TMC Councilors – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Tue, 18 Jun 2019 07:53:34 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg TMC Councilors – The News বাংলা https://thenewsbangla.com 32 32 সরকারি সম্পত্তি নিজের নামে করেছেন তৃণমূল কাউন্সিলররা, অকপট মমতা https://thenewsbangla.com/tmc-councilors-grab-government-property-said-mamata-banerjee/ Tue, 18 Jun 2019 07:49:27 +0000 https://www.thenewsbangla.com/?p=14010 নজরুল মঞ্চে নিজের দলের কাউন্সিলরদের সচেতন করলেন; দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি সম্পত্তি নিজের নামে করেছেন কাউন্সিলররা; নিজের দলের কাউন্সিলরদের বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূল নেত্রী মমতা। এদের কাউকেই ছাড়া হবে না; বলে পরিষ্কার জানিয়ে দেন মমতা।

ভোটে হারের কারণ খুঁজতে ও রাজ্য জুড়ে দলের কাউন্সিলরদের সচেতন করতে; সোমবার নজরুল মঞ্চে কাউন্সিলরদের ডাকেন তৃণমূল নেত্রী মমতা। সেখানেই নিজের দলের কাউন্সিলরদের দুর্নীতির বিরুদ্ধেই; এবার মুখ খুললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ লোকসভা শুরু, আশঙ্কা সত্যি করে গরহাজির মিমি ও নুসরাত

পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমকে সমস্ত অভিযোগের তদন্ত করতে নির্দেশ দিলেন মমতা। দুর্নীতিবাজ কাউকেই ছাড়া হবে না; পরিষ্কার জানিয়ে দিলেন তিনি। চুরি করে দলবদল করলেও পার পাওয়া যাবে না; বলেই জানিয়ে দেন মমতা।

আরও পড়ুনঃ কাশ্মীরে ফের সন্ত্রাসবাদী হামলা, ভারতীয় সেনার হাতে নিকেশ তিন জঙ্গি

মমতা কাউন্সিলরদের বৈঠকে জানান; “সরকারি সম্পত্তি অনেকে নিজের নামে করেছেন; তাদের ক্ষমা করা হবে না”। কাউন্সিলরদের জন্য দলের বদনাম হচ্ছে; বলেই পরিষ্কার জানিয়ে দেন মমতা। ভোটে হারার জন্য; কাউন্সিলরদের দায়ি করেন তিনি। কাউন্সিলরদের দুর্নীতির জন্যই; ভোটে দলের হার হয়েছে; পরিষ্কার জানিয়ে দেন মমতা।

আরও পড়ুনঃ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ফের পাকিস্তানের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক

এদিন নজরুল মঞ্চে দলের কাউন্সিলরদের বৈঠকে ডাকেন মমতা। ছিলেন রাজ্যের বিভিন্ন পুরসভার তৃণমূল কাউন্সিলররা। সেখানে কাউন্সিলরদের সচেতন করার পাশাপাশি ২১ জুলাই এর স্লোগান ও ঠিক করে দেন তিনি। এবার ২১ শে জুলাইয়ের স্লোগান, “ইভিএম নয়, ব্যালট চাই”।

তবে এদিন যে ভাষায় নিজের দলের কাউন্সিলরদের ধমকান মমতা; তাতে রাজনৈতিক মহল মনে করছে আরও অনেক আগেই দলের কাউন্সিলরদের সচেতন করা উচিত ছিল মমতার। তবে এবার কড়া হাতে যে দলের হাল ধরছেন মমতা; সেটা সোমবারের নজরুল মঞ্চের বৈঠকের পর পরিষ্কার।

]]>
অর্জুন সিংহের হাত ধরে বিজেপিতে যোগ চার কাউন্সিলর সহ কয়েক হাজার তৃণমূল কর্মীর https://thenewsbangla.com/four-tmc-councilors-thousand-of-tmc-workers-joined-bjp-with-arjun-singh/ Fri, 19 Apr 2019 13:22:22 +0000 https://www.thenewsbangla.com/?p=11244 অর্জুন সিংহের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন চার কাউন্সিলর সহ কয়েক হাজার তৃণমূল সমর্থক। শুক্রবার অর্জুন সিংহের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সেখানেই চার কাউন্সিলর সহ কয়েক হাজার তৃণমূল সমর্থক দল ছেড়ে বিজেপিতে যোগ দেন। যার ফলে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে বিজেপি অনেকটাই শক্তিশালী হল, এমনটাই দাবী করছে বিজেপি।

