Triple Talaq Bill – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Fri, 21 Jun 2019 15:16:52 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Triple Talaq Bill – The News বাংলা https://thenewsbangla.com 32 32 লোকসভায় ফের নতুন করে তিন তালাক বিল পেশ মোদী সরকারের https://thenewsbangla.com/triple-talaq-fresh-bill-introduced-in-lok-sabha-by-modi-govt-opposition-protest/ Fri, 21 Jun 2019 15:16:52 +0000 https://www.thenewsbangla.com/?p=14247 ফের লোকসভায় পেশ হল; তিন তালাক বিল। কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ; শুক্রবার লোকসভায় নতুন করে বিলটি পেশ করেন। সংসদের দুই কক্ষেই বিলটি পাস হলে; মুসলিম মহিলাদের বিয়ের অধিকার রক্ষা বিল ২০১৯; এই আইন হিসেবে গ্রাহ্য হবে।

১৬ তম লোকসভা ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গেই; আগের তিন তালাক বিলটি বাতিল হয়ে যায়। প্রথম মোদী সরকারের আমলে; বিলটি লোকসভায় পাস হলেও; বিলটি আটকে গিয়েছিল রাজ্যসভায়। বিরোধীরা দাবি জানিয়েছিল; বিলটি পাঠানো হোক সিলেক্ট কমিটিতে। সেখান থেকে আবার বিল উঠল সাংসদে।

স্ত্রীকে ছেড়ে যাওয়ার উদাহরণ কেবল একটি ধর্ম সম্প্রদায় নয়; সমস্ত ধর্মের পুরুষদের মধ্যেই দেখা যায়। কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদের দাবি; শুধু মুসলিম পুরুষদের উদ্দ্যেশ্যে নয়; একটি অভিন্ন নীতির ভিত্তিতে তৈরি হোক বিল।

আরও পড়ুনঃ সীমান্তে শহীদ জওয়ানের বোনের বিয়েতে হাজির বায়ুসেনার গরুড় কম্যান্ডোরা

নতুন এই বিলেও তিল তালাককে; ফৌজদারি অপরাধ বলে গন্য করা হবে। ফলে তালাক প্রদানকারী স্বামীর জেলও হতে পারে। এই ধরেনর সুপারিশের বিরোধিতা করেছে; কংগ্রেস সহ বেশ কয়েকটি বিরোধী দলগুলি।

সরকারের দাবি; তিন তালাক বিল পাস হলে; মহিলাদের ওপরে নির্যাতনের হার কিছুটা কমবে। এবং মুসলিম মহিলাদের সমানাধিকারও দেওয়া যাবে। কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানিয়েছেন, ‘সবকা সাথ ও সবকা বিশ্বাস’ মন্ত্রকে সামনে রেখেই; তিন তালাক বিল পাস করানোর উদ্যোগ নিয়েছে মোদী সরকার।

আগে তিন তালাক অর্ডিন্যান্সকে আইনের রূপ দিতে; সংসদে বিল এনেছিল নরেন্দ্র মোদী সরকার। গত ২৭ ডিসেম্বর; এই বিল পাশও হয়ে যায় লোকসভায়। কিন্তু রাজ্যসভায় বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা ছিল না। তাই রাজ্যসভায় বারবার আটকে গেছিল এই বিল। সেইসময় বিরোধী দলগুলি; এই বিলের বিরোধীতায় সরব ছিল।

দ্য মুসলিম উইমেন বিল; রাজ্যসভায় পাশ হওয়া তখনও বাকী ছিল। লোকসভায় তা পাশ করিয়ে নেয়; কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। শেষ বাজেট অধিবেশনে; তা পাশ করানোর জন্য উঠলেও; রাজ্যসভায় বিরোধীদের চাপে; তা শেষ পর্যন্ত সরকার পাশ করাতে পারেনি তখন।

বিরোধীরা এই বিলের বারবার বিরোধিতা করে এসেছে। মুসলমান পুরুষদের সাজা দিতেই; এই বিল তৈরি হয়েছে বলে; অভিযোগ করেছে বিরোধীরা। এদিকে সরকারের দাবি; মুসলমান মহিলাদের সুরক্ষায় এই বিল আনা হয়েছে।

