Tourism Minister West Bengal – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Tue, 15 Jan 2019 17:46:46 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Tourism Minister West Bengal – The News বাংলা https://thenewsbangla.com 32 32 এক মন্ত্রীর হাত থেকে দায়িত্ব কেড়ে অন্য মন্ত্রীকে দিলেন মমতা https://thenewsbangla.com/cm-mamata-took-responsibility-from-a-minister-gave-it-to-another-minister/ Tue, 15 Jan 2019 17:32:29 +0000 https://www.thenewsbangla.com/?p=5678 কৃষ্ণা দাস, The News বাংলা, শিলিগুড়িঃ মমতার দুই মন্ত্রীর টানাপড়েনে এগিয়ে এল উত্তরবঙ্গ উৎসব। এক মন্ত্রীর হাত থেকে দায়িত্ব কেড়ে অন্য মন্ত্রীকে দিলেন মমতা। উত্তরবঙ্গের মানুষের আবেগের সঙ্গে জড়িয়ে থাকা উত্তরবঙ্গ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান এগিয়ে আসায়, এবার তোড়জোড় শুরু করে দিল রাজ্য পর্যটন দপ্তর। দফায় দফায় মিটিং করে সকলকে অনুষ্ঠানসুচী বুঝিয়ে দিয়েছেন পর্যটনমন্ত্রী গৌতম দেব।

উত্তরবঙ্গ উৎসব মুলত উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আয়োজিত একটি সরকারি অনুষ্ঠান। প্রথমে ঠিক ছিল ২১শে জানুয়ারী এই উৎসবের উদ্বোধন হবে। কিন্তু, দপ্তরের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ সম্প্রতি জানান, ২৫ তারিখে এই উৎসবের সূচনা হবে। প্রথমে ঠিক হয়েছিল ২১ জানুয়ারী শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। এরপর নির্ধারিত উল্লেখিত দিন পিছিয়ে যাবার খবর দেন উন্নয়নমন্ত্রী নিজেই। এবার আবার ২১ তারিখেই উৎসব শুরু হবে বলে জানিয়ে দিলেন পর্যটনমন্ত্রী গৌতম দেব।

আরও পড়ুনঃ

নৃশংসভাবে কুকুর বাচ্চা খুনে দুই নার্সিং ছাত্রী গ্রেফতার, নজরে আরও কয়েকজন

ভয়াবহ নৃশংসতার নজির, পিটিয়ে পিটিয়ে মারা হয়েছে ১৭টি কুকুরকে

তবে ফের উদ্বোধনের দিন এগিয়ে আসায় তার দায়িত্ব উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের হাত ঘুরে দায়িত্ব যায় পর্যটন দপ্তরের দিকে। সেই দায়িত্বকে বড় চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন পর্যটনমন্ত্রী গৌতম দেব। কারণ একসময় তারই হাত ধরে এই উৎসবের সূচনা হয় শিলিগুড়িতে পরে তা গোটা উত্তরবঙ্গ ছড়িয়ে পরে। আর সূচনার পর থেকে এই উৎসবের দায়িত্ব বরাবরই সংশ্লিষ্ট দপ্তরই বহন করে আসছে।

তবে হঠাৎ উন্নয়নমন্ত্রীকে বাদ দিয়ে পর্যটনমন্ত্রীকে কেন এগিয়ে যাবার দিন জানানো হল, তার সদুত্তর মেলেনি মন্ত্রীর জবাবে। সম্প্রতি দিন পিছিয়ে যাওয়ার কারন হিসেবে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রী প্রথমে পাহাড়ে যাবেন। তারপর ২৩ জানুয়ারী নেতাজীর জন্মদিন পাহাড়ে পালন করে শেষে ২৫ তারিখ মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ উৎসবের উদ্বোধন করে ফিরে যাবেন কলকাতা।

আরও পড়ুনঃ

সুপ্রিম কোর্টেও মমতার হাতে আটকে গেল মোদীর গেরুয়া রথ

মন্দিরে ঢুকে বিপ্লবের শাস্তি, পিটিয়ে বৌমাকে হাসপাতালে পাঠাল শাশুড়ি

কিন্তু হঠাৎ করে মুখ্যমন্ত্রীর সচিবালয় থেকে ফোন আসে পর্যটনমন্ত্রী গৌতম দেবের কাছে। সেখান থেকে জানানো হয় ২৫ তারিখের বদলে ২১ তারিখ দিনটিই ধার্য করা হয়েছে উত্তরবঙ্গ উৎসবের উদ্বোধনের জন্য। তার দায়িত্ব দেওয়া হয় পর্যটনমন্ত্রীকে।

