UP Govt – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Tue, 28 Jun 2022 05:27:04 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg UP Govt – The News বাংলা https://thenewsbangla.com 32 32 প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির টাকা পাচ্ছেন, ৩৩০০০ ‘মৃত’ কৃষক ও ৫১০০০ ‘ভুয়ো’ কৃষক https://thenewsbangla.com/pm-kisan-samman-nidhi-33000-dead-farmers-and-51000-fake-farmers-getting-money/ Tue, 28 Jun 2022 05:26:06 +0000 https://www.thenewsbangla.com/?p=15721 প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির টাকা পাচ্ছেন; ৩৩০০০ ‘মৃত’ কৃষক ও ৫১০০০ ‘ভুয়ো’ কৃষক। দেশের মাত্র দুটো রাজ্যেই; প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি ঘোটালায় চক্ষু চড়কগাছ। প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির টাকা পাচ্ছেন; ৩৩০০০ ‘মৃত’ কৃষক। এমনই অভিযোগ উঠল, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের; উত্তরপ্রদেশের রায়বরেলিতে। কৃষি বিভাগের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ওঠায়; শোরগোল পড়ে গিয়েছে রাজ্যে। ইতিমধ্যেই এই ইস্যুতে; তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, বিহারে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির টাকা পাচ্ছেন; ৫১০০০ ‘ভুয়ো’ কৃষক। তাদের কাছ থেকে ফেরত নেওয়া হবে; ৩৯ কোটি টাকা।

চলতি মাসে উত্তরপ্রদেশের রায়বরেলির কৃষি বিভাগের এক কর্তাকে; একটি নামের তালিকা দেওয়া হয়। তাতে দাবি হয়, তালিকায় যেসব কৃষকের নাম আছে; তাঁদের ইতিমধ্যেই মৃত্যু হয়েছে। অথচ তাঁদের নামে পিএম কিষান যোজনার; ২০০০ টাকা করে জমা পড়ছে। সেজন্য সরকারের বাড়তি কয়েক কোটি টাকা; খরচ হচ্ছে বলে দাবি করা হয়। চিঠি পেয়ে নড়েচড়ে বসে; উত্তরপ্রদেশ কৃষি বিভাগ।

আরও পড়ুনঃ হিন্দুদের দেবদেবী নিয়ে দিনের পর দিন ক’টূক্তি, গ্রেফতার মহম্মদ জুবেইর, প্রতিবাদ শুরু

সেই অভিযোগের প্রেক্ষিতে সলৌন, লালগঞ্জ, রায়বরেলি, মহারাজগঞ্জ তহসিলের মতো, এলাকার আধিকারিকদের; ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। যে অভিযোগ করা হয়েছে; তা সত্যি কিনা খতিয়ে দেখতে বলেছে যোগী রাজ্যের প্রশাসন। সূত্রের খবর, দ্রুত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

আরও পড়ুনঃ “২০২৬ না, ২০২৪ এই সরকারকে বিসর্জন দিয়ে দেব”, শুভেন্দুর মন্তব্যে তুঙ্গে রাজনৈতিক বিতর্ক

অন্যদিকে, ভুয়ো নথি দিয়ে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির সুবিধা নিয়েছিলেন; এমন ৫১০০০ উপভোক্তার থেকে ৩৯ কোটি টাকা আদায় করতে চলেছে বিহার সরকার। চলতি মাসের মধ্যেই; তাদের টাকা ফেরত দিতে বলা হয়েছে। ভুয়ো কাগজ জমা দিয়ে; এরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির সুবিধা নিচ্ছে। ইতিমধ্যেই ভুয়ো নথি জমা দেওয়া; এই কৃষক উপভোক্তাদের নোটিশ পাঠানো হয়েছে।

তারপরও যাঁরা টাকা ফেরত দেবে না; তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে। প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির আওতায়; ইতিমধ্যেই একাদশ কিস্তির টাকা প্রদান করা হয়েছে। তারই মধ্যে এই ৫১০০০ উপভোক্তার থেকে; মোট ৩৯ কোটি টাকা ফেরত দিতে চলেছে বিহার সরকার। দুটো রাজ্যেই এই অবস্থা হলে; গোটা ভারতে কি হাল?

