USA President – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Thu, 27 Jun 2019 15:22:13 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg USA President – The News বাংলা https://thenewsbangla.com 32 32 মি টু আন্দোলনে আবারও প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ https://thenewsbangla.com/me-too-movement-rape-allegation-against-usa-president-donald-trump/ Thu, 27 Jun 2019 10:00:36 +0000 https://www.thenewsbangla.com/?p=14542 মার্কিন যুক্তরাষ্ট্রের এক সুন্দরী নারী; প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন। এই অভিযোগ অস্বীকার করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন; ‘ওই নারী আমার পছন্দের সঙ্গে যান না’। তাঁর এই বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে শুরু হয়েছে জল্পনা।

ই জিন ক্যারল নামের এই নারী দ্য ওয়াল ম্যাগাজিনের কাছে; প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন। ৭৫ বছর বয়সী ক্যারল অভিযোগ করেন; নব্বইয়ের দশকে ডোনাল্ড ট্রাম্প; নিউইয়র্কের একটি মার্কেটে; তাঁর ওপর যৌন হামলা চালিয়েছিলেন। কিন্তু ট্রাম্প অভিযোগ অস্বীকার করে জানান; ক্যারল ‘সম্পূর্ণ মিথ্যা’ কথা বলছেন।

আরও পড়ুনঃ Breaking News; ভারত সরকারের চাপে নীরব মোদীর ২৮৩ কোটি টাকার সুইস ব্যাঙ্ক আকাউন্ট বন্ধ হল

নিউইয়র্ক থেকে প্রকাশিত দ্য হিল নামের একটি সাময়িক সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে বলছি— প্রথমত, ওই নারী আমার পছন্দের সঙ্গে যান না। দ্বিতীয়ত, এরকম কোনো ঘটনা কখনো ঘটেনি’।

ট্রাম্পের এ মন্তব্যের পর; জিন ক্যারল বলেন, ‘আমি যে পছন্দের তালিকায় পড়ি না; এটা জেনে আমি খুশি’। পরে সংবাদমাধ্যম সিএনএন ও এমএসএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ক্যারল জানান; প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে মামলা করার কথা তিনি ভাবছেন।

আরও পড়ুনঃ ভারতের রঙ কমলা, পরিবর্তনের পিছনেও মোদীর হাত দেখছে বিরোধীরা

ক্যারল আরো জানান; দোকানে ট্রাম্প একজন নারীর জন্য; পোশাক কেনার ব্যাপারে ক্যারলের কাছে পরামর্শ চেয়েছিলেন। ট্রাম্প কৌতুক করে বলেছিলেন যে; ক্যারল ওই পোশাকটি পরে তাঁকে দেখাতে পারেন কি না। পরে ট্রায়াল রুমে ট্রাম্প একটি দেয়ালের সঙ্গে ক্যারলকে চেপে ধরে; ধর্ষণ করেছিলেন।

খবর সূত্রে; এর আগে ২০১৬ সালে আরো একজন ধর্ষণের অভিযোগকারীর ব্যাপারেও; একই ধরনের মন্তব্য করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। জেসিকা লিডস অভিযোগ করেছিলেন; ট্রাম্প আশির দশকে বিমানে তাঁর গায়ে হাত দিয়েছিলেন। এ অভিযোগের জবাবে ট্রাম্প এক সমাবেশে বলেন, ‘তিনি আমার পছন্দের নন’।

আরও পড়ুনঃ কাটমানি দুর্নীতি কান্ডে চাঞ্চল্যকর মোড়, তৃণমূল কর্মীর রহস্যমৃত্যু

এ নিয়ে ক্যারলসহ মোট ১৬ জন নারী ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনলেন। অবশ্য সব অভিযোগই অস্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এ বিষয়ের তদন্ত করছে মার্কিন প্রশাসন।

