TMC MLAs – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Fri, 13 May 2022 07:09:31 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg TMC MLAs – The News বাংলা https://thenewsbangla.com 32 32 তৃণমূল ছাড়তে চান পাঁচ বিধায়ক, ভাঙন ঠেকাতে জরুরি বৈঠকের ডাক অভিষেকের https://thenewsbangla.com/five-tmc-mlas-want-to-leave-tmc-abhishek-banerjee-called-an-emergency-meeting/ Fri, 13 May 2022 07:08:47 +0000 https://www.thenewsbangla.com/?p=15081 তৃণমূল ছাড়তে চান পাঁচ বিধায়ক; দলে ভাঙন ঠেকাতে জরুরি বৈঠকের ডাক অভিষেকের। ডামাডোল শুরু মেঘালয়ে। মেঘালয়ে তৃণমূলের ঘাসফুল ফোটার; এখনও খুব বেশি দিন হয়নি। কংগ্রেস ভাঙিয়ে এই রাজ্যে; শূন্য থেকে একেবারে বিরোধী দলের তকমা পেয়েছে তৃণমূল কংগ্রেস। কংগ্রেসের ১৮ জন বিধায়কের মধ্যে; ১২ জনই যোগ দিয়েছিলেন তৃণমূলে। এর জেরে কংগ্রেসের সংখ্যা নেমে দাঁড়ায় ৬। মেঘালয় বিধানসভায় প্রধান বিরোধী দলের তকমা পায় তৃণমূল কংগ্রেস। এবার শুরু হল সমস্যা। ফের দলবদল করতে চাইছেন; এদের মধ্যে ৫ বিধায়ক।

গতবছরের ৩০শে নভেম্বর, সাংবাদিক বৈঠক করে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের হাত থেকে; তৃণমূলের পতাকা তুলে নিয়েছিলেন সাংমা ও অন্যান্য বিধায়করা। মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী সহ দলে যোগ দেওয়া নতুন নেতারা; পরে কলকাতায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে আসেন। সেই সময় কংগ্রেসের ১৮ জন বিধায়কের মধ্যে; ১২ জনই যোগ দিয়েছিলেন তৃণমূলে। এর জেরে কংগ্রেসের সংখ্যা নেমে দাঁড়ায় ৬। মেঘালয় বিধানসভায় প্রধান বিরোধী দলের তকমা পায় তৃণমূল কংগ্রেস। তবে এরই মধ্যে এবার পাঁচ বিধায়কের দলত্যাগের গুঞ্জন শুরু হল। যা নিয়ে বেজায় অস্বস্তিতে কালীঘাট।

আরও পড়ুনঃ আজও বন্ধ হয়নি কাশ্মীর ফাইলস, কাশ্মীরে ফের নিশানায় কাশ্মীরি পন্ডিত, চুপ নেতারা

হাত শিবির ভাঙিয়ে তাবড় নেতাদের নিজেদের দলে নিয়েও; শেষপর্যন্ত অবশ্য শান্তি নেই। জানা গিয়েছে, মেঘালয় তৃণমূল কংগ্রেসের পাঁচ বিধায়ক দল ছাড়তে পারেন। মেঘালয়ের দল ইউনাইটেড ডেমোক্র্যাটিক পার্টির সঙ্গে, নিজেদের পাঁচ বিধায়কের যোগাযোগের খবর পেতেই; এবার জরুরি বৈঠক ডাকলেন দলের ‘সেনাপতি’ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

মেঘালয় তৃণমূল সভাপতি চার্লস পিংরোপ ও বিধানসভার বিরোধী দলনেতা মুকুল সাংমাকে; ভাঙনের এই আবহে কলকাতায় তলব করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মেঘালয়ে তৃণমূল স্তর থেকে খবর মিলেছে, তৃণমূল দলীয় সংগঠনের হয়ে; সেভাবে সক্রিয় ভূমিকায় দেখা যাচ্ছে না অনেক নেতা বিধায়ক-কেই। এই পরিস্থিতিতে গত ৩মে মেঘালয় সফরে যাওয়ার কথা থাকলেও; শেষ মুহূর্তে তা বাতিল করেন অভিষেক।

আর এবার মেঘালয়ে দলের হাল-হকিকত নিয়ে জানতে; চার্লস পিংরোপ ও মুকুল সাংমাকে তলব করা হল কলকাতায়। মেঘালয়ে দলে ভাঙন দেখা দিলে, উত্তর-পূর্বের রাজ্যগুলিতে; তৃণমূলের দল সম্প্রসারণ পরিকল্পনায় বড় ধাক্কা লাগবে তা নিঃসন্দেহে বলাই যায়।