]]>
“চলুন বাংলায় বুলডোজার সরকার গড়ি, ডান্ডা মেরে আবর্জনা সরাবে” https://thenewsbangla.com/bulldozer-govt-suvendu-adhikari-wants-bengal-acts-like-yogi-adityanath-up-govt/ Tue, 14 Jun 2022 15:07:32 +0000 https://www.thenewsbangla.com/?p=15445 “চলুন বাংলায় বুলডোজার সরকার গড়ি; ডান্ডা মেরে আবর্জনা সরাবে”; ফের বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার রাজ্যে উত্তর প্রদেশের যোগীর মত; ‘বুলডোজার সরকার’ আনার ডাক দিলেন তিনি। ফের নিশানা করলেন; মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। এই নিয়ে ফের সরগরম; রাজ্য রাজনীতি।

মঙ্গলবার বাঁকুড়ার তামলিবাঁধ এলাকায়; জনসভা করেন শুভেন্দু অধিকারী। একাধিক ইস্যুতে তৃণমূলকে; স্বভাবচরিত ভাবেই আক্রমণ করেন তিনি। পয়গম্বর বিতর্ক নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তি প্রসঙ্গে; ফের রাজ্যকেই আক্রমণ করেন তিনি। শুভেন্দু পরিস্কার জানিয়ে দেন; “পরিস্থিতি মোকাবিলায় সঠিক পদক্ষেপ করা হয়নি; সরকারের তরফে”।

শুভেন্দু এদিন বলেন, “চারদিন ধরে পশ্চিমবঙ্গকে ক্ষতবিক্ষত করেছে। বৃহস্পতিবার ৪ নম্বর জাতীয় সড়ক; ১৩ ঘণ্টা অবরুদ্ধ হয়ে ছিল। যখন উত্তর প্রদেশে যোগী-জি পিঠে ডান্ডা ফেলছেন, ভাল করে বুলডোজার চালাচ্ছেন; তখন এই রাজ্যের মুখ্যমন্ত্রী হাতজোড় করে বলছেন তোমরা ওঠো”। এদিন শুভেন্দু অধিকারী বুঝিয়ে দেন যে; যোগীর পথে হাঁটলে অনেক আগেই শান্ত হত বাংলা। দুর্ভোগের শিকার হতে হত না রাজ্যবাসীকে।

আরও পড়ুনঃ প্রাথমিকে বরখাস্তের তালিকায়, পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতির দুই মেয়ে

এরপরই সেই বিস্ফোরক মন্তব্য করেন শুভেন্দু। তিনি বলেন, “আসুন গেরুয়া ডান্ডা শক্ত করে; ‘বুলডোজার সরকার’ নিয়ে আসি। যে সরকার বুলডোজার চালিয়ে আবর্জনা সরিয়ে দেবে”। বিরোধী দলনেতার এই বুলডোজার মন্তব্য ঘিরে; স্বাভাবিকভাবেই দানা বেঁধেছে বিতর্ক।

আসলে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সরকারি আধিকারিকদের নির্দেশ দিয়েছেন; “যে সমাজবিরোধীরা রাজ্যে অশান্তি করেছে; তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে; তাদের সতর্ক করতে হবে; না মানলে তাদের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিতে হবে”।

উত্তর প্রদেশে সমাজে সম্প্রতি নষ্ট ও শান্তিভঙ্গের অভিযোগে; সহারানপুরে ৬৪ জনকে গ্রেফতার করা হয়েছে। সেই শহরে গোলমাল ছড়ানোয় দুই অভিযুক্ত মুজ়াম্মিল ও আব্দুল ওয়াকিরের; বাড়ির কিছু অংশ বুলডোজ়ার দিয়ে ভেঙে দিয়েছেন পুরকর্মীরা। তাঁদের অবশ্য দাবি; ওই নির্মাণ অবৈধ ছিল। কানপুরে গত ৩ জুনের গোষ্ঠী সংঘর্ষের পর মূল অভিযুক্ত জ়াফর হায়াত হাসমির আত্মীয় মহম্মদ ইসতিয়াকের নবনির্মিত ভবনও; ভেঙে দিয়েছেন সেখানকার পুরকর্মীরা।