]]>
জেল হতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের https://thenewsbangla.com/usa-president-donald-trump-may-be-in-jail-after-his-president-term/ Tue, 11 Dec 2018 15:02:37 +0000 https://www.thenewsbangla.com/?p=4049 The News বাংলাঃ ক্যালিফোর্নিয়া থেকে নির্বাচিত মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের সদস্য অ্যাডাম শিপ বলেছেন, ক্ষমতা হারানোর পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জেলে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারের সময় অবৈধভাবে অর্থ পরিশোধের নির্দেশ দেয়ার জন্য ট্রাম্পের জেল হওয়ার সম্ভাবনা আছে বলে তিনি মনে করেন।

বিরোধী ডেমোক্র্যাটিক দলের সিনিয়ার কংগ্রেসম্যান অ্যাডাম শিপ বলেন, ‘গত সপ্তাহে প্রসিকিউটররা যে ইঙ্গিত দিয়েছেন তা থেকে এমন ধারণাই করা হচ্ছে’। মার্কিন প্রতিনিধি পরিষদের ইন্টেলিজেন্স কমিটির পরবর্তী চেয়ারম্যান নির্বাচিত হতে পারেন তিনি।

জেল হতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের/The News বাংলা
জেল হতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের/Image Source: Google

অ্যাডাম শিপ বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প যেদিন ক্ষমতা ছাড়বেন সেদিন তার জেলে যাওয়ার বাস্তব সম্ভাবনা রয়েছে। বিচার বিভাগ তাকে জেলে পুড়তেই পারে এবং ট্রাম্প হতে পারেন প্রথম প্রেসিডেন্ট যিনি জেলে যাবেন’।

আরও পড়ুনঃ ‘পেলেই ছিঁড়ে খাবে’, কঠিন লড়াই করে বেঁচে ইরাকের নারীরা

দুই পর্ন তারকার সঙ্গে ট্রাম্পের অবৈধ যৌন সম্পর্ক ছিল-এমন কথা গোপন রাখার জন্য ২০১৬ সালের নির্বাচনের সময় অর্থের বিনিময়ে ওই দুই নারীর মুখ বন্ধ করার চেষ্টা করেন ট্রাম্প। ট্রাম্পের হয়ে দুই নারীকে অর্থ পরিশোধ করেছিলেন তারই ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেন। কোহেনকে আগেই বরখাস্ত করেছেন ট্রাম্প।

আরও পড়ুনঃ খিদের জ্বালায় কান্না ভুলেছে ৫০ লাখ শিশু

নিউইয়র্ক থেকে নির্বাচিত প্রতিনিধি পরিষদের সদস্য জেরল্ড ন্যাডলার বলেন, ‘ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনী প্রচারে কয়েকজন নারীকে ঘুষ দেওয়ার অভিযোগ রয়েছে। আর তিনি এটা করেছিলেন ওই নারীদের মুখ বন্ধ রাখতে। এটা প্রমাণিত হলে এটা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে’।

জেল হতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের/The News বাংলা
জেল হতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের/Image Source: Google

‘দ্য হাউস জুডিশিয়ারি কমিটি’র হবু চেয়ারম্যান ন্যাডলার বলেন, ‘যদিও কাজগুলো তিনি প্রেসিডেন্ট হওয়ার আগে করেছেন। কিন্তু তিনি এগুলো করেছেন জালিয়াতি করে প্রেসিডেন্ট হওয়ার উদ্দেশ্যেই। তিনি আমেরিকার জনগণের সঙ্গে প্রতারণা করেছেন’। তিনি আরও বলেন, ‘রিপাবলিকান কংগ্রেস এর আগে এসব অভিযোগ থেকে প্রেসিডেন্টকে রক্ষা করেছেন। তবে নবগঠিত কংগ্রেস এবার আর তাকে রক্ষা করবে না’।

আরও পড়ুনঃ যৌনতা কেন্দ্রিক বিনোদনের জন্য বিশ্বের সেরা ২০ টি ঠিকানা

ইতিমধ্যেই ট্রাম্পের প্রাক্তন আইনজীবী কোহেনের এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হয়েছে। নিউইয়র্কের আইনজীবীরাও কোহেনের শাস্তির বিষয়ে একমত হয়েছেন। আগামীকাল বুধবার এই সাজা ঘোষণা করা হতে পারে। নির্বাচনী প্রচারে আর্থিক আইন, কর ফাঁকি
ও কংগ্রেসকে মিথ্যা তথ্য দেওয়ার কারণে তার কারাদণ্ড পাওয়া উচিত বলে মনে করেন আইনজীবীরা।

