Triveni Sangam – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Wed, 09 Jan 2019 08:57:06 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Triveni Sangam – The News বাংলা https://thenewsbangla.com 32 32 কুম্ভমেলায় বিশ্বরেকর্ড গড়ল যোগীর রাজ্য, তৈরি হল আস্ত একটা শহর https://thenewsbangla.com/kumbh-mela-2019-prayagraj-to-have-worlds-largest-temporary-city/ Wed, 09 Jan 2019 08:44:42 +0000 https://www.thenewsbangla.com/?p=5358 The News বাংলা: কুম্ভের নজিরবিহীন প্রস্তুতি। আগামী ১৫ জানুয়ারি থেকে শুরু হবে অর্ধকুম্ভের পুণ্য স্নান ও মেলা। এই উপলক্ষে এই বছর যে প্রস্তুতি নিয়েছে যোগীর রাজ্য প্রশাসন তা এককথায় নজিরবিহীন। সম্প্রতি নাম পরিবর্তন হওয়া প্রয়াগরাজের গা ঘেঁষে তৈরি হয়েছে স্বল্প সময়ের জন্য আস্ত একটা শহর। যা একটা বিশ্বরেকর্ড।

কুম্ভমেলায় বিশ্বরেকর্ড গড়ল যোগীর রাজ্য, তৈরি হল আস্ত একটা শহর/The News বাংলা
কুম্ভমেলায় বিশ্বরেকর্ড গড়ল যোগীর রাজ্য, তৈরি হল আস্ত একটা শহর/The News বাংলা

অস্থায়ী শহর হিসাবে যার নাম উঠে গেল বিশ্বরেকর্ড-এর তালিকায়। এবছর কি এমন হলো যে দুনিয়াকে তাক লাগিয়ে কুম্ভমেলার তাঁবু হয়ে উঠল বিশ্ব রেকর্ডের বিষয়? আগের মতো আর কুম্ভমেলার তাঁবুর ঢিবি নেই। নোংরার মধ্যে হাজার হাজার তাঁবু, সেই জিনিস আর নেই। যোগী আদিত্যানাথ সরকারের তরফে একটি গোটা শহর গড়ে তোলা হয়েছে কুম্ভমেলার পুণ্যার্থীদের জন্য।

কুম্ভমেলায় বিশ্বরেকর্ড গড়ল যোগীর রাজ্য, তৈরি হল আস্ত একটা শহর/The News বাংলা
কুম্ভমেলায় বিশ্বরেকর্ড গড়ল যোগীর রাজ্য, তৈরি হল আস্ত একটা শহর/The News বাংলা

দেখে নেব অবাক করা কিছু ছবিঃ

কুম্ভমেলায় বিশ্বরেকর্ড গড়ল যোগীর রাজ্য, তৈরি হল আস্ত একটা শহর/The News বাংলা
কুম্ভমেলায় বিশ্বরেকর্ড গড়ল যোগীর রাজ্য, তৈরি হল আস্ত একটা শহর/The News বাংলা

গড়ে উঠেছে স্বল্প সময়ের জন্য আস্ত একটা শহর।

কুম্ভমেলায় বিশ্বরেকর্ড গড়ল যোগীর রাজ্য, তৈরি হল আস্ত একটা শহর/The News বাংলা
কুম্ভমেলায় বিশ্বরেকর্ড গড়ল যোগীর রাজ্য, তৈরি হল আস্ত একটা শহর/The News বাংলা

গড়ে উঠেছে স্বল্প সময়ের জন্য আস্ত একটা শহর।

কুম্ভমেলায় বিশ্বরেকর্ড গড়ল যোগীর রাজ্য, তৈরি হল আস্ত একটা শহর/The News বাংলা
কুম্ভমেলায় বিশ্বরেকর্ড গড়ল যোগীর রাজ্য, তৈরি হল আস্ত একটা শহর/The News বাংলা

আগামী ১৫ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে কুম্ভ মেলা। ৪ হাজার ৩০০ কোটি টাকা পরিকাঠামো খাতে বরাদ্দ করেছে যোগীর উত্তরপ্রদেশ সরকার। এমনটাই জানিয়েছেন রাজ্যের শুল্ক দফতরের প্রতিমন্ত্রী জয় প্রতাপ সিং।

কুম্ভমেলায় বিশ্বরেকর্ড গড়ল যোগীর রাজ্য, তৈরি হল আস্ত একটা শহর/The News বাংলা
কুম্ভমেলায় বিশ্বরেকর্ড গড়ল যোগীর রাজ্য, তৈরি হল আস্ত একটা শহর/The News বাংলা

