TMC MP Nusrat Jahan – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Tue, 17 May 2022 06:26:26 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg TMC MP Nusrat Jahan – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ‘সন্ধান চাই’, ‘নিখোঁজ’ তৃণমূল সাংসদ নুসরত জাহান, পোস্টার এলাকায় https://thenewsbangla.com/wanted-tmc-mp-nusrat-jahan-missing-poster-in-basirhat-parliament-area/ Tue, 17 May 2022 06:25:04 +0000 https://www.thenewsbangla.com/?p=15090 ‘সন্ধান চাই’, ‘নিখোঁজ’ তৃণমূল সাংসদ নুসরত জাহান, পোস্টার এলাকায়। বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহান নাকি ‘নিখোঁজ’! হ্যাঁ, এমন পোস্টারেই ছয়লাপ হাড়োয়া বিধানসভার চাপাতলা পঞ্চায়েত এলাকা। ঘটনাকে ঘিরে শোরগোল পড়ে যায়; কিন্তু আসল ব্যাপারটা কী? কেন এমন পোস্টার পড়ল এলাকায়? তাও আবার হাড়োয়া বিধানসভা এলাকায়?

সোমবার পড়েছে, নুসরাত জাহান নিখোঁজ পোস্টার। সাংসদ নাকি নিখোঁজ! শাসক দলের গো’ষ্ঠীদ্ব’ন্দ্বের জেরেই এই ধরনের পোস্টার পড়েছে বলে; দাবি বিরোধী শিবিরের। যদিও অভিযোগ অস্বীকার করেছেন; স্থানীয় তৃণমূল নেতারা। দেগঙ্গা ব্লকের হাড়োয়া বিধানসভার চাঁপাতলা পঞ্চায়েতটি; বসিরহাট লোকসভার অন্তর্গত। সোমবার এই পঞ্চায়েতের কেয়াডাঙা এবং চাপাতলা এলাকায়; অভিনেত্রী-সাংসদ নুসরত জাহানের নামে ‘নিখোঁজ’ এবং ‘সন্ধান চাই’ পোস্টার দেখা যায়। কোনও পোস্টারের নিচে লেখা; ‘সাধারণ জনগন’, আবার কোনওটায় লেখা ‘প্রতারিত জনগন’।

'সন্ধান চাই', ‘নিখোঁজ’ সাংসদ নুসরত জাহান, পোস্টার এলাকায়
‘সন্ধান চাই’, ‘নিখোঁজ’ সাংসদ নুসরত জাহান, পোস্টার এলাকায়

ঘটনাটি জানাজানি হতেই; এলাকায় চাঞ্চল্য ছড়ায়। শুরু হয় রাজনৈতিক চাপানউতোর। এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী শিবির। অবশ্য বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরতের নামে নিখোঁজ পোস্টার মারার ঘটনাটি, ‘সাংসদের উপর এলাকাবাসীর ক্ষোভের বহিঃপ্রকাশ’; এমনটাই মনে করছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। দেগঙ্গার চাপাতলা পঞ্চায়েতের প্রধান হুমায়ুন রেজা চৌধুরী বলেন; “গত ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত; বসিরহাটের সাংসদ ছিলেন হাজি নুরুল ইসলাম। এলাকার উন্নয়ন-সহ সব কাজে; সাধারণ মানুষ থেকে তৃণমূল কর্মীরা তাঁকে পাশে পেয়েছেন। কিন্তু বর্তমানে তৃণমূল সাংসদকে; এলাকায় পাওয়াই যায় না। সম্ভবত সেই কারণেই এলাকার মানুষ; এই ধরনের পোস্টার দিয়েছে”। বিষয়টি জানার পরেই দলের কর্মীদের দিয়ে; সব পোস্টারগুলি ছিঁড়ে ফেলা হয় বলেও জানান তিনি।

যদিও, সাংসদ নুসরাত জাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতৃত্বের দাবি; “এটা বিরোধীদের কাজ। কোনও ইস্যু না থাকার কারণেই; বিরোধীরা এই ধরনের কুৎসা রটাচ্ছে। এলাকার উন্নয়নে সাংসদের ভূমিকা রয়েছে; স্থানীয় নেতৃত্বের সঙ্গেও সাংসদ নিয়মিত যোগাযোগ রাখেন”। অন্যদিকে, নিজেদের সাংসদের ভূমিকায় ক্ষুব্ধ; বসিরহাটের সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ, বসিরহাট উত্তর ও দক্ষিণ বিধানসভার তৃণমূলের একাংশও। তৃণমূলের স্থানীয় নেতৃত্বের একাংশের অভিযোগ; তিনি শুধু ভোটের সময়; বসিরহাটে প্রচার করতে আসেন। করোনা-কালে বসিরহাটের সাংসদকে দেখা যায়নি; গতবছর আমফানের সময়ও মানুষ তাঁকে পাশে পায়নি”। এই নিয়ে সাংসদ-অভিনেত্রীর কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।

