Varanasi – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Wed, 18 May 2022 04:10:21 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Varanasi – The News বাংলা https://thenewsbangla.com 32 32 কাশীর পর মথুরা, কৃষ্ণের জন্মস্থানে মসজিদ বন্ধের আর্জি, ইদগাহ সিল করতে মামলা https://thenewsbangla.com/kashi-mathura-petition-to-close-mosque-at-krishna-birthplace-case-to-seal-idgah/ Wed, 18 May 2022 04:09:41 +0000 https://www.thenewsbangla.com/?p=15104 কাশীর পর এবার মথুরায় কৃষ্ণের জন্মস্থানে, মসজিদ বন্ধের আর্জি; ইদগাহ সিল করতে আদালতে দায়ের মামলা। মথুরায় মসজিদ বন্ধ ও ইদগাহ ময়দান সিলের দাবিতে মামলা। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, পশ্চিম উত্তরপ্রদেশের মথুরায়; শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। মন্দির সংলগ্ন শাহি ইদগাহ নিয়ে; বিতর্ক তৈরি হয়েছে বহুদিন থেকেই। মথুরার শ্রীকৃষ্ণ জন্মভূমিতে মন্দিরের কাছে যে মসজিদটি আছে; তার জায়গা হিন্দুদের কাছে হস্তান্তর করার দাবি উঠেছে। এবার সেই নিয়েই; মামলা হল আদালতে।

গত বেশ কয়েকদিন ধরেই; ঐতিহাসিক বারাণসী জ্ঞানবাপী মসজিদ নিয়ে বিতর্ক চরমে উঠেছে। আদালতের নির্দেশে মসজিদে সমীক্ষা চলেছে; সমীক্ষা চলাকালীন ওজুখানায় ‘শিবলিঙ্গ’ মিলেছে বলেও দাবি করা হয়েছে। এরপরই সিল করা হয়েছে মসজিদের ওজুখানা। এই আবহে এবার মথুরার ইদগাহ ময়দানও; সিল করে সেখানে নমাজ বন্ধের আর্জি জানিয়ে আবেদন দায়ের হল আদালতে। মথুরার স্থানীয় আদালতেই; দু-জন আইনজীবী এই নিয়ে পৃথক দুটি মামলা দায়ের করেছেন।

লখনউয়ের আইনজীবী শৈলেন্দ্র সিং, মথুরা দায়রা জজ আদালতে; একটি পিটিশন দাখিল করেছেন। আবেদনে তাঁর আর্জি, শাহি ইদগাহে মুসলমানদের নমাজ পড়া বন্ধ রাখার নির্দেশ দেওয়া হোক। আবদেনকারী বলেন, ‘যেখানে মন্দির ছিল সেখানেই শাহি ইদগাহ মসজিদ গড়ে উঠেছে; এখানেই ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। আমরা চাই না যে; মুসলমানরা শাহি ঈদগাহ মসজিদে নমাজ পড়ুক’।

আরও পড়ুনঃ বাবরি-র পর জ্ঞানবাপি, ‘মন্দির ওহি বনেগা’

কয়েকদিন আগেই মথুরার কৃষ্ণ জন্মভূমি সংলগ্ন এলাকায় অবস্থিত, সেই মসজিদ এলাকায় সমীক্ষার জন্য; অ্যাডভোকেট কমিশনরকে নিয়োগের পিটিশন দায়ের হয় আদালতে। এই একই ধরনের এক পিটিশনের ভিত্তিতেই; কাশীর জ্ঞানবাপী মসজিদে সমীক্ষা চলছে।

২০২০ সালের ২৩ ডিসেম্বর থেকে; মথুরার সিভিল জজ কোর্টে মামলা চলছে। ভগবান কেশবদেব মন্দিরের তরফে, দায়ের করা ওই পিটিশনে; শ্রীকৃষ্ণের চিহ্ন রয়েছে বলে শাহি দরগা সরিয়ে দেওয়ার দাবি করা হয়েছে। এলাকা শ্রীকৃষ্ণ জন্মভূমি বলে দাবি; মন্দিরের দাবি ইদগাহের ১৩.৩৭ একর জমি তাদের।

