Udayan Guha – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Fri, 21 Jun 2019 13:27:45 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Udayan Guha – The News বাংলা https://thenewsbangla.com 32 32 দোষ স্বীকার করে বাংলার মানুষের কাছে ক্ষমা চাইলেন তৃণমূল নেতা https://thenewsbangla.com/tmc-leader-apologizes-to-the-people-of-bengal-after-accepting-faults/ Fri, 21 Jun 2019 13:27:45 +0000 https://www.thenewsbangla.com/?p=14239 তিনি অন্যায় করেছেন; তিনি অনুতপ্ত। এমন ভাবেই নিজের ব্যর্থতা; কৃতকর্ম স্বীকার করে; জনগনের কাছে ক্ষমা চাইলেন কোচবিহারের তৃণমূল নেতা উদয়ন গুহ। সোশ্যাল মিডিয়া ফেসবুকে পোস্ট লিখে; জনগনের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়ে নিলেন তিনি।

গত বুধবার নিজের ফেসবুকে; তিনি কি কি অন্যায় করেছেন তাঁর একটা লিস্ট দেন। এবং সেই লিস্টে শুরুতেই তিনি লেখেন “আমি অনেক অন্যায় করেছি”। তারপর পর পর নাম্বার দিয়ে; তিনি একের পর এক অপরাধ স্বীকার করে নেন।

আরও পড়ুনঃ বিনা দোষে ১৪ বছর জেল খাটার পর, বেকসুর খালাস দুই বাঙালি

তিনি লেখেন; দিনহাটা শহরে পঞ্চায়েত নির্বাচনের সময়; গোলমাল থামাতে পারেন নি তিনি। দিনহাটা কলেজের ছাত্র গোলমালের দায় ও তিনি নিজের উপর বর্তায় বলেই লেখেন। দিনহাটার পুকুর গুলি নষ্ট করা হয়েছে; যার ফলে কেউ জঞ্জাল ফেলতে পারে না বা নোংরা কাপড় ধুতে পারে না বলেও স্বীকার করেন তিনি।

“অনেক রাস্তা ম্যাস্টিক করে মানুষের চলাফেরার অসুবিধা করেছি; অকারনে শহরে বেশি আলো লাগিয়ে টাকা নষ্ট করেছি”। স্বীকার করে নেন ফরওয়ার্ড ব্লক থেকে তৃণমূলে যাওয়া এই নেতা। ডাক্তারবাবুদের ফিজ ২৫০ টাকায় বেঁধে দিয়ে; তিনি অন্যায় করেছিলেন বলেও লেখেন এই তৃণমূল নেতা।

আরও পড়ুনঃ সীমান্তে শহীদ জওয়ানের বোনের বিয়েতে হাজির বায়ুসেনার গরুড় কম্যান্ডোরা

আরও লেখেন উদয়নবাবু; যে তিনি নার্সিংহোমে সিজার কেসের প্যাকেজ বেঁধে দিয়েছিলেন। লেখেন; দিনহাটার প্রাণ কেন্দ্র চৌপথি পরিস্কার ও যানজট মুক্ত করতে চেয়েছিলেন তিনি। কিন্তু তাঁর এই সব কাজ; দিনহাটার মানুষ পছন্দ করেননি; শিক্ষা দিয়েছেন। শেষে তিনি লেখেন “আমি অনুতপ্ত”।

মনে করা হচ্ছে নিজের ব্যর্থতা; কৃতকর্ম স্বীকার করে; আবারও মানুষের কাছে ফিরে আসতে চান তৃণমূল নেতা উদয়নবাবু। তবে এই ক্ষমা স্বীকার নিয়ে শোরগোল পড়ে গেছে রাজ্য রাজনীতিতে। তবে বেশিরভাগটাই মানুষকে ব্যঙ্গ করে লেখা বলেই মনে করছে; রাজনৈতিক ও বুদ্ধিজীবী মহল। তবে নিজের দোষ স্বীকারই হোক; বা মানুষকে ব্যঙ্গ করাই হোক; কোচবিহারের তৃণমূল নেতা উদয়ন গুহ শোরগোল ফেলে দিয়েছেন বাংলার রাজনীতিতে।