আরও পড়ুনঃ বিজেপি নেত্রী লকেটের বাড়ি ভাংচুর, বিজেপি তৃণমূল তরজা

এদিন অর্জুন সিংহের সাথে সাক্ষাৎ করে বিজেপিতে নাম লেখান ৪ অর্জুন অনুগামী কাউন্সিলর। হালিশহর পৌরসভার উপ-পৌরপ্রধান দেবাশিস দত্ত, ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল সাহা, ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহাদেব বিশ্বাস এবং ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুনীতা বিশ্বাস তৃণমূল ছেড়ে বিজেপি-তে নাম লেখান।

আরও পড়ুনঃ দুদফায় ভোট থেকে শিক্ষা নিয়ে বাংলায় তৃতীয় দফায় সব বুথেই কেন্দ্রীয় বাহিনী

এদিকে বিকেলে কাঁচরাপাড়ায় মুকুল রায়ের বাড়িতে গিয়ে বিজেপিতে যোগ দেন তৃণমূলের হেভিওয়েট যুব নেতা সুদীপ্ত দাস। বিজেপিতে যোগ দিয়েই তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। থানা এবং পুলিশ তৃণমূলের দখলে চলে গেছে বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, তৃণমূল নেতাদের দালালি করছে পুলিশ।

আরও পড়ুনঃ ভোটের পরেও অশান্ত চোপড়ায় গুলির লড়াই, গুলিবিদ্ধ সপ্তম শ্রেণীর ছাত্র

পুলিশ তাদের দায়িত্ব পালনের সময় তৃণমূলের হয়ে পক্ষপাতিত্ব করছে বলে এই যুবনেতা জানান। স্থানীয় অধিবাসীরা কোনো বিপদে পড়লে তৃণমূলের জনপ্রতিনিধিদের পাওয়া যায়না বলে জানান তিনি। এই সব কারণেই তৃণমূল ছেড়ে বিজেপিতে এলেন বলেই জানালেন তৃণমূলের হেভিওয়েট যুব নেতা সুদীপ্ত দাস।

আরও পড়ুনঃ নদিয়ায় ইভিএমের দায়িত্বে থাকা নোডাল অফিসার নিখোঁজ, ভোটকর্মীদের মধ্যে চাঞ্চল্য

এদিকে বিজেপিতে যোগ দেওয়ার পরেই পুলিশ সুদীপ্তকে তাড়া করে এবং তার বিরুদ্ধে থানায় মামলা করে বলে অভিযোগ। যা নিয়ে কটাক্ষ করেন অর্জুন সিং। তিনি বলেন, যতক্ষণ কেউ তৃণমূলে রয়েছে, ততক্ষণ সে ভালো। তৃণমূল ছেড়ে দিলেই তার বিরুদ্ধে কেস করা হচ্ছে বলে তোপ দাগেন তিনি।

আরও পড়ুনঃ ভোটের দায়িত্বে থাকা অর্ণব রায়ের উধাও হওয়া ফিরিয়ে এনেছে রাজকুমার রায়ের স্মৃতি

অর্জুন সিং আরও বলেন, “তৃণমূলের জনসমর্থন নেই। তৃণমূলের পায়ের তলার মাটি সরে যাচ্ছে বলে তারা দিশেহারা হয়ে হতাশাজনক অবস্থা থেকে প্রতিহিংসার পথ বেছে নিচ্ছে”। এর ফলে ব্যারাকপুরে তাঁর জেতার সম্ভাবনা আরও বাড়ল বলেই জানান সদ্য তৃণমূল ত্যাগি এই নেতা ও ব্যারাকপুরের বিজেপি প্রার্থী।

আরও পড়ুনঃ পুরুলিয়ায় আবার বিজেপি কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

তবে এই কাউন্সিলর ও কর্মীদের বিজেপিতে যাওয়া নিয়ে তৃণমূল নেতৃত্ব একদম গুরুত্ব দিতে রাজি নন। জেলার দায়িত্বে থাকা তৃণমূল নেতা ও রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, “দলের প্রতীক পেয়ে এরা কাউন্সিলর হয়েছিলেন। এদের নিজের কোন ভুমিকাই নেই। বেনো জল যত বেরিয়ে যায় ততই ভাল”।

