TET Scam – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Mon, 20 Jun 2022 16:45:47 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg TET Scam – The News বাংলা https://thenewsbangla.com 32 32 লজ্জার বাংলা, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতিকেই সরানোর নির্দেশ https://thenewsbangla.com/shame-bengal-tet-scam-calcutta-high-court-orders-remove-primary-education-council-president-manik-bhattacharya/ Mon, 20 Jun 2022 14:31:25 +0000 https://www.thenewsbangla.com/?p=15565 লজ্জার বাংলা, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি-কেই সরানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যকে অপসারণের নির্দেশ দেওয়ার পাশাপাশি; নতুন সভাপতি নিযুক্ত না হওয়া পর্যন্ত পর্ষদ সভাপতির দায়িত্বে থাকবেন মধ্যশিক্ষা পর্ষদ সচিব রত্না চক্রবর্তী বাগচী। প্রাইমারি টেট নিয়োগে দুর্নীতি নিয়ে বিগত কয়েকদিন ধরেই; নানান বিতর্ক মাথাচাড়া দিয়েছে। এবার এর জেরেই প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যকে; অপসারিত করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যে আগামীকাল মঙ্গলবার; দুপুর ২টোর মধ্যে তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে সশরীরে আদালতে হাজিরা দিতে হবে।

২০১৪ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত; কিছু তথ্য চেয়েছিল আদালত। কিন্তু অভিযোগ, পর্ষদের তরফে সেই নথি পেশ করা হয়নি; উল্টে আদালতকে ভুল পথে চালনা করা হয়েছে বলেই অভিযোগ। আর এর সম্পূর্ণ দায় মানিক ভট্টাচার্যের; এমনটাই দাবী হাইকোর্টের। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিন বলেন, “আজকে ২৭৮৭ জন আবেদনকারীদের মধ্যে ১ জনেরও, নম্বর পুণর্মূল্যায়নের জন্য দাখিল করা আবেদনপত্র; আদালতে পেশ করা হয়নি। পর্ষদের এই আচরণ গ্রহনযোগ্য নয়”।

আরও পড়ুনঃ “লাখখানেকের মধ্যে ৫০-১০০টা ভুল হতেই পারে”, শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে সাফাই মুখ্যমন্ত্রীর

২০১৪’র প্রাথমিক টেট মামলায়; গত সোমবার সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায় নির্দেশ মতো সিবিআইয়ের তদন্তকারীদের মুখোমুখি হন; প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য ও সচিব রত্না চক্রবর্তী বাগচী। সেই মতো নির্ধারিত সময়ের আগেই; সিবিআইয়ের নিজাম প্যালেসের দফতরে যান দুজনেই।

আরও পড়ুনঃ গভীর চক্রান্তের জাল ছিঁড়ে বেরিয়ে আসা পশ্চিমবঙ্গের আজ জন্মদিন

সিবিআই সূত্রে খবর, তদন্তকারীরা জানতে চান; কার নির্দেশে ২০১৪’র টেটে দ্বিতীয় নিয়োগ তালিকা প্রকাশ করা হয়েছিল? শুধু ২৬৯ জনকেই কেন ১ নম্বর করে বাড়ানো হল? নম্বর বাড়ানোর সিদ্ধান্ত কে নিয়েছিল? সরকারি ফাইলে তার কোনও তথ্য আছে কিনা। এই জিজ্ঞাসাবাদের এক-সপ্তাহের মধ্যেই, প্রাথমিকে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে; প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি ও তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে অপসারণের নির্দেশ দিল হাইকোর্ট। আদালতের কাছে যে নথি পেশ করা হয়েছে; তা নিয়েও সন্দেহ আছে। পর্ষদের পেশ করা নথি, ফরেন্সিক পরীক্ষার জন্য দিল্লিতে পাঠাতে বলল হাইকোর্ট।