জেল হতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের/The News বাংলা
জেল হতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের/Image Source: Google

ট্রাম্প দায়িত্ব নেওয়ার দুমাসের মাথায় ২০১৭ সালের মার্চে মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের বিষয়ে তদন্ত শুরু করে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই। এ নিয়ে ট্রাম্প প্রকাশ্যে বারবার তাঁর আইন কর্মকর্তাদের সমালোচনা করে আসছিলেন। হঠাৎ বরখাস্ত করেন প্রাক্তন এফবিআই প্রধান জেমস কমিকে।

আরও পড়ুনঃ পৃথিবী এগোলেও তান্ত্রিকের কালো জাদু টোনায় ডুবে আছে আফ্রিকা

এরপর ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবির ও মস্কোর মধ্যে সম্ভাব্য যোগাযোগের বিষয়ে অনুসন্ধান শুরু করেন বিশেষ তদন্তকারী রবার্ট মুলার। আইন মন্ত্রণালয়ের তদারকিতে এই তদন্তে ট্রাম্পের কয়েকজন ঘনিষ্ঠ সহযোগীর বিরুদ্ধে অপরাধের অভিযোগ আনা হয়। একে একে প্রাপ্ত সব তথ্য-প্রমাণ প্রকাশ করছেন মুলার। ট্রাম্পের ১৮ মাসের প্রচার এবং প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার সময়েও তার অন্তত ১৪ সহযোগীর সঙ্গে যোগাযোগ করেছিল রুশ কর্মকর্তারা, বলেই তদন্তে প্রকাশ।

]]>
‘যাকে পছন্দ তার সব ইচ্ছে পূরণ’ কাকে ভালোবাসার বার্তা দিলেন ট্রাম্প https://thenewsbangla.com/trump-has-sent-a-message-of-love-to-fulfill-all-his-wish-whom-he-love/ Tue, 04 Dec 2018 12:32:25 +0000 https://www.thenewsbangla.com/?p=3498 The News বাংলা, কলকাতাঃ ‘তিনি তাঁকে পছন্দ করেন, তাঁর সব ইচ্ছে তিনি পূরণ করবেন’—এমন কথা প্রেম নিবেদনেই বেশি মানায়। যে কথাটি যায় না বলা তাকে, সে কথাটি মনের মানুষকে আরেকজনের মাধ্যমে বলা হয়। আর এমন কাণ্ডই ঘটিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আরও পড়ুনঃ খিদের জ্বালায় কান্না ভুলেছে ৫০ লাখ শিশু

কি বলা যায়, ব্যতিক্রমী ট্রাম্প। ‘তিনি তাঁকে পছন্দ করেন, তাঁর সব ইচ্ছে তিনি পূরণ করবেন’। ‘শত্রু’ বলে বিবেচিত উত্তর কোরিয়ার নেতা কিম জং–উনকে এই কথাই জানাতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর জন্য ভায়া হিসেবে বেছে নিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জো-ইনকে। বহু কাঠখড় পোড়ানোর পর ট্রাম্প-কিমের ‘প্রায় অবিশ্বাস্য’ এবং এখনও পর্যন্ত একমাত্র বৈঠকটি মুন জো-ইনের মধ্যস্থতায় হয়েছিল বলেই হয়তো বার্তা পৌঁছানোর জন্য তাঁর উপর আস্থা রেখেছেন ট্রাম্প।

ভালোবাসার বার্তা দিলেন ট্রাম্প/ The News বাংলা
ভালোবাসার বার্তা দিলেন ট্রাম্প/ The News বাংলা