‘ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থানের’ পাশে ইদগাহ মসজিদ, সিল করার আর্জি নিয়ে দায়ের করা মামলা; শুনানির জন্যও নিয়েও নিয়েছে মথুরা আদালত। ইতিমধ্যেই কৃষ্ণের জন্মস্থান তথা কাটরা কেশবদেব মন্দিরের ১৩.৩৭ একর জমি ও ইদগাহ মন্দির নিয়ে; হিন্দুত্ববাদীরা মথুরা আদালতেই অন্তত ১০টি আলাদা মামলা দায়ের করেছেন।

]]>
কাশীর কোতোয়াল, পুলিশ স্টেশনের হেড ইনচার্জ ভগবান কালভৈরব https://thenewsbangla.com/kotwal-of-kashi-kaal-bhairav-in-charge-of-kashi-varanasi-kotwali-police-station/ Fri, 29 Apr 2022 12:04:27 +0000 https://www.thenewsbangla.com/?p=14980 কাশীর কোতোয়াল; পুলিশ স্টেশনের হেড ইনচার্জ ভগবান কালভৈরব। থানার দায়িত্বে যখন ভগবান কালভৈরব; অপরাধী ও পাপীদের রেহাই নেই। উত্তরপ্রদেশের কাশী-বারাণসীর কোতোয়ালি পুলিশ স্টেশনের; হেড ইনচার্জ হলেন ভগবান কালভৈরব! থানার মুখ্য অফিসারের চেয়ারে রয়েছে কালভৈরবের মূর্তি; সাব-ইন্সপেক্টর বসেন তাঁর পাশের চেয়ারে! শুনতে আশ্চর্য লাগলেও ঘটনাটি সত্যি।

কাশীর কালভৈরব মন্দিরের ঠিক পিছনেই; বিশ্বেশ্বরগঞ্জ থানা। থানায় গেলে আপনি দেখতে পাবেন; মুখ্য-ভারপ্রাপ্ত অফিসারের চেয়ারে রাখা আছে ভগবান কালভৈরবের বাঁধানো ছবি। প্রতিদিন দেবতার পুজো করে, মালা পরিয়ে; শুরু হয় কোতোয়ালি থানার কাজ। পুলিশকর্মীরা বিশ্বাস করেন; ওই চেয়ারে বিরাজ করেন স্বয়ং প্রভু কালভৈরব। থানার SHO বা ‘স্টেশন হাউস অফিসার’; পাশের চেয়ারে বসে দায়িত্ব পালন করেন।

প্রথাটি এতটাই প্রাচীন যে; বেনারসের কোন পুলিশ অফিসারই ওই চেয়ারে বসার সাহস দেখান না। বরং এখানে এসে কালভৈরবের আশীর্বাদ নিয়েই; কাজ করেন তারা। কথায় আছে, কাশীর রাজা হলেন বিশ্বনাথ এবং কালভৈরব হলেন কাশীর নগরপাল বা কোতোয়াল। তাঁর অনুমতি ছাড়া কাশীতে বসবাস করা; বা বাবা বিশ্বনাথের দর্শন করা যায় না।

কিন্তু কে ছিলেন; এই কালভৈরব? ভৈরব শব্দটির অর্থ হল ভীষণ বা ভয়াবহ। ভগবান শিবের যে কয়টি অবতার আছে; তাদের মধ্যে সবচাইতে ভয়ঙ্কর এই কালভৈরব। কালভৈরব হলেন কাল বা সময়ের অধিপতি; বা মৃত্যুর দেবতা। তিনি পাপীদের দন্ড প্রদান করেন।

