Uma Bharti – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Wed, 17 Apr 2019 06:34:58 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Uma Bharti – The News বাংলা https://thenewsbangla.com 32 32 প্রিয়াঙ্কা বঢরাকে চোরের স্ত্রী হিসেবেই জানবে দেশবাসী, বিস্ফোরক উমা ভারতী https://thenewsbangla.com/uma-bharti-says-countrymen-will-judge-priyanka-bhadra-as-thiefs-wife/ Wed, 17 Apr 2019 06:23:16 +0000 https://www.thenewsbangla.com/?p=10987 প্রিয়াঙ্কা বঢরাকে চোরের স্ত্রী হিসেবেই জানবে দেশ, মঙ্গলবার এমনটাই জানালেন বিজেপির বর্ষীয়ান নেত্রী উমা ভারতী। আর এরপরেই এই মন্তব্য নিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে বিতর্ক। তরজা চলছে কংগ্রেস ও বিজেপির মধ্যে। অশালীন মন্তব্যের জন্য নির্বাচন কমিশনের দারস্থ হচ্ছে কংগ্রেস।

আরও পড়ুনঃ কেন্দ্রীয় বাহিনীকে ঝাঁটা মেরে এলাকা থেকে তাড়ানোর ফতেয়া তৃণমূল বিধায়ক ও মন্ত্রীর

মঙ্গলবার ছত্তীসগড়ের দুর্গ জেলায় একটি নির্বাচনী প্রচারসভা থেকে ফেরার সময় সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন তিনি। চলতি লোকসভা নির্বাচনে প্রিয়াঙ্কা গান্ধী বঢরার ভাবমূর্তি কতটা প্রভাব ফেলবে, এই বিষয়ে তাকে প্রশ্ন করা হয়। এই প্রশ্নের উত্তরেই এই বিস্ফোরক মন্তব্য করেন উমা ভারতী।

আরও পড়ুনঃ রাতের অন্ধকারে ভারতী ঘোষের বাড়িতে মমতার পুলিশ

প্রশ্নের উত্তরে উমা ভারতী জানান, কোনও প্রভাব ফেলবে না। যার স্বামী চুরির দায়ে অভিযুক্ত, তাকে কিভাবে দেশবাসী বিবেচনা করবে, উল্টে প্রশ্ন রাখেন তিনি। এরপরেই তিনি বলেন, একজন চোরের স্ত্রীকে মানুষ যে চোখে দেখে, প্রিয়াঙ্কাকেও ঠিক সেভাবেই দেখে জনগন। প্রিয়াঙ্কা বঢরাকে চোরের স্ত্রী হিসেবেই জানবে দেশবাসী, পরিষ্কার বললেন উমা ভারতী।

আরও পড়ুনঃ তৃণমূলের প্রচার করায় ফেরদৌসকে ভারত ছাড়ার নির্দেশ বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের

উমা এদিন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও সপা নেতা আজম খানের সম্পর্কে বলেন, নির্বাচন কমিশনের প্রতি তিনি আস্থাশীল। কিন্তু দুজনের বক্তব্যের ভিত্তিতে নির্বাচন কমিশন যে পদক্ষেপ নিয়েছে, তার সাথে তিনি একমত নন। অনেকেই উল্টো পাল্টা মন্তব্য করছেন বলেই অভিযোগ জানান উমা।

আরও পড়ুনঃ বাংলায় ভোটে দুই দুর্গা, দুই পুরুষের লড়াইয়ে প্রচারে দাপট দেখাচ্ছেন দুই নারী

এই প্রসঙ্গে তিনি বলেন, যোগী আদিত্যনাথ মায়াবতীর মন্তব্যের পরিপ্রেক্ষিতে উত্তর দিয়েছেন মাত্র। কিন্তু আজম খান নারীবিদ্বেষী কুরুচিপূর্ণ আক্রমণ করে মহিলাদের অসম্মান করেছেন। ভারতীয় দন্ডবিধি মেনে আজম খানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিৎ বলে তিনি মন্তব্য করেন। দুটো বিষয়কে একই দৃষ্টিভঙ্গিতে দেখতে রাজি নন তিনি, জানান উমা। কিন্তু উমার বক্তব্য নিয়েই শুরু হয়েছে জোর বিতর্ক।

