TMC Candidate – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Wed, 08 May 2019 09:44:59 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg TMC Candidate – The News বাংলা https://thenewsbangla.com 32 32 মঞ্চ ভেঙে আহত নুসরত জাহান, অভিনেত্রীর সঙ্গে সেলফি তোলার ভিড়ে ভাঙল মঞ্চ https://thenewsbangla.com/nusrat-jahan-tmc-candidate-injured-after-vote-campaign-stage-was-broken/ Wed, 08 May 2019 08:37:04 +0000 https://www.thenewsbangla.com/?p=12587 ভেঙে গেল মঞ্চ। আর সেই ভাঙা মঞ্চ থেকে পড়ে; আহত হলেন বসিরহাটের তৃণমূল প্রার্থী নুসরত জাহান। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামে। পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোরের; জোবারডাঙ্গা হাইস্কুল মাঠে তৃণমূলের সভা ছিল। তৃণমূল প্রার্থী বীরবাহ সোরেনের সমর্থনে মঞ্চে ছিলেন; বসিরহাটের তৃণমূল প্রার্থী নুসরত জাহান। আচমকাই ভেঙে পড়ে মঞ্চটি। অভিনেত্রীর সঙ্গে সেলফি তোলার ভিড়ে ভাঙল মঞ্চ; এমনটাই জানা গেছে।

মঞ্চ ভেঙে গেলে; মঞ্চ থেকে পড়ে যান অনেকেই। পড়ে যান নুসরতও। জানা গেছে ২০-২৫ জনের মঞ্চে উঠে পড়েন প্রায় ১০০ জন তৃণমূল কর্মী সমর্থক। তার জেরেই ভেঙে পড়ে মঞ্চ। আচমকাই তৃণমূলের সভামঞ্চ ভেঙে পড়লে; পড়ে যান অভিনেত্রী। তবে মঞ্চ খুব উঁচু না হওয়ায় খুব একটা চোট লাগেনি নুসরতের। অভিনেত্রীর সঙ্গে সেলফি তোলার ভিড়ে ভাঙল মঞ্চ; এমনটাই জানা যাচ্ছে।

আরও পড়ুনঃ কলকাতা পুলিশের নতুন উদ্যোগ, ভাল রেজাল্ট করায় বাবার বসের চেয়ারে একদিন

এদিন শুরু থেকেই নুসরত এর সঙ্গে সেলফি তোলার জন্য; হুড়োহুড়ি পড়ে যায়। তৃণমূল নেতা কর্মীরা সবাই; অভিনেত্রীর সঙ্গে সেলফি তুলতে রীতিমত লড়াই শুরু করে দেন। কে আগে সেলফি তুলতে পারে; তার প্রতিযোগিতা শুরু হয়ে যায়। আর এই ঠেলাঠেলির মাঝেই মঞ্চটি মাঝখান থেকে ভেঙে যায়। ২০-২৫ জনের মঞ্চে ১০০ জন উঠে পড়াতেই বিপদ; বলছে তৃণমূলের স্থানিয় নেতৃত্বই।

আরও পড়ুনঃ চৌকিদার চোর, ক্ষমা চাওয়ার হ্যাটট্রিক করলেন রাহুল, ভোটের মধ্যেই চরম লজ্জায় কংগ্রেস

তারকা প্রার্থীকে দেখতেই; তৃণমূল সমর্থকদের ভিড় জমে সভামঞ্চে; জানিয়েছে পুলিশ। সভামঞ্চে একসঙ্গে উঠে পড়েন; শতাধিক কর্মী সমর্থক। ভারের চোটে দুর্বল সভামঞ্চ ভেঙে পড়ে যান সকলেই। পড়ে যান তারকা প্রার্থী নুসরতও। তবে সভা মঞ্চের উচ্চতা বেশি না হবার কারনে; সেভাবে কেউ আহত হননি।

আরও পড়ুনঃ ৫০ কোটি টাকা পেলেই খুন করতে পারি মোদীকে, বিষ্ফোরক মন্তব্য

এই ঘটনার পর নুসরত জাহানের; নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল। কি ভাবে অভিনেত্রী ও প্রার্থীর; গায়ের উপর এত মানুষ উঠে পড়ছেন এত মানুষ? উঠে গেছে প্রশ্ন। বুধবার বেঁচে গেলেও; যে কোনদিন বড়সড় দুর্ঘটনার মুখে; পড়তে পারেন অভিনেত্রী ও বসিরহাটের তৃণমূল প্রার্থী নুসরত জাহান।

এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছেন; স্থানিয় তৃণমূল নেতারা। নেতারা নিজেদের কর্মী সমর্থদের কন্ট্রোল করতে পারেন না; পাল্টা জানিয়ে দিয়েছে পুলিশ। ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন।