দিন পিছিয়ে ২৫ হওয়ায় সেভাবেই উদ্বোধনী অনুষ্ঠানের জন্য প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল। এমনকি বলিউড খ্যাত আকৃতি কক্কড়কে ২৫ তারিখ উদ্বোধনী অনুষ্ঠানে আনার ব্যবস্থাও করা হয়েছে। এবার দিন এগিয়ে আসায়, শেষে তাকে পাওয়া যাবে কিবা তা নিয়ে সংশয় প্রকাশ করেন স্বয়ং গৌতম দেব।

আরও পড়ুনঃ

ভোটের আগে মানুষের মুখে হাসি ফোটাবে মোদী সরকারের অন্তর্বর্তী বাজেট

বাংলায় ক্ষোভ বাড়িয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বাড়াচ্ছে মোদী সরকার

মন্ত্রী জানান, উত্তরবঙ্গ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হবে ২১ তারিখ। শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানকে আকর্ষণীয় করতে নানা রকম উদ্যোগ নেওয়া হয়েছে। মহিলাদের একসাথে শাঁখ বাজিয়ে মুখ্যমন্ত্রীকে বরণ করে নেওয়ার আয়োজন করা হয়েছে। মুখ্যমন্ত্রী নিজেই হবেন এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ।

উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানটিকে একটি বড় চ্যালেঞ্জ বলে মনে করেন পর্যটনমন্ত্রী। উত্তরবঙ্গ উৎসবের বসে আঁকো প্রতিযোগীতা ও ম্যারাথনে থাকবে ড্রোন ব্যবহার করে নজরদারি। সবটাই ছবি তুলে তা সংরক্ষণ করে রাখার আয়োজন করা হয়েছে। এছাড়া থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, ভলিবল, ক্রিকেট সহ অন্যান্য অনুষ্ঠান। একেকদিন একেকটি জায়গায় এই অনুষ্ঠানগুলি হবে। উদ্বোধনী অনুষ্ঠান ও বসে আঁকো প্রতিযোগিতা হবে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে।

আরও পড়ুনঃ

‘ত্রিশূলে কনডম’, অসমের শিলচরে হিন্দুত্ত্ববাদী বিক্ষোভের মুখে কবি শ্রীজাত

বাংলায় দুর্গা পুজো বন্ধ করার চক্রান্ত করছে মোদীর বিজেপি, মারাত্মক অভিযোগ মমতার

দফতর ভেদে আয়োজিত উত্তরবঙ্গ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান এগিয়ে আসায় জোর তৎপরতা শুরু করে দিল পর্যটন দপ্তর। দফায় দফায় মিটিং করে সকলকে অনুষ্ঠানসুচী বুঝিয়ে দিচ্ছেন পর্যটনমন্ত্রী গৌতম দেব। মঙ্গলবারের প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন মহকুমা শাসক, জেলা শাসক, শিলিগুড়ি পুরনিগমের কমিশনার ও বিরোধী নেতা। এছাড়া বিভিন্ন ক্লাব ও দলের নেতা কর্মীদেরও ডাকা হয়েছিল।

কিন্তু হঠাৎ করে এই উৎসব উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের পরিবর্তে পর্যটন দপ্তরের কাঁধে এসে পড়ার বিষয়ে নবান্নের দিকে মুখ ঘুরিয়ে দেন মন্ত্রী গৌতম দেব। এর ফলে মমতার দুই মন্ত্রী, রবীন্দ্রনাথ ঘোষ ও গৌতম দেব এর গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এল বলেই দাবি বিরোধী দলগুলির। তবে সেটা উড়িয়েই দিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী ও পর্যটনমন্ত্রী দুজনেই।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

আরও পড়ুনঃ

শ্রীজাত হেনস্থা ঘটনায় বাংলার বুদ্ধিজীবিদের মুখোশ খুললেন তসলিমা

জেলাশাসকের স্ত্রী কাণ্ডে অপসারিত পুলিশ অফিসার পেলেন ‘মুখ্যমন্ত্রী সাহসী পুরস্কার’

বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান মার্কিন প্রেসিডেন্টের পদে এক হিন্দু নারী

ভারতের কৃষকের মেয়ে আইএমএফের প্রধান অর্থনীতিবিদ

নতুন বছরের শুরুতেই খারাপ খবর, বড় বড় কোম্পানিতে কর্মী ছাঁটাই

ভারতীয় সেনাবাহিনীতে ‘ভাবনার বিপ্লব’ ভাবনা কস্তুরীর হাত ধরে

মমতার বাছাইয়ে কারা হবেন বাংলার ৪২টি লোকসভা আসনের তৃণমূল প্রার্থী

একদিনে বহিষ্কৃত দুই তৃণমূল সাংসদ, দিদিকে ছেড়ে মোদীর দলে আর কে কে

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
সবার সামনে শিক্ষক শিক্ষিকা ও স্কুল পরিদর্শককে ধমক দিয়ে শিক্ষার পাঠ মন্ত্রীর https://thenewsbangla.com/teachers-and-school-inspector-scold-by-the-minister-infront-of-all/ Sat, 12 Jan 2019 15:49:44 +0000 https://www.thenewsbangla.com/?p=5538 The News বাংলা, শিলিগুড়িঃ ‘আসি যাই মাইনা পাই, কাজের বেলা গুরুত্ব নাই’। শনিবার এই ভাষাতেই স্কুল শিক্ষক-শিক্ষিকাদের কটাক্ষ ও স্কুল পরিদর্শককে ধমক দেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। প্রকাশ্যেই সবার সামনে স্কুল পরিদর্শক ও স্কুল শিক্ষক-শিক্ষিকাদের বকাঝকা করে শিক্ষার পাঠ দিলেন মন্ত্রী।

উত্তরবঙ্গ উৎসবকে কেন্দ্র করে শিলিগুড়ির সহ আশেপাশের বিভিন্ন স্কুল কর্তৃপক্ষদের নিয়ে এক বৈঠকে দেরীতে আসায় পর্যটনমন্ত্রী গৌতম দেবের কাছে তিরস্কৃত হতে হল জেলা স্কুল পরিদর্শক তপন বসুকে। পর্যটন দপ্তরে অনুষ্ঠিত হওয়া এই বৈঠকে সকলের সামনেই তাঁর দেরি করে আসা নিয়ে তাঁকে একপ্রকার ভর্ৎসিত করলেন মন্ত্রী।

আরও পড়ুনঃ

বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান মার্কিন প্রেসিডেন্টের পদে এক হিন্দু নারী

ভারতের কৃষকের মেয়ে আইএমএফের প্রধান অর্থনীতিবিদ

ভারতীয় সেনাবাহিনীতে ‘ভাবনার বিপ্লব’ ভাবনা কস্তুরীর হাত ধরে

আর এই ঘটনায় কোনো কিছু বলার মত অবস্থাতেই ছিলেন না জেলা স্কুল পরিদর্শক তপন বসু। কার্যত মাথা নিচু করেই তাঁকে সব স্কুল শিক্ষক-শিক্ষিকাদের সামনেই মন্ত্রীর বকাঝকা হজম করতে দেখা গেল।

শনিবার শিলিগুড়ির মাল্লাগুড়িতে মৈনাক টুরিস্ট লজ অর্থাৎ পর্যটন দপ্তরের কার্যলয়ে শিলিগুড়ির বাংলা মিডিয়াম বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অধীনে স্কুলগুলির প্রধান শিক্ষক শিক্ষিকা সহ স্কুল ও কলেজের আধিকারিকদের নিয়ে উত্তরবঙ্গ উৎসবের আগে একটি মিটিং করেন পর্যটনমন্ত্রী গৌতম দেব।

কিন্তু মিটিং যখন প্রায় শেষের পথে তখন তড়িঘড়ি সেখানে আসেন জেলা স্কুল পরিদর্শক তপন বসু। তাঁকে দেখেই রীতিমত অসন্তুষ্ট ও ক্ষুব্ধ হয়েই গৌতম দেব তাঁকে ধমক দেন। তাঁকে সবার সামনেই প্রশ্ন করেন, এমন একটি সরকারী ও গুরুত্বপূর্ণ মিটিংয়ে দেরী করে এলেন তাহলে ডিউটিতেও নিশ্চয়ই দেরী করে ঢোকেন? আপনার কাছ থেকে স্কুলের শিক্ষার্থীরা ও শিক্ষক শিক্ষিকারা কি শিক্ষা নেবে?