শুভেন্দু অধিকারী বাংলাতেও; সেটাই করার ডাক দিলেন। আমাদের রাজ্যেও সেরকম বুলডোজার সরকার গড়ার ডাক দিলেন; রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

]]>
উত্তরপ্রদেশে যোগীর বিজেপির ভয়ে, ভোটের লড়াই থেকেই পালাল কংগ্রেস https://thenewsbangla.com/yogi-adityanath-bjp-fear-congress-not-contest-lok-sabha-bypolls-on-rampur-azamgarh-seats/ Tue, 07 Jun 2022 08:11:33 +0000 https://www.thenewsbangla.com/?p=15293 উত্তরপ্রদেশে যোগীর বিজেপির ভয়ে; ভোটের লড়াই থেকেই পালাল কংগ্রেস। হ্যাঁ, গল্প হলেও সত্যি। উত্তরপ্রদেশে দুটি লোকসভা উপনির্বাচন থেকে; এবার নিজেদের সরিয়ে নিল সনিয়া-রাহুলের কংগ্রেস। দল যে প্রতিদ্বন্দ্বিতা করছে না; তা জানিয়ে দিয়েছেন উত্তরপ্রদেশ রাজ্য কংগ্রেসের সহ সভাপতি যোগেশ দীক্ষিত। রাজ্য বিধানসভা নির্বাচনের ভরাডুবি ফলকেই, সাফাই হিসেবে তুলে ধরেছেন; প্রদেশ কংগ্রেসের সহ-সভাপতি। তবে, কংগ্রেসের এই সিদ্ধান্তকে ঘিরে; রাজ্য ছাড়িয়ে দেশের রাজধানীতে শুরু হয়েছে জোর আলোড়ন।

উত্তরপ্রদেশের রামপুর ও আজমপড় লোকসভা আসনের উপনির্বাচন; কিন্তু ভোটের ময়দান থেকে না লড়েই পালিয়েই গেল কংগ্রেস। লোকসভা উপনির্বাচনে না লড়ার সিদ্ধান্ত; সোমবার উত্তরপ্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল। ভোটের লড়াই থেকে সরে আসার পিছনে; গত বিধানসভা নির্বাচনের ভরাডুবিকে কারণ হিসেবে দেখিয়েছেন হাত শিবির। কংগ্রেস সূত্রে খবর, উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত পিছনে রয়েছে; দুই কেন্দ্রে দলের সাংগঠনিক দুর্বলতা।

কংগ্রেসের এই সিদ্ধান্তকে ঘিরে; ইতিমধ্যে জোর জল্পনা শুরু হয়েছে জাতীয় রাজনীতিতে। সিদ্ধান্তের পিছনে উত্তরপ্রদেশ কংগ্রেসের ভেঙে যাওয়া সংগঠন ও যোগ্য নেতৃত্বের অভাবকেই দায়ী বলে মনে করছে রাজনৈতিক মহল। গত বিধানসভা নির্বাচনে প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে; উত্তরপ্রদেশে লড়েছিল কংগ্রেস। নির্বাচনে মাত্র ২.৩ শতাংশ ভোট পেয়েছিল কংগ্রেস। এই অবস্থায় লোকসভা উপনির্বাচন লড়লে; কংগ্রেসকে আরও লজ্জার মুখে পড়ত হত বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ ইতিহাসে প্রথমবার ভারতের কোন ভাষায় লেখা উপন্যাস পেল বুকার পুরস্কার

যদিও অন্য একটি অংশের মতে; ২০২৪ সালেই লোকসভা ভোট। উত্তরপ্রদেশের মতো রাজ্যে লড়তে গেলে; আঞ্চলিক দলের লেজুর ধরা ছাড়া কংগ্রেসের গতি নেই। সেক্ষেত্রে সোনিয়ার প্রথম পছন্দ অখিলেশ যাদব। তাই লোকসভা উপনির্বাচনে না লড়ার সিদ্ধান্ত ঘোষণার মধ্যে; সমাজবাদী পার্টিকে বন্ধুত্বের বার্তা দেওয়া হল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