]]>
‘তৃণমূল-বাম সেটিং’, প্রাথমিক টেট দুর্নীতি, চাকরি গেল সিপিএম নেতার মেয়েরও https://thenewsbangla.com/tmc-left-setting-primary-tet-scam-cpm-leader-daughter-dismissed-from-primary-teacher-job/ Thu, 16 Jun 2022 07:10:13 +0000 https://www.thenewsbangla.com/?p=15491 ‘তৃণমূল-বাম সেটিং’, প্রাথমিক টেট দুর্নীতিতে চাকরি গেল; ‘দাপুটে’ সিপিএম নেতার মেয়েরও। দুর্নীতির বাজারে, ক্ষমতা চলে গেলেও কি; বাগিয়ে নিয়েছে সিপিএম? উঠে গেল প্রশ্ন। ২০১৪র প্রাথমিক টেট দুর্নীতি মামলায়, কলকাতা হাইকোর্টের নির্দেশে; ২৬৯ জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। আর সেই তালিকায় অদ্ভুত-ভাবে রয়েছে, পূর্ব বর্ধমানের একসময়ের দাপুটে সিপিএম নেতার মেয়ের নাম। কীভাবে চাকরি? তুঙ্গে উঠেছে রাজনৈতিক বিতর্ক। প্রকাশ্যে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে আন্দলন; আর তলায় তলায় নিজেরাও সেই দুর্নীতিতে যুক্ত; অভিযোগ এমনটাই।

২৬৯ জন শিক্ষকের চাকরি বাতিল করার পাশাপাশি, ২০১৪র প্রাথমিক টেট দুর্নীতি মামলায়; সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়। পাশাপাশি, ২৬৯ জনকে প্রাথমিক শিক্ষকের পদ থেকে বরখাস্ত, বেতন বন্ধ ও বেতন ফেরতের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। বরখাস্তের সেই তালিকায় রয়েছে, কালনার ‘দাপুটে’ সিপিএম নেতা ও কালনা পুরসভার দুবারের প্রাক্তন সিপিএম কাউন্সিলর; বীরেন্দ্র বসু মল্লিকের মেয়ে বৈশাখী বসু মল্লিকের নামও। আর সিপিএম নেতার মেয়ের নাম নিয়েই; শুরু হয়েছে চরম রাজনৈতিক চাপানউতোর। সূত্রের খবর, ২৬৯ জনের তালিকায় রয়েছে পূর্ব বর্ধমানের ১৭ জনের নাম; সেই তালিকার ২ নম্বরে নাম রয়েছে বীরেন্দ্র বসু মল্লিকের মেয়ে বৈশাখী বসু মল্লিকের নামও।

আরও পড়ুনঃ পিএসসি-তে নিয়োগ কয়েকহাজার, প্রকাশিত নামের তালিকা, ‘মামলার আ’শঙ্কা’

একসময়, বামপন্থী সংগঠন All Bengal Primary Teachers Association-র পূর্ব বর্ধমানের পদাধিকারীও ছিলেন; সিপিএম নেতা বীরেন্দ্র বসু মল্লিক। তাঁর স্ত্রীও; একসময় গণতান্ত্রিক মহিলা সমিতির দাপুটে নেত্রী ছিলেন। এদিকে বৈশাখীর স্বামীও আবার প্রাইমারি শিক্ষক; যিনি আবার ২০১৫ সালে সিপিএমের হয়ে পুরভোটেও লড়েন। তাহলে কি তৃণমূল জমানায় দুর্নীতিতে; যোগ রয়েছে সিপিএমেরও? উঠেছে প্রশ্ন। বৈশাখী বসু মল্লিকের স্বামী শুভাশিস সরকার বলেন; “এটা কোর্টের বিষয় আমি কিছু বলতে পারব না; আমার স্ত্রী এখন বাইরে আছে”।

২০১৮ সালের জানুয়ারি মাসে, কালনার ধাপাসপাড়া প্রাথমিক বিদ্যালয়ের; শিক্ষিকা পদে যোগ দিয়েছিলেন বৈশাখী বসু মল্লিকে। আদালতের নির্দেশে তাঁরও চাকরি গেছে, বিষয়টি জানাজানি হতেই যথেষ্ট শোরগোল ছড়িয়েছে কালনা শহর জুড়ে। সিপিএম নেতার মেয়ের চাকরি পাওয়া এবং বরখাস্ত হওয়ার ঘটনাকে; অ’স্ত্র করেছে তৃণমূলও। কালনার তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগ বলেন; “শুধু তৃণমূলের লোকেরা চাকরি পেয়েছে বলে বিরোধীরা যে দাবি তোলে; তা যে ঠিক নয়, এই ঘটনাই তার প্রমাণ”।

