TMC Candidates – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Fri, 22 Mar 2019 11:44:49 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg TMC Candidates – The News বাংলা https://thenewsbangla.com 32 32 লোকসভা রিপোর্টে গত ৫ বছরে তৃণমূল সাংসদদের পারফরম্যান্স লজ্জাজনক https://thenewsbangla.com/lok-sabha-report-of-past-5-years-trinamool-mps-performance-shameful/ Fri, 22 Mar 2019 11:38:04 +0000 https://www.thenewsbangla.com/?p=9022 আবার একটা লোকসভা ভোট সামনে। সব দলই প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। কিন্তু গত পাঁচ বছরে কিরকম পারফরম্যান্স ছিল সাংসদদের? লোকসভা রিপোর্ট বলছে, গত ৫ বছরে তৃণমূল সাংসদদের পারফরম্যান্স খুবই খারাপ। জনগণের টাকায় শেষ ৫ বছরে তৃণমূল সাংসদরা শুধু টাইম পাস করেছেন। লোকসভা রিপোর্ট বলছে, গত ৫ বছরে তৃণমূল সাংসদদের পারফরম্যান্স লজ্জাজনক।

আরও পড়ুনঃ মোদীকে হঠাতে ভিভিপ্যাটের সংখ্যা বাড়াতে কমিশনে আর্জি মহাজোটের

বাংলায় ৪২ টি আসনের মধ্যে ২০১৪ লোকসভাতে তৃণমূল জিতেছিল ৩৪ টিতে। প্রায় ৮০ শতাংশ সাংসদ ছিল ঘাসফুলের। কিন্তু ৫ বছর পর লোকসভা রিপোর্ট বলছে, গত লোকসভায় জেতা তৃণমূলের তারকা সাংসদরা অধিকাংশই লোকসভাতে কোন ভুমিকাই পালন করেননি। পুরোপুরি ব্যর্থ অধিকাংশ সাংসদ।

আরও পড়ুনঃ রাজনৈতিক ব্যক্তিত্বে ভরা তৃণমূলের তারকা তালিকা নির্বাচন কমিশনে

এদের মধ্যে কেউ কেউ হাজির থাকেননি লোকসভা অধিবেশনে। কেউ আবার কোন প্রশ্ন করেননি। কেউ কেউ আবার কোন আলোচনায় অংশ গ্রহণ করেননি। কোন বিরোধী দল নয়, লোকসভা রিপোর্ট বলছে, গত ৫ বছরে বেশ কিছু তৃণমূল সাংসদদের ভূমিকা হতাশজনক। এদের মধ্যে যেমন আছেন রাজনৈতিক নেতা, তেমনই আছেন অভিনেতা অভিনেত্রীরাও।

আরও পড়ুনঃ ভোটের গানে বিপাকে বাবুল, কমিশনের হাতে টুইট অস্ত্র

তৃণমূলের রাজ্য সভাপতি ও দলের বলিষ্ঠ নেতা সুব্রত বক্সির পারফরম্যান্স অত্যন্ত খারাপ। লোকসভা রিপোর্ট বলছে, গত ৫ বছরে তৃণমূল সাংসদ সুব্রত বক্সি কোন প্রশ্ন করেননি। ১ টি মাত্র বিতর্কে অংশ নিয়েছেন। লোকসভায় হাজির থাকার হার ৩২ শতাংশ। যদিও শারীরিক কারণে এবার আর দক্ষিণ কলকাতা থেকে দাঁড়াননি সুব্রত বক্সি।

আরও পড়ুনঃ বারাণসী থেকে লড়বেন মোদী, গান্ধীনগরে আডবানির পরিবর্তে অমিত শাহ

মমতার পর এখন দলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় এর রিপোর্ট কি বলছে? লোকসভা রিপোর্ট বলছে, গত ৫ বছরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর পারফরম্যান্স বেশ হতাশজনক। লোকসভাতে তাঁর উপস্থিতির হার মাত্র ২৮ শতাংশ। মাত্র ৩ টি বিতর্কে অংশ গ্রহণ করেছেন ডায়মণ্ডহারবারের তৃণমূল সাংসদ।