ব্রহ্মা একবার অহংকারের বশে; মহাদেবের নিন্দা করেছিলেন। ক্রোধিত হয়ে ব্রহ্মার অহং নাশ করতে; কালভৈরবকে পাঠিয়েছিলেন মহাদেব। যে মুখে ব্রহ্মা শিবনিন্দা করেছিলেন; ভীষণ রাগে সেই মুখটি ছিঁড়ে নেন কালভৈরব। কিন্তু ব্রহ্মার মুন্ড ছিঁড়ে নেওয়ায়; ব্রহ্মহত্যার পাপ এসে ধরে কালভৈরবকে। একারণে মাথাটি ছিঁড়ে নিলেও; সেই ছিন্ন মস্তক আটকে থাকে কালভৈরবের হাতেই। প্রচন্ড যন্ত্রনায় কালভৈরব ত্রিভুবনে ছুটে বেড়ান; কিন্তু কোনভাবেই যন্ত্রনার উপশম হচ্ছিল না। অবশেষে কাশীর গঙ্গায় হাত ডোবাতেই; কালভৈরবের হাত থেকে খসে পড়ে মুণ্ডু। শাপমোচন ঘটে তাঁর এবং যন্ত্রনার উপশম হয়। মহাদেবের আশীর্বাদ নিয়ে তখন থেকেই; কাশীতে প্রতিষ্ঠা লাভ করেন কালভৈরব।

আজও কাশীতে বাস করতে হলে অথবা বাবা বিশ্বনাথ এবং মা অন্নপূর্ণার দর্শন করতে হলে সবার আগে কালভৈরবের অনুমতি নিতে হয়। কাশীর ‘ল-এন্ড-অর্ডার’ এখনও তিনিই সামলান।

]]>
তেজ বাহাদুরের ভোটে লড়ার আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট https://thenewsbangla.com/sc-dismisses-ex-army-tej-bahadur-yadavs-plea-in-varanasi-against-modi/ Fri, 10 May 2019 06:49:06 +0000 https://www.thenewsbangla.com/?p=12655 আগেই মনোনয়ন বাতিল করেছিল নির্বাচন কমিশন; নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরোধিতা করে ভোটে লড়ার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন বরখাস্ত সেনা জওয়ান তেজ বাহাদুর যাদব; অবশেষে সুপ্রিম কোর্টও তার ভোটে লড়ার আবেদন খারিজ করে দিয়েছে।

৬ই মে উত্তরপ্রদেশের বারানসীর সমাজবাদী পার্টির প্রার্থী তেজ বাহাদুর যাদব নির্বাচন কমিশন এর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায়; বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে থাকা বেঞ্চ জানিয়ে দেয়; নির্বাচনে লড়ার যোগ্যতাসম্পন্ন নন তেজ বাহাদুর।

দুই বছর আগে সেনা জওয়ানদের খারাপ কোয়ালিটির খাবার পরিবেশনের অভিযোগ তুলে শিরোনামে এসেছিলেন তেজবাহাদুর; সেনার শৃঙ্খলা না মানার অভিযোগে ২০১৭ সালেই চাকুরী থেকে বরখাস্ত করা হয় তাকে; বিধিভঙ্গকারী হিসেবে বরখাস্ত হয়েছিলেন; ফলে তার বিরুদ্ধে অভিযোগ গুরুতর।

সেক্ষেত্রে চাকুরী থেকে বরখাস্ত হবার ৫ বছরের মধ্যে নির্বাচনে তিনি লড়তে পারবেন না বলে জানানো হয়েছে। যদি কোন ব্যক্তি ভারত সরকারের অধীনে বা কোনও রাজ্য সরকার এর অধীনে চাকরী করে; আর তাঁকে যদি তাকে দুর্নীতি করার জন্য বা আনুগত্য প্রদর্শন না করার জন্য বরখাস্ত করা হয়; এমন কোন ব্যাক্তির নমিনেশন গ্রাহ্য করা হবে না; এটাই নিয়ম।

১৭ তম লোকসভা নির্বাচনে সপা প্রার্থী হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন তেজবাহাদুর; প্রথম বার মনোনয়নে বরখাস্ত সেনা হিসেবে নিজেকে উল্লেখ করলেও দ্বিতীয় বারের মনোনয়নে তা উল্লেখ করেননি তিনি।

প্রার্থী হিসেবে লড়তে হলে নো অবজেকশনের শংসাপত্র দরকার; যা ছিলনা তেজ বাহাদুর এর। তা সত্ত্বেও ভোটে লড়ার দাবিতে সুপ্রিম কোর্টে দরবার করেছিলেন তিনি; অবশেষে তার আবেদনকে নস্যাৎ করলো সুপ্রিম কোর্ট।

