The News Bangla – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Thu, 18 Apr 2019 17:19:50 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg The News Bangla – The News বাংলা https://thenewsbangla.com 32 32 চলে গেলেন ৪২ এর স্বাধীনতা আন্দোলনের শেষ জীবিত সৈনিক https://thenewsbangla.com/quit-india-movement-freedom-fighter-somra-oraon-died-at-balurghat/ Thu, 18 Apr 2019 17:12:30 +0000 https://www.thenewsbangla.com/?p=11166 শেষ হল একটা যুগ। শেষ হয়ে গেল ভারতের স্বাধীনতা আন্দোলনের একটা অধ্যায়। ৪২ এর ভারত ছাড়ো আন্দোলনের এক সৈনিক চলে গেলেন আমাদের ছেড়ে। টানা ১৬ দিন হাসপাতালে লড়াই করার পর হার মানলেন স্বাধীনতা সংগ্রামী, সোমরা ওঁরাও।

আরও পড়ুনঃ পাঁচে পাঁচ, ভোট হয়ে যাওয়া বাংলার ৫টি আসনেই জিতবে বিজেপি, দাবি মুকুল রায়ের

শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন দক্ষিণ দিনাজপুর জেলার শেষ স্বাধীনতা সংগ্রামী সোমরা ওঁরাও। টানা ১৬ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর হার মানলেন তিনি। ২ এপ্রিল থেকে শ্বাসকষ্টজনিত সমস্যায় হাসপাতালে ভরতি ছিলেন তিনি।

আরও পড়ুনঃ তৃণমূলের বোকামিতে বাংলার ফিল্ম সিরিয়াল পরিচালকদের মাথায় হাত

এদিন বিকেল ৩:৩০ মিনিটে বালুরঘাট হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সোমরা ওঁরাও। জানা গিয়েছে, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৭ বছর। ৪২-এর “ভারত ছাড়ো” আন্দোলনে যোগ দিয়েছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের কৈকুরি গ্রামের বাসিন্দা সোমরা ওঁরাও।

আরও পড়ুনঃ পয়সা দিয়ে আনা হয় সেলিব্রিটিদের, বিদেশি অভিনেতা প্রসঙ্গে বেফাঁস কল্যাণ

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। বেশ কয়েকমাস আগে থেকেই একটু একটু করে দৃষ্টিশক্তি ও স্মৃতিশক্তি হারাতে থাকেন। ২ এপ্রিল শ্বাসকষ্টজনিত সমস্যায় শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বালুরঘাট হাসপাতালে ভরতি করা হয়েছিল তাকে। ১৬ দিন হাসপাতালে থাকার পর বৃহস্পতিবার মারা যান তিনি।

আরও পড়ুনঃ ফিরদৌসের পর গাজী নূরকে বাংলাদেশ ফেরত পাঠাল ভারত সরকার

অবশেষে এদিন বিকেল এদিন বিকেল ৩:৩০ মিনিটে মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন জেলার শেষ স্বাধীনতা সংগ্রামী সোমরা ওঁরাও। তাঁর মৃত্যুতে শোকাহত গোটা দক্ষিণ দিনাজপুর জেলাবাসী। তার প্রয়াণে জেলার শেষ স্বাধীনতা সংগ্রামী নেতাকে হারাল জেলাবাসী। শোকাহত গোটা বাংলা। যাঁরা তাঁর নাম শুনেছেন প্রত্যেকেই শোক প্রকাশ করেছেন তাঁর মৃত্যুতে।

আরও পড়ুনঃ রিভালবার নিয়ে বুথে ঢুকে ভোট দেওয়ায় সঞ্জয় দত্তকে শোকজ করল নির্বাচন কমিশন

১৯৪২ এর মহাত্মা গান্ধীর ডাকে ভারত ছাড়ো আন্দোলনে যোগ দেন সোমরা ওঁরাও। সেই সময় বালুরঘাট থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে পারিলাহাটে ব্রিটিশের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ছিলেন কয়েকশো মানুষ। সেদিনের তরুন সোমরার ডাকে অন্যান্য সম্প্রদায়ের পাশাপাশি আদিবাসীরাও পরাধীনতার শৃঙ্খল থেকে দেশমাতাকে উদ্ধার করতে তীর-ধনুক নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন। নেতৃত্ব দিয়েছিলেন সোমরা।

আরও পড়ুনঃ মহিলা লাঞ্ছনাকারীদের মাথায় তুলছে কংগ্রেস, বিষ্ফোরক কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা

১৯৪২ সালের ১৮ সেপ্টেম্বর স্থানীয় কৈকুড়ি গ্রামের বাসিন্দা সোমরা ওঁরাও-এর নেতৃত্বে পারিলাহাটে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়। গান্ধীজির মতের সঙ্গে না মিললেও সোমরাকে দেখে কয়েকশাও আদিবাসী তীর ধনুক নিয়ে ইংরেজদের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধে নেমে পড়েছিলেন।

আরও পড়ুনঃ ইসলামপুরে ছাপ্পা ভোট রুখলেন মহম্মদ সেলিম, রাগে গাড়িতে ভাংচুর দুষ্কৃতীদের

তীর ধনুক বল্লম নিয়েই ইংরেজদের বিরুদ্ধে অসম লড়াইয়ে নেমে পড়েছিলেন আদিবাসীরা। সামনে ছিলেন এই সোমরা ওঁরাও। আজ তিনিও জীবনের সব লড়াই শেষ করে চলে গেলেন পরপারে। শেষ হল সংগ্রামের একটা যুগ।

আরও পড়ুনঃ পুরুলিয়ায় আবার বিজেপি কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
আরও পড়ুনঃ চোপড়া বাস স্টান্ডে বাইক বাহিনীর হাতে আক্রান্ত ভোটাররা

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
রেড রোড সেনা হত্যায় মাত্র দু বছরের জেল, আজই মুক্তি পেতে পারে নেতার ছেলে https://thenewsbangla.com/red-road-hit-and-run-case-only-two-years-jail-for-sambia-sohrab/ Wed, 30 Jan 2019 08:24:21 +0000 https://www.thenewsbangla.com/?p=6208 বেপরোয়া গাড়ি চালিয়ে মানুষ হত্যায় মাত্র দু বছরের জেল। তাও তিন বছর বিচারের জন্য জেল হেফাজতে থাকায় বায়ু সেনা অভিমুন্য গৌড়কে গাড়ির ধাক্কায় মেরে ফেলার পরেও আজই মুক্তি পেতে চলেছে সাম্বিয়া শোহরাব। পুলিশি তদন্তে ও আদালতে পেশ করা চার্জশিটের দিকেই আঙুল তুলছে সাধারণ মানুষ ও ভারতীয় বায়ু সেনা। আদালতে পুলিশের ভুমিকায় ক্ষোভ প্রকাশ করেন বিচারপতিও।

আরও পড়ুনঃ কেবল টিভি দেখা নিয়ে ফেব্রুয়ারী পর্যন্ত মানুষকে স্বস্তি দিল কলকাতা হাইকোর্ট

রেড রোড হিট অ্যান্ড রান মামলায় সাম্বিয়া শোহরাবকে দোষী সাব্যস্ত করল নগর দায়রা আদালত। কিন্তু ৩০২ ধারায় নয়, তার বিরুদ্ধে ৩০৪এ এবং ৪২৭ এর ধারায় অভিযুক্ত ঘোষণা করেছেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য। কলকাতা পুলিশ সাম্বিয়া শোহরাব এর বিরুদ্ধে দফা ৩০২ ধারায় খুনের মামলা দায়ের করে। কিন্তু সেটা প্রমাণ করতে পারেনি পুলিশ। ৩০৪ এর এ ধারায়, বায়ুসেনার অফিসারকে মেরে ফেলেও তার মাত্র ২ বছরের জেল হল।

আরও পড়ুনঃ মোবাইলেই রাজনাথ সিং মমতা বন্দ্যোপাধ্যায় তুমুল কথা কাটাকাটি

২০১৬ সালে ১৩ জানুয়ারির ঘটনা। প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের মহড়া চলছিল রেড রোডে। সেই মহড়ায় বেপরোয়াভাবে ব্যারিকেড ভেঙে প্রচণ্ড গতিতে রেড রোডে ঢুকে পড়েছিল সাম্বিয়া শোহরাবের অডি গাড়ি। গাড়ি চালক সাম্বিয়া শোহরাব গতি বাড়িয়ে সাধারণতন্ত্র দিবসের মহড়া চলাকালীন ধাক্কা দিয়েছিল বায়ুসেনাকর্মী অভিমন্যু গৌড়কে। গাড়ির ধাক্কায় প্রায় কুড়ি ফুট দূরে ছিটকে পড়েছিলেন অভিমন্যু। মৃত্যু হয়েছিল তাঁর। ঘটনায় আহত হয়েছিলেন আরও এক বায়ুসেনা আধিকারিক।