আরও পড়ুনঃ বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, বাংলায় বিজেপি প্রার্থীদের নাম

দলের আর এক সাংসদ চৌধুরী মোহন জাটুয়ার পারফরম্যান্স অত্যন্ত খারাপ। লোকসভা রিপোর্ট বলছে, গত ৫ বছরে তৃণমূল সাংসদ চৌধুরী মোহন জাটুয়া কোন প্রশ্ন করেননি। কোন বিতর্কে অংশ নিয়েছেন, এমন তথ্যও নেই। এই সাংসদকে ফের দাঁড় করিয়েছেন দলনেত্রি মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, শুধু কি মুখ দেখানোর জন্যই এই সাংসদ আবার লোকসভায় যাবেন, যেখানে তাঁর কোন ভুমিকাই নেই।

আরও পড়ুনঃ বাবুলকে হারাতে ১ কোটি টাকার কাজের টোপ, বিতর্কিত ঘোষণা মেয়রের

ঘাটালের সাংসদ ও টলিউড নায়ক দেব বা দীপক অধিকারী একেবারেই ফেল করেছেন সাংসদ হিসাবে। লোকসভা রিপোর্ট বলছে, গত ৫ বছরে তৃণমূল সাংসদ দেবের পারফরম্যান্স অত্যন্ত খারাপ। লোকসভাতে তাঁর উপস্থিতির হার মাত্র ১১ শতাংশ। সাকুল্যে মাত্র ৩ টি প্রশ্ন করেছেন আর মাত্র ২ টি আলোচনায় অংশ গ্রহণ করেছেন। শেষ একবছরে মোট ৫ টি অধিবেশনে তাঁর উপস্থিতি ছিল মাত্র ৭ শতাংশ। সাংসদ হিসাবে একেবারেই ব্যর্থ দেব ফের আরেকবার সংসদে গিয়ে কি করবেন, উঠছে প্রশ্ন।

আরও পড়ুনঃ বাম কংগ্রেস বিজেপির আপত্তি নেই, কেন্দ্রীয় বাহিনী নিয়ে কেন মাথাব্যথা শুধু তৃণমূলের

মুনমুন সেন, শতাব্দী রায়, সন্ধ্যা রায়, সুগত বসু, বিজয়কৃষ্ণ বর্মণ, মমতাবালা ঠাকুর, প্রসূন বন্দ্যোপাধ্যায়, তাপস পাল এঁরা প্রত্যেকেই সম্পূর্ণভাবে ব্যর্থ। এদের লোকসভায় পাঠিয়ে তাহলে কি লাভ হল? প্রশ্ন কিন্তু উঠছে। এমনকি সন্ধ্যা রায় লোকসভার শেষ অধিবেশনে একটি প্রশ্ন করায় হাততালি দেয় গোটা লোকসভা। যাতে লজ্জায় অধোবদন হয় গোটা রাজ্য।

আরও পড়ুনঃ মিমি নুসরত এর চরিত্র নিয়ে কটাক্ষ বিতর্কে জড়ালেন দিলীপ ঘোষ

আবার এদের মধ্যে থেকেই কিন্তু সাংসদ হিসাবে নিজেকে দেশের সেরা প্রতিপন্ন করেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। লোকসভায় উপস্থিতি, বিতর্কে অংশ গ্রহণ, প্রশ্ন সবেতেই ২০০৯ থেকে ২০১৯, সেরা সাংসদ তিনি। তাঁকে দেখেও কেন শিখতে পারলেন না বাকিরা? উঠছে প্রশ্ন।