তাছাড়া সামনেই রাষ্ট্রপতি নির্বাচন। রামপুড় ও আজমগড়ে বিরোধীরা জিতলে; রাষ্ট্রপতি নির্বাচনের আগে বড় ধাক্কা খাবে মোদী সরকার। সম্মিলিত বিরোধী জোটের স্বার্থে; কংগ্রেসের নির্বাচনে না দাঁড়ানোর সিদ্ধান্ত বলেও মনে করা হচ্ছে। তবে নির্বাচনে না লড়ার পিছনে, নেতারা যতই সাফাই দেওয়ার চেষ্টা করুন না কেন; কংগ্রেসের ইতিহাসে পালিয়ে যাবার ঘটনা এই প্রথম। যা নিয়ে দেশ জুড়ে জোরদার প্রচার শুরু করেছে বিজেপি।

]]>
কাশীর পর মথুরা, কৃষ্ণের জন্মস্থানে মসজিদ বন্ধের আর্জি, ইদগাহ সিল করতে মামলা https://thenewsbangla.com/kashi-mathura-petition-to-close-mosque-at-krishna-birthplace-case-to-seal-idgah/ Wed, 18 May 2022 04:09:41 +0000 https://www.thenewsbangla.com/?p=15104 কাশীর পর এবার মথুরায় কৃষ্ণের জন্মস্থানে, মসজিদ বন্ধের আর্জি; ইদগাহ সিল করতে আদালতে দায়ের মামলা। মথুরায় মসজিদ বন্ধ ও ইদগাহ ময়দান সিলের দাবিতে মামলা। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, পশ্চিম উত্তরপ্রদেশের মথুরায়; শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। মন্দির সংলগ্ন শাহি ইদগাহ নিয়ে; বিতর্ক তৈরি হয়েছে বহুদিন থেকেই। মথুরার শ্রীকৃষ্ণ জন্মভূমিতে মন্দিরের কাছে যে মসজিদটি আছে; তার জায়গা হিন্দুদের কাছে হস্তান্তর করার দাবি উঠেছে। এবার সেই নিয়েই; মামলা হল আদালতে।

গত বেশ কয়েকদিন ধরেই; ঐতিহাসিক বারাণসী জ্ঞানবাপী মসজিদ নিয়ে বিতর্ক চরমে উঠেছে। আদালতের নির্দেশে মসজিদে সমীক্ষা চলেছে; সমীক্ষা চলাকালীন ওজুখানায় ‘শিবলিঙ্গ’ মিলেছে বলেও দাবি করা হয়েছে। এরপরই সিল করা হয়েছে মসজিদের ওজুখানা। এই আবহে এবার মথুরার ইদগাহ ময়দানও; সিল করে সেখানে নমাজ বন্ধের আর্জি জানিয়ে আবেদন দায়ের হল আদালতে। মথুরার স্থানীয় আদালতেই; দু-জন আইনজীবী এই নিয়ে পৃথক দুটি মামলা দায়ের করেছেন।

লখনউয়ের আইনজীবী শৈলেন্দ্র সিং, মথুরা দায়রা জজ আদালতে; একটি পিটিশন দাখিল করেছেন। আবেদনে তাঁর আর্জি, শাহি ইদগাহে মুসলমানদের নমাজ পড়া বন্ধ রাখার নির্দেশ দেওয়া হোক। আবদেনকারী বলেন, ‘যেখানে মন্দির ছিল সেখানেই শাহি ইদগাহ মসজিদ গড়ে উঠেছে; এখানেই ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। আমরা চাই না যে; মুসলমানরা শাহি ঈদগাহ মসজিদে নমাজ পড়ুক’।

আরও পড়ুনঃ বাবরি-র পর জ্ঞানবাপি, ‘মন্দির ওহি বনেগা’

