Tollywood – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Fri, 10 Jun 2022 03:57:26 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Tollywood – The News বাংলা https://thenewsbangla.com 32 32 পিছু ছাড়ছে না কেকে-বিতর্ক, বাদ রূপঙ্কর এলেন অরিজিৎ সিং https://thenewsbangla.com/kk-controversy-is-not-leaving-behind-arijit-singh-replace-rupankar-bagchi-in-bengali-film-song/ Fri, 10 Jun 2022 03:56:51 +0000 https://www.thenewsbangla.com/?p=15335 পিছু ছাড়ছে না কেকে-বিতর্ক; ফের বাদ রূপঙ্কর এলেন অরিজিৎ সিং। কেকে-বিতর্ক থেকে; যেন আর রেহাই নেই গায়ক রূপঙ্কর বাগচির। শুরু হওয়া বিতর্কের আগুন; কমার নামই নিচ্ছে না। কেকে-র মৃত্যুর পর ‘বয়কট রূপঙ্কর বাগচি’র ট্রেন্ডটা; এখনও ভালোরকমই বর্তমান রয়েছে তাই নয়; বেশ গুরুগম্ভীর আকার ধারণ করে ফেলেছে। এবার রুপঙ্কর বাদ গেলেন সিনেমা থেকেও! তাঁর বদলে ওই একই গান গাওয়ানো হবে; অরিজিৎ সিং-কে দিয়ে।

‘প্রথম বারে প্রথম দেখা’ ছবিতে; গান গাওয়ার কথা ছিল রূপঙ্করের। গানের রেকর্ডিংয়ের কাজও শেষ। শোনা যাচ্ছে, তার পরে সম্পাদনার টেবিল থেকেই; নাকি বাদ গিয়েছেন গায়ক রুপঙ্করের গান। অন্য কাউকে দিয়ে গানটি আবার রেকর্ড করা হবে। প্রাথমিকভাবে ঠিক হয়েছে, অরিজিৎ সিংকে দিয়েই; রুপঙ্করের গাওয়া গানটি পরিবর্তিত হবে। কেকে-বিতর্কের আঁচ কি; এবার পড়ল বাংলা ছবির গানেও?

বাংলা ছবি ‘প্রথম বারে প্রথম দেখা’-ফিল্মে একটি গান; ইতিমধ্যেই গেয়ে ফেলেছেন রূপঙ্কর। তবে সূত্রের খবর বলছে; সেটা ব্যবহার করা হবে না এই ফিল্মে। বরং ওই একই গান গাওয়ানোর কথা ভাবা হচ্ছে; বাংলার আরেক গায়ক অরিজিতকে দিয়ে। এটাও কি কেকে বিতর্কের জের?

আরও পড়ুন; রাজ্য পুলিশের কনস্টেবল সায়গল হোসেন গ্রেফতার, অনুব্রতর রক্ষী হতেই অগাধ সম্পত্তি

‘প্রথম বারে প্রথম দেখা’ ছবির পরিচালক আকাশ মালাকার জানিয়েছেন; “ফিল্মের একটা গান রূপঙ্করদাকে দিয়ে গাওয়ানো হয়েছিল। তবে গল্পটা কিশোর-কিশোরীদের নিয়ে; তাই সম্পাদনার টেবিলে বসেই মনে হল গানটা ভাল মানাচ্ছে না। রূপঙ্করদার গলা বয়ষ্ক মনে হচ্ছে; সেই কারণেই অরিজিৎ সিংকে দিয়ে, আবার গান গাওয়ানো হচ্ছে”।

অবশ্য টলিউদের কানাঘুষো বলছে, পরিচালক যা-ই বলুন; আসল কারণটা অন্য। কেকে-বিতর্কের জেরেই; গায়ক রূপঙ্করকে এড়িয়ে যেতে চাইছেন অনেকেই। না হলে, ইতিমধ্যেই একটি রেকর্ড হয়ে যাওয়া গান; কেন গায়ক পরিবর্তন করা হচ্ছে?

পরিচালকের মুখে কেকে-র নাম না উঠলেও, টলিপাড়া বলছে; জনতার ক্ষোভে থাকা রূপঙ্কর-কে দিয়ে গান গাওয়াতে ভয় পাচ্ছেন পরিচালক। পাছে তাঁর ছবিকেও বয়কট করে মানুষ। কলকাতা-মুম্বইয়ের শিল্পীদের নিয়ে, তিরিশ বছর ধরে অনুষ্ঠান করা তোচন ঘোষও; এই পরিস্থিতিতে রূপঙ্করকে নিয়ে উদ্যোগে ভয় পাচ্ছেন। তিনি বলেছেন, “আগামী ছমাস রূপঙ্করকে নিয়ে অনুষ্ঠানের কথা ভাবতে পারব কি না, জানি না”।

]]>
মৃত্যুমিছিল, পল্লবী, বিদিশার পর এবার আরও এক অভিনেত্রীর অস্বাভাবিক মৃত্যু https://thenewsbangla.com/pallavi-bidisha-manjusha-another-unusual-death-of-a-bengali-actress/ Fri, 27 May 2022 04:47:20 +0000 https://www.thenewsbangla.com/?p=15262 মৃত্যুমিছিল। পল্লবী, বিদিশার পর এবার আরও এক অভিনেত্রীর অস্বাভাবিক মৃত্যু; কিন্তু কেন এই মৃত্যুমিছিল? এবার বিদিশা দে মজুমদারের এক বন্ধুর ঝুলন্ত দেহ উদ্ধার; মৃত অভিনেত্রীর নাম মঞ্জুষা নিয়োগী। শুক্রবার সকালে পাটুলির বাড়ি থেকে; মঞ্জুষার দেহ উদ্ধার করা হয়। জানা যাচ্ছে, বিদিশার মৃত্যুর পর থেকেই ডিপ্রেশনে ছিলেন মঞ্জুষা; এমনটাই দাবি তাঁর পরিবারের। পল্লবী, বিদিশার পর এবার মঞ্জুষা; অভিনয় জগতে বাড়ছে আ’ত্মহ’ত্যার সংখ্যা।

বিবাহিত মঞ্জুষা চার-পাঁচ দিন আগেই; বাপের বাড়িতে আসেন। মৃত অভিনেত্রীর মা বলেছেন; “বিদিশা ওর বান্ধবী ছিল; একসঙ্গে ওরা অনেক কাজ করেছে। কাল সারাদিন বিদিশার কথাই বলছিল; বারবার বলছিল যে আমিও বিদিশার মতো করব”। মঞ্জুষার মায়ের আরও দাবি, “কালও ভাল মনে শ্যুটিং সেরে এসেছিল; বিয়ের পর জামাই বলতো যে এত কাজ একসঙ্গে করতে হবে না। এই ইন্ডাস্ট্রিতে ছিল বলে শরীর রোগা রাখত, খাওয়া-দাওয়া কম করত। আমিও বলতাম ভাল করে খাওয়া দাওয়া করতে; এরমধ্যেই নিজেকে শেষ করে দিল”।

