TMC Prediction – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Tue, 19 Mar 2019 13:13:01 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg TMC Prediction – The News বাংলা https://thenewsbangla.com 32 32 মমতা বলছেন ৪২ এ ৪২, কর্মীরা বলছেন ৪২ এ ৩৭ https://thenewsbangla.com/mamata-banerjee-says-42-out-of-42-tmc-workers-say-37-out-of-42-tmc-thinks-defeat-in-5-seats/ Tue, 19 Mar 2019 12:44:41 +0000 https://www.thenewsbangla.com/?p=8801 প্রচার শুরুর অনেক আগে থেকেই দল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ৪২ এ ৪২। অর্থাৎ রাজ্যের সব আসন জিতবেন বলেই দাবি মমতার। কিন্তু তৃণমূল নেতা কর্মীরাই একটা হিসাব বাজারে নিয়ে এসেছেন। তৃণমূল ৩৭ ও অনিশ্চিত ৫। অর্থাৎ বাংলায় ৩৭ টি আসন জেতার আশা করছে তৃণমূল নেতা কর্মীরা। দেখে নিন, কোন কোন আসন জেতার ব্যপারে আত্মবিশ্বাসী তৃণমূল। আর কোন কোন আসনে হারার আশঙ্কা করছে তারা। দেখে নিন একনজরে।

আরও পড়ুনঃ বাবুলকে ‘বাচ্চা ছেলে’ বলে কটাক্ষ করলেন ‘সেন্সেশনাল’ মুনমুন

বাংলার ৪২ টি লোকসভা আসনের মধ্যে ৪২ টিই জেতার লক্ষ্য বেঁধে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু অতটা আত্মবিশ্বাসী নন মমতার কর্মী সমর্থকরা। তাঁরা ভাবছেন জিতবেন ৩৭ টি আসনে। আর বাকি ৫ টি আসনে রয়েছে অনিশ্চিত সম্ভাবনা। অর্থাৎ কর্মী সমর্থকরাও ৫ টি আসনে হারার আশঙ্কা করছেন। বিভিন্ন গ্রুপে ঘুরছে এই জেতার সম্ভাবনা।

আরও পড়ুনঃ ক্ষমতায় ফের মোদী, ভোটের আগেই জানাচ্ছে সাট্টাবাজার

একনজরে দেখে নেওয়া যাক, কোন ৩৭ টি আসনে জেতা নিশ্চিত বলে ভাবছেন তৃণমূল সমর্থকরা। আর কোন ৫ টি আসনেই বা হারার আশঙ্কা করছেন ঘাসফুল শিবির। কোন সমীক্ষা নয়, দেখুন তৃণমূল নেতা সমর্থকদের ভবিষ্যৎবানী।

আরও পড়ুনঃ ভোটের দিন ঘোষণার পরেই প্রার্থী তালিকা প্রকাশ করে বাংলায় এগিয়ে তৃণমূল

কোন সমীক্ষা নয়, দেখুন তৃণমূল নেতা সমর্থকদের ভবিষ্যৎবানীঃ

1. দার্জিলিং: সম্ভাব্য জয়ী (তৃণমূল )
2. কোচবিহার : (অনিশ্চিত ) লড়াই TMC vs BJP
3. আলিপুরদুয়ার : (অনিশ্চিত) TMC vs BJP
4. জলপাইগুড়ি : সম্ভাব্য জয়ী (তৃণমূল)
5. রায়গঞ্জ : সম্ভাব্য জয়ী (তৃণমূল)
6. বালুরঘাট : (অনিশ্চিত) TMC vs BJP
7. মালদা : উত্তর সম্ভাব্য জয়ী (তৃণমূল)
8. মালদা দক্ষিণ সম্ভাব্য জয়ী (তৃণমূল)
9. মুর্শিদাবাদ সম্ভাব্য জয়ী (তৃণমূল )
10. বহরমপুর (অনিশ্চিত) TMC vs Cong
11. জঙ্গিপুর : সম্ভাব্য জয়ী (তৃণমূল )
12. কৃষ্ণনগর :(অনিশ্চিত) TMC vs BJP
13. রানাঘাট সম্ভাব্য জয়ী (তৃণমূল)
14. বীরভূম সম্ভাব্য জয়ী (তৃণমূল)