আরও পড়ুনঃ মমতার সভা আলো করে বসে দাগী সমাজবিরোধী, নির্বাচন কমিশনে গেল বিরোধীরা

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
দিল্লিতে অর্জুন, ৪০ জন তৃণমূল কাউন্সিলর নিয়ে বিজেপিতে যোগদানের জল্পনা https://thenewsbangla.com/arjun-singh-in-delhi-speculation-about-joining-the-bjp-with-40-tmc-councilors/ Thu, 14 Mar 2019 05:29:41 +0000 https://www.thenewsbangla.com/?p=8374 বাংলার রাজনীতিতে এখন জোর জল্পনা। বিজেপিতে যোগ দিচ্ছেন ভাটপাড়ার তৃণমূল বিধায়ক অর্জুন সিং। শুধু তিনি একা নন। তাঁর সঙ্গে বিজেপিতে যোগ দিচ্ছেন আরও ৪০-৪৫ জন তৃণমূলের কাউন্সিলর। এমনটাই চলছে জল্পনা। জানা গেছে এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন অর্জুন সিং। বৃহস্পতিবারই ৪০-৪৫ জন তৃণমূল কাউন্সিলর নিয়ে বিজেপিতে যোগদানের জল্পনা ছড়িয়ে পরেছে বাংলা ছেড়ে দিল্লিতেও।

আরও পড়ুনঃ যোগ্য প্রার্থীর অভাবে চোখে সর্ষে ফুল রাজ্য বিজেপির, প্রার্থীর খোঁজে বৈঠক দিল্লিতে

বারাকপুর কেন্দ্রে প্রার্থী হতে চেয়েছিলেন ভাটপাড়ার তৃণমূল বিধায়ক অর্জুন সিং। ওই কেন্দ্রে দীনেশ ত্রিবেদীকে প্রার্থী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিবাদ মেটাতে সোমবারই নবান্নে অর্জুন ও দীনেশ দুজনকেই ডেকে পাঠিয়েছিলেন তৃণমূল নেত্রী। অর্জুনকে মন্ত্রিত্বের প্রস্তাবও দেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই জানা গিয়েছিল।

আরও পড়ুনঃ বাংলার কোন লোকসভা আসনে কবে ভোট দেখে নিন

এর আগে ১৯৯৯ সালে ও ২০০৪ সালে বারাকপুর লোকসভা কেন্দ্রে সিপিএমের তড়িৎবরণ তোপদারের বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন অর্জুন সিং। দুবারই বেশ ভাল ব্যবধানে তিনি হেরেছিলেন ঠিকই কিন্তু তৃণমূল-বিজেপি জোটের প্রার্থী হয়ে সিপিএমের তৎকালীন ওই প্রভাবশালী নেতাকে যথেষ্ট চাপে ফেলে দিয়েছিলেন অর্জুন। তারপর থেকেই গত কুড়ি বছরে বারাকপুর শিল্পাঞ্চল তথা উত্তর চব্বিশ পরগনার রাজনীতিতে অর্জুন সিং এর প্রভাব ও ক্ষমতা দুই অনেক বেড়েছে।

আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গে নজিরবিহীন ৭ দফা ভোটে সুবিধা বিজেপির

আর অর্জুন সিং এর মত নেতাকে হারাতে চান না স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ও। তাই নবান্নে ডেকে অর্জুনের রাগ ভাঙান মমতাই। আরও একবার বুঝিয়েও দেন দলে অর্জুন সিং এর গুরুত্ব কতটা। কিন্তু তাতে অর্জুনের মন গলে নি বলেই মনে করা হচ্ছে। ফের তিনি বিজেপির দিকেই ঝুঁকেছেন।

