Trinomool Congress – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Fri, 01 Mar 2019 18:14:02 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Trinomool Congress – The News বাংলা https://thenewsbangla.com 32 32 গুগুল সার্চ করলেই অশালীন ভাষা, অনুব্রতকে নিয়ে ট্রল সোশ্যাল মিডিয়ায় https://thenewsbangla.com/anubrata-mondal-google-search-gives-indecent-language-troll-in-social-media/ Fri, 01 Mar 2019 18:04:08 +0000 https://www.thenewsbangla.com/?p=7306 গুগুল সার্চ করলেই অশালীন বক্তব্য, অনুব্রতকে নিয়ে ট্রল সোশ্যাল মিডিয়ায়। গুগুল সার্চ করলেই সমস্যা। অনুব্রত লিখে সার্চ করলেই চলে আসছে অশ্লীল ভাষা। আর এই নিয়েই রাজ্য জুড়ে অনুব্রতকে নিয়ে শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় ট্রল।

আরও পড়ুনঃ পাকিস্তানে ভারতীয় সেনার সাহস ও বীরত্ব দেখিয়ে দেশে ফিরলেন অভিনন্দন

শুক্রবার সন্ধ্যা থেকেই এই ঘটনা ঘটছে। অনুব্রত মন্ডল লিখে সার্চ করলেই উইকিপিডিয়ায় ভেসে আসছে অশালীন সব শব্দ। আর তা নিয়েই হাসির রোল সোশ্যাল মিডিয়ায়। আর সেই লেখার স্ক্রিনশটও ভাইরাল হচ্ছে ব্যপক হারে।

গুগুল সার্চ করলেই অশালীন ভাষা, অনুব্রতকে নিয়ে ট্রল সোশ্যাল মিডিয়ায়/The News বাংলা
গুগুল সার্চ করলেই অশালীন ভাষা, অনুব্রতকে নিয়ে ট্রল সোশ্যাল মিডিয়ায়/The News বাংলা

এর আগেও গুগুলে সার্চ করলে এরকমই অনেক বিভ্রান্তিকর তথ্য দিয়েছে গুগুল। সম্প্রতি ভারত পাক উত্তেজনার মধ্যে গুগুলে ‘ভিখারি’ লিখে সার্চ করলে ফুটে উঠেছে ইমরান খানের ছবি। অথবা ‘টয়লেট পেপার’ লিখে সার্চ করলে ভেসে উঠেছে পাকিস্তানের পতাকা। আর এবার সেই পথেই আক্রান্ত তৃণমূলের কেষ্ট।

আরও পড়ুনঃ ভারতের ভয়ে কাঁপছে পাকিস্তান, অভিনন্দনকে বিমানে আনার প্রস্তাব নাকচ

উল্লেখ্য, উইকিপিডিয়ায় তথ্য পরিবেশনে যে কেউ চাইলেই সম্পাদনা করতে পারেন। সেক্ষেত্রে সেই ব্যক্তি তার ইচ্ছেমত তথ্যের বদল করতে পারেন। তারই সুযোগ নিয়েছে অনুব্রতের রাজনৈতিক দলের বিরোধী কোনো ব্যক্তি।

আরও পড়ুনঃ বন্দি হয়েও ভারতীয় বায়ুসেনা অভিনন্দন এর সাহস দেখে কেঁপে গেল পাকিস্তান

কোনো বিখ্যাত ব্যক্তিকে কালিমালিপ্ত করতে অনেক সময় এভাবেই টার্গেট করে থাকেন বিরোধীরা। বিখ্যাত না হলেও রাজনৈতিক মহলে অনুব্রত ওরফে কেষ্টর কীর্তি জানেন না, এরকম লোক পাওয়া মুশকিল। অনুব্রত মন্ডলও যে এক্ষেত্রে রাজনৈতিক বিরোধিতার শিকার, তা নিঃসন্দেহেই বলা যায়।

গুগুল সার্চ করলেই অশালীন ভাষা, অনুব্রতকে নিয়ে ট্রল সোশ্যাল মিডিয়ায়/The News বাংলা
গুগুল সার্চ করলেই অশালীন ভাষা, অনুব্রতকে নিয়ে ট্রল সোশ্যাল মিডিয়ায়/The News বাংলা

দলের অনেকেই এই ঘটনার নিন্দা করলেও নেটিজেনরা এই নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতে ছাড়ছেন না। তবে আপত্তিকর শব্দ কে বা কারা বসিয়েছে, সেই সংক্রান্ত কোনো তথ্য এখনো জানা যায়নি। পরে যদিও আপত্তিকর অংশটি সংশোধন করা হয়।