এমনিতেই প্রয়াগরাজ হল ইউনেস্কো স্বীকৃত ‘কালাচারাল হেরিটেজ সাইট’। বিভিন্ন বিষয়ে চরম সমালোচনার মধ্যে থাকা যোগী সরকার, আধ্যত্মিক ট্যুরিজমকেই তুলে ধরার চেষ্টা চালাচ্ছে জোরকদমে। প্রায় ২০ লাখ ভক্তের সমাগম হয় এই সময়। তাই কুম্ভমেলার মাধ্যেম বিশ্বের দরবারে ভারতীয় জীবন দর্শন তুলে ধরার চেষ্টা চালানো হচ্ছে।

কুম্ভমেলায় বিশ্বরেকর্ড গড়ল যোগীর রাজ্য, তৈরি হল আস্ত একটা শহর/The News বাংলা
কুম্ভমেলায় বিশ্বরেকর্ড গড়ল যোগীর রাজ্য, তৈরি হল আস্ত একটা শহর/The News বাংলা

গড়ে উঠেছে স্বল্প সময়ের জন্য আস্ত একটা শহর।

কুম্ভমেলায় বিশ্বরেকর্ড গড়ল যোগীর রাজ্য, তৈরি হল আস্ত একটা শহর/The News বাংলা
কুম্ভমেলায় বিশ্বরেকর্ড গড়ল যোগীর রাজ্য, তৈরি হল আস্ত একটা শহর/The News বাংলা

দেখে নেব অবাক করা আরও কিছু ছবিঃ

কুম্ভমেলায় বিশ্বরেকর্ড গড়ল যোগীর রাজ্য, তৈরি হল আস্ত একটা শহর/The News বাংলা
কুম্ভমেলায় বিশ্বরেকর্ড গড়ল যোগীর রাজ্য, তৈরি হল আস্ত একটা শহর/The News বাংলা

গড়ে উঠেছে স্বল্প সময়ের জন্য আস্ত একটা শহর।

কুম্ভমেলায় বিশ্বরেকর্ড গড়ল যোগীর রাজ্য, তৈরি হল আস্ত একটা শহর/The News বাংলা
কুম্ভমেলায় বিশ্বরেকর্ড গড়ল যোগীর রাজ্য, তৈরি হল আস্ত একটা শহর/The News বাংলা

গড়ে উঠেছে স্বল্প সময়ের জন্য আস্ত একটা শহর।

কুম্ভমেলায় বিশ্বরেকর্ড গড়ল যোগীর রাজ্য, তৈরি হল আস্ত একটা শহর/The News বাংলা
কুম্ভমেলায় বিশ্বরেকর্ড গড়ল যোগীর রাজ্য, তৈরি হল আস্ত একটা শহর/The News বাংলা

কুম্ভমেলা একটি হিন্দু উৎসব। এই উপলক্ষে ধর্মপ্রাণ হিন্দুরা তীর্থস্নান করতে আসেন। বিশ্বের বৃহত্তম শান্তিপূর্ণ সমাবেশ হিসাবে এলাহাবাদ পূর্ণকুম্ভে ২০১৩ সালে ১০ কোটিরও বেশি মানুষ এসেছিলেন। প্রতি ছয় বছর অন্তর হরিদ্বার ও এলাহাবাদে অর্ধকুম্ভ মেলা বসে।

ভক্তদের মেলায় আগমণের জন্য যোগাযোগ ব্যবস্থাকেও ঢেলে সাজানো হয়েছে। প্রায় ৪০ হাজারেরও বেশি এলইডি আলোর ব্যবস্থা করা হয়েছে মেলা প্রাঙ্গনে। শহরের মধ্যে আর একটা শহর গড়ে তাক লাগিয়ে দিয়েছে যোগী সরকার। স্বল্প সময়ের জন্য আস্ত একটা শহর গড়ে বিশ্বরেকর্ড।

আরও পড়ুনঃ

সোনিয়া রাহুলকে ১০০ কোটি টাকা আয়কর ফাঁকি দেওয়ার নোটিশ

গুরুবারে শুরু অযোধ্যায় রাম মন্দির বাবরি মসজিদ শেষ লড়াই

বাংলায় রাস্তায় বিজেপির রথ চলবে কিনা ঠিক হবে আগামী মঙ্গলবার

হিন্দুত্ববাদীদের নিশানা করতে মসজিদে পাথর ছুঁড়ে অশান্তি সৃষ্টির চেষ্টা, ধৃত সিপিএম নেতা