কয়েকদিন আগেই মথুরার কৃষ্ণ জন্মভূমি সংলগ্ন এলাকায় অবস্থিত, সেই মসজিদ এলাকায় সমীক্ষার জন্য; অ্যাডভোকেট কমিশনরকে নিয়োগের পিটিশন দায়ের হয় আদালতে। এই একই ধরনের এক পিটিশনের ভিত্তিতেই; কাশীর জ্ঞানবাপী মসজিদে সমীক্ষা চলছে।

২০২০ সালের ২৩ ডিসেম্বর থেকে; মথুরার সিভিল জজ কোর্টে মামলা চলছে। ভগবান কেশবদেব মন্দিরের তরফে, দায়ের করা ওই পিটিশনে; শ্রীকৃষ্ণের চিহ্ন রয়েছে বলে শাহি দরগা সরিয়ে দেওয়ার দাবি করা হয়েছে। এলাকা শ্রীকৃষ্ণ জন্মভূমি বলে দাবি; মন্দিরের দাবি ইদগাহের ১৩.৩৭ একর জমি তাদের।

‘ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থানের’ পাশে ইদগাহ মসজিদ, সিল করার আর্জি নিয়ে দায়ের করা মামলা; শুনানির জন্যও নিয়েও নিয়েছে মথুরা আদালত। ইতিমধ্যেই কৃষ্ণের জন্মস্থান তথা কাটরা কেশবদেব মন্দিরের ১৩.৩৭ একর জমি ও ইদগাহ মন্দির নিয়ে; হিন্দুত্ববাদীরা মথুরা আদালতেই অন্তত ১০টি আলাদা মামলা দায়ের করেছেন।

]]>
“জাতীয় সঙ্গীত ‘জনগণমন’ গেয়েই স্কুল শুরু করতে হবে সব মাদ্রাসায়”, ফরমান যোগীর https://thenewsbangla.com/national-anthem-janaganamana-must-sing-in-all-madrasa-schools-ordered-by-yogi-adityanath-up-govt/ Fri, 13 May 2022 05:00:57 +0000 https://www.thenewsbangla.com/?p=15075 “জাতীয় সঙ্গীত বা স্তব ‘জনগণমন অধিনায়ক’ (National Antham) গেয়েই স্কুল শুরু করতে হবে সব মাদ্রাসায়”; ফরমান যোগীর। স্কুলের শুরুতেই গাইতে হবে দেশের জাতীয় সঙ্গীত জন-গণ-মন-অধিনায়ক-জয়-হে; রাজ্যের সব মাদ্রাসার উদেশ্যে ফরমান জারি ‘বুলডোজার যোগীর’। মাদ্রাসায় পড়লে ও পড়ালে জাতীয় স্তব-সঙ্গীত গাইতেই হবে; সিদ্ধান্ত যোগী আদিত্যনাথ সরকারের। উত্তরপ্রদেশের মাদ্রাসাগুলিতে, ক্লাস শুরুর আগে ‘জনগণমন’ গাওয়া বাধ্যতামূলক; ঘোষণা করার কথা জানিয়েছেন যোগী মন্ত্রিসভার সদস্য দানিশ আজাদ আনসারি। এরপরেই শুরু হয়েছে; দেশ জুড়ে বিতর্ক।

প্রত্যেক দিন স্কুলে ক্লাস শুরুর আগেই; এবার জাতীয় স্তব-সঙ্গীত (National Antham) ‘জনগণমন অধিনায়ক’ গান গাওয়া বাধ্যতামূলক করে দিল; মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এর উত্তরপ্রদেশ সরকার। ধর্মীয় শিক্ষার পাশাপাশি, এবার দেশের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে ছাত্রছাত্রী-দের জ্ঞান অর্জনের জন্য; এমন নয়া পদক্ষেপ নিল যোগী সরকার।