আরও পড়ুনঃ অনুব্রত মন্ডলের বিরুদ্ধে তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এদের মধ্যে মুনমুন সেন, শতাব্দী রায়, দেব, বিজয়কৃষ্ণ বর্মণ, মমতাবালা ঠাকুর, প্রসূন বন্দ্যোপাধ্যায় ফের প্রার্থী এবারও। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন পারফরম্যান্সই দেখা হবে। কিন্তু লোকসভা রিপোর্ট বলছে, পারফরম্যান্স না থাকলেও ফের তৃণমূল প্রার্থী হলেন অনেক সাংসদ। লোকসভায় নিজের এলাকা বা বাংলার হয়ে প্রশ্ন তোলার বদলে তাহলে কি করলেন তৃণমূল সাংসদরা? উঠছে প্রশ্ন।

আরও পড়ুনঃ তৃণমূলের তারকা প্রার্থী নিয়ে অশ্লীল ও বিতর্কিত মন্তব্য ক্ষিতির

এদের মধ্যে অনেককেই ফের সাংসদে পাঠাতে ভোটে দাঁড় করিয়েছেন মমতা। আবার লোকসভায় গিয়ে কি করবেন এই সাংসদরা? মানুষের টাকায় এদের সাংসদ করে কি লাভ যারা লোকসভার যোগ্য নন? আবার একই ঘটনা ঘটনার জন্যই কি ফের দিল্লি যাচ্ছেন এঁরা। প্রশ্ন কিন্তু উঠছে।

আরও পড়ুনঃ নির্বাচন কমিশনের নতুন অ্যাপ সি ভিজিল, জনতার অভিযোগে ১০০ মিনিটের মধ্যে ব্যবস্থা

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
প্রচুর চমক, রাজ্যের ৪২টি আসনে তৃণমূল কংগ্রেসের ৪২জন প্রার্থী কে কে https://thenewsbangla.com/mamata-banerjee-announce-42-trinamool-congress-candidates-for-2019-parliament-election/ Tue, 12 Mar 2019 10:19:33 +0000 https://www.thenewsbangla.com/?p=8195 মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন ২০১৯ লোকসভা নির্বাচনের জন্য তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা। একনজরে দেখে নিন রাজ্যের ৪২ টি আসনে তৃণমূল কংগ্রেসের ৪২ জন প্রার্থীর নাম। দেখে নিন তালিকাঃ

রাজ্যের ৪২টি আসনে তৃণমূল কংগ্রেসের ৪২জন প্রার্থী কে কে/The News বাংলা
রাজ্যের ৪২টি আসনে তৃণমূল কংগ্রেসের ৪২জন প্রার্থী কে কে/The News বাংলা

লোকসভা কেন্দ্রঃ / ২০১৪ সালে প্রার্থী ছিলেনঃ / ২০১৯ এ প্রার্থী হলেনঃ

১। কোচবিহার / পার্থপ্রতিম রায় / পরেশ অধিকারী
২। আলিপুরদুয়ার / দশরথ তিরকে / দশরথ তিরকে
৩। জলপাইগুড়ি / বিজয় বর্মন / বিজয় বর্মন
৪। দার্জিলিং / বাইচুং ভুটিয়া / অমর সিং রাই
৫। রায়গঞ্জ / সত্যরঞ্জন দাসমুন্সি / কানহাইয়ালাল আগরওয়াল
৬। বালুরঘাট / অর্পিতা ঘোষ / অর্পিতা ঘোষ

৭। মালদহ উত্তর / সৌমিত্র রায় / মৌসম বেনজির নূর
৮। মালদহ দক্ষিণ / মোয়াজ্জেম হোসেন / মোয়াজ্জেম হোসেন
৯। জঙ্গিপুর / হাজি নুরুল ইসলাম / খলিলুর রহমান
১০। মুর্শিদাবাদ / মহম্মদ আলি / আবু তাহের
১১। বহরমপুর / ইন্দ্রনীল সেন / অপূর্ব সরকার
১২। কৃষ্ণনগর / তাপস পাল / মহুয়া মৈত্র

