TMC MP – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Thu, 23 Jun 2022 08:01:29 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg TMC MP – The News বাংলা https://thenewsbangla.com 32 32 কয়লাকাণ্ডে জেরা, একরত্তি ছেলেকে কোলে নিয়ে ইডি দফতরে অভিষেক পত্নী রুজিরা https://thenewsbangla.com/tmc-mp-abhishek-banerjee-wife-rujira-banerjee-at-ed-office-cgo-complex/ Thu, 23 Jun 2022 07:43:10 +0000 https://www.thenewsbangla.com/?p=15686 কয়লাকাণ্ডে জেরা, একরত্তি ছেলেকে কোলে নিয়ে; ইডি দফতরে অভিষেক পত্নী রুজিরা। কয়লা পাচার কাণ্ডে, সল্টলেকের সিজিও কমপ্লেক্সে; ইডি দফতরে তলব করা হয়েছে; অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। ইডির তলবে সাড়া দিয়ে, দু-বছরের ছেলেকে কোলে নিয়েই; কলকাতার সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজিরা দিলেন অভিষেক পত্নী রুজিরা। বৃহস্পতিবার সকালে ১১টা নাগাদ; ইডির দফতরে ঢোকেন তিনি। তদন্তকারীদের বিশেষ দল; অভিষেক পত্নীকে জিজ্ঞাসাবাদ করবে।

কয়লা পাচারকাণ্ডে কয়েকদিন আগেই; অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। এবার তাঁকে তলব করল ইডি। এই তলবকে ঘিরে যাতে কোনরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে; সে কারণে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে সিজিও কমপ্লেক্স। পরিচয়পত্র দেখিয়েই ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে। কড়া পুলিশি পাহারা রয়েছে; গোটা সিজিও কমপ্লেক্স চত্বরে।

আরও পড়ুনঃ গরমের দুমাসেই উপচে পড়ল রাজ্যের কোষাগার, সৌজন্যে বাংলার ‘বিয়ারপ্রেমী’রা

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে, দিল্লিতে নয়; কলকাতায় জেরা শুরু হল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরার। কোর্টের নির্দেশ মেনে বুধবারই রুজিরাকে; চিঠি পাঠিয়েছিল ইডি। দিল্লি থেকে ইডির একটি বিশেষ প্রতিনিধি দল, কলকাতায় এসে; রুজিরাকে জিজ্ঞাসাবাদ করছে বলে জানা গেছে। ইডি সূত্রে খবর, কয়লা পা’চার কাণ্ডে তদন্তের কেন্দ্রে রয়েছে; ব্যাঙ্ককের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ইডি-র দাবি, সেখানে জমা পড়েছে; বাংলা থেকে কয়লা পা’চারের টাকা। ইডি সূত্রে দাবি, ব্যাঙ্ক কর্তৃপক্ষের কাছ থেকে তারা জানতে পারে; বিদেশি ব্যাঙ্কে ওই অ্যাকাউন্টের মালিক রুজিরা নারুলা। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে ‘জুতো মা’রার দা’ওয়াই’ দিয়ে বিতর্কে বিজেপি নেতা

কয়লাকাণ্ডে এর আগে একাধিকবার; অভিষেক ও রুজিরাকে দিল্লিতে ডেকে পাঠিয়েছিল ইডি। অভিষেক দুবার হাজিরাও দিয়েছিলেন ইডি দফতরে; কিন্তু যাননি রুজিরা। তিনি সাফ জানিয়েছিলেন; তাঁর দুবছরের পুত্র সন্তানকে কলকাতায় একা রেখে; দিল্লি যাওয়া তাঁর পক্ষে সম্ভব নয়। এদিন সেই শিশুপুত্রকে নিয়েই; সিজিও কমপ্লেক্সে হাজির হন অভিষেক পত্নী।

“রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে; কেন্দ্রীয় এজেন্সিগুলিকে”; এই দাবিতে সরব হয়েছে তৃণমূল। তাদের বক্তব্য, “রাজনৈতিক হে’নস্থার শি’কার হচ্ছেন রুজিরা ও অভিষেক। “কয়লা পাচারের টাকা খেয়ে, এখন ছেলে কোলে সহানুভূতির ভিক্ষা চাইছে”; অন্যদিকে পাল্টা সমালোচনা বিজেপি নেতাদের।