আরও পড়ুনঃ যা হয়েছে তা ট্রেলার, আসল ফিল্ম এখনও বাকি বললেন নরেন্দ্র মোদী

তবে তৃণমূলের তরফ থেকে এই নিয়ে পুলিশের কাছে অভিযোগ করা হবে বলে জানান হয়েছে। এই কুরুচিকর শব্দ নেট দুনিয়ায় ছাড়ার জন্য বিজেপিকেই দায়ি করেছে তৃণমূল কংগ্রেস। বিজেপির সাইবার সেলের কর্মীরাই এই কাজ করেছে বলেই পুলিশের কাছে অভিযোগ জানাতে পারে তৃণমূল।

আরও পড়ুনঃ যুদ্ধের উত্তেজনা ভারত পাক সীমান্তে নামল ট্যাঙ্ক, সমুদ্রে প্রস্তুত যুদ্ধজাহাজ

তবে বিজেপির তরফ থেকে এই অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। বিজেপির তরফ থেকে পরিস্কার জানিয়ে দেওয়া হয়েছে এই কাজ তাদের কেউ করেনি। তৃণমূলে কেষ্টর বিরোধীরা এই কাজ করেছে বলেই তাদের দাবি।

কিন্তু দাবি পাল্টা দাবির মধ্যেই বাজে ভাষায় ছেয়ে গেছে নেট দুনিয়া। নোংরা রাজনীতির কালির ছিটে লাগল বাংলা ভাষাতেও। তাও আবার বিশ্ব জুড়ে।

আরও পড়ুনঃ বায়ুসেনার সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে মমতার সন্দেহকে হাতিয়ার পাক মিডিয়ার
আরও পড়ুনঃ যুদ্ধ লাগলে বাঁচতে সীমান্তে ১৪ হাজার বাঙ্কার নির্মাণ করছে ভারত
আরও পড়ুনঃ পাকিস্তানে ভারতের বিমানহানার সময় জন্ম নবজাতকের নাম মিরাজ

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
রথী মহারথীদের নাম লেখা ১২ পাতার গোপন চিঠি সিবিআইকে দিলেন কুণাল ঘোষ https://thenewsbangla.com/kunal-ghosh-hands-over-12-page-letter-to-cbi-written-by-sudipta-sen/ Sun, 10 Feb 2019 14:24:45 +0000 https://www.thenewsbangla.com/?p=6676 বড় সূত্র দিয়ে সিবিআইকে ১২ পাতার গোপন চিঠি তুলে দিলেন সাংসদ সাংবাদিক কুণাল ঘোষ। রবিবার শিলং এ সিবিআই অফিসারদের হাতে ওই চিঠি তুলে দিলেন কুণাল। সিবিআই সূত্রে এই খবর জানা গেছে। কিন্তু কি কি তথ্য আছে ওই চিঠিতে? কোন কোন নেতার নাম রয়েছে তাতে?

আরও পড়ুনঃ পাকিস্তান চিনের চিন্তা বাড়িয়ে ভারতীয় সেনার হাতে এল ভয়ঙ্কর চিনুক হেলিকপ্টার

জানা গেছে, ১২ পাতার ওই চিঠি সুদীপ্ত সেনের লেখা। এবং তাতে রথী মহারথীদের নাম লেখা আছে বলেই জানা যাচ্ছে। কোন কোন নেতা কিসের জন্য টাকা নিয়েছেন সব লেখা আছে সুদীপ্ত সেনের ওই চিঠিতে। এই চিঠি সারদা তদন্তে সিবিআইকে অনেকটাই সাহায্য করবে বলে মনে করা হচ্ছে। এই চিঠিতে ফের কোন কোন নেতা সমস্যায় পরতে চলেছেন সেটাই ভাবনায় ফেলেছে রাজনৈতিক নেতাদের।

আরও পড়ুনঃ মোদীর অরুণাচল সফর নিয়ে চিনকে উপযুক্ত জবাব দিল ভারত

শিলং এ জেরার জন্য ডাক পাবার পরেই কুনাল ঘোষ জানিয়েছিলেন, সিবিআই-কে সদর্থক ভাবে সাহায্য করতে চান তিনি। কুনাল ঘোষ বলেছিলেন, “আমাকে সিবিআই জেরা করার জন্যে ডেকেছে, আমি যাব। সিবিআই-কে তদন্তে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েই জামিন পেয়েছিলাম”।