]]>
তৃণমূলের মিমির বিরুদ্ধে সংখ্যালঘু তোষণের অভিযোগ বিজেপির https://thenewsbangla.com/mimi-chakraborty-tmcs-jadavpur-candidate-targeted-by-bjp-related-to-minority-issue/ Tue, 02 Apr 2019 08:21:11 +0000 https://www.thenewsbangla.com/?p=9710 তৃণমূলের ‘সংখ্যালঘু তোষণের রাজনীতি’ আয়ত্ত করে নিয়েছে যাদবপুরের তৃণমূল প্রার্থী অভিনেত্রী মিমি চক্রবর্তী। এমনই অভিযোগ আনল বঙ্গ বিজেপি। আর এই নিয়েই মিমির তীব্র সমালোচনা করেছে বাংলার গেরুয়া শিবির। মুসলিম তোষণ করে বাংলায় আর ভোট পাওয়া যাবে না বলেই জানান হয়েছে পদ্ম শিবিরের তরফ থেকে। বিজেপি সবেতেই ধর্মীয় জিগির খোঁজে পাল্টা সমালোচনা করেছে তৃণমূল।

মিমি সংক্রান্ত আরও খবরঃ রমজানের রোজা পালন করে ভোটারদের পাশে থাকবেন, নির্বাচনী প্রচারে জানালেন মিমি

রমজানে ভোট, কষ্ট হবে সংখ্যালঘু ভাইবোনদের। তাই তাঁদের সঙ্গে রোজা রাখবেন যাদবপুরের তৃণমূল প্রার্থী তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী। নির্বাচনী জনসভায় গিয়ে নিজেই এই ঘোষণা করেছেন তৃণমূলের তারকা প্রার্থী। আর মিমির এই ঘোষণার পরেই ফের সংখ্যালঘু তোষণের অভিযোগ করছে বিজেপি।

মিমি সংক্রান্ত আরও খবরঃ ভারতীর পর এবার মমতাকে নিজের মা বললেন মিমি

এমনিতেই রাজ্যে ভোট প্রচারে বিজেপির অন্যতম হাতিয়ার তৃণমূলের সংখ্যালঘু তোষণ। মিমির এই বক্তব্যের পর সেই প্রচার আরও জোরদার করেছে বাংলার গেরুয়া শিবির। যাদবপুরের বিজেপি প্রার্থী অনুপম হাজরার প্রচারের অন্যতম হাতিয়ার হয়ে উঠেছে প্রচারসভায় মিমির এই বক্তব্য।

মিমি সংক্রান্ত আরও খবরঃ হুমকি দিয়ে ভোট চাইবার ভিডিও প্রকাশ্যে, মিমির হয়ে শাসানি পঞ্চায়েত প্রধানের

ভোট ঘোষণার পর থেকেই ভোটের দিনক্ষণ নিয়ে আপত্তি জানিয়ে আসছে তৃণমূল। রমজান মাসের মাঝে ভোট করানোর সিদ্ধান্তকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “সংখ্যালঘু ভোটারদের অসুবিধার কথা মাথায় রেখে কমিশনের উচিত ছিল, রমজান মাসে ভোট না করানো। একই কথা বলেন কলকাতার মেয়র তথা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমও। তিনি বলেন, “ইচ্ছে করে সংখ্যালঘুদের যাতে অসুবিধা হয়, তা সুনিশ্চিত করতেই রমজান মাসের মধ্যে ভোট করানো হচ্ছে”।

আরও পড়ুনঃ ভোট প্রচারে হেলিকপ্টার পাচ্ছেন না মমতা, অভিযোগের তীর কেন্দ্রের দিকে

ভোট ঘোষণার পরই স্পষ্ট হয়ে গিয়েছিল, রমজান মাসে ভোটের এই সিদ্ধান্তকে বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক ইস্যু তৈরি করতে চলেছে তৃণমূল। আর বারবার সেই পথেই হেঁটেছেন তৃণমূল নেতারা। এবার দলের সেই লাইনেই হাঁটার চেষ্টা করলেন যাদবপুরের প্রার্থী অভিনেত্রী মিমি, এমনটাই অভিযোগ পদ্ম শিবির থেকে।

