর্ষি দত্ত। নতুন থানা উদ্বোধন করতে ডিজি বীরেন্দ্রর আসার আগেই; নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে ভাটপাড়া। নতুন থানার নাকের ডগায় শুরু হয় বোমাবাজি ও গুলি বৃষ্টি।

আরও পড়ুনঃ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে, খলিল জিব্রান বানালেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান

দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে; এই মুহূর্তে রণক্ষেত্র ভাটপাড়া। দুষ্কৃতীদের বাগে আনতে; শূন্যে ১০ রাউন্ড গুলি ছোঁড়ে পুলিশ। ভাটপাড়ায় কার্যত লাগামহীন সন্ত্রাস চালাচ্ছে দুষ্কৃতীরা। ইতিমধ্যেই ভাটপাড়ায় গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যুর খবর মিলেছে। তবে পুলিশ না দুষ্কৃতী; কোন পক্ষের ছোঁড়া গুলিতে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে; তা নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে।

আরও পড়ুনঃ ৫ লক্ষ টাকা পর্যন্ত আয়কর ছাড় দিতে চলেছে মোদী সরকার, রাষ্ট্রপতির ভাষণে ইঙ্গিত

এই ঘটনায় এলাকার মানুষ; পুলিশ প্রশাসনের ব্যর্থতার অভিযোগ তুলেছে। গোটা এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। দোকানপাট সমস্ত বন্ধ হয়ে গিয়েছে। ভাটপাড়ায় এভাবে সন্ত্রাস, অশান্তির পিছনে বহিরাগতদের হাত রয়েছে; বলেই দাবি করছেন স্থানিয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ; পুলিস যথোপযুক্ত কোনও ব্যবস্থা নিচ্ছে না। ধরপাকড় চলছে ঠিকই; কিন্তু তাতে দুষ্কৃতীদের তাণ্ডব কমছে না।

]]>