রাজ্য সরকারের মুসলিম মুখ; দানিশ আজাদ আনসারি সংখ্যালঘু দফতরের রাষ্ট্রমন্ত্রী। গত ২৪ মার্চই উত্তরপ্রদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের বৈঠকে; এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন তিনি। সিদ্ধান্তটি হল, সব মাদ্রাসা ছাত্র, শিক্ষক যেন অবশ্যই ক্লাস শুরুর আগে; ‘জনগণমন’ গান। শিক্ষা বোর্ডে অনুমোদিত সিদ্ধান্ত; রূপায়ণের আদেশ বেরিয়েছে ৯ মে। তাতে বলা হয়েছে, মাদ্রাসায় আগে যেমন ধর্মীয় প্রার্থনা হেত, তেমনই হবে; পাশাপাশি জাতীয় স্তবে গলা মেলাতে হবে শিক্ষক-পড়ুয়া সবাইকে।

২০১৭ সালে উত্তরপ্রদেশ মাদ্রাসা-বোর্ড স্বাধীনতা দিবসে; তাদের অনুমোদিত সব শিক্ষা-প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও জনগণমন গাওয়া বাধ্যতামূলক করে দেয়। এর ৫ বছর বাদে স্কুল চলার দিনগুলিতে; জাতীয় সঙ্গীত গাওয়া আবশ্যিক করা হল। গত ৩০শে মার্চ থেকে ১১ই মে; রমজানের পবিত্র মাস থাকার কারণে বন্ধ ছিল সকল মাদ্রাসা স্কুলগুলি। তবে বৃহস্পতিবার থেকে পুনরায় স্কুল শুরু হওয়ায়; এই নিয়ম লাগু হবে বলে জানিয়েছে শিক্ষা দফতর।

উত্তরপ্রদেশ মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান আগেই বলেছিলেন; “সব স্কুলেই জাতীয় সঙ্গীত গাইতে হয়। মাদ্রাসার পড়ুয়াদের মধ্যেও; দেশপ্রেমের চেতনা জাগ্রত করতে চাই আমরা। ওরা যাতে ধর্মীয় শিক্ষার পাশাপাশি; আমাদের ইতিহাস, সংস্কৃতির সঙ্গে পরিচিত হয়। সেজন্যই আসন্ন শিক্ষাবর্ষ থেকে তা বাধ্যতামূলক করা হচ্ছে। পাশাপাশি নয়া শিক্ষাবর্ষে মাদ্রাসা শিক্ষকদের হাজিরা নথিভুক্তির জন্য; বায়োমেট্রিক সিস্টেম চালু হচ্ছে। পডুয়াদেরও অনলাইন রেজিস্ট্রেশন; হবে বলে জানা গিয়েছে।

]]>
মুম্বাইয়ের পর কলকাতায় অফিস খুলতে চলেছে যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ সরকার https://thenewsbangla.com/yogi-adityanath-up-govt-is-going-to-open-an-office-in-kolkata-after-mumbai/ Thu, 12 May 2022 07:15:18 +0000 https://www.thenewsbangla.com/?p=15069 মুম্বাইয়ের পর কলকাতায় অফিস খুলতে চলেছে; যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ সরকার। উত্তরপ্রদেশ থেকে বহু মানুষ, এই রাজ্যে আসেন; কাজের তাগিদে। কেউ আসেন ব্যবসার স্বার্থে; কেউ আসেন শ্রমিকের কাজ করতে; কেউ আসেন চাকরির স্বার্থে। বাংলায় বসবাসকারী উত্তরপ্রদেশের সেইসব নাগরিকদের সুবিধার্থে; কলকাতায় একটি অফিস খুলতে পারে যোগী আদিত্যনাথ সরকার। উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক; নিজেই একথা জানিয়েছেন।

পেটের তাগিদে দেশের বিভিন্ন কোণে ছড়িয়ে রয়েছেন; উত্তরপ্রদেশের বাসিন্দারা। তাঁদের সঙ্গে উত্তরপ্রদেশ সরকারের যোগাযোগকে; আরও মসৃণ করতে বিভিন্ন রাজ্যে দফতর তৈরির পথে চলছে যোগী আদিত্যনাথের সরকার। মহারাষ্ট্রের রাজধানী মুম্বইয়ে; এমন একটি কার্যালয় তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী দিনে এমন কার্যালয় হতে পারে কলকাতাতেও। এমনই মন্তব্য করলেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক।