আরও পড়ুনঃ পঞ্চায়েত ভোটে হিংসার পরেও লোকসভা ভোটে কম কেন্দ্রীয় বাহিনী বাংলায়

পুলিশ কিছুই প্রমাণ করতে পারে নি, তাই সাজা ঘোষণার সময় অনিচ্ছাকৃত হত্যার ধারা লাগু করেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য নিজেই। বিচারপতি মৌসুমী ভট্টাচার্য সাম্বিয়ার সাজা ঘোষণার আগেই তার বাবা মহম্মদ শোহরাব এবং তার দুই বন্ধুকে এই মামলায় বেকসুর খালাস করে দেন। ব্যাংকশাল আদালতে এই মামলার রায়ে বেকসুর খালাস হয়েছে সাম্বিয়ার দুই সঙ্গী সোনু ও জনির। এখানেও পুলিশি তদন্তের গাফিলতির কথাই উঠে এসেছে বারবার।

আরও পড়ুনঃ মমতার স্বরাষ্ট্র সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের এক রোহিঙ্গার

এই মামলায় পুলিশ চার্জশিটে সাম্বিয়ার বিরুদ্ধে দফা ৩০২ ধারায় খুনের মামলায় যুক্ত করেছিল। কিন্তু আদালতের পর্যবেক্ষণ, পুলিশ আবেগের বশেই এই ৩০২ ধারা অর্থাৎ খুনের মামলা রুজু করেছিল কিন্তু তা প্রমাণ করতে পারে নি। চার্জশিটেও তেমন কিছুই ছিল না। তাই সেই ৩০২ ধারা বাতিল করে দেন বিচারক। তাকে ২ বছরের সাজার পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা ও ১ লক্ষ্য টাকা ক্ষতিপূরণ এর নির্দেশ দেন।

আরও পড়ুনঃ ২৬ সপ্তাহের অন্তঃসত্ত্বাকে গর্ভপাতের অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট

তবে যেহেতু তিন বছর বিচারের জন্য জেল হেফাজতে আছে সাম্বিয়া শোহরাব, তাই জরিমানার টাকা জমা দিলেই বুধবারই ছাড়া পেতে পারে অভিযুক্ত সাম্বিয়া। কলকাতা পুলিশের কাছে এটা লজ্জার দিন, বলছেন আদালত বিশেষঙ্গরা। তৃণমূল নেতা মহম্মদ শোহরাবের ছেলে এই সাম্বিয়া। নেতার ছেলেকে বাঁচাতেই কি কলকাতা পুলিশের এই ভূমিকা? উঠছে প্রশ্ন।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

আরও পড়ুনঃ

নিয়ম মেনে ভারতের জাতীয় পতাকা তুলে রাখা যায় রাতেও

জওহরলাল নেহেরুর গলায় মালা দিয়ে ৬০ বছর পরেও একঘরে ‘নেহেরুর বউ’

আম দরবারে প্রকাশ্যে মহিলার ওড়না ধরে টান কংগ্রেস মুখ্যমন্ত্রীর

মাঠ দিল না রাজ্য, মোদীর সভা ও হেলিকপ্টারের জন্য ফসল ত্যাগ শিক্ষকের

প্রিয়াঙ্কা গান্ধী মা দুর্গার সাক্ষাৎ অবতার, পোস্টার কংগ্রেসের

কাঠফাটা রোদে পড়ুয়াদের অসুস্থ করে ছায়ায় বসে রেকর্ড গড়ার নেশা মন্ত্রীর

কালামের নামে ছাত্রদের তৈরি হালকা উপগ্রহ মহাকাশে পাঠিয়ে নজির ভারতের

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
কেবল টিভি দেখা নিয়ে ফেব্রুয়ারী পর্যন্ত মানুষকে স্বস্তি দিল কলকাতা হাইকোর্ট https://thenewsbangla.com/kolkata-high-court-gave-relief-to-bengal-people-for-watching-cable-tv-upto-february/ Wed, 30 Jan 2019 04:53:26 +0000 https://www.thenewsbangla.com/?p=6200 টিভির দর্শকদের জন্য আপাতত সুখবর। পয়লা ফ্রেবরুয়ারি থেকেই পে চ্যানলের জন্য টাকা দিতে হবে না দর্শকদের। ট্রাই এর নোটিফিকেশন এর উপর অন্তর্বতী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। ১৮ ফ্রেবরুয়ারি পর্যন্ত আগের টাকা দিয়েই দেখতে পাবেন সব চ্যানেল। নির্দেশ উচ্চ আদালতের।

আরও পড়ুনঃ মোবাইলেই রাজনাথ সিং মমতা বন্দ্যোপাধ্যায় তুমুল কথা কাটাকাটি

রাজ্যের ৮০টি কেবল অপারেটরদের আবেদনে সাড়া দিল হাইকোর্টের। এই নিয়ে হলফনামা দেবে ট্রাই। পে চ্যানেলের মুনাফায় তাদের সবচেয়ে বেশি অধিকার আছে, তাই পে চ্যানেলের মুনাফার ৮০% শেয়ারের দাবি জানিয়ে ট্রাই এর দারস্থ হয়েছিল চ্যানেল মালিকরা।

কেবল টিভি দেখা নিয়ে ফেব্রুয়ারী পর্যন্ত মানুষকে স্বস্তি দিল কলকাতা হাইকোর্ট/The News বাংলা
কেবল টিভি দেখা নিয়ে ফেব্রুয়ারী পর্যন্ত মানুষকে স্বস্তি দিল কলকাতা হাইকোর্ট/The News বাংলা

সেই আবেদনে সাড়া দিয়ে ২০১৭ সালের মার্চ মাসে ট্রাই একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেয় লাভের ৮০ শতাংশ পাবে চ্যানেলে মালিকরা। বাকি টাকার ৫৫% পাবে মাল্টি সার্ভিস অপারেটর অর্থাৎ যাদের মাধ্যমে চ্যানেল দেখা যায়। বাকি ৪৫% ছিল লোকাল কেবল অপারেটরদের হাতে।

আরও পড়ুনঃ পঞ্চায়েত ভোটে হিংসার পরেও লোকসভা ভোটে কম কেন্দ্রীয় বাহিনী বাংলায়

এর বিরোধতা করে লোকাল কেবল অপারেটররা। ২০১৭ এর আগে ট্রাই এর কাছে একাধিক অভিযোগ আসে। যেখানে দর্শকদের অভিযোগ ছিল তাদের পছন্দের চ্যানেল তারা দেখতেই পান না অনেক সময়। এমনকি যে চ্যানেল তাদের পছন্দের তালিকায় নেই তা দেখতে বাধ্য হন তারা।

কেবল টিভি দেখা নিয়ে ফেব্রুয়ারী পর্যন্ত মানুষকে স্বস্তি দিল কলকাতা হাইকোর্ট/The News বাংলা
কেবল টিভি দেখা নিয়ে ফেব্রুয়ারী পর্যন্ত মানুষকে স্বস্তি দিল কলকাতা হাইকোর্ট/The News বাংলা

সেই সংগে এমএসও কে দর্শক সংখার উপর টাকা দিত লোকাল কেবল অপারেটররা। দর্শকদের পছন্দ ও সুবিধার্থে নতুন বিজ্ঞপ্তিতে আলাদা আলাদা করে শেয়ার ঠিক করে দেয় ট্রাই। ২০১৭ তে জারি হলেও এক্সটেনশন দিয়ে একবছর পরে লাগু করার কথা জানায় ট্রাই। পয়লা ফ্রেব্রুয়ারিতে সেই বিজ্ঞপ্তি লাগু হবার কথা ছিল।

আরও পড়ুনঃ মমতার স্বরাষ্ট্র সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের এক রোহিঙ্গার

এই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করেই মামলা দায়ের করেন রাজ্যের ৮০ জন কেবল অপারেটর। তাদের যুক্তি, আসলে গ্রাহক স্বার্থই এখানে দেখা হচ্ছে না। বিশ্ববাংলা কেবল অপারেটর প্রেসিডেন্ট শংকর মন্ডল জানান, “বিজ্ঞাপনে চ্যানেলগুলি তাদের টাকার কথা বলছে। অথচ জিএসটি, সার্ভিস চার্জের কথা বলছেই না। চ্যানেলগুলো আসল কথা না বলায় গ্রাহকদের প্রশ্নের জবাব দিতে হচ্ছে তাদের”।

কেবল টিভি দেখা নিয়ে ফেব্রুয়ারী পর্যন্ত মানুষকে স্বস্তি দিল কলকাতা হাইকোর্ট/The News বাংলা
কেবল টিভি দেখা নিয়ে ফেব্রুয়ারী পর্যন্ত মানুষকে স্বস্তি দিল কলকাতা হাইকোর্ট/The News বাংলা