]]>
সরকারী কর্মীদের বদলির হুমকি দিয়ে ভোটের মধ্যেই বিতর্কে তৃণমূল নেতা https://thenewsbangla.com/tmc-leader-udayan-guha-in-controversy-for-threating-to-transfer-government-employees/ Tue, 16 Apr 2019 08:18:16 +0000 https://www.thenewsbangla.com/?p=10904 আগামী বৃহস্পতিবার লোকসভা ভোটের দ্বিতীয় পর্বের ভোটগ্রহণ। এরই মধ্যে সোশাল মিডিয়ায় একটি বিতর্কিত পোস্ট করলেন তৃনমূল বিধায়ক উদয়ন গুহ। দিনহাটার তৃণমূল নেতা ও বিধায়ক উদয়ন গুহর এই পোস্টকে ঘিরে বিতর্ক শুরু হয়েছে। বিরোধীরা এই ইস্যুতে নির্বাচন কমিশনের দারস্থ হচ্ছে।

আরও পড়ুনঃ কোটি কোটি কালো টাকা উদ্ধারের পর ভোট বাতিলের সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন

অভিযোগ উঠেছে, পোস্টটিতে সরকারি চাকরিজীবীদের একাংশকে বদলির হুমকি দিয়েছেন বিধায়ক। বিষয়টি নিয়ে কমিশনের দ্বারস্থ হওয়ার চিন্তাভাবনা করছে বিজেপি। বিজেপি-র অভিযোগ, ওই পোস্টের মাধ্যমে বিধায়ক উদয়ন গুহ চাকুরীজীবী যাঁরা অন্য কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত তাঁদের বদলির হুমকি দিচ্ছেন।

আরও পড়ুনঃ কেজরীর অনুরোধে কংগ্রেসের তরফে আসন ছাড়ার প্রস্তাব আপকে

যদিও বিধায়ক দাবি করেছেন, তিনি কাউকে হুমকি দেননি। তিনি ওই পোস্টের মধ্যে দিয়ে বলতে চেয়েছেন, আমাদের কাজ মানুষকে পরিষেবা দেওয়া। তাই তাঁদের পরিষেবা দেওয়া হবে।

আরও পড়ুনঃ কাশ্মীরে মেহবুবার গাড়ি লক্ষ্য করে পাথরবাজদের হামলা

১১ এপ্রিল প্রথম দফায় ভোটগ্রহণ হয়েছে কোচবিহার ও আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে। ইতিমধ্যেই ভোটের ফলাফল নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে বিভিন্ন মহলে। এই বিশ্লেষণে উঠে আসছে যে শাসকদলের অনেকেই এবারের ভোটে সেভাবে সক্রিয় ছিল না। বিশেষ করে সরকারি চাকরিজীবীদের একাংশ শাসকদলের পক্ষে সেভাবে ভোটে নামেনি।

আরও পড়ুনঃ উর্মিলার সভায় মোদীর হয়ে শ্লোগান দিয়ে কংগ্রেসের হাতে প্রহৃত বিজেপি সমর্থকরা

তাছাড়া ভোট পরিচালনা করতে গিয়ে সরকারি চাকরিজীবীরা পথে নেমেছেন। বিক্ষোভ দেখিয়েছেন। কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোট এর কাজ করতে যেতে সরাসরি অস্বীকার করেন সরকারী কর্মীরা।

আরও পড়ুনঃ তৃণমূলের ভোট প্রচারে বাংলাদেশী নায়ক, সমালোচনায় সরব বিরোধীরা

আর এই বিষয়টিকে ভালোভাবে নেননি শাসকদলের নেতারা। প্রথম দফার ভোট শেষ। কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যেই ফিরতে শুরু করেছে। আর তারই মধ্যে বিধায়ক উদয়ন গুহর এই পোস্ট। পোস্টটিতে লেখা, “অনেকেরই বাড়িতে খেয়ে চাকরি করতে ভালো লাগছে না। এবার তাদের সমস্যার সমাধান হবে”।

