The Supreme Court – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Tue, 12 Feb 2019 07:34:43 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg The Supreme Court – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ফের লজ্জার অন্ধকারে সিবিআই, চরম অপমানের শাস্তি সিবিআই প্রধানকে https://thenewsbangla.com/nageswara-rao-ex-cbi-interim-chief-convicts-of-contempt-of-court-by-sc/ Tue, 12 Feb 2019 07:06:19 +0000 https://www.thenewsbangla.com/?p=6713 ফের চূড়ান্ত লজ্জা সিবিআই এর। ফের লজ্জার অন্ধকারে সিবিআই, অপমানের শাস্তি প্রাক্তন সিবিআই প্রধানকে। মোদী ঘনিষ্ঠ আইপিএস নাগেশ্বর রাওকে আদালত অবমাননার জেরে মঙ্গলবার সারাদিন আদালতের এক কোনে বসে থাকতে হবে। যতক্ষণ না সুপ্রিম কোর্টের কাজ শেষ হচ্ছে। সঙ্গে ১ লাখ টাকার জরিমানা। দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এর বেঞ্চ এই অপমানজনক নির্দেশ দিয়েছে।

আরও পড়ুনঃ হোটেলে ভয়াবহ আগুন, জীবন্ত দগ্ধ ১৫, লাফ মেরে মৃত আরও ২

“যান আদালতের কাজ শেষ না হওয়া পর্যন্ত এক কোনে দাঁড়িয়ে থাকুন”, ঠিক এই ভাষাতেই প্রাক্তন অন্তর্বর্তী সিবিআই প্রধান নাগেশ্বর রাওকে অপমান করল দেশের শীর্ষ আদালত। সঙ্গে আদালত অবমাননার দায়ে ১ লাখ টাকার জরিমানা করা হয়েছে তাঁকে। বিহারের মুজাফফরপুর হোম কাণ্ডে তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ ওঠে। সেই অভিযোগ প্রমাণ হওয়ায় আগেই ক্ষমা চান প্রাক্তন অন্তর্বর্তী সিবিআই প্রধান নাগেশ্বর রাও। কিন্তু ক্ষুব্ধ শীর্ষ আদালতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ তাঁকে মঙ্গলবার এই অপমানজনক শাস্তি শোনান।

আরও পড়ুনঃ ধর্মতলায় আন্দোলনের অধিকার শুধু মমতার, বাকি সবার জন্য নিষিদ্ধ

৫ দিন আগেই সুপ্রিম কোর্টের তীব্র ক্ষোভের মুখে পড়েন সিবিআইয়ের বিশেষ অধিকর্তা নাগেশ্বর রাও। অলোক ভার্মাকে সরিয়ে দেওয়ার পর তিনিই কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর দায়িত্ব অস্থায়ী ভাবে হাতে নিয়েছিলেন। গত বৃহস্পতিবারই শীর্ষ আদালতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলেন, “আদালতের নির্দেশ অমান্য করে সিবিআই আধিকারিককে বদলি করে আদালত অবমাননার অপরাধ করেছেন নাগেশ্বর রাও”।

আরও পড়ুনঃ রাহুলকে সরিয়ে লোকসভা ভোটে মোদী বিরোধী মুখ প্রিয়াঙ্কাই

ক্ষুব্ধ প্রধান বিচারপতি রঞ্জন গগৈ আদালত অবমাননার নোটিস জারি করে রাওকে এজলাসে তলব করেন। আজ মঙ্গলবার হাজিরা দিতে হত তাঁকে। বিচারপতি গগৈ গত বৃহস্পতিবারই বলেন, “আইন হল আপনার একমাত্র বস। কোনও রাজনৈতিক নেতা নয়। অন্যের কথায় হলফনামা দেবেন না”। তীব্র ক্ষোভ প্রকাশ করে বিচারপতি গগৈ সিবিআইয়ের আইনজীবীকে রাঘবচারুলুকে বলেন, “সিবিআই আধিকারিকরা আমাদের নির্দেশ নিয়ে খেলা করেছেন। এটা আদালত আবমাননার সামিল। এখন একমাত্র ভগবানই আপনাদের সাহায্য করতে পারবেন”।