ফলে মোটের উপর কেবল অপারেটররাই তাদের গ্রাহকদের হারাবেন। বহু অপারেটররা আত্মহত্যা করতে বাধ্য হবেন। প্রসংগত এই রাজ্যেই প্রথম নয় এই বিজ্ঞপ্তির উপর নিষেধাজ্ঞা রয়েছে কেরালাতেও। তবে কেন্দ্রের এই সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টে কতদিন আটকে রাখা যাবে সেই নিয়েই আশঙ্কায় কেবল অপারেটররা।

আরও পড়ুনঃ ২৬ সপ্তাহের অন্তঃসত্ত্বাকে গর্ভপাতের অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট

এই মামলা শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টেই ফয়সালা হবে বলেই মনে করা হচ্ছে। তবে আপাতত আরও তিন সপ্তাহ ঝামেলার হাত থেকে রেহাই পেলেন সাধারণ গ্রাহক, বলছেন কেবল অপারেটররা। কিন্তু তারপর কি হবে? এটাই এখন প্রশ্ন কেবল অপারেটরদের। ১৯ তারিখ ফের এই মামলা উঠবে কলকাতা হাইকোর্টে।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

আরও পড়ুনঃ

নিয়ম মেনে ভারতের জাতীয় পতাকা তুলে রাখা যায় রাতেও

জওহরলাল নেহেরুর গলায় মালা দিয়ে ৬০ বছর পরেও একঘরে ‘নেহেরুর বউ’

আম দরবারে প্রকাশ্যে মহিলার ওড়না ধরে টান কংগ্রেস মুখ্যমন্ত্রীর

মাঠ দিল না রাজ্য, মোদীর সভা ও হেলিকপ্টারের জন্য ফসল ত্যাগ শিক্ষকের

প্রিয়াঙ্কা গান্ধী মা দুর্গার সাক্ষাৎ অবতার, পোস্টার কংগ্রেসের

কাঠফাটা রোদে পড়ুয়াদের অসুস্থ করে ছায়ায় বসে রেকর্ড গড়ার নেশা মন্ত্রীর

কালামের নামে ছাত্রদের তৈরি হালকা উপগ্রহ মহাকাশে পাঠিয়ে নজির ভারতের

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
মোবাইলেই রাজনাথ সিং মমতা বন্দ্যোপাধ্যায় তুমুল কথা কাটাকাটি https://thenewsbangla.com/rajnath-singh-and-mamata-banerjee-quarreled-over-mobile/ Wed, 30 Jan 2019 04:02:02 +0000 https://www.thenewsbangla.com/?p=6196 তুমুল ঝগড়া। কথা কাটাকাটি। রীতিমত গরম কথাবার্তায় মোবাইলেই। মোবাইলেই রাজনাথ সিং মমতা বন্দ্যোপাধ্যায় তুমুল ঝগড়া। কাঁথি কাণ্ডের পর লোকসভা ভোটের আগে কেন্দ্র সরকারের সঙ্গে মমতার সম্পর্ক যে তলানিতে গেল, সেটা আর বলার অপেক্ষা রাখে না। আরও এমনটাই জানা যাচ্ছে নবান্ন সূত্রে।

আরও পড়ুনঃ পঞ্চায়েত ভোটে হিংসার পরেও লোকসভা ভোটে কম কেন্দ্রীয় বাহিনী বাংলায়

অমিত শাহের সভার পরেই কাঁথি কেন রণক্ষেত্র হয়ে উঠল? রাজ্যের পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং মঙ্গলবারেই নবান্নে ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। পূর্ব মেদিনীপুরের কাঁথিতে অমিত শাহের সভার পর বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। নবান্ন সূত্রে খবর, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এর কাছে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অমিত শাহের সভার পর কাঁথি রণক্ষেত্র, রাজনাথের ফোন মমতাকে/The News বাংলা
অমিত শাহের সভার পর কাঁথি রণক্ষেত্র, রাজনাথের ফোন মমতাকে/The News বাংলা

“লোকসভা ভোটের গননা শেষ হলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার শেষ হয়ে যাবে”, ঠিক এই ভাষাতেই মঙ্গলবার কাঁথি স্টেশন সংলগ্ন মাঠের জনসভায় বক্তব্য রাখলেন বিজেপি সভাপতি অমিত শাহ। বাংলা একসময় দেশকে সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক নেতৃত্ব দিয়েছে। কিন্তু সেই সোনার বাংলা আজ কোথায় হারিয়ে গিয়েছে? প্রশ্ন তোলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।

আরও পড়ুনঃ মমতার স্বরাষ্ট্র সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের এক রোহিঙ্গার

অমিত শাহ আরও বলেন, “সারা দেশের মানুষ এখন সোনার বাংলা দেখতে চা‌ইছে। ২০১৯ সালের নির্বাচন বাংলার জন্য সোনার বাংলা তৈরির ভোট। কোনও রাজনৈতিক দলকে প্রচার করতে দেওয়া হচ্ছে না। বাংলার জনতার সঙ্গে আমরা মিলতে চাইলেও ওরা বাধা দিচ্ছে। কান খুলে শুনে রাখুন, যত বাধা দেবেন ততই বিজেপি কর্মীরা আরও বেশি করে মানুষের বাড়ি পৌঁছ যাবে। কেউ রুখতে পারবে না”।

আরও পড়ুনঃ ২৬ সপ্তাহের অন্তঃসত্ত্বাকে গর্ভপাতের অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট

এদিকে অমিত শাহের সভার পরই গোটা এলাকা জুড়ে বিজেপি-তৃণমূল সংঘর্ষ শুরু হয়ে যায়। বিজেপি কর্মী সমর্থকদের আসা বাসে ভাঙচুর চালায় তৃণমূল কর্মীরা, এমনটাই অভিযোগ বিজেপির তরফ থেকে। ভেঙে দেওয়া হয় সেই বাসগুলি যেগুলি চেপে বিজেপি কর্মী সমর্থকরা অমিত শাহের সভায় এসেছিল। অভিযোগ, পুড়িয়ে দেওয়া হয় বিজেপি সমর্থকদের অনেক বাইক। ভবিষ্যতে বিজেপির কোন সভায় কেউ যাতে বাস না দেয় তার জন্যই এই পরিকল্পিত হামলা বলেই বিজেপির অভিযোগ।

অমিত শাহের সভার পর কাঁথি রণক্ষেত্র, রাজনাথের ফোন মমতাকে/The News বাংলা
অমিত শাহের সভার পর কাঁথি রণক্ষেত্র, রাজনাথের ফোন মমতাকে/The News বাংলা

আরও পড়ুনঃ নিয়ম মেনে ভারতের জাতীয় পতাকা তুলে রাখা যায় রাতেও

বিজেপিরা একটি তৃণমূলের অফিসে ভাঙচুর চালিয়েছে, পাল্টা অভিযোগ তৃণমূলের। তৃণমূল কর্মীদের মারধর করেছে বলেও অভিযোগ দলের তরফ থেকে। রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “কোনরকম ঝামেলা যাতে না হয় তার জন্য অমিত শাহের সভার এলাকায় কোন তৃণমূল পতাকাও লাগান হয়নি। তবু অশান্তি করতে ইচ্ছে করেই ঝামেলা করল বিজেপি। এর ফল তাদের ভুগতে হবে”।

আরও পড়ুনঃ জওহরলাল নেহেরুর গলায় মালা দিয়ে ৬০ বছর পরেও একঘরে ‘নেহেরুর বউ’

রাস্তায় বেশ কয়েকটি বাসে ভাঙচুর চালান হয়। আগুন লাগিয়ে দেওয়া হয় বাসে। উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। রণক্ষেত্রের চেহারা নেয় অমিত শাহের সভাস্থল সংলগ্ন এলাকা। পরে, বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। ঘটনায় দু তরফেরই বেশ কয়েকজন আহত হয়েছে। ঘটনার খবর নিতেই নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তাঁদের মধ্যে বেশ কিছুক্ষণ রাজ্যের পরিস্থিতি নিয়ে কথা হয় বলে জানা গেছে।

অমিত শাহের সভার পর কাঁথি রণক্ষেত্র, রাজনাথের ফোন মমতাকে/The News বাংলা
অমিত শাহের সভার পর কাঁথি রণক্ষেত্র, রাজনাথের ফোন মমতাকে/The News বাংলা

