TMC Anger – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Thu, 14 Mar 2019 09:11:17 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg TMC Anger – The News বাংলা https://thenewsbangla.com 32 32 মমতার প্রার্থী তালিকা নিয়ে গোপনে ক্ষোভ বাড়ছে জেলায় জেলায় https://thenewsbangla.com/mamata-banerjees-lok-sabha-election-candidates-list-growing-anger-against-the-decision/ Thu, 14 Mar 2019 08:57:32 +0000 https://www.thenewsbangla.com/?p=8390 প্রকাশ্যে বিদ্রোহ করে তৃণমূল ছেড়ে বিজেপিতে গেলেন অর্জুন সিং। কিন্তু মমতার প্রার্থী তালিকা ঘোষণা করার পর রাজ্যের অনেক জেলাতেই শুরু হয়েছে বিক্ষোভের চোরা স্রোত। প্রকাশ্যে এখনও কিছু না বললেও ভোটের ফলে এর প্রভাব পরতেই পারে বলে মনে করছেন ভোট বিশেষজ্ঞরা। বিক্ষোভকে অর্জুনের মত বিদ্রোহে রূপ দিতে মাঠে বঙ্গ বিজেপি।

আরও পড়ুনঃ অর্জুনের হাত ধরে বারাকপুর লোকসভা ছিনিয়ে নিতে পারে বিজেপি

২০১৪ সালে আসানসোলে দোলা সেনকে প্রার্থী হিসাবে মেনে নেননি নেতা কর্মীরা। প্রকাশ্যে কিছু না বললেও ভোটের ফলে সেই বিদ্রোহ পরিস্কার বোঝা গিয়েছিল। আসানসোলে ভোটে জিতেছিলেন বিজেপির বাবুল সুপ্রিয়। এবার ফের আসানসোলে নিজের রাজনৈতিক কর্মী নেতাদের পরিবর্তে আসানসোলে প্রার্থী করেছেন বাঁকুড়ায় সাংসদ হিসাবে চূড়ান্ত ব্যর্থ মুনমুন সেনকে। আবার যাতে ভোটে বিদ্রোহ না হয়, তার জন্য প্রত্যেক নেতাকে এবার আগে থেকেই টার্গেট বেঁধে দিয়েছেন মমতা। তবু দলের অন্দরে বিদ্রোহ চলছেই।

আরও পড়ুনঃ দিল্লিতে অর্জুন, ৪০ জন তৃণমূল কাউন্সিলর নিয়ে বিজেপিতে যোগদানের জল্পনা

কোথায় কোথায় চলছে বিদ্রোহ? জেলা জেলায় তৃণমূল সূত্রে জানা যাচ্ছে, যেখানেই অন্য পেশার মানুষদের দাঁড় করান হয়েছে সেখানেই চলছে বিদ্রোহ। একমাত্র ঘাটালে দেবকে ২০১৪ সালেই মেনে নিয়েছেন তৃণমূল করমি-নেতারা। সিপিএম বা কংগ্রেস থেকে যারা দলে যোগ দিয়েই প্রার্থী হয়ে গেছেন বিদ্রোহ চলছে সেখানেও। এমনকি দক্ষিণ কলকাতায় কংগ্রেস ছেড়ে আসা মালা রায়কে নিয়েও আপত্তি তৃণমূল নেতা কর্মীদের।

আরও পড়ুনঃ বাংলার কোন লোকসভা আসনে কবে ভোট দেখে নিন

একনজরে দেখে নেওয়া যাক তৃণমূলের প্রার্থী তালিকা। তাহলেই পরিস্কার বোঝা যাবে কোথায় কোথায় চলছে বিক্ষোভের চোরা স্রোত। বালুরঘাট, আসানসোল, কোচবিহার, রানাঘাট, বসিরহাট, যাদবপুর, কলকাতা দক্ষিন, বীরভূম সহ বেশ কিছু লোকসভা আসন জুড়েই চলছে ক্ষোভ বিক্ষোভ। তবে এখনও অর্জুন সিং এর মত প্রকাশ্যে বিদ্রোহ করেননি কেউই।

আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গে নজিরবিহীন ৭ দফা ভোটে সুবিধা বিজেপির

সিপিএম বা কংগ্রেস থেকে এসেই যারা টিকিট পেয়ে গেছেন সেখানেও চলছে তুমুল গোষ্ঠীদ্বন্দ্ব। তবে এই নিয়ে কেউ প্রকাশ্যে মুখ খুলতে চাননি। তবে লোকসভা ভোটে মুখ না খুললেও দু বছর পর রাজ্য বিধানসভা ভোটে যে এই নিয়ে তুলকালাম হবে সেটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। দেখে নিন মমতার প্রার্থী তালিকা ও বিক্ষোভের এলাকা। তবে এই নিয়ে কোন নেতা প্রকাশ্যে মুখ খুলতে চাননি।

আরও পড়ুনঃ নাবালিকাকে বিয়ে করে পুলিশের ভয়ে গা ঢাকা দিলেন কাউন্সিলর

দেখে নিন একনজরে, কোথায় কোথায় গোপনে বিক্ষোভ চলছে।
লোকসভা কেন্দ্রঃ/২০১৪ সালে প্রার্থী ছিলেনঃ/২০১৯ এ প্রার্থী হলেনঃ