“সিপিএম নেতারা দুর্নীতির বিরুদ্ধে বাজার কাঁপাচ্ছে; অন্যদিকে দুর্নীতি করে নিজের ছেলেমেয়েদের চাকরিতে ঢুকিয়ে দিচ্ছে, তৃণমূল নেতাদের সঙ্গে হাত মিলিয়ে”; দাবি কাটোয়া সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি গোপাল চট্টোপাধ্যায়ের। এই ঘটনার দায় নিতে নারাজ; পূর্ব বর্ধমান জেলার সিপিএম নেতৃত্ব থেকে এবিপিটিএ কর্তৃপক্ষ। কালনা শহরের এরিয়া কমিটির সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায় বলেন; “পার্টিতে যেই থাকুক না কেন; দুর্নীতির সঙ্গে যুক্ত হলে সেটা তার ব্যক্তিগত বিষয়। সে যে দুর্নীতি করত না; সেটাও প্রমাণ করার দায়িত্ব তাঁর”।

]]>
‘হাইকোর্টে বিপ্লব’, আজ আবার যুগান্তকারী রায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের https://thenewsbangla.com/landmark-verdict-of-justice-abhijit-gangopadhyay-cbi-sit-investigate-primary-tet-scam-under-calcutta-high-court-observation/ Wed, 15 Jun 2022 13:12:32 +0000 https://www.thenewsbangla.com/?p=15470 ‘হাইকোর্টে বিপ্লব’, আজ আবার যুগান্তকারী রায়; বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে; সিবিআইকে বিশেষ টিম বা সিট গঠন করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত হবে; কলকাতা হাইকোর্টের বিশেষ নজরদারিতে। সিবিআইকে সিট বা স্পেশাল ইনভেস্টেগেটিং টিম গঠনের নির্দেশ দিল আদালত। সেই বিশেষ তদন্তকারী দলের দায়িত্বে থাকবেন; কলকাতা সিবিআই-য়ের এক যুগ্ম অধিকর্তা। হাইকোর্টের নজরদারিতে নিয়োগ দুর্নীতির তদন্ত চালাবে তারা।

বুধবার এমনই নির্দেশ দিলেন, কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুধু তাই নয়, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত; সিবিআই এর এই টিমের; বা সিটের আধিকারিকদের বদলি করতে পারবে না সিবিআই। প্রাথমিক শিক্ষক নিয়োগে, সিবিআই তদন্তের গতি নিয়ে অসন্তুষ্ট ছিলেন; বিচারপতি গঙ্গোপাধ্যায়। এদিন শুনানি চলাকালীন; সেই ক্ষোভ প্রকাশ করেন তিনি। একইসঙ্গে তদন্তে গতি আনতে; নয়া নির্দেশও দেন এদিন।

আরও পড়ুনঃ ২০১৪ সালে পোলিও মুক্ত দেশের স্বীকৃতি পায় ভারত, বাংলার মেটিয়াবুরুজে পোলিও হানা

সিবিআইয়ের সিটে বা সেই স্পেশাল টাইম কারা কারা থাকবেন; আধিকারিকদের নামের সেই তালিকা শুক্রবার আদালতে পেশ করবে সিবিআই। এদিন শুনানি চলাকালীন বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন; “আমি আশা করব সিবিআই তদন্তে; এবার লক্ষণীয় অগ্রগতি হবে। যাতে আমাকে আর আশাহত হতে না হয়”। একইসঙ্গে তিনি আরও একবার মনে করিয়ে দেন; ‘অন্যান্য মামলাগুলিতে আজ পর্যন্ত সিবিআইয়ের কর্মকাণ্ডে আদালত খুব একটা সন্তুষ্ট নয়’।

আরও পড়ুনঃ করোনা নেই, বাধ্যতামূলক কোভিড টেস্টের নামে মানুষকে লুটছে বেসরকারি হাসপাতাল

এদিন প্রাথমিক টেটের দুটি মামলার; প্রাথমিক রিপোর্ট পেশ করে সিবিআই। রিপোর্ট পেশ করে প্রাথমিক শিক্ষা পর্ষদও। আদালতে সিবিআই জানায়, “আমরা অত্যন্ত গুরত্ব দিয়ে এই মামলা-গুলি দেখছি; দিল্লি থেকে নতুন যুগ্ম অধিকর্তা এসেছেন, যিনি শুধুমাত্র এই মামলাগুলোই দেখছেন। আগামী কয়েকসপ্তাহ ঘটনাবহুল হতে চলেছে”।

