UP – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Tue, 28 Jun 2022 05:27:04 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg UP – The News বাংলা https://thenewsbangla.com 32 32 প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির টাকা পাচ্ছেন, ৩৩০০০ ‘মৃত’ কৃষক ও ৫১০০০ ‘ভুয়ো’ কৃষক https://thenewsbangla.com/pm-kisan-samman-nidhi-33000-dead-farmers-and-51000-fake-farmers-getting-money/ Tue, 28 Jun 2022 05:26:06 +0000 https://www.thenewsbangla.com/?p=15721 প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির টাকা পাচ্ছেন; ৩৩০০০ ‘মৃত’ কৃষক ও ৫১০০০ ‘ভুয়ো’ কৃষক। দেশের মাত্র দুটো রাজ্যেই; প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি ঘোটালায় চক্ষু চড়কগাছ। প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির টাকা পাচ্ছেন; ৩৩০০০ ‘মৃত’ কৃষক। এমনই অভিযোগ উঠল, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের; উত্তরপ্রদেশের রায়বরেলিতে। কৃষি বিভাগের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ওঠায়; শোরগোল পড়ে গিয়েছে রাজ্যে। ইতিমধ্যেই এই ইস্যুতে; তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, বিহারে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির টাকা পাচ্ছেন; ৫১০০০ ‘ভুয়ো’ কৃষক। তাদের কাছ থেকে ফেরত নেওয়া হবে; ৩৯ কোটি টাকা।

চলতি মাসে উত্তরপ্রদেশের রায়বরেলির কৃষি বিভাগের এক কর্তাকে; একটি নামের তালিকা দেওয়া হয়। তাতে দাবি হয়, তালিকায় যেসব কৃষকের নাম আছে; তাঁদের ইতিমধ্যেই মৃত্যু হয়েছে। অথচ তাঁদের নামে পিএম কিষান যোজনার; ২০০০ টাকা করে জমা পড়ছে। সেজন্য সরকারের বাড়তি কয়েক কোটি টাকা; খরচ হচ্ছে বলে দাবি করা হয়। চিঠি পেয়ে নড়েচড়ে বসে; উত্তরপ্রদেশ কৃষি বিভাগ।

আরও পড়ুনঃ হিন্দুদের দেবদেবী নিয়ে দিনের পর দিন ক’টূক্তি, গ্রেফতার মহম্মদ জুবেইর, প্রতিবাদ শুরু

সেই অভিযোগের প্রেক্ষিতে সলৌন, লালগঞ্জ, রায়বরেলি, মহারাজগঞ্জ তহসিলের মতো, এলাকার আধিকারিকদের; ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। যে অভিযোগ করা হয়েছে; তা সত্যি কিনা খতিয়ে দেখতে বলেছে যোগী রাজ্যের প্রশাসন। সূত্রের খবর, দ্রুত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

আরও পড়ুনঃ “২০২৬ না, ২০২৪ এই সরকারকে বিসর্জন দিয়ে দেব”, শুভেন্দুর মন্তব্যে তুঙ্গে রাজনৈতিক বিতর্ক

অন্যদিকে, ভুয়ো নথি দিয়ে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির সুবিধা নিয়েছিলেন; এমন ৫১০০০ উপভোক্তার থেকে ৩৯ কোটি টাকা আদায় করতে চলেছে বিহার সরকার। চলতি মাসের মধ্যেই; তাদের টাকা ফেরত দিতে বলা হয়েছে। ভুয়ো কাগজ জমা দিয়ে; এরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির সুবিধা নিচ্ছে। ইতিমধ্যেই ভুয়ো নথি জমা দেওয়া; এই কৃষক উপভোক্তাদের নোটিশ পাঠানো হয়েছে।

তারপরও যাঁরা টাকা ফেরত দেবে না; তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে। প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির আওতায়; ইতিমধ্যেই একাদশ কিস্তির টাকা প্রদান করা হয়েছে। তারই মধ্যে এই ৫১০০০ উপভোক্তার থেকে; মোট ৩৯ কোটি টাকা ফেরত দিতে চলেছে বিহার সরকার। দুটো রাজ্যেই এই অবস্থা হলে; গোটা ভারতে কি হাল?

