TMC BJP Clash – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Thu, 27 Jun 2019 12:57:31 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg TMC BJP Clash – The News বাংলা https://thenewsbangla.com 32 32 কাটমানির দাবিতে মানুষ, তৃণমূল বিজেপি সংঘর্ষ ছড়িয়ে পরছে জেলায় জেলায় https://thenewsbangla.com/cut-money-scam-controversy-tmc-bjp-clash-spread-in-bengal-districts/ Thu, 27 Jun 2019 11:30:33 +0000 https://www.thenewsbangla.com/?p=14554 কাটমানি কেলেঙ্কারি; আর তারপর তৃণমূল কর্মী পূর্ণেন্দু চট্টোপাধ্যায়ের খুনকে কেন্দ্র করে; পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এই খুনের তদন্ত শুরু করতে গেলে; পুলিশের ওপর স্থানীয় বাসিন্দারা চড়াও হয়। আক্রান্ত হয় অনেক এলাকাবাসীও। গতকাল থানায় বিক্ষোভ দেখিয়েছিল; মৃতের পরিবার সহ তৃণমূল কর্মীরা। তারপর পুলিশ গ্রেফতার করে; ৫ জন বিজেপি কর্মীকে।

তৃণমূল বিজেপি সংঘর্ষে; উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় বর্ধমানের নীলপুরে। মৃতের বাড়ির গেটে টাঙিয়ে দেওয়া হয়; ‘কাটমানি ফেরতের ব্যানার’। এই ব্যানার ছড়িয়ে পরে; গোটা সোশ্যাল মিডিয়ায়। বিক্ষোভে এলাকাবাসীর পাশাপাশি জখম হয়; বেশ কিছু পুলিশও। কাটমানি কেলেঙ্কারি; ছড়িয়ে পরছে জেলায় জেলায়।

আরও পড়ুনঃ Breaking News; ভারত সরকারের চাপে নীরব মোদীর ২৮৩ কোটি টাকার সুইস ব্যাঙ্ক আকাউন্ট বন্ধ হল

কাটমানির বিতর্কিত দাবিতে; এখন সরগরম মেদিনীপুরও। কাটমানি কান্ডের এই জটিল পরিস্থিতি; ধীরে ধীরে ছড়িয়ে পরছে রাজ্যের বিভিন্ন জেলাগুলিতে। পরিস্থিতি সামলাতে; অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে; তৃণমূল নেতাদের বাড়ি বাড়ি।

৫৫ বছর বয়সী তৃণমূল কর্মী পূর্ণেন্দু চট্টোপাধ্যায় এর খুনকে কেন্দ্র করে; কাটমানি ঘটনা যেভাবে মোড় নিয়েছে; তাতে তৃণমূল বিজেপি সংঘর্ষ; আরও জটিলতর হতে চলেছে। কাটমানি ফেরতের দাবিতেই; এই বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ দেখান এলাকাবাসীর একাংশ।

আরও পড়ুনঃ মি টু আন্দোলনে আবারও প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

আবাস যোজনায় বাড়ি তৈরীর ক্ষেত্রে; ৩০ হাজার টাকা কাটমানি নেওয়ার অভিযোগ ওঠে পূর্ণেন্দুবাবুর বিরুদ্ধে। এলাকাবাসীরা অভিযোগ জানানোর সময়; তিনি বাড়ি ছিলেন না। তাই সেইসময় পূর্ণেন্দুবাবুকে না পেয়ে; বিক্ষোভকারীরা তার বাড়ির গেটে তালা লাগিয়ে দেয়। এমনকি বাড়ির দেওয়ালে পোস্টারও লাগানো হয়; কাটমানি ফেরতের দাবিতে।

ঘটনায় ক্ষুব্ধ হয়ে; পরিবার ও তৃণমূলের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়। প্রতিবাদ জানিয়ে থানায় বিক্ষোভও দেখান তারা। এই পরিস্থিতির কারণ হিসেবে রাজ্যের শাসকদল; বিজেপিকেই দায়ি করেছে তৃণমূল।

আরও পড়ুনঃ মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎ রক্ষার দায় বামেদের নেই

বিজেপির দিকে তোলা অভিযোগ; অস্বীকার করেছে জেলা বিজেপি নেতারা। জেলার বিজেপি সভাপতি সন্দীপ নন্দী জানিয়েছেন, “বিজেপি এই ধরণের কাজের সঙ্গে যুক্ত থাকে না। ওই এলাকায় বিজেপির কোনো সংগঠন নেই। বিজেপিকে বদনাম করার জন্যই এই অপপ্রচার করছে শাসক দল”।