আরও পড়ুনঃ দেশকে চমকে দিয়ে লোকসভা নির্বাচনে রূপান্তরকামী রাধা
আরও পড়ুনঃ কোটি কোটি কালো টাকা উদ্ধারের পর ভোট বাতিলের সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
“নীচু জাতের মোদীর হিন্দু ধর্ম নিয়ে বলার অধিকার নেই” বিতর্কে কংগ্রেস নেতা https://thenewsbangla.com/congress-leader-is-in-the-debate-there-is-no-right-for-modi-to-speak-of-the-hindu-religion/ Fri, 23 Nov 2018 13:33:47 +0000 https://www.thenewsbangla.com/?p=2950 The News বাংলা, নিউ দিল্লিঃ ২০১৭ সালের গুজরাট বিধানসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে ‘জাতি বৈষম্যমূলক’ মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন কংগ্রেস নেতা মণিশঙ্কর আয়ার। রাজস্থান বিধানসভা ভোটের আগেও সেই ধারা বজায় রাখলো কংগ্রেস। এবার “নীচু জাতের মোদীর হিন্দু ধর্ম নিয়ে বলার অধিকার নেই”, বলে বিতর্কে প্রবীণ কংগ্রেস নেতা সি পি জোশী।

Image: The News বাংলা
Image: The News বাংলা

সম্প্রতি রাজস্থানে একটি নির্বাচনী জনসভায় বক্তৃতা রাখেন প্রবীণ কংগ্রেস নেতা সিপি জোশী। সেখানে তিনি নরেন্দ্র মোদী, উমা ভারতী সহ অন্যান্য বিজেপি নেতাদের নিশানা করে করে বলেন যে, শুধুমাত্র ব্রাহ্মণরাই হিন্দুধর্ম নিয়ে বড়াই করার ক্ষমতা রাখে।

আরও পড়ুনঃ ধর্মান্তরকরণের উদ্দেশ্যে এসে আদিবাসীদের হাতে নিহত মার্কিন খ্রীষ্টান মিশনারী

তিনি বলেন, ধর্মের ব্যাপারে একমাত্র ব্রাহ্মণরাই বিশেষ জ্ঞানের অধিকারী। অতএব নরেন্দ্র মোদী, উমা ভারতীদের মতো অন্য জাতের নেতাদের হিন্দু ধর্ম নিয়ে কথা বলার অধিকার নেই। আর এরকম, চরম জাতিবিদ্বেষ মূলক মন্তব্য করেই বিতর্কে জড়ান এই কংগ্রেস নেতা।

Image Source: Google

স্বভাবতই অস্বস্তিতে পড়ে বিতর্কে প্রলেপ লাগাতে ময়দানে নামতে হয় স্বয়ং রাহুল গান্ধীকে। শুক্রবার, এই নিয়ে টুইটারে প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি। সেখানে তিনি লেখেন যে, তাঁর দল বিভাজনের আদর্শে বিশ্বাসী করে না। সি পি জোশীর মন্তব্য তাই কংগ্রেসের নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয় বলেই জানিয়ে দিয়েছেন রাহুল।

আরও পড়ুন: ফের ভূস্বর্গে চরম রাজনৈতিক ডামাডোল

দলের অন্যান্য নেতাদেরও তিনি এই ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকতে বলেন। বিতর্কিত মন্তব্য নিয়ে সিপি জোশীকে ক্ষমা চেয়ে নেওয়ার কথাও বলা হয়। সভাপতির ক্ষোভ চাপা দিতে সঙ্গে সঙ্গেই ক্ষমা চেয়ে নেন যোশী।

Image Source: Google

বিতর্কের জল বহুদূর গড়ানোর আগেই অনতিবিলম্বে টুইটারে লিখে ক্ষমা চেয়ে নেন সি পি জোশী। যদিও নিজের বক্তব্যের ভিডিও প্রকাশ করে তিনি বলেন, বিজেপি নেতারাই তার বক্তব্য বিকৃত করে প্রচার চালাচ্ছে। তিনি এরকম কিছুই বলেন নি।

আরও পড়ুন: স্বাধীনতার পর প্রথম মুসলিম মেয়র পেল মমতার কলকাতা

উল্লেখ্য, আগামী ৭ই ডিসেম্বর রাজস্থানে বিধানসভা নির্বাচন। বিভিন্ন প্রাক নির্বাচনী সমীক্ষায় রাজস্থানে কংগ্রেসের পক্ষে পাল্লা ভারী দেখালেও এই ধরনের বক্তব্য ভোটের ফলাফলে প্রভাব ফেলতে পারে বলেই মনে করছে কংগ্রেস নেতৃত্ব।

Image: The News বাংলা
Image: The News বাংলা

গত বছর গুজরাট বিধানসভা আগে নরেন্দ্র মোদীকে ‘নীচ ব্যক্তি’ বলে মন্তব্য করেছিলেন প্রবীণ কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ার। তার জল বহুদূর গড়ায়। এক প্রকার বাধ্য হয়েই তাঁকে দল থেকে সাসপেন্ড করা হয়।

এবার যদিও সেরকম কোনো কড়া পদক্ষেপের রাস্তায় হাঁটেনি কংগ্রেস। কিন্তু লজ্জাকর ভাবে আসরে নামতে হল খোদ কংগ্রেস সভাপতিকেই।

]]>