১। কোচবিহার / পার্থপ্রতিম রায় / পরেশ অধিকারী
২। আলিপুরদুয়ার / দশরথ তিরকে / দশরথ তিরকে
৩। জলপাইগুড়ি / বিজয় বর্মন / বিজয় বর্মন
৪। দার্জিলিং / বাইচুং ভুটিয়া / অমর সিং রাই
৫। রায়গঞ্জ / সত্যরঞ্জন দাসমুন্সি / কানহাইয়ালাল আগরওয়াল
৬। বালুরঘাট / অর্পিতা ঘোষ / অর্পিতা ঘোষ (# বিক্ষোভ চলছে)

৭। মালদহ উত্তর / সৌমিত্র রায় / মৌসম বেনজির নূর (# বিক্ষোভ চলছে)
৮। মালদহ দক্ষিণ / মোয়াজ্জেম হোসেন / মোয়াজ্জেম হোসেন
৯। জঙ্গিপুর / হাজি নুরুল ইসলাম / খলিলুর রহমান
১০। মুর্শিদাবাদ / মহম্মদ আলি / আবু তাহের (# বিক্ষোভ চলছে)
১১। বহরমপুর / ইন্দ্রনীল সেন / অপূর্ব সরকার
১২। কৃষ্ণনগর / তাপস পাল / মহুয়া মৈত্র (# বিক্ষোভ চলছে)

১৩। রানাঘাট / তাপস মণ্ডল / রুপালী বিশ্বাস (# বিক্ষোভ চলছে)
১৪। বনগাঁ / মমতাবালা ঠাকুর / মমতাবালা ঠাকুর
১৫ বারাকপুর / দীনেশ ত্রিবেদী / দীনেশ ত্রিবেদী (# বিক্ষোভ চলছে)
১৬। দমদম / সৌগত রায় / সৌগত রায়
১৭। বারাসত / কাকলি ঘোষ দস্তিদার / কাকলি ঘোষ দস্তিদার
১৮। বসিরহাট / ইদ্রিশ আলি / নুসরত জাহান (# বিক্ষোভ চলছে)

১৯। জয়নগর / প্রতিমা মণ্ডল / প্রতিমা মণ্ডল
২০। মথুরাপুর / সি এম জাটুয়া / সি এম জাটুয়া
২১। ডায়মন্ডহারবার / অভিষেক বন্দ্যোপাধ্যায় / অভিষেক বন্দ্যোপাধ্যায়
২২। যাদবপুর / সুগত বসু / মিমি চক্রবর্তী (# বিক্ষোভ চলছে)
২৩। কলকাতা দক্ষিণ / সুব্রত বক্সি / মালা রায় (# বিক্ষোভ চলছে)
২৪। কলকাতা উত্তর / সুদীপ বন্দ্যোপাধ্যায় / সুদীপ বন্দ্যোপাধ্যায়

২৫। হাওড়া / প্রসূন বন্দ্যোপাধ্যায় / প্রসূন বন্দ্যোপাধ্যায়
২৬। উলুবেড়িয়া / সাজদা আহমেদ / সাজদা আহমেদ
২৭। শ্রীরামপুর / কল্যাণ বন্দ্যোপাধ্যায় / কল্যাণ বন্দ্যোপাধ্যায়
২৮। হুগলি / রত্না দে নাগ / রত্না দে নাগ
২৯। আরামবাগ / অপরূপা পোদ্দার / অপরূপা পোদ্দার
৩০। তমলুক / দিব্যেন্দু অধিকারী / দিব্যেন্দু অধিকারী
৩১। কাঁথি / শিশির অধিকারী / শিশির অধিকারী
৩২। ঘাটাল / দীপক অধিকারী(দেব)/ দীপক অধিকারী(দেব)

৩৩। ঝাড়গ্রাম / উমা সোরেন / বীরবাহ সরেন (# বিক্ষোভ চলছে)
৩৪। মেদিনীপুর / সন্ধ্যা রায় / মানস ভুঁইয়া (# বিক্ষোভ চলছে)
৩৫। পুরুলিয়া / মৃগাঙ্ক মাহাত / মৃগাঙ্ক মাহাত
৩৬। বাঁকুড়া / মুনমুন সেন / সুব্রত মুখোপাধ্যায়
৩৭। বিষ্ণুপুর / সৌমিত্র খাঁ / শ্যামল সাঁতরা

৩৮। বর্ধমান পূর্ব / সুনীল মন্ডল / সুনীল মন্ডল
৩৯। বর্ধমান দুর্গাপুর / মমতা সঙ্ঘমিত্রা / মমতা সঙ্ঘমিত্রা
৪০। আসানসোল / দোলা সেন / মুনমুন সেন (# বিক্ষোভ চলছে)
৪১। বোলপুর / অনুপম হাজরা / অসিত মাল (# বিক্ষোভ চলছে)
৪২। বীরভূম / শতাব্দী রায় / শতাব্দী রায় (# বিক্ষোভ চলছে)

তবে অর্জুন সিং এর মত এইরকম বিদ্রোহের রাস্তা যে অন্য নেতারা বেছে নেবেন না সেটা কিন্তু বলা যায় না। এই বিক্ষোভকেই বিদ্রোহে রূপ দিতে চেষ্টা করছে বিজেপি। আর এই সুযোগটা এই ভোটের আগেই কাজে লাগাতে চান মুকুল রায় ও বঙ্গ বিজেপি।

আরও পড়ুনঃ লাস্যময়ী নুসরত ও সুন্দরী মিমিই এবার মমতার চমক
আরও পড়ুনঃ প্রচুর চমক, রাজ্যের ৪২টি আসনে তৃণমূল কংগ্রেসের ৪২জন প্রার্থী কে কে
আরও পড়ুনঃ মিছিল মিটিং করতে মমতার পুলিশ প্রশাসন আর আটকাতে পারবে না বিজেপিকে

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>