আরও পড়ুনঃ স্কুলের চাকরি গেলেও কলেজ শিক্ষক হতে চলেছেন অঙ্কিতা অধিকারী

গত ১৫ মে বাংলা টেলি সিরিয়ালের অভিনেত্রী পল্লবী দের ঝুলন্ত দে’হ; তাঁর দক্ষিণ কলকাতার গড়ফার গাঙ্গুলিপুকুরের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়। ১০ দিন পরেই, দমদম নাগেরবাজার থানা এলাকার রামগড় কলোনির বাড়ি থেকে; উদ্ধার হয় মডেল-অভিনেত্রী বিদিশা দে মজুমদারের ঝুলন্ত দেহ। আর এদিন পাটুলির বাড়ি থেকে; মঞ্জুষা নিয়োগীর দেহ উদ্ধার। এর মধ্যে কি লুকিয়ে আছে বড় কোন রহস্য? উঠছে প্রশ্ন।

আরও পড়ুনঃ রাজ্যপাল আর নয়, বাংলার বিশ্ববিদ্যালগুলির আচার্য হবেন মুখ্যমন্ত্রী

পল্লবীর রহস্যমৃত্যুতে; তাঁর সঙ্গী সাগ্নিকের জামিনের আবেদন খারিজ হয়ে গেছে। ৩০ মে পর্যন্ত পল্লবীর লিভ ইন পার্টনার সাগ্নিকের; পুলিশ হেফাজত হয়েছে।

পল্লবী দে-র দেহ উদ্ধার, দশ দিন পর বিদিশা দে মজুমদারের দেহ উদ্ধার; এবং তার ঠিক দু-দিনের মাথায় বন্ধু মঞ্জুষা নিয়োগীর দেহ উদ্ধার। সব মিলিয়ে গোটা ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে; অভিনয় জগতে। ঠিক কী কারণে এমন একের পর এক মৃত্যুর ঘটনা; কোন মানসিকতা থেকে এই পথ বেছে নেওয়ার সিদ্ধান্ত, উঠছে প্রশ্ন। আরও কি কেউ লাইনে আছে? সত্যি কি সব আ’ত্মহত্যা? এটাও এখন বড় প্রশ্ন।

]]>
‘সন্ধান চাই’, ‘নিখোঁজ’ তৃণমূল সাংসদ নুসরত জাহান, পোস্টার এলাকায় https://thenewsbangla.com/wanted-tmc-mp-nusrat-jahan-missing-poster-in-basirhat-parliament-area/ Tue, 17 May 2022 06:25:04 +0000 https://www.thenewsbangla.com/?p=15090 ‘সন্ধান চাই’, ‘নিখোঁজ’ তৃণমূল সাংসদ নুসরত জাহান, পোস্টার এলাকায়। বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহান নাকি ‘নিখোঁজ’! হ্যাঁ, এমন পোস্টারেই ছয়লাপ হাড়োয়া বিধানসভার চাপাতলা পঞ্চায়েত এলাকা। ঘটনাকে ঘিরে শোরগোল পড়ে যায়; কিন্তু আসল ব্যাপারটা কী? কেন এমন পোস্টার পড়ল এলাকায়? তাও আবার হাড়োয়া বিধানসভা এলাকায়?

সোমবার পড়েছে, নুসরাত জাহান নিখোঁজ পোস্টার। সাংসদ নাকি নিখোঁজ! শাসক দলের গো’ষ্ঠীদ্ব’ন্দ্বের জেরেই এই ধরনের পোস্টার পড়েছে বলে; দাবি বিরোধী শিবিরের। যদিও অভিযোগ অস্বীকার করেছেন; স্থানীয় তৃণমূল নেতারা। দেগঙ্গা ব্লকের হাড়োয়া বিধানসভার চাঁপাতলা পঞ্চায়েতটি; বসিরহাট লোকসভার অন্তর্গত। সোমবার এই পঞ্চায়েতের কেয়াডাঙা এবং চাপাতলা এলাকায়; অভিনেত্রী-সাংসদ নুসরত জাহানের নামে ‘নিখোঁজ’ এবং ‘সন্ধান চাই’ পোস্টার দেখা যায়। কোনও পোস্টারের নিচে লেখা; ‘সাধারণ জনগন’, আবার কোনওটায় লেখা ‘প্রতারিত জনগন’।

'সন্ধান চাই', ‘নিখোঁজ’ সাংসদ নুসরত জাহান, পোস্টার এলাকায়
‘সন্ধান চাই’, ‘নিখোঁজ’ সাংসদ নুসরত জাহান, পোস্টার এলাকায়

ঘটনাটি জানাজানি হতেই; এলাকায় চাঞ্চল্য ছড়ায়। শুরু হয় রাজনৈতিক চাপানউতোর। এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী শিবির। অবশ্য বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরতের নামে নিখোঁজ পোস্টার মারার ঘটনাটি, ‘সাংসদের উপর এলাকাবাসীর ক্ষোভের বহিঃপ্রকাশ’; এমনটাই মনে করছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। দেগঙ্গার চাপাতলা পঞ্চায়েতের প্রধান হুমায়ুন রেজা চৌধুরী বলেন; “গত ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত; বসিরহাটের সাংসদ ছিলেন হাজি নুরুল ইসলাম। এলাকার উন্নয়ন-সহ সব কাজে; সাধারণ মানুষ থেকে তৃণমূল কর্মীরা তাঁকে পাশে পেয়েছেন। কিন্তু বর্তমানে তৃণমূল সাংসদকে; এলাকায় পাওয়াই যায় না। সম্ভবত সেই কারণেই এলাকার মানুষ; এই ধরনের পোস্টার দিয়েছে”। বিষয়টি জানার পরেই দলের কর্মীদের দিয়ে; সব পোস্টারগুলি ছিঁড়ে ফেলা হয় বলেও জানান তিনি।