১৩। রানাঘাট / তাপস মণ্ডল / রুপালী বিশ্বাস
১৪। বনগাঁ / মমতাবালা ঠাকুর / মমতাবালা ঠাকুর
১৫ বারাকপুর / দীনেশ ত্রিবেদী / দীনেশ ত্রিবেদী
১৬। দমদম / সৌগত রায় / সৌগত রায়
১৭। বারাসত / কাকলি ঘোষ দস্তিদার / কাকলি ঘোষ দস্তিদার
১৮। বসিরহাট / ইদ্রিশ আলি / নুসরত জাহান

১৯। জয়নগর / প্রতিমা মণ্ডল / প্রতিমা মণ্ডল
২০। মথুরাপুর / সি এম জাটুয়া / সি এম জাটুয়া
২১। ডায়মন্ডহারবার / অভিষেক বন্দ্যোপাধ্যায় / অভিষেক বন্দ্যোপাধ্যায়
২২। যাদবপুর / সুগত বসু / মিমি চক্রবর্তী
২৩। কলকাতা দক্ষিণ / সুব্রত বক্সি / মালা রায়
২৪। কলকাতা উত্তর / সুদীপ বন্দ্যোপাধ্যায় / সুদীপ বন্দ্যোপাধ্যায়

২৫। হাওড়া / প্রসূন বন্দ্যোপাধ্যায় / প্রসূন বন্দ্যোপাধ্যায়
২৬। উলুবেড়িয়া / সাজদা আহমেদ / সাজদা আহমেদ
২৭। শ্রীরামপুর / কল্যাণ বন্দ্যোপাধ্যায় / কল্যাণ বন্দ্যোপাধ্যায়
২৮। হুগলি / রত্না দে নাগ / রত্না দে নাগ
২৯। আরামবাগ / অপরূপা পোদ্দার / অপরূপা পোদ্দার
৩০। তমলুক / দিব্যেন্দু অধিকারী / দিব্যেন্দু অধিকারী
৩১। কাঁথি / শিশির অধিকারী / শিশির অধিকারী
৩২। ঘাটাল / দীপক অধিকারী(দেব)/ দীপক অধিকারী(দেব)

৩৩। ঝাড়গ্রাম / উমা সোরেন / বীরবাহ সরেন
৩৪। মেদিনীপুর / সন্ধ্যা রায় / মানস ভুঁইয়া
৩৫। পুরুলিয়া / মৃগাঙ্ক মাহাত / মৃগাঙ্ক মাহাত
৩৬। বাঁকুড়া / মুনমুন সেন / সুব্রত মুখোপাধ্যায়
৩৭। বিষ্ণুপুর / সৌমিত্র খাঁ / শ্যামল সাঁতরা

৩৮। বর্ধমান পূর্ব / সুনীল মন্ডল / সুনীল মন্ডল
৩৯। বর্ধমান দুর্গাপুর / মমতা সঙ্ঘমিত্রা / মমতা সঙ্ঘমিত্রা
৪০। আসানসোল / দোলা সেন / মুনমুন সেন
৪১। বোলপুর / অনুপম হাজরা / অসিত মাল
৪২। বীরভূম / শতাব্দী রায় / শতাব্দী রায়

]]>
মমতার বাছাইয়ে কারা হবেন বাংলার ৪২টি লোকসভা আসনের তৃণমূল প্রার্থী https://thenewsbangla.com/mamata-banerjee-will-choose-political-tmc-candidates-of-the-42-lok-sabha-seats-in-bengal/ Thu, 10 Jan 2019 10:43:13 +0000 https://www.thenewsbangla.com/?p=5422 The News বাংলা, কলকাতাঃ এবার আর কোন ভুল নয়। ২০১৪ থেকে শিক্ষা নিয়ে ২০১৯ এর লোকসভায় আর ভুল করতে চাইছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। প্রার্থী বাছাইয়ে এবার কড়া সতর্কতা নিয়েছেন খোদ দলনেত্রীই।

আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী বাছাই করার রণকৌশল পরিবর্তন করছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। এবারের প্রার্থী বাছাই করায় ‘রাজনৈতিক কৌশল’ নিতে চাইছে দল। দলের মধ্যে নতুন চিন্তা ভাবনা শুরু হয়েছে। সূত্রের খবর, দল চাইছে যে এবার শুধুমাত্র তারকাদের উপরে ভরসা করে টিকিট বন্টন করা সঠিক সিদ্ধান্ত হবে না।

টিকিট দেওয়ার সময় রাজনৈতিক পেক্ষাপট দেখে, কাজের নিরিখে লোকসভার প্রার্থী বাছাই করার উপরে জোর দেওয়া হবে বলে ঠিক হয়েছে। রাজনীতির উপর ভিত্তি করেই ভোটের প্রার্থী বাছাইয়ের রণকৌশল নির্ধারণ করা সঠিক হবে, বলে মনে করছেন দলীয় উচ্চ পদাধিকারীরা। ইতিমধ্যেই দলে আলোচনা শুরু হয়েছে যে প্রার্থী বাছাই ক্ষেত্রে সমস্ত দিক খুঁটিয়ে দেখার পর কোন সিদ্ধান্তে যাওয়া উচিত।

আরও পড়ুনঃ

প্রকাশ্যে গ্রুপ চ্যাট রেকর্ডিং, জেলাশাসকের স্ত্রীর ভাষাও সমান অশ্লীল

মন্দির মনোরঞ্জনের জায়গা নয়, স্বর্ণমন্দিরে নিষিদ্ধ সেলফি ছবি ভিডিও

একদিনে বহিষ্কৃত দুই তৃণমূল সাংসদ, দিদিকে ছেড়ে মোদীর দলে আর কে কে

এই নিয়ে দলের অন্দরমহলে প্রশ্ন উঠেছে, তাহলে এখন যেসব তারকারা দলে রয়েছেন তাঁদের রাজনৈতিক ভবিষ্যত কি হবে? আদৌ তাঁরা কি এবারের লোকসভা নির্বাচনে টিকিট পাবেন? তাপস পাল, সন্ধ্যা রায়, শতাব্দী রায়, প্রসূন ব্যানার্জী, মুনমুন সেন, দেব সহ একঝাঁক অন্য পেশার লোক কি তাহলে টিকিট পাবেন না?

রাজনৈতিক পেক্ষাপট না থাকার কারণে আগেও দলকে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছে। বিশেষ করে তাপস পালের বেফাঁস মন্তব্য ও রোজভ্যালিতে তাঁর যুক্ত থাকার কারণে আগেই স্পষ্ট যে এবার তাঁর টিকিট পাওয়ার সম্ভাবনা প্রায় ক্ষীণ। ঠিক সেইভাবেই দেবের নিজের ফিল্ম জগতের ব্যস্ততা রয়েছে।

একইভাবে সন্ধ্যা রায় ও মুনমুন সেনের কার্যকারিতা নিয়েও প্রশ্নচিহ্ন রয়েছে। শতাব্দী রায় ও প্রসূন ব্যানার্জীর কিছুটা হলেও অন্যদের থেকে সন্তোষজনক অবস্থান রয়েছে। কিন্তু টিকিট পাকা নয়। বাকিদের জায়গায় কোন রাজনৈতিক ব্যক্তিত্বকে সুযোগ দেওয়ার কথা ভাবা হচ্ছে। রাজনীতির সঙ্গে যুক্ত থাকলে তাঁর কাজের অভিজ্ঞতাকেও কাজে লাগাতে পারে দল, এমনটাই মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ

ঐতিহাসিক কুম্ভমেলা সম্পর্কে একনজরে সব কিছু জেনে নিন

কুম্ভমেলায় বিশ্বরেকর্ড গড়ল যোগীর রাজ্য, তৈরি হল আস্ত একটা শহর

সোনিয়া রাহুলকে ১০০ কোটি টাকা আয়কর ফাঁকি দেওয়ার নোটিশ

তাই সংসদের টিকিট বাছাই করার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস এবার শুধু আবেগ দিয়ে নয়, তার পাশাপাশি রাজনৈতিক দূরদর্শিতাকেও কাজে লাগিয়ে এগোতে চায়। বুধবারই বহিষ্কার করা হয়েছে বাঁকুড়ার বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁন ও বীরভূমের বোলপুরের সাংসদ অনুপম হাজরাকে। এরপরেও যা জানা যাচ্ছে, আরও প্রায় ৯-১০ জন তৃণমূল সাংসদ এবার কোনরকমেই আর টিকিট পাচ্ছেন না।

তৃণমূল অন্দর থেকে যে খবর পাওয়া যাচ্ছে তাতে, ২০১৯-এর লোকসভায় টিকিট অনিশ্চিত তৃণমূলের ৯ বর্তমান সাংসদের। নদীয়ার কৃষ্ণনগরের সাংসদ তাপস পাল, দক্ষিণ ২৪ পরগণার মথুরাপুর লোকসভার সাংসদ চৌধুরী মোহন জাটুয়া, হুগলীর আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার, মেদিনীপুরের সাংসদ সন্ধ্যা রায়, বাঁকুড়ার সাংসদ মুনমুন সেন, বর্ধমান-দুর্গাপুর এর সাংসদ মমতাজ সংঘমিত্রা রায়, উত্তর ২৪ পরগণার ব্যারাকপুরের সাংসদ দীনেশ ত্রিবেদী, হাওড়া লোকসভার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় ও বীরভূমের সাংসদ শতাব্দী রায়।

এদের মধ্যে বীরভূমের সাংসদ শতাব্দী রায় ও হাওড়া লোকসভার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় টিকে গেলেও যেতে পারেন শেষ পর্যন্ত। তবে অনুব্রত মণ্ডল বীরভূমে চান না শতাব্দী রায়কে। সেক্ষেত্রে শতাব্দী রায় এর আসন বদলান হতে পারে।

আরও পড়ুনঃ

বাংলায় রাস্তায় বিজেপির রথ চলবে কিনা ঠিক হবে আগামী মঙ্গলবার

গুরুবারে শুরু অযোধ্যায় রাম মন্দির বাবরি মসজিদ শেষ লড়াই

ভোটের হাতিয়ার, লোকসভার পর রাজ্যসভাতেও পাস হিন্দু সংরক্ষণ বিল

সূত্রের খবর, প্রায় ৯-১০ জন সাংসদ নানা কারণে এবার টিকিট নাও পেতে পারেন। এর মধ্যে স্বাস্থ্যজনিত কারণ যেমন রয়েছে, তেমন কোনও কোনও সাংসদের পাঁচ বছরের রিপোর্ট কার্ড না-পসন্দ দলের শীর্ষ নেতৃত্বের। কারোর উপর আবার মুকুল রায় বা বিজেপির সঙ্গে যোগাযোগ রাখার মারাত্মক অভিযোগ রয়েছে।

২০১৯ লোকসভা নির্বাচেন তৃণমূল কংগ্রেসের লক্ষ্য ৪২-এ ৪২। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে ঘাসফুলের আঘাতে উড়ে গিয়েছিল কাস্তে-হাত-পদ্ম। ৩৪টি আসনে জয় পেয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছিল তৃণমূল কংগ্রেস। বিরোধীদের মধ্যে ৪টি আসন পেয়ে কিছুটা মান রেখেছিল কংগ্রেস।

তবে রাজনৈতিক মহল মনে করছে, ২০১৯-এর পর ২০২১ বিধানসভা নির্বাচন আরও হাড্ডাহাড্ডি হবে। সেক্ষেত্রে মমতা নিজের টিমকে আরও সুসজ্জিত করতে চাইছেন। তাই লোকসভা নির্বাচনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে এবার অনেক সতর্ক হচ্ছেন তিনি। তারকা নয়, এবার তাই রাজনৈতিক প্রার্থীর দিকেই জোর দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>