আরও পড়ুনঃ আম দরবারে প্রকাশ্যে মহিলার ওড়না ধরে টান কংগ্রেস মুখ্যমন্ত্রীর

নবান্ন সূত্রে খবর, স্বরাষ্ট্রমন্ত্রী জানতে চান ঠিক কী হয়েছিল কাঁথিতে। তার উত্তরে এদিন ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আপনার লোক পার্টি অফিস ভেঙেছে, গাড়ি জ্বালিয়েছে, সভায় আপনাদের নেতারা মানুষকে প্ররোচনা দিচ্ছে। অশান্ত করে তোলা হচ্ছে বাংলাকে। এসব কি হচ্ছে?” জানা যায়, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে বেশ কিছু কথা শুনিয়ে দেন মমতা। রীতিমত ঝগড়ার সুরেই রাজনাথকে তোপ দাগেন মমতা। “রাজ্যে অশান্তির জন্য আপনার দল ও নেতারাই দায়ি”, কড়া ভাষায় জানিয়ে দেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুনঃ মাঠ দিল না রাজ্য, মোদীর সভা ও হেলিকপ্টারের জন্য ফসল ত্যাগ শিক্ষকের

অমিত শাহের সভার পর কাঁথি রণক্ষেত্র, রাজনাথের ফোন মমতাকে/The News বাংলা
অমিত শাহের সভার পর কাঁথি রণক্ষেত্র, রাজনাথের ফোন মমতাকে/The News বাংলা

“নিজের কর্মীদের সামলান”, রাজনাথকে রীতিমত হুমকি দেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে রাজনাথ সিংও মমতাকে তৃণমূলের সন্ত্রাস নিয়ে বেশ কিছু কথা শুনিয়ে দেন বলেই জানা গেছে। জড়িত তৃনমূল কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মমতাকে বলেন রাজনাথ। মমতা পত্রপাঠ জানিয়ে দেন, এর পিছনে বিজেপিই দায়ী। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বিজেপি নেতাদের সঙ্গেও কথা বলেন বলে জানা গেছে।

আরও পড়ুনঃ প্রিয়াঙ্কা গান্ধী মা দুর্গার সাক্ষাৎ অবতার, পোস্টার কংগ্রেসের

এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ বেশ কয়েকজন বিজেপি কর্মীকেই গ্রেফতার করেছে বলে জানা গেছে। এদের বিরুদ্ধে অশান্তি সৃষ্টি, সরকারি সম্পত্তির ক্ষতি সাধন এর অভিযোগ আনা হয়েছে। এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে বিজেপি। বুধবার রাজ্যজুড়ে প্রতিবাদ আন্দোলনের ডাক দিয়েছে তারা। গোটা ঘটনা জানাতে রাজ্যপালের কাছেও যাবে বিজেপি।

অন্যদিকে রাজ্যে সন্ত্রাস সৃষ্টির প্রতিবাদে আজ পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে প্রতিবাদ জানাবে তৃণমূল কংগ্রেস। অমিত শাহের সভার জায়গায় ফের সভা করে বিজেপির মুখোশ খোলা নিয়েও আলোচনা চলছে তৃণমূলের অন্দরে। সব মিলিয়ে লোকসভা ভোট যত এগিয়ে আসছে, ততই বাড়ছে অশান্তি ও রাজনৈতিক ঝামেলা।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

আরও পড়ুনঃ

জয় হিন্দ, ভারতের প্রজাতন্ত্র দিবসের সোনার অক্ষরে লেখা ইতিহাস

কাঠফাটা রোদে পড়ুয়াদের অসুস্থ করে ছায়ায় বসে রেকর্ড গড়ার নেশা মন্ত্রীর

কালামের নামে ছাত্রদের তৈরি হালকা উপগ্রহ মহাকাশে পাঠিয়ে নজির ভারতের

Exclusive কংগ্রেস ছেড়ে মমতার হাত ধরলেন মৌসম বেনজির নূর

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
অমিত শাহের সভার পর কাঁথি রণক্ষেত্র, রাজনাথের ফোন মমতাকে https://thenewsbangla.com/tmc-bjp-workers-clash-after-amit-shah-rally-in-bengals-kanthi/ Tue, 29 Jan 2019 17:31:18 +0000 https://www.thenewsbangla.com/?p=6184 অমিত শাহের সভার পরেই কাঁথি কেন রণক্ষেত্র হয়ে উঠল? রাজ্যের পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং নবান্নে ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। পূর্ব মেদিনীপুরের কাঁথিতে অমিত শাহের সভার পর বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। নবান্ন সূত্রে খবর, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এর কাছে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ পঞ্চায়েত ভোটে হিংসার পরেও লোকসভা ভোটে কম কেন্দ্রীয় বাহিনী বাংলায়

“লোকসভা ভোটের গননা শেষ হলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার শেষ হয়ে যাবে”, ঠিক এই ভাষাতেই মঙ্গলবার কাঁথি স্টেশন সংলগ্ন মাঠের জনসভায় বক্তব্য রাখলেন বিজেপি সভাপতি অমিত শাহ। বাংলা একসময় দেশকে সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক নেতৃত্ব দিয়েছে। কিন্তু সেই সোনার বাংলা আজ কোথায় হারিয়ে গিয়েছে? প্রশ্ন তোলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।

আরও পড়ুনঃ মমতার স্বরাষ্ট্র সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের এক রোহিঙ্গার

অমিত শাহের সভার পর কাঁথি রণক্ষেত্র, রাজনাথের ফোন মমতাকে/The News বাংলা
অমিত শাহের সভার পর কাঁথি রণক্ষেত্র, রাজনাথের ফোন মমতাকে/The News বাংলা

আরও পড়ুনঃ ২৬ সপ্তাহের অন্তঃসত্ত্বাকে গর্ভপাতের অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট

অমিত শাহ আরও বলেন, “সারা দেশের মানুষ এখন সোনার বাংলা দেখতে চা‌ইছে। ২০১৯ সালের নির্বাচন বাংলার জন্য সোনার বাংলা তৈরির ভোট। কোনও রাজনৈতিক দলকে প্রচার করতে দেওয়া হচ্ছে না। বাংলার জনতার সঙ্গে আমরা মিলতে চাইলেও ওরা বাধা দিচ্ছে। কান খুলে শুনে রাখুন, যত বাধা দেবেন ততই বিজেপি কর্মীরা আরও বেশি করে মানুষের বাড়ি পৌঁছ যাবে। কেউ রুখতে পারবে না”।

আরও পড়ুনঃ নিয়ম মেনে ভারতের জাতীয় পতাকা তুলে রাখা যায় রাতেও

অমিত শাহের সভার পর কাঁথি রণক্ষেত্র, রাজনাথের ফোন মমতাকে/The News বাংলা
অমিত শাহের সভার পর কাঁথি রণক্ষেত্র, রাজনাথের ফোন মমতাকে/The News বাংলা

আরও পড়ুনঃ জওহরলাল নেহেরুর গলায় মালা দিয়ে ৬০ বছর পরেও একঘরে ‘নেহেরুর বউ’

অমিত শাহ বলেন, “বাংলার জনতা পরিবর্তন চাইছে। ভারতীয় জনতা পার্টির ৬৫জনের বেশি কর্মীদের বাংলায় হত্যা করা হয়েছে। কেন হত্যা করা হচ্ছে? কি দোষ? সিন্ডিকেট, দুর্নীতি, পরিবারতন্ত্র, বোম ধামাকা, অরাজগতার বিরোধ করায় খুন হতে হচ্ছে। কতদিন করবেন? শুনে রাখুন দিদি, মে মাসের শেষে লোকসভার গণনা হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার শেষ হয়ে যাবে। পশ্চিমবঙ্গের মানুষ এবার নরেন্দ্র মোদীর সঙ্গে যাওয়ার পরিকল্পনা তৈরি করে বসে আছে”।

আরও পড়ুনঃ আম দরবারে প্রকাশ্যে মহিলার ওড়না ধরে টান কংগ্রেস মুখ্যমন্ত্রীর

অমিত শাহের সভার পর কাঁথি রণক্ষেত্র, রাজনাথের ফোন মমতাকে/The News বাংলা
অমিত শাহের সভার পর কাঁথি রণক্ষেত্র, রাজনাথের ফোন মমতাকে/The News বাংলা

আরও পড়ুনঃ প্রিয়াঙ্কা গান্ধী মা দুর্গার সাক্ষাৎ অবতার, পোস্টার কংগ্রেসের

এদিকে অমিত শাহের সভার পরই গোটা এলাকা জুড়ে বিজেপি-তৃণমূল সংঘর্ষ শুরু হয়ে যায়। বিজেপি কর্মী সমর্থকদের আসা বাসে ভাঙচুর চালায় তৃণমূল কর্মীরা, এমনটাই অভিযোগ বিজেপির তরফ থেকে। অভিযোগ, পুড়িয়ে দেওয়া হয় বিজেপি সমর্থকদের অনেক বাইক। বিজেপিরা একটি তৃণমূলের অফিসে ভাঙচুর চালিয়েছে, পাল্টা অভিযোগ তৃণমূলের।