আরও পড়ুনঃ লোকসভা ভোটের আগে হত্যা মামলা থেকে মুক্তি নরেন্দ্র মোদীর

আজই আদালতে হাজির হয়ে নাগেশ্বর রাও জানান, কেন তিনি শীর্ষ আদালতের নির্দেশ অমান্য করে বিহারের মুজফ্‌ফরপুরে অনাথ আশ্রম সংক্রান্ত মামলার তদন্তের দায়িত্বে থাকা আধিকারিক এ কে শর্মাকে বদলি করেছেন। রাওয়ের ব্যাখ্যায় বিচারপতিরা সন্তুষ্ট না হওয়ায় এবার বেশ বড়সড় ও অপমানজনক শাস্তির মুখে পড়লেন তিনি।

আরও পড়ুনঃ রথী মহারথীদের নাম লেখা ১২ পাতার গোপন চিঠি সিবিআইকে দিলেন কুণাল ঘোষ

সুপ্রিম কোর্ট সূত্রে খবর, বিষয়টিতে রাও যথেষ্ট ব্যাকফুটেই ছিলেন। তাঁর স্বল্প সময়ের কার্যকালে হওয়া ৪০ জন আধিকারিকের বদলিতে এত বড় সমস্যা হয়নি, যা এবার তৈরি হল। শীর্ষ আদালতের রোষানলে তৈরি আইনি জটিলতা নাগেশ্বর রাওয়ের সার্ভিস কেরিয়ারে কালো দাগ লাগিয়ে দিল বলেই মনে করছেন আইনজীবীরা।

আরও পড়ুনঃ পাকিস্তান চিনের চিন্তা বাড়িয়ে ভারতীয় সেনার হাতে এল ভয়ঙ্কর চিনুক হেলিকপ্টার

আইনজীবীরা মনে করছেন, ‘সিবিআই প্রধান হিসেবে তাঁর কার্যকালে গৃহীত বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে এমনিতেই সুপ্রিম কোর্টে একাধিক মামলা চলছে। নোটিসও জারি হয়েছে তাঁর বিরুদ্ধে। অন্তর্বর্তী সিবিআই প্রধান হিসেবে তাঁর নিয়োগের বিরোধিতা করেও মামলা চলছে। এমন অবস্থায় আদালত অবমাননার অভিযোগ প্রমাণিত হওয়ায় নিশ্চিতভাবেই বড় সমস্যায় পড়লেন তিনি’৷

আরও পড়ুনঃ মমতার ধর্ণায় বসা পুলিশ অফিসারদের কড়া শাস্তি দিতে চলেছে মোদী সরকার

রাওয়ের মতোই মুজফ্ফপুরের হোমে হওয়া যৌন অত্যাচারের মামলায় এদিন শীর্ষ আদালতের রোষানলে পড়ে বিহার সরকারও। ক্ষুব্ধ প্রধান বিচারপতি বিহার থেকে এই মামলা দিল্লিতে সরিয়ে আনার নির্দেশ দেন। বলেন, “যথেষ্ট হয়েছে। শিশুদের ভবিষ্যত নিয়ে ছেলেখেলা চলতে পারে না। বিচারের স্বার্থরক্ষার জন্যই বিহারের বাইরে মামলার বিচারপর্ব নিয়ে যাওয়া হবে”। বিচারপতি গগৈয়ের নির্দেশ, ছমাসের মধ্যে শেষ করতে হবে বিচার প্রক্রিয়া।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
লোকসভা ভোটের আগে হত্যা মামলা থেকে মুক্তি নরেন্দ্র মোদীর https://thenewsbangla.com/sc-adjourns-zakia-jafris-plea-challenging-sits-clean-chit-to-narendra-modi/ Mon, 11 Feb 2019 10:13:18 +0000 https://www.thenewsbangla.com/?p=6682 বড় স্বস্তিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সুপ্রিম কোর্টের নির্দেশে লোকসভা ভোটের আগে কংগ্রেস সাংসদ এহসান জাফরী হত্যা মামলায় স্বস্তিতে ফিরল মোদী ও বিজেপি। কংগ্রেস নেতা এহসান জাফরীর হত্যা মামলা থেকে নরেন্দ্র মোদীকে রেহাই দেওয়া নিয়ে তাঁর স্ত্রী জাকিয়ার অভিযোগ শোনার উপর আগামী জুলাই মাস অব্দি মুলতবির নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত।