আরও পড়ুনঃ

জেলাশাসকের স্ত্রী কাণ্ডে অপসারিত পুলিশ অফিসার পেলেন ‘মুখ্যমন্ত্রী সাহসী পুরস্কার’

সিবিআই থেকে দমকলে বদলি, প্রতিবাদে চাকরি ছাড়লেন আইপিএস

সেই সঙ্গে তিনি স্কুল পরিদর্শককে আরও কটাক্ষ করে সবাইকে বলেন, “এই ধরনের মানুষ যদি আমাদের শিক্ষা ব্যবস্থায় থাকে তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থার কি হবে? আপনাদের কাছ থেকেই তো সমস্ত শিক্ষক শিক্ষিকারা শেখে। তারাও বেশিরভাগই আসি যাই মাইনা পাই”। শিলিগুড়ির বেশ কিছু স্কুলে শিক্ষক শিক্ষিকারা দেরি করে আসেন, অভিযোগ আছে মন্ত্রীর কাছে।

তিনি আরও বলেন, “আমরা শিক্ষাটাকে প্রাধান্য দেই। আসলে আপনারা সরকারের মাইনে তো মাসের এক তারিখে পেয়েই যান, তাই শিক্ষায় অত গুরুত্ব দেন না”। এরপরই মন্ত্রীকে থামিয়ে দিয়ে, স্কুলের বেতন যে মাসের পাঁচ তারিখে হয় সেটা ধরিয়ে দেন শিক্ষক শিক্ষিকারা।

আরও পড়ুনঃ

বাংলায় দুর্গা পুজো বন্ধ করার চক্রান্ত করছে মোদীর বিজেপি, মারাত্মক অভিযোগ মমতার

আয়কর দফতরের নোটিশ, মাথায় হাত কলকাতার পুজো উদ্যোক্তাদের

তাতেই মন্ত্রী আরও বিরক্ত বোধ করে পাল্টা তাদের ‘সার্ভিস বুক ঠিক থাকলে মাইনা ঠিক হবে’ বলে চুপ করিয়ে দেন। এদিকে সমস্ত শিক্ষক শিক্ষিকা ও অন্যান্য সকলের সামনে কথাগুলো শুনে তপনবাবু মাথা নিচু করে বসে থাকেন। মন্ত্রীর কাছে তিরস্কৃত হয়ে মাথা নিচু করে বসে থাকেন শিক্ষক শিক্ষিকারাও।

এর পড়েই গৌতম দেব মিটিং শেষ করে চলে যান। এ ব্যাপারে তিনি বলেন, “ভর্ৎসনা নয়। আমি স্কুল এডুকেশনের কেউ না। আমি ভর্ৎসনা করতে পারি না। শুধু ওনাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন করলাম মাত্র”।

মন্ত্রীর কাছে অপমানিত হওয়ার পর শিক্ষক শিক্ষিকা ও স্কুল পরিদর্শকের মধ্যে সময় সচেতনতা ফিরবে কি? প্রশ্ন অনেকের। কেউ কেউ আবার প্রশ্ন তুলেছেন, এইভাবে প্রকাশ্যে শিক্ষক শিক্ষিকা ও স্কুল পরিদর্শককে বকাঝকা করে স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের হাতে আরও দুর্বিনীত হবার অস্ত্র তুলে দিলেন না তো মন্ত্রী?

আরও পড়ুনঃ

Exclusive: জাতীয় সংগীত এর অপেক্ষা না করেই মঞ্চ ছেড়ে বিতর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মমতার বাছাইয়ে কারা হবেন বাংলার ৪২টি লোকসভা আসনের তৃণমূল প্রার্থী

মোদীর প্রকল্পে আর টাকা দেবেন না মমতা, কেন্দ্র রাজ্য সম্পর্ক তলানিতে

একদিনে বহিষ্কৃত দুই তৃণমূল সাংসদ, দিদিকে ছেড়ে মোদীর দলে আর কে কে

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>