আরও পড়ুনঃ মাঠ দিল না রাজ্য, মোদীর সভা ও হেলিকপ্টারের জন্য ফসল ত্যাগ শিক্ষকের

রাস্তায় বেশ কয়েকটি বাসে ভাঙচুর চালান হয়। উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। রণক্ষেত্রের চেহারা নেয় অমিত শাহের সভাস্থল। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। ঘটনায় দু তরফেরই বেশ কয়েকজন আহত হয়েছে। ঘটনার খবর নিতেই নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তাঁদের মধ্যে বেশ কিছুক্ষণ রাজ্যের পরিস্থিতি নিয়ে কথা হয় বলে জানা গেছে।

নবান্ন সূত্রে খবর, স্বরাষ্ট্রমন্ত্রী জানতে চান ঠিক কী হয়েছিল কাঁথিতে। তার উত্তরে এদিন ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আপনার লোক পার্টি অফিস ভেঙেছে, গাড়ি জ্বালিয়েছে, সভায় আপনাদের নেতারা মানুষকে প্ররোচনা দিচ্ছে। অশান্ত করে তোলা হচ্ছে বাংলাকে। এসব কি হচ্ছে?” স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বিজেপি নেতাদের সঙ্গেও কথা বলেন বলে জানা গেছে।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

আরও পড়ুনঃ

জয় হিন্দ, ভারতের প্রজাতন্ত্র দিবসের সোনার অক্ষরে লেখা ইতিহাস

কাঠফাটা রোদে পড়ুয়াদের অসুস্থ করে ছায়ায় বসে রেকর্ড গড়ার নেশা মন্ত্রীর

কালামের নামে ছাত্রদের তৈরি হালকা উপগ্রহ মহাকাশে পাঠিয়ে নজির ভারতের

Exclusive কংগ্রেস ছেড়ে মমতার হাত ধরলেন মৌসম বেনজির নূর

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
পঞ্চায়েত ভোটে হিংসার পরেও লোকসভা ভোটে কম কেন্দ্রীয় বাহিনী বাংলায় https://thenewsbangla.com/even-after-panchayet-election-violence-less-central-forces-in-bengal-for-lok-sabha-vote/ Tue, 29 Jan 2019 15:59:16 +0000 https://www.thenewsbangla.com/?p=6176 বঙ্গ বিজেপির চিন্তা বাড়াল কেন্দ্র নির্বাচন কমিশন। পঞ্চায়েত ভোটে ব্যপক হিংসা ও রক্তপাতের পরেও লোকসভা ভোটে কম সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আসছে বাংলায়। নির্বাচন কমিশন সূত্রে এমনটাই খবর। খবর পেতেই জোর তৎপরতা শুরু হয়েছে বঙ্গ বিজেপির অন্দরে। সিপিএম ও কংগ্রেসের তরফেও এই খবরে চিন্তা প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুনঃ মমতার স্বরাষ্ট্র সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের এক রোহিঙ্গার

২০১৬ সালের বিধানসভা নির্বাচনে যে সংখ্যক কেন্দ্রীয় বাহিনী রাজ্যে এসেছিল, ২০১৯ এর লোকসভা নির্বাচনে তার থেকে অনেক কম সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী আসবে রাজ্যে। এমনটাই খবর নির্বাচন কমিশন সূত্রে। যদিও ২০১৬ সালের বিধানসভা নির্বাচনেই কম সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আসার কারণে বিভিন্ন জায়গায় ব্যপক রিগিংয়ের অভিযোগের পাশাপাশি বিরোধীদের বিরুদ্ধে শাসক দলের চরম সন্ত্রাসের অভিযোগ উঠেছিল।

পঞ্চায়েত ভোটে হিংসার পরেও লোকসভা ভোটে কম কেন্দ্রীয় বাহিনী বাংলায়/The News বাংলা
পঞ্চায়েত ভোটে হিংসার পরেও লোকসভা ভোটে কম কেন্দ্রীয় বাহিনী বাংলায়/The News বাংলা

তারপরও কমিশন সূত্রে এখনও পর্যন্ত যা খবর তাতে কম সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে ২০১৯ এর লোকসভা নির্বাচনে। তবে কমিশনের তরফে এখনও পর্যন্ত জানানো হয়নি যে রাজ্যে কত দফায় এবারের লোকসভা নির্বাচনকে সম্পন্ন করতে চলেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুনঃ ২৬ সপ্তাহের অন্তঃসত্ত্বাকে গর্ভপাতের অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট

মঙ্গলবার দুদিন ব্যাপী রিটার্নিং অফিসারদের বিশেষ প্রশিক্ষণ এবং পরীক্ষা শেষ হবার পর রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলা, বিধান নগরের পুলিশ কমিশনার এবং কয়েকজন জেলাশাসককে নিয়ে বৈঠক করে নির্বাচন কমিশন। বৈঠকের পর নির্বাচন কমিশন, রাজ্য প্রশাসনকে নির্দেশ দিয়েছে কেন্দ্র নির্বাচন কমিশন এর ফুল বেঞ্চ এর সামনে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করার জন্য।

আরও পড়ুনঃ নিয়ম মেনে ভারতের জাতীয় পতাকা তুলে রাখা যায় রাতেও

রিপোর্টে থাকবে রাজ্যে বর্তমানে কত সংখ্যক ফোর্স রয়েছে এবং তাকে কিভাবে ব্যবহার করা যায় লোকসভা নির্বাচনে। সেই তথ্য দিতে নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের কাছে, এমনটাই খবর কমিশন সূত্রে। অন্যদিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সব জেলার পুলিশ সুপারদেরও আজ কিছু বিশেষ নির্দেশ দেওয়া হয়।

পঞ্চায়েত ভোটে হিংসার পরেও লোকসভা ভোটে কম কেন্দ্রীয় বাহিনী বাংলায়/The News বাংলা
পঞ্চায়েত ভোটে হিংসার পরেও লোকসভা ভোটে কম কেন্দ্রীয় বাহিনী বাংলায়/The News বাংলা

বুধবার রাত ৯টায় শহর কলকাতায় এসে নামবেন চীফ ইলেকশন কমিশনার সুনীল অরোরার নেতৃত্বে কেন্দ্র নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। বিমানবন্দর থেকে তাঁরা সোজা চলে আসবেন ধর্মতলা লাগোয়া একটি বেসরকারি হোটেলে। বৃহস্পতিবার সকাল ৯.৩০ থেকে বেলা ১১টা পর্যন্ত রাজ্যের সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবে কমিশন। প্রত্যেক রাজনৈতিক দলকে ১০ মিনিট করে সময় দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ জওহরলাল নেহেরুর গলায় মালা দিয়ে ৬০ বছর পরেও একঘরে ‘নেহেরুর বউ’

বেলা সাড়ে ১১টা থেকে প্রথম পর্বে ১২টি জেলার জেলাশাসক এবং জেলা পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করবে কমিশন। এরপর দ্বিপ্রহরিক আহার এর পরে বেলা আড়াইটা থেকে দ্বিতীয় দফায় বাকি ১১টি জেলার জেলাশাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করবে কমিশন।

আরও পড়ুনঃ আম দরবারে প্রকাশ্যে মহিলার ওড়না ধরে টান কংগ্রেস মুখ্যমন্ত্রীর

বৈঠক শেষ হয়ে যাওয়ার পর এক্সাইজ কমিশনের সঙ্গে বৈঠক করবেন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। শুক্রবার রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে সকাল ৯.৩০ থেকে প্রথমে নির্বাচন কমিশন বৈঠক করবে ডিজি, স্বরাষ্ট্র সচিব ও মুখ্য সচিবের সঙ্গে। তারপর বৈঠক শেষে সাংবাদিক সম্মেলন করে কমিশনের ফুল বেঞ্চ ফিরে যাবেন দিল্লিতে।

তবে ২০১৯ এর লোকসভা নির্বাচনকে সফল ও নিরাপদ ভাবে সম্পন্ন করতে কমিশন কি কি পদক্ষেপ গ্রহণ করে, সেটাই এখন সকলের কাছে আগ্রহের বিষয়। তবে প্রথমেই পঞ্চায়েত ভোটে হিংসার পরেও লোকসভা ভোটে কম কেন্দ্রীয় বাহিনী বাংলায় আসার খবরে হতাশ রাজ্যের বিরোধী দলগুলি।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