]]>
তৃণমূলের নুসরতের পাশে বিজেপির দেবশ্রী https://thenewsbangla.com/bjp-mp-minister-debashree-chowdhury-defends-tmc-mp-nusrat-jahan/ Sat, 29 Jun 2019 15:28:57 +0000 https://www.thenewsbangla.com/?p=14733 তৃণমূল সাংসদ নুসরত জাহান। সংসদে শপথ বাক্য পাঠ করার সময় তিনি নিজের নাম বলেছিলেন নুসরত জাহান রুবি জৈন। আর এরপর থেকেই কট্টর সমালোচনার মুখে পড়েন তিনি।

২৩ জুন বৃহস্পতিবার অধিবেশন শুরুর প্রায় এক সপ্তাহ পর; শপথগ্রহণ করেন বসিরহাটের সাংসদ নুসরত জাহান। সম্প্রতি শাড়ি ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে বিয়ের পর; শাখা-সিঁদুর পরে সংসদে পা রাখেন নিখিল ঘরণী নুসরত।

আরও পড়ুনঃ ইতিহাসে প্রথমবার মৃত্যুদণ্ডের নির্দেশ দিলেন বিচারক

শপথ নেওয়ার পর নুসরত জাহান ‘জয় হিন্দ; বন্দে মাতরম; জয় বাংলা’ বলে শপথ শেষ করেন। তারপর তিনি নবনির্বাচিত স্পীকারের চেয়ারে গিয়ে ওম বিড়লার পায়ে প্রনাম করে আশীর্বাদ নেন।

আর এই শপথ গ্রহনের পর থেকেই একেরপর এক মৌলবাদী সংগঠনের তোপের মুখে পড়েন নুসরত। ধর্ম ও সংস্কৃতিকে অবমাননা করার অভিযোগে তাঁর বিরুদ্ধে ফতোয়া জারি করে বেশ কিছুমৌলবাদী সংগঠন।

আরও পড়ুনঃ শীতের শুরুতেই কলকাতায় অ্যানাকোন্ডা

এই বিষয়ে শনিবার তাঁর পাশে দাঁড়ালেন; রায়গঞ্জের বিজেপি সাংসদ। নুসরত জাহান প্রসঙ্গে বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী বলেন; নিজের ধর্ম নিয়ে নিজের পরিচয় দেওয়া সাংবিধানিক অধিকার।

এই প্রসঙ্গে তিনি আরও বলেন; এটা পাকিস্থান নয়; ভারতবর্ষ। এখানে মানুষের অধিকার নিয়ে ফতোয়া দেওয়া চলে না। নুসরতের নিজের পরিচয় দেবার অধিকার আছে; এবং সেই বিষয়ে কারুর কোনও মন্তব্য দেওয়ার অধিকার নেই।

আরও পড়ুনঃ ক্রিকেট টিমের জার্সির রঙে নীল ও গেরুয়া, রাজনৈতিক তরজা তুঙ্গে

তিনি আরও বলেন নুসরতের শপথগ্রহণ নিয়ে ফতোয়ার বিষয়ে সংবিধানের রক্ষাকর্তারা রয়েছেন। তাঁরা নিশ্চয়ই ব্যবস্থা নেবেন বলে জানান বিজেপি সাংসদ। এই ভারতবর্ষে কারুর সাংবিধানিক অধিকারে হস্তক্ষেপ করা যায় না বলেও মন্তব্য করেন তিনি।

রায়গঞ্জে সার্কিট হাউসে; এক সাংবাদিক বৈঠকে; কেন্দ্রীয় শিশু ও নারীকল্যাণ প্রতিমন্ত্রী বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী শনিবার স্পষ্ট বুঝিয়ে দেন নিজের অবস্থান। ভারতের সংবিধানের উপরে তাঁর বিশ্বাস একথা বুঝিয়ে দেন তিনি।

