UtkarshBanglaScheme – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Fri, 16 Sep 2022 04:26:11 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg UtkarshBanglaScheme – The News বাংলা https://thenewsbangla.com 32 32 কচুরিপানা, কাশফুল থেকে কেটলি, বাংলার যুবকদের নতুন ব্যবসার সন্ধান দিলেন মমতা https://thenewsbangla.com/mamata-banerjee-new-business-ideas-for-bengal-unemployed-youth-at-utkarsha-bangla/ Fri, 16 Sep 2022 04:25:12 +0000 https://thenewsbangla.com/?p=16831 কচুরিপানা, কাশফুল থেকে কেটলি, বাংলার যুবকদের নতুন ব্যবসার সন্ধান দিলেন মমতা। বৃহস্পতিবার মেদিনীপুরের খড়্গপুরে ‘উৎকর্ষ বাংলা’র অনুষ্ঠানে, আইটিআই পাশ করা শিক্ষার্থীদের হাতে চাকরির শংসাপত্র তুলে দেওয়ার ঘোষণার পাশাপাশি, বাংলায় চাকরির বাজার ও বিস্তারের পরিকল্পনার কথাও জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাশফুল দিয়ে নয়া বালিস ব্যবসা শুরুর ভাবনা, এর আগেও জানিয়েছিলেন তিনি। এবার বাংলায় কীভাবে কচুরিপানা দিয়ে, ব্যাগ ও থালা তৈরি করা যায়, সেই ব্যবসার হদিশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা।

এদিন মমতা বলেন, “দুর্গাপুজোয় ফোটা কাশফুল-গুলোকে এককাট্টা করে, তুলো মিশিয়ে লেপ, বালিশ তৈরি হতে পারে। চা-বিস্কুট, ঘুগনি, তেলেভাজার ব্যবসা করুন, পুজো আসছে, দিয়ে কুলোতে পারবেন না”। খড়গপুরের অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বললেন, কচুরিপানা ও কাশফুল দিয়েও জিনিস তৈরির কথা। মমতা বলেন, “কচুরিপানা শুকিয়ে ব্যাগ তৈরি হচ্ছে, খাবার থালা তৈরি হচ্ছে, ভাবতে পারছেন আমরা কতটা এগিয়ে আছি। দুর্গাপুজোয় ফোটা কাশফুলগুলোকে এককাট্টা করে, তুলো মিশিয়ে লেপ, বালিশ তৈরি করতে পারেন”।

আরও পড়ুন; লজ্জায় শিক্ষা, ভুয়ো নিয়োগপত্রে সই করতেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময়

চপের পর কাশফুল, এবার কচুরিপানা শিল্প! মুখ্যমন্ত্রী মমতাকে এবার, এরকমই পরামর্শ দিতে দেখা গেল রাজ্যের শিক্ষিত বেকারদের। এর আগে বহুবার মুখ্যমন্ত্রী, বিভিন্ন অদ্ভুত শিল্প বা কাজের সন্ধান দিয়েছেন রাজ্যবাসীকে। উত্তরবঙ্গ সফরে গিয়ে মমতা বিভিন্ন মূল্যবান গাছের পাতা তুলে, সেগুলিকে রফতানি করার কথা বলেছিলেন। এছাড়া মমতার চা-মুড়ি থেকে, চপ-তেলেভাজা শিল্প তো আছেই।

]]>