আরও পড়ুনঃ

জয় হিন্দ, ভারতের প্রজাতন্ত্র দিবসের সোনার অক্ষরে লেখা ইতিহাস

কাঠফাটা রোদে পড়ুয়াদের অসুস্থ করে ছায়ায় বসে রেকর্ড গড়ার নেশা মন্ত্রীর

মাঠ দিল না রাজ্য, মোদীর সভা ও হেলিকপ্টারের জন্য ফসল ত্যাগ শিক্ষকের

কালামের নামে ছাত্রদের তৈরি হালকা উপগ্রহ মহাকাশে পাঠিয়ে নজির ভারতের

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
মমতার স্বরাষ্ট্র সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের এক রোহিঙ্গার https://thenewsbangla.com/one-rohingya-lodged-a-case-of-contempt-of-court-against-mamatas-home-secretary/ Tue, 29 Jan 2019 14:38:18 +0000 https://www.thenewsbangla.com/?p=6170 এক রোহিঙ্গার সাজার মেয়াদ কেটে গেলেও তাকে বেআইনি ভাবে সেন্ট্রাল জেলে বন্দি করে রাখায় রাজ্যের স্বরাষ্ট্র সচিব অত্রি ভট্টাচার্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের হল। মঙ্গলবার এক রোহিঙ্গা ওলি আহমেদের তরফ থেকে এই মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। একই ইস্যুতে আদালত অবমাননার মামলা দায়ের হয়েছে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের সচিব বিজয় কেশব গোখলের বিরুদ্ধেও।

আরও পড়ুনঃ ২৬ সপ্তাহের অন্তঃসত্ত্বাকে গর্ভপাতের অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট

মামলার বয়ান অনুযায়ী রোহিঙ্গাবাসি ওলি আহমেদের আইনজীবী কিশোর মুখোাধ্যায় আদালতে জানান, ২০১৬ সালের মে মাসে উত্তর দিনাজপুর বর্ডার এলাকা থেকে পুলিশ গ্রেফতার করেন তাঁর মক্কেলকে। তার বিরুদ্ধে বেআইনি অনুপ্রবেশের মামলা দায়ের হয়। বেআইনি অনুপ্রবেশের দায়ে তার দুবছরের জেল হয়।

আরও পড়ুনঃ নিয়ম মেনে ভারতের জাতীয় পতাকা তুলে রাখা যায় রাতেও

২০১৮ সালের আগস্ট মাসে অভিযুক্ত ওলি আহমেদের দু বছরের জেল সাজা সমাপ্ত হয়। নিম্ন আদালতের বিচারক রায়ে এও জানিয়েছিলেন যে ওলি আহমেদকে তাঁর নিজের বাসস্থানে ফিরিয়ে দিতে হবে। আন্তর্জাতিক মানবাধিকার কমিশন ওলি আহমেদকে জেলে থাকা অবস্থাতেই “রিফিউজি” ঘোষণা করে।

আরও পড়ুনঃ ২৪ ঘন্টায় এসএসসির রেজাল্ট প্রকাশ না হলে সচিবকে জেলে ভরার হুঁশিয়ারি বিচারপতির

কিন্তু ওলি আহমেদের সাজার মেয়াদ শেষ হয়ে গেলেও তাকে মুক্তি দেয়নি দমদম কেন্দ্রীয় সংশোধনাগার। গত ১০ই ডিসেম্বর ২০১৮ সালে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় ওলি আহমেদ। বিচারপতি রাজশেখর মান্থা
কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারকে তাকে ছেড়ে দেবার নির্দেশ দেন। রায়ে বলা হয় কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার, নিজেদের মধ্যে পরামর্শ করার পর সিদ্বান্ত নিয়ে তাঁকে জেল থেকে মুক্তি দেবে।

আরও পড়ুনঃ Exclusive কংগ্রেস ছেড়ে মমতার হাত ধরলেন মৌসম বেনজির নূর

কিন্তু আজও সেন্ট্রাল জেলেই বন্দি ওলি আহমেদ। তার পরিবারের সদস্যদের ভারতীয় রিফিউজি হিসেবে ঘোষণা করেছে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন। তার পরিবারের সদস্যরা এই দেশেই আছে। কিন্তু রাজ্য এবং কেন্দ্র ওলির মুক্তির বিষয়ে আজও কোন সিদ্বান্ত নিতে পারেনি বলেই অভিযোগ ওলির আইনজীবীর।

আরও পড়ুনঃ জওহরলাল নেহেরুর গলায় মালা দিয়ে ৬০ বছর পরেও একঘরে ‘নেহেরুর বউ’

সাজার মেয়াদ শেষ হলেও কেন তাকে মুক্তি দিচ্ছে না এই প্রশ্নেই কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের সচিব বিজয় কেশব গোখলে এবং রাজ্যের স্বরাষ্ট্র সচিব অত্রি ভট্টাচার্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করেন ওলি আহমেদ। আদালতের নির্দেশ কেন অমান্য করা হল? কেন আদালতের রায়ে একজনের সাজা শেষ হবার পরও তার মুক্তি হচ্ছে না সেটাই এখন দেখবে কলকাতা হাইকোর্ট।

আরও পড়ুনঃ আম দরবারে প্রকাশ্যে মহিলার ওড়না ধরে টান কংগ্রেস মুখ্যমন্ত্রীর

তবে এইভাবে সাজা শেষ হবার পরেও আটকে রাখা ও তার জেরে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের সচিব বিজয় কেশব গোখলে এবং রাজ্যের স্বরাষ্ট্র সচিব অত্রি ভট্টাচার্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের হওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলেছেন মানবাধিকার কর্মীরা।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

আরও পড়ুনঃ

জয় হিন্দ, ভারতের প্রজাতন্ত্র দিবসের সোনার অক্ষরে লেখা ইতিহাস

কাঠফাটা রোদে পড়ুয়াদের অসুস্থ করে ছায়ায় বসে রেকর্ড গড়ার নেশা মন্ত্রীর

মাঠ দিল না রাজ্য, মোদীর সভা ও হেলিকপ্টারের জন্য ফসল ত্যাগ শিক্ষকের

কালামের নামে ছাত্রদের তৈরি হালকা উপগ্রহ মহাকাশে পাঠিয়ে নজির ভারতের

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
২৬ সপ্তাহের অন্তঃসত্ত্বাকে গর্ভপাতের অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট https://thenewsbangla.com/kolkata-high-court-did-not-allow-aboration-of-26-months-pregnant-woman/ Tue, 29 Jan 2019 13:04:17 +0000 https://www.thenewsbangla.com/?p=6165 বেলেঘাটার অন্তঃসত্ত্বাকে গর্ভপাতের অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি তপোব্রত চক্রবর্তী ওই মহিলার আরজি খারিজ করে দেন। ১৯৭১ সালের গর্ভপাত আইন অনুযায়ী, গর্ভধারণের ২০ সপ্তাহের মধ্যে জটিলতা দেখা দিলে কোনও অন্তঃসত্ত্বা গর্ভপাত করাতে পারেন। কিন্তু ওই সময়সীমার পরে গর্ভপাত করাতে আদালতের অনুমতি প্রয়োজন। ২০১৭ সালের জুলাইয়ে ২৬ সপ্তাহের এক অন্তঃসত্ত্বাকে গর্ভপাত করানোর অনুমতি দেয় সুপ্রিম কোর্ট। গর্ভস্থ সন্তান সুস্থ নয়, এই কথা জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন কলকাতার ওই মহিলা।

আরও পড়ুনঃ নিয়ম মেনে ভারতের জাতীয় পতাকা তুলে রাখা যায় রাতেও

কলকাতা হাইকোর্টে মঙ্গলবার মামলার শুনানি চলাকালীন বিচারপতি তপোব্রত চক্রবর্তী মহিলার আরজি খারিজ করে বলেন, মহিলার গর্ভে থাকা ভ্রূণটির বয়স ২৬ সপ্তাহ পেরিয়ে গেছে। ফলে এই অবস্থায় ভ্রূণের অঙ্গ-প্রত্যঙ্গ বিকশিত হতে শুরু করেছে। এই বিষয়ে এসএসকেএম এর ১১ জন বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা গঠিত বোর্ডের রিপোর্ট অনুযায়ী ভ্রূণটি মাতৃগর্ভে যত বড় হবে ততই প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে।

আরও পড়ুনঃ জয় হিন্দ, ভারতের প্রজাতন্ত্র দিবসের সোনার অক্ষরে লেখা ইতিহাস

শুধু তাই নয়, চিকিৎসকদের মতে শিশুটির দীর্ঘদিন বেঁচে থাকার সম্ভাবনাও রয়েছে। এই অবস্থায় জীবিত প্রাণকে কিভাবে মেরে ফেলার অনুমতি দিতে পারে হাইকোর্ট? এই প্রশ্ন তুলে মূলত মেডিকেল বোর্ডের রিপোর্টের ভিত্তিতে অন্তঃসত্ত্বার গর্ভপাতের এই আবেদন খারিজ করেন বিচারপতি তপব্রত চক্রবর্তী।

আরও পড়ুনঃ কাঠফাটা রোদে পড়ুয়াদের অসুস্থ করে ছায়ায় বসে রেকর্ড গড়ার নেশা মন্ত্রীর

