The Indian Army – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Sun, 03 Mar 2019 17:26:23 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg The Indian Army – The News বাংলা https://thenewsbangla.com 32 32 পুলওয়ামায় আবার বিস্ফোরণ, ঘটনাস্থলে যাচ্ছে বিশাল সেনাবাহিনী https://thenewsbangla.com/big-explosion-in-pulwamas-awantipora-the-indian-army-going-to-the-spot/ Sun, 03 Mar 2019 16:23:24 +0000 https://www.thenewsbangla.com/?p=7408 পুলওয়ামায় আবার বিস্ফোরণ, ঘটনাস্থলে যাচ্ছে বিশাল সেনাবাহিনী। রবিবার রাত ৯টা নাগাদ এই বিস্ফোরণ হয়েছে। সেনা ও পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। এখনও কোন প্রানহানির খবর পাওয়া যায়নি। পুলওয়ামার অবন্তিপোরায় এই বিস্ফোরণ ঘটেছে বলে জানা গেছে।

জানা যাচ্ছে বেশ কয়েকজন জঙ্গি, জম্মু কাশ্মীর পুলিশের ডিএসপি অপারেশন এর বাড়িতে গ্রেনেড ছোঁড়ে। বাড়ির মধ্যে গ্রেনেডটি বিস্ফোরণ হয়েছে। তবে কোন হতাহতের খবর নেই বলেই জানিয়েছে জম্মু কাশ্মীর পুলিশ। পুলিশ ও ভারতীয় সেনা গোটা এলাকা ঘিরে রেখেছে।

চলছে চিরুনি তল্লাশি। জঙ্গিরা কোন বাড়িতে লুকিয়ে আছে কিনা তা দেখা হচ্ছে। সেনা ছাউনি বা সেনা ক্যাম্পগুলির পাশাপাশি পুলিশ অফিসারদের ব্যক্তিগত নিরাপত্তা নিয়েও সতর্কতা জারি করেছে প্রশাসন।

]]>
কাশ্মীরে ভারতীয় সেনার উপর আবার জঙ্গি হামলা, চলছে গুলির লড়াই https://thenewsbangla.com/terrorist-attack-again-on-the-indian-army-in-kashmir-heavy-firing-is-going-on/ Mon, 18 Feb 2019 02:57:07 +0000 https://www.thenewsbangla.com/?p=6948 কাশ্মীরে ভারতীয় সেনার উপর আবার জঙ্গি হামলা, চলছে গুলির লড়াই। পুলওয়ামার কাছেই টহলদারি ভারতীয় সেনার উপর অতর্কিতে গুলি চালায় পাক জঙ্গিরা। গুলি লেগে ভারতীয় সেনার এক মেজর সহ চার জওয়ান শহিদ হয়েছেন বলে জানা গেছে। এখনও চলছে গুলির লড়াই। এক সাধারণ মানুষেরও মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুনঃ সেনা কনভয়ে আত্মঘাতী হানা, পাক জঙ্গিদের টার্গেটে এবার পাকিস্তানই

পুলওয়ামা কাণ্ডের ৪দিনের মধ্যেই আবার হামলা চালাল পাক জঙ্গিরা। এদিকে কাশ্মীর জুড়ে চলছে ভারতীয় সেনার ‘অপারেশন অল আউট’। এদিনের যৌথ অভিযানে আছে সেনা, আধাসেনা বা সিআরপিএফ ও জম্মু কাশ্মীর পুলিশের বিশেষ দল। এখনও পর্যন্ত ৫জনের মৃত্যুর খবর এসেছে। এলাকায় কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। চলছে যৌথ বাহিনীর সার্চ অপারেশন।

আরও পড়ুনঃ কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী নেতাদের নিরাপত্তা তুলে নিল মোদী সরকার