আরও পড়ুনঃ কংগ্রেস সমর্থকদের হাতে খুন ৭৫ বছরের বৃদ্ধ মোদী সমর্থক

বিজেপির-র কোচবিহার জেলা সভানেত্রী মালতি রাভা বলেন, “বিধায়ক উদয়ন গুহ এই পোস্টের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের বদলির হুমকি দিচ্ছেন। এই নিয়ে অভিযোগ জানানো হবে”।

আরও পড়ুনঃ ভিন্ন জাতে বিয়ে করার শাস্তি, স্বামীকে কাঁধে তুলে স্ত্রীকে ঘুরতে হল গোটা গ্রাম

যদিও বিধায়ক উদয়ন গুহ বলেন, “আমি তো বলিনি কাউকে বদলি করা হবে। আমাদের কাজ মানুষকে পরিষেবা দেওয়া। সেই পরিষেবা দেওয়া হবে, এটাই বলতে চেয়েছি”।

আরও পড়ুনঃ মোদীকে ভোট দিতে চাকুরী ছেড়ে ভারতে এলেন এই প্রবাসী ভারতীয়

বিজেপির অভিযোগ জমা পড়ছে নির্বাচন কমিশনের কাছে। নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে এর মাধ্যমে নির্বাচনী বিধি ভাঙা হয়েছে কিনা। তবে এর মাধ্যমে সরকারী কর্মীদের যে ছোট্ট করে হুমকি দিয়ে রাখলেন তৃণমূল নেতা, তা নিয়ে কোন সন্দেহ নেই রাজনৈতিক মহলের।

আরও পড়ুনঃনির্বাচনবিধি লঙ্ঘনের দায়ে দেশের বিখ্যাত দুই নেতা ও দুই নেত্রীর ওপর নিষেধাজ্ঞা

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
রথ যাত্রার আগেই দিলীপ ঘোষের গাড়িতে তৃণমূলের হামলা https://thenewsbangla.com/tmc-workers-attacked-bjps-dilip-ghoshs-car-before-the-rath-yatra/ Thu, 06 Dec 2018 12:35:50 +0000 https://www.thenewsbangla.com/?p=3613 The News বাংলা, দিনহাটা: ফের আক্রান্ত দিলীপ ঘোষ। ফের ভাঙল তাঁর গাড়ির কাচ। নিরাপত্তা রক্ষীরা তাঁকে ও তাঁর গাড়ি বের করে নিয়ে যায়। ঘটনা কোচবিহারের সিতাইয়ে।

রথযাত্রার আগের দিনেই গাড়ি ভাঙচুর কোচবিহারে। কোচবিহারে শুক্রবার থেকে শুরু বিজেপির রথযাত্রা। আর তা নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি। আদালতে আপাতত রথের লড়াই নিয়ে রায় দিয়েছে রাজ্য সরকারের দিকেই।

রথ যাত্রার আগেই দিলীপ ঘোষের গাড়িতে তৃণমূলের হামলা/The News বাংলা
রথ যাত্রার আগেই দিলীপ ঘোষের গাড়িতে তৃণমূলের হামলা/The News বাংলা

আর এই উত্তাপ আরও বাড়িয়ে দিল কোচবিহারে দিলীপ ঘোষের কনভয়ে হামলা। দিলীপের কনভয়ে বেশ কয়েকটি গাড়ি ভাঙা হয়। নিরাপত্তারক্ষীরা গাড়ির কনভয় বের করে নিয়ে যায়। না হলে আরও বড় বিপদের আশঙ্কা ছিল।

আরও পড়ুনঃ কলকাতা হাইকোর্টে জিতে মোদীর ‘রথ যাত্রা’ আটকালেন মমতা

কোচবিহারের মাথাভাঙায় সিতাই মোড়ে বিজেপির রাজ্য সভাপতির কনভয়ে এই হামলা হয়। গাড়ির সামনের কাচ ও পাশের কাচ ভেঙে দেওয়া হয়। অল্পের জন্য রক্ষা পান দিলীপ ঘোষ। তাঁর সারা শরীর কাচের গুঁড়োয় ভরে যায়।