অন্তঃসত্ত্বার ডাক্তারি পরীক্ষা হয়েছে গত ২২শে অক্টোবর। তারপরেও তারা কেন এত দেরি করে আদালতে এল, তা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি। অতিরিক্ত এডভোকেট জেনারেল বলেন ৩০ নভেম্বর রিপোর্টে জানতে পারা যায় শিশুটির সমস্যা রয়েছে। অন্তঃসত্ত্বার আইনজীবী কল্লোল বসু জানান, এই নিয়ে নিশ্চিত হতে এর পরে তারা এনআরএস হাসপাতালের চিকিৎসকদের দ্বারস্থ হয়েছিলেন। সেখানে চিকিৎসক গর্ভপাতের পরামর্শ দিয়েছিলেন। কিন্তু সময় পেরিয়ে যাওয়ায় সাড়া দিতে চাননি চিকিৎসকরা।

আরও পড়ুনঃ Exclusive কংগ্রেস ছেড়ে মমতার হাত ধরলেন মৌসম বেনজির নূর

এর আগে ২৪ সপ্তাহের এক অন্তঃসত্ত্বাকে গর্ভপাতের অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট। বিচারপতি তপোব্রত চক্রবর্তীই গর্ভপাতের সেই ঐতিহাসিক রায় দেন। পিএস চক্রবর্তী যিনি এসএসকেএমের প্রসূতি বিভাগের চিকিৎসক তাঁর তত্ত্বাবধানেই এই গর্ভপাত করানোর নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। ভ্রূণের বৃদ্ধি অস্বাভাবিক এবং মস্তিষ্কের বৃদ্ধিও স্বাভাবিক নয় তাই গর্ভপাতের অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন যোধপুর পার্কের এক দম্পতি। রায়ে গর্ভপাতের নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুনঃ জওহরলাল নেহেরুর গলায় মালা দিয়ে ৬০ বছর পরেও একঘরে ‘নেহেরুর বউ’

তবে সেখানেও আদালতে রিপোর্ট জমা দেয় মেডিক্যাল বোর্ড। তারপরই ঐতিহাসিক রায় দেয় উচ্চ আদালত। কিন্তু বেলেঘাটার দম্পতির ক্ষেত্রে মেডিক্যাল বোর্ড এর রিপোর্ট দেখেই গর্ভপাতের অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট এর বিচারপতি তপোব্রত চক্রবর্তী।

আরও পড়ুনঃ আম দরবারে প্রকাশ্যে মহিলার ওড়না ধরে টান কংগ্রেস মুখ্যমন্ত্রীর

বিচারপতি তপোব্রত চক্রবর্তীর এজলাসে আবেদনকারীর আইনজীবী অপলক বসু ও কল্লোল বসু জানিয়েছিলেন, আবেদনকারী অন্তঃসত্ত্বা হওয়ার কয়েক সপ্তাহ পরেই চিকিত্‍সকের কাছে যান। সেই সময় ধরা পড়ে গর্ভস্থ সন্তানের একাধিক শারীরিক সমস্যা রয়েছে। এরপর দম্পতি একাধিক চিকিত্‍সকদের কাছে যান।

আরও পড়ুনঃ মাঠ দিল না রাজ্য, মোদীর সভা ও হেলিকপ্টারের জন্য ফসল ত্যাগ শিক্ষকের

সেখানেও চিকিত্‍সকরা আবেদনকারীর শারীরিক পরীক্ষা করে জানান গর্ভস্থ সন্তানের হৃদযন্ত্রে সমস্যা রয়েছে। ভ্রূণের স্নায়ুতন্ত্রের গঠনও অসম্পূর্ণ। ওই শিশু জন্মালে সুস্থ এবং স্বাভাবিক থাকবে না। দূরারোগ্য রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও থাকবে। সমস্ত শারীরিক পরীক্ষা করতে করতেই পেরিয়ে যায় ২৫ সপ্তাহ।

আরও পড়ুনঃ কালামের নামে ছাত্রদের তৈরি হালকা উপগ্রহ মহাকাশে পাঠিয়ে নজির ভারতের

আবেদনকারীর দাবি ছিল, এসএসকেএম হাসপাতালের চিকিত্‍সকেরাও জানিয়েছেন, জন্মের পরই শিশুটির মৃত্যুর সম্ভাবনা রয়েছে। কারণ ভ্রূণের গঠন স্বাভাবিক নয়। শিশুটির হৃদপিন্ডের গঠন অসম্পূর্ণ। তাই গর্ভপাত করাতে চান বেলেঘাটার ওই মহিলা। আবেদনকারী বেলেঘাটার আবেদনকারীর বয়স ৩৯ বছর। তাঁর স্বামীর বয়স ৫০। তাঁদের ১৫ বছরের একটি মেয়েও আছে। সম্প্রতি আবেদনকারী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তিনি।

আরও পড়ুনঃ ২৪ ঘন্টায় এসএসসির রেজাল্ট প্রকাশ না হলে সচিবকে জেলে ভরার হুঁশিয়ারি বিচারপতির

এই মহিলার অন্তঃসত্ত্বা হওয়ার ২৬ সপ্তাহ পেরিয়ে যাওয়ায় কোনও চিকিত্‍সকই রাজি হননি গর্ভপাত করাতে। এরপরই তাঁরা গর্ভপাতের অনুমতি চেয়ে আবেদন করেন কলকাতা হাইকোর্টে। শেষ পর্যন্ত বেলেঘাটার এই অন্তঃসত্ত্বাকে গর্ভপাতের অনুমতি দিল না কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
নিয়ম মেনে ভারতের জাতীয় পতাকা তুলে রাখা যায় রাতেও https://thenewsbangla.com/national-flag-of-india-can-be-lifted-by-the-indians-at-night-with-some-rules/ Tue, 29 Jan 2019 10:17:50 +0000 https://www.thenewsbangla.com/?p=6156 ২৬শে জানুয়ারী প্রজাতন্ত্র দিবসে জাতীয় পতাকা তুলেছিল বর্ধমানের শালিগ্রাম প্রাথমিক বিদ্যালয়। তারপর নামাতে ভুলে যায়। গোটা রাজ্যে হইচই। রাতে পতাকা না নামিয়ে অপরাধ করেছে স্কুল কর্তৃপক্ষ, মত সবার। কিন্তু আসলে অনেকেই জানেন না, কয়েকটি নিয়ম মেনে রাতেও তুলে রাখা যায় আমাদের জাতীয় পতাকা।

আরও পড়ুনঃ জয় হিন্দ, ভারতের প্রজাতন্ত্র দিবসের সোনার অক্ষরে লেখা ইতিহাস

সবার মনেই একটা প্রশ্ন আছে। সূর্যাস্তের পরেও কি জাতীয় পতাকা উত্তোলিত অবস্থায় রাখা যায়? স্বাভাবিক ধারণা হল, সূর্যাস্তের পরে জাতীয় পতাকা নামিয়ে নিতে হয়। ফ্ল্যাগ কোড অফ ইন্ডিয়াতেও বলা আছে, ঘরের বাইরে পতাকা উত্তোলন করতে হলে, আবহাওয়া যেমনই হোক না কেন, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত তা উত্তোলিত রাখা যাবে। সূর্য ডুবলেই তা নামিয়ে নিতে হবে।

নিয়ম মেনে ভারতের জাতীয় পতাকা তুলে রাখা যায় রাতেও/The News বাংলা
নিয়ম মেনে ভারতের জাতীয় পতাকা তুলে রাখা যায় রাতেও/The News বাংলা

কিন্তু এই ভুল ধারণা এবার ঠিক করে নেবার সময় এসেছে। সুপ্রিম কোর্টের নির্দেশে ও ভারত সরকারের ন্যাশনাল ফ্ল্যাগ কোড অফ কন্ডাক্ট পরিবর্তন করায় এবার ভারতবাসী রাতেও ভারতের জাতীয় পতাকা তুলে রাখতে পারবেন। শুধু মানতে হবে দু-তিনটি নিয়ম।

আরও পড়ুনঃ তদন্তের আগেই জঙ্গি হামলায় পাকিস্তানকে দোষী বলা ঠিক নয় বললেন মমতা

পুরনো বিধি অনুযায়ী, স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস সহ অন্যান্য জাতীয় দিবস ছাড়া সাধারণ নাগরিকেরা পতাকা উত্তোলনই করতে পারতেন না। ২০০২ সালে, শিল্পপতি ও কংগ্রেস সংসদ নবীন জিন্দলের আপিলের ভিত্তিতে সুপ্রিম কোর্ট সাধারণ নাগরিকদের জাতীয় পতাকা ব্যবহারের অনুমতি দেওয়ার জন্য ভারত সরকারকে পতাকাবিধি সংস্কারের নির্দেশ দেন।

আরও পড়ুনঃ প্রাক্তন সেনাকর্তাকে রাজ্যপাল করে কাশ্মীরে পাক জঙ্গি নিধনে নামছে কেন্দ্র