আরও পড়ুনঃ মমতাকে মুকুলের ভয় দেখিয়ে কি রাজ্যে মন্ত্রী হচ্ছেন অর্জুন

জানা গেছে, ঝাড়খণ্ডে যাচ্ছি বলে দিল্লির উড়ান ধরেছেন তৃণমূলের বিধায়ক অর্জুন সিং। আজই তিনি বিজেপিতে যোগদান করতে পারেন বলে জল্পনা। শুধু তিনি একা নন, সঙ্গে তৃণমূলের কমপক্ষে ৪০-৪৫ জন কাউন্সিলরকেও তিনি নিয়ে যাচ্ছেন গেরুয়া শিবিরে। সূত্রের খবর, ভাটপাড়ার ২৫, হালিশহরের ১০, নৈহাটির ৫ খড়দহ ও পানিহাটির এক-দুজন করে কাউন্সিলর, অর্জুনের সঙ্গেই যোগ দিতে পারেন গেরুয়া শিবিরে। যদিও অর্জুন পুরোপুরি উড়িয়ে দিয়েছেন এই খবর।

আরও পড়ুনঃ নাবালিকাকে বিয়ে করে পুলিশের ভয়ে গা ঢাকা দিলেন কাউন্সিলর

বুধবার রাতে তিনি দলীয় কর্মীদের জানান, “লোকসভা ভোটের আগে দলের রণকৌশলের জন্য ঝাড়খণ্ডে যাচ্ছেন তিনি”।অর্জুনকে ঝাড়খণ্ডের দলীয় পর্যবেক্ষক করেছেন মমতা। কিন্তু জানা গিয়েছে রাতের বিমানেই দিল্লি উড়ে গিয়েছেন অর্জুন সিং। এমনকি অর্জুন রাজ্য সরকারের দেওয়া নিরাপত্তাও প্রত্যাহার করেছেন বলে খবর। তবে তিনি এই তথ্য উড়িয়ে দিয়ে দাবি করেছেন, রাজ্যের নিরাপত্তা রয়েছে তাঁর। দিল্লিতে নেই তিনি। তিনি ঝাড়খণ্ডে আছেন।

আরও পড়ুনঃ রাহুল প্রিয়াঙ্কার বিরুদ্ধে অস্ত্র ও জমি কেলেঙ্কারির অভিযোগ বিজেপির

বারাকপুর লোকসভা কেন্দ্র থেকে পরপর দুবারের সাংসদ দীনেশ ত্রিবেদী। এবার তৃতীয়বারের জন্যও এই লোকসভায় প্রার্থী হিসাবে দীনেশের নাম চূড়ান্ত করেছে তৃণমূল। আর এর পরেই রীতিমত বিদ্রোহ শুরু করেন তৃণমূল নেতা ও ভাটপারার বিধায়ক অর্জুন সিং। গুঞ্জন চলছিল অনেকদিন ধরেই। যে লোকসভা ভোটে প্রার্থী করা না হলে অর্জুন সিং চলে যেতে পারেন বিজেপিতে। সেই অর্জুন সিংকেই সোমবার নবান্নে ডেকে পাঠালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন দীনেশ ত্রিবেদীও।

আরও পড়ুনঃ লোকসভা ভোটে বিজেপির একমাত্র ভরসা সেই নরেন্দ্র মোদীই

সত্যিই অর্জুন সিং সদলবলে দলবদল করলে লোকসভা ভোটের আগে বিজেপির পক্ষে সেটা বড় অ্যাডভান্টেজ হতে পারে বলে মত রাজনৈতিক মহলের একাংশের। আর সেটা হলে এবারের ভোটে এটাই হতে চলেছে সবচেয়ে বড় চমক। অর্জুনকে দলবল সমেত দলে নিতে পারলে, ভোটের আগে এটা বিজেপির তরফ থেকে তৃণমূলকে একটা বেশ বড় ধাক্কা বলা যেতেই পারে।

আরও পড়ুনঃ লাস্যময়ী নুসরত ও সুন্দরী মিমিই এবার মমতার চমক
আরও পড়ুনঃ সমস্ত তর্জন গর্জন সার, তৃণমূলের বাতিল সাংসদকে দলে নিয়ে মুখ রক্ষা মুকুলের
আরও পড়ুনঃ প্রচুর চমক, রাজ্যের ৪২টি আসনে তৃণমূল কংগ্রেসের ৪২জন প্রার্থী কে কে
আরও পড়ুনঃ মিছিল মিটিং করতে মমতার পুলিশ প্রশাসন আর আটকাতে পারবে না বিজেপিকে

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>