এর আগেই তেজ বাহাদুরকে নিয়ে প্রকাশিত একটি ভিডিওতে ঘিরে তোলপাড় হয় রাজনীতি; সদ্য প্রকাশিত একটি ভিডিওতে এই সেনা জওয়ানকে বলতে শোনা যায়; ৫০ কোটি টাকা পেলেই নরেন্দ্র মোদীকে তিনি হত্যা করবেন।

ভিডিওটি অন্তত দুই বছরের পুরোনো বলে জানিয়েছেন তেজবাহাদুর; কিন্তু হঠাৎ ভোটের মুখে এই ভিডিও প্রকাশ করার পেছনে বিজেপির চক্রান্ত দেখছেন তিনি; ভিডিও প্রকাশ্যে আসতেই এই ভিডিওকে হাতিয়ার করেছে বিজেপি। বিজেপির বক্তব্য; মোদীকে হত্যা করতে একজন অপরাধীকেও প্রার্থী করতে বিরোধীরা পিছুপা হচ্ছে না।

]]>
মোদীর বিরুদ্ধে লড়তে গিয়ে তথ্য গোপন করায় বাতিল হল তেজ বাহাদুরের মনোনয়ন https://thenewsbangla.com/eci-rejects-nomination-of-tej-bahadur-yadav-in-varanasi-against-modi/ Wed, 01 May 2019 14:23:06 +0000 https://www.thenewsbangla.com/?p=12113 মোদীর বিরুদ্ধে লড়তে গিয়ে তথ্য গোপন করায় বাতিল হল তেজ বাহাদুরের মনোনয়ন। বুধবার লোকসভা ভোটের সমাজবাদী পার্টির প্রার্থী তেজ বাহাদুর যাদবের মনোনয়ন বাতিল করল নির্বাচন কমিশন। দুর্নীতি বা অসাধুতার অভিযোগের ভিত্তিতে বারাণসীর সমাজবাদী পার্টির লোকসভা প্রার্থী তেজ বাহাদুর যাদবের মনোনয়ন বাতিল করে কমিশন।

বারাণসীর রিটার্নিং অফিসার সুরেন্দ্র সিং এর জারি করা এক বিবৃতিতে এমনটাই জানা গেছে। নির্বাচন কমিশনের নিয়মেই বাতিল তেজ বাহাদুরের নমিনেশন। যদি কোন ব্যক্তি ভারত সরকারের অধীনে বা কোনও রাজ্য সরকারের অধীনে থাকে। যদি তাকে দুর্নীতি করার জন্য বা আনুগত্য প্রদর্শন না করার জন্য বরখাস্ত করা হয়। এমন কোন ব্যাক্তির নমিনেশন গ্রাহ্য করা হবে না, এটাই নিয়ম।

আরও পড়ুনঃ মোদী সরকারের বড় সাফল্য, মাসুদ আজাহার আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা

বারাণসীর জেলাশাসক জানান, কোন সরকারি কর্মীকে যদি রাজ্য বা কেন্দ্র সরকার চাকরী থেকে বরখাস্ত করে, তাহলে পাঁচ বছরের মধ্যে তাকে নির্বাচন কমিশনের কাছ থেকে বিশেষ সার্টিফিকেট পেতে হয়। যাতে এটা লেখা থাকবে যে সেই ব্যাক্তিকে দুর্নীতি বা নিষ্ঠুরতার জন্য বরখাস্ত করা হয়নি। কিন্ত তেজ বাহাদুর নির্দিষ্ট সময়ের মধ্যে সেটা জমা দিতে না পারার জন্য তার মনোনয়ন বাতিল করা হয়।

প্রাক্তন বিএসএফ জওয়ান তেজ বাহাদুর জানান, তার মনোনয়ন ভুল ভাবে বাতিল করা হয়েছে। তেজ বাহাদুরের দাবি তাকে জানানো হয়েছিল মঙ্গলবার সন্ধ্যে ৬ টার মধ্যে সার্টিফিকেট জমা দিতে। কিন্তু সকাল ১১টাই সেটা জমা দেওয়ার পরেও তার মনোনয়ন বাতিল করা হয়েছে। মনোনয়ন বাতিল করার প্রতিবাদে তেজ বাহাদুর সুপ্রিম কোর্টে যাবেন।