আরও পড়ুনঃ রথী মহারথীদের নাম লেখা ১২ পাতার গোপন চিঠি সিবিআইকে দিলেন কুণাল ঘোষ

গুজরাট দাঙ্গার সময় আহমেদাবাদের গুলবার্গ হাউজিং সোসাইটিতে হামলা চালায় একদল উন্মত্ত জনতা। হামলা চালান হয় ওই হাউজিংয়ে বসবাসকারী প্রায় ২ হাজার মুসলমানের ওপর। অগ্নিসংযোগ করা হয় ওই আবাসনের বেশির ভাগ বাড়িতেই। গণহত্যায় নিহত হন প্রাক্তন কংগ্রেস সাংসদ এহসান জাফরী সহ ৬৯ জন মুসলমান। তাদের হাত-পা কেটে জীবন্ত পুড়িয়ে মারা হয় বলে অভিযোগ।

আরও পড়ুনঃ পাকিস্তান চিনের চিন্তা বাড়িয়ে ভারতীয় সেনার হাতে এল ভয়ঙ্কর চিনুক হেলিকপ্টার

নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী হন ২০০১ সালের ৭ অক্টোবর। চার মাস পরেই গোধরা স্টেশনে ৫৯ জন হিন্দু তীর্থযাত্রীকে ট্রেনে আগুন লাগিয়ে পুড়িয়ে মারা হয়। অভিযোগ ওঠে, কোন সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ছাড়াই মোদী বলে দেন, এটা পাকিস্তানের মুসলমানদের ষড়যন্ত্র। তিনি রাজ্যব্যাপী হরতালের ডাক দেন। আর আগুনে পোড়া তীর্থযাত্রীদের মরদেহ নিয়ে মিছিল করেন। উত্তেজক বক্তৃতাও দেন তিনি।

আরও পড়ুনঃ মোদীর অরুণাচল সফর নিয়ে চিনকে উপযুক্ত জবাব দিল ভারত

জাকিয়া জাফরীর অভিযোগ ছিল, তার পরের দিন হিন্দুদের একটি বিশাল দল নানারকম অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে গুজরাটের অভিজাত মুসলিম আবাসিক এলাকা গুলবার্গের সামনে জড়ো হয়। সেখানে থাকতেন কংগ্রেসের প্রাক্তন সাংসদ এহসান জাফরী। পুলিশের নিষ্ক্রিয় ভূমিকা দেখে জাফরী আতঙ্কিত হয়ে সাহায্যের জন্য বিভিন্ন স্থানে ফোন করতে শুরু করেন। অভিযোগ ওঠে, এঁদের মধ্যে মোদীও ছিলেন। তাঁর সঙ্গে কথা বলে জাফরী নিরাশ হয়ে পড়েন। প্রাণভয়ে কংগ্রেস নেতার বাড়িতেই আশ্রয় নিয়েছিলেন অসংখ্য মুসলিম।

আরও পড়ুনঃ সার্কিট বেঞ্চ উদ্বোধন করে দিয়ে মমতার ‘বাড়া ভাতে’ ছাই দিলেন মোদী

এহসান জাফরীর স্ত্রী জাকিয়ার অভিযোগ, কিছুক্ষণ পরেই তিনি ব্যালকনিতে দাঁড়িয়ে আতঙ্ক নিয়ে দেখেন, দাঙ্গাবাজরা তাঁর স্বামীকে নগ্ন করে টেনে রাস্তায় নিয়ে যাচ্ছে। তার চোখের সামনেই তারা জাফরীকে মাটিতে শুইয়ে দিয়ে একে একে তাঁর আঙুল, হাত, পা, মাথা কেটে টুকরো টুকরো করছে। তারপর জাফরীর মৃতদেহটি তারা একটি উন্মুক্ত চিতায় ফেলে দেয়। পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেও কিছু করেনি।

আরও পড়ুনঃ কেন্দ্রে ক্ষমতায় এলে তিন তালাক বিরোধী আইন বাতিল করে দেবে কংগ্রেস

ওই ঘটনায় গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মদত দেওয়া ও নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন মৃত এহসান জাফরীর স্ত্রী জাকিয়া জাফরী। আহমেদাবাদের বেশ কয়েকজন বিজেপি নেতা, পুলিশ অফিসার ও সচিবের বিরুদ্ধেও সে সময় অভিযোগ দায়ের করেন তিনি। জাকিয়ার আবেদনের ভিত্তিতে সুপ্রিমকোর্টের নির্দেশে তদন্তে নামে গুজরাট দাঙ্গার বিশেষ তদন্তকারী দল(সিট)। তদন্তে নেমে ৬৬ জনকে অভিযুক্ত করে সিট। এদের মধ্যে ৯জন ১৪ বছর ধরে কারাগারে বন্দী ছিলেন। বাকিরা জামিনে মুক্ত ছিলেন।