]]>
কেন্দ্রীয় সরকারের তিন তালাক অর্ডিন্যান্সে সই রাষ্ট্রপতির https://thenewsbangla.com/president-ram-nath-kovind-approves-triple-talaq-ordinance-by-modi-govt/ Thu, 21 Feb 2019 15:10:03 +0000 https://www.thenewsbangla.com/?p=7097 রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এদিন অনুমোদন দিলেন কেন্দ্রীয় সরকারের আনা তিন তালাক অর্ডিন্যান্সে। যার ফলে এবার থেকে তিন তালাক বিলে মুসলমান পুরুষরা শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলেই বিবেচিত হবেন। এদিন রাষ্ট্রপতির অনুমোদনের ফলে এক বছরের মধ্যে তৃতীয়বার তিন তালাক বিলটি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

তাৎক্ষণিক তিন তালাক বন্ধে ফের অর্ডিন্যান্স নিয়ে এসেছিল নরেন্দ্র মোদী সরকার। গত মঙ্গলবারই কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এই অর্ডিন্যান্সে তাৎক্ষণিক তিন তালাক শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। বৃহস্পতিবার নতুন করে আনা এই তিন তালাক অর্ডিন্যান্সে সই করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

আরও পড়ুনঃ প্রভিডেন্ট ফান্ডে সুদ বাড়িয়ে চাকুরিজীবীদের মুখে হাসি ফোটালেন মোদী

তিন তালাক অর্ডিন্যান্সকে আইনের রূপ দিতে সংসদে বিল এনেছিল নরেন্দ্র মোদী সরকার। গত ২৭ ডিসেম্বর এই বিল পাশও হয়ে যায় লোকসভায়। কিন্তু রাজ্যসভায় বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা নেই। তাই রাজ্যসভায় বারবার আটকে যাচ্ছে এই বিল। এদিকে বিরোধী দলগুলি এই বিলের বিরোধীতায় সরব। বর্তমানে বিলটি রাজ্যসভার অনুমোদনের অপেক্ষায় আছে।

এদিকে, আগামী ৩ জুন বর্তমান লোকসভার মেয়াদ ফুরোচ্ছে। ফলে বিলটির মেয়াদও শেষ হয়ে যাবে। যে কারণে তিনতালাক ইস্যুতে পুনরায় অর্ডিন্যান্স জারি করতে চলেছে মোদী সরকার।

আরও পড়ুনঃ পাকিস্তান চিনকে ভয় পাইয়ে ভারতীয় বায়ুসেনায় যুক্ত হল তেজস

দ্য মুসলিম উইমেন বিল (প্রোটেকশন অব রাইটস অন ম্যারেজ), রাজ্যসভায় পাশ হওয়া এখনও বাকী রয়েছে। লোকসভায় তা পাশ করিয়ে নিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। শেষ বাজেট অধিবেশনে তা পাশ করানোর জন্য উঠলেও রাজ্যসভায় বিরোধীদের চাপে তা শেষ পর্যন্ত সরকার পাশ করাতে পারেনি।

আরও পড়ুনঃ চিরশত্রুকে শিক্ষা দিতে ভারত পাক যুদ্ধ চান বাবা রামদেব

সংসদে আলোচনা না হওয়ায় আগামী ৩ জুন বিলের মেয়াদ ফুরোবে। তার আগে নতুন লোকসভা গঠিত হবে না। ফলে বিলটি অকার্যকর হওয়ার আশঙ্কা ছিল। এর আগে গত মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিসভা অর্ডিন্যান্সে সম্মতি দিয়েছিল।
বিরোধীরা এই বিলের বারবার বিরোধিতা করে এসেছে। মুসলমান পুরুষদের সাজা দিতেই এই বিল তৈরি হয়েছে বলে অভিযোগ করেছে বিরোধীরা। এদিকে সরকারের দাবি, মুসলমান মহিলাদের সুরক্ষায় এই বিল আনা হয়েছে।

আরও পড়ুনঃ আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১ শে ফেব্রুয়ারী আমি কি ভুলিতে পারি

