TMC Election Campaign – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Mon, 15 Apr 2019 15:24:41 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg TMC Election Campaign – The News বাংলা https://thenewsbangla.com 32 32 তৃণমূলের ভোট প্রচারে বাংলাদেশী নায়ক, সমালোচনায় সরব বিরোধীরা https://thenewsbangla.com/controversy-arise-as-bangladeshi-film-star-participates-in-tmc-election-campaign/ Mon, 15 Apr 2019 15:15:53 +0000 https://www.thenewsbangla.com/?p=10872 তৃণমূলের ভোট প্রচারে বাংলাদেশী নায়ক, সমালোচনায় সরব বিরোধীরা। ভোট প্রচারে বড়সড় চমক তৃণমূলের। রায়গঞ্জে তৃণমূলের ভোট প্রচারে অংশ নিলেন বাংলাদেশের বিখ্যাত নায়ক ফিরদৌস। তৃণমূলের তরফে এটাকে চমক বলা হলেও বিদেশী নাগরিক কিভাবে ভারতের ভোট প্রচারে অংশ নিচ্ছেন, সেই বিষয়ে প্রশ্ন তুলে সরব হয়েছে বিরোধীরা।

আরও পড়ুনঃ মোদীর হেলিকপ্টারে কালো বাক্স রহস্য, নির্বাচন কমিশনে কংগ্রেস

রাজ্যের রাজনৈতিক দলগুলোর মধ্যে বিশেষ করে শাসক দল তৃণমূল কংগ্রেসে টলিউড অভিনেতা অভিনেত্রীদের সাহচর্য আজ নতুন নয়। রাজ্যে পরিবর্তনের পর থেকেই তৃণমূল কংগ্রেস সরকারের সাথে টলিউডের বহু সংখ্যক নায়ক নায়িকা সরকারের কাজে প্রার্থী হয়ে প্রত্যক্ষভাবে কাজ করতে দেখা গেছে। আবার প্রত্যক্ষভাবে যুক্ত না থাকলেও সরকারের বিভিন্ন অনুষ্ঠানে তাদের আমন্ত্রিত অতিথি হিসেবে থাকতে দেখা গেছে। কিন্তু এবার বাংলাদেশের নায়ক এলেন তৃণমূলের আমন্ত্রণে।

আরও পড়ুনঃ নববর্ষের শুরুতে সকলকে কি বার্তা জানিয়ে ট্যুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা

শুধু অনুষ্ঠানে আমন্ত্রণ নয়, একেবারে ভোট প্রচারের ময়দানে এলেন বাংলাদেশের এই জনপ্রিয় নায়ক। নায়ক হিসেবে জনপ্রিয়তা থাকতেই পারে, কিন্তু এক দেশের নাগরিক হয়ে অন্য দেশের কোনও দলের হয়ে ভোট প্রচারের বৈধতা কি কোনও বিদেশির রয়েছে, সেই প্রশ্ন তুলে সরব হয়েছেন বিরোধীরা।

আরও পড়ুনঃ ইচ্ছে থাকলে সহজেই পরিবার নিয়ে আপনিও যেতে পারেন মহাকাশ ভ্রমণে

রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের হয়ে রবিবাসরীয় নির্বাচনী প্রচারে নামেন টলিউড তারকা ফিরদৌস, অঙ্কুশ ও পায়েল। তৃণমূল প্রার্থী কানাহাইয়ালাল আগরওয়ালের হয়ে, রায়গঞ্জের হেমতাবাদে এক রোডশোয়ে বাংলাদেশের নায়ক ফিরদৌসকে, করজোড়ে ভোট চাইতেও দেখা যায়। রূপালি পর্দার তারাদের দেখতে উদ্বেল হয়ে ওঠেন মানুষও।

আরও পড়ুনঃ কংগ্রেস সমর্থকদের হাতে খুন ৭৫ বছরের বৃদ্ধ মোদী সমর্থক

নায়ক নায়িকাদের ভোটের প্রচারে ব্যবহার করলে তা ভোটবাক্সে অনেকটাই ইতিবাচক ফল দেয়, তা বহুবার প্রমানিত হয়েছে। অন্তত তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে বিষয়টি প্রতিষ্ঠিত সত্য, কারণ টলিউডের একাধিক প্রথম শ্রেনীর নায়ক নায়িকাকে তৃণমূল বিধানসভা অথবা লোকসভা নির্বাচনে টিকিট দিয়ে আসন দখল করেছে। শতাব্দী রায়, দেবশ্রী রায়, তাপস পাল থেকে চিরঞ্জিত চক্রবর্তী সকলেই রয়েছেন তালিকায়। কিন্তু বিদেশি অভিনেতা এনে ভোট প্রচারের ইতিহাস ভারতে নেই।

আরও পড়ুনঃ বাংলায় ভোটে নির্বাচন কমিশনের চিন্তার কারণ শ্যাডো জোন, এল হ্যাম রেডিও

আজ রায়গঞ্জে তৃণমূলের আমন্ত্রনে রোড শো করেন বাংলাদেশের বিখ্যাত এই নায়ক। ফিরদৌসের সাথে একই সাথে রোড শোতে ছিলেন টালিগঞ্জের অঙ্কুশ ও পায়েল। টলিউডের বেশ কিছু ছবিতেও অভিনয় করেও জনপ্রিয়তা লাভ করেছেন ফিরদৌস। আর সেই জনপ্রিয়তাকে কাজে লাগাতে সচেষ্ট তৃণমূল নেতৃত্ব।

আরও পড়ুনঃ খাকি রঙের প্যান্টি পরেন জয়া প্রদা, আজম খানের মন্তব্যে নিন্দার ঝড়

ইতিমধ্যেই এই ইস্যুকে হাতিয়ার করেছে বিজেপি সহ অন্যান্য বিরোধীরা। তারা বলছেন, দেশের মধ্যে কি আর কোনও ফিল্মস্টার পাওয়া গেলো না ? সম্প্রতি বেশ কিছু সমীক্ষায় দেখা গিয়েছে, রায়গঞ্জে বিজেপির জমি তৈরি হচ্ছে। এদিকে কংগ্রেসের তরফে লড়াই করবেন হেভিওয়েট প্রার্থী দীপা দাশমুন্সি।

আরও পড়ুনঃ মোদী প্যান্ট পরতে শেখার আগেই নেহেরু ও ইন্দিরা সেনাবাহিনী গড়েছিলেন, বেলাগাম কমলনাথ

লড়াই এখানে মূলত বিজেপি ও কংগ্রেসের মধ্যে। রায়গঞ্জে উল্লেখযোগ্য সংখ্যায় রয়েছে সংখ্যালঘু ভোট। সেই ভোটেই থাবা বসাতে বাংলাদেশী স্টারকে দিয়ে ভোটের প্রচার করছে তৃণমূল; এমনই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আরও পড়ুনঃ মোদীকে ভোট দিতে চাকুরী ছেড়ে ভারতে এলেন এই প্রবাসী ভারতীয়

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>