যদিও, সাংসদ নুসরাত জাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতৃত্বের দাবি; “এটা বিরোধীদের কাজ। কোনও ইস্যু না থাকার কারণেই; বিরোধীরা এই ধরনের কুৎসা রটাচ্ছে। এলাকার উন্নয়নে সাংসদের ভূমিকা রয়েছে; স্থানীয় নেতৃত্বের সঙ্গেও সাংসদ নিয়মিত যোগাযোগ রাখেন”। অন্যদিকে, নিজেদের সাংসদের ভূমিকায় ক্ষুব্ধ; বসিরহাটের সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ, বসিরহাট উত্তর ও দক্ষিণ বিধানসভার তৃণমূলের একাংশও। তৃণমূলের স্থানীয় নেতৃত্বের একাংশের অভিযোগ; তিনি শুধু ভোটের সময়; বসিরহাটে প্রচার করতে আসেন। করোনা-কালে বসিরহাটের সাংসদকে দেখা যায়নি; গতবছর আমফানের সময়ও মানুষ তাঁকে পাশে পায়নি”। এই নিয়ে সাংসদ-অভিনেত্রীর কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।

]]>
বাঘের সঙ্গে অভিনয় করাটাই ছিল জীবনের সেরা চ্যালেঞ্জ https://thenewsbangla.com/acting-with-a-tiger-was-the-best-challenge-of-my-life-rabi-ghosh/ Sat, 30 Mar 2019 07:36:47 +0000 https://www.thenewsbangla.com/?p=3002 অভিনেতা রবীন্দ্রনাথ ঘোষ দস্তিদার (জন্মঃ- ২৪ নভেম্বর, ১৯৩১-মৃত্যুঃ- ৪ ফেব্রুয়ারি, ১৯৯৭)। ভাবছেন রবীন্দ্রনাথ ঘোষ দস্তিদার আবার কে? তিনি আপনার আমার সবার প্রিয় রবি ঘোষ। বাংলা সিনেমার অন্যতম সেরা কমেডিয়ান।

Image Source: Google

বাঘের সঙ্গে অভিনয়ঃ
ট্রেন্‌ড বাঘ। পা ছড়িয়ে ঘরের দেওয়াল ঘেঁষে শুয়ে। পাশে বসে ভিজে তোয়ালে বুলোতে হবে তার পিঠে। আর মুখে আদর করার ঢঙে বলে যেতে হবে, ‘উম্মা, উম্মা’। সঙ্গের মহিলা ট্রেনারটি বুঝিয়ে দিয়েছেন, এ বাঘকে বশে আনার এটাই নাকি দস্তুর।

সময়মতো ক্যামেরা চলবে। প্রায় মিনিট দশেক ‘আদর’ চলার মাঝেই বিপত্তি। ‘উম্মা’-র বদলে একবার শুধু ভুলে ‘উমা’ বলে ফেলেছিলেন। তাতেই তেড়েফুঁড়ে উঠে দাঁড়িয়েছিল বাঘটা।

দশ ফুটি তাগড়াই চেহারা। এক থাবায় সাবাড় করে দিতে পারে। করেনি, তবু জীবনের শেষ দিন পর্যন্ত রবি ঘোষ বলতেন, মাদ্রাজি ওই বাঘের সঙ্গে অভিনয় করাটাই ছিল জীবনের সেরা চ্যালেঞ্জ! সৌজন্যে সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে।

Image Source: Google

অভিনয়ের জন্য সবঃ
‘হীরক রাজার দেশে’র আউটডোর। ‘পায়ে পড়ি বাঘ মামা’র গানের সঙ্গে সেই বিখ্যাত শট। গুপী আর বাঘা বাঘের ডেরায় ঢুকবে চাবির খোঁজে। তারই ‘টেক’ নেওয়া চলছিল তখনকার মাদ্রাজে। দূর থেকে ট্রেনার লাঠির ঠক ঠক আওয়াজ করে আবার ‘উম্মা উম্মা’ বলতে তবে সে শান্ত হল।

শ্যুটও হল। শেষমেশ এত কনফিডেন্স পেয়ে গিয়েছিলেন যে স্থিরচিত্রীর আবদারে বাঘকে চুমু খাওয়ার ‘পোজ’-ও দিয়েছিলেন রবি ঘোষ। চ্যালেঞ্জ ‘গুপী গাইন বাঘা বাইন’-এও কম ছিল না। উখরি-তে শ্যুট। শিমলার থেকেও উঁচুতে। বেজায় ঠান্ডা। পাঁচতলা একটা স্লোপিং দেখিয়ে সত্যজিত্‌ রায় তাঁর বাঘা-গুপীকে বললেন, “ওখান থেকে ঝাঁপ দিতে পারবে না তোমরা?”

Image Source: Google

চোখের সামনে স্থানীয় লোকজন তরতর করে উঠে যাচ্ছে। ঝপাঝপ ঝাঁপও দিচ্ছে। দেখেশুনে ওঁরাও এককথায় রাজি। কিন্তু চুড়োয় উঠে হাত-পা পেটের মধ্যে ঢুকে যাওয়ার জোগাড়! কনকনে হাওয়া। তার ওপর ক্যামেরা গণ্ডগোল পাকালো। ফলে অপেক্ষা দীর্ঘ হল। বেশ খানিক পরে ঝাঁপ দেওয়ার তলব।

এর পর শোনা যাক রবি ঘোষের মুখেই, “দিলাম ঝাঁপ। সে এক এক্সাইটিং ফিলিং। মনে হল পেঁজা তুলোর ওপর দিয়ে গড়িয়ে এলাম। কিন্তু হাত-পা স্টিফ। মানিকদা বললেন, ‘শিগগির ওদের ভ্যানে তোলো। আর গরম দুধ খাওয়াও।’ সব রেডিই ছিল। গাইড বলল, ‘খবরদার আগুনের কাছে যাবেন না। পা ফেটে যাবে। শুধু পা ঠুকুন। হাত পায়ের সাড় ফিরতে লাগল পাক্কা চব্বিশ ঘণ্টা।”

Image Source: Google

কমিক টাইমিংঃ
পরিচালকরা মনে করেন ভারতবর্ষে রবি ঘোষের থেকে বড় কমিক টাইমিং আর কোনও অ্যাক্টরের না কোনও দিন হয়েছে, না কোনও দিন হবে। সূক্ষ্মতার সঙ্গে রবি ঘোষের অভিনয় যারা দেখেছেন তাঁরা প্রত্যেকেই সেটা স্বীকার করেন। ডিটেলে রবি ঘোষকে অ্যানালাইজ করেছিলেন সত্যজিৎ রায়। তাঁর অনেক ফিল্মেই রবি ঘোষের অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে।