জানা গেছে, পুলওয়ামার পিংলানে ২ জঙ্গির লুকিয়ে থাকার খবর পেয়ে ভারতীয় সেনা সেখানে গেলে জঙ্গিরা গুলি ছুঁড়তে শুরু করে। তাতেই এক তরুণ আর্মি মেজর সহ চার জওয়ান শহিদ হয়েছেন বলে জানা গেছে। ২ থেকে ৩ জন জইশ ই মহম্মদ জঙ্গিকে ঘিরে ফেলেছে ভারতীয় সেনা। এমনটাই জানা যাচ্ছে। এলাকায় চলছে গুলির লড়াই। এই নিয়ে ৪ দিনে ৪৫ জন ভারতীয় সেনার মৃত্যু হল জঙ্গি হামলায়। এদিনের ঘটনায় সেনা-জঙ্গি গুলির লড়াইয়ের মাঝে পরে, এক সাধারণ মানুষেরও মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুনঃ পাকিস্তানের মাটিতে ঢুকে জঙ্গি ঘাঁটিতে হামলার অনুমতি চাইল দেশের সেনা

জানা গেছে, রাত ১টার পর পুলওয়ামায় লুকিয়ে থাকা ২ থেকে ৩ জন জইশ ই মহম্মদ জঙ্গিকে ধরতে সার্চ অপারেশনে যায় ভারতীয় সেনা। সেখানেই জঙ্গিদের আচমকা হামলায় এক তরুণ আর্মি মেজর সহ ৪জন গুরুতর আহত হন। হাসপাতাল নিয়ে যাবার পথেই তাঁদের মৃত্যু হয়। রাতভর চলছে গুলির লড়াই। এখনও গুলির লড়াই চলছে। ২ থেকে ৩ জন জঙ্গি লুকিয়ে আছে বলেই জানা যাচ্ছে, ভারতীয় সেনা সূত্রে।

আরও পড়ুনঃ ভয়ঙ্কর সন্ত্রাসবাদী হামলা হবে জানিয়েছিলেন কাশ্মীর পুলিশের আধিকারিক

পুলওয়ামা এলাকায় একটি গ্রামেই ২ থেকে ৩ জন পাক জইশ ই মহম্মদ জঙ্গি লুকিয়ে আছে বলে জানা গেছে, ভারতীয় সেনা সূত্রে। তাদের সঙ্গেই চলছে গুলির লড়াই। পুলওয়ামার পিংলানে ২ জঙ্গিকে ঘিরে ফেলেছে ভারতীয় সেনা, এমনটাই জানা যাচ্ছে। চলছে অপারেশন অল আউট। তবে এত জওয়ানের মৃত্যু কি করে হচ্ছে, প্রশ্ন উঠছে তা নিয়েও।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

আরও পড়ুনঃ সেনা মৃত্যুর প্রতিবাদে উত্তাল দেশ, ভারতীয় কোম্পানি টাকা ঢালছে পাকিস্তানে
আরও পড়ুনঃ কাশ্মীরে আবার জঙ্গি হামলা, বিস্ফোরণে শহিদ আর্মি মেজর
আরও পড়ুনঃ পাক জঙ্গিদের খুঁজে বের করে মারতে সেনাকে পূর্ণ স্বাধীনতা দিল মোদী সরকার
আরও পড়ুনঃ দেশ জুড়ে বদলার দাবি, কাউকে ছাড়া হবে না জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
চিন সীমান্তে ভগবান হয়ে পর্যটকদের উদ্ধার ভারতীয় সেনার https://thenewsbangla.com/the-indian-army-jawans-rescued-2500-tourists-from-india-china-border-with-life-risk/ Sat, 29 Dec 2018 18:21:33 +0000 https://www.thenewsbangla.com/?p=4916 The News বাংলা, দিল্লি: “আমরা ভগবানকে দেখি নি, তবে ভারতীয় সেনাদের দেখেছি”। নাথুলা পাসে আটকে পড়া পর্যটকরা নিরাপদে ফিরে আসার পর এমনই লিখেছেন সেনার উদ্দেশ্যে। ভারত-চিন সীমান্তের নাথুলা পাসে বরফের মধ্যে আটকে পড়া ২৫০০ পর্যটককে প্রাণের ঝুঁকি নিয়ে উদ্ধার করলেন ভারতীয় সেনা জওয়ানরা।