স্কুল সার্ভিস কমিশনের মত; ২০১৪ সালের প্রাইমারি টেট নিয়োগ নিয়েও দুর্নীতির অভিযোগ প্রমাণ হয়ে গেছে। ২৬৯ জনের নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছে; যাদের সবার চাকরি বাতিল করে দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এই মামলায় আগেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল; কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশে চাকরি খুইয়েছিলেন ২৬৯ জন শিক্ষক; এবার সেই মামলার তদন্ত করবে সিবিআইয়ের সিট, কলকাতা হাইকোর্টের নজরদারিতে।

]]>
দায় কার, আদালতের রায়ে স্কুল শিক্ষিকা বরখাস্ত হতেই বিয়ে ভেঙে পালাল প্রেমিক https://thenewsbangla.com/boyfriend-broke-up-marriage-after-school-teacher-dismissed-from-job-by-calcutta-high-court/ Wed, 15 Jun 2022 06:39:43 +0000 https://www.thenewsbangla.com/?p=15457 বিয়ে ভাঙার দায় কার, আদালতের রায়ে স্কুল শিক্ষিকা বরখাস্ত হতেই; বিয়ে ভেঙে পালাল প্রেমিক। আদালতের নির্দেশে, প্রাথমিক শিক্ষিকার চাকরি থেকে বরখাস্ত হতেই; ভাঙন প্রেমের সম্পর্কেও। চাকরি থেকে বরখাস্ত হওয়া প্রেমিকার সঙ্গে; দেখা করতেই নারাজ প্রেমিক যুবক। প্রতিবাদে প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় বসলেন ওই প্রেমিকা; কোচবিহারের নিশিগঞ্জের ঘটনা। এই বিয়ে ভাঙার দায় কার? উঠে গেছে প্রশ্ন।

সোমবার আদালতের নির্দেশ মত, পাঁচ বছরের পুরনো চাকরি হারানোর খবর; পেয়েছিলেন মাথাভাঙার বাসিন্দা ওই যুবতী। এরপরই নিশিগঞ্জে প্রেমিকের সঙ্গে; দেখা করতে চান তিনি। প্রথম দিকে রাজি না হলেও, প্রেমিকার চাপে দেখা করতে; বাড়িতে আসতে বলেছিলেন যুবক। তবে এরপরেও শুরু হয় আসল খেলা; নিশিগঞ্জ গ্রামে যুবকের বাড়িতে এসে তিনি দেখে সে বেপাত্তা। এমনকী, তার পরিবারের কেউই বাড়িতে নেই; ওই সময় বাড়িতে ছিলেন শুধু ওই যুবকের মাসি। তাঁর কাছ থেকে বারবার খোঁজ নেওয়ার চেষ্টা করেও, কিছুই জানতে না পেরে হতাশ হয়ে পড়েন; সদ্য সরকারি স্কুলের শিক্ষিকার চাকরি হারানো প্রেমিকা।

আরও পড়ুনঃ প্রাথমিকে বরখাস্তের তালিকায়, পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতির দুই মেয়ে

বাড়ি ফিরে এসেও, ওই যুবককে ফোনে বারবার যোগাযোগ করলেও; তিনি আর ফোন তোলেননি। এরপরেই বিয়ের দাবিতে; ধর্নায় বসেছেন প্রেমিকা। তরুণী জানান, ওই যুবকের সঙ্গে ছয়মাস ধরে; সম্পর্ক রয়েছে তার। কিন্তু চাকরি চলে গিয়েছে জানতে পেরেই; যোগাযোগ বন্ধ করে দিয়েছে ওই যুবক। নিশিগঞ্জ এলাকায় কলেজে অশিক্ষক কর্মী ওই যুবকের; কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তার পরিবারের দাবি, ঘটকের মাধ্যমে এই পাত্রীর সঙ্গে সম্বন্ধ করছিল যুবকের পরিবার; কোন প্রেমের সম্পর্ক ছিল না; এখন যুবককে ফাঁসানোর চেষ্টা হচ্ছে।

আরও পড়ুনঃ চোর ডাকাত নয়, ‘মানসিক অবসাদগ্রস্থ পুলিশ’ খুঁজতে এবার আসরে নামল লালবাজার

কলকাতার হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যুগান্তকারী সিদ্ধান্তে; বাংলায় একসঙ্গে চাকরি গেছে ২৬৯ জন প্রাথমিক শিক্ষকের। প্রাথমিক টেট দুর্নীতিতে; সিবিআই নির্দেশও দিয়েছে হাইকোর্ট। ২০১৪ সালের প্রাথমিক টেট পরীক্ষার ভিত্তিতে, ২০১৭ সালে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে দ্বিতীয় নিয়োগ তালিকা প্রকাশ করে; তা সম্পূর্ন বেআইনি বলে জানিয়েছে আদালত। এই শিক্ষকরা আর নিজেদের স্কুলে; প্রবেশ করতে পারবেন না; ফেরত দিতে হবে ৫ বছরের মাইনে।