]]>
কাশীর পর মথুরা, কৃষ্ণের জন্মস্থানে মসজিদ বন্ধের আর্জি, ইদগাহ সিল করতে মামলা https://thenewsbangla.com/kashi-mathura-petition-to-close-mosque-at-krishna-birthplace-case-to-seal-idgah/ Wed, 18 May 2022 04:09:41 +0000 https://www.thenewsbangla.com/?p=15104 কাশীর পর এবার মথুরায় কৃষ্ণের জন্মস্থানে, মসজিদ বন্ধের আর্জি; ইদগাহ সিল করতে আদালতে দায়ের মামলা। মথুরায় মসজিদ বন্ধ ও ইদগাহ ময়দান সিলের দাবিতে মামলা। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, পশ্চিম উত্তরপ্রদেশের মথুরায়; শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। মন্দির সংলগ্ন শাহি ইদগাহ নিয়ে; বিতর্ক তৈরি হয়েছে বহুদিন থেকেই। মথুরার শ্রীকৃষ্ণ জন্মভূমিতে মন্দিরের কাছে যে মসজিদটি আছে; তার জায়গা হিন্দুদের কাছে হস্তান্তর করার দাবি উঠেছে। এবার সেই নিয়েই; মামলা হল আদালতে।

গত বেশ কয়েকদিন ধরেই; ঐতিহাসিক বারাণসী জ্ঞানবাপী মসজিদ নিয়ে বিতর্ক চরমে উঠেছে। আদালতের নির্দেশে মসজিদে সমীক্ষা চলেছে; সমীক্ষা চলাকালীন ওজুখানায় ‘শিবলিঙ্গ’ মিলেছে বলেও দাবি করা হয়েছে। এরপরই সিল করা হয়েছে মসজিদের ওজুখানা। এই আবহে এবার মথুরার ইদগাহ ময়দানও; সিল করে সেখানে নমাজ বন্ধের আর্জি জানিয়ে আবেদন দায়ের হল আদালতে। মথুরার স্থানীয় আদালতেই; দু-জন আইনজীবী এই নিয়ে পৃথক দুটি মামলা দায়ের করেছেন।

লখনউয়ের আইনজীবী শৈলেন্দ্র সিং, মথুরা দায়রা জজ আদালতে; একটি পিটিশন দাখিল করেছেন। আবেদনে তাঁর আর্জি, শাহি ইদগাহে মুসলমানদের নমাজ পড়া বন্ধ রাখার নির্দেশ দেওয়া হোক। আবদেনকারী বলেন, ‘যেখানে মন্দির ছিল সেখানেই শাহি ইদগাহ মসজিদ গড়ে উঠেছে; এখানেই ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। আমরা চাই না যে; মুসলমানরা শাহি ঈদগাহ মসজিদে নমাজ পড়ুক’।

আরও পড়ুনঃ বাবরি-র পর জ্ঞানবাপি, ‘মন্দির ওহি বনেগা’

কয়েকদিন আগেই মথুরার কৃষ্ণ জন্মভূমি সংলগ্ন এলাকায় অবস্থিত, সেই মসজিদ এলাকায় সমীক্ষার জন্য; অ্যাডভোকেট কমিশনরকে নিয়োগের পিটিশন দায়ের হয় আদালতে। এই একই ধরনের এক পিটিশনের ভিত্তিতেই; কাশীর জ্ঞানবাপী মসজিদে সমীক্ষা চলছে।

২০২০ সালের ২৩ ডিসেম্বর থেকে; মথুরার সিভিল জজ কোর্টে মামলা চলছে। ভগবান কেশবদেব মন্দিরের তরফে, দায়ের করা ওই পিটিশনে; শ্রীকৃষ্ণের চিহ্ন রয়েছে বলে শাহি দরগা সরিয়ে দেওয়ার দাবি করা হয়েছে। এলাকা শ্রীকৃষ্ণ জন্মভূমি বলে দাবি; মন্দিরের দাবি ইদগাহের ১৩.৩৭ একর জমি তাদের।

‘ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থানের’ পাশে ইদগাহ মসজিদ, সিল করার আর্জি নিয়ে দায়ের করা মামলা; শুনানির জন্যও নিয়েও নিয়েছে মথুরা আদালত। ইতিমধ্যেই কৃষ্ণের জন্মস্থান তথা কাটরা কেশবদেব মন্দিরের ১৩.৩৭ একর জমি ও ইদগাহ মন্দির নিয়ে; হিন্দুত্ববাদীরা মথুরা আদালতেই অন্তত ১০টি আলাদা মামলা দায়ের করেছেন।

]]>