]]>
‘সন্ধান চাই’, ‘নিখোঁজ’ তৃণমূল সাংসদ নুসরত জাহান, পোস্টার এলাকায় https://thenewsbangla.com/wanted-tmc-mp-nusrat-jahan-missing-poster-in-basirhat-parliament-area/ Tue, 17 May 2022 06:25:04 +0000 https://www.thenewsbangla.com/?p=15090 ‘সন্ধান চাই’, ‘নিখোঁজ’ তৃণমূল সাংসদ নুসরত জাহান, পোস্টার এলাকায়। বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহান নাকি ‘নিখোঁজ’! হ্যাঁ, এমন পোস্টারেই ছয়লাপ হাড়োয়া বিধানসভার চাপাতলা পঞ্চায়েত এলাকা। ঘটনাকে ঘিরে শোরগোল পড়ে যায়; কিন্তু আসল ব্যাপারটা কী? কেন এমন পোস্টার পড়ল এলাকায়? তাও আবার হাড়োয়া বিধানসভা এলাকায়?

সোমবার পড়েছে, নুসরাত জাহান নিখোঁজ পোস্টার। সাংসদ নাকি নিখোঁজ! শাসক দলের গো’ষ্ঠীদ্ব’ন্দ্বের জেরেই এই ধরনের পোস্টার পড়েছে বলে; দাবি বিরোধী শিবিরের। যদিও অভিযোগ অস্বীকার করেছেন; স্থানীয় তৃণমূল নেতারা। দেগঙ্গা ব্লকের হাড়োয়া বিধানসভার চাঁপাতলা পঞ্চায়েতটি; বসিরহাট লোকসভার অন্তর্গত। সোমবার এই পঞ্চায়েতের কেয়াডাঙা এবং চাপাতলা এলাকায়; অভিনেত্রী-সাংসদ নুসরত জাহানের নামে ‘নিখোঁজ’ এবং ‘সন্ধান চাই’ পোস্টার দেখা যায়। কোনও পোস্টারের নিচে লেখা; ‘সাধারণ জনগন’, আবার কোনওটায় লেখা ‘প্রতারিত জনগন’।

'সন্ধান চাই', ‘নিখোঁজ’ সাংসদ নুসরত জাহান, পোস্টার এলাকায়
‘সন্ধান চাই’, ‘নিখোঁজ’ সাংসদ নুসরত জাহান, পোস্টার এলাকায়

ঘটনাটি জানাজানি হতেই; এলাকায় চাঞ্চল্য ছড়ায়। শুরু হয় রাজনৈতিক চাপানউতোর। এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী শিবির। অবশ্য বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরতের নামে নিখোঁজ পোস্টার মারার ঘটনাটি, ‘সাংসদের উপর এলাকাবাসীর ক্ষোভের বহিঃপ্রকাশ’; এমনটাই মনে করছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। দেগঙ্গার চাপাতলা পঞ্চায়েতের প্রধান হুমায়ুন রেজা চৌধুরী বলেন; “গত ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত; বসিরহাটের সাংসদ ছিলেন হাজি নুরুল ইসলাম। এলাকার উন্নয়ন-সহ সব কাজে; সাধারণ মানুষ থেকে তৃণমূল কর্মীরা তাঁকে পাশে পেয়েছেন। কিন্তু বর্তমানে তৃণমূল সাংসদকে; এলাকায় পাওয়াই যায় না। সম্ভবত সেই কারণেই এলাকার মানুষ; এই ধরনের পোস্টার দিয়েছে”। বিষয়টি জানার পরেই দলের কর্মীদের দিয়ে; সব পোস্টারগুলি ছিঁড়ে ফেলা হয় বলেও জানান তিনি।