সেই মতো অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা পতাকাবিধি সংস্কার করে কয়েকটি সীমিত ক্ষেত্রে জাতীয় পতাকার ব্যবহার অনুমোদিত করে। এর ফলে সব ভারতবাসী যে কোনদিনই জাতীয় পতাকা তুলতে পারে।

আরও পড়ুনঃ পাক জঙ্গিদের খুঁজে বের করে মারতে সেনাকে পূর্ণ স্বাধীনতা দিল মোদী সরকার

শিল্পপতি এবং কংগ্রেস সাংসদ নবীন জিন্দালের বিরুদ্ধে ১৯৯৬ সালে সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের হয়েছিল। সেখানে তাঁর কারখানা চত্বরে জাতীয় পতাকা উত্তোলন নিয়ে আপত্তি জানিয়েছিলেন সরকারি আধিকারিকরা। পাল্টা নবীন জিন্দল দাবি করেছিলেন, জাতীয় পতাকার অবাধ উত্তোলন, প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার।

নিয়ম মেনে ভারতের জাতীয় পতাকা তুলে রাখা যায় রাতেও/The News বাংলা
নিয়ম মেনে ভারতের জাতীয় পতাকা তুলে রাখা যায় রাতেও/The News বাংলা

এই মামলাতেই ২০০২ সালে জয় পান নবীন জিন্দল। মামলার রায়ে, জাতীয় পতাকা উত্তোলনের জন্য নাগরিকদের অবাধ অধিকারের পক্ষে সায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। যদিও, জাতীয় পতাকার যাতে কোনওভাবে অসম্মান না হয়, তাও নিশ্চিত করে বলেছিল শীর্ষ আদালত। সঙ্গে কিছু যুক্তিসঙ্গত নিয়ন্ত্রণের কথাও বলেছিল শীর্ষ আদালত।

আরও পড়ুনঃ জওহরলাল নেহেরুর গলায় মালা দিয়ে ৬০ বছর পরেও একঘরে ‘নেহেরুর বউ’

এর পরে ২০০৯ সালে দেশবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের নেতৃত্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে রাতেও জাতীয় পতাকা উত্তোলনের অধিকার চেয়ে চিঠি দেন নবীন জিন্দল। সেখানে তিনি উদাহরণ হিসেবে বলেন, মালয়েশিয়া, ব্রাজিলের মতো অনেক দেশেই রাতেও জাতীয় পতাকা উত্তোলিত রাখতে পারেন নাগরিকরা।

আরও পড়ুনঃ কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হামলায় শহিদদের মধ্যে বাংলার ২জন সেনা জওয়ান

সেই চিঠির জবাবেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক শর্তসাপেক্ষে রাতেও জাতীয় পতাকা উত্তোলনে ছাড়পত্র দিয়েছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছিল, একশো ফুটের বেশি উচ্চতার খুঁটি বা পোলে যথাযথভাবে আলোকিত করে রাতেও জাতীয় পতাকা উত্তোলন করা যাবে।

আরও পড়ুনঃ দেশ জুড়ে বদলার দাবি, কাউকে ছাড়া হবে না জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

তবে বিশেষ ক্ষেত্র বলে আলাদা করে কোন কিছু বলা হয় নি ওই নির্দেশে। তাই এই কয়েকটি শর্ত পূরণ করলেই আমরা রাতেও জাতীয় পতাকা তুলে রাখতে পারব।

১. অবশ্যই যে খুঁটি বা দণ্ডতে জাতীয় পতাকা লাগানো হবে তা ১০০ ফুট উঁচু বা লম্বা হতে হবে।
২. পতাকার উপর ও আসে-পাশে যথেষ্ট আলো থাকতে হবে।
৩. অবশ্যই বিকল্প বিদ্যুতের ব্যবস্থা রাখতে হবে, যদি বিদ্যুৎ চলে যাবার সম্ভাবনা থাকে। জাতীয় পতাকা অন্ধকারে রাখা যাবে না কোনরকমেই।

আরও পড়ুনঃ সংসদে ক্যাগ রিপোর্ট, কংগ্রেসের চেয়ে সস্তায় রাফায়েল কিনেছে মোদী সরকার

জেনে নিন জাতীয় পতাকার ব্যবহার। স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে গর্ব নিয়ে বিনা বাধায় জাতীয় পতাকা উত্তোলন করুন। যাঁরা জানেন না, তাঁরাও জেনে নিন জাতীয় পতাকা ব্যবহারের নতুন নিয়ম। রাতেও তুলে রাখা যায় আমাদের জাতীয় পতাকা।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
তৃণমূলের গোষ্ঠী কোন্দলে মুহুর্মুহু বোমা গুলির ঘটনায় মৃত দুই, জখম এক https://thenewsbangla.com/two-dead-and-one-seriously-wounded-in-trinamools-group-fight/ Mon, 28 Jan 2019 18:08:31 +0000 https://www.thenewsbangla.com/?p=6149 প্রতিদিন বাংলায় একটা ঘটনা খুব ‘কমন’। আর সেটা হল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। জেলায় জেলায় প্রতিদিন তৃণমূলের নিজেদের মধ্যে সংঘর্ষে মারা যাচ্ছেন তৃণমূল কর্মী ও সাধারণ মানুষ। সোমবার রাতে দক্ষিন দিনাজপুরের গঙ্গারামপুরে তৃণমূলের গোষ্ঠী কোন্দলে গোলাগুলির ঘটনায় মৃত দুই, জখম এক। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।

আরও পড়ুনঃ কাঠফাটা রোদে পড়ুয়াদের অসুস্থ করে ছায়ায় বসে রেকর্ড গড়ার নেশা মন্ত্রীর

এবার রাস্তার কাজের বখরা নিয়ে তৃণমূলের গোষ্ঠী কোন্দলে চলল গোলাগুলি। ঘটনায় মৃত দুই, গুরুতর জখম এক। সোমবার রাত ৯.৩০টা নাগাদ দক্ষিন দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার ঠ্যাঙাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। মৃত দুইজনের নাম পরিতোষ ভৌমিক(৪৮)ও সৈদুর রহমান(৪৬)।

আরও পড়ুনঃ Exclusive কংগ্রেস ছেড়ে মমতার হাত ধরলেন মৌসম বেনজির নূর

প্রথম জনের পিঠে গুলি লেগেছে। ও দ্বিতীয়জনের মাথায় ধারালো অস্ত্রের কোপ রয়েছে বলে জানা গেছে। ঘটনায় সঞ্জয় সরকার নামে একজন গুরুতর জখমও হয়েছেন। পিঠ ও পায়ে গুলিবিদ্ধ অবস্থায় তাকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুনঃ জওহরলাল নেহেরুর গলায় মালা দিয়ে ৬০ বছর পরেও একঘরে ‘নেহেরুর বউ’

এলাকায় ব্যপক উত্তেজনা রয়েছে। নেমেছে র‍্যাফ। স্থানীয় সূত্রের খবর, এলাকার একটি রাস্তা ঢালাইয়ের কাজ চলছিল। সেই কাজের বখরা আদায় করতে সঞ্জয় সরকারের নেতৃত্বে চড়াও হয়েছিলেন তৃণমূলেরই কিছু লোকজন। সেই ঘটনার জেরেই এদিন স্থানীয় শ্মশান পাড়ায় দুই গোষ্ঠির লোকেরা নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

আরও পড়ুনঃ আম দরবারে প্রকাশ্যে মহিলার ওড়না ধরে টান কংগ্রেস মুখ্যমন্ত্রীর

টেন্ডার ও কাজের বখরা নিয়ে কাজিয়ার জেরেই তৃণমূলের লোকেরা নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়েন বলে স্থানীয়দের অভিযোগ। এই কাজ ও টেন্ডার নিয়ে প্রথম থেকেই ঝামেলা চলছিল বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আজ তার চরম পরিণতি হল। গুলি গোলার ঘটনায় চরম আতঙ্কে রয়েছেন এলাকার মানুষ।

আরও পড়ুনঃ মাঠ দিল না রাজ্য, মোদীর সভা ও হেলিকপ্টারের জন্য ফসল ত্যাগ শিক্ষকের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতই গোষ্ঠী কোন্দল বন্ধ করতে বলছেন, নেতাদের আশ্রিত ব্যবসায়ি ছোট নেতাদের নিজেদের মধ্যে ঝামেলা তত বাড়ছে। আর প্রতিদিন মারা যাচ্ছেন বাংলার সাধারণ মানুষ।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

আরও পড়ুনঃ

২৪ ঘন্টায় এসএসসির রেজাল্ট প্রকাশ না হলে সচিবকে জেলে ভরার হুঁশিয়ারি বিচারপতির

ভারতের এক ভুলে যাওয়া শহিদ সৈনিকের আজ জন্মদিন

সীমান্তের কাঁটাতার অগ্রাহ্য করে একদিনের জন্য এক হল ভারত বাংলাদেশ

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>