আরও পড়ুন: রবিবার বাংলাদেশ ভোটে ফের শেখ হাসিনা বনাম খালেদা জিয়া

প্রায় ২৫০০ পর্যটক গিয়েছিলেন চিন সীমান্তে নাথুলা পাসের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। কিন্তু হঠাৎ তুষারপাতে প্রাণ সংশয় হয়ে যায় পর্যটকদের। বরফের মধ্যে আটকে পড়েন তাঁরা। প্রবল তুষারপাতে নাথুলা-র ১৭ মাইল এলাকায় থেকে কিছুতেই বেরতে পারছিলেন না এই ২৫০০ পর্যটক।

আরও পড়ুন: নেতাজী সুভাষচন্দ্র বসুর ‘আজাদ লড়াই’কে সম্মান নরেন্দ্র মোদীর

চিন সীমান্তে ভগবান হয়ে পর্যটকদের উদ্ধার ভারতীয় সেনার/The News বাংলা
চিন সীমান্তে ভগবান হয়ে পর্যটকদের উদ্ধার ভারতীয় সেনার/The News বাংলা

তাঁদের বাঁচাতে ভগবান হয়ে আবির্ভাব হল ভারতীয় সেনার। প্রাণের ঝুঁকি নিয়ে এই পর্যটকদের উদ্ধার করলেন ভারতীয় সেনা জওয়ানরা। আপাতত তাঁদের সেনার একটি ক্যাম্পে আশ্রয় দেওয়া হয়েছে। পরিস্থিতির একটু উন্নতি হলেই নিজের নিজের এলাকায় পৌঁছে দেওয়া হবে ওই পর্যটকদের।

আরও পড়ুনঃ নরেন্দ্র মোদীর হাতেই উদ্বোধন হচ্ছে ভারতের দীর্ঘতম দোতলা সেতু

গ্যাংটক থেকে শুক্রবার চিন সীমান্তের কাছে নাথুলা পাস, ছাঙ্গু লেক এবং বাবা মন্দির বেড়াতে গিয়েছিলেন পর্যটকেরা। বৃহস্পতিবার থেকেই ওই সব জায়গায় ঝিরঝির করে বরফ পড়ছিল। কিন্তু শুক্রবার দুপুর থেকে তার প্রাবল্য বাড়তে থাকে। ফলে ওই সব এলাকায় আটকে পড়েন প্রায় ২৫০০ পর্যটক।

সীমান্তে ভগবান হয়ে পর্যটকদের উদ্ধার ভারতীয় সেনার/The News বাংলা
সীমান্তে ভগবান হয়ে পর্যটকদের উদ্ধার ভারতীয় সেনার/The News বাংলা

আরও পড়ুনঃ শহীদ জওয়ানকে সম্মান নয়, সেনাকে পাথর ছুঁড়ে দেশদ্রোহীরাই ভারতে ‘নায়ক’

এমনিতেই পর্যটকদের জন্য বিপজ্জনক নাথুলা। যে কোনও সময় তুষারপাত বা তুষারঝড় হতে পারে। তার উপর রয়েছে সীমান্তের ওপারের চিনা সেনার চোখ রাঙানি। কিন্তু এই পরিস্থিতিতেও উচ্চ উচ্চতায় নিজেদের জীবন হাতে নিয়ে দেশরক্ষার কাজ করে চলেছেন সেনা জওয়ানরা।

আরও পড়ুনঃ লোকঠকানির লোন মাপ, রাহুলকে লজ্জায় ফেলে আত্মঘাতী কৃষক

এই নাথুলাতে বেড়াতে গিয়েই বিপদের মুখে পড়েছিলেন পর্যটকরা। নাথুলার দুর্গম ১৭ মাইল এলাকায় আটকে পড়েছিলেন ২৫০০ জন। এদের মধ্যে বহু মহিলা এবং শিশুও ছিল। তুষারপাতের খবর পাওয়ামাত্রই এদের উদ্ধারে ঝাঁপিয়ে পড়ে সেনা।