দিলীপের গাড়িটি মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আক্রমণ হয়েছে ওই কনভয়ে থাকা অন্যান্য সব গাড়িতেই। বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়ও ছিলেন দিলীপ ঘোষের সঙ্গে। তাঁর অভিযোগ এই আক্রমণের পিছনে রয়েছে তৃণমূল কংগ্রেস।

রথ যাত্রার আগেই দিলীপ ঘোষের গাড়িতে তৃণমূলের হামলা/The News বাংলা
রথ যাত্রার আগেই দিলীপ ঘোষের গাড়িতে তৃণমূলের হামলা/The News বাংলা

ভাঙচুর করা হয় কয়েকটি বাইকেও। বিজেপি নেতা সায়ন্তন বসু বলেছেন, রাজ্যের আইন শৃঙ্খলা বলতে কিছুই নেই। দিলীপ ঘোষের উপর এই হামলা তারই প্রমাণ। এই ঘটনা আরও ঘটবে। আর এই জন্যই গণতন্ত্র বাঁচাও যাত্রা।

আরও পড়ুন: ‘জগন্নাথের রথযাত্রা নয়, বিজেপির ফূর্তি করার রথযাত্রা’ শুভেন্দু অধিকারী

বিজেপির বক্তব্য, রথযাত্রার কর্মসূচি বন্ধ করতে সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। তবে সেটা সম্ভব হবে না। সাধারণ মানুষের উৎসাহে রথযাত্রা হবেই। বিজেপির আরও অভিযোগ, পুলিশের উপস্থিতিতেই হামলা চলে এবং পুলিশ হাত গুটিয়ে থাকে।

রথ যাত্রার আগেই দিলীপ ঘোষের গাড়িতে তৃণমূলের হামলা/The News বাংলা
রথ যাত্রার আগেই দিলীপ ঘোষের গাড়িতে তৃণমূলের হামলা/The News বাংলা

যদিও তৃণমূল বিধায়ক উদয়ন গুহ জানিয়েছেন, এটা বিজেপি র গোষ্ঠীদ্বন্দ্ব। মুকুল রায় শিবির ও দিলীপ ঘোষ শিবিরের গোষ্ঠীদ্বন্দ্ব বলেই জানান তিনি। দিলীপ ঘোষ বলেছেন, এটা পাগলের প্রলাপ। তৃণমূল ভয় পেয়েছে। তাই তাঁর উপর হামলা করেছে বলেই জানান তিনি।

আরও পড়ুন: মমতার অনুমতি নেই, মোদীর রথের দড়ি কলকাতা হাইকোর্টের হাতে

স্থানীয় সূত্রে দাবি, পুলিশের কাছে খবর ছিল দিলীপ ঘোষের কনভয়ে হামলা হতে পারে। কেননা বুধবার থেকেই এলাকায় বাঁশ নিয়ে মিছিল করেছিল তৃণমূল কর্মী-সমর্থকরা। ছবিতে দেখা যাচ্ছে প্রথমে দিলীপ ঘোষের গাড়িতে হামলা করা হয়। পরে পুলিশের সামনেই কনভয়ে থাকা প্রতিটি গাড়িতে বাঁশ দিয়ে হামলা চলে। কনভয়ে সাতটি গাড়ি ছিল বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: মমতার পদে ইস্তফা, বিজেপির ‘গনতন্ত্র বাঁচাও যাত্রা’য় কেপিপি সভাপতি

তবে পুলিশের উপস্থিতিতেই এই হামলা হওয়ায় প্রশ্নের মুখে জেলা পুলিশ। ১ ঘন্টা ধরে দিলীপ ঘোষের কনভয়ের জন্য দাঁড়িয়ে থাকলেও কেন কোন ব্যবস্থা নিল না জেলা পুলিশ, উঠছে প্ৰশ্ন। ইতিমধ্যেই দুই তৃণমূল কংগ্রেস কর্মীকে গ্রেফতার করেছে মাথাভাঙা থানার পুলিশ।

]]>