রবি ঘোষ বিভিন্ন ধরণের চরিত্রে অভিনয় করে বিশেষ প্রশংসা কুড়িয়েছেন। তবে বাংলা চলচ্চিত্রের জগতে তিনি সবচেয়ে পরিচিত তার হাস্যরসাত্মক চরিত্র রূপায়নের জন্য। সত্যজিৎ রায়ের চলচ্চিত্রে তাকে নিয়মিত অভিনয় করতে দেখা গেছে। চলচ্চিত্র ছাড়াও তিনি বাংলা নাট্যমঞ্চ এবং টেলিভিশন তথা ছোট পর্দায় দাপিয়ে অভিনয় করেছেন। সত্যজিৎ রায় পরিচালিত গুপী গাইন বাঘা বাইন চলচ্চিত্রে বাঘা চরিত্রে অভিনয় করার জন্য তিনি সবচেয়ে বিখ্যাত হয়ে আছেন।

The News বাংলা

জন্ম ও কৈশোরঃ
তিনি কলকাতায় জন্মগ্রহণ করেন। তাঁর পুরো নাম রবীন্দ্রনাথ ঘোষ দস্তিদার। ১৯৪৯ সালে তিনি সাউথ সুবর্ধন মেইন স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন। বিজ্ঞান বিভাগ থেকে ইন্টারপাস করে তিনি আশুতোষ কলেজ-এ ভর্তি হন, গ্রাজ্যুয়েশনের জন্য।

১৯৫৩ সাল থেকে ১৯৫৯ পর্যন্ত তিনি বংশাল কোর্টে কাজ করেন। তিনি অভিনেত্রী অনুভা গুপ্তকে বিয়ে করেন। প্রথমা স্ত্রীর মৃত্যুর দশ বছর পর তিনি ২৪শে নভেম্বর, ১৯৮২ সালে বৈশাখী দেবীকে বিয়ে করেন।

The News বাংলা

চলচ্চিত্র জীবনঃ
অরবিন্দ মুখোপাধ্যায় তাঁকে ‘অঙ্গার’ নাটকে অভিনয় করতে দেখেন। ১৯৫৯ সালে তিনি ‘আহবান’ চলচ্চিত্রে একটি ছোট চরিত্রে অভিনয় করেন। তপন সিনহার ‘গল্প হলেও সত্যি’তে অভিনয়ের মাধ্যমে তিনি সবার নজরে আসেন।

১৯৬৮ সালে প্রখ্যাত চলচ্চিত্রনির্মাতা সত্যজিৎ রায় নির্মিত ‘গুপী গাইন বাঘা বাইন’ চরিত্রে তাঁর অভিনয় চলচ্চিত্র জগতে একটি মাইলফলক। একে একে তিনি ‘অভিযান’ (১৯৬২), ‘অরণ্যের দিনরাত্রি’ (১৯৭০), ‘হীরক রাজার দেশে’ (১৯৮০), ‘গুপী বাঘা ফিরে এলো’ (১৯৯১), ‘পদ্মা নদীর মাঝি’ (১৯৯৩) সহ বেশকিছু চলচ্চিত্রে অভিনয় করেন।

The News বাংলা

তিনি পরিচালনা করেন, নিধি রাম সরদার (১৯৭৬) ও সাধু যুধিষ্ঠীরের কড়চা (১৯৭৪) সিনেমা। তিনি একজন বিখ্যাত থিয়েটার অভিনেতাও বটে। ১৯৭০ সালে তিনি ‘গুপী গাইন বাঘা বাইন’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য বিখ্যাত বার্লিন ফিল্ম ফেস্টিভালেও অংশ নেন। তিনি ‘চলাচল’ থিয়েটার গ্রুপের প্রতিষ্ঠাতা। তিনি ৪ঠা ফেব্রুয়ারি, ১৯৯৭ সালে মৃত্যুবরণ করেন।

হাসির রাজা রবি ঘোষ। আবার ফিরে আসুন বাংলা ফিল্ম জগতে। অন্য ভাবে, অন্য রুপে। মানুষের হাসির খুব অভাব। আবার আপনাকেই দরকার টলিউডে।

]]>
তৃণমূলের তারকা প্রার্থী নিয়ে অশ্লীল ও বিতর্কিত মন্তব্য ক্ষিতির https://thenewsbangla.com/tmc-candidates-mimi-chakraborty-nusrat-jahan-gets-hit-by-rsp-leader/ Sun, 17 Mar 2019 03:34:54 +0000 https://www.thenewsbangla.com/?p=8621 মিমি চক্রবর্তী ও নুসরত জাহানকে প্রার্থী করার পর সোশ্যাল মিডিয়ায় বিতর্ক কিছুতেই কমছে না। চলচ্চিত্র জগতের লোক কিভাবে রাজনীতির জগত সামলাবেন, সেই বিষয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। তাঁদের চরিত্র নিয়ে অশ্লীল মন্তব্য করেছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষও। এবার এক ধাপ এগিয়ে তারকা প্রার্থীদের নিয়ে বেফাঁস মন্তব্য করে বসলেন আরএসপির সাধারণ সম্পাদক ক্ষিতি গোস্বামীও।

শনিবার আলিপুরদুয়ারে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, রাজনীতিতে যারা জনগনের হয়ে প্রতিনিধিত্ব করে, তাদের রাজনৈতিক জ্ঞানসম্পন্ন ও জনসাধারণের বিভিন্ন সমস্যা সম্পর্কে ওয়াকিবহাল হতে হয়। সংসদে বিভিন্ন রকম বিষয় থাকে। সেগুলো সঠিক ভাবে মানুষের চাহিদা অনুযায়ী উপস্থাপন করতে হয়, তার জন্য বিশেষ মানসিকতার প্রয়োজন। যা অনেকের থাকে না।

এরপরেই বিতর্কিত মন্তব্য করে বসেন ক্ষিতি গোস্বামী। তিনি বলেন, সুন্দরী প্রার্থীরা ইয়ং জেনারেশনের মাথা ঘুরিয়ে দেওয়ার ফ্যাক্টর হিসেবে কাজ করে। তাদের দেখে ইয়ং জেনারেশন উত্তেজিত ও আবেগপ্রবন হয়ে পড়ে। তারা এই সকল প্রার্থীদের একটু ছুঁয়ে দেখতে চায়। শতাব্দী রায় সাংসদ হবার পরেও তাঁকে ছুঁয়ে দেখতে অনেকে ভিড় জমাত বলে তিনি মন্তব্য করেন৷