তবে অর্ডিন্যান্স জারি হলেও সেটাকে সংসদে অনুমোদন করাতেই হবে। তিন তালাক অর্ডিন্যান্স জারি করে বিলটি বাঁচিয়ে রাখল এটাই বলা যায়। তবে ফের বিরোধীদের তোপের মুখে পড়েছে কেন্দ্র সরকার। বিরোধীদের অভিযোগ, “লোকসভা ভোটে মুসলিম মহিলাদের ভোট টানতেই রাজ্যসভায় পাশ না হওয়ার পরেও অর্ডিন্যান্স জারি করেছে মোদী সরকার। আর রাষ্ট্রপতিও সই করে দিলেন অর্ডিন্যান্সে। সংসদকে এড়িয়ে এটা সম্পূর্ণ অগণতান্ত্রিক ঘটনা”।

“তিন তালাক বিল পাশ করতে দিচ্ছে না বিরোধীরা, এই জন্যই সরকারের আনা অর্ডিন্যান্সে সই রাষ্ট্রপতির”, দাবি বিজেপির তরফ থেকে। বিজেপির কাছে তিন তালাক-ই ২০১৯ লোকসভা ভোটের অন্যতম বড় ইস্যু, এটা আর বলার অপেক্ষা রাখে না। বিরোধীরাও এটা নিয়ে বিজেপিকে ইস্যু করতে না দিতে সমান সচেষ্ট। তাই এই নিয়ে ভোটের বাজার যে সরগরম হবে সেটা বলাই যায়।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
তিন তালাক বিল পেশ রাজ্যসভায়, সরকারের বিরুদ্ধে একজোট বিরোধীরা https://thenewsbangla.com/triple-talaq-bill-in-rajya-sabha-opposition-opposes-the-government/ Mon, 31 Dec 2018 08:31:19 +0000 https://www.thenewsbangla.com/?p=5009 The News বাংলা, নিউ দিল্লি: সোমবার তিন তালাক বিল নতুন ভাবে পেশ হল রাজ্যসভায়। নতুন ভাবে আনা তিন তালাক বিল নিয়ে গত বৃহস্পতিবারই লোকসভায় আলোচনা হয়। কংগ্রেস, বাম, টিডিপি, তৃণমূল ও শিবসেনা সহ বিরোধীদের বিরোধিতা সত্ত্বেও সংখ্যাগরিষ্ঠের জোরে লোকসভায় পাস হয়ে যায় এই বিল। সোমবার রাজ্যসভায় ফের সরকারের বিরুদ্ধে এককাট্টা বিরোধীরা।

আরও পড়ুনঃ নতুন বছরে পেট্রোল ডিজেলের দাম রেকর্ড কমতে চলেছে

আলোচনার জন্য সোমবার দুপুরে ফের একবার রাজ্যসভায় উঠছে নতুন তিন তালাক বিল। ২০১৭ সালের অগাস্ট মাসে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় তিন তালাক প্রথার অবসান করে দেওয়ার সময় এসেছে। তারপর আইন তৈরি করে কেন্দ্রীয় সরকার। তবে সেবারও রাজ্যসভায় বিরোধীদের বিরোধিতায় আটকে যায় তিন তালাক বিল।

আরও পড়ুনঃ কাশ্মীরে অনুপ্রবেশকারী হিংস্র পাকিস্তান ব্যাট সেনাকে খতম ভারতীয় সেনার

তিন তালাক বিল পেশ রাজ্যসভায়, সরকারের বিরুদ্ধে একজোট বিরোধীরা/The News বাংলা
তিন তালাক বিল পেশ রাজ্যসভায়, সরকারের বিরুদ্ধে একজোট বিরোধীরা/The News বাংলা

আরও পড়ুনঃ চিন সীমান্তে ভগবান হয়ে পর্যটকদের উদ্ধার ভারতীয় সেনার

এর আগে জানুয়ারি মাসে একটি বিল তৈরি হয়েছিল, সেটি লোকসভায় পাস হলেও রাজ্যসভায় পাস করান যায়নি। এরপর তাতে সংশোধন করা হল। নতুন আইনে বলা আছে তিন তালাক দেওয়া স্বামীর তিন বছরের জেল পর্যন্ত হতে পারে।