আরও পড়ুনঃ সার্কিট বেঞ্চ উদ্বোধন করে দিয়ে মমতার ‘বাড়া ভাতে’ ছাই দিলেন মোদী

রবিবার শিলং এ এই জেরার সময়ই সুদীপ্ত সেনের লেখা ওই ১২ পাতার গোপন চিঠি সিবিআইকে দেন কুনাল ঘোষ। রবিবারই কুনাল ঘোষকে শিলং-এ জেরা করে সিবিআই। সিবিআই-এর নতুন চাল মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিগেডকে চাপে রাখবে, বলেই মনে করা হচ্ছে। এরপর এই ১২ পাতার চিঠি ফের চাপে রাখবে সব তৃণমূল নেতাকেই, মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুনঃ কেন্দ্রে ক্ষমতায় এলে তিন তালাক বিরোধী আইন বাতিল করে দেবে কংগ্রেস

সারদা কাণ্ডে কোটি কোটি টাকা তছরুপের অভিযোগে তৃণমূলের বহিস্কৃত সাংসদ কুনাল ঘোষ গ্রেফতার হয়েছিলেন। এ যাবৎ কুণাল ঘোষ বিভিন্ন সময়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এবং সিবিআইয়ের গোয়েন্দাদের বেশ কিছু তথ্য দিয়ে সাহায্য করেছেন, যার অন্যতম ৯১ পাতার একটি চিঠি। সেই চিঠির কপি আগেই রয়েছে সিবিআই-এর কাছে। ওই চিঠিতে সারদা তদন্তে রাজীব কুমারের ভূমিকা প্রসঙ্গে বেশ কিছু তথ্য রয়েছে বলেই জানা গিয়েছিল। এরপর রবিবার ফের ১২ পাতার চিঠি সিবিআইকে দিলেন কুণাল।

আরও পড়ুনঃ মমতার বাংলায় ১ লাখ চাকরির প্রতিশ্রুতি দিলেন মুকেশ আম্বানি

সারদা নিয়ে সিবিআই এবং কলকাতা পুলিশের অনেক জেরার মুখে পড়েছেন কুণাল ঘোষ। দীর্ঘ সময় জেলেও থেকেছেন। এক সময়ে রাজ্য পুলিশ, প্রশাসন ও মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ কুণাল, কয়েকদিন আগেই এক সাংবাদিকের স্টিং অপেরেশনে কলকাতার পুলিশ কমিশনার সম্পর্কে অনেক কথাই বলেছেন। ওই ভিডিওতে রাজীব কুমার সম্পর্কে অনেক মন্তব্যই করেছেন কুণাল।

আরও পড়ুনঃ মমতার ধর্ণায় বসা পুলিশ অফিসারদের কড়া শাস্তি দিতে চলেছে মোদী সরকার

কী ভাবে রাজীব কুমার অত্যন্ত দক্ষতার সঙ্গে ফোন ট্যাপ থেকে যাবতীয় কিছু করতে পারেন, সেই নিয়েও বলেছেন কুণাল। একই সঙ্গে কুণাল বলেছেন, “রাজীব কুমার যখন যে ক্ষমতায় থাকে তার হয়ে কাজ করতে পারেন। আগামী দিনে কেউ ক্ষমতায় এলে রাজীব সেই পক্ষে চলে যাবেন”।

আরও পড়ুনঃ রাজীব কুমার ও কুনাল ঘোষ দুজনকেই শিলংয়ে ডাকল সিবিআই

কুণালের সঙ্গে ওই সংবাদমাধ্যমের কথপোকথনে আরও নানা বিষয় উঠে আসে। আইপিএস অর্ণব ঘোষের নাম এসেছে অনেকবার। সারদা মামলার অনেক তথ্য তিনি সিবিআইকে দিয়েছেন বলেও দাবি করেছেন। জানিয়েছেন, প্রধানমন্ত্রীর দফতর এবং স্বরাষ্ট্রমন্ত্রীর দফতরেও তিনি চিঠি পাঠিয়েছেন। সারদা তদন্তে কাজে লাগতে পারে এমন অনেক নথি রাজীব কুমার নষ্ট করেছেন বলেও ওই ভিডিওয় দাবি করেছেন কুণাল ঘোষ।