যদিও, সাংসদ নুসরাত জাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতৃত্বের দাবি; “এটা বিরোধীদের কাজ। কোনও ইস্যু না থাকার কারণেই; বিরোধীরা এই ধরনের কুৎসা রটাচ্ছে। এলাকার উন্নয়নে সাংসদের ভূমিকা রয়েছে; স্থানীয় নেতৃত্বের সঙ্গেও সাংসদ নিয়মিত যোগাযোগ রাখেন”। অন্যদিকে, নিজেদের সাংসদের ভূমিকায় ক্ষুব্ধ; বসিরহাটের সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ, বসিরহাট উত্তর ও দক্ষিণ বিধানসভার তৃণমূলের একাংশও। তৃণমূলের স্থানীয় নেতৃত্বের একাংশের অভিযোগ; তিনি শুধু ভোটের সময়; বসিরহাটে প্রচার করতে আসেন। করোনা-কালে বসিরহাটের সাংসদকে দেখা যায়নি; গতবছর আমফানের সময়ও মানুষ তাঁকে পাশে পায়নি”। এই নিয়ে সাংসদ-অভিনেত্রীর কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।

]]>
জমজমাট অভিনেত্রী সাংসদ নুসরাতের বিয়ে, বাড়িতে চাঁদের হাট https://thenewsbangla.com/tmc-mp-nusrat-jahan-tie-the-knot-tollywood-political-celebrities-present/ Sat, 15 Jun 2019 06:29:28 +0000 https://www.thenewsbangla.com/?p=13861 টলিউডের জনপ্রিয় নায়িকা; বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরাত জাহানের বিয়ে নিয়ে; মেতে উঠেছে টলিউড। ঘোষণা অনুযায়ী; টলিপাড়ায় তিনিই প্রথম বলিউড কায়দায় ডেস্টিনেশন ওয়েডিং করবেন। নুসরাত জাহানের বিয়ে নিয়ে জল্পনা এখন তুঙ্গে।

বিয়ের সব অনুষ্ঠান হবে তুরস্কের বোদরুম শহরে; পাম অ্যাভিনিউয়ের ইডেন ইম্পেরিয়ালে। তিন দিন ধরে হবে; বৈবাহিক অনুষ্ঠানের আয়োজন। ১৯ জুন বিয়ে করছেন নুসরাত। তার আগে; ১৫ জুন নুসরাত তার পরিবারের সাথে পাড়ি দেবেন তুরস্কে। ১৭ জুন পুল পার্টির আয়োজন; ১৮ জুন হবে মেহেন্দি ও সংগীতের অনুষ্ঠান। ২০ জুন রাতে থাকছে ‘হোয়াইট ওয়েডিং ফরমাল’।

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রী মমতাকে এসেই ক্ষমা চাইতে হবে, সাফ জানিয়ে দিল জুনিয়ার ডাক্তাররা

এর মধ্যেই অনেকের কাছেই পৌঁছে গেছে; নুসরাতের বিয়ের নিমন্ত্রণপত্র। কলকাতায় নায়িকার পার্ক সার্কাসের বাড়ি জুড়ে এখন ব্যস্ততা। নুসরাতের বিয়েতে সবসময়, সব আয়োজনেই উপস্থিত থাকছেন তার ঘনিষ্ঠ বন্ধু; যাদপুরের সাংসদ মিমি চক্রবর্তী। থাকছেন অভিনেত্রীর স্কুলের বেশকিছু বন্ধু-বান্ধবী। আমন্ত্রণ পাঠানো হয়েছে টালিগঞ্জের বেশ কিছু তারকাকেও।

নুসরাত জাহানের হবু স্বামী নিখিল জৈন। কলকাতার ছেলে তিনি। পেশায় কাপড় ব্যবসায়ী। নিখিলের সঙ্গে নুসরাতের আলাপ গত বছর। নিখিল জৈনের শাড়ির ব্র্যান্ডের বিজ্ঞাপন করেছিলেন নুসরাত জাহান। কাজের সূত্রেই তাদের পরিচয়। অল্প দিনেই সম্পর্ক ঘনিষ্ঠ হয়। এর পর তারা দুজনে; বিয়ের সিদ্ধান্ত নেন। আমেরিকায় তারা বাগদান পর্ব সেরে ফেলেন।

আরও পড়ুনঃ হাসপাতাল কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতাকে তলব রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর

বিয়ের পর ইউরোপের কোনো একটি জায়গায়; মধুচন্দ্রিমায় যাবেন নবদম্পতি। নুসরাত জাহান ও নিখিল কলকাতায় ফিরবেন ২৫ জুনের আগেই। কারণ ২৫ জুন দিল্লিতে সংসদ সদস্য হিসেবে; লোকসভার প্রথম অধিবেশনে যোগ দেবেন তৃণমূলের এই নেত্রী।