শুধু বাংলা নয়। পেটের তাগিদে দেশের বিভিন্ন প্রান্তে; ছড়িয়ে রয়েছেন উত্তরপ্রদেশের বাসিন্দারা। মুম্বই শহরেই অন্তত ৫০ থেকে ৬০ লক্ষ মানুষ থাকেন, কাজ করেন; যাঁদের আদি বাড়ি উত্তরপ্রদেশে। তাঁদের সুবিধার জন্য এ বার মুম্বইয়ে তৈরি হতে চলেছে; যোগী আদিত্যনাথ সরকারের অফিস। এ কথা সম্প্রতি জানিয়েছে উত্তরপ্রদেশের সরকার।

এই প্রসঙ্গেই সাক্ষাৎকারে ব্রজেশ বলেন; “ব্যবসা কিংবা চাকরির জন্য উত্তরপ্রদেশের অনেক মানুষ; রাজ্যের বাইরে বসবাস করেন। তাঁদের সঙ্গে উত্তরপ্রদেশ সরকারের যোগাযোগ, আরও মসৃণ করতে; এবার উদ্যোগী হয়েছে আদিত্যনাথের সরকার। তাঁরা কোনও সমস্যায় পড়লে যাতে দ্রুত তাঁদের সহায়তা পৌঁছে দেওয়া যায়; তা নিশ্চিত করতে মুম্বইয়ে অফিস করার সিদ্ধান্ত নিয়েছি”। মুম্বাইয়ের পর এবার কলকাতা বা দিল্লিতেও; এই ধরনের অফিস খোলা হতে পারে বলে জানিয়েছেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক।

এক সাক্ষাৎকারে ব্রজেশ পাঠক জানিয়েছেন; “মুম্বইয়ে যেমন ইউপি ভবন তৈরি হবে; আগামী দিনে তেমন কলকাতা বা দিল্লিতেও হতে পারে। সেখানে উত্তরপ্রদেশের অনাবাসী বাসিন্দারা গিয়ে থাকতে পারবেন। কোনও সমস্যায় পড়লে সরাসরি উত্তরপ্রদেশ সরকারের সঙ্গে; যোগাযোগ করতে পারবেন”।

উত্তরপ্রদেশ সরকার বারবার দাবি করে আসছে; ‘যোগীর আমলে রাজ্যে কর্মসংস্থান বেড়েছে’। অথচ, সেই যোগী সরকারই ভিনরাজ্যে পেটের দায়ে কাজ করতে যাওয়া মানুষের সঙ্গে যোগাযোগ রাখার জন্য; দেশের বিভিন্ন শহরে অফিস খোলার সিদ্ধান্ত নিচ্ছে। প্রশ্ন উঠছে, তাহলে কি ঘুরিয়ে রাজ্যে কর্মসংস্থানের বেহাল দশার কথা; স্বীকার করে নিল যোগী আদিত্যনাথ সরকার?

]]>
যোগীর রাজ্যে স্বস্তি মানুষের, ধর্মীয় স্থান থেকে খোলা হচ্ছে হাজার হাজার লাউডস্পিকার https://thenewsbangla.com/religious-places-not-predominant-thousands-of-loudspeakers-removed-from-religious-places/ Thu, 28 Apr 2022 12:56:47 +0000 https://www.thenewsbangla.com/?p=14959 যোগীর রাজ্যে স্বস্তি মানুষের; ধর্মীয় স্থান থেকে খোলা হচ্ছে হাজার হাজার লাউডস্পিকার। উত্তরপ্রদেশের বিভিন্ন ধর্মীয় স্থান থেকে; ১০৯২৩টি ​​অননুমোদিত লাউডস্পিকার সরিয়ে নিল উত্তরপ্রদেশ পুলিশ। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশের পরেই এমন পদক্ষেপ। শুধু তাই নয়, উত্তরপ্রদেশের ৩৫২২১টি জায়গায় লাউডস্পিকারের শব্দের মাত্রাও কমানো হয়েছে। ৩০ এপ্রিলের মধ্যে যেসব জায়গায় লাউডস্পিকারের আওয়াজ শব্দসীমা অতিক্রম করেছে; সেই বিষয়ে রিপোর্ট চেয়েছে সরকার।