আরও পড়ুনঃ মিমি নুসরত এর চরিত্র নিয়ে কটাক্ষ বিতর্কে জড়ালেন দিলীপ ঘোষ

উল্লেখযোগ্য, লোকসভা ভোটের দিনক্ষন ঘোষনার পরেই ১০ই মার্চ রবিবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। তালিকায় উল্লেখযোগ্য ভাবে নতুন করে নাম রয়েছে চলচ্চিত্র অভিনেত্রী নুসরত জাহান ও মিমি চক্রবর্তীর।

তৃণমূলের প্রার্থী হিসেবে চলচ্চিত্র তারকাদের দাঁড় করানো নতুন কিছু নয়। এর আগেও মুনমুন সেন, শতাব্দী রায় থেকে দেব তৃণমূলের টিকিটে প্রার্থী হয়ে সাংসদ হয়েছেন। যদিও তাদের বিরুদ্ধে তাদের লোকসভা অঞ্চলের এলাকাবাসীর বিস্তর ক্ষোভও রয়েছে।

কিন্তু এবার মিমি নুসরত দাঁড়ানোর পর যেন সব সমালোচনা শালীনতার সীমা ছাড়িয়েছে। অশ্লীল মন্তব্যের ঝড় বয়ে যাচ্ছে। জবাব দিয়েছেন মিমি নুসরতও। তবে বামেদের তরফ থেকে এই ধরনের মন্তব্য করা হবে তা ভাবা যায় নি। দিলীপ ঘোষের সঙ্গে এবার পা মেলালেন ক্ষিতি গোস্বামীও।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
তারকা যুদ্ধে বিজেপির বাজি শ্রাবন্তী, অগ্নিমিত্রা, চলছে জোর জল্পনা https://thenewsbangla.com/srabanti-chatterjee-and-agnimitra-paul-might-join-bjp/ Sat, 16 Mar 2019 08:42:55 +0000 https://www.thenewsbangla.com/?p=8589 ২০১৯ লোকসভা ভোটের দিনক্ষন ঘোষনা হতেই ১০ই মার্চ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। তালিকায় উল্লেখযোগ্য ভাবে নতুন প্রার্থী হিসেবে জায়গা করে নিয়েছেন ফিল্মি দুনিয়ার তারকা মিমি চক্রবর্তী ও নুসরত জাহান। ইতিমধ্যেই তারা ভোট প্রচারে বেরিয়ে নজর কাড়তেও শুরু করেছেন৷ এবার বিজেপিও একই পথে এগোচ্ছে বলে জল্পনা।

আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গে নজিরবিহীন ৭ দফা ভোটে সুবিধা বিজেপির

যাদবপুর লোকসভায় তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী করেছে টেলি তারকা মিমি চক্রবর্তীকে। ফিল্মি মুখ অনেকটাই ভোট টানবে, এই সম্ভাবনা দেখে বিজেপিও চাইছে তারকা প্রার্থী দিয়ে বাজিমাত করতে। আর এই যাদবপুরেই মিমি চক্রবর্তীর পাল্টা শ্রাবন্তী চ্যাটার্জিকে বাজি ধরতে চাইছে বিজেপি। এই ব্যাপারে বিজেপির তরফে শ্রাবন্তীর সাথে যোগাযোগ করা হয়েছে বলে সূত্রের খবর।

শ্রাবন্তীকে এই ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি এই সম্ভাবনা উড়িয়ে দেন নি আবার হ্যাঁ ও বলেন নি। যদিও মুরলীধর সেন লেনের খবর, শ্রাবন্তীর বিজেপিতে যোগদানের সম্ভাবনা প্রায় নিশ্চিত, কিন্তু আগে থেকেই সেই চমক প্রার্থী বা দল কেউই সামনে আনতে চাইছেন না। এক তারকার বিরুদ্ধে ফিল্ম জগতের আর এক হেভিওয়েট তারকা প্রার্থী দিলে তা ভোটবাক্সে অনেকটাই লাভ দেবে বলে মনে করছে গেরুয়া শিবির।

আরও পড়ুনঃ বাংলার কোন লোকসভা আসনে কবে ভোট দেখে নিন

এদিকে বিজেপিতে যোগদানের সম্ভাবনা প্রায় নিশ্চিত ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পলের। বিজেপি সূত্রের খবর, এই ব্যাপারে অগ্নিমিত্রা পল নিজে থেকেই বিজেপিতে যোগদানের ইচ্ছে প্রকাশ করেছেন। বিজেপিতে যোগ দেওয়ার ইচ্ছেপ্রকাশ করে তিনি বিজেপির সাংগঠনিক সম্পাদক সুব্রত চ্যাটার্জির সঙ্গে দেখা করেন। তার পরামর্শে তিনি মুকুল রায়ের সাথে সাক্ষাৎ করেন।

আরও পড়ুনঃ মমতার প্রার্থী তালিকা নিয়ে গোপনে ক্ষোভ বাড়ছে জেলায় জেলায়

বিজেপির তরফে অগ্নিমিত্রা পালের বিজেপিতে যোগদানের সত্যতা স্বীকার করে নেওয়া হয়েছে, কিন্তু কোন আসনে তিনি প্রার্থী হবেন, তা এখনও নিশ্চিত করে জানানো হয়নি৷ শুধু টেলি বা ফিল্ম তারকা নয়, অনেক চমকই অপেক্ষা করছে বলে জানিয়েছে বিজেপি নেতৃত্ব।

এখন মমতার ফিল্মি চমকের পাল্টা বিজেপি কি কি ফিল্মি চমক দেয় সেটাই এখন দেখার। তবে জল্পনা মত যাদবপুরে দুই অভিনেত্রী মুখোমুখি হলে, মাঝখান থেকে পুরোপুরি রাজনৈতিক ব্যক্তিত্ব সিপিএমের বিকাশ রঞ্জন ভট্টাচার্য আবার জিতে বেরিয়ে যাবেন না তো? সাধারণ মানুষের আলোচনায় সেটাই উঠে আসছে।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
ফিল্মের অভাবে বন্ধ হচ্ছে বাংলার সব সিনেমা হল https://thenewsbangla.com/cinema-halls-of-bangla-to-close-down-because-of-lack-of-movies/ Thu, 14 Mar 2019 07:53:55 +0000 https://www.thenewsbangla.com/?p=8382 বাংলাদেশি সিনেমার দর্শক নেই। বিদেশি তথা ভারতীয় সিনেমার মুক্তি আটকে রাখা হচ্ছে বাংলাদেশে। সেই কারনে, ১২ এপ্রিল থেকে দেশের সব সিনেমা হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার ঘোষণা করলেন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি।