আরও পড়ুনঃ রিজার্ভ ব্যাঙ্ক এর বড় ঘোষণা, লোকসভা ভোটের আগে মধ্যবিত্তের মুখে হাসি

এই সব তথ্য রবিবার সিবিআই জেরার সময়ও বলেছেন বলেই সিবিআই সূত্রে খবর। কুণালের এই জেরায় যে অনেক নেতাই চিন্তায় থাকবেন সেটাই মনে করছে রাজনৈতিক মহল। এরপর কুণালের দেওয়া এই চিঠিতে আর কি কি আছে, সেটাই এখন প্রশ্ন।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
মমতার বাছাইয়ে কারা হবেন বাংলার ৪২টি লোকসভা আসনের তৃণমূল প্রার্থী https://thenewsbangla.com/mamata-banerjee-will-choose-political-tmc-candidates-of-the-42-lok-sabha-seats-in-bengal/ Thu, 10 Jan 2019 10:43:13 +0000 https://www.thenewsbangla.com/?p=5422 The News বাংলা, কলকাতাঃ এবার আর কোন ভুল নয়। ২০১৪ থেকে শিক্ষা নিয়ে ২০১৯ এর লোকসভায় আর ভুল করতে চাইছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। প্রার্থী বাছাইয়ে এবার কড়া সতর্কতা নিয়েছেন খোদ দলনেত্রীই।

আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী বাছাই করার রণকৌশল পরিবর্তন করছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। এবারের প্রার্থী বাছাই করায় ‘রাজনৈতিক কৌশল’ নিতে চাইছে দল। দলের মধ্যে নতুন চিন্তা ভাবনা শুরু হয়েছে। সূত্রের খবর, দল চাইছে যে এবার শুধুমাত্র তারকাদের উপরে ভরসা করে টিকিট বন্টন করা সঠিক সিদ্ধান্ত হবে না।

টিকিট দেওয়ার সময় রাজনৈতিক পেক্ষাপট দেখে, কাজের নিরিখে লোকসভার প্রার্থী বাছাই করার উপরে জোর দেওয়া হবে বলে ঠিক হয়েছে। রাজনীতির উপর ভিত্তি করেই ভোটের প্রার্থী বাছাইয়ের রণকৌশল নির্ধারণ করা সঠিক হবে, বলে মনে করছেন দলীয় উচ্চ পদাধিকারীরা। ইতিমধ্যেই দলে আলোচনা শুরু হয়েছে যে প্রার্থী বাছাই ক্ষেত্রে সমস্ত দিক খুঁটিয়ে দেখার পর কোন সিদ্ধান্তে যাওয়া উচিত।

আরও পড়ুনঃ

প্রকাশ্যে গ্রুপ চ্যাট রেকর্ডিং, জেলাশাসকের স্ত্রীর ভাষাও সমান অশ্লীল

মন্দির মনোরঞ্জনের জায়গা নয়, স্বর্ণমন্দিরে নিষিদ্ধ সেলফি ছবি ভিডিও

একদিনে বহিষ্কৃত দুই তৃণমূল সাংসদ, দিদিকে ছেড়ে মোদীর দলে আর কে কে

এই নিয়ে দলের অন্দরমহলে প্রশ্ন উঠেছে, তাহলে এখন যেসব তারকারা দলে রয়েছেন তাঁদের রাজনৈতিক ভবিষ্যত কি হবে? আদৌ তাঁরা কি এবারের লোকসভা নির্বাচনে টিকিট পাবেন? তাপস পাল, সন্ধ্যা রায়, শতাব্দী রায়, প্রসূন ব্যানার্জী, মুনমুন সেন, দেব সহ একঝাঁক অন্য পেশার লোক কি তাহলে টিকিট পাবেন না?

রাজনৈতিক পেক্ষাপট না থাকার কারণে আগেও দলকে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছে। বিশেষ করে তাপস পালের বেফাঁস মন্তব্য ও রোজভ্যালিতে তাঁর যুক্ত থাকার কারণে আগেই স্পষ্ট যে এবার তাঁর টিকিট পাওয়ার সম্ভাবনা প্রায় ক্ষীণ। ঠিক সেইভাবেই দেবের নিজের ফিল্ম জগতের ব্যস্ততা রয়েছে।

একইভাবে সন্ধ্যা রায় ও মুনমুন সেনের কার্যকারিতা নিয়েও প্রশ্নচিহ্ন রয়েছে। শতাব্দী রায় ও প্রসূন ব্যানার্জীর কিছুটা হলেও অন্যদের থেকে সন্তোষজনক অবস্থান রয়েছে। কিন্তু টিকিট পাকা নয়। বাকিদের জায়গায় কোন রাজনৈতিক ব্যক্তিত্বকে সুযোগ দেওয়ার কথা ভাবা হচ্ছে। রাজনীতির সঙ্গে যুক্ত থাকলে তাঁর কাজের অভিজ্ঞতাকেও কাজে লাগাতে পারে দল, এমনটাই মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ

ঐতিহাসিক কুম্ভমেলা সম্পর্কে একনজরে সব কিছু জেনে নিন

কুম্ভমেলায় বিশ্বরেকর্ড গড়ল যোগীর রাজ্য, তৈরি হল আস্ত একটা শহর

সোনিয়া রাহুলকে ১০০ কোটি টাকা আয়কর ফাঁকি দেওয়ার নোটিশ

তাই সংসদের টিকিট বাছাই করার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস এবার শুধু আবেগ দিয়ে নয়, তার পাশাপাশি রাজনৈতিক দূরদর্শিতাকেও কাজে লাগিয়ে এগোতে চায়। বুধবারই বহিষ্কার করা হয়েছে বাঁকুড়ার বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁন ও বীরভূমের বোলপুরের সাংসদ অনুপম হাজরাকে। এরপরেও যা জানা যাচ্ছে, আরও প্রায় ৯-১০ জন তৃণমূল সাংসদ এবার কোনরকমেই আর টিকিট পাচ্ছেন না।

তৃণমূল অন্দর থেকে যে খবর পাওয়া যাচ্ছে তাতে, ২০১৯-এর লোকসভায় টিকিট অনিশ্চিত তৃণমূলের ৯ বর্তমান সাংসদের। নদীয়ার কৃষ্ণনগরের সাংসদ তাপস পাল, দক্ষিণ ২৪ পরগণার মথুরাপুর লোকসভার সাংসদ চৌধুরী মোহন জাটুয়া, হুগলীর আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার, মেদিনীপুরের সাংসদ সন্ধ্যা রায়, বাঁকুড়ার সাংসদ মুনমুন সেন, বর্ধমান-দুর্গাপুর এর সাংসদ মমতাজ সংঘমিত্রা রায়, উত্তর ২৪ পরগণার ব্যারাকপুরের সাংসদ দীনেশ ত্রিবেদী, হাওড়া লোকসভার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় ও বীরভূমের সাংসদ শতাব্দী রায়।

এদের মধ্যে বীরভূমের সাংসদ শতাব্দী রায় ও হাওড়া লোকসভার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় টিকে গেলেও যেতে পারেন শেষ পর্যন্ত। তবে অনুব্রত মণ্ডল বীরভূমে চান না শতাব্দী রায়কে। সেক্ষেত্রে শতাব্দী রায় এর আসন বদলান হতে পারে।

আরও পড়ুনঃ

বাংলায় রাস্তায় বিজেপির রথ চলবে কিনা ঠিক হবে আগামী মঙ্গলবার

গুরুবারে শুরু অযোধ্যায় রাম মন্দির বাবরি মসজিদ শেষ লড়াই

ভোটের হাতিয়ার, লোকসভার পর রাজ্যসভাতেও পাস হিন্দু সংরক্ষণ বিল

সূত্রের খবর, প্রায় ৯-১০ জন সাংসদ নানা কারণে এবার টিকিট নাও পেতে পারেন। এর মধ্যে স্বাস্থ্যজনিত কারণ যেমন রয়েছে, তেমন কোনও কোনও সাংসদের পাঁচ বছরের রিপোর্ট কার্ড না-পসন্দ দলের শীর্ষ নেতৃত্বের। কারোর উপর আবার মুকুল রায় বা বিজেপির সঙ্গে যোগাযোগ রাখার মারাত্মক অভিযোগ রয়েছে।

২০১৯ লোকসভা নির্বাচেন তৃণমূল কংগ্রেসের লক্ষ্য ৪২-এ ৪২। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে ঘাসফুলের আঘাতে উড়ে গিয়েছিল কাস্তে-হাত-পদ্ম। ৩৪টি আসনে জয় পেয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছিল তৃণমূল কংগ্রেস। বিরোধীদের মধ্যে ৪টি আসন পেয়ে কিছুটা মান রেখেছিল কংগ্রেস।

তবে রাজনৈতিক মহল মনে করছে, ২০১৯-এর পর ২০২১ বিধানসভা নির্বাচন আরও হাড্ডাহাড্ডি হবে। সেক্ষেত্রে মমতা নিজের টিমকে আরও সুসজ্জিত করতে চাইছেন। তাই লোকসভা নির্বাচনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে এবার অনেক সতর্ক হচ্ছেন তিনি। তারকা নয়, এবার তাই রাজনৈতিক প্রার্থীর দিকেই জোর দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>