৪ জুলাই কলকাতার একটি অভিজাত হোটেলে; রিসেপসন অনুষ্ঠান আয়োজন করছেন জৈন দম্পতি। সেখানে বলিউড, টালিউডের তারকা ও রাজনৈতিক ব্যক্তিত্বদের আমন্ত্রণ জানানো হবে বলে জানা গেছে। আসতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। থাকবেন অরুপ বিশ্বাস, জ্যোতিপ্রিয় মল্লিক সহ অন্যান্য তৃণমূল নেতারা।

কিছুদিন আগেই লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের বসিরহাট কেন্দ্র থেকে; সাংসদ নির্বাচিত হন নুসরাত। মাত্র ২৮ বছর বয়সেই এমপি হয়ে সংসদে যাচ্ছেন তিনি। প্রথমে ভোটে জয়; তারপর নিকাহ; সবমিলিয়ে নুসরাতের জীবনে এখন মধুচন্দ্রিমা।

]]>
নিজের স্ত্রী ও সোনা কাণ্ডে মুখ খুললেন অভিষেক https://thenewsbangla.com/tmc-mp-abhishek-banerjee-says-wife-didnt-carry-any-gold-from-bangkok/ Sun, 24 Mar 2019 16:08:23 +0000 https://www.thenewsbangla.com/?p=9169 সোনা কান্ডে ফের সরগরম রাজ্য রাজনীতি। থাইল্যান্ড থেকে ফেরার সময় সঙ্গে এনেছিলেন ২ কেজি সোনা। এমনই অভিযোগ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর বিরুদ্ধে। আর তারই প্রতিবাদে রবিবার সাংবাদিক সম্মেলন করে সরব হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর স্ত্রীকে নিয়ে বিরোধী বিজেপি, সিপিএম ও কংগ্রেস চক্রান্ত করছে বলে পরিষ্কার জানিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায় এর পর তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড। তাঁর স্ত্রী কোন সোনা নিয়ে আসেননি বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন অভিষেক।

আরও পড়ুনঃ ধামাচাপার দেওয়ার চেষ্টা বিফলে, অভিষেকের স্ত্রীর বিরুদ্ধে এফআইআর শুল্ক দফতরের

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে চলেছে শুল্ক দপ্তর বা কাস্টমস। সরকারি কর্মীদের কাজে বাধা ও হুমকি দেওয়ার মতো অভিযোগ নথিবদ্ধ করা হবে বলে জানা গিয়েছে। কিন্তু এয়ারপোর্ট থানা এই অভিযোগ নিতে অস্বীকার করেছে বলেই জানা গেছে। অন্যদিকে এয়ারপোর্ট থানাতে শুল্ক দফতরের অফিসারদের বিরুদ্ধেই পাল্টা হেনস্থার অভিযোগ করেছেন তৃণমূল নেতার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। আর এই নিয়েই এবার মুখ খুললেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ ভোট প্রচারে বাংলায় মোদী, ব্রিগেড থেকেই দেবেন ভোট জেতার মন্ত্র

প্রথমেই তিনি উল্লেখ করেন, তার এই সাংবাদিক সম্মেলনের সঙ্গে দলিয় যোগ নেই। তার স্ত্রীকে হেনস্থা করা হচ্ছে বলেই তিনি প্রতিবাদে সরব হয়েছেন। এই ঘটনায় তিনি রাজনৈতিক চক্রান্তের অভিযোগ তুলে দিল্লির দিকে আঙুল তুলেছেন। রাজনৈতিক ভাবে তৃণমূলের মোকাবিলা না করতে পেরে সিপিএম, কংগ্রেস, বিজেপি মিলে ব্যক্তি আক্রমণের পথ বেছে নিয়েছে বলে তিনি কটাক্ষ করেন। তিনি এই চক্রান্ত নিয়ে পাঁচটি প্রশ্ন তুলেছেন।

আরও পড়ুনঃ ভোটের গানে বিপাকে বাবুল, কমিশনের হাতে টুইট অস্ত্র

গতকাল শনিবার বেশ কিছু জাতীয় সংবাদমাধ্যমের এই সংক্রান্ত রিপোর্ট প্রকাশিত হয়। অভিষেক প্রশ্ন তোলেন কাস্টমস এফআইআর করার আগেই সংবাদমাধ্যমের কাছে এফআইআরের কপি পৌঁছে যাচ্ছে কিভাবে? এখানেই তিনি এই ঘটনায় কেন্দ্রের হাত দেখছেন। অভিষেক বলেন, যদি তার স্ত্রীর কাছে ২ কেজি সোনা থেকে থাকে, তবে কাস্টমস সেই সোনা বাজেয়াপ্ত করেনি কেন? আর রাজ্য পুলিশ যদি কাস্টমসের কাজে বাধা দিয়েই থাকে, তবে তারা সিআইএসএফের সাহায্য নেয়নি কেন?