আরও পড়ুনঃআমির খানের জন্মদিনে জেনে নিন তাঁর ব্যপারে কিছু অজানা তথ্য

বুধবার সকালে বাংলাদেশের রাজধানী ঢাকার সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘সিনেমা হল বাঁচলেই চলচ্চিত্র শিল্প বাঁচবে’ শীর্ষক সাংবাদিক সম্মেলন করে সমিতির পক্ষ থেকে এই ঘোষণা করে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদর্শক সমিতির উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস, মিয়াঁ আল্লাউদ্দিন, সভাপতি ইফতেকার নওশাদ সহ অনেকেই।

সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, ‘সরকারের সুদৃষ্টি ও আমাদের দাবিগুলো না মানা হলে ১ মাস পর, আগামী ১২ এপ্রিল থেকে দেশের সব প্রেক্ষাগৃহ বন্ধ করে দেওয়া হবে’।

আরও পড়ুনঃ বলিউডে নতুন যুগের তারকারা কত পারিশ্রমিক পান

সিনেমা হল চালানোর মত দেশে পর্যাপ্ত চলচ্চিত্র তৈরি হচ্ছে না বলে জানা যায় সমিতির পক্ষ থেকে। যাও হচ্ছে তাতে দর্শক মোটেই আকর্ষিত হচ্ছে না। লোকসান গুণতে গুণতে হতাশ প্রযোজকেরা। হলের আয় নিয়ে সন্তুষ্ট নন প্রেক্ষাগৃহের মালিকেরাও।

দেশের বাইরের ছবি প্রদর্শনের জন্য বাংলাদেশকে মানতে হয় কঠোর নিয়ম। বিদেশী, বিশেষত ভারতীয় সিনেমা দেখাতে গেলে তাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয় নানাবিধ শর্ত আর নিয়মকানুন। এভাবে বেশি দিন চলতে পারে না। লোকসান গুণতে গুণতে পিঠ দেয়ালে ঠেকেছে বলেই দাবি করেন চলচ্চিত্র প্রদর্শক সমিতির নেতারা।

আরও পড়ুনঃ যৌনতা কেন্দ্রিক বিনোদনের জন্য বিশ্বের সেরা ২০ টি ঠিকানা

সাংবাদিক বৈঠকে এই দিন নওশাদ স্পষ্ট জানিয়ে দেন, “সিনেমা হলে লোক টানার মত চলচ্চিত্র বাংলাদেশে তৈরি হচ্ছে না। বাছাই করা ভাল মানের ভারতীয় বাংলা ছবির মুক্তি নানা কৌশলে আটকে রাখা হচ্ছে। দীর্ঘদিন ধরে লোকসান গুনতে গুনতে হল মালিকেরা আর পেরে উঠছেন না। তাই, এপ্রিলের ১২ তারিখ সব হল বন্ধ করে দেওয়া ছাড়া আর উপায় থাকছে না”।

আরও পড়ুনঃ বলিউডের যে নায়িকাদের জীবনসঙ্গী ডিভোর্সি পুরুষ

এর আগে, গত বছর ৩০ মে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে তিন সদস্যের আপিল বিভাগের বেঞ্চ একটি আদেশ দেন, ঈদুল ফিতর, ঈদুল আজহা, পূজা ও পয়লা বৈশাখের সময় যৌথ প্রযোজনার ছবি ছাড়া বাইরের দেশের কোনো ছবি দেশে আমদানি, প্রদর্শন ও বিতরণ করা যাবে না।

আরও পড়ুনঃ ‘বাঘের সঙ্গে অভিনয় করাটাই ছিল জীবনের সেরা চ্যালেঞ্জ’

এদিকে ভারতীয় হিন্দি চলচ্চিত্র আমদানি ও প্রদর্শনের প্রতিবাদে কয়েক বছর আগে কাফনের কাপড় পরে আন্দোলন করেছিল চলচ্চিত্র পরিবার। আগামী ১২ এপ্রিল থেকে সিনেমা হল বন্ধ করা হলে, দেশে হিন্দি ছবি আমদানি করা হলে আবারও আন্দোলনে নামবে চলচ্চিত্র পরিবার।

আরও পড়ুনঃ বয়সে এক যুগের ফারাকে বিয়ের পিঁড়িতে মালাইকা অর্জুন

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান এ কথা জানায়ে। তিনি বলেন,”আগেও সিনেমা হল বন্ধের হুমকি পেয়েছি আমরা। যদি দেশীয় সংস্কৃতি বাদ দিয়ে, বঙ্গবন্ধুর আইনকে পাস কাটিয়ে হিন্দি ছবি এনে দেশকে ধ্বংস করতে চায়; আমরা পুরো চলচ্চিত্র পরিবার ও শিল্পীদের পক্ষ থেকে আবারও প্রতিবাদ জানাবো”।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
মানুষের হুমকিতে বাংলায় ভূতেদেরও কথা বলার অধিকার কাড়া হল https://thenewsbangla.com/director-anik-duttas-bhobishyoter-bhoot-stopped-screening-cinema-halls-across-bengal/ Sat, 16 Feb 2019 18:26:27 +0000 https://www.thenewsbangla.com/?p=6909 গতকাল, শুক্রবার মুক্তি পেয়েছে পরিচালক অনীক দত্তের ফিল্ম ‘ভবিষ্যতের ভূত’। কিন্তু শনিবারই রাজ্যের সমস্ত হল থেকে উঠিয়ে দেওয়া হয়েছে সিনেমাটিকে। কি কারণে সিনেমার প্রদর্শন বন্ধ কেউ জানে না। নাম প্রকাশে অনিচ্ছুক এক হল মালিক বলেছেন এই ফিল্ম বন্ধ করার জন্য ‘উপর’ থেকে ফোন এসেছিল। আর মানুষের ফোনেই বন্ধ ভূতেদেরও কথা বলার অধিকার।

আরও পড়ুনঃ সেনা মৃত্যুর প্রতিবাদে উত্তাল দেশ, ভারতীয় কোম্পানি টাকা ঢালছে পাকিস্তানে

গত কালই মুক্তি পেয়েছে পরিচালক অনিক দত্তের ‘ভবিষ্যতের ভূত’। সাংবাদিক সম্মেলনে কিছুদিন আগেই পরিচালক বলেছিলেন প্রথম ছবি ‘ভূতের ভবিষ্যৎ’-এর সিক্যুয়েল একেবারেই নয় এই ছবিটি। এই ছবিতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক বিষয়কে ভূতেদের মুখে সংলাপের মধ্য দিয়ে তুলে ধরতে চেয়েছিলেন তিনি। আর সম্ভবত তার জন্যই এবার তাঁকে বিপাকে পড়তে হল বলে ধারণা।