আরও পড়ুনঃ মৃত ঘোষণার ৫ বছর পর ভিডিওতে এসে হুমকি দিলেন ইসলামিক স্টেট জঙ্গি প্রধান

শালিনী যাদব নন। বারাণসীতে রাতারাতি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সমাজবাদী প্রার্থী করা হয় বহিষ্কৃত বিএসএফ জওয়ান তেজবাহাদুর যাদবকে। নির্দল প্রার্থী হিসাবে বারাণসী লোকসভা কেন্দ্রে নমিনেশন জমা দিয়েছিলেন তেজ বাহাদুর। সেনার উপরই ভরসা রাখে আখিলেশ যাদবের দল।

নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়ে হঠাৎ রাতারাতি সমাজবাদী প্রার্থী হয়ে যাচ্ছিলেন তেজ বাহাদুর যাদব। সমাজবাদী প্রার্থী বারাণসীতে মোদীর বিরুদ্ধে দাঁড় করিয়েছিল শালিনী যাদবকে। তবে শেষ পর্যন্ত আর মোদীর বিরুদ্ধে লড়তে তাঁর উপর আর ভরসা রাখতে পারল না আখিলেশ যাদবের দল।

আরও পড়ুনঃ জঙ্গি হামলা থেকে শিক্ষা নিয়ে অবশেষে বোরখা নিষিদ্ধ করল শ্রীলঙ্কা

কে এই তেজ বাহাদুর যাদব? গত বছরেই বিএসএফ জওয়ান তেজ বাহাদুর যাদব সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছিলেন। যে ভিডিওতে জওয়ান তেজ বাহাদুর যাদব প্রশ্ন তুলেছিলেন, সেনার খাবারের মান নিয়ে।

ভিডিওয় তাঁর অভিযোগ ছিল, অত্যন্ত নিম্নমানের খাবার খেতে দেওয়া হয় তাঁদের। যেটুকু বা দেওয়া হয়, তার পরিমাণ অত্যন্ত অল্প। ফলে বেশিরভাগ দিনেই পেট ভরে না।

আরও পড়ুনঃ সম্পর্কের উন্নতিতে ৬০ জন ভারতীয় বন্দীকে মুক্তি দিল পাকিস্তান

তিনি আরও অভিযোগ করেন, অনেক জওয়ানকে আবার রাতে না খেয়ে শুয়ে পড়তে হয়। কারণ খাবার নাকি শেষ হয়ে যায়। এমনকী জওয়ানদের জন্য বরাদ্দ চাল, ডাল পাশ্ববর্তী গ্রামে অল্প দামে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছিল এই জওয়ানের পক্ষ থেকে।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া এই ভিডিও দেশ জুড়ে ভাইরাল হয়ে যায়। বহিষ্কৃত এই প্রাক্তন বিএসএফ সেনাকর্মী তেজ বাহাদুর যাদব নির্দল প্রার্থী হিসাবে বারাণসীতে প্রার্থী হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব ওই কেন্দ্রে প্রার্থী করেছিলেন শালিনী যাদবকে।

আরও পড়ুনঃ শ্রীলঙ্কার পথে হেঁটে ভারতে বোরখা নিষিদ্ধ করার দাবি জানাল শিবসেনা

কিন্তু একেবারে শেষ মুহূর্তে তাঁকে সরিয়ে নেওয়া হল এবং ঐ কেন্দ্রে সাইকেল প্রতীক দেওয়া হয় প্রাক্তন বিএসএফ জওয়ান তেজ বাহাদুর যাদবকে। ট্যুইটারে সমাজবাদী পার্টির তরফে এই ঘোষণা করা হয়। এরপরেই শোরগোল পরে যায় দেশ জুড়ে।

তবে শেষ পর্যন্ত হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ায় বাতিল হল বহিষ্কৃত বিএসএফ সেনাকর্মী তেজ বাহাদুর যাদব এর মনোনয়ন। তবে তিনি নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছেন।

]]>