আরও পড়ুন: বছর শেষে আবার ইন্দ্রপতন, প্রয়াত চিত্র পরিচালক মৃনাল সেন

গত বৃহস্পতিবার লোকসভার মত, এদিনও রাজ্যসভায় সব সাংসদদের উপস্থিত থাকার জন্য নির্দেশ জারি করেছে বিজেপি নেতৃত্ব। বিল উত্থাপনের সময় যাতে প্রত্যেক সাংসদ রাজ্যসভায় উপস্থিত থাকেন ও পরে ভোটাভুটিতে অংশ নেন, সে ব্যাপারে এদিন হুইপে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে বিজেপির তরফ থেকে। শুধু তাই নয়, এই নির্দেশ কেউ অমান্য করলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ অবিশ্বাস্য জয়, ২৯৯ আসনের মধ্যে ২৮৮ আসনে জিতে ফের ক্ষমতায় শেখ হাসিনা

তিন তালাক বিল পেশ রাজ্যসভায়, সরকারের বিরুদ্ধে একজোট বিরোধীরা/The News বাংলা
তিন তালাক বিল পেশ রাজ্যসভায়, সরকারের বিরুদ্ধে একজোট বিরোধীরা/The News বাংলা

আরও পড়ুনঃ শহীদ জওয়ানকে সম্মান নয়, সেনাকে পাথর ছুঁড়ে দেশদ্রোহীরাই ভারতে ‘নায়ক’

অন্যদিকে লোকসভার মত আলোচনার পর ভোটাভুটির কথা মাথায় রেখে রাজ্যসভা সাংসদদের ওপর হুইপ জারি করেছে কংগ্রেসও। কংগ্রেসের তরফ থেকেও প্রত্যেক সাংসদকে অবশ্যই আজ রাজ্যসভায় হাজির থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: নেতাজী সুভাষচন্দ্র বসুর ‘আজাদ লড়াই’কে সম্মান নরেন্দ্র মোদীর

সোমবার শুরুতেই সংসদে কংগ্রেস নেতা গুলাম নবি আজাদের ঘরে এক জরুরী বৈঠকে বসেন বিরোধী নেতারা। সেখানেই ঠিক হয়, কোনরকমেই সরকারকে এই তিন তালাকের নতুন বিল রাজ্যসভায় পাস করাতে দেওয়া হবে না। বিভিন্ন বিষয় নিয়ে এই তিন তালাকের নতুন বিলের বিরোধিতা করছে বিরোধীরা। তবে লোকসভা ভোটের আগে তিন তালাককে যাতে ইস্যু করতে না পারে বিজেপি, সেই জন্যই বিল আটকাতে তৎপর বিরোধীরা, বলছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আরও পড়ুনঃ লোকঠকানির লোন মাপ, রাহুলকে লজ্জায় ফেলে আত্মঘাতী কৃষক

বিল বিতর্কে বিজেপি বিরোধিতায় কংগ্রেস এর পক্ষেই শিবসেনা, তেলেগু দেশম পার্টি, তৃণমূল কংগ্রেস সহ অনেক বিরোধী দল। এমনকি তিল তালাক বিলের বিরোধিতায় বামেরাও। তিন তালাকে তিন বছরের কারাদণ্ডের সংস্থান রেখে সেপ্টেম্বরে অর্ডিন্যান্স জারি করে সরকার। সেই অর্ডিন্যান্সে আইনি বৈধতা দিতেই সংসদে বিলও পেশ করা হয়।

আরও পড়ুন: লোকসভার আগেই রামমন্দির রায় দিতে সুপ্রিম কোর্টকে আর্জি মোদীর মন্ত্রীর

অন্যদিকে নরেন্দ্র মোদী, অমিত শাহ, অরুণ জেটলিরাও বৈঠকে বসেন। এর আগেও লোকসভায় পাস হলেও, রাজ্যসভায় আটকে যায় তিন তালাক বিল। বিরোধীদের একাধিক সংশোধনী খারিজ করে সরকার। যদিও, অর্ডিন্যান্সে বিরোধীদের দাবি মেনে, তিন তালাকে জামিনের সংস্থান রাখা হয়।

লোকসভায় মোদীর তিল তালাক বিল বিতর্কে বিরোধিতায় কংগ্রেস বাম তৃণমূল/The News বাংলা
লোকসভায় মোদীর তিল তালাক বিল বিতর্কে বিরোধিতায় কংগ্রেস বাম তৃণমূল/The News বাংলা