আরও পড়ুনঃ চোখ মেরে শাড়ির আঁচল ফেলে প্রচার মুনমুনের, সোশ্যাল মিডিয়ায় ঝড়

15. বোলপুর সম্ভাব্য জয়ী (তৃণমূল)
16. আসানসোল সম্ভাব্য জয়ী (তৃণমূল)
17. বর্ধমান দুর্গাপুর সম্ভাব্য জয়ী (তৃণমূল)
18. পূর্ব বর্ধমান সম্ভাব্য জয়ী (তৃণমূল)
19. বসিরহাট (তৃণমূল)
20. বনগাঁ(তৃণমূল)
21. বারাসাত (তৃণমূল)
22. ব্যারাকপুর (তৃণমূল)
23. দমদম (তৃণমূল)
24. যাদবপুর (তৃণমূল)
25. কলকাতা উত্তর (তৃণমূল)
26. কলকাতা দক্ষিণ (তৃণমূল)
27. হাওড়া (তৃণমূল)
28. হুগলি (তৃণমূল)

আরও পড়ুনঃ মমতা কি পাকিস্তানের কণ্ঠ, বিতর্কিত প্রশ্ন নিৰ্মলার

29. শ্রীরামপুর (তৃণমূল)
30. উলুবেড়িয়া (তৃণমূল)
31. আরামবাগ (তৃণমূল)
32. ডায়মন্ড হারবার (তৃণমূল)
33. বাঁকুড়া (তৃণমূল)
34. পুরুলিয়া (তৃণমূল)
35. মেদিনীপুর (তৃণমূল)
36. জয়নগর (তৃণমূল)
37. মথুরাপুর (তৃণমূল)
38. বিষ্ণুপুর (তৃণমূল)
39. ঘাটাল (তৃণমূল)
40. ঝাড়গ্রাম (তৃণমূল)
41. কাঁথি (তৃণমূল)
42. তমলুক (তৃণমূল)

কোচবিহার, আলিপুরদুয়ার, বালুরঘাট, বহরমপুর ও কৃষ্ণনগর আসনে জেতার ব্যপারে নিশ্চিত নয় তৃণমূল নেতা কর্মীরাই। অর্থাৎ তৃণমূল দলের অন্দরেই ৫ টি আসন নিয়ে প্রশ্ন রয়েছে। তাঁদের মতে তৃণমূল ৩৭ আর অনিশ্চিত ৫। অর্থাৎ বিরোধীরা যে ৫ টি আসন পাবেন তা তৃণমূলের হিসাবেই পরিস্কার। তৃণমূলের বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপে এই লিস্ট ঘুরে বেড়াচ্ছে।

আরও পড়ুনঃ বাংলায় বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকা

কোচবিহার, আলিপুরদুয়ার, বালুরঘাট ও কৃষ্ণনগর আসনে বিজেপির কাছে হারার আশঙ্কা করছে নেতা সমর্থকরা। আর বহরমপুর আসনে কংগ্রেসের অধীর চৌধুরী জিতবেন এটাই ধরে নিয়েছেন তাঁরা। তবে তৃণমূলের কলকাতার নেতারা বলেছেন ৪২ এ ৪২ ই পাবে তৃণমূল। তবে তৃণমূল ৩৭ টা জিতবে এটাও স্বপ্ন বলছে বিজেপি নেতারা। ২৩ এপ্রিল প্রমাণ হবে, কার ধারণা সত্যি আর কার ধারণা মিথ্যা।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>