TMC Worker – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Wed, 26 Jun 2019 14:47:18 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg TMC Worker – The News বাংলা https://thenewsbangla.com 32 32 কাটমানি দুর্নীতি কান্ডে চাঞ্চল্যকর মোড়, তৃণমূল কর্মীর রহস্যমৃত্যু https://thenewsbangla.com/cut-money-scam-tragic-controversy-death-of-tmc-worker-at-burdwan/ Wed, 26 Jun 2019 12:21:50 +0000 https://www.thenewsbangla.com/?p=14492 কাটমানি দুর্নীতি কান্ডে এবার এক তৃণমূল কর্মীর রহস্যমৃত্যু। মৃতের নাম পূর্নেন্দু চট্টোপাধ্যায়। এই ঘটনায় তুমুল চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়; বর্ধমানের নীলপুরে। মঙ্গলবার থেকে নিখোঁজ ছিলেন; এই তৃণমূল কর্মী। তারপরই এদিন সকালে; তাঁর মৃতদেহ উদ্ধার হয়।

৫৫ বছর বয়সী পূর্ণেন্দু চট্টোপাধ্যায় ছিলেন; বড়নীলপুরের দক্ষিণ শক্তিপাড়ার বাসিন্দা। পরিবারের তরফে জানা গেছে; মঙ্গলবার এলাকার কয়েকজন; তাঁদের বাড়িতে চড়াও হয়। বিক্ষোভ দেখান এলাকাবাসীর একাংশ। কাটমানি ফেরতের দাবিতেই এই বিক্ষোভ হয়; বলেই জানা গেছে।

আরও পড়ুনঃ কাটমানি কেলেঙ্কারি, মমতাও সৎ নন ইঙ্গিত কাটমানি নিয়ে ফ্যাসাদে তৃণমূল নেত্রীর

আবাস যোজনায় বাড়ি তৈরীর ক্ষেত্রে; ৩০ হাজার টাকা কাটমানি নেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। অভিযোগ জানানোর সময়; তিনি বাড়ি ছিলেন না। তাই সেইসময় পূর্ণেন্দুবাবুকে না পেয়ে; বিক্ষোভকারীরা তার বাড়ির গেটে তালা লাগিয়ে দেয়। এমনকি বাড়ির দেওয়ালে পোস্টারও লাগানো হয়; কাটমানি ফেরতের দাবিতে।

আরও পড়ুনঃ কাটমানি ফেরত দিয়ে নিজের দুর্নীতি স্বীকার তৃণমূল নেতার, আনন্দে ভাসছে গ্রামবাসী

পূর্ণেন্দুবাবুর পরিবারের দাবি, এরপরই পূর্নেন্দুবাবুকে; আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। এদিন সকালে শ্রীরামপুর থেকে উদ্ধার হয়; পূর্ণেন্দুবাবুর মৃতদেহ। ঘটনায় ক্ষুব্ধ হয়ে; পরিবার ও তৃণমূলের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়। প্রতিবাদ জানিয়ে থানায় বিক্ষোভও দেখান তারা। এই পরিস্থিতির কারণ হিসেবে রাজ্যের শাসকদল; বিজেপিকেই দায়ি করেছে।

আরও পড়ুনঃ শুধু কাটমানি দুর্নীতি নয়, তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর চুরির অভিযোগ এল মমতার কাছে

ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে বর্ধমান পুলিশ। আটক করা হয়েছে তিন জনকে। বিজেপির দিকে তোলা অভিযোগ; অস্বীকার করেছে জেলা বিজেপি নেতারা। জেলার বিজেপি সভাপতি সন্দীপ নন্দী জানান, “বিজেপি এই ধরণের কাজের সঙ্গে যুক্ত থাকে না। ওই এলাকায় বিজেপির কোনো সংগঠন নেই। বিজেপিকে বদনাম করার জন্যই এই অপপ্রচার করছে শাসক দল”।

অন্যদিকে নিহত ব্যক্তি; কাটমানি কান্ডে জড়িত ছিলেন বলে এলাকাবাসীর কেউ কেউ দাবি করেছেন। সরকারের নির্দেশ, ঘটনাটি যেখানে যেভাবে হয়েছে সেখানকার পুলিশি তদন্ত চালিয়ে যেন তার নিরশন ঘটানো হয়। কাটমানি ফেরতের দাবী ওঠাতেই; কি আত্মহত্যা? না রাজনৈতিক বা অন্য কারণে খুন; তদন্ত করে দেখছে পুলিশ।