সংবাদমাধ্যমকে রাজ্যের আইনশৃঙ্খলার অতিরিক্ত মহাপরিচালক প্রশান্ত কুমার বলেন; “মানুষজন নিজেরাই লাউডস্পিকার সরাতে সহযোগিতা করছে এবং নিজেরাই সরিয়েও দিচ্ছে; এই অভিযান চলবে ৩০ এপ্রিল পর্যন্ত”। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ধর্মীয় স্থানগুলিতে লাউডস্পিকারের শব্দের মাত্রা কমিয়ে; নির্দিষ্ট মানের করার নির্দেশ দিয়েছেন। নির্দেশিকায় বলা হয়েছে, ‘শব্দ যেন ধর্মীয় প্রাঙ্গণের ভেতরেই থাকে; তাতে অন্য কারও যেন অসুবিধা না হয়’।

যে লাউডস্পিকারগুলি জেলা প্রশাসনের যথাযথ অনুমতি ছাড়াই; ইনস্টল করা হয়েছে বা অনুমোদিত সংখ্যার বেশি ইনস্টল করা হয়েছে সেগুলিকে ‘অননুমোদিত’ ঘোষণা করে খুলে ফেলা হচ্ছে। লাউডস্পিকারের বিষয়ে হাইকোর্টের নির্দেশনাও বিবেচনায় নেওয়া হচ্ছে। গত সপ্তাহে সিনিয়র আধিকারিকদের সঙ্গে আইনশৃঙ্খলা পর্যালোচনা বৈঠকের সময়, মুখ্যমন্ত্রী আদিত্যনাথের দেওয়া নির্দেশিকাগুলির ভিত্তিতেই; পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এই নির্দেশের পরেই, পুলিশ আধিকারিকরা রাজ্যের ধর্মীয় স্থানগুলি থেকে; লাউডস্পিকার সরিয়ে নেওয়া এবং শব্দ কমানোর বিষয়টি নিশ্চিত করছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, আগ্রা অঞ্চলে ৩০টি অননুমোদিত লাউডস্পিকার সরানো হয়েছে এবং ৯০৫টি জায়গায় শব্দের মাত্রা কমানো হয়েছে। মীরাটে শব্দসীমা কমানো হয়েছে ৫৯৭৬টি স্থানে; বরেলিতে ৬২৫৭টি স্থানে; লখনউতে ৬৪০০টি; কানপুরে ১৭১৩টি; প্রয়াগরাজে ১০৭৩টি; গোরখপুরে ২৭৬৭টি; বারাণসীতে ২৪১৭টি স্থানে; লখনউ কমিশনারেটের ১২৩৫টি; কানপুর কমিশনারেটে ৯৫টি; গৌতম বুদ্ধ নগরে ৪৬২টি এবং বারাণসী কমিশনারেটের ৩৭৪টি স্থানে।

এডিজি আইনশৃঙ্খলা জানিয়েছেন; “পুলিশ ঐকমত্যে পৌঁছানোর জন্য; ৩৭৩৪৪ জন ধর্মীয় নেতার সঙ্গে যোগাযোগ করেছে”। উত্তরপ্রদেশের স্বরাষ্ট্র দফতর, পুলিশকে ৩০ এপ্রিলের মধ্যে; একটি রিপোর্ট তৈরি করে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। প্রতিটি জেলার বিভাগীয় কমিশনাররা রিপোর্ট পাঠাবেন।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গত সপ্তাহে বলেছিলেন যে; “অনুমতি নিয়ে ধর্মীয় স্থানে লাউডস্পিকার ব্যবহার করা যেতে পারে; তবে তার শব্দ প্রাঙ্গণ থেকে বের হওয়া যাবে না”। তিনি আরও বলেন; “লাউডস্পিকারের জন্য নতুন কোন অনুমতি দেওয়া হবে না”।

]]>