]]>
ভোটের ফলের পরেই শুভেন্দু সহ ১০০ তৃণমূল বিধায়ক বিজেপিতে, বিস্ফোরক বিপ্লব https://thenewsbangla.com/suvendu-adhikari-with-tmc-mlas-will-join-bjp-after-vote-result-said-biplab-deb/ Sat, 11 May 2019 07:27:22 +0000 https://www.thenewsbangla.com/?p=12709 বিপদে মুখ্যমন্ত্রী। ২৩শে মে ভোটের ফল প্রকাশ হবার পরেই ১০০ তৃণমূল বিধায়ক সহ; বিজেপিতে যোগদান করতে চলেছেন শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুরের তমলুকে; শুভেন্দু অধিকারীর গড়ে দাঁড়িয়ে; এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। আর তারপরেই বিপ্লব দেবের বিরুদ্ধে আদালতে যাচ্ছেন রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী।

তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর সমর্থনে; ময়নার দেউলির নির্বাচনী জনসভায়; শেষ দিনে এসে চাঞ্চল্যকর অভিযোগ করলেন; ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বিপ্লব দেব। লোকসভা নির্বাচনের প্রচারে এসে খোদ প্রধানমন্ত্রীই বলে গিয়েছেন; তৃণমূল নেতারা তলেতলে তাঁর সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। এবার এক কদম এগিয়ে গেলেন; ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।

আরও পড়ুনঃ বুদ্ধ পূর্ণিমায় বাংলায় মন্দিরে, স্কুলে আত্মঘাতী জঙ্গি হামলার ছক, মমতাকে জানাল কেন্দ্র

প্রধানমন্ত্রী বলেছিলেন ৪০জন তৃণমূল বিধায়ক; গেরুয়া শিবিরের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। বিপ্লবের কথায় সেই সংখ্যা আরও বাড়ল।
শুক্রবার বিপ্লব দেব বলেন; বিজেপিতে যোগ দিচ্ছেন তৃণমূলের ১০০ বিধায়ক। তারা গেরুয়া শিবিরের দিকে পা বাড়িয়েই রয়েছেন। শুধু তাই নয় বিজেপিতে যোগ দিতে পারেন শুভেন্দু অধিকারীও।

শুক্রবার পূর্ব মেদিনীপুরের ময়নায় প্রচারে এসে বিপ্লবের দাবি; তৃণমূলের একশোর বেশি এমএলএ তৈরি হয়ে বসে আছে। ২৩ মে ফল প্রকাশের পরে; দিদির পিছনে আর এমএলএ-রা থাকবে না। সব মোদীর পিছনে চলে যাবে। তখন দেখবেন আপনাদের শুভেন্দুবাবুও চলে যাবেন। আর এই ঘোষণার পরেই বিপ্লবকে পাগল বলে উল্লেখ করে; ডাক্তার দেখানোর পরামর্শ দেন শুভেন্দু অধিকারী।

আরও পড়ুনঃ ঘর, রাস্তা ও স্কুলের দাবিতে ভোট বয়কটে পুরুলিয়ার শবর গ্রাম

বিপ্লবকে বিঁধে শুভেন্দু এদিন বলেন; ওঁদের তো বাতানুকূল জীবন। তাই রোদে প্রচারে এসে মাথা খারাপ হয়ে গিয়েছে। উন্মাদের মতো কথা বলছেন। শুভেন্দুর কটাক্ষ; ২৩ মে-র পরে ওঁদের নিজেদের লুকোনোর জায়গা দেখতে হবে। বাকিদের কথা ভাবার সময়ই পাবেন না।

তারপরেই ২৩ তারিখ ভোটের ফল বেরোনোর পর; ১০০ জন বিধায়কের সাথে শুভেন্দুবাবু ও চলে যাবে বিজেপিতে; এই ঘোষণার বিরুদ্ধে আদালতের দারস্থ হচ্ছেন শুভেন্দু অধিকারী। মানহানির মামলা দায়ের করতে চলেছেন তিনি। বিপ্লব দেব নিঃশর্তে ক্ষমা না চাইলে মামলা করবেন বলেই জানিয়েছেন শুভেন্দু অধিকারী। ভোটের মধ্যেই বিপদে পড়লেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী।

]]>