আরও পড়ুনঃ মমতার বাংলায় ১ লাখ চাকরির প্রতিশ্রুতি দিলেন মুকেশ আম্বানি

অনিবার্য মৃত্যুর হাত থেকে সেদিন রক্ষা পেয়েছিলেন এহসানের স্ত্রী জাকিয়া। তিনিই মূলত অসীম সাহস নিয়ে এর বিরুদ্ধে দাঁতে দাঁত দিয়ে লড়াই চালাচ্ছেন গত ১৬ বছর ধরে। সবরকম সহায়তার হাত বাড়িয়ে তাঁর পাশে আছেন সমাজকর্মী তিস্তা শীতলাবাদ। মোদীর বিরুদ্ধে আনা অভিযোগগুলোর মধ্যে এটাই ছিল সবচেয়ে গুরুতর। কিন্তু নরেন্দ্র মোদী সব অভিযোগ অস্বীকার করেন। এমনকি এও বলেন, সেদিন রাত সাড়ে আটটার আগে তিনি এ ঘটনা জানতেনই না। সর্বোচ্চ আদালতের নির্দেশে গঠিত স্পেশাল ইনভেস্টিগেশন টিমও(এসআইটি) তাঁর এই কথা সত্য বলে ধরে নেয়। ক্লিন চিট পান নরেন্দ্র মোদী। আর এর বিরুদ্ধেই দেশের শীর্ষ আদালতের দারস্থ হন জাকিয়া। সেই মামলাই আগামী জুলাই পর্যন্ত মুলতবি করে দেওয়া হল।

আরও পড়ুনঃ মমতার ধর্ণায় বসা পুলিশ অফিসারদের কড়া শাস্তি দিতে চলেছে মোদী সরকার

গুজরাটের গুলবার্গ সোসাইটিতে এই গণহত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২৪ জনকে অভিযুক্ত করে আদালত। গুজরাট দাঙ্গা ছিল স্বাধীন ভারতের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাঙ্গার ঘটনা। আহমেদাবাদের ওই বিশেষ আদালত তার রায়ে গণহত্যায় প্রত্যক্ষভাবে মদত দেওয়ার অভিযোগে ১১জনের বিরুদ্ধে কঠোর ও বাকি ১৩জনের বিরুদ্ধে অপরাধের মাত্রা কিছুটা কমের কথা বলে।

আরও পড়ুনঃ রিজার্ভ ব্যাঙ্ক এর বড় ঘোষণা, লোকসভা ভোটের আগে মধ্যবিত্তের মুখে হাসি

দীর্ঘ লড়াইয়ের শেষে যে বিচার মিলেছে তাতে অভিযুক্ত ৬৬জনের মধ্যে ৩৬জনকে বেকসুর খালাস করে দেওয়া হয়। যে ২৪জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে তাদের মধ্যে ১৩জনের বিরুদ্ধে রয়েছে দুর্বল ধারা, এমনটাই বিরোধীদের অভিযোগ। বিজেপি বা বিশ্বহিন্দু পরিষদের নেতারা বেশিরভাগই মুক্তি পেয়ে গেছেন। স্বাভাবিকভাবেই সোমবারের এই রায়ে বিজেপি তথা সংঘ পরিবার ছাড়া আর কারোরই সন্তুষ্ট হওয়ার কথা নয়।

আরও পড়ুনঃ মোদীর অরুণাচল সফর নিয়ে চিনকে উপযুক্ত জবাব দিল ভারত

সুপ্রিম কোর্ট গঠিত বিশেষ তদন্তকারী দলের এই মামলায় তদন্ত করা নিয়েও প্রশ্ন ওঠে। এতবড় একটা আবাসন এলাকায়, এত ভয়ঙ্কর গণহত্যা চালানো কি মাত্র ২৪টা লোকের পক্ষে সম্ভব? যেখানে কয়েকশ হামলাকারী এই হত্যা ও ধ্বংস চালিয়েছিল, তাদের সকলকেই প্রায় ছাড় দিয়ে মাত্র ২৪ জনকে অভিযুক্ত করা হয়েছে। এটা কোন অবস্থাতেই মেনে নেওয়া যায় না, বলছেন সমাজকর্মীরা।