আরও পড়ুনঃ লোকসভা রিপোর্টে গত ৫ বছরে তৃণমূল সাংসদদের পারফরম্যান্স লজ্জাজনক

অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ জানিয়ে বলেন, যদি সিসিটিভি ফুটেজ দেখিয়ে এই ঘটনার প্রমাণ দেওয়া যায়, তবে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। অমিত শাহকে এক হাত নিয়ে তিনি বলেন, একমাত্র তিনিই অমিত শাহের বিরুদ্ধে মামলা করেছিলেন বলেই এখন অভিষেকের বিরুদ্ধে পাল্টা ব্যক্তি আক্রমণের পথ ধরেছে বিজেপি।

আরও পড়ুনঃ ৪৮ ঘণ্টা পর ৬০ ফুট গভীর গর্ত থেকে শিশুকে উদ্ধার করে কামাল ভারতীয় সেনার

১৫-১৬ তারিখের ঘটনায় শুল্ক দফতর কেন ২২ তারিখে এফআইআর করতে গেল? প্রশ্ন উঠেছে তা নিয়েও। কেন সেই সময় শুল্ক দফতরের তরফ থেকে বিনা অভিযোগে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে দেওয়া হয়? কেন বেআইনি সোনার অভিযোগ কোথাও করা হল না? কেন ওই বেআইনি সোনা বাজেয়াপ্ত করা হল না? অনেক প্রশ্নেরই এখনও উত্তর নেই। আর সেই প্রশ্নগুলিই তুলেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ নির্বাচন কমিশনের নতুন অ্যাপ সি ভিজিল, জনতার অভিযোগে ১০০ মিনিটের মধ্যে ব্যবস্থা

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
‘রাজনীতিতে টিকে থাকতে গেলে তেল দিতেই হবে’ বিস্ফোরক তৃণমূল সাংসদ https://thenewsbangla.com/oiling-is-required-to-survive-in-politics-saumitra-khan-tmc-mp-explosive/ Thu, 20 Dec 2018 13:17:03 +0000 https://www.thenewsbangla.com/?p=4535 The News বাংলা, বাঁকুড়াঃ একটা মাত্র বাক্য আর তাতেই তোলপাড় রাজ্য রাজনীতি। একটা মাত্র বাক্য হইচই ফেলে দিয়েছে রাজ্য রাজনীতিতে। আর একটা মাত্র বাক্যেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের দলীয় রাজনীতির কঙ্কালসার প্রকাশ্যে এনেছে বলেই মন্তব্য বিরোধীদের। বাঁকুড়ার বিষ্ণুপুরের তৃণমূল সাংসদ সৌমিত্র খাঁ-য়ের একটি বাক্যই শোরগোল ফেলে দিয়েছে গোটা রাজ্য রাজনীতিতে।

আরও পড়ুন: মোদীর গেরুয়া রথকে আটকাতে পারল না মমতার সরকার

‘ওয়েলিং ইজ দ্যা বেস্ট পলিসি ফর ইজ ওন এক্সিসট্যান্স ইন পলিটিক্স’, মাত্র এই একটা ছোট্ট বাক্যই যে জেলার গণ্ডী ছাড়িয়ে রাজ্য রাজনীতিতে আলোচনার বিষয় হয়ে উঠবে তা বোধ হয় কেউ কল্পনাই করতে পারেননি। বৃহস্পতিবার শাসক দলের সাংসদের সৌজন্যে সেই ঘটনাই ঘটলো।