আরও পড়ুনঃ কাশ্মীরে আবার জঙ্গি হামলা, বিস্ফোরণে শহিদ আর্মি মেজর

শুক্রবার মুক্তি পাওয়ার পর শনিবারই রাজ্যের বিভিন্ন হল থেকে সরিয়ে দেওয়া হয় ফিল্মটি। যার কারণ হিসাবে কোথাও যান্ত্রিক গোলযোগকে দায়ী করা হয়েছে, আবার অনেক হল থেকে কোনও উত্তরই দেওয়া হয়নি। এদিন সিনেমা দেখতে গিয়ে দর্শকরা জানতে পারেন, ফিল্মটির প্রদর্শন বন্ধ করে দেওয়া হয়েছে। যে সমস্ত হলে চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে, সব জায়গাতেই এমন হয়েছে বলে জানা যাচ্ছে। ক্ষুব্ধ দর্শকরা বিভিন্ন হলে ফিল্মের ব্যানার, পোস্টার ইত্যাদি ছিঁড়ে ফেলেন বলে জানা যাচ্ছে।

আরও পড়ুনঃ কাশ্মীরে পাক হামলার পর কলকাতা থেকে গ্রেফতার বাংলাদেশি জামাত জঙ্গি

শুক্রবার মুক্তি পেয়েছে অনীক দত্তের ‘ভবিষ্যতের ভূত’ সিনেমাটি। আর শনিবারেই শহরের সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্স গুলিতে বন্ধ করে দেওয়া হল সিনেমার প্রদর্শন। এবিষয়ে পরিচালকের অভিযোগ, তাঁকে আগে থেকে কিছু জানায়নি পুলিশ। তাছাড়া সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়ার পরেই সিনেমাটি রিলিজ হয়। সেই সঙ্গে স্যোশাল মিডিয়ায় যথেষ্ট প্রশংসিত হয়েছে। শো হাউস ফুল হয়েছে বলেও জানান তিনি। শনিবার দ্বিতীয়বার প্রদর্শনের সময় শহরের এক প্রেক্ষাগৃহে গিয়েছিল টিম ‘ভবিষ্যতের ভূত’। আর তখনই প্রদর্শন বন্ধের কথা জানানো হয়।

আরও পড়ুনঃ পাকিস্তানকে বয়কট করে ভারতের হাত ধরল সৌদি আরব

অনেক জায়গায় সিনেমা চলাকালীন আচমকাই প্রদর্শন বন্ধ হয়ে যাওয়াতে ক্ষুব্ধ হন দর্শকরা। পাশাপাশি ক্ষোভ প্রকাশ করেন এই সিনেমার অভিনেতা-অভিনেত্রীরাও। কৌশিক সেন জানান, “সবাইকে সরব হতে হবে। হঠাৎ করে সিনেমার প্রদর্শন বন্ধ হতে পারে না”। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায় বলেন, “এটা অগণতান্ত্রিক কাজ”।

আরও পড়ুনঃ প্রাক্তন সেনাকর্তাকে রাজ্যপাল করে কাশ্মীরে পাক জঙ্গি নিধনে নামছে কেন্দ্র

সূত্রের খবর, সিনেমার প্রযোজকের কাছে সিনেমাটির বিষয় বস্তু জানতে চেয়ে চিঠি দেয় পুলিশ। বলা হয়, সিনেমার বিষয়বস্তু মানুষের ভাবাবেগকে আঘাত করছে। সেক্ষেত্রে প্রশ্ন উঠছে, সেন্সর বোর্ড কেন এধরণের সিনেমাকে ছাড়পত্র দিল? আর একবার ফিল্ম সেন্সর বোর্ড ছাড়পত্র দেবার পর কোন অধিকারে পুলিশ ফিল্ম নিয়ে জানতে চায়?

আরও পড়ুনঃ তদন্তের আগেই জঙ্গি হামলায় পাকিস্তানকে দোষী বলা ঠিক নয় বললেন মমতা

সূত্র মারফত জানা গিয়েছে অন্যান্য হলের পাশাপাশি হাইল্যান্ড পার্ক আইনক্স থেকে শনিবার সন্ধ্যা ৫টা ২৫ মিনিটের শোও তুলে দেওয়া হয়েছে এবং কারণ জিজ্ঞাসা করা হলে যান্ত্রিক গোলযোগকে দায়ি করেছে হল কর্তৃপক্ষ। জয়া সিনেমার ম্যানেজার আবার জানাচ্ছেন, “স্যাটেলাইট সংযোগ না থাকার ফলে এই ঘটনা ঘটেছে”। তবে পরিচালক অনিক দত্ত এখনও হলের এই বিষয়ে মুখ খোলেননি।

আরও পড়ুনঃ ব্যর্থ পার্থর শিক্ষা দফতর, মাধ্যমিকে প্রশ্নপত্র ফাঁসের হ্যাটট্রিক বাংলায়

প্রসঙ্গত কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চতুর্দিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছবি, পোস্টার, ব্যানার কেন রয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন পরিচালক অনিক দত্ত। যাকে কেন্দ্র করে সরগরম হয়েছিল বিভিন্ন মহল। অনেকে আবার এই দুটি ঘটনার যোগসুত্র স্থাপনের চেষ্টা করছেন।

আরও পড়ুনঃ পাক জঙ্গিদের খুঁজে বের করে মারতে সেনাকে পূর্ণ স্বাধীনতা দিল মোদী সরকার

অনেকের অভিযোগ, বর্তমান রাজ্য সরকারকে নিয়ে ‘খিল্লি’ আছে “ভবিষ্যতের ভূত” এ। সিনেমায় এক প্রভাবশালী শাসক দলের নেতা (কৌশিক সেন) কে দেখানো হয়েছে! দেখানো হয়েছে আরাবুল, অনুব্রত এর মত দুজন নেতা কে! প্রাক্তন মেয়র শোভন ও প্রাক্তন মন্ত্রী মদন মিত্রর মত দেখতে দুজন এর ঘুষ খাওয়ার দৃশ্য(নারদা কান্ডের মত) দেখানো হয়েছে!

