Two Arrested – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Sat, 22 Dec 2018 12:46:16 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Two Arrested – The News বাংলা https://thenewsbangla.com 32 32 নেতার নামে তোলাবাজির অভিযোগে পাহাড়ে গ্রেফতার দুই https://thenewsbangla.com/two-arrested-on-charges-of-taking-money-use-the-name-of-binay-tamang-and-gta/ Sat, 22 Dec 2018 12:39:04 +0000 https://www.thenewsbangla.com/?p=4627 The News বাংলা, শিলিগুড়িঃ নেতার নামে তোলাবাজির অভিযোগে পাহাড়ে গ্রেফতার দুই। বিনয় তামাং এর নাম করে ভয় দেখিয়ে রীতিমত কার্ড ছাপিয়ে তোলাবাজির অভিযোগ রয়েছে এই দুই ব্যক্তির বিরুদ্ধে। অনেকদিন থেকেই অভিযোগের পাহাড় জমা হয়েছিল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে।

আরও পড়ুনঃ জিএসটি কমাল মোদী সরকার, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমছে

জিটিএ চেয়ারম্যান বিনয় তামাংয়ের নাম করে ভয় দেখিয়ে তোলাবাজির অভিযোগে দুই ভাইকে গ্রেপ্তার করলো শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ। তাদের নাম রাহুল ত্রিখোর্থ্রী(২৬) ও দীপেশ ত্রীখোর্থী(৩২)। তারা কালিম্পংয়ের ঠাকুরনগরের বাসিন্দা। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৫ লক্ষ টাকা, জিটিএ-এর নাম ছাপানো কার্ড, কিছু মানি রিসিট ও একটি মোবাইল ফোন। শিলিগুড়ির প্রধান নগরের বাঘাযতীন কলোনী থেকে গোয়েন্দা বিভাগ অভিযান চালিয়ে এই দুই যুবককে গ্রেপ্তার করে। শনিবার তাদের শিলিগুড়ি আদালতে তোলা হয়।

আরও পড়ুনঃ EXCLUSIVE: ভোটের আগে বাংলার বিখ্যাত সাংবাদমাধ্যমের সঙ্গে ‘সরকারি’ সন্ধি মমতার

নেতার নামে তোলাবাজির অভিযোগে পাহাড়ে গ্রেফতার দুই/The News বাংলা
নেতার নামে তোলাবাজির অভিযোগে পাহাড়ে গ্রেফতার দুই/The News বাংলা

পুলিশের কাছে কয়েকমাস আগে থেকেই একের পর এক অভিযোগ আসছিল। জিটিএ চেয়ারম্যান বিনয় তামাংয়ের নাম করে নানাভাবে ভয় দেখিয়ে কেউ বা কারা টাকা আাদায় করছে। সেই খবরের সত্যতা যাচাই করতে তদন্তে নামে পুলিশ। কিন্তু চেয়ারম্যান বিনয় তামাং এই ধরনের কোন ঘটনার সাথে জড়িত নয় বলে জানতে পারে পুলিশ।

আরও পড়ুনঃ কলকাতা হাইকোর্টের অন্দরেই আটকে রইল বিজেপির রথ যাত্রা

এরপরই অভিযুক্তদের ধরতে কমিশনারেটের গোয়েন্দাদের কাজে লাগানো হয়। জানা যায়, এরা বিভিন্ন অবস্থাপন্ন লোকজন যেমন ডাক্তার ও বড় ব্যবসায়ীদের কাছে ফোন করে তোলা চায়। তারা জিটিএ এর চেয়ারম্যান বিনয় তামাং পরিচয় দিয়ে এদের কাছে ফোন করে ও ভয় দেখাতে থাকে। জিটিএ এর কোন অনুষ্ঠানের নাম করে নুন্যতম ২৫ হাজার টাকা থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত আদায় করে থাকে এরা।

আরও পড়ুনঃ দার্জিলিং টয় ট্রেনের সান্ধ্যকালিন যাত্রায় ট্যুর প্যাকেজ

নেতার নামে তোলাবাজির অভিযোগে পাহাড়ে গ্রেফতার দুই/The News বাংলা
নেতার নামে তোলাবাজির অভিযোগে পাহাড়ে গ্রেফতার দুই/The News বাংলা

পাশাপাশি সেই টাকা নেওয়ার রিসিট ও অনুষ্ঠানের কার্ডও দেওয়া হয় তাদের। সম্প্রতি কয়েকজন ব্যবসায়ী পুলিশের কাছ লিখিত অভিযোগ জানায়। এরপরই নড়েচড়ে বসে প্রশাসন। শিলিগুড়ির গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা শুক্রবার রাতে প্রধাননগরের বাঘাযতীন কলোনীতে অভিযান চালিয়ে দুই ভাইকে গ্রেপ্তার করে।

আরও পড়ুনঃ ৫ দিন বন্ধ ব্যাঙ্ক, উৎসবের সময় চরম সমস্যায় আমজনতা

ডিসিপি গৌরবলাল জানান, অভিযুক্তরা জেরায় স্বীকার করেছে তারা বিনয় তামাংয়ের নাম ভাঙিয়ে টাকা আদায় করত। দুজনেরই বাড়ি কালিম্পংয়ে। ডিসিপি আরও জানান, দীপেশের বিরুদ্ধে কালিম্পং থানায় ড্রাগ, চুরি, মারপিট সহ চারটি মামলা আছে। রাহুলের বিরুদ্ধে খুন, ডাকাতি সহ ৫ টি মামলা রয়েছে।

আরও পড়ুনঃ ভারতে অবৈধ প্রবেশের দায়ে গ্রেফতার এক আমেরিকান নাগরিক

শিলিগুড়ি, দার্জিলিং, তরাই ও ডুয়ার্সের ব্যবসায়ী সহ ডাক্তার ও অন্যান্য প্রফেশনের ব্যক্তিদের এরা টার্গেট করত। মুল অভিযুক্ত এরা দুজনই। তবে এই কাজে আরও কয়েকজন যুক্ত রয়েছে বলে পুলিশের অনুমান। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। অভিযুক্তদের শনিবার শিলিগুড়ি আদালতে তোলা হলে তার পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়।

]]>