Unexpected meeting – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Mon, 29 Apr 2019 13:01:25 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Unexpected meeting – The News বাংলা https://thenewsbangla.com 32 32 সৌজন্য না ঘরে ফেরা, ভোটের দিন অনুব্রত অনুপম সাক্ষাতে উঠে গেল প্রশ্ন https://thenewsbangla.com/anubrata-mondal-anupam-hajra-unexpected-meeting-on-birbhum-poll-day/ Mon, 29 Apr 2019 12:59:23 +0000 https://www.thenewsbangla.com/?p=11968 সৌজন্য না ঘরে ফেরা, ভোটের দিন অনুব্রত অনুপম সাক্ষাতে উঠে গেল প্রশ্ন। চতুর্থ দফার ভোটের দিন আচমকা অনুব্রত মণ্ডলের সঙ্গে সাক্ষাত করতে এলেন অনুপম হাজরা। শুধু দেখাই করা নয়, জমিয়ে মাছ-ভাতও খেলেন যাদবপুরের বিজেপি প্রার্থী। ফিরে এলে সাংসদ করতেই পারি, বললেন অনুব্রত। ফলে উস্কে গেল জল্পনা।

বীরভূমের ভোটের দিনই বড় চমক দিলেন বীরভূমের কেষ্ট দা। সোমবার ভোট দিয়ে ফিরে যখন তাঁর দলিয় দফতরে বসে অনুব্রত, তখনই তাঁর কাছে এলেন যাদবপুরের বিজেপি প্রার্থী অনুপম হাজরা। শুধু ‘কেষ্ট কাকার’ কাছে আসাই নয়। অনুব্রতর বাড়িতে জমিয়ে মাছ-ভাতও খেলেন অনুপম। লোকসভা ভোটের আগে তৃণমূলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে গেরুয়া শিবিরে যোগদান করেন অনুপম। এরপরই তাঁকে যাদবপুর কেন্দ্রের প্রার্থী করেছে বিজেপি।

আরও পড়ুনঃ ভোটের দিন স্বয়ং প্রার্থীই ঘুম থেকে উঠলেন দুপুর ১২ টায়, বাংলায় ভোট রঙ্গ

লোকসভা ভোটের আগে দলের বিরুদ্ধে বিদ্রোহ করেন অনুপম হাজরা। তাঁকে সাসপেন্ড করে নেতৃত্ব। এরপর গেরুয়া শিবিরে যোগদান করেন অনুপম। তাঁকে যাদবপুর কেন্দ্রের প্রার্থী করেছে বিজেপি। সেই যাদবপুর কেন্দ্রের প্রার্থীই সোমবার সটান চলে এলেন অনুব্রতর দরবারে। তাও আবার চতুর্থ দফার ভোটের দিন।

অতি সম্প্রতি বিজেপির কর্মীদের নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন অনুপম হাজরা। পরে অবশ্য তা অস্বীকার করেন যাদবপুরের বিজেপি প্রার্থী। সোমবার ভোট দেওয়ার পর দলীয় দফতরে বসেছিলেন অনুব্রত মণ্ডল। তাঁকে ফোন করে অফিসে আসেন বিজেপির প্রার্থী। অফিসে এসে অনুব্রতর পায়ে হাত দিয়ে প্রণাম করেন অনুপম। জানিয়ে দেন, কাকার কাছে এসেছি। বীরভূমে অনুব্রতই শেষ কথা।

আরও পড়ুনঃ তৃণমূলের ৪০ জন বিধায়ক আমার সঙ্গে প্রতিদিন যোগাযোগ রাখেন, বললেন মোদী

স্নেহের সুরে অনুব্রত বলেন, “বোকামি করেছে। ওকেই প্রার্থী করতাম”। আবার দলে নিয়ে নেওয়ার কথাও জানিয়ে দিলেন কেষ্ট। শুধু দেখা করা নয়, অনুব্রতর হেঁসেলের ভাত-মাছ-পোস্তও খেলেন অনুপম হাজরা। অনুপম-অনুব্রত এমন সাক্ষাত্ নিয়ে স্বাভাবিকভাবেই শুরু হয়ে গিয়েছে জোর জল্পনা।

যাদবপুরে ভোটগ্রহণের আগে এমন সাক্ষাত্ যে বিরূপ প্রভাব ফেলতে পারে, তা নিশ্চিতভাবেই বোঝেন অনুপম। তাহলে কি আবার পুরনো দলে ফিরবেন যাদবপুরের বিজেপি প্রার্থী? অনুব্রতের মন্তব্যের পর জল্পনা তুঙ্গে।

আরও পড়ুনঃ মোবাইলে হুমকি দিয়ে নির্বাচন কমিশনকে হাস্যকর প্রমাণ করলেন অনুব্রত মণ্ডল

বিজেপিতে যোগদান করার পরেও কেন অনুব্রতর বাড়িতে? ‘কেষ্ট কাকার’ বাড়িতে বসেই অনুপম বলেন, “কাকার কাছে এসেছি, ভুল বোঝাবুঝি ছিল মিটে গেছে”। অপরদিকে অনুব্রত মন্ডলও বলেন, “ওকে ঠিক দলে নিয়ে নেব, সাংসদ করব, রাজ্যসভা ভোট আছে”।

এদিন অনুব্রত মন্ডলের বাড়িতে এসে তাঁকে প্রণামও করেন অনুপম। উল্লেখ্য, গত শুক্রবার যাদবপুরের বিজেপি কর্মীদের উদ্দেশে অনুপম বলেছিলেন, “বিজেপি কর্মীরা সব অপদার্থ”। তারপরই ভোটের দিন বীরভূমে গিয়ে সটান অনুব্রতর বাড়িতে হাজির অনুপম। তাই জল্পনা উসকে উঠছে, তাহলে কি আবার তৃণমূলেই ফিরছেন অনুপম? যদিও এদিন ফেসবুক লাইভে একথা অস্বীকার করেছেন অনুপম।

]]>