]]>
জয় শ্রী রাম বলতে বাধা দেওয়ায় তৃণমূল কর্মীকে মেরে হাসপাতালে পাঠালো বিজেপি https://thenewsbangla.com/bjp-workers-sent-a-tmc-worker-into-hospital-after-stop-saying-jai-shri-ram/ Fri, 10 May 2019 16:25:23 +0000 https://www.thenewsbangla.com/?p=12692 জয় শ্রী রাম বলতে বাধা দেওয়ায়; তৃণমূল কর্মীকে মেরে হাসপাতালে পাঠালো বিজেপি। আর এর জেরে ভোট শেষ হবার পরেও; উত্তপ্ত নদিয়ার তেহট্ট।

জয় শ্রী রাম ধ্বনি দিচ্ছিলেন বিজেপি সমর্থকরা; তাতে প্রতিবাদ করেন অর্জুন হালদার নামের এক তৃণমূল কর্মী। তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন বিজেপি সমর্থকরা। তৃণমূল কর্মীর ওপর এরপর চড়াও হয়ে; তাকে জয় শ্রী রাম ভগবান বলতে বাধ্য করে। ঘটনাটি ঘটেছে নদিয়ার তেহট্টে।

আরও পড়ুনঃ নরেন্দ্র মোদী ক্ষমতায় ফিরলে স্বরাষ্ট্রমন্ত্রী হবেন অমিত শাহ, দাবি কেজরিওয়ালের

তেহট্টের বেতাই বাসস্ট্যান্ড এলাকায় তৃণমূল একটি অফিসে; দিনভর কাজ করেন তৃণমূল কর্মী অর্জুন হালদার। অফিস খোলা এবং লাগানোর দায়িত্ব সামলান তিনিই। বৃহস্পতিবার রাতে যখন অফিস বন্ধ করে বাড়ি ফিরবেন; তখনই পাশ দিয়ে জয় শ্রী রাম; ধ্বনি দিতে দিতে যেতে থাকেন কিছু বিজেপি সমর্থক।

আরও পড়ুনঃ কেজরিওয়াল ও অতিশীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের গৌতমের

জয় শ্রী রাম ধ্বনি শুনেই প্রতিবাদ করেন; ওই তৃণমূল কংগ্রেস কর্মী। তখনই বিজেপি সমর্থকদের সাথে তার বচসা শুরু হয়। এক সময়ে গিয়ে অর্জুন হালদারকেই; পাল্টা জয় শ্রী রাম বলতে বাধ্য করেন বিজেপি সমর্থকরা। কিন্তু তিনি জয় শ্রী রাম বলতে রাজি না হওয়ায়; তাকে বেধড়ক মারধর করা হয়। আহত অবস্থায় অর্জুনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুনঃ পাকিস্তান থেকে বিমান হঠাৎ ভারতের আকাশে, নামাল ভারতীয় যুদ্ধ বিমান

এই ঘটনাকে কেন্দ্র করে তৃনমূল ও বিজেপির মধ্যে বাদানুবাদ তৈরি হয়। ঘটনার নিন্দায় আক্রমনকারীদের; গ্রেফতাদের দাবি জানিয়েছে তৃণমূল। পাল্টা বিজেপি প্রশ্ন তুলেছে; জয় শ্রী রাম বলা কি অপরাধ? জয় শ্রী রাম বলার জন্য কেন বিজেপি সমর্থকদের বাধা দেওয়া হবে; জিজ্ঞাস্য বিজেপির। পুরো বিষয়টি নিয়েই তদন্ত শুরু করেছে পুলিশ।

আর এই নিয়ে ভোটের পরেও উত্তপ্ত নদিয়ার তেহট্ট এলাকা। বিজেপি কর্মীদের বিরুদ্ধে থানায় অভিযোগ; দায়ের করেছে তৃণমূল। অবিলম্বে দোষী বিজেপি কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে বড় আন্দোলনের ডাক দিয়েছে তৃণমূল।

]]>