]]>
তৃণমূল বিজেপি গোষ্ঠীদ্বন্দ্ব, বাংলার সব এসপি অফিস ঘেরাও করল বিজেপি https://thenewsbangla.com/tmc-bjp-clash-all-police-super-office-gherao-in-bengal-by-bjp/ Mon, 24 Jun 2019 06:18:43 +0000 https://www.thenewsbangla.com/?p=14305 রাজ্য জুড়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিরুদ্ধে অভিযোগ তুলে; রাজ্যের সব এসপি অফিস ঘেরাও করল বিজেপি। দিলীপ ঘোষ ঘোষণা করেছিলেন, সোমবার রাজ্যের প্রতিটি জেলায়; পুলিশ সুপারের অফিস ঘেরাও করা হবে। তিনি বলেছেন, “তৃণমূল নেতাদের জনরোষের হাত থেকে রক্ষা করতে; পুলিশ বারবার গুলি চালাচ্ছে”।

সংখ্যালঘু সম্প্রদায়কেও এদিন সতর্কবার্তা দেওয়া হয়। শনিবার বাঁকুড়ার পাত্রসায়রে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে; তৃণমূলের মিছিলকে কেন্দ্র করে; উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। তৃণমূলের মিছিল ঘিরে বিজেপি কর্মী-সমর্থকরা ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়া শুরু করে। ২ বিজেপি সমর্থক-সহ মোট ৩ জন গুলিবিদ্ধ হন।

বিজেপির অভিযোগ, পুলিশ গুলি চালিয়েছে। পুলিশ অবশ্য গুলি চালানোর কথা অস্বীকার করেন। বিজেপি অভিযোগে অনড় থেকে; ইতিমধ্যেই পাত্রসায়রের ঘটনার সিবিআই তদন্ত দাবি করেছে। ভাটপাড়া নিয়েও; সিবিআই তদন্তের দাবি তুলেছে বিজেপি। রাজ্যের সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা বলে; বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে দেন দিলীপ ঘোষ।

দিলীপ ঘোষের কথা অনুযায়ী; সোমবার দুপুর ১২টা থেকেই; রাজ্যের সব জেলায়; বিজেপি পথে নামল। ঘেরাও করা হল সব পুলিশ সুপার অফিস। গত কয়েকদিনে ভাটপাড়া, আমডাঙা, পাত্রসায়র, খণ্ডঘোষ, নরেন্দ্রপুর, চোপড়া থেকে; রাজনৈতিক হিংসার খবর আসতে শুরু করে; তারই প্রতিবাদে বিজেপির রাস্তায় নামা।

আরও পড়ুনঃ খেয়েছেন যারা কাটমানি, দাদারা অথবা দিদিমণি, কাটমানি নিয়ে মমতাকেই আক্রমণ নচিকেতার

দিলীপবাবু বলেন, “পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলার অবস্থা এখন যে রকম, তা শুধু রাজ্যের নয়; সারা দেশের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কর্মীদের রক্ষা করার জন্য আমাদের রাস্তায় নামা ছাড়া; আর কোনও পথ খোলা নেই”।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে দিলীপ ঘোষ বলেন, “মুখ্যমন্ত্রী দায়িত্বজ্ঞানহীনের মতো কথা বলছেন। কাটমানির কথা মুখ্যমন্ত্রী এত দিন জানতেন না, এমন তো নয়। উনি সব জানতেন। এত দিনে স্বীকার করছেন”। দিলীপবাবু আরও বলেন যে; “যে কাটমানির বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মুখ খুলেছেন; তার ভাগ মুখ্যমন্ত্রী নিজেও পান”।

দিলীপবাবু বলেন, “এ রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়কে তৃণমূল ‘বোড়ে’ হিসেবে ব্যবহার করছে। তাঁর মন্তব্য, “সংখ্যালঘু সমাজের চিন্তা করার প্রয়োজন রয়েছে। কোনও রাজনৈতিক দলের হাতিয়ার হিসেবে তারা যেন ব্যবহৃত না হন। না হলে তাদের সুরক্ষা নিয়েই সংশয় দেখা দেবে”। “বিজেপিই রাজ্য জুড়ে অশান্তি ছড়াচ্ছে; পাল্টা অভিযোগ তৃণমূলের।

]]>