আরও পড়ুনঃ বিবেক দুবেকে তৃণমূলের এজেন্ট বলে কটাক্ষ মুকুল রায়ের

দলের সেই রাজনৈতিক লাইন মেনে সংখ্যালঘু অধ্যুষিত বারুইপুরের কোয়াতলায় গিয়ে রমজানে রোজা রাখার কথা ঘোষণা করলেন মিমি। কোয়াতলায় সংখ্যালঘুদের একটি অনুষ্ঠানে তারকা প্রার্থী বলেন, “আগামী ১৯ মে ভোটের দিন। ওইদিন রমজানের উপোসও চলবে। আপনাদের কথা দিচ্ছি, ওইদিন আমিও উপোস করব। বিকেলে আপনাদের সঙ্গেই রোজা ভাঙব”। মিমির এই প্রতিশ্রুতির পরই হাততালিতে ফেটে পড়ে গোটা সভাস্থল।

আরও পড়ুনঃ বাংলায় ৭ পর্বের ভোটে ঝড় তুলতে ১০ দিন জনসভা করবেন মোদী

প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরই যেভাবে প্রচারে ঝড় তুলছেন অভিনেত্রী প্রার্থী, তাতে খানিকটা অবাক দলের কর্মীরাই। পুরোদস্তুর রাজনীতিকরাও অভিনেত্রীর সঙ্গে পেরে উঠছেন না। অনেকে বলছেন, মিমির এই রোজা রাখার ঘোষণাতেই স্পষ্ট, ভোটের আগে ‘পাবলিক পালস’ ও দলিয় লাইন বুঝতে শিখে গিয়েছেন অভিনেত্রী।

আরও পড়ুনঃ দলের প্রার্থীকে জেতালেই পুরষ্কার সোনার গহনা, বিদেশ ভ্রমনের টিকিট

আর এরপরেই মিমিকে একহাত নেওয়া হয়েছে বঙ্গ বিজেপির তরফ থেকে। তৃণমূলের মিমির বিরুদ্ধে সংখ্যালঘু তোষণের অভিযোগ এনেই চলছে বিজেপির প্রচারও। সবমিলিয়ে ‘ফিল্মি দুনিয়া’র পর রাজনীতির বক্স অফিসেও এখন ‘মেগাহিট’ অভিনেত্রী মিমি।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
লাস্যময়ী নুসরত ও সুন্দরী মিমিই এবার মমতার চমক https://thenewsbangla.com/mamata-banerjee-select-mimi-chakraborty-nusrat-jahan-as-tmc-candidate/ Tue, 12 Mar 2019 13:53:27 +0000 https://www.thenewsbangla.com/?p=8228 মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিলেন ২০১৯ লোকসভা ভোটে তৃণমূল প্রার্থীদের নাম। বাদ গেছেন বেশ কিছু পুরনো মুখ। এসেছেন বেশ কয়েকজন নতুন মুখও। এদের মধ্যে বাংলা ফিল্মের দুই নায়িকা আলো করে আছেন মমতার প্রার্থী লিস্টে। একজন নুসরত জাহান ও অন্যজন মিমি চক্রবর্তী। নুসরত জাহান দাঁড়াচ্ছেন বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে আর মিমি চক্রবর্তী দাঁড়াচ্ছেন যাদবপুর কেন্দ্র থেকে।

আরও পড়ুনঃ প্রচুর চমক, রাজ্যের ৪২টি আসনে তৃণমূল কংগ্রেসের ৪২জন প্রার্থী কে কে

দেব, শতাব্দী রায় ও মুনমুন সেনের সঙ্গে এবার তৃণমূলের প্রার্থী তালিকায় নতুন নাম নুসরত জাহান ও অন্যজন মিমি চক্রবর্তী। মমতার লিস্টে এই দুজনাই এবার চমক। দেবের মতই কেরিয়ারের একেবারে মধ্যগগনে ভোটের ময়দানে নুসরত ও মিমি। তবে যাদবপুরের মত আসনে মিমিকে দাঁড় করিয়ে রাজনৈতিক মহলকেই চমকে দিয়েছেন মমতা। চলুন জেনে নি, নুসরত জাহান ও মিমি চক্রবর্তীর কিছু তথ্য।

আরও পড়ুনঃ পুলিশে ভরসা নেই, একমাস আগেই বাংলায় কেন্দ্রীয় বাহিনী

বাংলা ফিল্মের প্রযোজক শ্রীকান্ত মোহতা ও রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস দুজনেই নুসরত জাহান ও মিমি চক্রবর্তীর নাম প্রস্তাব করেন বলেই তৃণমূল সূত্রে জানা গেছে। আর মমতা নিজেও এই দুই নায়িকাকে বেশ পছন্দই করেন। ফলে এই দুই নায়িকাকেই ভোট যুদ্ধে নামিয়ে রীতিমত চমকে দিলেন মমতা।

লাস্যময়ী নুসরত ও সুন্দরী মিমিই এবার মমতার চমক/The News বাংলা
লাস্যময়ী নুসরত ও সুন্দরী মিমিই এবার মমতার চমক/The News বাংলা