আরও পড়ুনঃ সমাজের রীতি ভেঙে বাংলার স্কুলে একি করল সুন্দরী ছাত্রী

গুজরাট আদালতও মোদীকে ‘ক্লিন চিট’ রায় বহাল রাখে। তার প্রতিবাদে দেশের শীর্ষ আদালতের দারস্থ হন জাকিয়া। তদন্ত প্রক্রিয়ায় ঘাটতি, তদন্তকাজে অসহযোগিতা এবং তথ্য গোপনের গভীর ষড়যন্ত্র না থাকলে এমন হওয়া একরম অসম্ভব বলেই মত মানবাধিকার কর্মীদের। তাছাড়া এতবড় একটা অমানবিক ঘটনা নিছক স্বতঃস্ফূর্ত উন্মাদনায় ঘটেছে সেটাও বিশ্বাস করা কঠিন।

আরও পড়ুনঃ সার্কিট বেঞ্চ উদ্বোধন করে দিয়ে মমতার ‘বাড়া ভাতে’ ছাই দিলেন মোদী

এইসব বিচার করেই মৃত কংগ্রেস নেতার বিধবা স্ত্রীর অভিযোগ ফের শুনবে বলেই গত নভেম্বরে রায় দিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত। কিন্তু সোমবার কংগ্রেস নেতা এহসানের স্ত্রী জাকিয়ার আবেদন এর উপর আগামী জুলাই পর্যন্ত মুলতবি করে দিয়ে বিজেপি ও নরেন্দ্র মোদীকে লোকসভা ভোটের আগে বড় স্বস্তি দিল সুপ্রিম কোর্ট।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
বাংলায় রাস্তায় বিজেপির রথ চলবে কিনা ঠিক হবে আগামী মঙ্গলবার https://thenewsbangla.com/bjp-rath-yatra-supreme-court-issues-notice-to-west-bengal-government/ Tue, 08 Jan 2019 09:06:01 +0000 https://www.thenewsbangla.com/?p=5304 The News বাংলা: আগামী মঙ্গলবার সুপ্রিমকোর্টে ঠিক হবে বাংলায় রাস্তায় বিজেপির ‘গণতন্ত্র বাঁচাও যাত্রা’ রথ চলবে কি চলবে না। সুপ্রিমকোর্টে জয় পেতে এবার রথযাত্রার কর্মসূচি কাটছাঁট করল বিজেপি। এরপরেই নতুন কর্মসূচি দিয়ে রাজ্যকে নোটিস দিল দেশের শীর্ষ আদালত। আগামী মঙ্গলবার এই মামলার চূড়ান্ত শুনানি বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ ভোটের আগে সিবিআই মামলায় সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেল মোদী সরকার

বিজেপির রথযাত্রা নিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল বঙ্গ বিজেপি। আজ মঙ্গলবার শুনানির শুরুতেই যাত্রা কাটছাঁট করে ছোট করা হয়েছে, বলে সুপ্রিম কোর্টে জানান বিজেপির আইনজীবী। এরপরেই বিজেপির রথ যাত্রার নতুন কর্মসূচী নিয়ে রাজ্যকে নোটিস দিল দেশের শীর্ষ আদালত।

বাংলায় রাস্তায় বিজেপির রথ চলবে কিনা ঠিক হবে আগামী মঙ্গলবার/The News বাংলা
বাংলায় রাস্তায় বিজেপির রথ চলবে কিনা ঠিক হবে আগামী মঙ্গলবার/The News বাংলা

রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, যেনতেন প্রকারেণ দেশের সর্বোচ্চ আদালতের অনুমতি পেতেই রথযাত্রার কর্মসুচিতে কাটছাঁট করল বিজেপি। যাত্রার সময় ও আয়তন ছোট করে নয়া প্রস্তাব পেশ করা হয়েছে সুপ্রিম কোর্টে। নতুন কর্মসুচি মঙ্গলবারই রাজ্য সরকারকে পেশ করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। এরপরেই রাজ্য সরকারকে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে। এবং কি সিদ্ধান্ত নেওয়া হল, তা সুপ্রিম কোর্টে জানাতে হবে আগামী মঙ্গলবার।