]]>
জমজমাট অভিনেত্রী সাংসদ নুসরাতের বিয়ে, বাড়িতে চাঁদের হাট https://thenewsbangla.com/tmc-mp-nusrat-jahan-tie-the-knot-tollywood-political-celebrities-present/ Sat, 15 Jun 2019 06:29:28 +0000 https://www.thenewsbangla.com/?p=13861 টলিউডের জনপ্রিয় নায়িকা; বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরাত জাহানের বিয়ে নিয়ে; মেতে উঠেছে টলিউড। ঘোষণা অনুযায়ী; টলিপাড়ায় তিনিই প্রথম বলিউড কায়দায় ডেস্টিনেশন ওয়েডিং করবেন। নুসরাত জাহানের বিয়ে নিয়ে জল্পনা এখন তুঙ্গে।

বিয়ের সব অনুষ্ঠান হবে তুরস্কের বোদরুম শহরে; পাম অ্যাভিনিউয়ের ইডেন ইম্পেরিয়ালে। তিন দিন ধরে হবে; বৈবাহিক অনুষ্ঠানের আয়োজন। ১৯ জুন বিয়ে করছেন নুসরাত। তার আগে; ১৫ জুন নুসরাত তার পরিবারের সাথে পাড়ি দেবেন তুরস্কে। ১৭ জুন পুল পার্টির আয়োজন; ১৮ জুন হবে মেহেন্দি ও সংগীতের অনুষ্ঠান। ২০ জুন রাতে থাকছে ‘হোয়াইট ওয়েডিং ফরমাল’।

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রী মমতাকে এসেই ক্ষমা চাইতে হবে, সাফ জানিয়ে দিল জুনিয়ার ডাক্তাররা

এর মধ্যেই অনেকের কাছেই পৌঁছে গেছে; নুসরাতের বিয়ের নিমন্ত্রণপত্র। কলকাতায় নায়িকার পার্ক সার্কাসের বাড়ি জুড়ে এখন ব্যস্ততা। নুসরাতের বিয়েতে সবসময়, সব আয়োজনেই উপস্থিত থাকছেন তার ঘনিষ্ঠ বন্ধু; যাদপুরের সাংসদ মিমি চক্রবর্তী। থাকছেন অভিনেত্রীর স্কুলের বেশকিছু বন্ধু-বান্ধবী। আমন্ত্রণ পাঠানো হয়েছে টালিগঞ্জের বেশ কিছু তারকাকেও।

নুসরাত জাহানের হবু স্বামী নিখিল জৈন। কলকাতার ছেলে তিনি। পেশায় কাপড় ব্যবসায়ী। নিখিলের সঙ্গে নুসরাতের আলাপ গত বছর। নিখিল জৈনের শাড়ির ব্র্যান্ডের বিজ্ঞাপন করেছিলেন নুসরাত জাহান। কাজের সূত্রেই তাদের পরিচয়। অল্প দিনেই সম্পর্ক ঘনিষ্ঠ হয়। এর পর তারা দুজনে; বিয়ের সিদ্ধান্ত নেন। আমেরিকায় তারা বাগদান পর্ব সেরে ফেলেন।

আরও পড়ুনঃ হাসপাতাল কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতাকে তলব রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর

বিয়ের পর ইউরোপের কোনো একটি জায়গায়; মধুচন্দ্রিমায় যাবেন নবদম্পতি। নুসরাত জাহান ও নিখিল কলকাতায় ফিরবেন ২৫ জুনের আগেই। কারণ ২৫ জুন দিল্লিতে সংসদ সদস্য হিসেবে; লোকসভার প্রথম অধিবেশনে যোগ দেবেন তৃণমূলের এই নেত্রী।

৪ জুলাই কলকাতার একটি অভিজাত হোটেলে; রিসেপসন অনুষ্ঠান আয়োজন করছেন জৈন দম্পতি। সেখানে বলিউড, টালিউডের তারকা ও রাজনৈতিক ব্যক্তিত্বদের আমন্ত্রণ জানানো হবে বলে জানা গেছে। আসতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। থাকবেন অরুপ বিশ্বাস, জ্যোতিপ্রিয় মল্লিক সহ অন্যান্য তৃণমূল নেতারা।

কিছুদিন আগেই লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের বসিরহাট কেন্দ্র থেকে; সাংসদ নির্বাচিত হন নুসরাত। মাত্র ২৮ বছর বয়সেই এমপি হয়ে সংসদে যাচ্ছেন তিনি। প্রথমে ভোটে জয়; তারপর নিকাহ; সবমিলিয়ে নুসরাতের জীবনে এখন মধুচন্দ্রিমা।

]]>