আরও পড়ুনঃ কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হামলায় শহিদদের মধ্যে বাংলার ২জন সেনা জওয়ান

জানা গেছে, এমনকি ‘উন্নয়ন’ নিয়ে একটা ‘খিল্লিমূলক’ গানও দেখানো হয়েছে! আর দেখিয়েছে ‘ফিল্ম সিটি’ বানানোর নামে গ্রামে জমি অধিগ্রহন। যেখানে হাজির হয়েছে যাদবপুরের ছাত্রছাত্রীরা, জমি আন্দোলন করতে! ফিল্ম জুড়ে দেখানো হয়েছে শাসক দলের ‘দস্যি দামাল মিষ্টি মানিক’দের দাপাদাপি! সংলাপে সিন্ডিকেট এর কথাও উঠে এসেছে! ফলে যা হওয়ার তাই হয়েছে, অভিযোগ এমনই।

আরও পড়ুনঃ দেশ জুড়ে বদলার দাবি, কাউকে ছাড়া হবে না জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

পরিচালক অনিক দত্ত জানিয়ে ছিলেন এই ছবিতে ভূতেদের মুখে এমন কিছু সংলাপ বসান হয়েছে যা তিনি নিজের জীবনে বিভিন্ন সময় প্রত্যক্ষ করেছেন। ২০১২ সালে ‘ভূতের ভবিষ্যৎ’ এর পর ২০১৩ সালে ‘আশ্চর্য প্রদীপ’ এবং ২০১৭ সালে ‘মেঘনাথ বধ রহস্য’ ছবি দুটিও অনিক দত্ত পরিচালনা করেছিলেন। ভূতের ভবিষ্যৎ ছবিটি ১০০ দিনে তিন কোটি টাকার ব্যবসা করেছিল। তবে এবার ভূতেদের কথা বলার অধিকার কে কাড়ল, সেটাই এখন প্রশ্ন।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
Breaking News: বড়সড় ধাক্কা বাংলা ফিল্ম ও সিরিয়াল ইন্ডাস্ট্রিতে https://thenewsbangla.com/tollywoods-bengal-film-and-serial-industry-is-in-big-shock/ Thu, 22 Nov 2018 16:38:18 +0000 https://www.thenewsbangla.com/?p=2918 The News বাংলা, কলকাতা: বড়সড় ধাক্কার মধ্যে পড়তে চলেছে টলিউড ইন্ডাস্ট্রি। প্রযোজক-পরিচালকরা টাকা আটকে রাখার জন্য বন্ধ হতে চলেছে ৯০ বছরের পুরনো ‘নিউ কর্নওয়ালিস এক্সচেঞ্জ’ কোম্পানি।

টালিগঞ্জের এই কোম্পানির বর্তমান মালিকরা প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছেন, এই কোম্পানি বন্ধ করে দেবার। বিশ্বস্ত সূত্রের খবর অনুযায়ী, বিভিন্ন প্রযোজক এর কাছে প্রচুর পরিমানে অনাদায়ী টাকা পরে আছে এই কোম্পানিটির। এর ফলে কর্মীদের মাইনে দিতে পারছেন না কর্তৃপক্ষ। এমনকি এই প্রথমবার, পুজোর বোনাস পান নি কর্মীরা।

Image Source: Google

৯০ বছরের পুরনো কলকাতার টলিউড ইন্ডাস্ট্রি। আর সেই একই সাথে যাত্রা শুরু করেছিল ‘নিউ কর্নওয়ালিস এক্সচেঞ্জ’ কোম্পানি। সিনেমা ও সিরিয়াল শুটিংয়ের যাবতীয় আসবাবপত্র থেকে শুরু করে, ড্রেস, পেন্টিং ভাড়া পাবার একমাত্র জায়গা ছিল এই কোম্পানি।

আরও পড়ুনঃ বয়সে এক যুগের ফারাকে বিয়ের পিঁড়িতে মালাইকা অর্জুন

কালের সাথে বাংলা ইন্ডাস্ট্রির অনেক পরিবর্তন হলেও একই ভাবে মনোপলি ব্যবসা করে চলছিল এই কোম্পানি। বাংলা চলচ্চিত্র সাদা কালো থেকে রঙীন ছবি তে চলে এলেও ‘নিউ কর্নওয়ালিস এক্সচেঞ্জ’ কোম্পানি একই ভাবে একচ্ছত্র আধিপত্য সৃষ্টি করে রেখেছিল গোটা টলিউডে।

Image Source: Google

গোটা ইন্ডাস্ট্রিতে এই একটি মাত্র কোম্পানিই এত বছর ধরে সিনেমা ও সিরিয়াল-এর সমস্ত আসবাবপত্র সরবরাহ করে চলছিলো। শুধু চলচ্চিত্র বা ধারাবাহিকই নয়, বাংলা নাট্য জগতে ব্যবহৃত সমস্ত পপ্সও যেত এই কোম্পানি থেকে।

Image Source: Google

‘সন্ন্যাসী রাজার’ বিখ্যাত চেয়ার থেকে শুরু করে, দাদার কীর্তির পিয়ানো, ‘সতরঞ্জ কে খিলারী’ সিনেমায় ব্যবহৃত বিখ্যাত গোল পাথরের টেবিলটি আজ সংরক্ষিত আছে কোম্পানি অফিসে। ৯০ বছরের বাংলা সিনেমার অনেক ইতিহাস লুকিয়ে আছে ‘নিউ কর্নওয়ালিস এক্সচেঞ্জ’ কোম্পানির টালিগঞ্জের গোডাউনে।

আরও পড়ুন: বলিউডের যে নায়িকাদের জীবনসঙ্গী ডিভোর্সি পুরুষ

সমস্যার শুরু নরেন্দ্র মোদীর নোটবন্দীর সময় থেকেই। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, টলিউডের বেশ কিছু পরিচালক ও প্রযোজক এই কোম্পানির কয়েক লক্ষ টাকা আটকে রেখেছেন। বারবার বলেও কোন কাজ হচ্ছে না।

Image Source: Google

এদিকে প্রযোজকদের বক্তব্য ‘নোটবন্দি’ র পর থেকেই বাংলা চলচ্চিত্র জগত ভুগছে চরম আর্থিক সংকটে, তাই তাঁরা ঠিকমতো টাকার যোগান দিতে পারছেন না। নোটবন্দীর পর এত খারাপ অবস্থা হবে তা তাঁরা কল্পনাও করতে পারেন নি।

এই চরম আর্থিক সংকটের মধ্যে দাঁড়িয়ে ৯০ বছরের পুরোনো ‘নিউ কর্নওয়ালিস এক্সচেঞ্জ’ কোম্পানি বন্ধ করে দেবার প্রাথমিক পর্যায়ে ভাবনা চিন্তা শুরু করেছে মালিকরা। ফলে চরম অসুবিধার মধ্যে পড়ে যাবেন সব সিনেমা ও সিরিয়ালের পরিচালক ও প্রযোজকরা।

]]>