আরও পড়ুনঃ

কলকাতা হাইকোর্টের অন্দরেই আটকে রইল বিজেপির রথ যাত্রা

মেয়েকে স্কুলে ভর্তি করতে গেলেই বাবা মা-কে দিতে হবে মুচলেকা

হিন্দুত্ববাদীদের নিশানা করতে মসজিদে পাথর ছুঁড়ে অশান্তি সৃষ্টির চেষ্টা, ধৃত সিপিএম নেতা

উচ্চবর্ণের গরীব হিন্দুদের জন্য সংরক্ষণ মোদীর, দেশ জুড়ে বিতর্ক

আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টে রথযাত্রার শুনানিতে বিজেপির তরফে জানানো হয়, তারা রথযাত্রার কর্মসুচির আকার ছোট করতে চায়। নয়া প্রস্তাবে ২০ দিনে চারটি রথ বের করার কথা বলা হয়েছে। কখন কোথায় রথ বেরবো, তার বিস্তারিত তথ্য এদিনই রাজ্য সরকারকে দেওয়ার জন্য বিজেপিকে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

এ ব্যাপারে আদালত রাজ্য সরকারকেও নোটিশ দিয়েছে। আগামী মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। ওই দিনই রাজ্য আদালতে জানাবে তারা বিজেপির নতুন রথ কর্মসূচী নিয়ে কি সিদ্ধান্ত নিল। তারপরই রায় দেবে দেশের শীর্ষ আদালত।

বাংলায় রাস্তায় বিজেপির রথ চলবে কিনা ঠিক হবে আগামী মঙ্গলবার/The News বাংলা
বাংলায় রাস্তায় বিজেপির রথ চলবে কিনা ঠিক হবে আগামী মঙ্গলবার/The News বাংলা

জানা গেছে ৪২ দিনের পরিবর্তে, ২০ দিনে চারটি রথ বার করার জন্য এদিন আদালতে আবেদন করে বিজেপি। ১৬ই জানুয়ারী থেকে রথ যাত্রা শুরু করতে চায় বিজেপি। মেদিনীপুর, কোচবিহার, বীরভূম ও গঙ্গাসাগর থেকে এই ৪টি রথ বের করা হবে বলে জানানো হয় বিজেপির তরফ থেকে।

কোন পথে রথগুলি চলবে অর্থাৎ ৪টি রথ যাত্রার পুরো রুট ম্যাপ আজ অর্থাৎ মঙ্গলবারের মধ্যেই রাজ্যকে জানাবে বিজেপি। নতুন কর্মসূচির উপর এবার আদালতে মতামত জানাবে রাজ্য সরকার।

আরও পড়ুনঃ

বউ অদল বদল, বিকৃত যৌনাচারে ধর্ষণের অভিযোগ গৃহবধূর

EXCLUSIVE: সংখ্যালঘুদের ধর্মে সুড়সুড়ি দিয়ে প্রকাশ্যে ভারতের টাকার কালোবাজারি

EXCLUSIVE: নতুন বছরে সুখবর, রাজ্য সরকারি কর্মীরা পাচ্ছেন বকেয়া ডিএ

বিজেপি না তৃণমূল, পাহাড়ে মোর্চার জোট নিয়ে জল্পনা তুঙ্গে

কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী, রাজ্যের রথযাত্রার অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত বাতিল করে শর্তসাপেক্ষে রথযাত্রার অনুমতি দিয়েছিলেন। এর জেরে বিজেপি রথযাত্রার প্রস্তুতিও শুরু করে দেয়। তবে সিঙ্গেল বেঞ্চে এই রায়ের পরই ফের কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা নিয়ে যায় রাজ্য সরকার।

প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারের দৃষ্টিভঙ্গি মেনে নিয়ে রথ অনুমতি বাতিল করে আবার হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তীর এজলাসেই ফেরত পাঠান এই মামলা। এরপরেই শীর্ষ আদালতের শরণাপন্ন হয় বঙ্গ বিজেপি। আগামী মঙ্গলবারই সুপ্রিমকোর্টে ঠিক হবে বাংলায় রাস্তায় বিজেপির গেরুয়া রথ চলবে কি চলবে না।

]]>