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
BREAKING NEWS: ত্রিবেণী সঙ্গমে রাতের অন্ধকারে নৌকাডুবি https://thenewsbangla.com/breaking-news-boat-drowned-in-the-dark-of-night-in-triveni-sangam-at-geonkhali/ Tue, 08 Jan 2019 19:34:39 +0000 https://www.thenewsbangla.com/?p=5333 The News বাংলাঃ পূর্ব মেদিনীপুরের মহিষাদলের গেঁওখালিতে রাতের অন্ধকারে নৌকাডুবি। উদ্ধারকাজে এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দারাই। তবে ওই নৌকায় ঠিক কতজন ছিল তা জানা যায় নি, কারণ নৌকার যাত্রীরা প্রত্যেকেই মদ্যপ অবস্থ্যায় ছিলেন।

পূর্ব মেদিনীপুর জেলার গেঁওখালিতে মঙ্গলবার রাত্রি নটা নাগাদ একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে। স্থানীয় সূত্রের খবর, দক্ষিণ ২৪ পরগনা জেলার বাহিরকুঞ্জের তিনজন বাসিন্দা মাঝ সমুদ্রে পিকনিক করতে করতে হলদিয়ার দিকে যাচ্ছিলেন। এমন সময় হঠাৎ তাদের নৌকাটি গেঁওখালির ত্রিবেণী সঙ্গমের কাছে একটি বয়ায় ধাক্কা মেরে উল্টে গিয়ে ডুবে যায়।

আরও পড়ুনঃ

Exclusive: লোকসভা ভোটের আগে মমতার পুলিশে ব্যপক রদবদল, ১২০ অফিসার বদলি

বাংলায় রাস্তায় বিজেপির রথ চলবে কিনা ঠিক হবে আগামী মঙ্গলবার

বউ অদল বদল, বিকৃত যৌনাচারে ধর্ষণের অভিযোগ গৃহবধূর

EXCLUSIVE: নতুন বছরে সুখবর, রাজ্য সরকারি কর্মীরা পাচ্ছেন বকেয়া ডিএ

এরপর ওই নৌকার যাত্রীরা জোরে জোরে চিৎকার করলে স্থানীয় বাসিন্দারা তাদের মধ্যে প্রথমে একজনকে উদ্ধার করে এবং পরে আরও একজনকে উদ্ধার করে। এই ঘটনায় উদ্ধার হওয়া ব্যক্তিদের মুখে জলের মধ্যে আরও একজন ব‍্যাক্তি রয়েছে শুনে স্থানীয় বাসিন্দারা একটি নৌকা নিয়ে নিখোঁজ ব্যক্তিকে খোঁজার চেষ্টা করে।

এবং আরও একজন ব্যক্তিকে ঘটনায় উদ্ধার হয়। জানা গিয়েছে উদ্ধার হওয়া ওই ব্যক্তিদের নাম উত্তম চড়ুই(৬০), দিলীপ দলুই(৫৫) ও উত্তম দলুই(৬৫)। তারা মূলত পিকনিকের উদ্দেশ্যেই নৌকা করে হলদিয়ার দিকে যাচ্ছিলেন।

স্থানীয় বাসিন্দা কমল মন্ডল জানান, “আমরা হঠাৎ কয়েকজনের চিৎকার শুনতে পাই। এরপর একজনকে সাঁতরে নদী থেকে পাড়ে উঠে আসতে দেখি এবং পরে আমরা নদী থেকে আরও দুজনকে উদ্ধার করি”। এই ঘটনায় উদ্ধার হওয়া ব্যক্তিরা মদ্যপ অবস্থায় ছিল বলে অনুমান করা যাচ্ছে।

আরও পড়ুনঃ

গুরুবারে শুরু অযোধ্যায় রাম মন্দির বাবরি মসজিদ শেষ লড়াই

ভোটের আগে সিবিআই মামলায় সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেল মোদী সরকার

উচ্চবর্ণের গরীব হিন্দুদের জন্য সংরক্ষণ মোদীর, দেশ জুড়ে বিতর্ক

হিন্দুত্ববাদীদের নিশানা করতে মসজিদে পাথর ছুঁড়ে অশান্তি সৃষ্টির চেষ্টা, ধৃত সিপিএম নেতা

নদী থেকে তুলে উদ্ধার হওয়া যুবকদের ভিজে জামা কাপড় খুলে, পাড়ে আগুন জ্বালিয়ে সুস্থ করার চেষ্টা করে গ্রামবাসীরা। তবে উদ্ধার হওয়া যুবকরা পুরোপুরি মদ্যপ থাকায় তারা মোট কতজন নৌকায় ছিলো, তা পরিস্কার ভাবে কিছু জানাতে পারছে না। গেঁওখালিতে এই নৌকাডুবির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরেছে।

কেউ ডুবে গেছেন কিনা সেই নিয়ে চলছে প্রশ্ন উত্তর। ঘটনাস্থলে পৌঁছেছে গেঁওখালি ফাঁড়ির পুলিশ। তারাও খোঁজ খবর করে দেখছে, কোন মিসিং অভিযোগ আছে কিনা।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>