আরও পড়ুন: লোকসভার আগেই রামমন্দির রায় দিতে সুপ্রিম কোর্টকে আর্জি মোদীর মন্ত্রীর

২৫০০ জনকেই উদ্ধার করা গিয়েছে। এদের সেনা ক্যাম্পে আশ্রয় দেওয়া হয়েছে। খাবার এবং গরম জামাকাপড় সবই দিচ্ছেন সেনা জওয়ানরা। সেনার তরফে জানানো হয়েছে, যতদিন না প্রত্যেক পর্যটককে সুরক্ষিতভাবে গ্যাংটক পৌঁছে দেওয়া যাচ্ছে ততদিন এই অভিযান চলবে।

চিন সীমান্তে ভগবান হয়ে পর্যটকদের উদ্ধার ভারতীয় সেনার/The News বাংলা
চিন সীমান্তে ভগবান হয়ে পর্যটকদের উদ্ধার ভারতীয় সেনার/The News বাংলা

আরও পড়ুনঃ EXCLUSIVE: কলকাতা থেকে পুলিশ ও ব্যবসায়ীদের টাকা যাচ্ছে জঙ্গিদের হাতে

সেনার এক আধিকারিক বলেছেন, ‘প্রায় ৩০০ থেকে ৪০০টি গাড়ি করে পর্যটকরা গিয়েছিলেন। ১৭ মাইল এলাকায় তাঁরা আটকে পড়েছিলেন। ভারত-চিন সীমান্ত দেখে এই গাড়িগুলিতে ফিরছিলেন প্রায় ২৫০০ পর্যটক। খবর পেয়েই কাজ শুরু করে সেনা। পর্যটকদের খাবার, আশ্রয় এবং ওষুধ দেওয়া হয়েছে। দেওয়া হয়েছে গরম কাপড়ও’।

আরও পড়ুনঃ EXCLUSIVE: দিল্লীর নির্ভয়া ধর্ষণ কাণ্ডের পরেও নিরাপত্তাহীন কলকাতার বাস

‘মোট ১৫০০ পর্যটককে ১৭ মাইলের সেনা ক্যাম্পে আশ্রয় দেওয়া হয়েছে। বাকিদের সরিয়ে দেওয়া হয়েছে ১৩ মাইলে। পরিস্থিতির উন্নতি হলেই পর্যটকদের গ্যাংটক পাঠানোর ব্যবস্থা করা হবে। যতক্ষণ না সব পর্যটক গ্যাংটক পৌঁছাচ্ছেন ততক্ষণ পর্যন্ত অভিযান চলবে’। জানিয়েছেন সেনা আধিকারিকরা।

আরও পড়ুন: ২২ বছর পর ফের ভূস্বর্গে রাষ্ট্রপতি শাসন

সীমান্তে ভগবান হয়ে পর্যটকদের উদ্ধার ভারতীয় সেনার/The News বাংলা
সীমান্তে ভগবান হয়ে পর্যটকদের উদ্ধার ভারতীয় সেনার/The News বাংলা

আরও পড়ুন: লোকসভায় মোদীর তিল তালাক বিল বিতর্কে বিরোধিতায় কংগ্রেস বাম তৃণমূল

রাস্তা থেকে বরফ সরিয়ে পর্যটকদের কাছাকাছি পৌঁছন সেনা জওয়ানরা। একে একে সকলকেই উদ্ধার করা হয়। প্রতিরক্ষা মন্ত্রকের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, পর্যটকদের মধ্যে শিশু এবং মহিলারাও রয়েছেন। উদ্ধারের পর ১৭ মাইল ছাউনিতে আশ্রয় দেওয়া হয়েছে প্রায় দেড় হাজার পর্যটককে। বাকিদের ১৩ মাইল সেনা ছাউনিতে নিয়ে যাওয়া হয়েছে। সকলের জন্য খাবার, পানীয় এবং ওষুধের পাশাপাশি পর্যাপ্ত গরম পোশাকেরও ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন: ১১ বছর পর দার্জিলিং কালিম্পঙে তুষারপাতে বেড়ানোর আনন্দ দ্বিগুন

এই ঘটনায় আরও একবার সাধারণ মানুষের কাছে ভগবান হয়ে দেখা দিলেন ভারতীয় জওয়ানরা। স্যালুট ভারতীয় সেনা জওয়ানদের। আর সেনার উদ্দেশ্যে সেটাই লিখলেন উদ্ধার হওয়া পর্যটকরা।

]]>