The Colour of Bengal – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Fri, 24 May 2019 17:16:42 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg The Colour of Bengal – The News বাংলা https://thenewsbangla.com 32 32 লোকসভা আসন অনুযায়ী দেখলে বাংলার রং অনেকটাই গেরুয়া https://thenewsbangla.com/lok-sabha-seats-win-by-bjp-the-colour-of-bengal-map-is-saffron/ Fri, 24 May 2019 17:10:09 +0000 https://www.thenewsbangla.com/?p=13267 লোকসভা আসন অনুযায়ী দেখলে; বাংলার রং অনেকটাই গেরুয়া। বিজেপির নতুন স্লোগান; ১৯ এ হাফ, ২১ শে সাফ। ৪২ টির মধ্যে ১৮ টি আসন জিতেছে বিজেপি। উত্তরবঙ্গ ও জঙ্গলমহলের প্রায় সব আসনেই জয়ী গেরুয়া শিবির।

১) কোচবিহার আসনে জিতেছেন; বিজেপির নিশীথ প্রামাণিক। ২) আলিপুরদুয়ার আসনে জিতেছেন; জন বারলা। ৩) জলপাইগুড়িতে বিজেপি প্রার্থী; জয়ন্ত রায় জয়ী। ৪) দার্জিলিং আসনে জিতেছেন; রাজু সিং বিস্ত। ৫) রায়গঞ্জ আসনে বিজেপি প্রার্থী; দেবশ্রী চৌধুরি জয়ী। ৬) বালুরঘাটে জিতলেন; সুকান্ত মজুমদার। ৭) মালদহ উত্তরে জিতলেন খগেন মুরমু।

আরও পড়ুনঃ ডিএ, পে কমিশন না পাওয়ায় ভোটে জবাব দিলেন বাংলার সরকারি কর্মীরা

দক্ষিণবঙ্গেও ভালই প্রভাব বিস্তার করেছে বিজেপি। জিতেছে বেশ কিছু আসন। বর্ধমান থেকে নদীয়া হয়ে হুগলী; খাতা খুলেছে পদ্ম শিবির।

৮) বর্ধমান-দুর্গাপুর আসনে; বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া জয়ী। ৯) রানাঘাট আসনে; জগ্ননাথ সরকার জয়ী। ১০) আসানসোলে বিজেপি প্রার্থী; বাবুল সুপ্রিয় জয়ী। ১১) বনগাঁ আসনে; শান্তনু ঠাকুর জয়ী। ১২) ব্যারাকপুর আসনে জয়ী অর্জুন সিং। ১৩) হুগলিতে বিজেপির লকেট চ্যাটার্জি জয়ী।

আরও পড়ুনঃ রাজীব কুমারের সময়সীমা শেষ, যে কোন মুহূর্তে গ্রেফতার করবে সিবিআই

জঙ্গল মহলের প্রায় সব আসনেই জিতেছে গেরুয়া শিবির। তৃণমূলকে সাফ করে দিয়েছে বিজেপি; এই জঙ্গল মহলে। একের পর এক আসনে জয়ী হয়েছে বিজেপি।

১৪) মেদিনীপুরে জয়ী বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ১৫) ঝাড়গ্রাম আসনে কুনার হেমব্রম জয়ী। ১৬) পুরুলিয়া আসনে বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাত জয়ী। ১৭) বাঁকুড়া আসনে জয়ী সুভাষ সরকার। ১৮) বিষ্ণুপুর আসনে বিজেপির সৌমিত্র খাঁ জয়ী।

আরও পড়ুনঃ তৃণমূলের হারের প্রথম বলি, দল থেকে বহিষ্কার মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায়

শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেস জিতল ২২ টি আসনে। বিজেপি জিতল ১৮ টি আসনে। কংগ্রেস জিতল ২ টি আসনে। তবে বাংলার ম্যাপে গেরুয়া রং ভালই ছাপ ফেলেছে; তা দেখাই যাচ্ছে। বাংলার এই গেরুয়া ম্যাপ ২০২১ শে রাজ্য বিধানসভা নির্বাচনে কি অবস্থায় দাঁড়ায়; সেটাই এখন দেখার।

]]>