]]>
প্রাথমিকে বরখাস্তের তালিকায়, পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতির দুই মেয়ে https://thenewsbangla.com/primary-teacher-dismissed-tmc-leader-daughters-lost-job-justice-avijit-ganguly-order-on-primary-tet-scam/ Tue, 14 Jun 2022 14:34:28 +0000 https://www.thenewsbangla.com/?p=15441 চাকরি পেয়েও, কাজে যোগ দিয়ে, পাঁচ বছর চাকরি করেও যে চাকরি যেতে পারে; তা ভাবতেই পারছেন না আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূল নেতা গুণধর খাঁড়ার দুই মেয়ে সীমা খাঁড়া ও শিবানী খাঁড়া। প্রাথমিকে বরখাস্তের তালিকায়; পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতির ২ মেয়েই। এসএসসি নিয়োগে দুর্নীতির পর, প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা নিয়োগেও; দুর্নীতির অভিযোগ উঠেছে। এই দুর্নীতির অভিযোগে আদালতে গড়ানোর পর; সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ২৬৯ জন শিক্ষক-শিক্ষিকাকে চাকরি থেকে বরখাস্ত করেন; তাদের পুরো মাইনে ফেরত দেবার নির্দেশ দেন।

শিক্ষক-শিক্ষিকাদের বরখাস্ত হওয়ার এই তালিকা, আদালতের নির্দেশের পর; জেলায় জেলায় পৌঁছাতে শুরু করেছে। জেলায় জেলায় সেই তালিকা পৌঁছানোর পর; বরখাস্ত হওয়া শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে হাহাকার লক্ষ্য করা যাচ্ছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, বরখাস্ত হওয়া এই তালিকায়; একাধিক নাম রয়েছে তারা শাসকদল তৃণমূলের নেতা-নেত্রী, আত্মীয়স্বজন এবং সন্তানদের। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত; প্রকাশ্যে কেউ মুখ খোলেননি।

আরও পড়ুনঃ মাদ্রাসা সার্ভিস কমিশন তুলে দেওয়া নিয়েও বড় সিদ্ধান্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

আদালতের নির্দেশে হুগলি জেলায় ৬৮ জনকে; চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি; গুণধর খাঁড়ার ২ মেয়ের নাম। এলাকায় তৃণমূলের দীর্ঘদিনের কর্মী বলে পরিচিত গুণধরবাবু। পঞ্চায়েত সমিতির সভাপতি হবার পর; তাঁর দাপট আরও বেড়েছে। ২০১৭ সালে তার দুই মেয়ে সীমা ও শিবানী; প্রাথমিক শিক্ষক হিসাবে চাকরিতে যোগ দেয়। মঙ্গলবার সকালে জেলায় যে তালিকা পৌঁছেছে, তাতে ৫ নম্বরে নাম রয়েছে শিবানী খাঁড়ার; আর ৮ নম্বরে নাম সীমা খাঁড়া প্রামাণিকের।

আরও পড়ুনঃ বাংলায় ‘হাত জড়ো’, রাস্তায় নামা বিক্ষো’ভকারীদের দেশে ফেরত পাঠাচ্ছে কুয়েত

২০১৪ সালের প্রাথমিক টেটে দুর্নীতির মামলা করে, আবেদনকারীরা আদালতকে জানিয়েছিলেন; এই নিয়োগ-প্রক্রিয়ায় ২০১৭ সালে বেআইনি-ভাবে দ্বিতীয় একটি মেধাতালিকা তৈরি করা হয়। এই নিয়ে সংসদের আইনজীবীর দাবি ছিল; ২০১৪ সালের টেটে একটি প্রশ্ন ভুল ছিল; সেই প্রশ্নে অতিরিক্ত ১ নম্বর দেওয়া হয়েছে। আদালত পালটা প্রশ্ন করে; বাকি ২৩ লক্ষ পরীক্ষার্থী কী দোষ করল? কোনও জবাব ছিল না সংসদের আইনজীবীর কাছে; এরপরই ২৬৯ জনকে বরখাস্ত করার নির্দেশ দেন; বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

]]>