সংবাদ সংস্থা রয়টার্সের খবরে জানানো হয়, আর্জেন্টিনার বুয়েনস এইরেসে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে অংশ নেওয়ার পর গত সোমবার নিউজিল্যান্ড যাওয়ার পথে বিমানে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জো-ইন। নিউজিল্যান্ডে তিন দিনের সফরে গেছেন তিনি। জি-২০ সম্মেলনের সময় ট্রাম্প তাঁকে এ কথা বলেছেন, বলে জানান প্রেসিডেন্ট মুন জো-ইন।

আরও পড়ুনঃ জনগণকে ‘গাধা’ বানিয়ে ‘শিক্ষাগুরু নেহেরু’র যোগ্য ছাত্র সব রাজনীতিবিদ

উত্তর কোরিয়ার নেতা কিম জং–উনের প্রথমবারের জন্য দক্ষিণ কোরিয়া সফরের কথা রয়েছে। ওই সময় দুই নেতার বৈঠকে ট্রাম্প তাঁর বার্তাটি পৌঁছে দিতে বলেছেন। মুন বলেন বার্তাটি হচ্ছে, প্রেসিডেন্ট ট্রাম্পের চেয়ারম্যান কিমের প্রতি অনুকূল মনোভাব রয়েছে এবং তিনি তাঁকে পছন্দ করেন।

আরও পড়ুনঃ ‘গরু তাণ্ডবে’ যোগীর পুলিশের খাতায় বিজেপি-বজরং-ভিএইচপি নেতার নাম

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জো-ইন আরও বলেন,’যেমন তিনি (ট্রাম্প) আমাকে বলেছেন চেয়ারম্যান কিমকে জানাতে যে তাঁদের চুক্তির বাকি বিষয়গুলো একসঙ্গে তিনি (ট্রাম্প) বাস্তবায়ন করতে চান এবং তিনি চেয়ারম্যান কিমের ইচ্ছেগুলো পূরণ করবেন।’ আর এতেই অবাক পররাষ্ট্র বিশেষজ্ঞরা। হতবাক সাংবাদিকরাও।

ভালোবাসার বার্তা দিলেন ট্রাম্প/ The News বাংলা
ভালোবাসার বার্তা দিলেন ট্রাম্প/ The News বাংলা

ট্রাম্প ও কিমের মধ্যে বৈঠক হয়েছিল গত জুন মাসে সিঙ্গাপুরে। এদিকে জি-২০ সম্মেলনে অংশ নেওয়া শেষে রবিবার দেশে ফেরার পথে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আগামী জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে তাঁর সঙ্গে কিমের দ্বিতীয় বৈঠক হতে পারে। এর জন্য তিনটি জায়গা বিবেচনায় আছে। কিমের সঙ্গে তাঁর সম্পর্ক অনেক ভালো বলে তিনি জানান। তিনি কিমকে যুক্তরাষ্ট্র সফরে আমন্ত্রণ জানাবেন বলেও জানিয়েছেন।

আরও পড়ুনঃ একদিকে মোদীর সমালোচনা অন্যদিকে অনুসরণ, মমতার ‘নিজশ্রী’

কিম ও ট্রাম্পের প্রথম বৈঠকে পারমাণবিক নিরস্ত্রীকরণে তাঁরা কাজ করবেন বলে চুক্তি করেন। তবে নির্ধারিত সময়ে এই প্রতিশ্রুতি বাস্তবায়নে খুব কমই অগ্রগতি হয়েছে।

ভালোবাসার বার্তা দিলেন ট্রাম্প/ The News বাংলা
ভালোবাসার বার্তা দিলেন ট্রাম্প/ The News বাংলা

ট্রাম্প বারবার কিমের সঙ্গে তাঁর ভালো ব্যক্তিগত সম্পর্কের কথা বলে চলেছেন। ১৯৫০ সাল থেকে মার্কিন প্রেসিডেন্টরা যা এড়িয়ে গেছেন, এই বন্ধুত্ব তাঁকে কূটনৈতিকভাবে বিরাট সফলতা এনে দিতে পারে বলে মনে করছেন তিনি। ট্রাম্প ও কিমের বাদানুবাদের কথা গোটা বিশ্ব জানে। সেখানে মার্কিন প্রেসিডেন্ট এর ভালবাসার কথায় অবাক সবাই।

]]>