আরও পড়ুনঃ EXCLUSIVE: কলকাতা থেকে পুলিশ ও ব্যবসায়ীদের টাকা যাচ্ছে জঙ্গিদের হাতে

‘রাজনীতিতে টিকে থাকতে গেলে তেল দিতেই হবে’, বৃহস্পতিবার জনপ্রিয় সোশ্যাল মিডিয়া সাইট ‘ফেসবুকে’ বাঁকুড়ার বিষ্ণুপুরের তৃণমূল সাংসদ সৌমিত্র খাঁ-য়ের এই ধরণের পোষ্ট ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। দলের যুব সভাপতি, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বাঁকুড়ার ছাতনার সভা সেরে ফেরার পর দিনই দলের সাংসদের এহেন ‘বিতর্কিত’ পোষ্ট নিয়ে গুঞ্জন শুরু হয়েছে।

'রাজনীতিতে টিকে থাকতে গেলে তেল দিতেই হবে' বিস্ফোরক তৃণমূল সাংসদ/The News বাংলা
‘রাজনীতিতে টিকে থাকতে গেলে তেল দিতেই হবে’ বিস্ফোরক তৃণমূল সাংসদ/The News বাংলা

অনেকে মনে করছেন বর্তমান সাংসদ আসন্ন লোকসভা নির্বাচনে টিকিট নাও পেতে পারেন। একসময়ের দলের ‘সেকেণ্ড ইন কমাণ্ড’ মুকুল রায়ের ঘনিষ্ট হিসেবে পরিচিত সৌমিত্র খাঁ কি তাহলে এই পরিস্থিতিতে গেরুয়া শিবিরে নাম লেখাতে চলেছেন? শাসক-বিরোধী সব মহলেই এখন এই গুঞ্জন উঠতে শুরু করেছে। পোস্টের নিচে তৃণমূল সমর্থকদের প্রশ্নের ঝড় বয়ে যায়।

আরও পড়ুনঃ শহীদ জওয়ানকে সম্মান নয়, সেনাকে পাথর ছুঁড়ে দেশদ্রোহীরাই ভারতে ‘নায়ক’

উল্লেখ্য, জেলায় ‘নব্য তৃণমূল’ হিসেবে পরিচিত সৌমিত্র খাঁ ২০১১ সালে কোতুলপুর বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে জিতে বিধানসভায় যাওয়ার ছাড়পত্র পান। পরে ২০১৪ সালের আগে মূলতঃ মুকুল রায়ের সৌজন্যে বিধায়ক পদ থেকে পদত্যাগের পাশাপাশি কংগ্রেস ছেড়েও বেরিয়ে আসেন তিনি। পরে তৃণমূলে যোগ দিয়ে ঐ বছরই দলের টিকিটে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন তিনি।

আরও পড়ুনঃ EXCLUSIVE: ডাক্তারের প্রোফাইল হ্যাক করে মহিলাদের ন্যুড ভিডিও পাঠাল ইঞ্জিনিয়ার

বৃহস্পতিবার সাংসদ সৌমিত্র খাঁ তাঁর নিজস্ব ফেসবুকে ওয়ালে পোষ্ট করেন ‘ওয়েলিং ইজ দ্যা বেস্ট পলিসি ফর ইজ ওন এক্সিসট্যান্স ইন পলিটিক্স’। যার বাংলা তর্জমা করলে দাঁড়ায় ‘রাজনীতিতে টিকে থাকতে গেলে তেল দিতেই হবে’। আর পোষ্ট দেওয়ার সঙ্গে সঙ্গেই তৈরী হয়েছে বিতর্ক। তৃণমূলে এখন কাকে কাকে তেল দিতে হচ্ছে? উঠেছে প্রশ্ন।

আরও পড়ুন: ২২ বছর পর ফের ভূস্বর্গে রাষ্ট্রপতি শাসন

এই বিষয়ে একাধিকবার এই মুহূর্তের’বিতর্কিত’ সাংসদ সৌমিত্র খাঁ-কে টেলিফোন করা হলেও তাঁর মোবাইল ‘সুইচড্ অফ্’ থাকায় প্রতিক্রিয়া মেলেনি। তৃণমূল জেলা নেতৃত্বের তরফেও বিষয়টি এড়িয়ে যাওয়া হচ্ছে। ‘দলের শীর্ষ নেতৃত্ব এবিষয়ে যা বলার বলবেন’, বলে জেলা তৃণমূল নেতৃত্বের তরফে জানানো হয়েছে।

]]>