নুসরত জাহান একজন বাংলা চলচ্চিত্র অভিনেত্রী। ৮ জানুয়ারি ১৯৯০ সালে একটি মুসুলমান পরিবারে জন্ম নুসরাতের। বর্তমানে দক্ষিণ কলকাতায় তাঁর পরিবার সহ বাস করেন বাংলা ছবির এই লাস্যময়ী নায়িকা। ভবানীপুর কলেজ থেকে বি কম পাশ করে তিনি সোজা আসেন মডেলিং জগতে। ২০১০ একটি সৌন্দর্য প্রতিযোগিতায় জিতে নুসরত চলে আসেন প্রচারের আলোয়।

আরও পড়ুনঃ রায়গঞ্জে বিজেপির হয়ে কি লড়বেন দীপা দাশমুন্সি

নুসরত এর অভিনীত প্রথম বাংলা সিনেমা রাজ চক্রবর্তীর পরিচালনায় ‘শত্রু’। এই সিনেমাতে তিনি জীতের বিপরীতে অভিনয় করেন। এরপর তিনি ‘খোকা 8২০’, ‘খিলাড়ি’, ‘হর হর ব্যোমকেশ’, ‘জুলফিকার’, এর মত বিখ্যাত সিনেমাতে অভিনয় সিনেমাতে অভিনয় করেছেন। রাজীব বিশ্বাস পরিচালিত অভিনেতা দেবের বিপরীতে অভিনীত খোকা ৪২০ চলচ্চিত্রটি অত্যন্ত জনপ্রিয় হয়।

আরও পড়ুনঃ জঙ্গি মাসুদ আজহারকে ‘মাসুদ আজহার জী’ বলে সম্বোধন করে বিতর্কে রাহুল

লাস্যময়ী নুসরত ও সুন্দরী মিমিই এবার মমতার চমক/The News বাংলা
লাস্যময়ী নুসরত ও সুন্দরী মিমিই এবার মমতার চমক/The News বাংলা

মিমি চক্রবর্তী উত্তর বাংলার জলপাইগুড়িতে ১১ ফেব্রুয়ারি ১৯৮৯ সালে জন্মান। অরুণাচল প্রদেশে কাটে মিমি চক্রবর্তীর ছোটবেলা। বিন্নাগুড়ি সেন্ট জেমস স্কুলে পড়াশোনা শেষ করে তিনি কলকাতার আশুতোষ কলেজে ইংরেজি নিয়ে স্নাতক হন। বাংলা সিনেমার ও টেলিভিশন অভিনেত্রী। মিমি অভিনয় জগতে আসার আগে একজন মডেল হিসাবে কাজ শুরু করেন। তিনি ফেমিনা মিস্‌ ইন্ডিয়াতে অংশগ্রহন করেন।

আরও পড়ুনঃ বাংলার কোন লোকসভা আসনে কবে ভোট দেখে নিন

তার অভিনয়ের শুরু ‘চ্যাম্পিয়ন’ সিনেমাতে। যদিও মিমি পরিচিতি পান ঋতুপর্ণ ঘোষের ‘গানের ওপারে ‘ ধারাবাহিক এ ‘পুপে’ এর চরিত্রে। এই ধারাবাহিকের খ্যাতি তাকে আলোয় এনে দেয়। রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে এই ধারাবাহিক নির্মিত হয়। এই ধারাবাহিকে আরো অনেক বিখ্যাত ব্যক্তি অভিনয় করেন। ২০১১ তে মিমি টেলি সম্মান পুরস্কার পেয়েছিলেন।

আরও পড়ুনঃ লোকসভা ভোটের আগে পাকিস্তানে ফের একটা সার্জিক্যাল স্ট্রাইক হবে

২০১২ তারিখে মুক্তিপ্রাপ্ত ছবি ‘বাপি বাড়ি যা’র মাধ্যমে তার অভিনয়ের যাত্রা শুরু হয়। তারপর ‘বোঝে না সে বোঝে না’, ‘গ্যাংস্টার’, ‘কি করে তোকে বলবো’, ‘খাদ’, ‘পোস্ট’ এর মত একের পর এক হিট সিনেমাতে অভিনয় করেন মিমি।

এখন দেখার এটাই যে ভোটের ময়দান কতটা ‘হিট’ করতে পারেন নুসরত ও মিমি। তবে এদের পিছনে যে টলিগঞ্জের নায়ক নায়িকা ও অভিনেতা অভিনেত্রীদের সমর্থন থাকবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। আর প্রচারে থাকবেন মন্ত্রী অরুপ বিশ্বাস।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>