একাধিক ধারা বদলে যাওয়ায় ফের নতুন করে তিন তালাক বিল লোকসভায় পেশ করেছে সরকার। পাসও হয়ে গেছে। এবারও রাজ্যসভায় বিল আটকে গেলে সরকারকে আবার অর্ডিন্যান্স জারি করতে হবে। আর তিন তালাক বিল যৌথ সিলেক্ট কমিটিতে পাঠাতে বদ্ধ পরিকর বিরোধীরা।

আরও পড়ুনঃ EXCLUSIVE: কলকাতা থেকে পুলিশ ও ব্যবসায়ীদের টাকা যাচ্ছে জঙ্গিদের হাতে

এদিকে লোকসভা ভোটের আগেই তিন তালাক বিল সংসদে পাশ করতে বদ্ধপরিকর বিজেপি। তিন তালাক বিল পাস করে সেটাই ভোটের অন্যতম প্রচারের হাতিয়ার করতে চায় গেরুয়া শিবির। কিন্তু কংগ্রেস ও বিরোধীরা, বিজেপির এই বড় হাতিয়ারকেই আটকাতে চাইছে। কংগ্রেস চায় তিন তালাক বিল যৌথ সিলেক্ট কমিটিতে পাঠাতে। আর সেই নিয়েই চলছে বিতর্ক। সোমবারও দুপুর থেকেই রাজ্যসভায় শুরু হবে বিল নিয়ে আলোচনা।

আরও পড়ুনঃ অগাস্টা ওয়েস্টল্যান্ড হেলিকপ্টার দুর্নীতিতে নাম জড়াল সোনিয়ার সঙ্গে রাহুলেরও

তিন তালাক বিল পেশ রাজ্যসভায়, সরকারের বিরুদ্ধে একজোট বিরোধীরা/The News বাংলা
তিন তালাক বিল পেশ রাজ্যসভায়, সরকারের বিরুদ্ধে একজোট বিরোধীরা/The News বাংলা

আরও পড়ুনঃ EXCLUSIVE: দিল্লীর নির্ভয়া ধর্ষণ কাণ্ডের পরেও নিরাপত্তাহীন কলকাতার বাস

দেখে নিন, নতুন তিন তালাক বিলে কি কি থাকছে:

১. এই নতুন আইনের সবচেয়ে বড় দিক হল এটায় তিন বছর পর্যন্ত জেলের সুপারিশ করা আছে। তাছাড়া স্বামীকে জরিমানা দেওয়ার কথাও বলা আছে নতুন আইনে। বলা হয়েছে নিকা হালালা-র বিরুদ্ধেও।

২. গত বৃহস্পতিবার দুপুর ২টো নাগাদ বিলটি লোকসভায় পেশ করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। সংশোধিত বিলের উপর চার ঘণ্টা ধরে চর্চা হয়ে, সরকারের সংখ্যাগরিষ্ঠের জোরে পাসও হয়ে যায়। তবে রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠ নয় সরকার। তাই তিন তালাক বিল রাজ্যসভায় ফের পেশ হলেও আটকে যাবে।

আরও পড়ুন: ২২ বছর পর ফের ভূস্বর্গে রাষ্ট্রপতি শাসন

৩. তিন তালাককে ফৌজদারি অপরাধ হিসেবে চিহ্নিত করার বিরোধিতা করেছে বিরোধী দলগুলি। কংগ্রেস, বাম, টিডিপি, তৃণমূল ও শিবসেনা সহ বিরোধীদের অনেকেই।

৪. বিরোধীদের সমালোচনার মাঝে পড়ে তিল তালাক বিলে কয়েকটি পরিবর্তন করেছে কেন্দ্র। তবে তিন বছরের জেলের বিষয়টি একই ভাবে বলবৎ থাকছে।

৫. এখন থেকে তিন তালাক পাওয়া স্ত্রী বা তাঁর নিকট আত্মীয়রা ছাড়া অন্য কেউ স্বামীর বিরুদ্ধে এই মর্মে অভিযোগ করতে পারবেন না। আইনে বলা হয়েছে অভিযুক্ত স্বামী জামিন পাবেন কিনা সেই সিদ্ধান্ত নেবেন ম্যাজিস্টেট।

]]>